ধন্যবাদ বন্ধুরা। “দারুণ” গানটিকে দারুণ ভালোবাসা তোমরা যে দিচ্ছ তা বুঝতে পারছি। অনুপ্রেরণা পাচ্ছি আরও নতুন ভাবনা নিয়ে তোমাদের কাছে আসতে। পুজোর গানের জন্য রেডি তো? পুজোর গানের সাউন্ড কিন্তু বেশ অন্যরকম করব ভাবছি। আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে। Feeling inspired! ❤️
সেতার ও তবলার অনবদ্য যুগলবন্দী। কতকাল পরে অনুপমের থেকে এমন অন্য মাত্রার গান পেলাম। এতটা হৃদয় দিয়ে, নিজেকে সম্পূর্ণ সমর্পন করে দিয়ে গান গাইতে কজন পারে! অনুপম রায় এই প্রজন্মের অন্যতম সেরা গায়ক এবং মিউজিক কম্পোজার। অনেক অনেক ভালোবাসা
ইউরেকা ইউরেকা!! বাঙলা সিনেমার খরা কাটাতে অনুপমকে নায়ক করে গান বেসড্ সিনেমা করলে অতি অবশ্যই খরা কাটবে আর বেশ কিছু ভাল গানও পাওয়া যাবে যেমন আগেকার ঢুলি।প্রায় ৭০ বছর পর খুব ভালো দরদ দিয়ে গাওয়া বাংলা গান শুনলাম। গানের কথা ও সুর সবই খুব চমৎকার।
একজন দারুন মানুষ, তার দারুন সুর, তার চোখ দুটো ও দারুন , গলার স্বর সেটা তো দারুন ই, সব ই তো দারুন তার গান তো দারুন হবেই ❤️❤️...আবারও প্রেমে পড়লাম তোমার গান এর
অসামান্য, অনবদ্য লেখনী, সুর, ভাব , কল্পনা❤️। সত্যিই প্রেমে পড়লাম, আবার অনুপম স্যার এর কণ্ঠের প্রেমে, তাঁর অসামান্য শৈল্প-স্বত্তার প্রেমে❤️। ভালো থাকুন, আরো সুন্দর গান উপহার দিতে থাকুন ।।❤️🙏
যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না তা তো দারুন এই জায়গায় একমাত্র গানটার বিশেষত্ব দারুন প্রকার.... ! শুধু ওই কথাটার জন্য নয় সুরের রস-টা এক অনন্য মাত্রা দিয়েছে।
দুর্দান্ত Anupam। Darun সত্যি দারুণ। মন ভরে গেল। video album টাও দুর্দান্ত হয়েছে। গান টা তো অনবদ্য। এত সুন্দর contemporary and classical মিক্সড হয়েছে, কি ভাল লাগছে শুনতে। আরও হোক এরকম। শুভাশিস দা
"শাড়ির ওই আঁচল জানে, ওভাবে তাকানোর মানে... যা ছোঁয়া যায় না,যা পাওয়া যায় না,যা বোঝা যায় না,তা তো দারুন🖤 অনেক দিন পর অনুপম রায়ের একটা মাস্টারপিস ✨
মাথা টা খুব যন্ত্রণা করছিল তারপর দাদা আপনার এই গান টা শুনলাম মাথা ব্যাথা পুরো কমে গেলো এতো সুন্দর মিউজিক আর এতো সুন্দর গলা ❤️ অনেক দিন পর একটা ফ্রেশ গান শুনলাম এইটার জন্যই অপেক্ষায় ছিলাম ❤️❤️
স্বপ্নকে ছুঁতে যাওয়া জীবনের সব চাওয়া পাওয়া সব তো হয়না পূরণ। এ তো জীবনের চরম সত্যি, বাস্তবতার মানে জীবনের সেই সত্যিই শোনালে তোমার লেখায়, তোমার সুরে, তোমার গানে। দারুণ অনুপমদা, এ যে সত্যিই দারুণ ❤🎶🙏 - সান্তপন নন্দী
*The Lyrics & Guitar Chords:* *The Chords:* ua-cam.com/video/5hTZ4omcDfE/v-deo.html আমাকে কি প্রথম দিনে গেঁথেছিলে গোপন পিনে শাড়ির ওই আঁচল জানে ওভাবে তাকানোর মানে (×2) বাসলে ভালো খামখেয়ালে খামখায় গান লেখালে আনমনে হাতটা ধরে নিলে সবই কব্জা করে আমিও তো নিজে প্রেমে ভিঁজে এখনো থামিনি যে যা ছোঁয়া যায়না যা পাওয়া যায়না যা বোঝা যায় না তা তো দারুণ তোমাকে ছবিতে দেখি আরো কাছে যদি পাই জানি তুমি আজ ভীষণ ব্যস্ত তবুও কিছুটা চাই (×2) তুমি থাকো তোমার সুরে তুমি যাবে অনেক দূরে বাসলে ভালো খামখেয়ালে খামখায় গান লেখালে আমিও তো নিজে প্রেমে ভিঁজে এখনো থামিনি যে যা ছোঁয়া যায়না যা পাওয়া যায়না যা বোঝা যায় না তা তো দারুণ তুমি ছুঁড়ে দিলে আলো মেপে দিলে পরিমান আমি আরেকটু চেয়ে ফেলি মেনে পুরুষের অভিধান (×2) তুমি থাকো তোমার সুরে তুমি যাবে অনেক দূরে বাসলে ভালো খামখেয়ালে খামখায় গান লেখালে আমিও তো নিজে প্রেমে ভিঁজে এখনো থামিনি যে যা ছোঁয়া যায়না যা পাওয়া যায়না যা বোঝা যায় না তা তো দারুণ (×2)
এককথায় অনবদ্য অনুপম দাদা, বাংলা ভাষা বাচিয়ে রাখার এক অভূতপূর্ব প্রয়াস! Just এই পংক্তি - যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না, যা বোঝা যায় না তাতো দারুণ,,,, উফ্ যেনো মনে হয় স্বপ্ন নদীর তীরে ছুঁয়ে ফেলেছি আমার এই ভিনদেশী নক্ষত্র কে।🖤🤍✨🥀
এই বিয়ের মরসুমে অঙ্কিতা ও ঈশানের কন্ঠে জমজমাট একটা গান, #lajeranga
ua-cam.com/video/T8D1wOICTYc/v-deo.html
❤
ধন্যবাদ বন্ধুরা। “দারুণ” গানটিকে দারুণ ভালোবাসা তোমরা যে দিচ্ছ তা বুঝতে পারছি। অনুপ্রেরণা পাচ্ছি আরও নতুন ভাবনা নিয়ে তোমাদের কাছে আসতে। পুজোর গানের জন্য রেডি তো? পুজোর গানের সাউন্ড কিন্তু বেশ অন্যরকম করব ভাবছি। আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে। Feeling inspired! ❤️
রেডি ...🤗আপনার গান ছাড়া পুজো অসম্পূর্ণ ।আবার একটি দারুন গানের অপেক্ষায় রইলাম ।🙏
❤️🌻
♥️♥️♥️♥️
Ready as always Anupam Da…😊
Chai Chai Ek Adbhut Mugdhota
Dao Dao Ek Adbhut Mugdhota 😁
Thank u for this beautiful song dada💙
সেতার ও তবলার অনবদ্য যুগলবন্দী। কতকাল পরে অনুপমের থেকে এমন অন্য মাত্রার গান পেলাম। এতটা হৃদয় দিয়ে, নিজেকে সম্পূর্ণ সমর্পন করে দিয়ে গান গাইতে কজন পারে! অনুপম রায় এই প্রজন্মের অন্যতম সেরা গায়ক এবং মিউজিক কম্পোজার। অনেক অনেক ভালোবাসা
ইউরেকা ইউরেকা!! বাঙলা সিনেমার খরা কাটাতে অনুপমকে নায়ক করে গান বেসড্ সিনেমা করলে অতি অবশ্যই খরা কাটবে আর বেশ কিছু ভাল গানও পাওয়া যাবে যেমন আগেকার ঢুলি।প্রায় ৭০ বছর পর খুব ভালো দরদ দিয়ে গাওয়া বাংলা গান শুনলাম। গানের কথা ও সুর সবই খুব চমৎকার।
অনুপম দা এতো সুন্দর একটা গান ছিলো। আজকে শুনলাম।মন ভরে গেলো। এতো সুন্দর গান লিখতে সুন্দর মন লাগে। সবার সব আসে না সুন্দর শব্দে।
অসাধারণ কথা, অসাধারণ সুর, আর গায়িকি....আমার অন্যতম প্রিয় গায়ক, তাই তার সব কিছুই আমার ভাল লাগে।
যতবার শুনেছি ততবার কমেন্ট করে রাখি। শাড়ীর ওই আঁচল জানে ও ভাবে তাকানোর মানে....❤ লাইন😍।
যেমন অনবদ্য গান এর কথা, তেমনি চমৎকার সুর ও অনুপম স্যারের অভিনয়! সশ্রদ্ধ প্রণাম 🙏🏻❤️
And
যা ছোঁয়া যায় না,
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না,
তা তো দারুণ .....😊
anupam da ✍
"যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না
যা বোঝা যায় না, তা তো দারুন,..."
অনুপম দার গান মানেই এক অদ্ভুত অনুভূতি, এক দুর্দান্ত ভালোলাগা। ❤️
نوع٣ من الغردقه ؤب
একজন দারুন মানুষ, তার দারুন সুর, তার চোখ দুটো ও দারুন , গলার স্বর সেটা তো দারুন ই, সব ই তো দারুন তার গান তো দারুন হবেই ❤️❤️...আবারও প্রেমে পড়লাম তোমার গান এর
Khub sundor composition lyrics o osadharon valo laglo ❤❤
সুরটা একদম অন্যরকম,আর lyrics তো সবসময়ের মতোই অনবদ্য। অসাধারন লাগলো
ua-cam.com/video/kKqWEmiYyG8/v-deo.html
অসামান্য, অনবদ্য লেখনী, সুর, ভাব , কল্পনা❤️। সত্যিই প্রেমে পড়লাম, আবার অনুপম স্যার এর কণ্ঠের প্রেমে, তাঁর অসামান্য শৈল্প-স্বত্তার প্রেমে❤️। ভালো থাকুন, আরো সুন্দর গান উপহার দিতে থাকুন ।।❤️🙏
ua-cam.com/video/kKqWEmiYyG8/v-deo.html
Finally দারুণ ekta gaan sonar oppekha obosan holo ...❤️💜
Link ha
❤️😎🔥 z a u by
Music effects এর সাথে অনুপম রায়ের অপূর্ব কণ্ঠ, জমজমাট।
যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না তা তো দারুন
এই জায়গায় একমাত্র গানটার বিশেষত্ব দারুন প্রকার.... !
শুধু ওই কথাটার জন্য নয়
সুরের রস-টা এক অনন্য মাত্রা দিয়েছে।
অনুপমের গান সবসময়ই আমার খুব প্রিয় তবে এটা দারুন 👌👌👌👌👌👌👍👍
@@rupanandy3813 হ্যাঁ, তা তো দারুণ বটে...!!
ঠিকই বলেছেন শুধুমাত্র এই সুর টার জন্যই গান টা একটু বেশি ভালো লাগলো। না হলে এর থেকেও ভালো অনুপম কাজ করেছেন।
@@pujadas1736 হ্যাঁ, ওই আর কি!
প্রতিটা গানেরই একটি করে গভীর কথা থাকে।
যা ভিতরটা-কে সহজেই স্পর্শ করে।
হাসাবো বলে হাসানো, কাঁদাবো বলে কাঁদানো, ভাল লাগাবো বলে ভাল লাগানো সহজ নয়। কিন্তু তুমি সেই কঠিন কাজটাই সফলভাবে করে দেখালে! সত্যিই দারুণ!!!
Pool
P ll
Lo
A big salute to anupam Roy for composing such a wonderful song.he is one of the finest music composers of India.
ua-cam.com/video/kKqWEmiYyG8/v-deo.html
Darun bhalo laglo darun ei gaanti , karon darun ekta darun sristi!! 💐😄🙂
Darun gaan r tar sathe camera work r lighting
গানটির সুর ও উপস্থাপনা সত্যি অনবদ্য চমৎকার 😊 মন ছুঁয়ে গেল।
Bhagobaan k choaa jay na bojha jaay na paoa Jayna tai DARUN
এত দিন পর অনুপম দার নতুন গান শুনে মন পরিতৃপ্ত হয়ে গেলো।
Janina kothao giye nijer sathe miliye fellam ganta❤️🙏
Anupam sir ❤️🙏
অনুপমদা আপনার গায়কী সব সময় আমার খুব প্রিয়, এই গানেরও কথা সুর গায়কী অসাধারণ, হৃদয় ছুঁয়ে গেলো ❤
কথার মারপ্যাঁচে অনুপম ঘরনা বজায় থাকলো। গানটা খুব ভাল লাগলো।
একটা সম্পুর্ন গান ! কোন ভেজাল নাই ❤️
@Anupamroy দা এর গান প্রতিবারই মানুষকে ছুঁয়ে যায় 😌সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না । শুধু বলবো #Darun ❤...
দাদা সত্যিই তুমি নিজেই এতটাই দারুন যে গানের দারুনোত্ব আরো বেশি ফুটে ওঠে❤️❤️
অপূর্ব!!
Osadharon Gaan.❤️❤️❤️ And @Rohan da khuuub valo hoyeche...
দাদা প্রথম প্রেমিকা কে মনে করিয়ে দিলেন। সত্যি অসাধারণ লাগলো গানটা.....love you 💗💗💗
অসাধারণ ❤️
Amaro first love kai mona koria dilo
@@somsfitness all Jo look p lal mam no all Jo NL LGTM nnjnn no kkl PHP only
@@somsfitness il
Oils ur
sokal theke wait korchillam
finally
anupam da, osadharon hoeche..
গানটা আসলেই অনেক দারুন🖤
অনুপম রায় মানেই তো ইমোশান ❤️❤️❤️ তার গলার আওয়াজ যেনো স্বর্গের মতো ☺️
Baler gan
@@adhirmondal3936 আপনি বালের মানুষ তাই হয়তো আপনাকে মনে হচ্ছে যে এটা বালের গান..... আপনি বুঝবেন না মশাই.... অনুপম রায় আমাদের কাছে একটা ইমোশান ❤️
সত্যিই দারুণ মুগ্ধ হলাম যতো শুনেছি মন ভাল হয়ে যায় যেমন সুর তেমন কথা। আপনার কন্ঠস্বর অসাধারণ খুব ভাল লাগল।
দুর্দান্ত Anupam। Darun সত্যি দারুণ। মন ভরে গেল। video album টাও দুর্দান্ত হয়েছে। গান টা তো অনবদ্য। এত সুন্দর contemporary and classical মিক্সড হয়েছে, কি ভাল লাগছে শুনতে। আরও হোক এরকম। শুভাশিস দা
তুমি ছুঁড়ে দিলে আলো
মেপে দিলে পরিমাণ
আমি আরেকটু চেয়ে ফেলি
মেনে পুরুষের অভিধান। ❤
গুরুদেব 🥰
'দারুণ ' ভয়ংকর সুন্দর ❤️
অনুপম দা মানেই বাস্তবে জড়িয়ে থাকা,, 💘
দারুণ লাগলো অনুপম। এগিয়ে চলুন নিজের খেয়ালে।
আপনি আমার আইডল দাদা ❤❤❤
অপেক্ষায় বসে আছি ।😌
"শাড়ির ওই আঁচল জানে,
ওভাবে তাকানোর মানে...
যা ছোঁয়া যায় না,যা পাওয়া যায় না,যা বোঝা যায় না,তা তো দারুন🖤
অনেক দিন পর অনুপম রায়ের একটা মাস্টারপিস ✨
থৎবতছ্যল্য
🚧🚧
আসাধারণ ভালো লাগলো দারুল❤❤❤❤
এই গান টা শুনেই কেমন একটা পুজো পুজো feel আসছে... 🥺❤️
❤❤❤
......ভীষণ ব্যস্ত, তবুও কিছুটা চাই......অসাধারণ।
Kono kotha hobe na
Osadharon
দারুন দারুন দারুন ❤️❤️❤️ কথা সুর আর সর্বোপরি music arrangement Just awesome ❤️👍❤️ অনুপম রায় 🙏❤️❤️
urintubmķ 😊😅😮😮to
যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না তা তো দারুণ।
Darun ❤️😌🌼🌼একটা আলাদা অনুভূতি 🖤
দারুন গানটি আমার দারুন লাগলোl
By the way big fan da.love from raiganj 💓
বহুদিন পর একটা ভালো গান শুনলাম,আঃহা,কানে যেনো মধু যাচ্ছে 🌻😊
Osadharon vabe" darun " Darun.... Jmn kotha tmn sur ahaa
Gaanta sotti darun hoechhe and as always lyrics were the best❤👏
অপূর্ব সুরের সাথে লিরিক্সের পূর্ণতা 🙏🖤
মাথা টা খুব যন্ত্রণা করছিল তারপর দাদা আপনার এই গান টা শুনলাম মাথা ব্যাথা পুরো কমে গেলো এতো সুন্দর মিউজিক আর এতো সুন্দর গলা ❤️ অনেক দিন পর একটা ফ্রেশ গান শুনলাম এইটার জন্যই অপেক্ষায় ছিলাম ❤️❤️
ua-cam.com/video/kKqWEmiYyG8/v-deo.html
এরম কম্পোজিশন এর জন্যেই অপেক্ষা করে থাকি। সাধু সাধু
আসলে আপনি মানেই দারুন স্যার ❤️✨
❤
Oshadharon... Vasa nai just..🌹
Dada ja choa jai na pao jai na ta je sotti apurbo. Darun laglo♥️
সত্যি হৃদয় জুড়িয়ে এলো 😊✌️
সেতার আর তবলা অনবদ্য❤️✨
Onekta পুরোনো দিনের বাংলা গান গুলোর স্বাদ পেলাম....
Anupam Roy ❤️🙏🙏🙏
অসাধারণ... আবারও!!! ❤️ ❤️ ❤️
কাল নজরুল মঞ্চে এই গান টা শোনার পর কে কে এসেছ হাত তোল
DARUN sottie দারুণ ❤️🌻
স্মৃতি স্মৃতিতে কেউ নেই কিন্তু অপেক্ষায় থাকলাম কারো ভালোবাসার জন্য ❤❤😂😢😢
স্বপ্নকে ছুঁতে যাওয়া
জীবনের সব চাওয়া পাওয়া
সব তো হয়না পূরণ।
এ তো জীবনের চরম সত্যি, বাস্তবতার মানে
জীবনের সেই সত্যিই শোনালে
তোমার লেখায়, তোমার সুরে, তোমার গানে।
দারুণ অনুপমদা, এ যে সত্যিই দারুণ ❤🎶🙏
- সান্তপন নন্দী
দাদার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি 🥰 love you dada❤💞
Osadharon
Kono kotha hobe na
Ja choya jai na, ja paioa jai na, ja bojha jai na..se to darun❤️
Khoob sundor gaan ....Daroon
everything is awesome about this. but that Sitar solo from 3:10 is just divine.. how great it must feel to be able to play at such level..
Yess❤
Bah besh bhalo laglo..
Darun ❤❤
Darun Sur, temoni Music..Mon bhore gelo Anupam Da..👌👌
*The Lyrics & Guitar Chords:*
*The Chords:* ua-cam.com/video/5hTZ4omcDfE/v-deo.html
আমাকে কি প্রথম দিনে
গেঁথেছিলে গোপন পিনে
শাড়ির ওই আঁচল জানে
ওভাবে তাকানোর মানে (×2)
বাসলে ভালো খামখেয়ালে
খামখায় গান লেখালে
আনমনে হাতটা ধরে
নিলে সবই কব্জা করে
আমিও তো নিজে প্রেমে ভিঁজে
এখনো থামিনি যে
যা ছোঁয়া যায়না
যা পাওয়া যায়না
যা বোঝা যায় না
তা তো দারুণ
তোমাকে ছবিতে দেখি
আরো কাছে যদি পাই
জানি তুমি আজ ভীষণ ব্যস্ত
তবুও কিছুটা চাই (×2)
তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে
বাসলে ভালো খামখেয়ালে
খামখায় গান লেখালে
আমিও তো নিজে প্রেমে ভিঁজে
এখনো থামিনি যে
যা ছোঁয়া যায়না
যা পাওয়া যায়না
যা বোঝা যায় না
তা তো দারুণ
তুমি ছুঁড়ে দিলে আলো
মেপে দিলে পরিমান
আমি আরেকটু চেয়ে ফেলি মেনে
পুরুষের অভিধান (×2)
তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে
বাসলে ভালো খামখেয়ালে
খামখায় গান লেখালে
আমিও তো নিজে প্রেমে ভিঁজে
এখনো থামিনি যে
যা ছোঁয়া যায়না
যা পাওয়া যায়না
যা বোঝা যায় না
তা তো দারুণ (×2)
🌹🌹💙💙💖💖💜💜💓💓🙏🙏
1 like is not enough for your patience..😊🙏
যা ছোঁয়া যায় না_🙂
যা পাওয়া যায় না_✨
_____তা তো দারুণ!! 🍂🍁
কি লেখনি🥰
😒❤❤
লিরিক, টিউন,সুর,সবমিলিয়ে সত্যিই দারুণ ❤️❤️
এককথায় অনবদ্য অনুপম দাদা, বাংলা ভাষা বাচিয়ে রাখার এক অভূতপূর্ব প্রয়াস!
Just এই পংক্তি - যা ছোঁয়া যায় না, যা পাওয়া যায় না, যা বোঝা যায় না তাতো দারুণ,,,, উফ্ যেনো মনে হয় স্বপ্ন নদীর তীরে ছুঁয়ে ফেলেছি আমার এই ভিনদেশী নক্ষত্র কে।🖤🤍✨🥀
DADA.......😊SO MUCH AWSOME.......SUPER DUPER HIT.........RISHAB DADA GUITAR ❤❤❤❤🎉🎉🎉🎉 ENJOYED A LOT LOTS LOTS LYRICS ARE LIT 🔥
Q
"
Inshallah! ❤
Khub sundor kaku
Darun Darun Darun hoyeche.... Asadharon 💓💓💓💓
বাহ্! দারূণ!
Mesmerising ❤️
❤️❤️Darun legeche Gaan ta🥰😍😘
Sotti Daaaruuunn❤
Background music ta sera,,♥️🔥
ua-cam.com/video/kKqWEmiYyG8/v-deo.html
Tumi e eee toooo darun ❤❤
ওহ্!!!.... সৌরসেনি 🔥🔥🔥
মন ছুঁয়ে যাওয়া অসাধারণ একটা গান। এককথায় অনবদ্য
Ufffff sotti Darun❤️❤️🙃😌
Boddo valo line gulo ❤️😌
Wow, you're singing in a bar. 👏 👏 👏
Best Lighting in Bengali Music Video.
❤️❤️💙💙❤️❤️💙💙দারুন😍😍
সত্যিই দারুন 👌👌
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🙏
অসাধারণ "দারুণ" অনুপম স্যার গানটি ...❤💐