গাছটা লম্বা ৪০ ইঞ্চি আর পুতির হিসাবটা সঠিক ভাবে দেয়াটা একটু মুশকিল কারণ কয়েকবার করে পুতি আনানো হয়েছে ৫০০ গ্রামের এক প্যাকেট করে এনেছি ফুরিয়ে গেলে আবারও এনেছি তবে আমি যখন কাজ করি তখন পুতির কেজি ছিল ৬০০ টাকা তো সেই হিসাবে পাতা তিন টাকা পিস হিসাবে আমার সাড়ে তিন হাজার টাকার মত খরচা পড়েছে
১০ নং জি আই তার ব্যাবহার করেছি আর আপেল কিভাবে লাগিয়েছি আগামী ভিডিওতে দেখিয়ে দিবো ইনশাআল্লাহ কারণ এটা তো বললে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ আপনাকে
দিদিভাই গাছটা বানাতে তো অনেক খরচ পড়ে গিয়েছে সেই জন্যই গাছটা বানানোর ধারণা দিয়ে দিলাম তবে যারা একটু পুঁথির কাজ জানে তারা আমার নোটটা আর ধারণাটা দিয়ে দিলাম যেভাবে এটা দেখলেই ইনশাআল্লাহ পারবে আর যদি পুতির কাজে একদমই নতুন হন তাহলে তো বুঝতে পারবেন না সে ক্ষেত্রে কি আর করার
আপু আমি পুঁতি দোকান থেকেই নিয়েছি আর আমি যেহেতু কোনো পেজ থেকে পুঁতি কিনি নাই তাই তেমন কোন পেজ সম্পর্কে আমার ভালো জানা নেই এবং আমার পুঁতি গুলো কোয়ার্টারে থাকতে এক ভাবির মাধ্যমে উনার হাজবেন্ড কে দিয়ে আনানো হয়েছে আমি নিজে দোকানে গিয়ে খুব কম পুঁতি কিনেছি তবে যে ভাই আমাদের পুঁতি এনে দিতেন উনি বগুড়া থেকে এনে দিতেন আমরা অনেকে এক সাথে পুঁতি আনাতাম তাই ওখানে কিছুটা দাম কম পাওয়া যেত ধন্যবাদ আপু
আপু গাছের গোড়া পুথি দিয়ে আটকে দিতে হবে তারপর প্রথম লাইনের গুনা বের করে আবার দ্বিতীয় লাইন পর্যন্ত পুথি দিয়ে গোড়া তৈরি করে আটকে দিতে হবে এভাবে চতুর্থ লাইন পর্যন্ত পুথি দিয়ে গোড়া তৈরি করে করে আটকে দিতে হবে মাপ অনুযায়ী গুনে যেভাবে থাকবে তারপর পঞ্চম লাইনটা আর আটকানোর দরকার নাই গুনা গুলো সোজা সোজা করে দিতে হবে
আপেল আছে 56 টা তো সেহেতু আপেলের অনুযায়ী তার দিতে হবে তা ছাড়াও দুই তিনটা এক্সট্রা তার রেখে দিতে হয় পরবর্তীতে প্রয়োজন না হলে প্লাস দিয়ে কেটে ফেলতে হয়
প্রথম এবং দ্বিতীয় লাইনে ২৬ টা পুথি প্রথম সারিতে চারটা পাতা আর দ্বিতীয় সারিতে তিনটা পাতা একটা আপেল হবে সেই অনুযায়ী মাপ নিয়ে গুনা কাটতে হবে তৃতীয় সারিতে ২১ টা পুঁথি তিনটা পাতা চতুর্থ সারিতে ১৮ টা পুথি তিনটা পাতা এবং সবচেয়ে উপরে পঞ্চম শাড়িতে ২৭ টা পুথি তিনটা পাতা এগুলো বাদেও গোড়ায় টবের ভিতর থেকে শুরু করে উপর পর্যন্ত এটা হিসাব করে গুনা টা কিন্তু নিতে হবে একটু বেশি করে পরবর্তীতে প্রয়োজন না হলে কেটে ফেলা যাবে ছোট না হয়ে যায় সেদিকেই খেয়াল রাখতে হবে
আপু আপেল গাছটা তৈরি করতে ৷আপেলের জন্য গাছের জন্য কতটুকু পুতি আর কয়টা পাতা লেগেছে৷আর আপনার গাছের লম্বা মাপটা কতটুকু একটু যদি বলতেন৷
গাছটা লম্বা ৪০ ইঞ্চি আর পুতির হিসাবটা সঠিক ভাবে দেয়াটা একটু মুশকিল কারণ কয়েকবার করে পুতি আনানো হয়েছে ৫০০ গ্রামের এক প্যাকেট করে এনেছি ফুরিয়ে গেলে আবারও এনেছি তবে আমি যখন কাজ করি তখন পুতির কেজি ছিল ৬০০ টাকা তো সেই হিসাবে পাতা তিন টাকা পিস হিসাবে আমার সাড়ে তিন হাজার টাকার মত খরচা পড়েছে
কিভাবে আপেল লাগিয়েছেন, কত নাম্বার তার ব্যবহার করেছেন
১০ নং জি আই তার ব্যাবহার করেছি আর আপেল কিভাবে লাগিয়েছি আগামী ভিডিওতে দেখিয়ে দিবো ইনশাআল্লাহ কারণ এটা তো বললে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ আপনাকে
আপু আম গাছটা ভালো করে দেখাবেন
অবশ্যই ভিডিওতে দেখিয়ে দিব
আপু গোলাপি জার বাতিটা একটু সুন্দর করে বিডিও করে দিবপন কিভাবে বানিয়েছেন সেটা বলবেন প্লিজ
হ্যা আপু আপেল গাছ আর ঝাড়বাতি একসাথে ভিডিও তে দেখিয়ে দিব ধন্যবাদ আপু
@@MonalisaAkter532 আপু খুব জলদি দিয়েন🥰
আচ্ছা আপু আপনার ঝারবাতি ফুল কয়টা
মোট 20 টা
আপু তার গুলো কত ইনচি করেকেটেছেন
পুঁতির আপেল গাছ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে "পুঁতির আপেল গাছ নিয়ে সব প্রশ্নের উত্তর দিলাম" এই ভিডিও টি দেখলে সব কিছু জানতে পারবেন
এই গাছ বানানোর একটা ভিডিও দাও
দিদিভাই গাছটা বানাতে তো অনেক খরচ পড়ে গিয়েছে সেই জন্যই গাছটা বানানোর ধারণা দিয়ে দিলাম তবে যারা একটু পুঁথির কাজ জানে তারা আমার নোটটা আর ধারণাটা দিয়ে দিলাম যেভাবে এটা দেখলেই ইনশাআল্লাহ পারবে আর যদি পুতির কাজে একদমই নতুন হন তাহলে তো বুঝতে পারবেন না সে ক্ষেত্রে কি আর করার
@@MonalisaAkter532 🥺😭
Apu puti kinbo akta page suggest korun pls.dokan e puthir ato dam
আপু আমি পুঁতি দোকান থেকেই নিয়েছি আর আমি যেহেতু কোনো পেজ থেকে পুঁতি কিনি নাই তাই তেমন কোন পেজ সম্পর্কে আমার ভালো জানা নেই এবং আমার পুঁতি গুলো কোয়ার্টারে থাকতে এক ভাবির মাধ্যমে উনার হাজবেন্ড কে দিয়ে আনানো হয়েছে আমি নিজে দোকানে গিয়ে খুব কম পুঁতি কিনেছি তবে যে ভাই আমাদের পুঁতি এনে দিতেন উনি বগুড়া থেকে এনে দিতেন আমরা অনেকে এক সাথে পুঁতি আনাতাম তাই ওখানে কিছুটা দাম কম পাওয়া যেত ধন্যবাদ আপু
apu soktho hoy na gach
আপু গাছের গোড়া পুথি দিয়ে আটকে দিতে হবে তারপর প্রথম লাইনের গুনা বের করে আবার দ্বিতীয় লাইন পর্যন্ত পুথি দিয়ে গোড়া তৈরি করে আটকে দিতে হবে এভাবে চতুর্থ লাইন পর্যন্ত পুথি দিয়ে গোড়া তৈরি করে করে আটকে দিতে হবে মাপ অনুযায়ী গুনে যেভাবে থাকবে তারপর পঞ্চম লাইনটা আর আটকানোর দরকার নাই গুনা গুলো সোজা সোজা করে দিতে হবে
❤❤❤❤❤❤❤❤
ঝারবাতি তেরি করার ভিডিও দাও
দিব ইনশাল্লাহ
কতটি জি আই তার লাগছে
আপেল আছে 56 টা তো সেহেতু আপেলের অনুযায়ী তার দিতে হবে তা ছাড়াও দুই তিনটা এক্সট্রা তার রেখে দিতে হয় পরবর্তীতে প্রয়োজন না হলে প্লাস দিয়ে কেটে ফেলতে হয়
তার গুলো কতুটুক
প্রথম এবং দ্বিতীয় লাইনে ২৬ টা পুথি প্রথম সারিতে চারটা পাতা আর দ্বিতীয় সারিতে তিনটা পাতা একটা আপেল হবে সেই অনুযায়ী মাপ নিয়ে গুনা কাটতে হবে তৃতীয় সারিতে ২১ টা পুঁথি তিনটা পাতা চতুর্থ সারিতে ১৮ টা পুথি তিনটা পাতা এবং সবচেয়ে উপরে পঞ্চম শাড়িতে ২৭ টা পুথি তিনটা পাতা এগুলো বাদেও গোড়ায় টবের ভিতর থেকে শুরু করে উপর পর্যন্ত এটা হিসাব করে গুনা টা কিন্তু নিতে হবে একটু বেশি করে পরবর্তীতে প্রয়োজন না হলে কেটে ফেলা যাবে ছোট না হয়ে যায় সেদিকেই খেয়াল রাখতে হবে