আমার শেষটা হয়েছিল ঠিক এর উল্টো। আমিও তাকে নিয়ে না পালিয়ে ফিরিয়ে দিয়েছিলাম তাকে তার পরিবারের কাছে। ভেবেছিলাম ভালো কিছু হবে। কিন্তু বাস্তব বড়ই কঠিন, বড়ই নির্মম। তার পরিবার আমাদের সম্পর্ক না মেনে নিয়ে তাকে এক প্রকার জোর পূর্বক অন্যত্র বিয়ে দিয়ে দেয় এই ভেবে যে মেয়ের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়েছিল তার বিপরীত। সে তার বিয়ে মেনে নিতে পারেনি। আজ নয়টি বছর সে না ফেরার দেশে চলে গেছে আমাকে একা ফেলে। কি হতো যদি আমাদের শেষটা এই নাটকের মতো হতো। খুব বেশি কি ক্ষতি হতো? নাটকটা দেখে এখন খুব কান্না পাচ্ছে কারণ আমার মতো না জানি কতো অযোগ্য প্রেমিক আজও সবার অলক্ষ্যে নিরবে চোখের পানি মুছে। জয় হোক সব সত্য ভালোবাসার.....❤️
Apnar jiboner golpota shonay kiso bolar vasha hari-a felsi . Doa Kori Allah apna-k valo rakhok r j ae donia the-k chole gesay Allah ta-k Jannat daan korok. Amin
Rehnuma Tabassum আসলে নাটকটা দেখে এক রকম মনের অজান্তেই কমেন্ট করা। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা হঠাৎ করেই অন্য কোন ঘটনার মাধ্যমে অনূভুতি প্রকাশ পায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের পরিনতিটি যদি নাটকের শেষটার মতো হতো তাহলে বিগত নয়টি বছর আমকে একা থাকতে হতো না। অনেক কিছু সেয়ার করে ফেলেছি। দুঃখিত সবার কাছে। ভালোবাসা বেঁচে থাকুক আজীবন......
মিজানুর আরিয়ান ভাই সব গুলা কন্সেপ্ট ই দেখি! কারন বেশির ভাগ গল্পই বাস্তবতার সাথে মিল পাই!কিন্তু ৪০,০০০ টাকার বেতনের পর এই হাল বর্তমান সময়ে খুব কমই হয়! (ব্যাক্তিগত মতামত)
আরিয়ান ভাই, যদিও বা 12 মিনিটের ছোট্ট একটি শর্ট ফিল্ম বানিয়েছেন, এই 12 মিনিটেই প্রত্যেক প্রেমিক যুগলদের যে বার্তা আপনি দিয়েছেন, এর চেয়ে পবিত্র বার্তা আর হতে পারে না। প্রথম যৌবনে ভালোবাসা আসতেই পারে। একা কখনোই ভালো থাকা যায় না, তাই পরিবারের সবার সম্মতি নিয়েই সেই ভালোবাসাকে জয় করা উচিত। আরিয়ান ও অপূর্ব নামে যেমন মিলে যায়। তেমনি অপূর্ব, আরিয়ানের চিত্রনাট্যে মিশে যায়। ধন্যবাদᆢㅌㅌㅌ
Darun laglo story ta.......osadharon.......fabulous......amaro mone hoy sob cheledr eirokm (abir)howa dorkar cz sob maa baba tar sontan k koste manush kore so tara jdi dukkho dey tbe sob thke hurt tarai hon.......so tdr hurt na korai vlo.....thnk u.....(Amit Nath , westbengal , kolkata , india)
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
আমাদের বাংলাদেশের নাটকের জন্য অপুর্ব ভাই এর তুলনা হয় না,আমি ওনার সব নাটক দেখি,এবং নতুন নাটকের জন্য অপেক্ষায় থাকি,আর বিশেষ করে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশের নাটক দেখেন বলে আপনাকে অশেষ ধন্যবাদ।
বলার ভাষা হারিয়ে ফেলেছি , যদি ঐ সময়ে পলির বাবার সাপোর্ট পেতাম আজ আমি আর পলি কত সুখেই থাকতাম ,আজ দুজনই কত কষ্ট যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি । তাই অনুরোধ সব মেয়ের বাবা মা কে ।সবার যোগ্যতা হঠাৎ করে হয়না । ছেলে যদি শিক্ষিত ভদ্র ভালো হয় এবং নেশাগ্রস্ত না হয় তবে তাকে সাপোর্ট দেন । ভাল করে ঐ ছেলে টাকে দেখুন এবং ভাবুন ।ঐ ছেলেটা সারা জীবন বর আপনার মেয়ে কে সুখে রাখবে। টাকার প্রয়োজন আছে । তবে সুখে থাকার জন্য পরিমাপ মত টাকা হলে চলে । একদিন ঠিকই ঐ ছেলেটি নিজেকে যোগ্য করে তুলতে পারবে। সবাই পবিএ ভালবাসা বুজেনা । কেউ ভাল বাসে আবার কেউ জীবন কে ইনজয় মনে করে । তবে আমার ভালবাসা সত্যিকারের ছিলো ,পবিত্র ছিল ও আমার কাছে নিঃপাপ ছিল । আমার ভালবাসা কে ওর বাবা মা তখন মেনে নেয়নি। আমি তখন অনেক অনুরোধ করেছি হাতে পায়ে ধরেছি। আমার কথার দাম দেয়নি । আমি তখন বিএ 1st ইয়ার পড়ি ।ও তখন ক্লাশ 9 ই পড়ে । ওর বাবা মা লোভি তাই ওকে না জানিয়ে বিয়ে ঠিক করে এবং অনেক জোড় করে বিয়ে দেয় । ও আমায় জানাতে পারিনী ।কারন ওর বাবার হাতে বিষের বোতল ছিল ।সে মরে যাওয়ার হুমকি দিয়ে সরা কাবিন করায় ।আর সেই রাতে ওর জামাইকে ওদের বাড়িতে রেখে দেয়। জেনো বাসর হলে ও আর পালাতে পারবেনা ।ওর তখন বয়স15 ।ওর জামাইর 37 বছর । যখন জানলাম ।এক মাস পাগল ছিলাম ।আজ আমার সব কিছু হয়েছে ।।শুধু পলি নেই ।10 বছর হলো বিদেশ পড়ে আছি ।দেশে যাইনা । কেন এত ভাল বাসলাম তোমায় । তুমি আমার পবিএ ভালবাসা । আমার এখন 29 বছর হয়েছে ,আর কয়টি দিনই বাচবো তাই বিয়ে করবোনা ।বাট আজ ও পলিকে ভুলতে পারিনা । কিযে দুঃখঁ যন্ত্রনা বুকে । আল্লাহ পাক পলি কে অনেক ভাল সুখে রাখুক । ওর সুখই আমার সুখঁ
Bhi jibon karo jonno thama thaka na ami onak Respect kori apner valobash ka .tarfor o bolbo apne notun kora jibon suro Koran .apner lakha ta poda amer khub kosto laglo amer satha onak kecu ......
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
Pritibir sob teke sera natok holo amader Bangladeshi natok.jemon sundor temni man sommoto. Onek sundor hoice ei short film ta.love u so much mithila appi and opurbo baiyya
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
আসলে মেয়ের পছন্দ তো, তাই বাবা মেনে নেইনি। মেয়ে যদি একলক্ষ টাকার ছেলেকেও পছন্দ করতো তবু বাবা বলতো, ১৫০ লক্ষ টাকার ছেলে লাগবে। আসলে আমারা ছেলেদের খুব কষ্ট লাগে, যখন টাকার অভাবে আমাদের ফিরিয়ে দেয়া হয়। কী করবো আমরা! একজন মানুষ কয়জনকে চালাবো?
আর পারছি না অপূর্ব ভাই আপনি পারেনও। যদি কখনো নাটকীয় তেকে অব্যবহৃত নিয়ে যান সেই দিন তেকে নাটক দেখা বন্ধ করে দিবো। কারন টা হলো আপনি চাড়া নাটকের জগৎ টা শূন্য শূন্য লাগে ।।। I love u অপূর্ব মিথীলা।।।।
ফিল্মটা ভালো ছিলো কিন্তু আমি আনলাইক দিয়েছি কারন মোখরুচোক কয়েকটা ডায়লগে প্রেমিকার বাবারা পটে না। সিমু আর আমি দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবদি একসাথে পড়াশোনা করেছি। ইন্টারের পর আমি কুয়েতে একটি পেট্রোল রিফাইনিং কোম্পানীতে চাকুরী পাই। মধ্যবিত্য পরিবার তাই পড়াশোনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে চলে যাই কুয়েত। ২০১৪ থেকে ২০১৮ চার বছরের প্রেম ছিলো আমাদের। হঠাৎ সিমু একদিন ফোন করে বল্লো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে ব্যাবসায়ী মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা ইনকাম। জলদি যেনো আমি আমার পরিবার কে তাদের বাসায় পাঠাই। আমি আমার বাবা মা কে বললে তারা সিমুর বাবা মায়ের কাছে আমাদের সম্পর্কের কথা খুলে বলেন কিন্তু হতাশাজনক ভাবে তারা আমাদের প্রস্তাব ফিরিয়ে দেন। আমি সিমুর বাবার সাথে কথা বলি ঠিক যেমন অপূর্ব বলেছে। সিনেমার মতো এই সেম ডায়লগ গুলোও বলেছিলাম কিন্তু তার বাবার মন গলাতে পারিনি। ৩৫ হাজার টাকা বেতনে চাকরি করি আমি। পরিবারে বাবা মা আর ছোট ভাই ছাড়া আর কেউ নেই। সামান্য কিছু টাকার জন্য তারা আমাদের আলাদা করে দিয়েছে। 😩😥
অনেকের জীবনের বাস্তবতার সাথে মিলে যায় ! শুধু মাত্র টাকার অভাবে অনেকে তার প্রিয় মানুষ কে হারিয়েছে । আসলে ডাক্তার, ইন্জিনিয়ার, ইউরোপ প্রবাসী, সরকারী চাকুরী জীবি শুধু যোগ্য মানুষ পাত্র, আর বাকী সব অযোগ্য ???
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
‘একটা বাচ্চা হলে বাবা-মা ঠিকই মেনে নিবে’ যুগ যুগ ধরে এ অব্যর্থ সূত্রটার সফলতাকে কেন্দ্র করেই তৈরি হয় পালানোর গল্পগুলো।দারুন।তবে আজ যারা পালালেন একদিন তাদের সন্তানও যদি একই সূত্র প্রয়োগ করে তখন আপনাদের অনুভূতিটা কি হবে তা দয়া করে জানাবেন।ধন্যবাদ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
আরিয়ান ভাইয়ার পরিচালনা মানেই নতুনত্বের ছোঁয়া, শিক্ষনীয় কিছু সিন' আর সেখানে যদি এড হয় অপু্র্ব ভাইয়া তাহলে তো আর কথাই হবে না। ধন্যবাদ আরিয়ান ভাইয়া ও অপুর্ব ভাইয়া দুজনকে এটা দারুণ ছিল 👌👌
মনের মতো একটা নাটক। ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাই কে এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আর বসের কথা আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলি বসের অভিনয় দেখলে। সেলুট অপুর্ব ভাই .........
আমার জীবনের গল্পটা খুব আশ্চর্যরকম,,,, মেয়েটি বলেছিলো আমার সাথে সারাজীবন থাকবে। কিন্তু,তার বাবা সম্পর্ক ভালোবাসা মেনে নেয়নি। তার বাবা মরে যাবে এমন কথাও বলেছিলো। কিন্তু, বাবা কথা রাখার জন্য নিজের ভালোবাসা কে বিসর্জন দিয়েছে। তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ। একদিন রাত ৯:৩২ মিনিটে তার নাম্বার থেকে আসে,, তার হ্যালো বলা বুঝে ফেলছি,,, অনেকক্ষন কথা হলো,,, একদম শেষের দিকে একটাই কথা,,, আমি তোমাকে ছাড়া ভালো নেই। তখন আমার কান্না ছাড়া কিছুই ছিলো না। আরেকটা ব্যাপার খুবই আশ্চর্যজনক,,, তার বাবা আর আমার বাবা একই দিনে মারা গেছে একই সময়ে জানাজা হয়েছে। ভালো নেই আমি
শেষ দৃশ্যে অপুর্ব তার জাত টা চেনালো। যারা অপুর্বের নাটক মন দিয়ে দেখেন তারা খেয়াল করবেন অপুর্ব তার আসল অভিনয় ক্ষমতা টা নাটকের ক্রিটিক্যাল /রুদ্ধশ্বাস মুহুর্তে দেখায়। এইজন্যই অপুর্ব আর সবার চেয়ে আলাদা, অনেক এগিয়ে। হ্যাটস অফ।
আমার শেষটা হয়েছিল ঠিক এর উল্টো। আমিও তাকে নিয়ে না পালিয়ে ফিরিয়ে দিয়েছিলাম তাকে তার পরিবারের কাছে। ভেবেছিলাম ভালো কিছু হবে। কিন্তু বাস্তব বড়ই কঠিন, বড়ই নির্মম। তার পরিবার আমাদের সম্পর্ক না মেনে নিয়ে তাকে এক প্রকার জোর পূর্বক অন্যত্র বিয়ে দিয়ে দেয় এই ভেবে যে মেয়ের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়েছিল তার বিপরীত। সে তার বিয়ে মেনে নিতে পারেনি। আজ নয়টি বছর সে না ফেরার দেশে চলে গেছে আমাকে একা ফেলে। কি হতো যদি আমাদের শেষটা এই নাটকের মতো হতো। খুব বেশি কি ক্ষতি হতো? নাটকটা দেখে এখন খুব কান্না পাচ্ছে কারণ আমার মতো না জানি কতো অযোগ্য প্রেমিক আজও সবার অলক্ষ্যে নিরবে চোখের পানি মুছে।
জয় হোক সব সত্য ভালোবাসার.....❤️
বাস্তবতা বড়ই কঠিনরে ভাই
Emran Mamun 👍yes u r ri8.....
Apnar jiboner golpota shonay kiso bolar vasha hari-a felsi . Doa Kori Allah apna-k valo rakhok r j ae donia the-k chole gesay Allah ta-k Jannat daan korok. Amin
Rehnuma Tabassum আসলে নাটকটা দেখে এক রকম মনের অজান্তেই কমেন্ট করা। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা হঠাৎ করেই অন্য কোন ঘটনার মাধ্যমে অনূভুতি প্রকাশ পায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের পরিনতিটি যদি নাটকের শেষটার মতো হতো তাহলে বিগত নয়টি বছর আমকে একা থাকতে হতো না। অনেক কিছু সেয়ার করে ফেলেছি। দুঃখিত সবার কাছে। ভালোবাসা বেঁচে থাকুক আজীবন......
Dada Tumi akhon onno meye k biye kore songsar korchho ? Jante ichhe korchhe
আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জীবনটা সুন্দর করি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
Amin
সহমত ✌
😍😍😍
অামীন
@@HappyHappy-zc7uu
Amin
শর্টফ্লিমেও যে ফাটিয়ে দেয়া যায় এটা না দেখলে বুঝতামই না
লাভিউ আরিয়ান ভাইয়া 😍😍
আসলে টাকাটা এখানে মুল বিষয় না, মুলত মানুষের ভিতরের সুপ্ত অপ্রিয় সত্য কথাটা ফুটিয়ে তুলাই এখানে দর্শকের মন জয় করেছে।
মিজানুর আরিয়ান ভাই সব গুলা কন্সেপ্ট ই দেখি! কারন বেশির ভাগ গল্পই বাস্তবতার সাথে মিল পাই!কিন্তু ৪০,০০০ টাকার বেতনের পর এই হাল বর্তমান সময়ে খুব কমই হয়!
(ব্যাক্তিগত মতামত)
খুব গোছালো স্ক্রিপ্ট, নির্মান চমৎকার। ভালো লাগলো।
Sotti kota
আরিয়ান ভাই, যদিও বা 12 মিনিটের ছোট্ট একটি শর্ট ফিল্ম বানিয়েছেন, এই 12 মিনিটেই প্রত্যেক প্রেমিক যুগলদের যে বার্তা আপনি দিয়েছেন, এর চেয়ে পবিত্র বার্তা আর হতে পারে না। প্রথম যৌবনে ভালোবাসা আসতেই পারে। একা কখনোই ভালো থাকা যায় না, তাই পরিবারের সবার সম্মতি নিয়েই সেই ভালোবাসাকে জয় করা উচিত।
আরিয়ান ও অপূর্ব নামে যেমন মিলে যায়। তেমনি অপূর্ব, আরিয়ানের চিত্রনাট্যে মিশে যায়।
ধন্যবাদᆢㅌㅌㅌ
ar family na mene nile ki korbe????
Darun laglo story ta.......osadharon.......fabulous......amaro mone hoy sob cheledr eirokm (abir)howa dorkar cz sob maa baba tar sontan k koste manush kore so tara jdi dukkho dey tbe sob thke hurt tarai hon.......so tdr hurt na korai vlo.....thnk u.....(Amit Nath , westbengal , kolkata , india)
Thanks Amit for good comments. Love from BD.
কলকাতা থেকে। দারুন একটা নাটক দেখলাম। অপূর্ব আপনার মেয়ের বাবাকে বোঝানোর ধরন দারুন লাগলো। এইরকম যদি সব বাবা মা মেনে নিতো তাহলে আর এতো অঘটন ঘটতো না।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now:
ua-cam.com/users/FruitixMango
খুবই ভালো ছিলো ❤❤❤,👌👌👌
বাহঃ, অনেক দিন পর মিথিলা আপুর একটা শর্টফ্লিম দেখলাম,
ভালোই লাগছে....
জারা অপুর্বর নাটকের জন্য অপেক্ষা করেন তারা একটা লাইক দিন...????
Ami wait kri
আরিয়ান অসঙ্খ ধন্যবাদ আপনাকে।এমন একটা চরীত্র বানানোর জন্য।আরো এই চরীভ্রে অপূর্ব ভাই কে নয়ার অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ একটি শর্টফিল্ম-- আমি অত্যান্ত খুশি এই রকম একটি দৃশ্য দেখতে পেয়ে
লাভ ইউ মিজানুর আরিআন , এত ভালো ভালো নাটক নির্মান এর জন্য ❤❤❤
অপূর্ব ভাই আর আরিয়ান ভাই মানেই ভিন্নতা...❤️❤️❤️
অনেক সুন্দর একটা গল্প।অামি কলকাতা থেকে,বাংলাদেশের নাটক অামার ভীষন প্রিয়।অপূর্বকে অামি অনেক অনেক অনেক পছন্দ করি।ওর অভিনয় অামার ভীষন ভালোলাগে।
আমাদের বাংলাদেশের নাটকের জন্য অপুর্ব ভাই এর তুলনা হয় না,আমি ওনার সব নাটক দেখি,এবং নতুন নাটকের জন্য অপেক্ষায় থাকি,আর বিশেষ করে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশের নাটক দেখেন বলে আপনাকে অশেষ ধন্যবাদ।
আসলে পৃথিবীর সবচেয়ে সেরা নাটক বাংলাদেশের নাটক।
It's best gift for me......... Very very special.. Vlo ekta jinis dekhlam....
আরিয়ান!শর্ট ফিল্মে এত সুন্দর গল্প,হ্নদয় ছুয়ে গেলো
এক কথায় অসাধারণ মন ছুয়ে গেল 👌
পৃথিবীর সেরা হচ্ছে আমাদের বাংলা নাটক 👍👍
বলার ভাষা হারিয়ে ফেলেছি , যদি ঐ সময়ে পলির বাবার সাপোর্ট পেতাম আজ আমি আর পলি কত সুখেই থাকতাম ,আজ দুজনই কত কষ্ট যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি । তাই অনুরোধ সব মেয়ের বাবা মা কে ।সবার যোগ্যতা হঠাৎ করে হয়না । ছেলে যদি শিক্ষিত ভদ্র ভালো হয় এবং নেশাগ্রস্ত না হয় তবে তাকে সাপোর্ট দেন । ভাল করে ঐ ছেলে টাকে দেখুন এবং ভাবুন ।ঐ ছেলেটা সারা জীবন বর আপনার মেয়ে কে সুখে রাখবে। টাকার প্রয়োজন আছে । তবে সুখে থাকার জন্য পরিমাপ মত টাকা হলে চলে । একদিন ঠিকই ঐ ছেলেটি নিজেকে যোগ্য করে তুলতে পারবে। সবাই পবিএ ভালবাসা বুজেনা । কেউ ভাল বাসে আবার কেউ জীবন কে ইনজয় মনে করে । তবে আমার ভালবাসা সত্যিকারের ছিলো ,পবিত্র ছিল ও আমার কাছে নিঃপাপ ছিল । আমার ভালবাসা কে ওর বাবা মা তখন মেনে নেয়নি। আমি তখন অনেক অনুরোধ করেছি হাতে পায়ে ধরেছি। আমার কথার দাম দেয়নি । আমি তখন বিএ 1st ইয়ার পড়ি ।ও তখন ক্লাশ 9 ই পড়ে । ওর বাবা মা লোভি তাই ওকে না জানিয়ে বিয়ে ঠিক করে এবং অনেক জোড় করে বিয়ে দেয় । ও আমায় জানাতে পারিনী ।কারন ওর বাবার হাতে বিষের বোতল ছিল ।সে মরে যাওয়ার হুমকি দিয়ে সরা কাবিন করায় ।আর সেই রাতে ওর জামাইকে ওদের বাড়িতে রেখে দেয়। জেনো বাসর হলে ও আর পালাতে পারবেনা ।ওর তখন বয়স15 ।ওর জামাইর 37 বছর । যখন জানলাম ।এক মাস পাগল ছিলাম ।আজ আমার সব কিছু হয়েছে ।।শুধু পলি নেই ।10 বছর হলো বিদেশ পড়ে আছি ।দেশে যাইনা । কেন এত ভাল বাসলাম তোমায় । তুমি আমার পবিএ ভালবাসা । আমার এখন 29 বছর হয়েছে ,আর কয়টি দিনই বাচবো তাই বিয়ে করবোনা ।বাট আজ ও পলিকে ভুলতে পারিনা । কিযে দুঃখঁ যন্ত্রনা বুকে । আল্লাহ পাক পলি কে অনেক ভাল সুখে রাখুক । ওর সুখই আমার সুখঁ
ভাই আপনার আর আমার কাহিনী প্রায় সমান। আপনার দুঃখ টা ১০ বছর এর আর আমার মাত্র ৩ বছরের। এখন আমি ভালো ইনকাম করি কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার কাছে নেই।
Akhono amn valobasa ache??
Vai ki bollbo vasa khoje pacci na.ami amon valobasa palam na.jake jiboner thika basi valobaslam take palam na.hairee jibon.
জীবন কারো জন্য থেমে থাকে না ভাই!নিজেকে বাস্তবতার সাথে মানিয়ে নিন।প্লিজ,,আর কষ্ট পাবেন না পলির কথা ভেবে।।আপনার কথা শুনে খুব খারাপ লাগছে😢
Bhi jibon karo jonno thama thaka na ami onak Respect kori apner valobash ka .tarfor o bolbo apne notun kora jibon suro Koran .apner lakha ta poda amer khub kosto laglo amer satha onak kecu ......
baba eta ownk moja hoisa!! 😍😍😍😘😘
অসাধারণ গল্প অনেক সুন্দর চমৎকার লাগল ধন্যবাদ ।
*জীবনে ভালোবাসার মানুষ কে কাছে পেতে হলে যোগ্যতা থাকাটা অনেক প্রয়োজনীয়।*
*আপনাদের কাছে অপুর্ব এর নাটক গুলা কেমন লাগে???*
আরিয়ান ভাই আপনি খুব মেধাবি একজন নির্মাতা,,,,,,,আর অপূর্ব ভাই,,আপনার তুলনা আপনি নিজেই,,,,,
মিজানুর রহমান আরিয়ান বস মানি অন্য কিছু।
সত্যি অনেক ভালো লাগলো....
অপুর্ব মিতিলা..♥♥♥
এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য মনে হতো,, আজ আমার মেয়েকে তোমার অযোগ্য মনে হচ্ছে,,তুমি কি করবে আমার এই অযোগ্য মেয়েটাকে বিয়ে 😍😍😍😍
Awsome story ariyan vaiya... ❤❤apurbo mithila 😍😍
এই short film টির গল্প এবং আভিনয় খুব ভালো হয়েছে। তবে আপুরব ভাইয়ার ও মিথিলা আপুর আভিনয় আনেক আনেক ভালো হয়েছে।সব মিলিয়ে আসাধারন একটি short film.
40 হাজার বেতনে যদি মেয়ে না দেয়, তাহলে এদেশের 80% মেয়েকে বাবাকেই পালতে হবে আজীবন।
অসামাজিক পরিচালক।
সমাজের 1%লোকের চিন্তা থেকে উনি বের হতেই পারেন নাই।
আজিব, 40 হাজারও কম হয়ে গেল!!😃😂
@@niloymitu559 amdr biye kora lagbe na apo
@@rahimrohan2654 Thik e bolcen vai...😭
@@niloymitu559 amr 15000 tai biye ki jinis seta na janay valo hobe
onk vlo hoica....
সব ভালবাসার গল্পের শেষটা এত মজার হয় না। বেশিরভাগই অপুর্নই থেকে যায়!!!!
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now:
ua-cam.com/users/FruitixMango
Awesome bortoman somajer jonno osadaron ek natok💖💖💖💖💖
Apurbo = Superb performance 👏
Aryan = Excellent job 👍
Pritibir sob teke sera natok holo amader Bangladeshi natok.jemon sundor temni man sommoto. Onek sundor hoice ei short film ta.love u so much mithila appi and opurbo baiyya
Right think
নাটকটার মেসেজটা বেশ ভাল ছিল...!
অনেক ধন্যবাদ _অারিয়ান ভাইয়া♥
বাস্তবতা .......
নাটকের চেয়ে অনেক কঠিন!
Tik tik
২০০০০টাকা বেতন হলে অনেক।আলহামদুলিল্লাহ
Wowooohhh oshadharon,
very lovely , valo hoyese 😘🐧🍹
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। Subscribe Now:
ua-cam.com/users/FruitixMango
Wow, osthir valoo laga, Thanks producer..
দারুন অপূর্ব বলে কথা
এতো সংক্ষৃপ্ত নাটোক টাও অনেক সুন্দর হয়েছে...
আসলে মেয়ের পছন্দ তো, তাই বাবা মেনে নেইনি। মেয়ে যদি একলক্ষ টাকার ছেলেকেও পছন্দ করতো তবু বাবা বলতো, ১৫০ লক্ষ টাকার ছেলে লাগবে।
আসলে আমারা ছেলেদের খুব কষ্ট লাগে, যখন টাকার অভাবে আমাদের ফিরিয়ে দেয়া হয়। কী করবো আমরা! একজন মানুষ কয়জনকে চালাবো?
Bortoman a poristhitir sikar hote hoy sbaikei😣
Tobe seta j bisesh kre cheledr khetrei 😔
Meyerao toh kom kosto pay nh🙂 cz baba Mayer chinta alwz meyeta ke niyei....amr meyer vlor jno 40hajar tk kamano cheletar thke obviously 1lakh tk kamano cheleta btr🙂
Bt Cheledr k toh r onner ghore jeye thkte hoy nh borong take nijr bsy thkei 4-5tah manusher var bohon krte hoy seta ki meyedr baba MA bujhe 🙂🙂
@@jabinmehrin6769 thik..agree with the point..but love is one & only thing which beyond on it...give love without zero expectations
হুম
Nice...khub vlo... Real life.. sotti... Story hoye jai...
40000 r 100000
Different hay...
But story ta... khub khub vlo..
অসাধারণ আহ মুগ্ধ আমি
আর পারছি না অপূর্ব ভাই আপনি পারেনও। যদি কখনো নাটকীয় তেকে অব্যবহৃত নিয়ে যান সেই দিন তেকে নাটক দেখা বন্ধ করে দিবো।
কারন টা হলো আপনি চাড়া নাটকের জগৎ টা শূন্য শূন্য লাগে ।।। I love u অপূর্ব মিথীলা।।।।
GK TV right
gd
জানিনা,
অভিনয়টা আপনাদের কেমন লাগলো।
@@shahjadasaiful8204 ।অসাধারণ যার কোনো ভাষা নাই।
Natok er shate bastobota mil ase,,natok ta osam,
Ei rokom emotional acting suddhu Apurbo e pare.😍😍
অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের সমাজে যে কখনো সততার গুরত্ব আছে তা সুন্দর ভাবে ফুটে উঠছে। প্রতিবারের মত বাস্তবতাই আবার নতুন করে উপলব্ধি হলো।
apni sotti prochondo talented....khub valo laglo film ta...have a great future ahead...Lots of love from India
চল্লিশ হাজার বেতনেও বাবা মেয়ে দেয় নাহ। আমার তো চৌদ্দ হাজার, আমাকে মেয়ে দেওয়া তো দূরের কথা, আমাকে মেয়ের বাসার ছালাও দিবে নাহ 😶😶
ভালো ছিলো 🤣🤣
Bari dosto apni chakrir bajar valo na. 1400 taka kharap na.
Amar bf toh bekar...ki hobe vaben
Ha,ha,ha
relation korar age bebe niten...
এরকম যোগ্যতার কাছে হেরে যায় হাজারো ভালবাসা
Hummm vai jemon ami
Humm vai jemon ami hera gache
ফিল্মটা ভালো ছিলো কিন্তু আমি আনলাইক দিয়েছি কারন মোখরুচোক কয়েকটা ডায়লগে প্রেমিকার বাবারা পটে না।
সিমু আর আমি দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবদি একসাথে পড়াশোনা করেছি। ইন্টারের পর আমি কুয়েতে একটি পেট্রোল রিফাইনিং কোম্পানীতে চাকুরী পাই। মধ্যবিত্য পরিবার তাই পড়াশোনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে চলে যাই কুয়েত।
২০১৪ থেকে ২০১৮ চার বছরের প্রেম ছিলো আমাদের। হঠাৎ সিমু একদিন ফোন করে বল্লো বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে ব্যাবসায়ী মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা ইনকাম। জলদি যেনো আমি আমার পরিবার কে তাদের বাসায় পাঠাই।
আমি আমার বাবা মা কে বললে তারা সিমুর বাবা মায়ের কাছে আমাদের সম্পর্কের কথা খুলে বলেন কিন্তু হতাশাজনক ভাবে তারা আমাদের প্রস্তাব ফিরিয়ে দেন।
আমি সিমুর বাবার সাথে কথা বলি ঠিক যেমন অপূর্ব বলেছে। সিনেমার মতো এই সেম ডায়লগ গুলোও বলেছিলাম কিন্তু তার বাবার মন গলাতে পারিনি।
৩৫ হাজার টাকা বেতনে চাকরি করি আমি। পরিবারে বাবা মা আর ছোট ভাই ছাড়া আর কেউ নেই। সামান্য কিছু টাকার জন্য তারা আমাদের আলাদা করে দিয়েছে। 😩😥
সত্যিই ভাইয়া, বাস্তবতা বড়ই কঠিন।
হাজার হাজার তরুনের নিশ্চুপ গল্প 😕
Md Sujon Chowdhury yes brother......
অনেকের জীবনের বাস্তবতার সাথে মিলে যায় ! শুধু মাত্র টাকার অভাবে অনেকে তার প্রিয় মানুষ কে হারিয়েছে । আসলে ডাক্তার, ইন্জিনিয়ার, ইউরোপ প্রবাসী, সরকারী চাকুরী জীবি শুধু যোগ্য মানুষ পাত্র, আর বাকী সব অযোগ্য ???
Vaiya ata just natok, movie tei possible.. Real life a nah... Vlo bolco
Sobai sobar balobasha feye gle dunia ta heaven hoye jetoo😍❤️
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।
Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
Just fatafati...love you apurba bhai..
নাটকটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন।
Hello vaia...
Apurbo bhai tumi khub sundhor.tomeke jato dekhi tato dekhte ichche kare.ami ek jon ' . ami saradin tomar natok dekhi .tumi jakhon kado amar takhon ato maya lage bole bojhate parbona.ami sottosotti kede feli
Ami premik.tumi amar.baro chele.sesh projonto.utsargo.27 fest.27 last.tumi jodi balo.jodi tumi chao.akhon to somay valobasar.choto pakhir basa.apod biday.amanush.jale tar chhaya.akhono ami.sagsarik valobasa.aro anek anek natok dekhechi .mot kadha pray mash satek age youtube tomar natok prodhom dekhi se din dhekhe tomar natok dekha calu korechi protek din.ta.hole bojho kato natok dekhechi.shudhu tomar natok ar onno kichhu nay
Apurba Vaia ..i want to meet you...
অপূর্ব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
সবাই কে অনেক অনেক ধন্যবাদ এত্ত সুন্দর ফীডব্যাকের জন্য ❤ সবসময় দোয়া করবেন আমি যেনো এভাবেই আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারি 😇 ভালো থাকুন ভালো রাখুন ❤ আল্লাহ হাফেয #জিয়াউলফারুকঅপূর্ব :)
apnar jonno subho kamona roilo
Apni darun ovinoy koren Apurba. Apnar aar Aryan er juti holo golden combination.....osadharon!!
Ur best
Yes boss .
My best actors
Love you boss❤💙❤💙
আহারে পরিচালক ভাই। শুধু শহর টাই চিন্তা করলেন ৪০০০০ হাজার না বলে আরও কম বললে কি হত
Ha ha ha
Poran Mridha আমরা অপুরবো ভাইয়ার নাটোকের আসায়নাথাইকা পাচওয়াকতো নামাজের আসায় থাকেন
Ata sotto
Poran mridha ব্রাদার এগুলা বড় লোকদের নাটক আমাগো জন্য নাহ 😗
৪০০০০ বললেন আবার হাজার বললেন,,
Darun laglo oshadaron ❤️❤️
এক কথায় ----অসাধারণ লাগলো 👌👌👌
বস বলে কথা।।
অপূর্ব ভাইয় খূব স্মার্টলী গুছিয়ে কথা বলতে পারেন।
এত বাস্তব মুখি অভিনয়,,,, জানি না আর কয়জন আছে।
💜Happy Valentine's day💜
❤️💛💚💙
অমলিন ভালবাসার স্নিগ্ধতা যেন থাকে তোমার ভালবাসার প্রিয় মানুষগুলোর প্রতি💝💝
ভালো থাকুক ভালোবাসা😍😍😍J❤❤
Sotti osadharon.... Otuloniyo
Opurbo.... Manei best..💙💛🧡❤️💜
কিন্ত জীবন টা সিনেমা নয়।এতটা ভাল কেউ বাসেনা এবং এরকম হয় ও না😊
আপু এমন ছেলেও আছে
bt ami basi..... anek ak jonke
Right ,I agree with you
Right api
ভুল আপু আপনার কথা, মানতে পারলাম না
বেঁচে থাকুক সত্যিকারের ভালবাসা গুলো....
wow.. just amazing,.. I'm so impressed
‘একটা বাচ্চা হলে বাবা-মা ঠিকই মেনে নিবে’ যুগ যুগ ধরে এ অব্যর্থ সূত্রটার সফলতাকে কেন্দ্র করেই তৈরি হয় পালানোর গল্পগুলো।দারুন।তবে আজ যারা পালালেন একদিন তাদের সন্তানও যদি একই সূত্র প্রয়োগ করে তখন আপনাদের অনুভূতিটা কি হবে তা দয়া করে জানাবেন।ধন্যবাদ
josh hoyeche arian vai fatiye diyeachen
ছেলে কে বিয়ে না করে টাকা কে বিয়ে করা উচিত
মেয়েদের পরিবার এইটাই চায়
কিন্তু ভালবাসাতে যে সুখ আছে টাকা দিয়ে তো তা পাওয়া যায় না
Love u apurba😍.... Seriously u r the great😇
ek kothai oshadaron just apurbo bro & ariyan vhaiyar natok bolie...
Ak kothay sei... !!
Excellent tnq apurbo bhaiya apnar all dramae excellent hoya thaka 👍👍👍👍
অসাধারণ হইছে
hi
tai
অসাধারণ নাটক হইছে
hum....
Ok
আরিয়ান মানেই নতুন কিছু,আর তা যদি অপূর্ব আর মিথিলার জুটি হয় যেমন টা হয়েছিল ব্যাচ ২৭ এ
Ki bolbo bas 27 er opore kono natok hoina
gi boss
wow onk onk valo lagce sotti
Asolei onek sweet
মনের অজান্তেই ,একটা তৃপ্তি অনুভূত হলো!!!😢😢😢💟💟💟
ভগবান..সব ভালোবাসা যেন পূর্নতা পায় কোন না কোন ভাবে🙏❤...
অসাধারন অসাধারন অভিনয় অপূর্ব ভাইয়া অভিনয় অনেক ভালো
অপূর্ব ভাইয়া u are the Best
Just Awesome Bro... I am a big fan of you from India...
Osadharon .Khub bhalo laglo.
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আরো বেশি ভিডিও দেখতে Fruitix Mango চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।
Subscribe Now: ua-cam.com/users/FruitixMango
অসাধারণ হইছে....👌👌👌👌👍👍👍👍
Ariyan thanks a lot.. and apurba u r always hero...u r rock star... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
hmm awasame natok
u so beatiful gitl
uni tw ar singer na j rock star hbe😂😂😂😂
I was watching all the short films released in 2019 one by one. And trust me this was the best. Amazing acting by Apurba, amazing story as well.
অপূর্ব মানেই অপূর্ব 😍
Khub valo laglo, valobasar joy hok
Hahahahaha wanterfull hoice nstok ta opurbo bro. Best of luck
নির্বাক ভালবাসা 😘😍😍😍😍
"Apurbo " you are a superb actor
আমাদের বাংলা নাটক, আমি মনে করি সব দেশের মানুষের খুব ভালো লাগবে ।
কি বলেন সবাই..?? ❤️❤️
ভালো ❤❤❤❤❤
আরিয়ান ভাইয়ার পরিচালনা মানেই নতুনত্বের ছোঁয়া, শিক্ষনীয় কিছু সিন' আর সেখানে যদি এড হয় অপু্র্ব ভাইয়া তাহলে তো আর কথাই হবে না।
ধন্যবাদ আরিয়ান ভাইয়া ও অপুর্ব ভাইয়া দুজনকে এটা দারুণ ছিল 👌👌
মনের মতো একটা নাটক। ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ান ভাই কে এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আর বসের কথা আর কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলি বসের অভিনয় দেখলে। সেলুট অপুর্ব ভাই .........
ভালোবাসা গুলো যেন এইভাবেই বেঁচে থাকে💘💘💓💓
আমার জীবনের গল্পটা খুব আশ্চর্যরকম,,,, মেয়েটি বলেছিলো আমার সাথে সারাজীবন থাকবে। কিন্তু,তার বাবা সম্পর্ক ভালোবাসা মেনে নেয়নি। তার বাবা মরে যাবে এমন কথাও বলেছিলো। কিন্তু, বাবা কথা রাখার জন্য নিজের ভালোবাসা কে বিসর্জন দিয়েছে। তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ। একদিন রাত ৯:৩২ মিনিটে তার নাম্বার থেকে আসে,, তার হ্যালো বলা বুঝে ফেলছি,,, অনেকক্ষন কথা হলো,,, একদম শেষের দিকে একটাই কথা,,, আমি তোমাকে ছাড়া ভালো নেই। তখন আমার কান্না ছাড়া কিছুই ছিলো না। আরেকটা ব্যাপার খুবই আশ্চর্যজনক,,, তার বাবা আর আমার বাবা একই দিনে মারা গেছে একই সময়ে জানাজা হয়েছে।
ভালো নেই আমি
Mohiuddin Shohagh soo sad..."😭
এগিয়ে চলাই জীবন।
খুব কষ্ট লাগলো
টাকা দিয়ে সুখী হওয়ার যায় না , যদি মনে মনে মিল না হয়।
Kub valo laglo.....
শেষ দৃশ্যে অপুর্ব তার জাত টা চেনালো। যারা অপুর্বের নাটক মন দিয়ে দেখেন তারা খেয়াল করবেন অপুর্ব তার আসল অভিনয় ক্ষমতা টা নাটকের ক্রিটিক্যাল /রুদ্ধশ্বাস মুহুর্তে দেখায়। এইজন্যই অপুর্ব আর সবার চেয়ে আলাদা, অনেক এগিয়ে। হ্যাটস অফ।