পুলিশ সার্জেন্ট এর মামলা থেকে বাইকে বাঁচানোর উপায়! জরিমানা কত?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024

КОМЕНТАРІ • 101

  • @laveluislam4353
    @laveluislam4353 Рік тому +5

    খুব ভালো করে এবং ভিডিও দেখিয়ে বুজানোর জন্য ধন্যবাদ ভাই আমি এমন করে আইন মেনে চলব আমিন

  • @kalachanbiker
    @kalachanbiker Рік тому +2

    স্যালুট আপনাদের মতো সারজেন্টদের।।।

  • @MdHasan-tt7nz
    @MdHasan-tt7nz 6 місяців тому

    এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।

  • @shantanusarkar1600
    @shantanusarkar1600 2 роки тому +2

    ধন্যবাদ আপনাকে, তথ্যবহুল ও শিক্ষনীয় ভিডিও প্রদানের জন্য

  • @DLVlogsWithMahmud
    @DLVlogsWithMahmud Рік тому +1

    ধন্যবাদ স্যার,,,এগিয়ে যান

  • @n.atvnsfy3773
    @n.atvnsfy3773 Рік тому +2

    আমি একজন এতিম ছেলে শখ এর বসে দুলাভাই এর বাইক টা নিয়ে হাল্কা চলাচ্ছিলাম এক সার্জেন্ট এসে কাগজ দেখতে চায় আমি তাকে বলি এই গাড়ির সকল কাগজ আছে আমি একটু আমার দুলাভাই এর গাড়ি চলাচ্ছিলাম অই সার্জেন্ট প্রথমে আমার কাছে ১ হাজার টাকা চায় আমি ছোট মানুষ বুজি নাই যে ঘুস চেয়েছে😭😭😭আমি দিতে পারি নাই আমি পায়ে ধরার মতো কান্না করেছি জেন আমাকে ছেড়ে দেয় কিন্ত শেষমেশ হেলমেট এর মামলা দিছে ৩ হাজার টাকা আমি এতিম আমার বাবা নেই আমার ঘর চালাতে হয় নিজের পরালেখা খরচ ছোট বোন এর খরচ মার সংসার ঔষধ ইত্যাদি মাএ ৭,৩০০ টাকা বেতন পায় এই ডিজিটাল সময়ে বলেন ৭.৩০০ টাকা দিয়ে কিভাবে এক মাস চলা জায়। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম এদের শাস্তিদান দুনিয়াতে দাও😭😭😭😭আমার দুলাভাই এর সকল কাগজ রেখে দেয় অই সার্জেন্ট অনেক কান্না কাটি করে লাভ হলো না পরে একজন থেকে ৩ হাজার টাকা ধার নিয়ে কাগজ নিয়ে আসি।এখন ২ দিন না খেয়ে আছি ঘরে চাল কেনার মতো অবস্থা নেই জেই টাকা ছিলো অই টাকা দিয়ে গাড়ি নিয়ে এসেছি।

  • @cdgroup5314
    @cdgroup5314 Рік тому +1

    ভাইয়া একটা কথা জানার ছিল কিছু কিছু সারজেন্ট আছে, সবাই না তারা ধরলেই খুবিই খারাপ ব্যাবহার করে প্লাস মামলা না দিয়ে হাজার দুই হাজার চাই তখন তাদেরকে আমরা কি বলে জবাব দিতে পারি,একটু কাইন্ডলি জানালে খুবই ভালো হত❤

    • @sayeedvission195
      @sayeedvission195 Рік тому

      ভাই গোয়ালের গরু জাত একই হয়? তাঁদের (পুলিশের) নিজেদের দোষ সম্পর্কে আলোচনা করবে না

  • @rahatroky9774
    @rahatroky9774 Рік тому

    thanks for information...

  • @rrat222
    @rrat222 Рік тому +1

    স্কেন সিস্টেম চালু করা উচিত। সকল কাগজ অনলাইনে থাকবে। স্কেন করেই বুঝবে গাড়ির কী কাগজ আছে কি নাই। যেখানে খুশি টাকা আদায় করা এটা কোন সিস্টেম হলো?

  • @md.akrasel3260
    @md.akrasel3260 Рік тому +1

    রেজিষ্ট্রেশন করার পর ডিজিটাল নাম্বার প্লেট হাতে পাওয়ার অগ পর্যন্ত সাদা কাগজে নাম্বার লিখে মটর সাইকেল চালালে আইনের আওতায় জরিমানা হবে কি?

  • @mdbiddamia3572
    @mdbiddamia3572 10 місяців тому

    ধন্যবাদ স্যার

  • @mdimran5303
    @mdimran5303 Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন, স্যার আপনার কথা মোতাবেক হেলমেট না পড়লে ১০০০ টাকা জরিমানা কিন্তু এই আইন কি শুধু ঢাকার জন্য কারণ চট্টগ্রামে তো হেলমেট ভুল বসতো না পড়ায় আমাকে ১ম বারেই ৩০০০ টাকা জরিমানা করেছে,, এটা কি ঠিক স্যার,,,

  • @yaheakhan2822
    @yaheakhan2822 Рік тому +1

    স্যার আমার ছোট ভাই বাইক চালিয়েছিলো,, কিন্তু পুলিশ সার্জেন্ট মামলা দিছে,,,১৬০০০ টাকার,,,
    কিন্তু সেইম মামলা আরেকটা মটর সাইকেলের মাত্র ৮০০০ টাকা আসছে,,
    এটা কেন হয়ছে
    স্যার একটু বিস্তারিত বললে একটু ভালো হয়তো

  • @oneplusoneplus5427
    @oneplusoneplus5427 8 місяців тому

    স্যার আমার লাইসেন্স আছে ও বাইকের সব ডকুমেন্ট আছে।
    এখন প্রশ্ন হলো, আসল কাগজপত্র কি সাথে রাখতে হবে ? আমি যদি এগুলোর কপি সাথে রাখি তাহলে কি হবে না ?
    কারন আমার অরিজিনাল কাগজ পত্র হারিয়ে যাওয়া ভয়ে, আমি কি কপিস ব্যবহার করতে পারি না ?
    একটু জানাবেন প্লিজ। একটি ভিডিও বানাবেন এই বিষয়ে।।।❤❤❤

  • @golamkibria9549
    @golamkibria9549 Рік тому +1

    আমাদের প্রত্যেকেরই উচিত আইন মেনে চলা 5 মিনিটের ভিতরে যদি হেলমেট সংগ্রহ করা যায় তবু কি মামলা দিতে হয় এটা আপনার কাছে জানতে চাই স্যার

  • @esrat_mariam5135
    @esrat_mariam5135 5 місяців тому

    Thank sir

  • @gabershure9114
    @gabershure9114 Рік тому

    ধন্যবাদ আপনাকে

  • @sadmansowmik625
    @sadmansowmik625 9 місяців тому

    আমাকে একবার সার্জেন্ট আটকিয়ে চাবি নিয়ে বাইক থানায় নিয়ে যায়। ভুলে হেলমেট নিতে মনে ছিল না। ড্রাইভিং লাইসেন্স ছিল না। ৫০০০ টাকা জরিমানার পর ২৫০০ টাকা দিয়ে উদ্ধার হয়েছি। এটা কি আইনগত?

  • @h.i3285
    @h.i3285 10 місяців тому

    আমি ময়মনসিংহ থেকে বলছি,
    10/11/2023 তারিখ আমি হেলমেট ছাড়া এবং তিনজন নিয়ে মটরসাইকেল চালাচ্ছিলাম,
    আমাকে এই প্রথমবার তিন হাজার টাকা জরিমানা ধরা হয়েছে,
    কিন্তু আপনি বললেন প্রথম বার এক হাজার টাকা জরিমানা করা হয়,
    তাহলে আমাকে তিন হাজার টাকা জরিমানা করা হলো কেন?

  • @binodonbazar1641
    @binodonbazar1641 2 роки тому +1

    আমি তিন জন মিলে বাইক চালাছিলাম, সে ক্ষেত্র‍ে হেলমেট ছিলো একটা।
    তাহলে আমাকে কেনো ৩০০০ টাকার জরিমানা করো হলো।

  • @Fasttechnology14
    @Fasttechnology14 Рік тому

    আমি মোটরসাইকেল এ তিনজন জাচ্ছিলাম হেলমেট ছিলো কাগজ পাতি সব ঠিক ছিলো, তার পরও তিন হাজার টাকার মামলা দিছে আমাকে।
    তিন হাজার টাকা কোন ধারা মতা বেক দিলো তাহলে, এটা আমার প্রথম বার ছিলো।

  • @mahfuzulhaque63
    @mahfuzulhaque63 2 роки тому

    Thank you sir❤️

  • @masudulhoque3875
    @masudulhoque3875 10 місяців тому

    স্যার আমরা যারা প্রবাসি তারা দুই তিন মাসের ছুটিতে দেশে এসে মোটরসাইকেল কিভাবে চালাবো কারন লাইসেন্স এর প্রজনিও কাগজ জমা দেওয়ার তিন মাস পর ফিঙ্গার ডেট আসে তত দিনে আমাদের ছুটি সেষ হয়ে যায় তাহলে আমাদের করনিও কি যদি এই বিষয়ে একটা রিভউ দিতেন তাহলে আপনার এই ছোট ভাইয়ের একটা উপকার হতো।

  • @noorhossain1123
    @noorhossain1123 2 роки тому

    TnQ

  • @mahfujulhaque8965
    @mahfujulhaque8965 4 місяці тому

    আমার সব কিছুই ঠিকঠাক আছে শুধুমাত্র টেক্স টোকেন টা ভুল করে সাথে নেয়া হয়নি।এই জন্যে মামলা খেলাম।কত টাকা লাগতে পারে এই জন্যে অথবা টেক্স টোকেন শো করলে কি আমার জব্দকৃত পেপার আমাকে দিবে নাকি মামলা ভাঙাতে টাকা লাগবে!জানালে উপকৃত হতাম

  • @rocks-star1296
    @rocks-star1296 Рік тому +1

    স্যার, আপনার সাথে একটু ব্যাক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে পারি।

  • @rezviahmedbakshi1770
    @rezviahmedbakshi1770 11 місяців тому

    কিন্তু রাস্তায় দেখা যায় যে অনেক পুলিশ হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালায় কিন্তু sergent পুলিশ দেখেও কোনো অ্যাকশন নেয় না। এর প্রতিকার কি?

  • @3narceng664
    @3narceng664 6 місяців тому

    আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি আপনার কাছে হলুদ সার্জেন্ট বা নরমাল সার্জেন্ট মাঝেমধ্যেই দেখি রাস্তায় কোন চিপায় একজন পুলিশ কনস্টেবল নিয়ে কাগজপত্র চেক করছে এটা কি আসলে বৈধ না অবৈধ ,,,

  • @sadmansowmik625
    @sadmansowmik625 9 місяців тому

    হেলমেট ও গাড়ির কাগজপত্র থাকলেও কি গাড়ি আটকাবে? ড্রাইভিং লাইসেন্সের জন্য কয়েকবার আবেদন করেছি,সার্ভারে সমস্যার জন্য অনলাইন আবেদন হচ্ছে না।

  • @zfofficialyoutubechannel2896
    @zfofficialyoutubechannel2896 Рік тому +1

    স্যার সিট বেল না পড়ার কারণে আমার লাইসেন্স এর ওপর একটি মামলা হয় আমি আমার গাড়ির মালিক কে মামলাটি ভাঙ্গানোর জন্য টাকা দিয়েছিলাম কিন্তু সে মামলাটি ভাঙ্গায়নি এখন প্রায় দেড় বছর হয়ে গেছে আমি কিভাবে এই মামলাটি ভাঙ্গাবো

  • @আরিফুলইসলাম-ঢ২ট

    সুন্দর

  • @kazihasibul9986
    @kazihasibul9986 Рік тому

    তিনজন গাড়ীতে, ড্রাইভারের মাথায় হেলমেট ছিল এবং অপরাধ ছিল প্রথমবার কিন্তু সার্জেন্ট দিল ৩০০০টাকার মামলা।এখন করণীয় কী?কেউ উত্তর দিলে উপকৃত হব।

  • @minhazuddinmiraj
    @minhazuddinmiraj Рік тому

    আমি হেলমেট ছাড়া তিন জন যাচ্ছিলাম। ড্রাইভিং লাইসেন্স নায়।তাহলে আমার কেন ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল??

  • @dhrupadcommunication1963
    @dhrupadcommunication1963 Рік тому

    Vintage Vespa র মালিকানা পরিবর্তন করবো কিভাবে ? কারণ এই গাড়ি গুলি পুরাতন বিধায় প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায় না। আমি একটা চমৎকার Vespa পেয়েছি । সব কাগজপত্র ঠিক আছে। কিন্তু মালিকানা পরিবর্তন সম্ভব নয়। তাহলে এই Vintage Vespa গুলি মালিকানা পরিবর্তন না করে কিভাবে চালাবো ?

  • @mdrabiulislampailot3950
    @mdrabiulislampailot3950 4 місяці тому

    আমি মনে করি বাংলাদেশে নিদিষ্ট এমাউন্টে মামলা হয় না

  • @MredulRider1000
    @MredulRider1000 Рік тому

    আমার সব ধরনের কাগজ পত্র থাকা সত্ত্বেও আমর গাড়ির নাম্বার প্লেট লাগানোর তারিখ দেওয়ার আগে আমি কী মটর সাইকেল রাস্তায় চালাতে পারবো কি না? দয়া করে বলবেন।

  • @md.marufbillah758
    @md.marufbillah758 Рік тому

    তাহলে আজকের আমার প্রথমবার মামলা দিল 2500 টাকা দিল

  • @shamkarmoker3626
    @shamkarmoker3626 Рік тому

    আমার গাড়ি যদি ফাইন হয় সে ক্ষেত্রে আমি যদি তাৎক্ষণিক টাকা না দিতে পারি তাহলে কি আমার গাড়ি আটকে রাখবে থানায় এ বিষয়ে একটু পরামর্শ দিলে খুশি হব

  • @mr.a.h.s280
    @mr.a.h.s280 Рік тому

    ভাই,একটা প্রশ্ন ছিলো,আমি যদি আমার ফ্রেন্ডের বাইক নিয়ে বের হই, বাইক এর কাগজ আছে আমার ড্রাইভিং লাইসেন্স ও আছে । তাতে কি মামলা খাবো? প্লিজ একটু দয়া করে জানাইয়েন।

  • @mdaliakbor8485
    @mdaliakbor8485 Рік тому

    nic

  • @mdhasanuzzamanshohel9409
    @mdhasanuzzamanshohel9409 Рік тому

    Ami akjon Biker, ami amar office theke assign kora akti bike chalacchi. Biker registration amar officer MD'r name kora. amar driving license ache. Police ki ai karone amake mamla dite parbe... Bike sokol paper updated. Amake bisoy ti clear korle upokrito hotam

  • @allahuakber6461
    @allahuakber6461 Рік тому

    ❤❤❤❤❤❤❤

  • @ArfanTahmid
    @ArfanTahmid Рік тому

    স্যার আমি একটা পুরাতন বাইক কিনেছি কিন্তু মালিকানা পরিবর্তন করে দিচ্ছে না মালিক। এখন কি আমি এমতাবস্থায় গাড়ি চালাবো না কি করবো স্যার হেল্প করেন প্লিজ প্লিজ শুধু নোটারী করে দিছে

  • @mdJibon-ru4xb
    @mdJibon-ru4xb Рік тому

    Amer sob documents chilo, helmet o cilo kintu pillion ar helmet chilo na..3000 taker mamla dilo kano?

  • @papairoy6993
    @papairoy6993 11 місяців тому

    Sir Amar baba Mara geche kintu biker sob paper thik ache Ami Ki bike chalate parbo police 🚓 problame korbe naki plz janaben Amar ata Onek problame hocche

  • @mdsharif9257
    @mdsharif9257 Рік тому

    যদি বাইক রং করি,, যেমন সাদা আছে এখন অন্য রং করবো সেই খেতরে কি মামলা হবে জানাবেন

  • @msripa8866
    @msripa8866 Рік тому

    একটা মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়ায় থাকলে মামলা দিয়ে দেন আপনারা। আপনারা মহাখালী বাস টার্মিনালে তো একটা বাসে মামলা দিয়েছে দেখলাম না কোনদিন। আর মামলা যদি দিয়েই থাকেন তাহলে এই বাসগুলা দাঁড়িয়ে থাকে কিভাবে এইখানে কি ট্রাফিক পুলিশের সঠিক আইন

  • @mohammadrobin5175
    @mohammadrobin5175 Рік тому

    ভাই আমি ২০২১ সালে মার্চ মাসে ডাইভিং লাইসেন্স দেখাতে না পারার কারণে মামলা খেয়েছিলাম ২য় বার খাওয়াতে ১০হাজার টাকার মামলা বা জরিমানা দিয়েছে। এখনো আমি মামলা উঠাইনি গাড়িটা যেহেতু আমার ছিলোনা কোম্পানির গাড়ি ছিলো কোম্পানির কাগজ কিন্তু মামলা দেওয়ার সময় আমার পারশোনাল নাম্বার এবং আমার নাম ঠিকানা দিয়েছিলাম। এখন কথা হচ্ছে প্রায় ২বছর হয়ে গেছে কোন কল আসেনি ওয়ারেন্ট এর বিষয়েও জানানো হয়নি। ওয়ারেন্ট হয়েছে বুঝবই না কি করে। মূলতঃ আমি আর্থিক দিক থেকে একটু দূর্বল আছি তাই মামলা উঠানো হয়নি বা বাইকের কাগজ আনা হয়নি। আরেকটা বিষয় আমার মামলার কাগজটাও আমি হারিয়ে ফেলেছিলাম অনেক আগেই। সবমিলিয়ে খুব চিন্তায় আছি এবং জরিমানার পরিমাণ কত আসতে পারে। কোম্পানির গাড়ি যেহেতু আমার উপর কি প্রভাব পড়তে পারে। সবকিছুই মিলিয়েই আমি দুশ্চিন্তায় আছি। অভিজ্ঞ ও বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মতামত জানতে চাইছি। আমি কি করতে পারি

  • @স্বপ্নবাজ-ভ৭ব

    আপনার গাড়ির স্টিয়ারিং কাভার পুরাতন যা দেখতে খুব ই দৃষ্টি কটু দয়া করে পরিবর্তন করে নিবেন

  • @MdRubel-bt8wm
    @MdRubel-bt8wm Рік тому

    আসসালামু আলাইকুম স্যার, আমার একটি প্রশ্ন ছিলো। আমার বাইকটি pulsar 150 এখন যদি আমি সামনে বডি কিট লাগাই তাতে কি মামলা হবে, আমাতে একটু যানাবেন

  • @ahmedhabib2917
    @ahmedhabib2917 Рік тому

    ২০২৩ সালে এখন কি টাকার পরিমাণ বাড়ছে আগের থেকে?

  • @MdSujon-xm7tb
    @MdSujon-xm7tb Рік тому

    আসসালামু আলাইকুম জি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ড্রাইভিং লাইসেন্সের ডেটফেল থাকলে তাকি নাই বলে গণ্য করা হবে নাকি

  • @misslipi7386
    @misslipi7386 Рік тому

    স্যার আমি বাইক চালাচ্ছি আমার মাথার হেলমেট আছে আমার পেছনে একজন বসা রয়েছে তার হেলমেট নাই সে খেতরে পুলিশ সার্জেন মামলা দিতে পারবে কি না যশোর

  • @MdBaijid-f7e
    @MdBaijid-f7e 4 місяці тому

    আসসালামু আলাইকুম স্যার আমি একটা পুরাতন বাইক কিনেছি এটাএনালগ প্লেটের একটা পালচার ১৩৫সিসির বাইক। ২০১২ এর ৮ মাসের রেজিস্ট্রেশন, ২০২২ এর ৮ মাসে কাগজ ফেল হয়েছে এখন কি এটা ডিজিটাল প্লেট করতে হবে না এভাবেই চালানো যাবে।

    • @EshaRahman
      @EshaRahman  4 місяці тому

      ডিজিটাল নাম্বার প্লেট করতে হবে কারণ এটা বাধ্যতামূলক

  • @ShaimunKawsar
    @ShaimunKawsar 3 місяці тому

    ভাই দয়া করে বলবেন উল্টো পথে চালানোয় আমাকে ৬০০০ টাকার মামলা দিলো এটা কি দায়িত্ব নাকি অবিচার করলো

  • @AliAli-zr2kc
    @AliAli-zr2kc Рік тому

    বাইকে উলটো পথে আসার জন্য ৩০০০ টাকার মামলা দিলো আমাকে,আপনি বললেন, উলটো পথের মামলা ১০০০, বাইক

  • @kalachanbiker
    @kalachanbiker Рік тому

    হেলমেট না থাকার কারনে ৬০০০ টাকার মামলা কিভাবে দেয় ,...?
    এটা বাংলাদেশর কোন আইনে আছে. ? আপনার ভিডিওটা আমি ওনাকে দেখালাম পরে ওই সারজেন্ট বলে এটা ডি এম পি এর ভিতরে. ওনার কথা শুনে আমি অবাক ,তাহলে আমাদের বাংলাদেশে একেক জায়গার আইন একেক ধরনের...

    • @tayefmahmud3308
      @tayefmahmud3308 Рік тому

      ভাই সবগুলা মামলার জরিমানা এখন অনেক বাড়ছে ভিডিওটা ১০ মাস আগের এখন সর্বনিম্ন মামলাই ৫০০০ দিয়া দে আপনি এতো আগের ভিডিও দেখে কিছুই টের পাবেননা

  • @zainulabedin8898
    @zainulabedin8898 Рік тому

    ami bhul kore wrong side aschilam, too abar rickshaw oi pothe colchilo bole amio gieachilam kintu amake 3000/tk fine diol

  • @mridhanazimuddin4071
    @mridhanazimuddin4071 Рік тому

    ভাই আসসালামু আলাইকুম থানার পুলিশ কোন একটি কাজে গ্রামে এসেছে এবং সেখান থেকে একটি লাইসেন্সবিহীন মটর সাইকেল আটক করে এটা কি আইনের ধারা একটু বুঝিয়ে বলবেন । প্লিজ

  • @mdpavel2060
    @mdpavel2060 Рік тому

    Halmate na thakay 3000 taka mamla deca

  • @souravmitro5528
    @souravmitro5528 Рік тому

    Amar Babar akta gari asa ..ar Amar year 17 Ami ki Bick Nia rod a chalaita parbo..

  • @thedarksider6632
    @thedarksider6632 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার।
    বাইক রেজিষ্ট্রেশনের টাকা জমা দেয়ার পর ব্যাংক থেকে যে রিসিপ্ট কপি দেয়া হয়, নাম্বার না আশা পর্যন্ত কি অই ব্যাংক রিসিপট কপি বাইকে লাগিয়ে চলাচল করা যাবে..?

  • @mdhujaifaalmahid480
    @mdhujaifaalmahid480 Рік тому

    1ম বার হেলমেটের জন্য 3000 টাকা কিভাবে দিলো। জানাবেন plz

  • @alxefarhan7957
    @alxefarhan7957 Рік тому

    Babar gari Sala calata parba ? Soby aktu janaban

  • @mdaliakbor8485
    @mdaliakbor8485 Рік тому

    স্যার আপনার সাথে কোন প্রশ্ন করতে হলে বা কিছু জিজ্ঞাস করতে হলে কিভাবে করব

  • @Catberrybiker
    @Catberrybiker Рік тому

    ভাইয়া আমার বাইকের পারফরম্যান্স আপডেট করার জন্য Ëxgúst লাগালে কি মামলা দিবে পুলিশ

  • @md.alomgirhossainapurbo3405

    স্যার যদি আমি কোনো গুরুত্বপূর্ণ সমস্যার জন্য নিদিষ্ট সময়ের মধ্যে মামলা ভাঙ্গাতে না পারি তাহলে কি কোনো সমস্যা হবে??

  • @sagorkhondokar2489
    @sagorkhondokar2489 Рік тому

    আমি প্রথমবার হেলমেট এর মামলা খাইছি . .আমাকে ৩ হাজার টাকার মামলা দিছে

    • @syarafat2137
      @syarafat2137 Рік тому

      Era shoytani kore ulta plata kiso kore tokhon mamla baire jai

  • @mdwoazuddinwoazuddin970
    @mdwoazuddinwoazuddin970 Рік тому

    জরিমানা√ জরিপানা

  • @kofiluddin8089
    @kofiluddin8089 Рік тому

    আসসালামুয়ালাইকুম স্যার আমার 92(1) এক দাঁড়াই প্রথম মামলা আমাকে 3000 হাজার টাকা দিলো এখন আমি কি করবো?

    • @ezajulhaque8663
      @ezajulhaque8663 Рік тому

      আমাকে ১ম বার ২০০০ টাকার দিয়েছে

  • @binodonbazar1641
    @binodonbazar1641 2 роки тому

    আমি তিন জন মিলে বাইক চালাছিলাম, সে ক্ষেত্র‍ে হেলমেট ছিলো একটা।
    তাহলে আমাকে কেনো ৩০০০ টাকার জরিমানা করো হলো।
    রিপ্লাই দিবেন।

    • @kaziatik5793
      @kaziatik5793 Рік тому +1

      ৩ য় বার ৩০০০/- টাকা

    • @MdNoyon-yg4fv
      @MdNoyon-yg4fv Рік тому

      স্যার আমাকে ৩ হাজার টাকা মামলা দিল কেন আমি তো প্রথমবার ভুল করেছি ওভারলোড ছিল আমার প্রথম মামলা কেন তিন হাজার টাকা দিলে আমি আপনার কাছে এটা জানতে চাই

  • @ANWARHOSSAIN-cb7in
    @ANWARHOSSAIN-cb7in Рік тому

    Sir 200 tk dela saira দে

  • @MohammadRakibulIslam-nz7du
    @MohammadRakibulIslam-nz7du Рік тому

    ধন্যবাদ স্যার

  • @eliyesbdvlog9173
    @eliyesbdvlog9173 Рік тому

    রেজিষ্ট্রেশন করার পর ডিজিটাল নাম্বার প্লেট হাতে পাওয়ার অগ পর্যন্ত সাদা কাগজে নাম্বার লিখে মটর সাইকেল চালালে আইনের আওতায় জরিমানা হবে কি?

  • @binodonbazar1641
    @binodonbazar1641 2 роки тому

    আমি তিন জন মিলে বাইক চালাছিলাম, সে ক্ষেত্র‍ে হেলমেট ছিলো একটা।
    তাহলে আমাকে কেনো ৩০০০ টাকার জরিমানা করো হলো।

  • @mdkhokon7104
    @mdkhokon7104 Рік тому

    ধন্যবাদ স্যার