SHRI KALYAN SEWA ASHRAM I AMARKANTAK I কল্যাণ সেবা আশ্রম, অমরকণ্টক

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 21

  • @vijaygupta-zz6ks
    @vijaygupta-zz6ks 10 місяців тому +1

    nice place

  • @jagatkumardas1612
    @jagatkumardas1612 9 місяців тому +1

    খুব ভাল লাগল। নমস্কার

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  9 місяців тому

      শুভ নববর্ষ। আপনার নিরোগ জীবন ও সুখ সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন। কমেন্টস্ এর জন্য কৃতজ্ঞ রইলাম।

  • @umadas6937
    @umadas6937 9 місяців тому +1

    খুব ভালো লাগলো

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  9 місяців тому

      আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে support করার জন্য ধন্যবাদ দিদিভাই। সঙ্গে আমার প্রণাম গ্রহণ করবেন। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা রইলো।

  • @pranabpal1489
    @pranabpal1489 3 місяці тому +1

    aapni kothay chhileen,, joy babaji maharaj

  • @malaypramanick7096
    @malaypramanick7096 6 місяців тому +1

    আশ্রমে থাকার দক্ষিণা কত নেয়?

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  6 місяців тому

      জানুয়ারিতে মূল্য ছিল 600 টাকা মাথা পিছু । সঙ্গে প্রসাদ দু বেলা নিরামিষ আহার। দুপুরে ভাত ও কয়েক রকম সব্জী, চাটনি। রাতে রুটি ও তরকারি। মিষ্টি।

    • @malaypramanick7096
      @malaypramanick7096 6 місяців тому

      আর দাদা বুকিং কিভাবে করবো?

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  6 місяців тому

      Visiting card নিয়েছিলাম। কিন্তু কোথায় রেখেছি মনে করতে পারছি। আমার ভিডিওতে ফোন দেওয়া আছে কথা বলতে পারেন। এছাড়াও অমরকন্ঠকে আরও আশ্রম আছে। কাল বিকেলে ফোন নম্বরগুলো দেব। মোটামুটি 500- 600 টাকায় পাবেন। তবে এক এক সময় একেক জন মহারাজের দায়িত্ব থাকে। সব আশ্রম ভালো । এমনিতে ওখানকার মানুষ ধর্মপ্রাণ এবং অতিথি পরায়ণ। কল্যাণ সেবাশ্রম আমার ভালো লেগেছিল ওখানকার আধ্যাত্মিক পরিবেশ। একটা কথা অমরকন্ঠকে কিন্তু নিরামিষ। মন্দিরের সন্নিকটে বহু খাবারের দোকান আছে। অবশ্যই মধ্যপ্রদেশের পোয়া জিলাপি খাবেন। অসাধারণ!
      সব জায়গায় পাবেন। 15 থেকে 25 টাকা প্লেট।
      পোহা জালেবি: এটি মধ্যপ্রদেশের একটি জনপ্রিয় ব্রেকফাস্ট ডিশ, বিশেষ করে ইন্দোরে। পোহা হল চ্যাপ্টা চালের ফ্লেক্স যা পেঁয়াজ, আলু এবং মশলা দিয়ে ভাজা হয় এবং জালেবি দিয়ে পরিবেশন করা হয়, একটি মিষ্টি ভাজা পেস্ট্রি।
      জয় নর্মদা মাতা। ভালো থাকুন।

    • @malaypramanick7096
      @malaypramanick7096 6 місяців тому

      ফোন করে কি বুকিং হয় আর হলে কত দিন আগে? আর আপনি কি ভাবে বুকিং করে ছিলেন।।।। ধন্যবাদ।।।।

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  6 місяців тому

      @@malaypramanick7096 মোটামুটি মাস খানেক আগে বুক করা যেতে পারে। আমরা শ্যামবাজার এর একটা Tour company সঙ্গে গিয়েছিলাম। আপনি ফোন করে জানতে পারেন।
      কোন অসুবিধা নেই।

  • @sriniwasrao9419
    @sriniwasrao9419 10 місяців тому +1

    Is it near to tample

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  10 місяців тому

      NEAR TO NARMADA MATA TEMPLE. WALKIND DISTANCE 5 -7 Minutes.
      SIR THANKS FOR Comments

    • @manjuhati4898
      @manjuhati4898 9 місяців тому +1

      খুব সুন্দর ভিডিও। অমরকণ্টক সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি ৭.৪.২০২৪ তারিখে। অমরকণ্টক সাইডসিন করার জন্য অটোতে কত টাকা লাগতে পারে যদি জানান খুব ভালো হয়। ভালো থাকবেন।

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  9 місяців тому

      @@manjuhati4898 ঘুরে আসুন। মনটা এক অজানা ভাললাগায় ভরে উঠবে। এক আধ্যাত্মিক পরিবেশ।
      ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
      মাইকি বাগিয়া, কপিল ধারা, শ্রীযন্ত মন্দির, কল্যাণ আশ্রম, জৈন Temple, শিব মন্দির অবশ্যই visit করবেন। অমরকন্ঠকের সামনেই কালচুরি আমলের স্থাপত্যগলি আশাকরি দেখবেন। ওখানেই পাতালেশ্ব শিব মন্দির।
      ভালো থাকবেন। আপনার যাত্রা শুভ হউক।

  • @shubhamsabui4984
    @shubhamsabui4984 5 місяців тому +1

    Ki ভাবে বুকিং করতে হবে।

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  13 днів тому

      @@shubhamsabui4984 Description box এ ph no. দেওয়া আছে। Kindly ঐ নম্বরে ফোন করলেই Booking করতে পারবেন।

  • @kanchanmukherjee5230
    @kanchanmukherjee5230 18 днів тому +1

    ভালো বটেই তবে খরচা টা বলুন? ওটা বাদ দিয়ে গেলে হবে ? ওটাই প্রধান ব্যাপার।

    • @ATMENTERPRISEASIM
      @ATMENTERPRISEASIM  13 днів тому

      @@kanchanmukherjee5230 আশ্রম দর্শনে টাকা লাগে না।