অনেক স্মৃতি মনের মধ্যে জেগে উঠেছে ভাই তোমার এই সুন্দর ভিডিও দেখতে দেখতে। আমি কোলাঘাট থানার মানুষ এখন নাগপুরে থাকি। আমার বোনের বাড়ি কাথি শহরে।আগে দীঘায় বা কাঁথি যাওয়ার জন্য মেছেদা বা খড়গপুর হয়ে বাসে যেতে হত। মেছেদা থেকে যেতে হলে নরঘাটে নেমে নৌকায় হলদি নদী পেরিয়ে ওপারে গিয়ে কাঁথি বাসে গিয়ে কাঁথি থেকে দীঘার বাস ধরতে হত। তখন এতো বাস চলাচল ছিল না। মমতা ব্যানার্জি যখন বাজপেয়ীর আমলে রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্প নিয়ে ছিলেন কিন্তু প্রায়ই ১০ বছরের বেশী কাজটি আটকে ছিল। আমি প্রায়ই ৩৫ বছর নাগপুরে। মাঝে আমার ভাগ্নের বিয়ের সময় ২০১৪ সালে পাশকুড়া থেকে ই এম ইউ লোকালে ডাইরেক্ট কাঁথি গিয়েছীলাম। খুবই আনন্দ পেলাম।আজ অনেক উন্নতি তোমার ব্লগ থেকে দেখতে পেলাম। খুবই সুন্দর ভাবে উপভোগ করলাম। আজকের পশ্চিমবঙ্গের কত উন্নয়ন হচ্ছে। আমার বয়স ৭০ আর যেতে পারিনি খুবই মনেপড়ে চেনা জানা জায়গায় যাওয়ার জন্য। খুবই ভালো থেকো আরও উন্নতি কর। নাগপুর মহারাষ্ট্র।😢
Apurbo Apurbo Apurbo
Thank you
অনেক স্মৃতি মনের মধ্যে জেগে উঠেছে ভাই তোমার এই সুন্দর ভিডিও দেখতে দেখতে। আমি কোলাঘাট থানার মানুষ এখন নাগপুরে থাকি। আমার বোনের বাড়ি কাথি শহরে।আগে দীঘায় বা কাঁথি যাওয়ার জন্য মেছেদা বা খড়গপুর হয়ে বাসে যেতে হত। মেছেদা থেকে যেতে হলে নরঘাটে নেমে নৌকায় হলদি নদী পেরিয়ে ওপারে গিয়ে কাঁথি বাসে গিয়ে কাঁথি থেকে দীঘার বাস ধরতে হত। তখন এতো বাস চলাচল ছিল না। মমতা ব্যানার্জি যখন বাজপেয়ীর আমলে রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্প নিয়ে ছিলেন কিন্তু প্রায়ই ১০ বছরের বেশী কাজটি আটকে ছিল। আমি প্রায়ই ৩৫ বছর নাগপুরে। মাঝে আমার ভাগ্নের বিয়ের সময় ২০১৪ সালে পাশকুড়া থেকে ই এম ইউ লোকালে ডাইরেক্ট কাঁথি গিয়েছীলাম। খুবই আনন্দ পেলাম।আজ অনেক উন্নতি তোমার ব্লগ থেকে দেখতে পেলাম। খুবই সুন্দর ভাবে উপভোগ করলাম। আজকের পশ্চিমবঙ্গের কত উন্নয়ন হচ্ছে। আমার বয়স ৭০ আর যেতে পারিনি
খুবই মনেপড়ে চেনা জানা জায়গায় যাওয়ার জন্য। খুবই ভালো থেকো আরও উন্নতি কর। নাগপুর মহারাষ্ট্র।😢
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে পাশে থাকবেন। আপনি অনেক অনেক ভালো থাকুন।
East or west, my Digha is the best. I ❤ Brighton of the east (Digha).
what we seen in digha dada
Good information 👍🏽
Thank you 😊
@@VloggerPiku dada amra puri jabo 28 February puri vande bharat express kore🎉🎉
Happy journey
Time..e to start korche na..khub late..😢😢
প্রতিদিন এইরকম হবে না।
টিকিট কিভাবে পাওয়া যাই
IRCTC application/website
এটা নতুন ট্রেন নয় অনেক আগে থেকেই চলছে।
মধ্যিখানে বন্ধ হয়ে গিয়েছিল আবার নতুনভাবে চলছে।
Bagnan time ta balban
9:50 A.M