আজকেই সহকারী প্রেস সচিব দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে, একজন ঢাবির,যিনি ডেইলি স্টার এর সাংবাদিক,আরেকজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির,যিনি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর সাংবাদিক।বলা ভাল,এর আগে আমার মনে হয় এরকম তরুন কাউকে প্রেস সহকারী সচিব নিয়োগ দেয়া যায়,কল্পনার বাহিরে ছিল।তরুনদের মধ্যে ভাল ভাল সাংবাদিকদের যোগ্য জায়গায় এখনই দেখা যাবে।ভবিষ্যৎ এ মনে হয়না কেউ চিন্তা করবে।
@@Valo_thakbenক্ষমতা কেউ কাউকে দেয় না,যোগ্যতা লাগে,আপনি মৃত্যু দেখে সংখ্যাগরিষ্ঠতা ঠিক করেন কার যোগ্যতা কত বেশি মাপ করেন,তার মানে নিশ্চিত বলতে পারি,আপনি কমেন্ট যোদ্ধা,আমার মতই আপনারও ৫ আগস্ট এর আগে পরে কোন অবদান নাই।এরা ক্ষমতা আকড়ে ধরে থাকবে না,বরং প্রতিনিধিত্ব করতেই ক্ষমতার কাছাকাছি গেছে, যেন তাদের মত আমাদের সবার যে সপ্ন,কেউ এসে ছিনতাই করার চিন্তাও যেন না করে।
আপনি কি মনে করেন প্রফেসর ইউনুস স্যারের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারকে কি উন্নয়নের জন্য বানানো হয়েছে? এই সরকারকে বানানো হয়েছে সংস্কারের জন্য। আর এই সংস্কারের জন্য যতটুকু সময় দরকার তা দেওয়া উচিত। আর এই সংস্কারের জন্য যতটুকু সময় দরকার তা সময় সাপেক্ষ ব্যাপার। কেউ কেউ বলেন তাদেরকে ৫-১০ বছর সময় দেওয়া উচিত এটা পাগলের পোলাপ ছাড়া আর কিছুই নয়। একটা নির্বাচিত সরকার সর্বোচ্চ পাঁচ বছর ক্ষমতা থাকতে পারে। আর এই অনির্বাচিত বেশিদিন ক্ষমতায় থাকলে তাহলে আর গণতন্ত্র রইল কই?
@JahedIslam-j7k absolutely correct. Amar mone hoy onara kono ojana karone akare prokare bnp joy gan gaitase r students der choto kore bnp k field kore dissen. Aita amra hote dite parina. Amader ekta e slogan ek fesist biday kore r ek fesist k amra khomotai dekhte chai na. Rukhe darao students power. Dome jail na. K ki bollo don't do bother, don't care
@@ShahinAlom-jx2nq সে রাজনৈতিক দলের দালালী করার মহান দায়িত্ব নিয়েছে। সাধারণ মানুষ নির্বাচন এখন চায় না। নির্বাচন চায় রাজনৈতিক দলের।চাঁদাবাজ রা। ছাত্রদের রক্তের উপর ভর করে রাজনৈতিক দলগুলি দ্রুত ক্ষমতায় আসতে চায়। জিল্লুর। মিয়া তাদেরই প্রতিনিধি ।
খুব সময়োপযোগী কথা বলেছেন ব্যবসায়ীরা মনবল হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই রাজনীতি বড়ই কঠিন সুতরাং ভালো ভালো রাজনীতিবিদদের সাহায্যে গড়ে তুলুন এক নতুন বাংলাদেশ
@@homairamasoud8677 ফালতু আলোচনা । পলাতক লীগ আর বি এন পির চাঁদাবাজ দের খুব ভালো লাগবে। রাজনীতির নামে দালালী চালু করতে।চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
তারা রাজনীতিতে এলে রাজনৈতিক যেসব দল আছে তারা ছাড়া বাংলাদেশের এখন একটা বড় দলের সমর্থক আছে যারা খুজেই পাচ্ছে না যোগ্য রাজনীতি, রাজনৈতিক দল,রাজনৈতিক ব্যাক্তি,তাদের খুব উপকার হবে।যেমন আমি সবাইকেই তো দেখলাম,কাজ কিন্ত তারাই করছে যারা শিক্ষার্থী ছিল বা আছে ভবিষ্যতে রাজনীতি করতে চায়।সবাই মনোনয়ন দিবে,এরা রাজনৈতিক দল গড়ে তারাও নিশ্চিয় কয়েকটা সিটে দিবে,আমি ধারনা করে বলছি কথাগুলা।তবে এদের মনোনয়ন আর অন্যদের মনোনয়ন এর গুনগত অনেক পার্থক্য আমরা তখনই দেখব।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আজকে সারাদেশে ঘুরে ঘুরে কি বলছে? শিক্ষার্থীদের পড়াশোনা করতে বলছে,জাতিগঠনে তাদেএ ভুমিকা নেওয়ার জন্য প্রস্তুত হতে বলছে,কোথাও অনিয়ম দেখলে প্রতিবাদ করতে বলছে,খারাপ কোন কথাটা তারা বলছে? তাদের মধ্যে কেউ কেউ বিরক্ত করবেই।কেউ কেউ নিজেকে সামনের কাতারে দেখতে চায়।সাভাবিক।
আজকে একজন বিশ্লেষক বিভিন্ন কথা বল্লো তারমধ্যে একটি কথা যে আমাদের দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থান প্রশাসনের ভূমিকা এই সব মিলিয়ে সুদানে বতর্মান পরিস্থিতি মনে করিয়ে দেয়।
আপনি খুব বুদ্বিমানের মত কথা বলেছেন। হিমালয় সম সুনাম বজায় রাখতে হলে মৌলিক কিছু সংস্কার করে ১ বছরেরর মধ্যে নির্বাচন করা উচিৎ। ভাল কথা বলা যায় কিন্তু রাষ্ট্র চালনায় সক্ষমতা আলাদা জিনিষ। এরই মাঝে নানা জায়গায় অসন্তোষ ও আমাদের হিল ট্র্যাক অশনিসংকেত পাওয়া যাচ্ছে।
What will happen to all the people that Awame League has appointed in the police, army, civil service and how about justice of all the top corrupt people who have sucked the country dry?
জিল্লুর ভাই আপনি শুধু একটু বলে যাবেন বি এন পি কে কি করনে ভোট দেওয়া উচিৎ বলে মনে করেন। জিয়াউর রহমানের দোহাই দিয়ে তিন বার খমতায় আসছে। আর তারেক রহমান দেশের জন্য কি এমন ভালো কাজ যার কারনে তাকে আবার নির্বাচিত করতে হবে। তারেক রহমানের অনেক সুযোগ ছিলো।
@@moshiurrohman2577 এইসব সুশীলদের কাছ থেকে এগুলোই শুনে আসছি । তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না কারণ মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান ছিল। বিএনপি নিয়ে কিছু বলা যাবে না কারণ এটা জিয়াউর রহমানের দল। এইসব বুদ্ধিজীবীদের কারণে বাংলাদেশের সাধারণ জনগণের বারবার ভুগতে হয়।
আপনি ভোট দিয়েন না,তবে ভোট ছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের খোয়াব দেইখা লাভ নাই। এক বছর বা দুই বছর পর ভোট হবেই,প্লিজ ভাই আপনার ভোট বিএনপিকে দিয়েন না,তাইলে বিএনপি একটা সিট ও পাবেনা 😂😅
আপনি প্রতিহিংসার জালে আবদ্ধ হয়ে আছেন। ননসেন্স হলে যা হয় একগো আমি কথা এগুলো বিএনপির কোন অবদান নাই তাই বলতে চাচ্ছেন আন্দোলনটা কি আপনার বাপে আশে করছিল। বিএনপি যদি আন্দোলন নাই করে থাকে তাহলে ওদের এত নেতাকর্মী মারা গেল কিভাবে। জামাতের শিবিরের এত নেতা কর্মী মারা গেল কিভাবে কাজেই আওয়ামী লীগের পাছাটা অভ্যাসটা বাদ দেন
@@mahbuburrahman283 hazar hazar, lakh lakh hasnat, sarjis ai Bangladesh a asen don't worry. Aj na hoi kal fesist, lotera r dhandabaz ra hasinar moto porinam bog korbe inshaallah
এক থেকে দেড় বছরের মধ্য নির্বাচন দিলে দেশের গুনগত কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র শোষক এর হাত বদল হবে। একটা সিষ্টেম দাড় করিয়ে তাকে রান করে দিয়ে যেতে হবে।
জিল্লুর স্যার,ইউনুস সাহেব বা উপদেষ্টাদের কে নিয়োগ দিছে?? এটা কি আপনি জানেন না?? অবশ্যই ছাত্ররা যোগাযোগ করে তাদের নিয়োগের সুপারিশ করেছে।তাই ইউনুস সাহেব বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগ কর্তা।তিনি যথার্থ বলেছেন।
খালি নির্বাচন নির্বাচন নির্বাচন 😡😡😡, আপনার কি কোন পদ পদবি পাওয়া চুক্তি হয়েছে ?! এমনিতেই হাসিনা থাকলে ৪ বছর পরে নির্বাচন হত!😡 ব্র্যাক ইউনিভার্সিটিটির জনমত জরিপে দেখা গেছে ড. ইউনু সরকারকে কমপক্ষে তিন বছর ক্ষমতায় চাই ৭০% জনগণ! 😡😊 😊
জিল্লুর স্যার আপনাকে অনেক আদর্শবান মনে করতাম এবং মাসুদ কামাল স্যার কে কিন্তু আপনারা দুজনে দেশকে মন থেকে ভালোবাসে না কারণ আপনার বাংলাদেশে একমাত্র বিএনপির রাজনীতি দেখতে চান আপনাদের কাছে একটু অনুরোধ কেউ মায়ের পেট থেকে রাজনীতি শিখে আসে না মা ছেলে মেয়ে রাজনীতি করতে হয় অনুরোধ রইল দেশের জন্য ছাত্রদের একটা দল গঠন করার সুযোগ করে দিন সবাই আজকের তরুণ সমাজে আগামী দিনের ভবিষ্যৎ মনে রাখবেন ইনশাআল্লাহ।
@MdShahjahanBhuiyanSaju inshaallah, opossum prochar kore shamoik shofol howa jai but not permanently. Bnp jai pothe ogroshor hosse not at all good. Lakh taka dia student der against a propaganda chalano hosse. Porinam ki hobe ? Remember student power ok. Hishab pai pai kore dite hobe
আপনার মতো এখন অনেকেই বলছে যে বর্তমান সরকারের কতোদিন থাকা উচিত। আপনাদের বক্তব্য অবশ্যই সমর্থন করি। দুঃখজনক ভাবে বিএনপি এই কথাটা শুরুতেই বলে ট্রলের শিকার হলো। ছাত্র জনতার বিপ্লব বলে আরেকটা সত্য কথা বলেছেন। শুধু ছাত্রদের নিয়ে এতো আবেগ দেখানো উচিত না।
ছাত্ররা যে মুহূর্তে আন্দোলন করে সরকার গঠন করেছিল সেই মুহূর্তে তাদের দুইজন প্রতিনিধি দল শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য দায়িত্ব নিয়েছিল। তারা ভাল কাজ করছে তাদেরকে সাধুবাদ জানানো উচিত। আর এখন আমাদের সমাজের যে বিশৃঙ্খলা এই ছাত্ররা দায়ী নয়,
মাথা ভর্তি গোবর থাকলে এই প্রশ্নই করবেন! ইউনূস সাহেব শুরুতেই বলেছেন যে উনারা ছাত্রদের সরকার। ছাত্ররা তাদের বসিয়েছেন! এই কদিনে আশা করি বুঝে গেছেন যে ছাত্ররা রাজনীতির মাঠে নিজেদের কতটুকু এস্টাবলিশ করতে পেরেছে বা পারবে। ছাত্রদের কর্মকাণ্ডগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে,সাধারণ মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না আর নেবেও না। এই অবস্থায় যদি এই সরকার ২/৩বছর থাকে দেশের অবস্থা আরও খারাপ হবে কারণ এই সরকার ছাত্রদের বায়লট করে কিছুই করতে পারবে না! যেমনটা সাধারণ ভাবে ভাবছেন যে এই সরকার এই করবে সেই করবে এটা সম্ভব হতো যদি তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত না হতো। এই অবস্থায় যত দ্রুত নির্বাচন দেয়া যায় ততোই মঙ্গল দেশের জন্য! নয়তো ২/৩মাস পর থেকেই ছাত্র আন্দোলনের নেতা-সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীরা জনগণের কাছে শত্রুতে রূপান্তরিত হবে। জায়গায় জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটবে, আর দেশটা ধ্বংস হবে।
New Bangladesh needs new thinking, political parties are basically careers of old thinking, with thinking in the old terms, you will not be able to solve the problems of today, I think students are as they are at this stage of Nahid and Asif, we have observed, they all are capable of running the state !!! Viva Revolution !!!
আপনার বক্তব্য শুনে অবাক হলাম!!.... আপনি বললেন যে, "বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে আওয়ামী লীগ আর বিএনপি তেই আবদ্ধ, অন্য দল এখানে কাজে দেয় না"..... এটা বলে কি বোঝাতে চাইলেন?? আমাদের এখন আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া উচিৎ???..... আপনার মত বিবেকবান মানুষ এটা কিভাবে বলতে পারে??........গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলীয় পানিশমেন্ট হিসেবে আগামী ৫টা নির্বাচনে অংশ নেয়ার অধিকার কেড়ে নেয়া উচিৎ সেখানে আপনি কিভাবে, কি মনে করে আওয়ামী লীগকে প্রমোট করছেন???....... আমি মানছি ছাত্ররা সবকিছু ভালো পারছে না কিন্তু এটার মানে তো এই না যে তারা পারবে না সামনে??..... এতদিন তো আপনাদের সো কলড অভিজ্ঞ, প্রজ্ঞাবান, বুঝদার রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার আগে একই ধরনের বিশেষন পাওয়া বিএনপি দেশ চালিয়েছিল---- তো তাতে কয়টা বিষয় ভালো পেয়েছিলেন?? উত্তর দিন??...... একই কথা ইউনুস সরকারের জন্যও জানতে চাই, ইউনুস সরকার এটা পারছে না, ইউনুস সরকার ওটা পারছে না আর আপনাদের আওয়ামী / বিএনপি সরকার সবকিছু ঠিকঠাকভাবে পেরে গেছিল, এটাই বলতে চাইলেন??.......আপনারা দেড়মাসে ইউনুস সরকারের কাছ থেকে কি আশা করছেন যেখানে আওয়ামী লীগ এবং দেশের মানুষেরাই প্রতি মুহুর্তে দেশকে অস্থিতিশীল করে রাখছে???
গনতন্ত্র হিসেবে সরকার গঠন করা এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে, মাসোয়ারা বা পরামর্শের মাধ্যমে একজনকে যোগ্য হিসেবে নির্বাচন করা, আর তিনি মৃত্যু পর্যন্ত সে দায়িত্ব পালন করবে, এটি ইসলামের নিয়ম। আর তিনি যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন বা অন্য কাউকে দায়িত্ব দেন সেটা ভিন্ন কথা, তবে তিনি সেটিও করতে পারবেন। 2
You contradict yourself. Understand your script first before making videos. We need to work for a democratic system rather than this fucking BNP and BAL vote banks. Discuss about how people should choose the candidate instead of the logo. We need that kind of democracy not only voting rights.
জোর করে সালাম দেওয়াবেন নাকি? অন্ধ মুসলিম। আপনাদের মত কাঠখোল্লা দের জন্য ই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আজ এই পর্যায়ে। মূর্খতা ত্যাগ করুন এবং সালাম দেয়া কি ফরয? এভাবে আর কত দিন মূর্খতা চালাবেন
আপনি তো সরকারকে সময় দিতে চাইলেন না, এক বছর থাকতে হবে দেড় বছর থাকতে হবে নির্বাচন দিতে হবে এইসব কথা বলে ফেললেন, আবার লাস্টে বললেন ব্যর্থ হওয়া যাবে না? ভাই বুঝে শুনে ভিডিও বানান। নিজের কথা কি নিজে প্রশ্নে বানিয়ে ফেলবেন না।
জিল্লুর সাহেব আপনার অসাধারণ ভাবনা যদি সবাই বুঝতে পারে তাহলে সবার জন্যই কল্যানকর হবে তথা বাংলাদেশের জন্য অত্যান্ত কার্যকর হবে। আপনার কথাগুলো সবারই মনোযোগ সহকারে ভাবা উচিৎ।
You can ask for give election as soon as possible because you are politicaly influence, but with out opsition it will again become 1 party state. Jamat is doing good better than BNP, but unfortunately most the people in Bangladesh don't support their ideology. If we got options to keep mr yunus in power by give yes no vote result can be anything. Its only political influence who want vote earlier instead looking wellbeing of country. Which is pathetic
problem is every sector rotten; as for example what u r talking? ur speech sided with one political party in my opinion. so whats the difference between media people working for hasina and current some of the media people; its all about character; there is no character of those ; only character that is sustained are common people; we want good government who can prosper the country; not awami or bnp. we want current government to stay minimum 5 yrs.. one day we will see all corrupted media people will run tea stall .
ছাত্রদের জীবন দিয়ে তারা কি একটা দ্রুত নির্বাচন চেয়েছিল ?নাকি ক্ষমতায় যেতে চেয়েছিল ?তারা চেয়েছে সুন্দর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। এই সংস্কার করার আগে কোনভাবে নির্বাচন দেওয়া উচিত নয়!
গনতন্ত্র হিসেবে সরকার গঠন করা এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে, মাসোয়ারা বা পরামর্শের মাধ্যমে একজনকে যোগ্য হিসেবে নির্বাচন করা, আর তিনি মৃত্যু পর্যন্ত সে দায়িত্ব পালন করবে, এটি ইসলামের নিয়ম। আর তিনি যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন বা অন্য কাউকে দায়িত্ব দেন সেটা ভিন্ন কথা, তবে তিনি সেটিও করতে পারবেন। 1
ভাই,এ প্রজন্মের ১৮ থেকে ২৮ বছর বয়সিদের অন্তত ৮০% লোক বিএনপি,আওয়ামীলিগ পছন্দ করে না।এদের কে কেন দুই দলে অন্তর্ভুক্ত করছেন? আমাদের বয়সের চিন্তা ভাবনা এদের মধ্যে ঢুকানো ঠিক হচ্ছ্র না।
খুবই সুন্দর উপস্থাপন এবং সুন্দর কথাগুলো বলছেন। আসলে কি আমি নিজেও আবেগে ছিলাম। এখন আমার মনে হচ্ছে। যেসব সংস্কার কাজ সাথে নিয়েছে এগুলো সেরে নির্বাচন দিয়ে দেয়া উচিত।
খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন! অনেক অনেক ধন্যবাদ সেজন্য। আশা করছি, ইউনুস সরকার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন। তা না হলে খাদোকরা হা করে আছেন, আবার আগের মতো গিলে খাবার জন্য! তাছাড়া অসফল হলে একবার ভেবে দেখছেন, কি ভয়ংকর পরিস্থিতি হবে!!!
এই ছাত্রদের ভুমিকা প্রশ্নবিদ্ধ, যেখানে প্রাইভেট ভার্সিটির ছাত্র ছাত্রীরা, সাধারণ জনতা,বি এন পি,জামার, রিক্সা /ভ্যান ওয়ালা,শ্রমিক দিন মজুররা আন্দোলনের জন্য বড় ভুমিকা ছিল, সেখানে এই গুটি কয়েকজন কে এত প্রাধান্য, যাদ দরুন প্রশ্নবিদ্ধ এই সমন্বয়কগন।
ভাইজান সুন্দর কথা বলেছেন সবই ছাত্ররা করেছে বলে দেশটা আরেকটা সমস্যায় ফেলেছে যত তারাতারী নির্বাচন দিয়ে বর্তমান উপদেষ্টাদের চলে গেলে ভালহবে তানা হলে তারা বিপদে পরবে
পরিপূর্ণ গনতন্ত্রের জন্য দুটি দল যতেস্ট নয় কম পক্ষে তিনটি দল লাগবে, তা না হলে আরো বড় ফ্যাসিবাদের জম্ম নিবে, আমি বলতে চাইছি বড় তিনটা দল, সেই জন্য ছাত্রদের নতুন দলের বিকল্প নেই, এই ধরনের বিপ্লবের পর নতুন দল আসাটাই স্বাভাবিক, যেমন ৭৮ এ বি এন পি এসেছিল এবং সফলও হয়েছিল
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অবদানের কথা কেউ বলে না।আপনি তাদেরকে স্মরণ করেছেন,এজন্য আপনাকে ধন্যবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিহত হয় নাই অথচ তারাই সব ক্ষমতা নিয়ে নিল 😢😢😢
আজকেই সহকারী প্রেস সচিব দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে, একজন ঢাবির,যিনি ডেইলি স্টার এর সাংবাদিক,আরেকজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির,যিনি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর সাংবাদিক।বলা ভাল,এর আগে আমার মনে হয় এরকম তরুন কাউকে প্রেস সহকারী সচিব নিয়োগ দেয়া যায়,কল্পনার বাহিরে ছিল।তরুনদের মধ্যে ভাল ভাল সাংবাদিকদের যোগ্য জায়গায় এখনই দেখা যাবে।ভবিষ্যৎ এ মনে হয়না কেউ চিন্তা করবে।
@@Valo_thakbenক্ষমতা কেউ কাউকে দেয় না,যোগ্যতা লাগে,আপনি মৃত্যু দেখে সংখ্যাগরিষ্ঠতা ঠিক করেন কার যোগ্যতা কত বেশি মাপ করেন,তার মানে নিশ্চিত বলতে পারি,আপনি কমেন্ট যোদ্ধা,আমার মতই আপনারও ৫ আগস্ট এর আগে পরে কোন অবদান নাই।এরা ক্ষমতা আকড়ে ধরে থাকবে না,বরং প্রতিনিধিত্ব করতেই ক্ষমতার কাছাকাছি গেছে, যেন তাদের মত আমাদের সবার যে সপ্ন,কেউ এসে ছিনতাই করার চিন্তাও যেন না করে।
@@AshrafShifatএক একটি কমেন্ট সৈরচারী ভিত নাড়িয়ে দিয়েছিল।
রাইট
জ্বি না, আমরা চাই এই সরকার অন্তত ৫ বছর থাকুক।
আবেগ দিয়ে দেশ চলানো যায় না,
আপনাকে বাংলাদেশের সাংবাদিকতা জগতে এখনও প্রয়োজন
অসাধারণ বিশ্লেষণ এবং বাস্তবতা
ছাত্র, শিক্ষক রাজনীতি থাকবে তবে তা ক্যাম্পাসের বাইরে। যেমন ওয়ার্ড,ইউনিয়ন, উপজেলা, জেলা, কেন্দ্রীয় পর্যায়ে থাকা ঠিক আছে।
দায়িত্বশীল আলোচনা। ধন্যবাদ আপনাকে। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য।
আমার মনে হয় আপনি খুবই যথার্থ বলেছেন।আপনার সঙ্গে সম্পূর্ন একমত পোষণ করছি।
Zillur Sir apnr Analysis best
এই আপনাদের জন্য দেশ কখনো বদলাবে না।ইউনুস সাহেবকে সলয় দেওয়া দরকার।আপনাদের অতিরিক্ত কথা উন্নয়নের অন্তরায়।
আপনি কি মনে করেন প্রফেসর ইউনুস স্যারের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারকে কি উন্নয়নের জন্য বানানো হয়েছে? এই সরকারকে বানানো হয়েছে সংস্কারের জন্য। আর এই সংস্কারের জন্য যতটুকু সময় দরকার তা দেওয়া উচিত। আর এই সংস্কারের জন্য যতটুকু সময় দরকার তা সময় সাপেক্ষ ব্যাপার। কেউ কেউ বলেন তাদেরকে ৫-১০ বছর সময় দেওয়া উচিত এটা পাগলের পোলাপ ছাড়া আর কিছুই নয়। একটা নির্বাচিত সরকার সর্বোচ্চ পাঁচ বছর ক্ষমতা থাকতে পারে। আর এই অনির্বাচিত বেশিদিন ক্ষমতায় থাকলে তাহলে আর গণতন্ত্র রইল কই?
@JahedIslam-j7k absolutely correct. Amar mone hoy onara kono ojana karone akare prokare bnp joy gan gaitase r students der choto kore bnp k field kore dissen. Aita amra hote dite parina. Amader ekta e slogan ek fesist biday kore r ek fesist k amra khomotai dekhte chai na. Rukhe darao students power. Dome jail na. K ki bollo don't do bother, don't care
আপনার মত জ্ঞানী লোক কে সামনে আসা দরকার, অন্যের মতামতকে সম্মান দেওয়া শিখুন । আমি যদি বলি উনার যুক্তি খুবই সঙ্গত।
@@ShahinAlom-jx2nq সে রাজনৈতিক দলের দালালী করার মহান দায়িত্ব নিয়েছে। সাধারণ মানুষ নির্বাচন এখন চায় না। নির্বাচন চায় রাজনৈতিক দলের।চাঁদাবাজ রা। ছাত্রদের রক্তের উপর ভর করে রাজনৈতিক দলগুলি দ্রুত ক্ষমতায় আসতে চায়। জিল্লুর। মিয়া তাদেরই প্রতিনিধি ।
সত্যিই অসাধারণ কথা বলেছেন আপনি এবং সকলের অংশগ্রহণের কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন
একদম সঠিক বিশ্লেষণ করেছেন। খালি আকাশ কুসুম চিন্তা করলেই তো হবে না। বাস্তবতা দেখতে হবে। কেউ তো একদিনেই সবাইকে ভদ্র বানায়া ফেলবে😂😂😂
আজকের আলোচনা সাথে আমরা শতভাগ একমত।
সঠিক কথা
দ্রুত নির্বাচন হওয়া উচিত
খুব সময়োপযোগী কথা বলেছেন
ব্যবসায়ীরা মনবল হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই
রাজনীতি বড়ই কঠিন সুতরাং ভালো ভালো রাজনীতিবিদদের সাহায্যে গড়ে তুলুন এক নতুন বাংলাদেশ
জিল্লুর সাহেবের আজকের বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।
অত্যন্ত মুল্যবান আলোচনা! আমি আশা করি সরকারের কানে আপনার কথাগুলো পৌঁছে। ❤
@@homairamasoud8677 ফালতু আলোচনা । পলাতক লীগ আর বি এন পির চাঁদাবাজ দের খুব ভালো লাগবে। রাজনীতির নামে দালালী চালু করতে।চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
অসম্ভব সুন্দর বিস্লেশন, একদিনে কোন কিছু ঠিক হবে না , আমাদের সবাইকে সচেতন হতে হবে , তবেই দেশ এগিয়ে যাবে ।
ছাত্ররা যদি রাজনীতি করে তাদের অপরাধটা কোন জায়গায়? জিয়াউর রহমান কি রাজনীতিতে আসেননি?
ধন্যবাদ জিল্লুর ভাই কে,এতো সুন্দর ভাবে কথা গুলো বলার জন্য,❤❤❤
তারা রাজনীতিতে এলে রাজনৈতিক যেসব দল আছে তারা ছাড়া বাংলাদেশের এখন একটা বড় দলের সমর্থক আছে যারা খুজেই পাচ্ছে না যোগ্য রাজনীতি, রাজনৈতিক দল,রাজনৈতিক ব্যাক্তি,তাদের খুব উপকার হবে।যেমন আমি সবাইকেই তো দেখলাম,কাজ কিন্ত তারাই করছে যারা শিক্ষার্থী ছিল বা আছে ভবিষ্যতে রাজনীতি করতে চায়।সবাই মনোনয়ন দিবে,এরা রাজনৈতিক দল গড়ে তারাও নিশ্চিয় কয়েকটা সিটে দিবে,আমি ধারনা করে বলছি কথাগুলা।তবে এদের মনোনয়ন আর অন্যদের মনোনয়ন এর গুনগত অনেক পার্থক্য আমরা তখনই দেখব।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আজকে সারাদেশে ঘুরে ঘুরে কি বলছে? শিক্ষার্থীদের পড়াশোনা করতে বলছে,জাতিগঠনে তাদেএ ভুমিকা নেওয়ার জন্য প্রস্তুত হতে বলছে,কোথাও অনিয়ম দেখলে প্রতিবাদ করতে বলছে,খারাপ কোন কথাটা তারা বলছে?
তাদের মধ্যে কেউ কেউ বিরক্ত করবেই।কেউ কেউ নিজেকে সামনের কাতারে দেখতে চায়।সাভাবিক।
সঠিক বলেছেন, আপনার মতামতের সাথে ১০০% সহমত
আজকে একজন বিশ্লেষক বিভিন্ন কথা বল্লো তারমধ্যে একটি কথা যে আমাদের দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থান প্রশাসনের ভূমিকা এই সব মিলিয়ে সুদানে বতর্মান পরিস্থিতি মনে করিয়ে দেয়।
অসাধারণ আলোচনা।খুবই সত্যনিষ্ঠ ও সময়োপযোগী।
দূষিত বুদধিজিবীদের মতামতকে গুরুত্ব দেয়ার মানে হচ্ছে দেশকে পুরনো রাজনীতির চক্রে ফিরিয়ে নিয়ে যাওয়া☹️😊
গনতান্ত্রিক সরকার আসবে এটাই স্বভাবিক। আন্দোলন শুরু করেছিলো ছাত্ররা তবে তা সম্পূর্ণ হয়েছে জনগণের সম্পৃক্ততায়।
সমস্যা কোথায় তারুণ্যের বিকল্প নেই ❤❤❤
চমৎকার ভাষ্য জিল্লুর ভাই
আপনি খুব বুদ্বিমানের মত কথা বলেছেন। হিমালয় সম সুনাম বজায় রাখতে হলে মৌলিক কিছু সংস্কার করে ১ বছরেরর মধ্যে নির্বাচন করা উচিৎ। ভাল কথা বলা যায় কিন্তু রাষ্ট্র চালনায় সক্ষমতা আলাদা জিনিষ। এরই মাঝে নানা জায়গায় অসন্তোষ ও আমাদের হিল ট্র্যাক অশনিসংকেত পাওয়া যাচ্ছে।
What will happen to all the people that Awame League has appointed in the police, army, civil service and how about justice of all the top corrupt people who have sucked the country dry?
জিল্লুর ভাই আপনি শুধু একটু বলে যাবেন বি এন পি কে কি করনে ভোট দেওয়া উচিৎ বলে মনে করেন। জিয়াউর রহমানের দোহাই দিয়ে তিন বার খমতায় আসছে। আর তারেক রহমান দেশের জন্য কি এমন ভালো কাজ যার কারনে তাকে আবার নির্বাচিত করতে হবে। তারেক রহমানের অনেক সুযোগ ছিলো।
দালাললীগ হইয়েন না,যা করছেন এতো বছর,
@@moshiurrohman2577 এইসব সুশীলদের কাছ থেকে এগুলোই শুনে আসছি । তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না কারণ মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান ছিল। বিএনপি নিয়ে কিছু বলা যাবে না কারণ এটা জিয়াউর রহমানের দল। এইসব বুদ্ধিজীবীদের কারণে বাংলাদেশের সাধারণ জনগণের বারবার ভুগতে হয়।
আপনি ভোট দিয়েন না,তবে ভোট ছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের খোয়াব দেইখা লাভ নাই।
এক বছর বা দুই বছর পর ভোট হবেই,প্লিজ ভাই আপনার ভোট বিএনপিকে দিয়েন না,তাইলে বিএনপি একটা সিট ও পাবেনা 😂😅
আপনি প্রতিহিংসার জালে আবদ্ধ হয়ে আছেন। ননসেন্স হলে যা হয় একগো আমি কথা এগুলো বিএনপির কোন অবদান নাই তাই বলতে চাচ্ছেন আন্দোলনটা কি আপনার বাপে আশে করছিল। বিএনপি যদি আন্দোলন নাই করে থাকে তাহলে ওদের এত নেতাকর্মী মারা গেল কিভাবে। জামাতের শিবিরের এত নেতা কর্মী মারা গেল কিভাবে কাজেই আওয়ামী লীগের পাছাটা অভ্যাসটা বাদ দেন
কোটা' আন্দোলন কে হাসিনা পতনে নিয়ে গেছেন! রাজনীতি সংশ্লিষ্ট জনতা🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আপনার বিশ্লেষণ দারুন হয়েছে
I Completely agree with you.
Give This government 4 years
বীর মুক্তি যোদ্ধা কর্নেল রশীদের সাক্ষাৎকারের বাকি চার ঘন্টার পর্ব গুলো দেখার অপেক্ষায় আছি
ভাল কথা বলেছেন। বাস্তব কথা।
বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সারজিস আলমের তৎপরতা অসুস্থ
@@mahbuburrahman283 hazar hazar, lakh lakh hasnat, sarjis ai Bangladesh a asen don't worry. Aj na hoi kal fesist, lotera r dhandabaz ra hasinar moto porinam bog korbe inshaallah
রাইট বিশ্লেষণ
প্রথম আলো আওয়ামী লীগের সংবাদ পত্র
ভারতীয় এজেন্ট সাথে ওয়াশিংটন। পড়ার সময় মনে রাইখেন আর মিলিয়ে নিয়েন।
এক থেকে দেড় বছরের মধ্য নির্বাচন দিলে দেশের গুনগত কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র শোষক এর হাত বদল হবে। একটা সিষ্টেম দাড় করিয়ে তাকে রান করে দিয়ে যেতে হবে।
সত্যি অসাধারণ বলছেন সব সময় এ-ই ভাবে সত্যি তুলে ধরবেন।
জিল্লুর স্যার,ইউনুস সাহেব বা উপদেষ্টাদের কে নিয়োগ দিছে??
এটা কি আপনি জানেন না??
অবশ্যই ছাত্ররা যোগাযোগ করে তাদের নিয়োগের সুপারিশ করেছে।তাই ইউনুস সাহেব বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগ কর্তা।তিনি যথার্থ বলেছেন।
আমি শুরু থেকেই এ-ই সরকার কে এক থেকে দেড়বছরের সময় বলেছিলাম। আপনার সব মতামত এ-র সাথে পুরাপুরি একমত।।
খালি নির্বাচন নির্বাচন নির্বাচন 😡😡😡, আপনার কি কোন পদ পদবি পাওয়া চুক্তি হয়েছে ?! এমনিতেই হাসিনা থাকলে ৪ বছর পরে নির্বাচন হত!😡
ব্র্যাক ইউনিভার্সিটিটির জনমত জরিপে দেখা গেছে ড. ইউনু সরকারকে কমপক্ষে তিন বছর ক্ষমতায় চাই ৭০% জনগণ! 😡😊 😊
আমি চাইবো ২ বছর।রাজনৈতিক দলের মাধ্যমেই গনতন্ত্র প্রতিষ্টিত হোক,সেটাই চাই।১/১১ দেখেছি তো!! অভিজ্ঞতায় বলছি
অনেক সুন্দর ঘটন মূলক আলোচনা। কথা গুলো বাস্তবতায় ভরা। ভালো থাকবেন জিল্লুর ভাই। ধন্যবাদ।
দেশের মানুষ নতুন শক্তি চায়, পুরোনো কিছু দিয়ে কাজ হবে না। নতুন পুরনো সংমিশ্রণ ঘটতে পারে এবারে। এবং এটাই হওয়া উচিত
আমিও একমত আইন শ্রীংখলা ঠিক করে এক-দেড় বছরের বিতর নির্বাচন দেওয়াটাই উত্তম সম্মান সবারই থাকবে
অসাধারণ উপস্থাপন করেছেন,
অসংখ্য ধন্যবাদ।
নতুন কোন দলকে ক্ষমতায় দেখতে চাই
জিল্লুর স্যার আপনাকে অনেক আদর্শবান মনে করতাম এবং মাসুদ কামাল স্যার কে কিন্তু আপনারা দুজনে দেশকে মন থেকে ভালোবাসে না কারণ আপনার বাংলাদেশে একমাত্র বিএনপির রাজনীতি দেখতে চান আপনাদের কাছে একটু অনুরোধ কেউ মায়ের পেট থেকে রাজনীতি শিখে আসে না মা ছেলে মেয়ে রাজনীতি করতে হয় অনুরোধ রইল দেশের জন্য ছাত্রদের একটা দল গঠন করার সুযোগ করে দিন সবাই আজকের তরুণ সমাজে আগামী দিনের ভবিষ্যৎ মনে রাখবেন ইনশাআল্লাহ।
Ah
Afsos lig ase porse
@MdShahjahanBhuiyanSaju inshaallah, opossum prochar kore shamoik shofol howa jai but not permanently. Bnp jai pothe ogroshor hosse not at all good. Lakh taka dia student der against a propaganda chalano hosse. Porinam ki hobe ? Remember student power ok. Hishab pai pai kore dite hobe
একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লাগলো আপনি প্রথম আলোর নিউজকে প্রাধান্য দিচ্ছেন?😅
যত তাড়াতাড়ি সম্ভব তারেক রহমান দেশে আসা উচিত
জনগণ এর মনের কথা বলেছেন ❤❤❤
আপনার মতো এখন অনেকেই বলছে যে বর্তমান সরকারের কতোদিন থাকা উচিত। আপনাদের বক্তব্য অবশ্যই সমর্থন করি। দুঃখজনক ভাবে বিএনপি এই কথাটা শুরুতেই বলে ট্রলের শিকার হলো।
ছাত্র জনতার বিপ্লব বলে আরেকটা সত্য কথা বলেছেন। শুধু ছাত্রদের নিয়ে এতো আবেগ দেখানো উচিত না।
আপনার মতামত খুবই সুন্দর এবং এটা জন আকাঙ্ক্ষার সঙ্গে অনেকটা মিল রয়েছে।
প্রথম আলো ভূয়া
মাত্র এক মাস হল। এখনই এত সমালোচনার কি পেলো এরা বুঝলাম না। যারা এখন অধৈর্য্য হচ্ছেন তাদের মধ্যে সমস্যা আছে বুঝতে হবে
ছাত্ররা যে মুহূর্তে আন্দোলন করে সরকার গঠন করেছিল সেই মুহূর্তে তাদের দুইজন প্রতিনিধি দল শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য দায়িত্ব নিয়েছিল। তারা ভাল কাজ করছে তাদেরকে সাধুবাদ জানানো উচিত। আর এখন আমাদের সমাজের যে বিশৃঙ্খলা এই ছাত্ররা দায়ী নয়,
Your role is now questionable
আমি সবসময় আপনার অনুষ্ঠান দেখি।সঠিক বলেছেন।
ইউনুস ৩বছর যদি ভালোভাবে দেশ চালায় তাহলে আপনার সমস্যা কোথায়।
মাথা ভর্তি গোবর থাকলে এই প্রশ্নই করবেন!
ইউনূস সাহেব শুরুতেই বলেছেন যে উনারা ছাত্রদের সরকার। ছাত্ররা তাদের বসিয়েছেন!
এই কদিনে আশা করি বুঝে গেছেন যে ছাত্ররা রাজনীতির মাঠে নিজেদের কতটুকু এস্টাবলিশ করতে পেরেছে বা পারবে। ছাত্রদের কর্মকাণ্ডগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে,সাধারণ মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না আর নেবেও না।
এই অবস্থায় যদি এই সরকার ২/৩বছর থাকে দেশের অবস্থা আরও খারাপ হবে কারণ এই সরকার ছাত্রদের বায়লট করে কিছুই করতে পারবে না! যেমনটা সাধারণ ভাবে ভাবছেন যে এই সরকার এই করবে সেই করবে এটা সম্ভব হতো যদি তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত না হতো।
এই অবস্থায় যত দ্রুত নির্বাচন দেয়া যায় ততোই মঙ্গল দেশের জন্য! নয়তো ২/৩মাস পর থেকেই ছাত্র আন্দোলনের নেতা-সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীরা জনগণের কাছে শত্রুতে রূপান্তরিত হবে। জায়গায় জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটবে, আর দেশটা ধ্বংস হবে।
এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া হয়েছে ভালো করে দেখতে থাকুন ধন্যবাদ
Eta ask korten na Jodi bujhten
জনগনএই সরকারকে মেনে নিয়েছে। বিশ্বাস না হলে জরিপ চালান।
মেনে নিয়েছে বা নিয়েছি ঠিক আছে কিন্তু লিমিটেড সময়ের জন্য।রাজনৈতিক দল ছাড়া গনতন্ত্র প্রতিষ্টিত হয় না ভায়া।
New Bangladesh needs new thinking, political parties are basically careers of old thinking, with thinking in the old terms, you will not be able to solve the problems of today, I think students are as they are at this stage of Nahid and Asif, we have observed, they all are capable of running the state !!!
Viva Revolution !!!
your analysis is absolutely correct.
জনতার প্রতিনিধি কোথায় ?
আপনার বক্তব্য শুনে অবাক হলাম!!.... আপনি বললেন যে, "বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে আওয়ামী লীগ আর বিএনপি তেই আবদ্ধ, অন্য দল এখানে কাজে দেয় না"..... এটা বলে কি বোঝাতে চাইলেন?? আমাদের এখন আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া উচিৎ???..... আপনার মত বিবেকবান মানুষ এটা কিভাবে বলতে পারে??........গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলীয় পানিশমেন্ট হিসেবে আগামী ৫টা নির্বাচনে অংশ নেয়ার অধিকার কেড়ে নেয়া উচিৎ সেখানে আপনি কিভাবে, কি মনে করে আওয়ামী লীগকে প্রমোট করছেন???....... আমি মানছি ছাত্ররা সবকিছু ভালো পারছে না কিন্তু এটার মানে তো এই না যে তারা পারবে না সামনে??..... এতদিন তো আপনাদের সো কলড অভিজ্ঞ, প্রজ্ঞাবান, বুঝদার রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার আগে একই ধরনের বিশেষন পাওয়া বিএনপি দেশ চালিয়েছিল---- তো তাতে কয়টা বিষয় ভালো পেয়েছিলেন?? উত্তর দিন??...... একই কথা ইউনুস সরকারের জন্যও জানতে চাই, ইউনুস সরকার এটা পারছে না, ইউনুস সরকার ওটা পারছে না আর আপনাদের আওয়ামী / বিএনপি সরকার সবকিছু ঠিকঠাকভাবে পেরে গেছিল, এটাই বলতে চাইলেন??.......আপনারা দেড়মাসে ইউনুস সরকারের কাছ থেকে কি আশা করছেন যেখানে আওয়ামী লীগ এবং দেশের মানুষেরাই প্রতি মুহুর্তে দেশকে অস্থিতিশীল করে রাখছে???
ছাত্রদের নিয়ে সুবিধাবাদী লোকজন খেলছে।
গনতন্ত্র হিসেবে সরকার গঠন করা এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে, মাসোয়ারা বা পরামর্শের মাধ্যমে একজনকে যোগ্য হিসেবে নির্বাচন করা, আর তিনি মৃত্যু পর্যন্ত সে দায়িত্ব পালন করবে, এটি ইসলামের নিয়ম।
আর তিনি যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন বা অন্য কাউকে দায়িত্ব দেন সেটা ভিন্ন কথা, তবে তিনি সেটিও করতে পারবেন।
2
সংশয় তো আপনারা ই বাড়িয়ে দিতেছেন!
আমাদের অনেক আশা আছে ইউনুস সরকারকে নিয়ে কিন্তু তাদের কার্যক্রমের শুরুটা ভালো হয়নি?
ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোজা এদের সাথে কয়টা লোক ছিল? তাদের।উদাহরণ দেন কেন? ছাত্রদের সাথে কোটি কোটি ছাত্র আছে।
You contradict yourself. Understand your script first before making videos. We need to work for a democratic system rather than this fucking BNP and BAL vote banks. Discuss about how people should choose the candidate instead of the logo. We need that kind of democracy not only voting rights.
দৃঢ় ও সময়োপযোগী বিচক্ষণতার জন্য কৃতজ্ঞ
সালাম দিয়ে শুরু করলে কি লজ্জা লাগে আপনার আপনার, আপনি কি ইন্ডিয়াতে আলোচনা করতেছেন নাকি
জোর করে সালাম দেওয়াবেন নাকি?
অন্ধ মুসলিম। আপনাদের মত কাঠখোল্লা দের জন্য ই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আজ এই পর্যায়ে। মূর্খতা ত্যাগ করুন এবং
সালাম দেয়া কি ফরয?
এভাবে আর কত দিন মূর্খতা চালাবেন
যুক্তিসঙ্গত বিশ্লেষণ, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়গুলো বিবেচনায় এনে কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।
সামগ্রিকভাবে আপনার বক্তব্য পছন্দ হয়নি
bnp mone hoi onake bai
এই সরকারের মেয়াদ ৫ বছর হওয়া উচিত
আপনি তো সরকারকে সময় দিতে চাইলেন না, এক বছর থাকতে হবে দেড় বছর থাকতে হবে নির্বাচন দিতে হবে এইসব কথা বলে ফেললেন, আবার লাস্টে বললেন ব্যর্থ হওয়া যাবে না? ভাই বুঝে শুনে ভিডিও বানান। নিজের কথা কি নিজে প্রশ্নে বানিয়ে ফেলবেন না।
যে মানুষ টা ফেইজবুকে একটা ভিডিও শেয়ার করেছে সেও এই আন্দলনের একজন
Bhai aita student der e government.. jonota student der support koreche
এই অধিকার ছাত্রদের কে দিল? আমি income tax দেই। আমার পয়সায় সরকার চলে, দেশ চলে। আমার মতামত নেয়া হয় নাই
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য কথা তুলে ধরার জন্য
জিল্লুর সাহেব আপনার অসাধারণ ভাবনা যদি সবাই বুঝতে পারে তাহলে সবার জন্যই কল্যানকর হবে তথা বাংলাদেশের জন্য অত্যান্ত কার্যকর হবে। আপনার কথাগুলো সবারই মনোযোগ সহকারে ভাবা উচিৎ।
You can ask for give election as soon as possible because you are politicaly influence, but with out opsition it will again become 1 party state. Jamat is doing good better than BNP, but unfortunately most the people in Bangladesh don't support their ideology. If we got options to keep mr yunus in power by give yes no vote result can be anything. Its only political influence who want vote earlier instead looking wellbeing of country. Which is pathetic
problem is every sector rotten; as for example what u r talking? ur speech sided with one political party in my opinion. so whats the difference between media people working for hasina and current some of the media people; its all about character; there is no character of those ; only character that is sustained are common people; we want good government who can prosper the country; not awami or bnp. we want current government to stay minimum 5 yrs.. one day we will see all corrupted media people will run tea stall .
ছাত্রদের জীবন দিয়ে তারা কি একটা দ্রুত নির্বাচন চেয়েছিল ?নাকি ক্ষমতায় যেতে চেয়েছিল ?তারা চেয়েছে সুন্দর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। এই সংস্কার করার আগে কোনভাবে নির্বাচন দেওয়া উচিত নয়!
You're a person with limited or no farsightedness!
সালাম দিয়ে আলোচনা শুরু করতে কি সমস্যা আপনার?
কেন সালাম না দিয়ে কি আলোচনা করা যায়না??
গনতন্ত্র হিসেবে সরকার গঠন করা এটা ইসলামের নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে, মাসোয়ারা বা পরামর্শের মাধ্যমে একজনকে যোগ্য হিসেবে নির্বাচন করা, আর তিনি মৃত্যু পর্যন্ত সে দায়িত্ব পালন করবে, এটি ইসলামের নিয়ম।
আর তিনি যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন বা অন্য কাউকে দায়িত্ব দেন সেটা ভিন্ন কথা, তবে তিনি সেটিও করতে পারবেন।
1
উনি কিভাবে শুরু করবেন এইটা ওনার ব্যাপার আপনার কি
সালামের বাংলা কি?
নিজেকে কি বেশি ধার্মিক মনে করেন নাকি? করেন তো সব খুকাম
আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন করার চেষ্টা ইতোমধ্যে বিফল হয়েছে।
ভাই,এ প্রজন্মের ১৮ থেকে ২৮ বছর বয়সিদের অন্তত ৮০% লোক বিএনপি,আওয়ামীলিগ পছন্দ করে না।এদের কে কেন দুই দলে অন্তর্ভুক্ত করছেন? আমাদের বয়সের চিন্তা ভাবনা এদের মধ্যে ঢুকানো ঠিক হচ্ছ্র না।
৮০% মানুষ দল তৈরী করুক
খুবই সুন্দর উপস্থাপন এবং সুন্দর কথাগুলো বলছেন। আসলে কি আমি নিজেও আবেগে ছিলাম। এখন আমার মনে হচ্ছে। যেসব সংস্কার কাজ সাথে নিয়েছে এগুলো সেরে নির্বাচন দিয়ে দেয়া উচিত।
আপনাকে বি এন পি এর উপদেষ্টা কমিটিতে দেখতে চাই।
ব্যাপক চাটতেসেন।
আশা করি বি এন পি বুঝবে আপনার মনের কামনা বাসনা।
valo bolecen
আপনার এই বিশ্লেষণের সাথে আমার চিন্তা ভাবনা শতভাগ সামঞ্জস্যপূর্ণ।
খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন! অনেক অনেক ধন্যবাদ সেজন্য। আশা করছি, ইউনুস সরকার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন। তা না হলে খাদোকরা হা করে আছেন, আবার আগের মতো গিলে খাবার জন্য!
তাছাড়া অসফল হলে একবার ভেবে দেখছেন, কি ভয়ংকর পরিস্থিতি হবে!!!
Strongly agreed with you.
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
বর্তমান মাননীয় ইউনুস সরকারের প্রথম কাজ হওয়া উচিৎ একটি নিরপেক্ষ শক্তি মত্তা সম্পন্ন নির্বাচন কমিশন গঠন করে সাধারণ নির্বাচন দেওয়া।
এই ছাত্রদের ভুমিকা প্রশ্নবিদ্ধ, যেখানে প্রাইভেট ভার্সিটির ছাত্র ছাত্রীরা, সাধারণ জনতা,বি এন পি,জামার, রিক্সা /ভ্যান ওয়ালা,শ্রমিক দিন মজুররা আন্দোলনের জন্য বড় ভুমিকা ছিল, সেখানে এই গুটি কয়েকজন কে এত প্রাধান্য, যাদ দরুন প্রশ্নবিদ্ধ এই সমন্বয়কগন।
খুবই মূল্যবান বক্তব্য সময়োপযোগী
ভাইজান সুন্দর কথা বলেছেন সবই ছাত্ররা করেছে বলে দেশটা আরেকটা সমস্যায় ফেলেছে যত তারাতারী নির্বাচন দিয়ে বর্তমান উপদেষ্টাদের চলে গেলে ভালহবে তানা হলে তারা বিপদে পরবে
ছাত্র ছাত্রীদের রাজনীতি বন্ধের জন্য আন্দোলন করেছি এবং সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ চাই।
ভালোই তো.. আপনি হবেন সচিব আর মূর্খ টাকাওয়ালা রাজনীতিবীদ হবে আপনার মৈন্ত্রী। তার পিছনে স্যার স্যার করবেন😂😂
বাংলাদেশে নতুন একটা সুন্দর নির্বাচন দরকার
সময় উপযোগী পর্যালোচনা।ধন্যবাদ
সঠিক বলেছেন । ১০০%
পরিপূর্ণ গনতন্ত্রের জন্য দুটি দল যতেস্ট নয় কম পক্ষে তিনটি দল লাগবে, তা না হলে আরো বড় ফ্যাসিবাদের জম্ম নিবে, আমি বলতে চাইছি বড় তিনটা দল, সেই জন্য ছাত্রদের নতুন দলের বিকল্প নেই, এই ধরনের বিপ্লবের পর নতুন দল আসাটাই স্বাভাবিক, যেমন ৭৮ এ বি এন পি এসেছিল এবং সফলও হয়েছিল