SHRI KALYAN SEWA ASHRAM I AMARKANTAK I কল্যাণ সেবা আশ্রম, অমরকণ্টক

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • কল্যাণ সেবা আশ্রম l Kalyan Sewa Ashram
    Address : Tehsil, Pushparajgarh,
    Dist : Anuppur, Amarkantak. MP
    Contact No. : 9425344079
    নর্মদামাতা মন্দিরের কাছেই।
    অমরকণ্টক বা নর্মদা পরিক্রমা ভ্রমণকারী হিন্দুদের জন্য সুন্দর একটি থাকার জায়গা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত জায়গা। যে কোন হোটেলের থেকে ভালো। ঢআশ্রমের বাহিরের এবং ভেতরটি অসাধারণ। নানারকম দেব দেবীর মুর্তি দ্বারা শোভিত। দেখার পর মনটা পরিপূর্ণতায় ভরে উঠবে। মন্দিরের বাহিরের যত খুশি ছবি তোলার অনুমতি আছে। কিন্তু মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ।
    এই চ্যারিটেবল ট্রাস্টের আশ্রমটি পরম শান্তি ও প্রেমের একটি পূর্ণ স্থান। আমার দেখা সবচেয়ে সুন্দর একটি আশ্রম। এই আশ্রমে থাকা মানে একটা আলাদা অনুভূতি। ভোর 4টায় সময় আরতির জন্য উঠতে হয়। তারপর সকালের জলখাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য যথাক্রমে ঘণ্টা বাজানো হয় সবাইকে অবহিত করার জন্য। মধ্যাহ্ন এবং নৈশভোজ করার সময়, সবাইকে পূর্ণ প্রার্থনা করতে হয়। সাধারণ মানুষের পাশে বসে সাধুরাও একসঙ্গে খাওয়া দাওয়া করে থাকেন। তারা ভাল ঘরও সরবরাহ করে।
    এই আশ্রমে বর্তমানে গুরু হলেন বাবা শ্রী কল্যাণদাস জি মহারাজ। শান্তি ও প্রার্থনার জন্য অবশ্যই পরিদর্শন করবেন কল্যাণদাস সেবা আশ্রমটিতে।
    পরিদর্শণের পর অবশ্যই আপনার মনটা পরিপূর্ণতায় ভরে উঠবে।
    Music Credit by :
    / audiolibrary
    #shreekalyansewaashram
    #amarkantak
    #amarkantaktourguide
    #anuppuramarkantak
    #amarkantaksightseeing
    Thanks for watching the Video
    Please don't forget to Like, Lhare and Comments
    My Channel Link : / @atmenterprise
    ------------------------------------------------------------------------------------------------
    For business inquiries : nandi.atmenterprise@gmail.com
    -------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 17

  • @vijaygupta-zz6ks
    @vijaygupta-zz6ks 6 місяців тому +1

    nice place

  • @jagatkumardas1612
    @jagatkumardas1612 5 місяців тому +1

    খুব ভাল লাগল। নমস্কার

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  5 місяців тому

      শুভ নববর্ষ। আপনার নিরোগ জীবন ও সুখ সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন। কমেন্টস্ এর জন্য কৃতজ্ঞ রইলাম।

  • @umadas6937
    @umadas6937 5 місяців тому +1

    খুব ভালো লাগলো

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  5 місяців тому

      আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে support করার জন্য ধন্যবাদ দিদিভাই। সঙ্গে আমার প্রণাম গ্রহণ করবেন। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইলো।

  • @shubhamsabui4984
    @shubhamsabui4984 Місяць тому

    Ki ভাবে বুকিং করতে হবে।

  • @malaypramanick7096
    @malaypramanick7096 2 місяці тому +1

    আশ্রমে থাকার দক্ষিণা কত নেয়?

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  2 місяці тому

      জানুয়ারিতে মূল্য ছিল 600 টাকা মাথা পিছু । সঙ্গে প্রসাদ দু বেলা নিরামিষ আহার। দুপুরে ভাত ও কয়েক রকম সব্জী, চাটনি। রাতে রুটি ও তরকারি। মিষ্টি।

    • @malaypramanick7096
      @malaypramanick7096 2 місяці тому

      আর দাদা বুকিং কিভাবে করবো?

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  2 місяці тому

      Visiting card নিয়েছিলাম। কিন্তু কোথায় রেখেছি মনে করতে পারছি। আমার ভিডিওতে ফোন দেওয়া আছে কথা বলতে পারেন। এছাড়াও অমরকন্ঠকে আরও আশ্রম আছে। কাল বিকেলে ফোন নম্বরগুলো দেব। মোটামুটি 500- 600 টাকায় পাবেন। তবে এক এক সময় একেক জন মহারাজের দায়িত্ব থাকে। সব আশ্রম ভালো । এমনিতে ওখানকার মানুষ ধর্মপ্রাণ এবং অতিথি পরায়ণ। কল্যাণ সেবাশ্রম আমার ভালো লেগেছিল ওখানকার আধ্যাত্মিক পরিবেশ। একটা কথা অমরকন্ঠকে কিন্তু নিরামিষ। মন্দিরের সন্নিকটে বহু খাবারের দোকান আছে। অবশ্যই মধ্যপ্রদেশের পোয়া জিলাপি খাবেন। অসাধারণ!
      সব জায়গায় পাবেন। 15 থেকে 25 টাকা প্লেট।
      পোহা জালেবি: এটি মধ্যপ্রদেশের একটি জনপ্রিয় ব্রেকফাস্ট ডিশ, বিশেষ করে ইন্দোরে। পোহা হল চ্যাপ্টা চালের ফ্লেক্স যা পেঁয়াজ, আলু এবং মশলা দিয়ে ভাজা হয় এবং জালেবি দিয়ে পরিবেশন করা হয়, একটি মিষ্টি ভাজা পেস্ট্রি।
      জয় নর্মদা মাতা। ভালো থাকুন।

    • @malaypramanick7096
      @malaypramanick7096 2 місяці тому

      ফোন করে কি বুকিং হয় আর হলে কত দিন আগে? আর আপনি কি ভাবে বুকিং করে ছিলেন।।।। ধন্যবাদ।।।।

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  2 місяці тому

      @@malaypramanick7096 মোটামুটি মাস খানেক আগে বুক করা যেতে পারে। আমরা শ্যামবাজার এর একটা Tour company সঙ্গে গিয়েছিলাম। আপনি ফোন করে জানতে পারেন।
      কোন অসুবিধা নেই।

  • @sriniwasrao9419
    @sriniwasrao9419 6 місяців тому +1

    Is it near to tample

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  6 місяців тому

      NEAR TO NARMADA MATA TEMPLE. WALKIND DISTANCE 5 -7 Minutes.
      SIR THANKS FOR Comments

    • @manjuhati4898
      @manjuhati4898 5 місяців тому +1

      খুব সুন্দর ভিডিও। অমরকণ্টক সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি ৭.৪.২০২৪ তারিখে। অমরকণ্টক সাইডসিন করার জন্য অটোতে কত টাকা লাগতে পারে যদি জানান খুব ভালো হয়। ভালো থাকবেন।

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  5 місяців тому

      @@manjuhati4898 ঘুরে আসুন। মনটা এক অজানা ভাললাগায় ভরে উঠবে। এক আধ্যাত্মিক পরিবেশ।
      ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      মাইকি বাগিয়া, কপিল ধারা, শ্রীযন্ত মন্দির, কল্যাণ আশ্রম, জৈন Temple, শিব মন্দির অবশ্যই visit করবেন। অমরকন্ঠকের সামনেই কালচুরি আমলের স্থাপত্যগলি আশাকরি দেখবেন। ওখানেই পাতালেশ্ব শিব মন্দির।
      ভালো থাকবেন। আপনার যাত্রা শুভ হউক।