History Of Manikgonj District || মানিকগঞ্জ জেলার ইতিহাস

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • বাংলার মধ্য-ভাটি অঞ্চলভূক্ত মানিকগঞ্জ জেলার ভূ-ভাগ নদীবাহিত পলি দ্বারা গঠিত। বিশেষত: পদ্মা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, করতোয়া, বোরাসাগর তিস্তা ও ব্রক্ষ্মপুত্র প্রভৃতি নদনদী যুগ যুগ ধরে এ অঞ্চলের ভূমি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছে। সবুজ শস্য-শ্যামল প্রান্তর, রাশিরাশি বৃক্ষরাজি আর দূর দিগন্তে দৃষ্টির সীমানায় আকাশের নীলিমার সখ্যতা নিয়ে গাজীখালি, ধলেশ্বরী, কালীগঙ্গার তীরে গড়ে ওঠা বন্দর মানিকগঞ্জ। এ জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। এমন অপরূপ রূপের জেলা মানিকগঞ্জ।
    মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালের মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার (১৮১১ সালে সৃষ্ট) অধীন ছিল। মানিকগঞ্জ জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা। পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে যমুনা ও পদ্মা নদী পাবনা ও ফরিদপুর জেলাকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব, উত্তরপূর্ব এবং দক্ষিণে রয়েছে যথাক্রমে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ উপজেলা।
    নামের উৎপত্তি
    মূলতঃ সংস্কৃত ’মানিক্য’ শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফরাসী। মানিকগঞ্জ নামে কোন গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। ১৮৪৫ সাল মহুকুমা সৃষ্টির আগে কোন ঐতিহাসিক বিবরণে বা সরকারী নথিপত্রে মানিকগঞ্জ এর নাম পাওয়া যায়নি। কিংবদন্তী রয়েছে যে, অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন । পরবর্তীকালে তিনি এ খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার সেখের মাজারে গমন করেন এবং ইছামতি তীরবর্তী জনশূন্য চরাভূমি বর্তমান মানিকনগরে এসে খানকা প্রতিষ্ঠা করেন । এ খানকাকে কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে উঠে ।
    উক্ত জনবসতি মানিক শাহ’র পূণ্য স্মৃতি ধারণ করে হয়েছে মানিকনগর । কেউ বলেন দুর্ধর্ষ পাঠান সরদার মানিক ঢালীর নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি হয়। আবার কেউ কেউ বলেন নবাব সিরাজ উদ-দৌলার বিশ্বাস ঘাতক মানিক চাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নামানুসারে।
    অবস্থান ও আয়তন
    মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা, উত্তর-পশ্চীম সীমান্তে সিরাজগঞ্জ এর চৌহালী উপজেলা, পশ্চিম, পশ্চিম দক্ষিণ, এবং দক্ষিণ সীমান্তে যথাক্রমে যমুনা এবং পদ্মা নদী পাবনা জেলা ও ফরিদপুর জেলা থেকে এ জেলাকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব, উত্তর পূর্ব এবং পূর্ব দক্ষিণে রয়েছে ঢাকা জেলার যথাক্রমে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার এবং নবাবগঞ্জ উপজেলা ।
    মানিকগঞ্জ জেলার মোট আয়তন- ১৩৭৮.৯৯ বর্গ কিঃ মিঃ ।
    মোট জনসংখ্যা ১৬,৭১,৯৮৫ যার মধ্যে ৫২.০২% পুরুষ এবং ৪৭.৯৮% মহিলা। জনসংখ্যার ঘনত্ব ১২১২ জন।
    মানিকগঞ্জ জেলায় বেশ কয়েকটি নদী রয়েছে। এই জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী।
    • পদ্মা
    • কালীগঙ্গা
    • যমুনা
    • ধলেশ্বরী
    • ইছামতি
    • গাজীখালি
    আরো অনান্য জেলার ভিডিও⬇️
    ফরিদপুর জেলা : • History of faridpur di...
    গাজীপুর জেলা : • History of Gazipur Dis...
    নরসিংদী জেলা : • History of Narsingdhi ...
    ঢাকা জেলা : • History of Dhaka Distr...
    নারায়নগঞ্জ জেলা : • History of narayanganj...
    manikganj, manikganj tourist spot, One Day Tour Near Dhaka, Manikganj Vromon Guide, Manikganj Tourist Spots, manikganj news, manikganj jomidar bari, manikganj resort, nahar garden manikganj, bangladesh, manikganj drone view, manikganj visiting place, manikganj vlog, manikganj park, one day tour near dhaka, day tour near dhaka, day long tour near dhaka, day trip near dhaka, Baliati Jomidar Bari Manikganj, Motter Moth Manikganj, manikganj famous food, manikganj travel
    Follow on facebook : sobjantapro
    subscribe now : / sobjantapro
    #manikgonj #sobjanta

КОМЕНТАРІ • 14

  • @foridkhan141
    @foridkhan141 Місяць тому +2

    আমার প্রানের শহর মানিকগঞ্জ ❤️

  • @sportsmxpro9191
    @sportsmxpro9191 Рік тому +2

    আমার প্রিয় জন্মভূমি মানিকগঞ্জ জেলা❤

    • @sobjantapro
      @sobjantapro  Рік тому

      ধন্যবাদ। ভিডিওটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

  • @akashbarmonraj8254
    @akashbarmonraj8254 Рік тому +2

    আমার প্রাণের মানিকগঞ্জ

  • @hazera8519
    @hazera8519 2 роки тому +1

    Manikgonj onek sundor akta district.

  • @Sk_FoYsaL_99k
    @Sk_FoYsaL_99k 7 місяців тому

    প্রিয় জম্মভূমি ❤❤❤

  • @tmhlovers8720
    @tmhlovers8720 2 роки тому

    Happy birthday 🎂🎂🎂🎂🎂🥧🥧🥧

  • @Mdmia-nw4qh
    @Mdmia-nw4qh Рік тому +1

    মানিকগঞ্জের অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী পাটগ্রাম অনাথ বন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের নাম নেই আপনার লিস্টে । এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১৯১৫ ইং সালে। এছাড়া বিখ্যাত ঝিটকা হাট, ঘিওর হাট এবং বিখ্যাত ঝিটকার হাজারী গুড় ও সবচেয়ে ভাল মানের পিয়াজ। সংস্কৃতি ব্যক্তি বর্গের নাম থাকলেও ধর্মীয় পীরমাসায়েক, দরবেশদের নাম নেই।

    • @sobjantapro
      @sobjantapro  Рік тому

      কিছু তথ্য বাদ পরার জন্য আন্তরিকভাবে দূঃখিত।

  • @MdRaju-hm9ok
    @MdRaju-hm9ok Рік тому +1

    দৌলতপুর ধামশবর

  • @gamingblack444-vj4kb
    @gamingblack444-vj4kb Рік тому +1

    ভাই চন্দহর না। ভাই। চান্দহর ইউনিউন

    • @gamingblack444-vj4kb
      @gamingblack444-vj4kb Рік тому +1

      আমার বাড়ি চান্দহর ইউনিউন