সরকারি চাকুরিজীবিরা কিভাবে নিজের/পরিবারের জন্য কল্যাণ তহবিল হতে চিকিৎসা অনুদানের আবেদন করবেন? BKKB

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • Documents Download Links: drive.google.com/drive/folder...
    সেবার নাম: সাধারণ চিকিৎসা অনুদান
    সেবাপ্রার্থীর ক্যাটাগরি :
    সরকারি ও তালিকাভূক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টা: ৪০,০০০/- প্রদান করা হয়। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।
    সেবার নাম: জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান
    সেবাপ্রার্থীর ক্যাটাগরি :
    কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারীর নিজে কোন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করালে জটিল ও ব্যয়বহুল রোগের দেশে বিদেশে চিকিৎসা সাহায্য তহবিল হতে চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
    জটিল ও ব্যয়বহুল রোগসমূহ:
    ক্যান্সার, হ্নদরোগ, কিডনি-ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস-মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ-সংযোজন সংক্রান্ত রোগ ও দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হওয়া এবং এ সংক্রান্ত মেডিকেল বোর্ড কর্তৃক জটিল ও ব্যয়বহুল রোগ বলে চিহ্নিত যে কোন রোগও এর অর্ন্তভূক্ত হবে।
    বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ঢাকাসহ ৮টি বিভাগীয় কার্যালয়। সময়ঃ ২২ কার্যদিবস।
    সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ
    ১. আবেদনসমূহ প্রাপ্তির পর ক্রমানুসারে সফটওয়্যারে এন্ট্রিকরণের মাধ্যমে তালিকা প্রণয়ন এবং SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর, তারিখ ও আবেদনে কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেয়া হয়;
    ২. প্রত্যেক মাসে প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে বাছাই কমিটির সভায় পরীক্ষা নিরীক্ষান্তে অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান এবং ১৫ তারিখের মধ্যে উপকমিটির সভায় চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়;
    ৩. আবেদনকারীর নামে মঞ্জুরিকৃত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে EFT এর মাধ্যমে সরাসরি প্রেরণ করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়;
    ৪. এ সংক্রান্ত সকল তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bkkb.gov.bd) থেকে জানা যায়।
    সেবা প্রাপ্তির শর্তাবলি
    ১. সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসেবে সবোর্চ্চ ৪০,০০০/- টাকা প্রদান করা হয়। ১ জুলাই, ২০১৯ এর পূর্বের চিকিৎসার জন্য সবোর্চ্চ ২০,০০০/- টাকা এবং ১ জুলাই, ২০১৯ এর পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সবোর্চ্চ ৪০,০০০/- টাকা প্রদান করা হয়;
    ২. কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন;
    ৩. নির্ধারিত আবেদন ফরম নং ০১ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করত প্রধান কার্যালয়ের জন্য মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা এবং বিভাগীয় কার্যালয়ের জন্য বিভাগীয় পরিচালক বরাবরে প্রেরণ করতে হয়;
    ৪. ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান;
    ৫. চিকিৎসার ২(দুই) বছরের মধ্যে অনুদানের জন্য আবেদন করতে হয়।
    প্রয়োজনীয় কাগজপত্র
    (ক) ডাক্তারী ব্যবস্থাপত্রের সত্যায়িত কপি (অফিস প্রধান/ সংশ্লিষ্ট অফিসেরদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক);
    (খ) ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার;
    (গ) ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র;
    (ঘ) ভাই/বোন বা পিতা/মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র;
    (ঙ) খরচের হিসাববিবরণী(কর্মচারীর স্বাক্ষর সহ);
    (চ) জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ ফরমের ভেরিফিকেশন নম্বরের জন্য বেতননির্ধারণ ফরমের ফটোকপি।
    প্রয়োজনীয় ফিঃ এজন্য কোন ফি প্রয়োজন হয় না।
    সংশ্লিষ্ট আইন
    বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী।
    নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী ঊর্ধ্বতন কর্মকর্তা
    প্রধান কার্যালয়ে - পরিচালক(প্রশাসন)/মহাপরিচালক
    বিভাগীয় কার্যালয়ে - উপপরিচালক/পরিচালক
    #bkkb #government #treatment #medical #free #kollantrust
    .............................................................................................................................................
    আমার ফেসবুক আইডিঃ / farhan.nawrose
    আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। কোন প্রয়োজন হলে মেসেজ দিতে পারেন।
    আমার অন্যান্য ভিডিও সমূহ
    • সরকারি/স্বায়ত্তশাসিত ...
    • কিভাবে অনলাইনে ই-পাসপো...
    • হুইপের কাজ, সুযোগ সুবি...
    • দ্বাদশ জাতীয় সংসদ নির...
    • eReturn Submission Onl...
    • IBAS++ এর Stock Take O...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 4

  • @user-ci4zr5sk7n
    @user-ci4zr5sk7n 2 місяці тому

    ধন্যবাদ ভাই

    • @farhannawrose
      @farhannawrose  2 місяці тому

      ভালো লাগল শেয়ার করিও।

  • @azmerioboni5023
    @azmerioboni5023 8 днів тому

    স্মারক নং কিভাবে পাব?

    • @farhannawrose
      @farhannawrose  День тому

      কিসের স্মারক নম্বর? আপনি উপজেলার কর্মকর্তা-কর্মচারী হলে আপনার জেলা অফিস থেকে ফরওয়ার্ডিং সহ চিঠি করে নিবেন।