শীতকালে কিশোরগঞ্জ ভ্রমণ || Jalalpur Eco Resort Episode 01 || Full Review & Costing || Anik's Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • শীতকালে কিশোরগঞ্জ ভ্রমণ || Jalalpur Eco Resort Episode 01 || Full Review & Costing Details
    *এ যাবতকালের প্রচলিত রিসোর্ট সমূহের গতানুগতিক সংজ্ঞা কে ব্যতিক্রম ভাবে উপস্থাপন করে আপনার মনে একটি নষ্টালজিক অনুভূতি তৈরি করতে এই রিসোর্টে কাটানো অল্প কিছু মুহূর্তই যথেষ্ট। শহুরে মানুষকে শহুরে আয়েশের সঙ্গে গ্রামীণজীবনের মিশেলে এক ফিউশান ট্যুরিজমের উদ্যোগ অনুভব করা যায় এখানে এলে। হয়ত বা আর আপনি ফিরেই আসতে চাবেন না !
    তিনবেলা খাওয়াসহ ইজিবাইকে/ রিক্সায় গ্রামপর্যটনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে যা আপনাকে কখন যে ফিরিয়ে নিয়ে যাবে আপনার শৈশবে তা হয়ত টের ও পাবেন না আপনি।
    মোবাইলের এলারমে ঘুম জাগানিয়া যান্ত্রিকতা থেকে বেরিয়ে ভোরের গ্রামের হিমেল বাতাস আর মোরগের ডাকে ঘুম থেকে উঠে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাওয়া, সাথে গরম চায়ের চুমুক- এমন অনুভূতি অনায়াসে আপনার শহুরে সকল মানসিক চাপকে দূর করে হৃদয় ভরিয়ে তুলবে অনানিল আনন্দে ; মাটির চুলার রান্না শেষ কবে খেয়েছেন? মনে কি আছে সেই স্বাদ আদৌ?
    আপনার পরিবারের ছোট্ট মনিকে হয়তো শুধু গল্পই বলে যেতে হবে গ্রাম, গ্রামের জীবন আর গ্রামের মানুষ গুলোকে নিয়ে। এবার নিজের এমন একটা ছবি স্মৃতিতে রাখতে চাইলে অবশ্যই যেতে হবে রিসোর্টটিতে।
    আছে বেশ বড় একটি সুইমিং পুল যেটা একটু ইউনিক। সারাদিন গ্রাম দেখে ক্লান্ত হয়ে পুল এ শরীর ডুবানো লাক্সারি সবই আছে। রাতে ছাদে শুয়ে জোসনা দেখার শখ, কাঁথা মুড়ি দিয়ে চাঁদ এর সাথে আড্ডা দিতে দিতে আপনি ঘুমিয়ে পড়বেন।
    এমনি কিছু ভাবনা আর কল্পনা বিলাস এর একটি নাম JALALPUR ECO RESORT.
    Jalalpur eco Resort Page: / jalalpurecoresort
    Google Map: goo.gl/maps/jD...
    কিভাবে যাবেনঃ কমলাপুর BRTC বাস ডিপো সরাসরি কিশোরগঞ্জের কটিয়াদি যেতে পারবেন;যেতে সময় লাগবে ৩-৩.৫ ঘণ্টা। কটিয়াদী থেকে ৩ কিলোমিটার ভিতরে গ্রামটির অবস্থান আর এখানেই রিসোর্টটি।
    এছাড়াও ট্রেনে যেতে পারেন কিশোরগঞ্জ ; তারপর কিশোরগঞ্জ থেকে সিনজি নিয়ে চলে যেতে পারেন রিসোর্টটি।
    অনলাইনে ট্রনের টিকেট কাটতে পারেব e-sheba app থেকে
    প্যাকেজ গুলো নিম্নরূপ :
    প্যাকেজ এ :
    রুমের সাথে চারটি খাবার (লাঞ্চ, সান্ধ্যকালীন বারবিকিউ স্ন্যাকিং, ডিনার , ব্রেকফাস্ট ), সুইমিং পুল, গ্রামের ভিতরে একটি বৈকালিক ভ্রমণ অন্তর্ভুক্ত l প্যাকেজ মূল্য তিন হাজার পাঁচশত থেকে শুরু Per Person
    প্যাকেজ এফ :
    প্যাকেজ এর সাথে হাওর ট্রিপ যোগ করা হয়েছে l অর্থাৎ রিসোর্ট থেকে নিকলী যাওয়া আসার গাড়ি আর নিকলী মিঠামইন অষ্টগ্রাম যাওয়া আসার ইঞ্জিন বোট প্যাকেজ এর সাথে এডিশনাল l প্যাকেজ মূল্য প্রতি অ্যাডাল্ট ছয় হাজার থেকে শুরু . Per Person
    প্যাকেজ জি :
    প্যাকেজ এফ হলো এক রাত l প্যাকেজ জি হলো দুই রাতের প্যাকেজl অর্থাৎ মাঝের দিনে হাওর ট্রিপ রাখা হয়েছে l এটা তাদের জন্য যারা একটু রিলাক্সিং সময় চান ও একরাতে হাওর করে রিটার্ন করতে চান না l প্যাকেজ মূল্য নয়হাজার টাকা প্রতি অ্যাডাল্ট থেকে শুরু l
    If you Like the video please hit the like button, Give feedback on the comment section and those who hadn't subscribed to my channel Smash the subscribe button and press the bell icon, it's free but I promise I will bring you more videos soon
    Thank you :)
    Check Out My Comilla Vlog: • একদিনে কুমিল্লা ট্যুর ...
    Social Media Link...
    Facebook :
    / ashiqurrahman.anik
    Facebook Page : / aniktravel.food
    UA-cam Channel: / @aniksvlogtravelnfood
    #Jalalpur_Eco Resort
    #Kishorgonj_Vlog
    #Anik_Vlog

КОМЕНТАРІ • 26