আমার ট্রেডিংয়ের বয়স ৩ বছর প্রায়। প্রথমদিকে সাপোর্ট রেসিস্টেন্স এবং ট্রেন্ডলাইন নিয়ে ট্রেড করে একাউন্ট জিরো করেছি। তারপর একজনের কাছ থেকে "স্মার্টমানি" শুনে প্রচুর ইংলিশ ভিডিও দেখেছি। বংলায় একটাও ভিডিও পাইনি দেখার জন্য। এবং এটা সম্পর্কে মোটামুটি একটা ধারনা তৈরি হয়েছে। অপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বাংলায় স্মার্টমানি ভিডিও তৈরি করে বাংলা কমিউনিটিকে সমৃদ্ধ করার জন্য।
আসসালামুআলাইকুম ভাইয়া। অনেকবার ধরা খেয়ে নানান পরিক্ষা নিরিক্ষার পর আপনার ভিডিও থেকে একদম সিম্পল একটা সিস্টেম নিজের মতন করে মানিয়ে নিয়েছি।আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতি হয়েছে🥰🥰
আসসালামু আলাইকুম, এইরকম পরিস্থিতিতে আমি অনেক বার ই পরেছি, আপনার ভিডিও গুলো আমি অনেক আগে থেকেই দেখি, কখনো কমেন্টস করা হয় না, আজ না করে পারলাম না, আল্লাহ্ আপনার ভালো করুক, আমিন। অনেকেই আছে বিভিন্ন ভাবে ভিডিও করে একটা ফাইদা নিতে চায় এবং তাদের কথা বলার ভংগি দেখে বোঝাযায় তেমন ভালো ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসেনি। আর আপনি তাদের থেকে একেবারেই আলাদা। আশাকরি আপনি এইরকমি থাকবেন সব সময়।আমি অনেক বছর থেকেই এই ফরেক্স জগতে আছি,অনেক গুলো বছর ও অর্থ নস্ট করে ফেলেছিলাম, আমি যখন ফরেক্স শুরু করি তখন ইউটিউবে এতো ভিডিও ছিলো না।আর আমাদের দেশে এতো ট্রেডার ও ছিল না।এখন খুব ভালো লাগে অনেক ভাই এখন এইট্রেডের সাথে জরিতো আর আপনার মত ভালো বন্ধু আমাদের পাসে আছে।
We were in the same boat. When I started my trading career, there were very few videos on FOREX trading even in English too. Now we have many sources to learn. InshAllah you will be a successful trader very soon by the grace of Almighty. Thanks for such lovely comments, it means a lot. All the best.
অনেক খড়কাঠ পুড়িয়ে এই পথ চলা, আপনার একেকটা ভিডিও যেনো একটু একটু করে সামনে আগানোর অনুপ্রেরণা,,, অনেক ভালবাসা প্রিয় স্যার,, সব সময় অনেক বেশি ভালো থাকবেন ❤️❤️❤️
এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছিলাম কিন্তু ক্লিয়ার বুঝতে পারি নাই আজ বিষয়টি মোটামুটি ক্লিয়ার হলাম। তবে smart money 'র উপর আরো ভিডিওর আবেদন রইলো। অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার Double top & double bottom ভিডিওটা দেখার পর এই জীবনে আর এর উপর অন্য কোন ভিডিও দেখতে হয়নি এবং রিয়েল চার্টে আইডেন্টিফাই করতেও তেমন প্রবলেম হয়নি। আরো কিছু চার্ট প্যাটার্নের উপর টিউটোরিয়াল দেয়ার জন্য বিশেষভবে অনুরোধ করছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।এই Smart money এর খেলার শিকার আমার অনেকবার হয়েছে।এখন কিছুটা বুঝতে পারি।আবারো ধন্যবাদ এতো সুন্দর সহজভাবে বুঝিয়ে বলার জন্য।খুব ইম্পরট্যান্ট একটা video 🙏🏼।
vaiya apnar vedio gulo dekhe ami onek develop koreci amar treading thanks a lot GOD bless you. you are a god gifted for me. i love you and always respect you.
আপনি আপনার একটি ভিডিও থেকে ডাবল টপ,বটম কিভাবে বের করতে হয় তা সুন্দরভাবে দেখিয়েছিলেন, তেমনি করে ইকোয়াল হাই, ইকোয়াল লো বের করার জন্য সুন্দর একটি রুলস নিয়ে ভিড়িও শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি।
স্যার আপনার ভিডিও দেখে আমি অনেক অনেক উপকৃত হয়েছি। আমরা মায়ের পেট থেকে কোন কিছু শিখে আসে নাই যেকোনো বিষয় শেখার জন্য ভালো মেন্টর প্রয়োজন ভালো টিচার এর প্রয়োজন তাদেরকে যদি আমরা না পাই তাহলে আমরা কোন কিছুই শিখতে পারবো না শিক্ষার ক্ষেত্রে বা টিচিং দেয়ার ক্ষেত্রে অনেক দুষ্ট প্রকৃতির বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য আপনি থেমে থাকবেন না অন্তত একজনের জন্য হলে আপনি আপনার মত করে আমাদের পাশে থাকুন আমাদের উপকার হবে।
আসসালামুআলাইকুম। আমি প্রতিনিয়তই এই পরিস্থিতির শিকার হচ্ছি। এর আগে অনেক জায়গায় ফরেক্স কোর্স করেছি। সবাই আমার সাথে প্রতারনা করেছে। এখন শুধু আপনার ভিডিও দেখি এবং আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনার হেফাজত করুন আমিন।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি । আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি। আমি একজন নতুন ট্রেডার আমার জন্য দোয়া করবেন। আপনার কথা শুনতে ভালো লাগে আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।
দাদা অনেক বার এমন ফাঁদে পড়ে মানি হারায়ছি। এখন ক্লিয়ার হলাম। দারুণ চালিয়ে যান।অনেক উপকৃত হচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞ।অনেক অনেক শুভকামনা। আরও অনেক বেশি ভিডিও চাই। বর্তমান সময় আমার কাছে সেরা ভিডিও
Apnake dhonnobad deyar vasa amr nai.....vidieo dekhe ki poriman upokar holo bojhate parbo na...forex crypto somporke idea amr nai kintu stock market a achi ..samne aro video dekhbo...Thank you for your quality video...
জীঁ ভাই আমি এরকম অনেক সমস্যার সম্মূখীন হয়েছি। আপনাকে বাজে কমেন্ট যে করবে সে বড় বোকা। আপনার জন্য দোয়া রইল। অষ্টেলিয়ায় যদি আসেন আমি আপনার অনুগত ছাত্র হতে পারলে ধন্য হতাম। কারন বাংলাদেশে ফরেক্স অবৈধ কিন্তু অষ্টেলিয়ায় বৈধ। রেলওয়েতে IC Market এর এ্যাড দেখেছি। তাছাড়া অনেক প্রতিষ্টান আমাকে ফ্রী ট্রেডিং শেখার জন্য একাধিক কল দিত।
02:37 Understanding foreign currency and its value in trading 03:20 Money is capital placed in the market. 03:37 Smart traders trade like big FISH 27:48 Being a smart trader requires studying, practice, and continuously learning. 27:51 Addressing negative comments 27:55 Importance of community in trading 27:59 Trading community underdeveloped 29:33 Understanding the concept of foreign exchange (FOREX) trading
স্যার, আমি trade করতে গিয়ে যে যে সমস্যা গুলো অসংখ্যবার face করছি,আপনি ঠিক সেই সমস্যা গুলো নিয়ে আলোচনা করে, সমাধান বলে দিচ্ছেন। আপনাকে শুধু ধন্যবাদ দিলে অনেক কম বলা হবে।এক লক্ষ বার like দেওয়ার নিয়ম থাকলে,আপনার video তে আমি এক লক্ষ বার গুনে গুনে like দিতাম।আপনার মত teacher আমাদের একান্ত প্রয়োজন।আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করচ্ছি।আপনার পরিবার নিয়ে আপনি সব সময় ভালো থাকুন।
most effective content about by smart money concept . but i want to you more advance datils about full smart money concept . please... and at last thanks a lot to you,,😍
কতবার যে স্মার্ট মানির জন্য লিকুইডেশন খেলাম হিসাব ছাড়া । অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য । এখন থেকে ট্রেড করার সময় সাবধান থাকবো । স্মার্ট মানি নিয়ে বিস্তারিত ভিডিও চাই স্যার ।
Walaikum Salam. Thank u for making such a wonderful video which has helped us to understand more about smart money. Yah..... This is happened to me multiple times due to sentiment.
এমন ব্যাপার আমার সাথে অহরহ হয়েছে। এখন সামান্য প্রফিট হলে ভয়ে বেড়িয়ে আসি। বড় টাইম ফ্রেম ফলো করার চেষ্টা করি। তবে ফলাফল খুব বেশি আশাব্যঞ্জক না। লস হওয়া কমেছে। কিন্তু এখনো প্রফিটেবল হতে পারিনাই। আপনার ভিডিও সিরিজ সবগুলো দেখছি। আশা করি কোন এক সময় মার্কেট ট্রপারদের সাইক্লোজি ধরতে পারব আপনার ওসিলায়।
ভাই আপনার প্রতিটি ভিডিও অসাধারণ, মার্কেটে ঠিকে থাকতে হলে লিভারেজের কোন ভূমিকা আছে কি? আমরা যারা সাধারণ টেড্রার আমাদের ফান্ড খুবই কম এখন মার্কেটে ঠিকে থাকতে হলে নূন্যতম কত লিভারের ব্যবহার করব? সবচেয়ে ভালো হয় লিভারেজ নিয়ে একটা ভিডিও দিলে।
আমার ট্রেডিংয়ের বয়স ৩ বছর প্রায়। প্রথমদিকে সাপোর্ট রেসিস্টেন্স এবং ট্রেন্ডলাইন নিয়ে ট্রেড করে একাউন্ট জিরো করেছি। তারপর একজনের কাছ থেকে "স্মার্টমানি" শুনে প্রচুর ইংলিশ ভিডিও দেখেছি। বংলায় একটাও ভিডিও পাইনি দেখার জন্য। এবং এটা সম্পর্কে মোটামুটি একটা ধারনা তৈরি হয়েছে। অপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বাংলায় স্মার্টমানি ভিডিও তৈরি করে বাংলা কমিউনিটিকে সমৃদ্ধ করার জন্য।
আপনি আমার মেন্টর হিসাবে যে কত বড় তা বলে বুঝানো যাবে না। ভালবাসা অবিরাম ভাই 🥰
আসসালামুআলাইকুম ভাইয়া। অনেকবার ধরা খেয়ে নানান পরিক্ষা নিরিক্ষার পর আপনার ভিডিও থেকে একদম সিম্পল একটা সিস্টেম নিজের মতন করে মানিয়ে নিয়েছি।আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতি হয়েছে🥰🥰
Thanks for sharing your experience. Glad to know that you have tweaked your strategy successfully. InshAllah it will work effectively in the market.
Ariful vai amake ektu system ta shekhaben
আসসালামু আলাইকুম, এইরকম পরিস্থিতিতে আমি অনেক বার ই পরেছি, আপনার ভিডিও গুলো আমি অনেক আগে থেকেই দেখি, কখনো কমেন্টস করা হয় না, আজ না করে পারলাম না, আল্লাহ্ আপনার ভালো করুক, আমিন। অনেকেই আছে বিভিন্ন ভাবে ভিডিও করে একটা ফাইদা নিতে চায় এবং তাদের কথা বলার ভংগি দেখে বোঝাযায় তেমন ভালো ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসেনি। আর আপনি তাদের থেকে একেবারেই আলাদা। আশাকরি আপনি এইরকমি থাকবেন সব সময়।আমি অনেক বছর থেকেই এই ফরেক্স জগতে আছি,অনেক গুলো বছর ও অর্থ নস্ট করে ফেলেছিলাম, আমি যখন ফরেক্স শুরু করি তখন ইউটিউবে এতো ভিডিও ছিলো না।আর আমাদের দেশে এতো ট্রেডার ও ছিল না।এখন খুব ভালো লাগে অনেক ভাই এখন এইট্রেডের সাথে জরিতো আর আপনার মত ভালো বন্ধু আমাদের পাসে আছে।
We were in the same boat. When I started my trading career, there were very few videos on FOREX trading even in English too. Now we have many sources to learn. InshAllah you will be a successful trader very soon by the grace of Almighty. Thanks for such lovely comments, it means a lot. All the best.
অনেক খড়কাঠ পুড়িয়ে এই পথ চলা, আপনার একেকটা ভিডিও যেনো একটু একটু করে সামনে আগানোর অনুপ্রেরণা,,, অনেক ভালবাসা প্রিয় স্যার,, সব সময় অনেক বেশি ভালো থাকবেন ❤️❤️❤️
আপনি অনেক বড় মাপের একজন অভিজ্ঞ ট্রেডার। অশেষ ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই। আপনার ভিডিও যেদিন পাই সেদিন ঈদের দিনের মতো লাগে।
স্মার্টমানি কনসেপ্ট সম্পর্কে ভালো ধারনা পেলাম। এডভান্স বিষয় গুলো জানতে পেরে ভালো লাগছে এবং নতুন কিছু শিখতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছিলাম কিন্তু ক্লিয়ার বুঝতে পারি নাই আজ বিষয়টি মোটামুটি ক্লিয়ার হলাম। তবে smart money 'র উপর আরো ভিডিওর আবেদন রইলো। অসংখ্য ধন্যবাদ ভাই।
একদম ঠিক কথা ভাই বেশিরভাগ এই সেন্টিমেন্টের কারণে ভালো প্রফিট করতে পারিনা
আপনার ধারনা ধ্রুব সত্য জীবনে অনেক বার এরকম পরিস্থিতির শিকার হয়েছি। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল আপনার জন্য ।
Thanks for sharing your experience.
After Watching your video i got my "oh accha ... tahole ei bapar !!!" Moment. Thanks for sharing your experience.
onak din por apnar video dilan.thank you bro.ami apnar videos 10 to 20 times dakhi.
smart many আবার ও নতুন কিছু শিখলাম ধন্যবাদ ভাই, অনেক অনুপেরনা দেয় আপনার একটা ভিডিও 🥰🥰🥰
আপনার Double top & double bottom ভিডিওটা দেখার পর এই জীবনে আর এর উপর অন্য কোন ভিডিও দেখতে হয়নি এবং রিয়েল চার্টে আইডেন্টিফাই করতেও তেমন প্রবলেম হয়নি।
আরো কিছু চার্ট প্যাটার্নের উপর টিউটোরিয়াল দেয়ার জন্য বিশেষভবে অনুরোধ করছি।
সবাই উপকৃত হচ্ছে স্যার মন থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দেয়।
এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছিলাম কিন্তু ক্লিয়ার বুঝতে পারি নাই আজ বিষয়টি মোটামুটি ক্লিয়ার হলাম। Allah will help you to go a long way,
আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ। আপনার আজকের ভিডিও আমার ফরেক্স ট্রেডিংয়ের এক ধাপ এগিয়ে দিল।
ICT & SMC নিয়ে বিস্তারিত জানতে চাই। আপনার বুঝানোর ধরনটাই আলাদা, খুব সহজেই মাথায় ঢুকে যায়। ধন্যবাদ স্যার ভাল থাকবেন !!
দারুন ঘটনা। ধন্যবাদ। ফাদ থেকে বাচার উপায়সমূহ নিয়ে আলোচনা করবেন।
এটা অনেক উপকারী ভিডিও।
ধন্যবাদ❤
এরকম অ্যাডভান্স ভিডিও আরো চাই
অসংখ্য ধন্যবাদ আপনাকে।এই Smart money এর খেলার শিকার আমার অনেকবার হয়েছে।এখন কিছুটা বুঝতে পারি।আবারো ধন্যবাদ এতো সুন্দর সহজভাবে বুঝিয়ে বলার জন্য।খুব ইম্পরট্যান্ট একটা video 🙏🏼।
Thanks for sharing your experience.
এইরকম পরিস্থিতিতে আমি অনেক বার ই পরেছি ।বিষয়টা খুব সহযে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ।
শুধু সুন্দর নয়। অনেক অনেক উপকার মূলক ভিডিও। ধন্যবাদ আপনাকে।
vaiya apnar vedio gulo dekhe ami onek develop koreci amar treading thanks a lot GOD bless you. you are a god gifted for me. i love you and always respect you.
অনেক অনেক ধন্যবাদ,নতুন কিছু শিখানোর জন্য অনেক বার এভাবে ধরা খাইছি আশা করি সামনে ভালো করবো আপনার প্রতি আমাদের সবার অবিরাম ভালোবাসা রইল❤️❤️❤️
ভাইয়া 😍😍
অনেক অনেক ধন্যবাদ, এ্যাডভান্স গুলি শুরু করার জন্য ❤❤
খুব ভালো ছিলো তথ্য গুলো।
আমি নতুন ট্রেডিং মার্কেটে। আপনার তথ্য গুলো আমাকে অনেক কাজে দিবে। ধন্যবাদ ভাই।❤
আপনাকে যে কি বলবো ভাই, বলার কিছু নাই। আরো তাড়াতাড়ি পরবর্তী ভিডিও চাই।
ভাইয়া আমি প্রায় দুবছর ধরে আপনার সব ভিডিও দেখছি অনেক শিখছি আরও শিখতেছি এই ভিডিও তে দারুন একটা বিষয় শিখলাম ❤️❤️❤️ অনেক ভালোবাসা ও দোয়া রইলো ৷
এটা জানার অনেক আগ্রহ ছিলো আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি
।আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক উন্নতি হচ্চে নিজের মধ্যে।আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি আপনার একটি ভিডিও থেকে ডাবল টপ,বটম কিভাবে বের করতে হয় তা সুন্দরভাবে দেখিয়েছিলেন, তেমনি করে ইকোয়াল হাই, ইকোয়াল লো বের করার জন্য সুন্দর একটি রুলস নিয়ে ভিড়িও শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি।
স্যার আপনার ভিডিও দেখে আমি অনেক অনেক উপকৃত হয়েছি। আমরা মায়ের পেট থেকে কোন কিছু শিখে আসে নাই যেকোনো বিষয় শেখার জন্য ভালো মেন্টর প্রয়োজন ভালো টিচার এর প্রয়োজন তাদেরকে যদি আমরা না পাই তাহলে আমরা কোন কিছুই শিখতে পারবো না শিক্ষার ক্ষেত্রে বা টিচিং দেয়ার ক্ষেত্রে অনেক দুষ্ট প্রকৃতির বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য আপনি থেমে থাকবেন না অন্তত একজনের জন্য হলে আপনি আপনার মত করে আমাদের পাশে থাকুন আমাদের উপকার হবে।
কঠিন বিষয়টা খুব সহযে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ।
আসসালামুআলাইকুম। আমি প্রতিনিয়তই এই পরিস্থিতির শিকার হচ্ছি। এর আগে অনেক জায়গায় ফরেক্স কোর্স করেছি। সবাই আমার সাথে প্রতারনা করেছে। এখন শুধু আপনার ভিডিও দেখি এবং আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনার হেফাজত করুন আমিন।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি । আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি। আমি একজন নতুন ট্রেডার আমার জন্য দোয়া করবেন। আপনার কথা শুনতে ভালো লাগে আপনার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ।
apnar kotha gula akdom poriskar, khub valo lagey
দাদা অনেক বার এমন ফাঁদে পড়ে মানি হারায়ছি। এখন ক্লিয়ার হলাম। দারুণ চালিয়ে যান।অনেক উপকৃত হচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞ।অনেক অনেক শুভকামনা। আরও অনেক বেশি ভিডিও চাই। বর্তমান সময় আমার কাছে সেরা ভিডিও
Thanks for sharing your experience.
very informative video about smart money
Boss...Alhamdulillah.... Apnr theke onk kisu sikesi.......
smart teaching, going on
Apnake dhonnobad deyar vasa amr nai.....vidieo dekhe ki poriman upokar holo bojhate parbo na...forex crypto somporke idea amr nai kintu stock market a achi ..samne aro video dekhbo...Thank you for your quality video...
স্মার্ট মানির পরের ভিডিও গুলোর জন্য অপেক্ষায় আছি
You are a best Consultant for me.
আপনার ভিডিও এর জন্য সর্বদা অপেক্ষা করি,আপনার ভিডিও থেকে অনেক ভালো কিছু শিখতে পারি, যা আমি টাকা দিয়ে কোর্স করেও পাই নি।
এ রকম সমস্যায় আমরা বেশিরভাগ সময় পড়ে থাকি, কিভাবে এ সমস্যা থেকে বেচে থাকতে পারি আগামীতে যদি এ নিয়ে একটা ভিডিও করলে খুবই উপকৃত হব
আসসালামু আলাইকুম ভাই অনেক চমৎকার আলোচনা অনেক কিছু জানলাম যা বার বার আমাদের সাথে ঘটছে দোয়া ও শুভকামনা রইল
Another great video from a smart teacher. thanx.
অনেক ধন্যবাদ ভাই
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন
দোয়া করি
জীঁ ভাই
আমি এরকম অনেক সমস্যার সম্মূখীন হয়েছি। আপনাকে বাজে কমেন্ট যে করবে সে বড় বোকা। আপনার জন্য দোয়া রইল। অষ্টেলিয়ায় যদি আসেন আমি আপনার অনুগত ছাত্র হতে পারলে ধন্য হতাম। কারন বাংলাদেশে ফরেক্স অবৈধ কিন্তু অষ্টেলিয়ায় বৈধ। রেলওয়েতে IC Market এর এ্যাড দেখেছি। তাছাড়া অনেক প্রতিষ্টান আমাকে ফ্রী ট্রেডিং শেখার জন্য একাধিক কল দিত।
Nice Explanation. Chart Pattern er series ta continue koiren Vai .Thanks a lot
স্মার্টমানি সম্পকে জানতে পেরে আপনাকে অনেক অনেক ধ্যনবাদ।
এর পর Order block এবং wyckoff এর উপর ভিডিও চাই ভাই।
Sir You are My best Tutor From Online 💓💓💓💓🤲🤲🤲🤲🤲
আমার সাথে ঠিক এমনই হয়েছে তাই বিগ ফিসদের সাথে তাল মিলিয়ে মার্কেটে চলার ভিডিও দেন
02:37 Understanding foreign currency and its value in trading
03:20 Money is capital placed in the market.
03:37 Smart traders trade like big FISH
27:48 Being a smart trader requires studying, practice, and continuously learning.
27:51 Addressing negative comments
27:55 Importance of community in trading
27:59 Trading community underdeveloped
29:33 Understanding the concept of foreign exchange (FOREX) trading
এই ধরনের সমস্যার মধ্য অনেকবার পড়েছি, ধন্যবাদ ভাই
Thanks for sharing your experience.
আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি উপকৃত হচ্ছি কৃতজ্ঞতা রহিল।
ধন্যবাদ ভাই সংঙ্গে আছি সাথেই থাকবো। আপনার কাছ থেকে আরও ভালো কিছু ট্রেনিং পেয়ে একজন ট্রেডার হওয়ার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ।
আমি ভাই , সোজা বুঝি , বিভিন্ন টাইম ফ্রেমে সাপোর্ট আর রেজিঃ দেখে বাই সেল করি । তাতে মোটামুটি ৭৫ % মত সফল
মাশাআল্লাহ, আপনি একজন গ্রেট মেন্টর।
স্যার, আমি trade করতে গিয়ে যে যে সমস্যা গুলো অসংখ্যবার face করছি,আপনি ঠিক সেই সমস্যা গুলো নিয়ে আলোচনা করে, সমাধান বলে দিচ্ছেন। আপনাকে শুধু ধন্যবাদ দিলে অনেক কম বলা হবে।এক লক্ষ বার like দেওয়ার নিয়ম থাকলে,আপনার video তে আমি এক লক্ষ বার গুনে গুনে like দিতাম।আপনার মত teacher আমাদের একান্ত প্রয়োজন।আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করচ্ছি।আপনার পরিবার নিয়ে আপনি সব সময় ভালো থাকুন।
Thanks for your generous feedback.
Excellent! Bhaia Smart money niye ar 1ta advance video dile vlo hoto sobar jonno.
Very good discussion
whoa another great video.
আজকেই আমার সাথে গটেছে স্যার
Thank you. It’s a Very helpful video.
Most powerful video
ভাইয়া,স্মার্টমানি পার্ট ২ এর অপেক্ষায় রইলাম।
5 star rating 😊😊😊❤
I really appreciate your teachings.
valo laglo🐦
স্যার আপনি ক্লিয়ার বুঝতে সহায়ক।
most effective content about by smart money concept .
but i want to you more advance datils about full smart money concept . please... and at last thanks a lot to you,,😍
আপনি সেরা৷ ভাই🎉
কতবার যে স্মার্ট মানির জন্য লিকুইডেশন খেলাম হিসাব ছাড়া । অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য । এখন থেকে ট্রেড করার সময় সাবধান থাকবো । স্মার্ট মানি নিয়ে বিস্তারিত ভিডিও চাই স্যার ।
Thanks a lot sir,
I understand.
দাদা smart money র 2nd ভিডিওর অপেক্ষায় আছি বহুদিন ধরে।
ভালবাসা অবিরাম ......
Smart Money 1 bosor age theke. eta best way.
nice explaination sir
Walaikum Salam. Thank u for making such a wonderful video which has helped us to understand more about smart money. Yah..... This is happened to me multiple times due to sentiment.
ভাল লাগলো
ভালবাসা অবিরাম ভাই
ভাই ওদের লাভের মধ্যে আমাদের লাভের ভাগ বসানোর একটা পথ দেখালেন ধন্যবাদ|ভাই আপনি কেমন আছেন?
I'm fine by the grace of Almighty. Hope you are fine too. Stay safe.
Real strory tng sir
অসাধারণ আলোচনা ❤️❤️
Outstanding
এমন ব্যাপার আমার সাথে অহরহ হয়েছে। এখন সামান্য প্রফিট হলে ভয়ে বেড়িয়ে আসি। বড় টাইম ফ্রেম ফলো করার চেষ্টা করি। তবে ফলাফল খুব বেশি আশাব্যঞ্জক না। লস হওয়া কমেছে। কিন্তু এখনো প্রফিটেবল হতে পারিনাই। আপনার ভিডিও সিরিজ সবগুলো দেখছি। আশা করি কোন এক সময় মার্কেট ট্রপারদের সাইক্লোজি ধরতে পারব আপনার ওসিলায়।
Thanks for sharing your experience.
Thanks for your article.I have gathered much knowledge from this topic.From next trade I will smarter to others smart money.
Thanks
কিছুদিন যাবত এমন এড দেখছি শুধু, বিশ্বাস করেন স্যার, আপনার ভিডিও এর মধ্যেও এই ধরনের ভিডিও আসছে🤣🤣🤣🤣।
ভাই, স্মার্ট মানি সম্পর্কে আরও আরও ভিডিও চাই
Thanks for a smart video but request for making smart investors not smart traders.
New experience smart Money concept more playlist chai ❤
আরও Advance গুলো দেখতে চাই
NIce Bor
ভাই আপনার প্রতিটি ভিডিও অসাধারণ, মার্কেটে ঠিকে থাকতে হলে লিভারেজের কোন ভূমিকা আছে কি? আমরা যারা সাধারণ টেড্রার আমাদের ফান্ড খুবই কম এখন মার্কেটে ঠিকে থাকতে হলে নূন্যতম কত লিভারের ব্যবহার করব? সবচেয়ে ভালো হয় লিভারেজ নিয়ে একটা ভিডিও দিলে।
2x 3x
অনেক সুন্দর করে উপস্থাপনা করার
জন্য ধন্যবাদ