আসামে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়ে যায় ব্যাপকভাবে। চা বাগানতো চালু হলো। এখন সমস্যা দাঁড়ালো কুলি-মজুর জোগাড় করা। আসামের প্রকৃতি সোনা ফলা। কৃষকদের কোনো গরজ নেই চা বাগানে কাজ করার। আর তাছাড়া চা বাগানে কাজ করাটাও বিপদসংকুল এবং শ্রমসাধ্য। এই জঙ্গল-ভূমির চারিদিকে বাঘ, চিতা, হায়েনা, সাপের আনাগোনা। মাঝে মাঝে কিছু পাহাড়ি জংলী গোত্রের লোকেরাও এসে আক্রমণ চালায় পরম সহিংসতা নিয়ে। এই পরিস্থিতে স্থানীয় শ্রমিক পাওয়া দুরূহ হয়ে দাঁড়ালো। সিদ্ধান্ত নেওয়া হলো শ্রমিক আনা হবে আসামের বাইরে থেকে। সাহেবরা দালালদের মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে মূলত বিহারের ছোট নাগপুর, বাংলার মানভূম অঞ্চল থেকে নিয়ে এলো কুলিদের। এর বাইরে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকেও আনা হলো তাদের আড়কাঠিদের মাধ্যমে। এখানে আসার পরে তারা টের পেলো যে ভুলিয়ে ভালিয়ে মরণফাঁদে এনে ফেলা হয়েছে তাদের। ফেরার আর কোনো উপায় নেই। চাবুকের নীচে দাসশ্রম দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের। এই দাসশ্রম দিতে গিয়ে চরম বৈরি পরিবেশে অকাতরে জীবন দিয়েছে তারা। অন্যের চিত্ত আনন্দময় করার জন্য, অন্যের বিত্ত বৈভব বাড়ানোর জন্য, নিজের নিত্য বলি দিয়েছে তারা। সরকারী হিসাবে থেকেই জানা যায় যে, প্রথম তিনবছরের মধ্যে আসামে যে ৮৪,৯১৫ জন মজুর আমদানী করা হয়েছিলো তার ভিতর ৩১,৮৭৬ জনই অত্যাচার, নির্যাতন, অনাহার, অর্ধাহার আর মরণ ব্যাধির কবলে পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলো। এই কর্ম, ঘর্ম আর রক্তের লাল ইতিহাস, এই বর্বরতার চিহ্ন, এই নিষ্ঠুরতার কাহিনী মজুরেরা নিয়ে এসেছে গানে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরের নিঠুর ফাঁকিবাজির ইতিহাসকে তারা ছড়িয়ে দিয়েছে ঝুমুর গানের মাধ্যমে। সেরকমই একটি গান এখানে দেয়া হয়েছে। এ শুধু গান নয়, এর প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে বঞ্চনার ব্যথা, নিষ্ঠুরতা আর নির্মমতার কথা, প্রতারণা আর ফাঁকিবাজির গল্প, অচেনা ভূমিতে অন্যের আনন্দ জোগানের জন্য নিজদের রক্ত আর প্রাণ ত্যাগের কাহিনী, আছে প্রাণান্ত পরিশ্রম আর প্রবল প্রতিপক্ষের কাছে অসহায় এবং হতদরিদ্র মানুষের পরাভব মানার পূর্ণ চিত্রায়ন। এই গানটির সাথে জড়িয়ে আছে সেইসব দুঃখের কথা... (তথ্যসূত্র : ইন্টারনেট ) Facebook Page : facebook.com/tanmaykarandfriends For Shows and details contact : 6291021870 , 9836860793 , 9051772151
গান শুনতে শুনতে মনে হচ্ছিলো যেন আপনি সুরের জাদুতে মোহিত করে আমাদের আসামের সংস্কৃতির সাথে মেলাতে চেষ্টা করছেন। অসাধারণ গান, আপনাকে অনেক ধন্যবাদ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে।
অনেক ধন্যবাদ... গত মাসেই আমরা ত্রিপুরায় গিয়েছিলাম অনুষ্ঠান করতে... ত্রিপুরার মানুষের আন্তরিক ব্যবহারে আমরা মুগ্ধ... 3 মাস আগে আসামেও গিয়েছিলাম... সেখানেও মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি... ❤❤
@@TanmayKarandFriends তাহলে miss করে দিলাম, আপনাকে দেখার সুযোগ হয়নি। আবার আসার আমন্ত্রণ রইল । আর আশা করি এই ভাবে আপনার গানের মাধ্যমে আমাদের আনন্দে মন ভরে দেবেন।♥️♥️
বর্তমানের গান খুব বেশি দু দিন শুনতে ভালো লাগে কিন্তু আগেকার দিনের গান যতবার খুশি শুনি না কেন পুরোনো হয় না। তন্ময় দা অনেক ধন্যবাদ এতো সুন্দর করে এই গানটা কে remix করার জন্য । আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা রইলো। এই বলে আমি আমার মন্তব্য শেষ করলাম।
Jibone onek gan sune6i English Hindi French Nepali Japani Chainis Aro onek lyrics na bujhleu music bujhe6i kintu dada moner shanti ei khanei pai tomar "kalo jole kuchla tole " , "asam jabo", babar gane ..je shanti marr kole pai dada sei shanti tomar gane pai lots of love dada ...many many thanks to you 😇😇😇❤❤
I’m a Bengali guy. I was there in Assam. I can literally relate now the vibe of this song. Hats off to Tanmay Da & team. প্রত্যেকজন আসামিজ মানুষ এই গানটা ভালোবাসে।
Ei gaan taar aro kichu version shunechi ........ Kintu undoubtedly apnar ta BEST ....... your Guitarists were simply FABULOUS as well !!!! Heartiest Congratulations !!!
অনেক ভালোবাসা দিয়ে গেলাম তন্ময় দা ❤️তোমাদের মতো মানুষ আজও আছে বলে বাংলা গান আজও শুনি ❤️😌তোমরা এরকমই উপহার দিতে থেকো আমাদের 🌼ভালো থেকো তন্ময় দা, সুস্থ থেকো ✨️✨️🤗
আমার প্রিয় গান। ভারত - বাংলাদেশের অনেকের কণ্ঠে শুনেছি, আজই প্রথম আপনার কণ্ঠে শুনলাম। অসাধারণ লাগলো দাদা! বাংলাদেশ থেকে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
গানটা শুনলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা মনে আসে প্রথমে।পাহাড়ে বসে আপনার এই গানটা আর কালো জলে কুচলা তলে গানটা শোনার অনুভূতিই অন্যরকম।দুইটা গানই মনে লেগে গেছে আপনার কন্ঠে।ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে।
@@ramkamalroy8415 গানটা বহু পুরোনো গান। ঝুমুর গান। গানের কথা সুর বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। ঝুমুর গান যেহেতু পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উড়িষ্যা প্রভৃতি রাজ্যের গান, তাই সেই অর্থে এইটি ভারতের গানই বলা চলে। যদিও এই গান যখনকার, তখন ভারত অখণ্ড ছিল, বাংলাদেশের জন্ম হয় নি।
Since 2017 I can't remember actually how many hundreds of times I've played this masterpiece be it in the classroom for the refreshment of students or self. Still it has the same essence which I came across for the first time when my master trainers played during our Teachers' Training ❤❤
দাদা আপনাকে অনেক অনেক প্রনাম সুন্দর সুন্দর গান উপহার দেয়ার জন্যে🙏 বাংলাদেশ থেকে বোলছি,আপনি অনেক অনেল ভালো থাকবেন ও সুস্হ থাকবেন,আমার মা অসুস্থ দোয়া কোরবেন।
বাংলাদেশ থেকে বলছি। আপনার ব্যান্ড ও গানের সাথে পরিচয় "মনে করি আসাম যাবো" দিয়ে। এর অনেক ভার্সন শুনেছি, কিন্তু এটাই সবথেকে ভালো লাগে। কতবার যে শুনি..... আমার অন্যতম প্রিয় গান। তারপর থেকে শুনছি দুই বাংলার অনেক গান..... সাধের লাউ.. নাম নেব মোহাম্মদের.. দে দে পাল তুলে দে.. মধু হই হই.. তোমার দেখা নাই রে.. রংগবতী.. মানুষ একটা.... ভালো থাকবেন দাদা।
এইট গান হল তখনকার গান যখন পশ্চিমবঙ্গ থেকে ব্রিটিশ শাসনকালে চা শ্রমিকের কাজের জন্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে চা শ্রমিকরা আনা হয় বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর কলকাতা কটক সম্বলপুর তখনকার আর চা শ্রমিকরা যাবজ্জীবনের জন্য আসামে চা শ্রমিক হিসাবে আছে কিন্তু বাংলাদেশি বাঙালিরা আসামে এসে চা শ্রমিক দেখে বাঙালি বলে স্বীকার করেনা বাংলাদেশি বাঙালিরা পশ্চিমবঙ্গ থেকে আশা আসামে চা শ্রমিক বাঙালি বাঙালি বলে মানে না
গানটা এতো সুন্দর করে গেয়েছেন, পুর হৃদয় ছুঁয়ে যায়। আপনার কণ্ঠে শুনতেই বেশি পছন্দ করি। আর ইলেক্ট্রিক গিটারের মিউজিকটা অসাধারন।
আসামে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়ে যায় ব্যাপকভাবে।
চা বাগানতো চালু হলো। এখন সমস্যা দাঁড়ালো কুলি-মজুর জোগাড় করা। আসামের প্রকৃতি সোনা ফলা। কৃষকদের কোনো গরজ নেই চা বাগানে কাজ করার। আর তাছাড়া চা বাগানে কাজ করাটাও বিপদসংকুল এবং শ্রমসাধ্য। এই জঙ্গল-ভূমির চারিদিকে বাঘ, চিতা, হায়েনা, সাপের আনাগোনা। মাঝে মাঝে কিছু পাহাড়ি জংলী গোত্রের লোকেরাও এসে আক্রমণ চালায় পরম সহিংসতা নিয়ে। এই পরিস্থিতে স্থানীয় শ্রমিক পাওয়া দুরূহ হয়ে দাঁড়ালো।
সিদ্ধান্ত নেওয়া হলো শ্রমিক আনা হবে আসামের বাইরে থেকে। সাহেবরা দালালদের মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে মূলত বিহারের ছোট নাগপুর, বাংলার মানভূম অঞ্চল থেকে নিয়ে এলো কুলিদের। এর বাইরে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকেও আনা হলো তাদের আড়কাঠিদের মাধ্যমে। এখানে আসার পরে তারা টের পেলো যে ভুলিয়ে ভালিয়ে মরণফাঁদে এনে ফেলা হয়েছে তাদের। ফেরার আর কোনো উপায় নেই। চাবুকের নীচে দাসশ্রম দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের। এই দাসশ্রম দিতে গিয়ে চরম বৈরি পরিবেশে অকাতরে জীবন দিয়েছে তারা। অন্যের চিত্ত আনন্দময় করার জন্য, অন্যের বিত্ত বৈভব বাড়ানোর জন্য, নিজের নিত্য বলি দিয়েছে তারা। সরকারী হিসাবে থেকেই জানা যায় যে, প্রথম তিনবছরের মধ্যে আসামে যে ৮৪,৯১৫ জন মজুর আমদানী করা হয়েছিলো তার ভিতর ৩১,৮৭৬ জনই অত্যাচার, নির্যাতন, অনাহার, অর্ধাহার আর মরণ ব্যাধির কবলে পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলো।
এই কর্ম, ঘর্ম আর রক্তের লাল ইতিহাস, এই বর্বরতার চিহ্ন, এই নিষ্ঠুরতার কাহিনী মজুরেরা নিয়ে এসেছে গানে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরের নিঠুর ফাঁকিবাজির ইতিহাসকে তারা ছড়িয়ে দিয়েছে ঝুমুর গানের মাধ্যমে। সেরকমই একটি গান এখানে দেয়া হয়েছে। এ শুধু গান নয়, এর প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে বঞ্চনার ব্যথা, নিষ্ঠুরতা আর নির্মমতার কথা, প্রতারণা আর ফাঁকিবাজির গল্প, অচেনা ভূমিতে অন্যের আনন্দ জোগানের জন্য নিজদের রক্ত আর প্রাণ ত্যাগের কাহিনী, আছে প্রাণান্ত পরিশ্রম আর প্রবল প্রতিপক্ষের কাছে অসহায় এবং হতদরিদ্র মানুষের পরাভব মানার পূর্ণ চিত্রায়ন।
এই গানটির সাথে জড়িয়ে আছে সেইসব দুঃখের কথা...
(তথ্যসূত্র : ইন্টারনেট )
Facebook Page : facebook.com/tanmaykarandfriends
For Shows and details contact : 6291021870 , 9836860793 , 9051772151
Q
.
হ6 তবে
ঔঔঔঔঔঔঔঔঔঔঔঔ
@
Khub Sundor Dada. Khub bhalo laglo
খুবেই সুন্দৰ এক টা গান । আসাম আইবা স্বাগতম থেকলো। ❤️From Assam (Goalpara)❤️
Gele ki khaoyaben ????
This is the true culture of our beloved INDIA not politically spoiled INDIA
গিটারিস্ট গুলো জাস্ট কি বাজালো অসাধারন🥵🥵🥵
Ak kothay darun ❤🌹
পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা গুলির মধ্যে বাংলা ভাষা প্রথম স্থান অধিকার করেছে, আর আমি গর্বিত আমি একজন বাঙালি 🥰❤❤
😍😍😍😍😍😍
Akdom ❤❤
@@Rajuj3524 kb
🇮🇳🇮🇳💯💯💯❤
💚💙🖤
জয় আই অসম। গান টো শুনি মনমুগ্ধ হৈ গলো। অতি সুন্দৰ।
mur Poshchim bongloloi oxom khub bhallagil.
Um
@@kaberinamasudrakaberinamas4303m my
❤
🙏 জয় আই অসম ❤
Aswam..darun laglo gan ta
গান শুনতে শুনতে মনে হচ্ছিলো যেন আপনি সুরের জাদুতে মোহিত করে আমাদের আসামের সংস্কৃতির সাথে মেলাতে চেষ্টা করছেন। অসাধারণ গান, আপনাকে অনেক ধন্যবাদ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে।
অনেক ধন্যবাদ... গত মাসেই আমরা ত্রিপুরায় গিয়েছিলাম অনুষ্ঠান করতে... ত্রিপুরার মানুষের আন্তরিক ব্যবহারে আমরা মুগ্ধ... 3 মাস আগে আসামেও গিয়েছিলাম... সেখানেও মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি... ❤❤
@@TanmayKarandFriends তাহলে miss করে দিলাম, আপনাকে দেখার সুযোগ হয়নি। আবার আসার আমন্ত্রণ রইল । আর আশা করি এই ভাবে আপনার গানের মাধ্যমে আমাদের আনন্দে মন ভরে দেবেন।♥️♥️
দাদা আপনি জানেন না জে চা শ্রমিক west bengaler bakura puralia medipurer nadia cuttack sambalpurer ganjamer bordhwaner lohardhagh thake assame asha lock
Assamer sanskriti khakun thake holo assamer chasromikera assamer lok na bengal thake assame assah lok
"কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা"
অসাধারণ .... spellbound.
Khub sundor hoicha asam jabo
বর্তমানের গান খুব বেশি দু দিন শুনতে ভালো লাগে কিন্তু আগেকার দিনের গান যতবার খুশি শুনি না কেন পুরোনো হয় না। তন্ময় দা অনেক ধন্যবাদ এতো সুন্দর করে এই গানটা কে remix করার জন্য । আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা রইলো। এই বলে আমি আমার মন্তব্য শেষ করলাম।
Nnjmmkmmjjnnn
Akdom
🎉🎉🎉🎉🎉🎉🎉😊😅😮😮🎉😂❤❤😅😊😊😢🎉🎉❤❤❤❤😢😢😢
Jibone onek gan sune6i English Hindi French Nepali Japani Chainis Aro onek lyrics na bujhleu music bujhe6i kintu dada moner shanti ei khanei pai tomar "kalo jole kuchla tole " , "asam jabo", babar gane ..je shanti marr kole pai dada sei shanti tomar gane pai lots of love dada ...many many thanks to you 😇😇😇❤❤
অনেক অনেক ভালোবাসা রইল ... আশা করি তুমি আমাদের ফেসবুক পেজেও আছো... সেখানেও অনেক গান আছে আমাদের
Mon vora ji gan ta sunla ❤️
আদিবাসী পড়তে এসে স্যারের মুখে আসাম গানের কথা শুনেছিলাম।
লিখে রেখেছিলাম তখন, আজ শুনতে এলাম!
হয়তো দেশ ভিন্ন, ভাষা তো হোক!!
জয় হোক বাংলা ভাষার!! 🥰
apnar gan darun lage...mon khub bhalo hoye jai....ami apnar ganer anek boro boro fan..
.mon khub khub bhare jai gan sune
Darun.Satty lajobabTanmoy kar.
দারুন কন্ঠেশর দাদা ❤🙏🙏🙏
আর কিছু বলার নেই মুগ্ধ হয়ে গেলাম
তোমার গান 🎶🎧শুনে 👍👍
স্যালুট জানাই দাদাকে
অসাধারণ গায়কী তন্ময় দা এবং তার দল
ভালোবাসা নিও দাদা ❤️❤️❤️❤️
প্রিয় মানুয়ের সাথে রাতের নিঝুম পরিবেশে একসাথে গান টা শ্রবণ করেছি এক অপূর্ব মুহূত ❤❤❤❤❤
পৃথিবীর সবচেয়ে সুন্দর জেগা আসাম❤
Tahnxx bro moi Axomor hoi so apunar coment tu pori bhut Val lagil
@@RafiqulIslam-dh7sd মই ক'ৰ 🙄
আপনার জন্য শুভকামনা ভালোবাসা রইল ,, বাংলাদেশ থেকে 🇧🇩🥰হোক না দেশ ভিন্ন আমাদের ভাষা তো বাংলা তাই না।🇧🇩🇧🇩🥰❤️🇮🇳🇮🇳
অনেক ভালোবাসা রইল ভারত থেকে
Right
apnakeo Onek valo basa roilo India theke
Congratulations 😊❤️
❤❤❤❤❤❤❤
Amar sona sera song..... 🎉🎉🎉🎉🎉
মায়ের পেট থেকে পৃথিবীতে এসে যে ভাষা টা আপনি শিখেছেন সেটাই সবচেয়ে সুন্দর ভাষা।
চিঠিতে কি ভূলে মন বিনা দর্শনে,
শিশিরে কি ফুটে ফুল বিনা বর্শনে🥰🥰🥰
I’m a Bengali guy. I was there in Assam. I can literally relate now the vibe of this song. Hats off to Tanmay Da & team. প্রত্যেকজন আসামিজ মানুষ এই গানটা ভালোবাসে।
Thanks a lot Dear ❤️❤️
Kar kotha bollchan assamer cha sromik ra bengaler adhim bashinda cha sromik ra bengal orissa jharkond thake ashechilo cha sromikera bengaler lok
আপনাদের গান বাছাই ও পরিবেশন সত্যিই অনবদ্য। প্রেমে পড়ে গেলাম🥰অনেক অনেক ভালোবাসা ❤❤❤
Oshadharan Guter tune Dada Ganta sune mugdo hoi gelam 🤷♂️🤷♂️💕💕
Ami jai proshongsha korbo saitai Kom hoia jabe ..ato bhalo laglo ❤️♥️💕💝
Uff বাংলা ভাষা গুলো কত সুন্দর 🥰❤️ এই গান গুলো সাথে মনে হয় কোন গান পারবে না ❤️
👌👌👌
Guiter , drum , keyboard, awesome voice , সব মিলে আগুন 🔥🔥 বাঙালি হয়ে না জন্মালে বুঝতেই পারতাম না এসব
Ei gaan taar aro kichu version shunechi ........ Kintu undoubtedly apnar ta BEST ....... your Guitarists were simply FABULOUS as well !!!! Heartiest Congratulations !!!
Ufffff what a voice🥰
My mother has addicted to this song🥰
Thanks sir for this song
Love from TRIPURA north-east
দাদা তোমায় গলায় গানটা শুনলাম।। শুধু শুনলাম না, অনুভব করলাম প্রত্যেকটা কথা।। চোখের কোণটা যেন নিজের অজান্তেই ভিজে গেলো।। গান এবং গায়ক - উভয়ই অনবদ্য।।❤❤
- অনির্বান
Lo lol 0ol
Dada fatiye dila Sagardighi er program taw darun chilo
আমি গায়ক দের বীষন সম্মান করি ❤❤।। খুব সুন্দর গান।। আমি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে সুনছি।।❤❤।।
আহা..সত্যিই এত্ত সুন্দর করে গান গুলো করেন..শুনে মুগ্ধ হয়ে যাই,অনেক ধন্যবাদ আপনাদের ❤️❤️❤️
খুবই সুন্দর হয়েছে,সুরটা খুব মিষ্টি শিক্ষক ও ছাত্র সম্পর্কের মতোই,শিক্ষক দিবসের জন্য যথাযত। মাস্টারমশাই ও দিদিমণিদের জানাই আন্তরিক প্রণাম🙏🙏🙏
যতবার শুনি ততবার নতুন করে মনটা ভরে যায়।।।❤️
তন্ময়দা you just mailed it🔥🔥🔥🔥🔥
সত্যিই তাই 😘
@@nxs_shadow6902 in no
Khub sundorrr ai gann ta 👌👌
💛💛💛💛💛💚💚💚💚💚💙💙💙💙💙💜💜💜💜💜
💛💛💛💚💚💚💙💙💙💜💜💜💘💘💘💝💝💝💖💖💖💗💗💗💓💓💓💞💞💞💕💕💕💟💟💟👄👌👌👌👌👌👌
অনেক ভালোবাসা দিয়ে গেলাম তন্ময় দা ❤️তোমাদের মতো মানুষ আজও আছে বলে বাংলা গান আজও শুনি ❤️😌তোমরা এরকমই উপহার দিতে থেকো আমাদের 🌼ভালো থেকো তন্ময় দা, সুস্থ থেকো ✨️✨️🤗
তুমিও খুব ভালো থেকো, পারলে আমাদের ফেসবুক পেজকে follow কোরো, অনেক ভালোবাসা রইল
👌👌Darun 👌👌kono katha hobe na🙏🙏
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার এই গানটি শোনা অভ্যেসে পরিনত হয়েছে...
Lots of Love ❤.
খুবই ভালো নাচ। আগামী দিন গুলো যেনো অনেক অনেক সাফল্য আসে তোমার
শিল্পীর প্রেমে পড়ে গেলাম। এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
আমার প্রিয় গান। ভারত - বাংলাদেশের অনেকের কণ্ঠে শুনেছি, আজই প্রথম আপনার কণ্ঠে শুনলাম। অসাধারণ লাগলো দাদা! বাংলাদেশ থেকে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
অনেক ভালোবাসা রইল ভারত থেকে
🇮🇳❤️🇧🇩
বাড়া আসামির তহ অ বুঝিস না আর বাল এর গল্প মারাস। এসে দেখো একবার
Love ❤this song frm 🇮🇳
আপনাকে এইবাৰ বিহুত গুৱাহাটীত নিমন্ত্ৰণ দিলাম।।।ভূপেনদাৰ গীত আপোনাৰ কনঠে, শুনলাম।।।সুন্দৰ।।।ভালবাসা থাকলো।।।may god bless you
Mui Poshchim bongloloi holeo Poshchim bongr pori Mur xhobseye priyo razzo hosse oxom.
Joy Poshchim Bongo
Joy aai oxom.
ভুপেন হাজারিকা র গান নয় । এটি একটি প্রচলিত ঝুমুর গান ।
@@rajibdas4533 Right..... ভূপেন হাজৰিকাৰ,,কনঠে এই গান টা শুনেছিলাম
আমার খুব পছন্দের একটা গান 😍😍
ভালোবাসার অবিরাম মুহূর্ত দাদা 🇧🇩🇧🇩🇧🇩
Uff, what a voice. Thankgod I born as a Bangali❤😊😊
Earphones diye sun te moja ase gello ❤️
মন ছুঁয়ে যাওয়ার মতো lyrics ❤️❤️❤️❤️
যতবার শুনি ততবার মনটা ভরে যায় ❤️❤️❤️❤️💙
Ami Assam theke bolsi..apnar konthor gaan taa sune onek valo laglo...joi aie axom...joy aie assam ❤️
Ao song ta apnar golai sob theke best lage❤❤
গানটা শুনলে হৃদয়টা কেমন যানি করে উঠে। সত্যিই অসাধারণ সৃষ্টি।
গানটা শুনলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা মনে আসে প্রথমে।পাহাড়ে বসে আপনার এই গানটা আর কালো জলে কুচলা তলে গানটা শোনার অনুভূতিই অন্যরকম।দুইটা গানই মনে লেগে গেছে আপনার কন্ঠে।ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে।
অনেক ভালোবাসা রইল ভারত থেকে
@@TanmayKarandFriends❤️❤️❤️
Gan ta India r na Bangladesh r amake ektu lage@@TanmayKarandFriends
@@ramkamalroy8415 গানটা বহু পুরোনো গান। ঝুমুর গান। গানের কথা সুর বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। ঝুমুর গান যেহেতু পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উড়িষ্যা প্রভৃতি রাজ্যের গান, তাই সেই অর্থে এইটি ভারতের গানই বলা চলে। যদিও এই গান যখনকার, তখন ভারত অখণ্ড ছিল, বাংলাদেশের জন্ম হয় নি।
ও দাদা তোমায় দেখার ইচ্ছা করে, বাংলাদেশ থেকে তোমায় প্রনাম
Apurba....amar meye saradin apnar gaan sone r bar bar sone...
*গানটির এক একটি লাইনের মধ্যে যে কি গভীর অর্থ রয়েছে, বাঙালি মানুষেরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারে।* ❤️
কলিজায় লাগে💔
Gaea kata dea uthlo😅❤❤😘
Seriously,,,,,,,,,,, darun..❤❤❤❤
Voice er tulona nai r Music tao osadaron ❤
Kub sundor. Apner gaan akdum anno rakom laga. Thank's
দাদা আমি বাংলাদেশী, আপনার এই গান ৪০ বার এর উপরে শুনতাছি ওনেক ভালো লাগলো এই গান।
অনেক ভালোবাসা ভারত থেকে ❤❤
Hi
Whats replying......
@@TanmayKarandFriends to the store oioiiiioioi88i8 iiiiii88iiiiiiiiiiiiiii8iiiī
আসাম আসবা?
যেকোনো গানকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন আপনি, অসাধারণ দাদা❣Love from Assam😍
Me also from assam
Thanks a lot... Love from West Bengal... ❤❤
গানটির রচয়িতা কে জানলে একটু বলবেন 🙏🙏
Me also from assm 😍😍🤟
@@sharmisthaganguly1801 গানটির রচয়িতা সেভাবে জানা যায় নি... গানটি প্রচলিত হিসেবেই পরিচিত...
সত্যিই অসাধারণ বলার বাইরে।আর যতগুলো ভয়েসে শুনেছি এটাই বেষ্ট🥰
বাংলাদেশ থেকে বলছি, অসাধারণ হয়েছে দাদা💗💗💗
সত্যি আমি বাঙালী বলে নিজেকে গর্বিত মনে হয় i love this song
The Description is enough.... Red salutes for compassion.... Labourers of the World.. Unite.. ✊🏻✊🏻✊🏻
মাটির গান গুলি কে বাচিয়ে রাখার জন্য আপনাকে ধন্যবাদ 😇😇😇
বাংলাদেশ থেকে শুনছি।
অসাধারন হয়েছে দাদা।
ঝুলি টাঙাইল ভিখারি বানাইলি
নিঠুরো শ্যাম জনমে জনমে কান্দাইলি🖤
তন্ময় দা তুমি অসাধারণ গাও, তোমার গলায় এই গানগুলো জোশ লাগে❤
আর তোমার টিমের সবাই জোশ! অনেক ব্রিলিয়ান্ট সবাই❤❤
সবার জন্য অনেক ভালোবাসা❤❤
গর্বিত মনে হয়, আমি একজন বাঙ্গালী ।এই গানের ভাষাই, আমার মাতৃভাষা 🙂🙂🙂🥀🥀
স্যার আপনার গান আপনার সুর এর তুলনা নেই 😍😍😍
Hymn ৪
স্যার আপনার সুর টা অসাধারন লাগলো,👍👍👍👍 যতই মন দিয়ে শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি 🥰🥰🥰🥰🥰🥰
Love
Jini bes giter a achen awasome dada 💕💕💕💕 sootiiii বাঙালি বলে গর্ব করি এই গান টা শুনে ❤️❤️❤️
আমি অসমীয়া, দাদা আপোনাৰ গীত দাৰুন ভাল লাগিল।
❤
😂😂😂😂darun lagil😅
বাংলাদেশ থেকে শুনছি.... গান টার বড় ফ্যান আমি.. ❤️❤️❤️
Osadharon gola
তন্ময় তোর ২০২০ সালের একটা প্রোগ্রাম শুনলাম.আমি জানতাম না তুই এত ভালো গাস.অপূর্ব লাগল 👌👌👌👌.অনেক আশীর্বাদ রইল.....সুগত স্যার,Hindu School
Thank you Sir... খুব ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে, খুব ভালো থাকবেন ❤️🙏🌹
এ জন্মে আমি বাঙালি হয়েছে এটা আমার ভাগ্য তাই আজ আমি এই গান টা শুনতে পেলাম
🙏
🔥🔥
Yes
Hoechi hbe hoeche na karon ami holo uttom purush.
❤❤❤❤❤❤🎉🎉😅😊❤❤❤
খুব তারাতারি দেখা হচ্ছে স্যার আপনার সাথে 😍🫂
Bangla sune proud feel hoy .Assam hok ya West Bengal..ami sudhu Bangla ke valobashi
গিটারের লিড টা একটা আলাদাই উচ্চতায় নিয়ে গেছে গানটাকে। just owesome
ufff 🥺🥺♥️🤘🎸
Since 2017 I can't remember actually how many hundreds of times I've played this masterpiece be it in the classroom for the refreshment of students or self. Still it has the same essence which I came across for the first time when my master trainers played during our Teachers' Training ❤❤
সত্যি দাদা তোমার গানের গলা just onno level 🥰😍✌️☺️
দাদা আপনাকে অনেক অনেক প্রনাম সুন্দর সুন্দর গান উপহার দেয়ার জন্যে🙏 বাংলাদেশ থেকে বোলছি,আপনি অনেক অনেল ভালো থাকবেন ও সুস্হ থাকবেন,আমার মা অসুস্থ দোয়া কোরবেন।
বাংলাদেশ থেকে বলছি।
আপনার ব্যান্ড ও গানের সাথে পরিচয় "মনে করি আসাম যাবো" দিয়ে।
এর অনেক ভার্সন শুনেছি, কিন্তু এটাই সবথেকে ভালো লাগে।
কতবার যে শুনি..... আমার অন্যতম প্রিয় গান।
তারপর থেকে শুনছি দুই বাংলার অনেক গান.....
সাধের লাউ..
নাম নেব মোহাম্মদের..
দে দে পাল তুলে দে..
মধু হই হই..
তোমার দেখা নাই রে..
রংগবতী..
মানুষ একটা....
ভালো থাকবেন দাদা।
ভালো থাকবেন আপনিও ❤️❤️
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পরিবেশন করার জন্য (আসাম থেকে বাঙ্গালী)
Very good performance
অসাধারণ ❤️ 1st January 2022 Coochbehar asben Sunlam অপেক্ষায় থাকলাম আপনার লাইভ শো দেখার
😍
কথা হয়েছে, তবে এখনও ফাইনাল হয় নি, আমাদের ফেসবুক পেজকে একটু follow কোরো... তাহলে show updates গুলো পাবে
অসাধারণ বললেও ছোটো হয়ে যাবে,সেরা মানে একদম সেরা😍😘
সেই চা বাগানের কর্মীরা বেচে থাকবেন হাজার বছর
কি ভাষা রে ভাই,,,,
প্রাণ টা জুড়িয়ে যায় 🥰🥰💔🥰🥰
সত্যিই অনবদ্য ভাষা, সুর, গানটির ❤❤ গর্বিত আমি বাঙালি হয়ে❤ হৃদয় শান্ত হয়ে যায়....
Tomer sob ganer modhe ata sobthake 💯
Amer kub valo lage osadaron
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍
Jai aai axom.... Love from assam❤😘
I love assam 💓💓💕💕
@@dharmabirsaha648 😍🥰
Best bengali song🙃🙃😌😌😌😌
আমি বাঙালি | আমি বাকুড়ার ছেলে গর্বিত আর আমার এই সব লোকো সংগীত পছন্দ
গানের কথাগুলো মন কেড়ে নিলো.....😘😘😘😘
🖕🖕🖕🖕🖕🖕😳
Ba ba vi khub valo ato sundor gan kokhono suni Ni 🙏🙏
যতো বার শুনি একটা আলাদা অনুভুতি আসে
সত্যি বর দা আপনার গান গুলো শুনতে খুব ভালো লাগে ❤️❤️❤️❤️
আপনি একদম শত্তি বলেছেন
দাদা তোমার কন্ঠে সত্যি জাদু আছে.....প্রত্যেকটা গান অতুলনীয়.... ❤❤
পৃথিৱীৰ আটাইতকৈ ধুনীয়া ঠাই হ'ল অসম.....
জয় আই অসম.....🙏
গানটো শুনি ভাল লাগিল.....
Proud to be a বাঙালি girl..... And the twist is I'm from Assam..... Magical voice sir...... In love with your voice
Same froom Assam
@@prabirdas4324 Assam kuthay basha
Assam kuthay basha
I'm from Assam.... ❤️..
এইট গান হল তখনকার গান যখন পশ্চিমবঙ্গ থেকে ব্রিটিশ শাসনকালে চা শ্রমিকের কাজের জন্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে চা শ্রমিকরা আনা হয় বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর কলকাতা কটক সম্বলপুর তখনকার আর চা শ্রমিকরা যাবজ্জীবনের জন্য আসামে চা শ্রমিক হিসাবে আছে কিন্তু বাংলাদেশি বাঙালিরা আসামে এসে চা শ্রমিক দেখে বাঙালি বলে স্বীকার করেনা বাংলাদেশি বাঙালিরা পশ্চিমবঙ্গ থেকে আশা আসামে চা শ্রমিক বাঙালি বাঙালি বলে মানে না