বাজরিগার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম । Budgie pairing technique । বাজরিগার জোড়া না নেওয়ার কারন ।

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 88

  • @sanjanasiddiki1265
    @sanjanasiddiki1265 2 роки тому +2

    lots of love 💖

  • @mdataurrahman2299
    @mdataurrahman2299 2 роки тому +3

    এটা পরীক্ষিত উপায়। জোড়া নিবে ইনশাআল্লাহ

  • @rakibulislam2819
    @rakibulislam2819 2 роки тому +3

    👌👌👌💖

  • @fuadHossain3064
    @fuadHossain3064 2 роки тому +1

    Supwr

  • @arabijahan8397
    @arabijahan8397 11 місяців тому +1

    Amr pakhi mone hocce jora hoi nai but dim parce akhon ki Korbo akto Jodi bolten vaiya

    • @soukhinotartottho
      @soukhinotartottho  11 місяців тому

      হাড়িতে ডিম পাড়লে ভাল কিছুই করতে হবে না। মারামারি করলে ক্যালসিয়াম ঔষধ খাওয়ান।

  • @SaifAhmed-vz2xq
    @SaifAhmed-vz2xq Рік тому +1

    ভাই কয় জুরা দিয়ে পাকি পালান করব এরকম একটি বিডিও বানান প্লিজ প্লিজ প্লিজ

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      যদি পাখি থেকে পকেট খরচ চালাতে চান তাহলে পাচ জোড়া এডাল্ট পাখি পালন করবেন।

  • @SFSONG999K-d8v
    @SFSONG999K-d8v 17 днів тому

    ভাই আমি একটা UA-cam দেখে আমি আমার পাখির পাখা কেটে দিয়েছি তা এখন ডিম কবে দিবে

  • @adibspreadingpeace
    @adibspreadingpeace Рік тому +1

    আমার এক্সট্রা খাঁচা নেই। নতুন পাখি এনে এক খাচায় দিলে জোড়া নিবে যদি দুটোই মুডে থাকে?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      জি সেক্ষেত্রে নিবে। কিন্তু তারপরও যদি জোড়া ভেংগে কোন একটা নিয়ে এসে আপনার টার সাথে জোড়া দিতে নেন তাহলে মুডে থাকলেও জোড়া নিতে হয়তো প্রব্লেম করতে পারে।

  • @HabibFarukHimel
    @HabibFarukHimel Рік тому +1

    ভাইয়া, আমাকে একজন দৈর্ঘ্য ১৬ প্রস্থ 10 উচ্চতা ২০ ইঞ্চি সাইজের খাচা দিয়েছে। আমি কি এই খাচায় একজোড়া বাজরিগার পালন করতে পারবো?

  • @factbanglagaming6115
    @factbanglagaming6115 2 роки тому +2

    ভাই মাদি বড় আর নর ছোট হলে কী জোড়া নিবে। ভাই একটু বলেন 🙏

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому +1

      দেখেন ভাই পার্টনার সবাই ভাল চায়। পাখিদেরও এই ফিলিংস আছে। এজন্যই তারা সব পাখির সাথে জোড়া নিতে চায় না। বড় ছোট হলেও জোড়া নিবে যদি এই কৌশলে জোড়া দেন তবে অবশ্যই বয়স হতে হবে।

    • @factbanglagaming6115
      @factbanglagaming6115 2 роки тому +1

      @@soukhinotartottho ভাই পাখি দুইটাই এডালট।

  • @NihaSami-y7q
    @NihaSami-y7q Рік тому +1

    ভাইয়া পাখির কত মাস বয়সে জোড়া দিতে হয়?

  • @sihab___ahmed
    @sihab___ahmed Рік тому +1

    ভাই আমি দোকান থেকে একটা লুটিনো ফিমেল পাখি যার বয়স ৮+ হবে এবং তার সাথে একটা মেল পাখি যার বসয় ৮ মাস আলাদা আলাদা ভাবে কিনে আনি ফিমেল টার সাথে আগে একটা পাখির জোড়া ছিলো। কিন্তু আমি যখন বাসায় নিয়ে আসি পাখি দুই টাকে আলাদা অবস্থায় ১০ দিন এর মতো রেখে জোড়া দেই। কিন্তু এখন সমস্যা হলো ফিমেল পাখি টা মেল পাখি টাকে ঠোকড়ায় আর আমার মনে হয় জোড়া তারা নেয় নাই ।এখন যদি আপনি একটু হেল্প করতেন কিভাবে জোড়া দেয়া যায়

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      Alada rekhe jora newyar lokkhon na dekhey ak sathe diye dislen?

    • @sihab___ahmed
      @sihab___ahmed Рік тому

      @@soukhinotartottho ভাই আমি নতুন পাখি পালি তাই জোড়া নেয়ার লক্ষ্যেন খেয়াল করিনি কিন্তু মেয়ে পাখি ছেলে টাকে ঠোকরায়

  • @kawshikahmed3118
    @kawshikahmed3118 2 роки тому +1

    Budgie gir pakhir Male,Female er boyosh koto hote hoi sothik jora dewar jonno.

  • @MdMunjulIslam-n8e
    @MdMunjulIslam-n8e 3 місяці тому +1

    ভাই আমি এক একজোড়া বাজিগার পাখি কিনে এনেছি কিন্তু ফিমেল পাখির চোখে এখনো রিং হয়নি কিন্তু ব্রিডিং করে এতে কি ডিম বাচ্চা হবে ভাই আমার প্রশ্নটা একটু উত্তর দিবেন❤❤❤❤❤

    • @soukhinotartottho
      @soukhinotartottho  3 місяці тому

      এডাল্ট না হলে মেটিং করতো না। মেটিং করলে ডিম দিবে তবে সেমি এডাল্ট বা নিউ সেমি এডাল্ট ও মেটিং করে কিন্তু এমন পাখিদের ব্রিডিং এ না দেওয়াটাই ভাল

  • @lokkolokko4427
    @lokkolokko4427 Рік тому +2

    বাইয়া আমার এক জুরা বাজরিগার পাখি তিন মাস ধরে ডিম দেনা এই কারনে আমি জুরাটা আলাদা করে দিছি কই দিন পারে এই জুরাটা এক সাথে দেব

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      পাশাপাশি রাখেন। ব্রিডিং কোর্স করান

  • @eshitanaznine6508
    @eshitanaznine6508 2 роки тому +1

    🐦🐦

  • @mdzafor5994
    @mdzafor5994 2 роки тому +1

    Pakhi jora newyar lokkhon dekhar poro ak sthe dile jora ney na. Er somadhan ki?

  • @Tuhin_jr._Editz
    @Tuhin_jr._Editz Рік тому +1

    ভাই আসসালামু আলাইকুম,,,,,,,,, ভাই আমি বাজিগার পাখি আনি একসাথে রাখে দিছিলাম ছয় দিন হবে এখন কি দুইটা জোড়া নিবে?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      সেমি এডাল্ট আনলে অবশ্যই একসাথে রাখবেন প্রব্লেম নাই

  • @mahimislam9644
    @mahimislam9644 2 роки тому +1

    Vaiya amar pakhi 2 ta 2 rokom 2 jater hoye gese. 1 mas hoye gelo jora khai nh. Mara mari kore.

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому

      দুইটা দুই রকম বলতে যদি কালার দুই রকম হয় তাহলে প্রব্লেম নাই। কিন্তু জাত আলাদা হলে প্রব্লেম। আলাদা জাতের জোড়া নেওয়াটা খুব রিয়ার। একই জাতের সাথে জোড়া দেন। যেহেতু এক মাসেও জোড়া নেয়নি তাহলে আর জোড়া নিবে না। আপনি এই ভিডিও ত দেখছেন এখন ব্রিডিং কোর্সের ভিডিও টা দেখেন। তাহলে এই দুই ভিডিও মিলে আপনি আইডিয়া পেয়ে জাবেন আর ইনশাআল্লাহ সেটা আপনার কাজে দিবে।

  • @AbulKashem-oo4dr
    @AbulKashem-oo4dr Рік тому +1

    এক খাচায় দুই জোরা বাজিগর পাখি পালন করা যাবে

  • @MouliMajumder-p3s
    @MouliMajumder-p3s Рік тому +1

    Vaia amar ato khacha nai to ami ki korbo😢 balo na 😢

  • @MegaTalkbox
    @MegaTalkbox Рік тому +1

    ভাইয়া আমার ৩ জোড়া পাখি আছে। এর ভিতর একটা কাপল(জেপি) জোড়া নিচ্ছে না।বাকি দুই কাপল নিছে আগেই। এখন মেল ৩ টা কে এক সাথে আর ফিমেল ৩ টা কে এক সাথে করে পাশা পাশি রেখে ব্রিডিং কোর্স করালে কি ভালো হবে? আর জেপি কাপল কি জোড়া নেবে?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      একসাথে একাধিক পাখিকে জোড়া দেওয়ার প্রসেস হচ্ছে ফ্রাইং কেজ। আপনার যেটা জোড়া নিচ্ছে না সেটাকে জোড়া দেওয়ার ট্রাই করেন। বাকি ২ জোড়া নাকি জোড়া নিয়েছে তাহলে ওদের আবার আলাদা করার দরকার নাই। জেপি টার বয়স কত,মেল ফিমেল ঠিক আছে কিনা এগুলো দেখে জোড়া দেওয়ার চেষ্টা করেন।

  • @soroghosh889
    @soroghosh889 2 роки тому +3

    ভাইয়া এক জোড়া পাখি কিনেছি কালকে ওর দোকানে ব্রীডিং করছিল বাড়িতে নিয়ে এসে চুপচাপ বসে আছে

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому

      পরিবেশের পরিবর্তনে পাখি ২/১ দিন চুপচাপ থাকে খাবারও কম খায়। এটা সমস্যা না। কিন্তু অন্য কোনকিছু হলে সমস্যা

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому

      আর পাখির দোকানী রা সত্য কথা কমই বলে।

  • @happycreator42
    @happycreator42 Рік тому +1

    ভাই আমার male পাখি ব্রিডিং করতে চাইছে কিন্তু মেয়ে পাখি চাচ্ছে না কিন্তু ওদের বয়স সেম

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      জোড়া ঠিকঠাক যদি নিয়ে থাকে তাহলে ব্রিডিং কোর্স করান

    • @happycreator42
      @happycreator42 Рік тому

      @@soukhinotartottho না জোড়া নেয় না

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому +1

      @@happycreator42 ei video ta dekhen and sei vabe jora dewyar try koren
      ua-cam.com/video/50Re0-DccBI/v-deo.html

    • @happycreator42
      @happycreator42 Рік тому

      @@soukhinotartottho thanks vai

    • @happycreator42
      @happycreator42 Рік тому +1

      @@soukhinotartottho onek to reply kore na but apni onek valo

  • @mrsparulbegum1704
    @mrsparulbegum1704 2 роки тому +1

    Jora nile valo

  • @md.mohsinmolla911
    @md.mohsinmolla911 Рік тому +1

    ভাই। আমার মেইল টাখিটা মারা গেছে। নতুন একটা আনছি। কিন্তু ২ মাস হলো জোড়া নিচ্ছে না।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      কম বয়সি আনছেন নাকি? যদি বয়স আর লিংগ ঠিক থাকে তাহলে ভিডিওতে বলা অনুযায়ী জোড়া দেওয়ার চেষ্টা করেন আর সাথে ব্রিডিং কোর্স করান বা শুধু E-Sell খাওয়ান তাহলে ইনশাআল্লাহ জোড়া নিবে।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      আর একটা কথা। মারা যাওয়ার সাথে সাথে অন্য পাখির সাথে জোড়া দেওয়ার চেষ্টা করলে কিন্তু জোড়া নিবে না। শোকটা সয়ে ওঠার সময় দিতে হবে পাখিকে।

  • @samihaq3295
    @samihaq3295 Рік тому +1

    ভাই ছেলে টার বয়স একটু কম হলে কি আলাদা খাচায় ১০/১৫ দিন রাখলে জোরা নিবে?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      বেশি বয়সের ফিমেল কম বয়সি মেল এর সাথে জোড়া নিতে চায় না। তারপরও ট্রাই করে দেখতে পারেন। যদি মেল ভালো মুডে থাকে তাহলে জোড়া নিতেও পারে।

    • @samihaq3295
      @samihaq3295 Рік тому

      @@soukhinotartottho মেল মুড এ আছে তবে ফিমেল কে ও খাওয়াতে গেলে মিল দিতে গেলে ও মারছে! ৮ দিন পাশা পাশি আলাদা করে রাখার পরেও এরকম

  • @letsfun0089
    @letsfun0089 Рік тому +1

    আমার একটি বাজরিগার পাখির কলোনি আছে। প্রত্যেকটি পাখির প্রায় ছয়-সাত মাস বয়স। তবুও তারা জোড়া নিচ্ছে না কেন?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому +1

      Koto jora pakhi ase? R 8 mas boyos hok than ki hoy dekhen. Apnr kolonir size koto.

    • @letsfun0089
      @letsfun0089 Рік тому +1

      @@soukhinotartottho আমার কলোনিতে ৫ জোড়া পাখি আচ্ছা। আর খাচা ৪ ফুট /৩ ফুট

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому

      @@letsfun0089 eta to flying cage holo.

    • @letsfun0089
      @letsfun0089 Рік тому +1

      দাদা এখন আমি কি করবো? কি করলে পাখি জোড়া নেবে, আর ওটা ৪ ফুট না,বাংলায় লিখতে গিয়ে ৮ এর বদলে ৪ লিখে ফেলেছি।খাচা ৮ ফুট লম্বা,৩ ফুট চওড়া আর ৫ ফুট উচ্চতা।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому +1

      @@letsfun0089 tahole to thik ase.

  • @asefahammod8078
    @asefahammod8078 2 роки тому +1

    ভাইয়া আমার বাজেরিগার জোড়াটার ফিমেল পাখিটা মারা যাবার পরে নতুন একটা ফিমেল এনেছি মেলের সাথে জোড়া দেয়ার জন্য।৬ দিন হয়েছে।মেলটা জোড়া নেয়ার জন্য শুরু থেকেই তেমন আগ্রহ দেখায়নি কিন্তু ফিমেলটা দেখাত।কিন্তু এখন ফিমেলটা মেলটাকে মারছে।এখন কী করব?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому +1

      যেহেতু মেলটার জোড়া মারা গেছে তাই অন্য ফিমেলের সাথে জোড়া এতো তাড়াতাড়ি নিবে না। মানুষের মত ওদেরো ত আবেগ অনুভূতি আছে ভাই।কিছু দিন গেব দিতে হবে। মেলটাকে একটু টাইম দিতে হবে। আপনি এক খাচায় রাখেন না। পাশাপাশি দুইটা খাচায় রাখেন ওদের। পাশাপাশি এক সপ্তাহ রাখার পর দেখেন কোন আগ্রহ দেখেন কিনা। এক সপ্তাহ পর আলাদা খাচায় রাখা অবস্থাতেই ব্রিডিং কোর্স করান। এর মধ্যে ইনশাআল্লাহ জোড়া নেওয়ার আগ্রহ দেখতে পারবেন। আগ্রহ দেখতে পারলে এক খাচায় দিবেন। আর পাখিদের বেশি ডিস্টার্ব করবেন না।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому +1

      ব্রিডিং কোর্সের ভিডিও চ্যানেলেই আছে। ওভাবে ট্রিক করে কোর্স করায়েন।

  • @Neno_ball
    @Neno_ball 2 роки тому +1

    আমি দুই টি খাঁচায় দুই টি পাখি রেখেছি। দুইদিন হয়েছে রেখেছি। কিন্তু মেয়ে পাখিটা ছেলে পাখির লাঠি ফেলে দেয়।

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому

      আলাদা খাচায় রেখেছেন তাহলে ছেলেটার লাঠি কেমনে ফেলে দিবে। আর লাঠি কেমন করে দিয়েছেন যে ফেলে দিতে পাচ্ছে। লাঠিটাও কিন্তু মেটিং এর জন্য খুবই জরুরী একটা জিনিষ। সুতারাং গোলাকার লাঠি দিয়েন না আর লাঠিটা অবশ্যই খাচার সিকের সাথে ভালভাবে আটকে দেন জেন নড়াচড়া না করে।

    • @Neno_ball
      @Neno_ball 2 роки тому +2

      পাখি বিডিং মুডে আছে কিনা কিভাবে বুঝব?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому +2

      @@Neno_ball ua-cam.com/video/RJkAvSANKH4/v-deo.html

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому +1

      @@Neno_ball video ta dekhen.

    • @Neno_ball
      @Neno_ball 2 роки тому

      কয়দিন রাখবো ৭ ১৫ ২০?

  • @jahanarabegam1408
    @jahanarabegam1408 2 роки тому +1

    ভাই মিটিং মানে কি বলুন

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому

      পাখির প্রজনন এর জন্য যেটা সবচেয়ে জরুরী সেটাই মেটিং। অর্থাৎ পাখিদের শারীরিক সম্পর্ক।

    • @jahanarabegam1408
      @jahanarabegam1408 2 роки тому +1

      ধন্যবাদ

  • @mdmotin6563
    @mdmotin6563 2 роки тому

    আমি তো আলাদা করে রেখে তারপর একসাথে দিছি,,,তাও ফিমেল টা কামরায় কেন,,,আমার আগের ফিমেল পাখিটা মারা গেছে, এখন নতুন টা আনার পর এইটা খাবার খায় কিন্তু পানি খায় না😭কি করব

    • @soukhinotartottho
      @soukhinotartottho  2 роки тому

      কয়দিন পাশাপাশি রেখেছেন? দুইটার বয়স ঠিক আছে কিনা সেটা লক্ষ করেন আগে। ভাই শীতকালে পাখি পানি কম খায়। পাখি সুস্থ আছে কিনা সেটা লক্ষ করেন। যদি সুস্থ থাকে তাহলে জোড়া নিবে অবশ্যই।

  • @tanjiazoha445
    @tanjiazoha445 Рік тому +1

    আমার পাখি আনার পরে জোড়া নিয়েছিলো।১ মাস হয়ে গেছে এখন ফিমেল পাখিটি মেল পাখি কে ঠোকোড় দেয়। খাবার খেতে গেলে, পাশাপাশি বসলে ঠোকোড় দিয়ে দূরে সরিয়ে দেয়। কি করবে এখন?

    • @soukhinotartottho
      @soukhinotartottho  Рік тому +1

      ফিমেলটার বয়স মনে হয় কম। যেহেতু জোড়া নিয়েছিল তাহলে এখন আলাদা না করেন না। ফিমেলকে মুডে আনার জন্য ই-সেল খাওয়াতে পারেন।

    • @MouliMajumder-p3s
      @MouliMajumder-p3s Рік тому

      Amar pakhir baccha ka anno akata maya pakhi marar chasta korcha ami ki korbo

  • @ahnaftahmid5281
    @ahnaftahmid5281 10 місяців тому +1

    ভাইয়া আপনার ফোন নাম্বার টা দেবেন

    • @soukhinotartottho
      @soukhinotartottho  10 місяців тому

      ভাই আপনার সমস্যাটা চ্যানেলে ঢুকে দেখেন ভিডিও পেয়ে যাবেন অথবা Birds Care: Food and Health অ্যাপ ইন্সট্রোল করেও দেখে নিতে পারেন। না পাইলে ফেচবুক পেজে নক দিয়েন

  • @f.f.my.gaming4758
    @f.f.my.gaming4758 Рік тому +1

    ভাই আমি আপনার সাথে পাখির বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই যদি হুয়াটসএপ নাম্বার বা যোগাযোগ নাম্বার দিতেন অনেক উপকার হতো