১-৩ দিন বয়সী বাচ্চার পরিচর্যা, ব্রুডিং এবং খাবার নিয়ম ||

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 23

  • @AlimAlRaji-c3u
    @AlimAlRaji-c3u Рік тому +2

    আলহামদুলিল্লাহ ভায়া আপনার বাচ্চাগুলো খুবই সুন্দর 🥰🥰

  • @vasundhara-agrovet
    @vasundhara-agrovet Рік тому +2

    Mr ago midia আপনার ভিডিওটা দেখলাম কয়েকটা জায়গায় নজর দিতে বলবো (১) কোথা থেকে জানলেন জল দেবার ২ ঘণ্টা বাদে chicks কে খাবার দিতে হয়।ডিম থেকে বাচ্চা বেরোনোর মিনিমাম ৩৬ ঘণ্টা বাদে খাবার দেওয়া উচিত,কারণ chicks এর শরীরে যে কুসুমথলি থাকে যা তাকে মেটাবলিক এনার্জি যোগায় ৭২ ঘণ্টা পর্যন্ত,অর্থাৎ ওই সময় পর্যন্ত খাবার ছাড়াও চলবে ।কিন্তু ৩৬ ঘণ্টা বাদে সাপ্লিমেন্টারি ফীড দিতে বলা হয় সাপোর্ট দেবার জন্য। এই জন্য সবসময় হ্যাচারি কাছ থেকে chicks নেবার সময় hatching time জানতে হয়।(২)chicks brooder এ ছাড়ার ২৪ ঘণ্টা আগে ব্রুডার চালু করে রাখা উচিত এবং তাপমাত্রাকে ৩২ থেকে ৩৫ ডিগ্রী centigrade এ সেট করে রাখতে হয়।এভাবে করলে chicks এর ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে বা থাকবে না(৩)জলের পাত্র এ anti stess medicine দিয়ে জল রেডি করে রাখতে হয়। এর পর যদি দরকার পরে তবে প্রয়োজনে জীবাণু প্রতিরোধক মেডিসিন বা E M solution মেশানো জল দিতে হয়(৪)খাবার দিতে হয় ব্রুডার এ প্রথমদিন প্রতি ২ ঘণ্টা অন্তর যে টুকু খেতে পারবে সেটুকু পেপার এর উপর ছড়িয়ে দিয়ে, নয়তো খাবার নষ্ট হয়।এভাবে খাবার দিলে ৩ দিনের মধ্যে chicks feed intake লক্ষ্য করে যদি কোনো bacterial infection যথা - omphalitish হয়ে থাকে টা ধরা যায়।১ দিন বা ২ দিন বাদে feeder দিতে পারেন। সবসময় খাদ্য feeder এ দেওয়া উচিত কিন্তু ভর্তি করে নয় ১/৩ ভাগ থাকবে। কোনো ফীড restriction করতে নেই। (৫)feeder এবং drinker set up সাইক্লিক অর্ডার এ সাজাতে হয়, এর ফলে chicks এর uniform বা সমান গ্রোথ পাবার প্রক্রিয়াকে স্টিমুলেট করে , ভিডিওতে যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। (৬)ব্রয়লার ফার্ম বা যে কোনো chicken ফার্মে আলোর colour ,power বা intensity , কত সময় আলো থাকবে কত সময় অন্ধকার থাকবে এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যা chicken অর্থাৎ chicks,layer, breeder এর পারফরমেন্স এর সাথে corelated বা সামঞ্জস্যপূর্ণ **** আমি যা যা লিখলাম পোল্ট্রি science এ এটাই সঠিক পদ্ধতি।আমি বহু farmer কে নির্দিষ্ট এই পথ মেনে সফলতা পেতে দেখেছি।

    • @Agro_media_bd
      @Agro_media_bd  Рік тому +3

      প্রথমত আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কমেন্টস করার জন্য,কিছু মনে করবেন না,কয়েকটি কথা বলি, এর আগেও আপনি আমার ভুল খুজার চেষ্টা করেছেন,
      আপনার টোটাল বিষয়টাই হয়ে গিয়েছে, বিরোধী দলের মত,
      ভুল ধরলে মানুষের ক্ষতিয়ে অনেক কিছুই ভুল ধরা যায়,আপনি যে বলেন ৩৬ ঘন্টার কথা?আপনার তথ্যটি ভুল বা সঠিক যাচাই করতে আমি যাব না,কারণ একটি বাচ্চা ডিম থেকে বেরোনোর ৭২ ঘন্টা পর্যন্ত কোন প্রকারের খাবারের প্রয়োজন হয় না।
      আপনি তো ছত্রিশ ঘন্টা বললেন?একটা সেটারের কমপ্লিট হেচিং পেতে মিনিমাম ২৪ ঘন্টা সময় লাগে? আমি নিজেই বাচ্চা হ্যাচিং করি,আপনি কোন যুক্তিতে বললেন যে ২ ঘন্টা বাদে chicks কে খাবার দিওয়া, এটা কোথা থেকে পেলাম,
      আপনি হয়তো জানেন না বাচ্চা যখন জার্নি করে বাচ্চা ডিহাইডেট হয়ে থাকে, আর যদি আপনি জল দেবার সাথে সাথেই খাবার দিয়ে দেন সে ক্ষেত্রে বাচ্চার গলায় খাবার আটকে বাচ্চা মারা যেতে পারে, আপনার তো তা জানা উচিত,
      ৩২-৩৬ ঘন্টা আগে ব্রুডার সেটআপ করে লাইট জ্বালিয়ে রাখতে হবে সেটা ঠিক আছে, কিন্তু আপনার তত্য ব্যাতিত বাচ্চা ছাড়লে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এটা আপনি কোথায় পেলেন?আপনাকে যদি আমি ২৫ ডিগ্রি থেকে ডিরেক্ট ৩৫ ডিগ্রিতে ছেড়ে দেই, আপনার কেমন লাগবে?
      ফলস ব্রুর্ডিং কাকে বলে জানেন?
      আর খাবার পাত্র পানির পাত্রর সাইকেলিং থাকলে যে আপনার সমান গ্রোথ আসে এটা আপনি কোথায় পেলেন? এটা ছাড়া কি আর কোন কারণ নেই? সমান গ্রোথ না আসার জন্য?
      আর হে,
      মানলাম আলোর একটা বিষয় রয়েছে,কিন্তু এগুলা কি এডাল্ট মুরগি, নাকি ডিম পাড়া মুরগি?কোথা থেকে আপনি এই তথ্যটা পেলেন? এই ছোট বাচ্চাকে কালার পাওয়ার ইন্টেন্সিটি মেনে চলতে হবে? আর এগুলো কি ব্রয়লার বাচ্চা?
      ভিডিও কোন জায়গাটায় আমি বলেছি যে প্রথম দিনই অথবা তিন দিনের বেলা আপনি ফিডার দিবেন?
      ভিডিওতে যদি ভুল উপস্থাপনা থেকে থাকে আপনি একটি সঠিক উপস্থাপনা করেন?
      আরেকজনের ভুল ধরতে হলে নিজে ধারণা কতটুকু সঠিক সেটা আগে ভালো করে জানেন,
      কাউকে হেও করার চেষ্টা করবেন না?

  • @ahmadmunir9807
    @ahmadmunir9807 Рік тому +1

    vi baccha koto guli. ar jayga koto tuku disen, janaben pls

    • @Agro_media_bd
      @Agro_media_bd  Рік тому

      300 pcs.
      জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে হলে পূর্বের একটি বোর্ডিংয়ের ভিডিও আছে সেটা দেখলে আপনি নির্ণয় করতে পারবেন সহজেই🙂

  • @mdkhukon2635
    @mdkhukon2635 Рік тому +1

    ভাই আমি সৌদি থাকি দুমাস পরে বাড়িত আসব তারপর ফারম দিবার চিন্তা করচি কিভাবে দিলে ভাল হবে জানাবেন

    • @Agro_media_bd
      @Agro_media_bd  Рік тому

      এগ্রো মিডিয়ার সাথে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও গুলো দেখতে থাকুন ইনশাল্লাহ সমস্ত কিছু শিখে যাবেন

    • @mdkhukon2635
      @mdkhukon2635 Рік тому +1

      ইনশাল্লাহ আমি আপনার সবগুলু ভিডিও দেখি লাইক করি

    • @Agro_media_bd
      @Agro_media_bd  Рік тому

      @@mdkhukon2635 ❤️❤️❤️

  • @AlimAlRaji-c3u
    @AlimAlRaji-c3u Рік тому +1

    ভায়া এইগুলা কি মুরগির বাচ্চা??

    • @Agro_media_bd
      @Agro_media_bd  Рік тому

      টাইগার

    • @AlimAlRaji-c3u
      @AlimAlRaji-c3u Рік тому +1

      আলহামদুলিল্লাহ ভায়া, আমিও কিছু টাইগার মুরগির বাচ্চা নিব, বাসায় পোশার জন্য। মুরগির পালনে কি কি করতে হবে তার নিয়মিত ভিডিও দিয়েন ভায়া। আপনার নিয়ম ফলো করব আমি🥰

    • @Agro_media_bd
      @Agro_media_bd  Рік тому

      @@AlimAlRaji-c3u ওকে

  • @MdMonir-dd2hw
    @MdMonir-dd2hw 3 місяці тому

    আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আশা করি ভাল আছেন আপনার ফোন নম্বর দেয়া যাবে

  • @baniisrailemployee8015
    @baniisrailemployee8015 Місяць тому

    নাঈম ভাই আপনার নাম্বারটা চাই আপনার ফোন নাম্বারটা দেন