বাদশাহ ফয়সাল কেন পেট্রোডলার চালু করে আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছেন? | King Faisal Petrodollar

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • সৌদি আরবের বাদশাহ ফয়সাল ছিলেন অন্য বাদশাহদের তুলনায় একেবারেই ভিন্ন। অত্যন্ত ধার্মিক, সৎ এবং বিচক্ষণ হিসেবে তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। ফিলিস্তিনের জন্য ছিল তার অকৃত্রিম ভালোবাসা ছিল।
    ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধে আমেরিকা যখন ইসরায়েলকে সাহায্য করে, তখন তিনি তেলের দাম বাড়িয়ে এবং আমেরিকার উপর তেল অবরোধ দিয়ে আমেরিকার অর্থনীতি প্রায় ধ্বসিয়ে দিয়েছিলেন।
    কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এর মাত্র পাঁচ মাসের মাথায়, তেমন কোনো অর্জন ছাড়াই তিনি সেই অবরোধ প্রত্যাহার করে নেন। শুধু তাই না, আগের চেয়ে বেশি তেল উৎপাদন করে তেলের দাম কমিয়ে আনার চেষ্টা করেন। এবং এর কয়েকদিন পরেই আমেরিকার সাথে সেই বিখ্যাত পেট্রোডলার চুক্তি করেন, যেই চুক্তির কারণে ডলারই হয়ে ওঠে বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি। তার এই চুক্তির কারণেই আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং ধীরে ধীরে আমেরিকা একক সুপার পাওয়ারে পরিণত হয়।
    প্রশ্ন হচ্ছে, বাদশাহ ফয়সালের মতো এক সৎ, ধার্মিক এবং বিচক্ষণ শাসক কেন এরকম বিতর্কিত চুক্তি করেছিলেন? কেন বাদশাহ ফয়সাল পেট্রোডলার চালু করে আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তরই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে।
    তার আগে পেট্রোডলারের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন: • পেট্রোডলারের ভবিষ্যত ক...
    Timecode:
    0:00 ভূমিকা
    0:50 বাদশাহ ফয়সালের তেল অবরোধ এবং এর ফলাফল
    4:48 বাদশাহ ফয়সালের চিন্তাধারা
    7:12 বাদশাহ ফয়সালের কমিউনিজম-ভীতি
    9:21 সৌদ রাজবংশকে টিকিয়ে রাখার স্বার্থ যখন ফিলিস্তিনপ্রীতির চেয়েও বড়
    13:23 উপসংহার: বাদশাহ ফয়সাল কি ভালো ছিলেন, নাকি খারাপ?
    #সৌদি_আরব, #বাদশাহ_ফয়সাল, #পেট্রোডলার, #পেট্রো_ডলার, #King_Faisal, #1973_Oil_Embargo, #১৯৭৩_সালের_তেল_অবরোধ, #প্রেসিডেন্ট_নিক্সন, #হেনরি_কিসিঞ্জার

КОМЕНТАРІ • 54

  • @mozammelhossaintoha
    @mozammelhossaintoha  2 роки тому +7

    ভিডিওটি কেমন লেগেছে, বা আরও কী কী করলে ভালো হতো, কমেন্টে জানাবেন প্লীজ।

    • @tanvirmehedi5456
      @tanvirmehedi5456 2 роки тому

      বাদশাহ ফয়সাল কে তাহলে হত্যার কারন কি?

    • @grammardaily5915
      @grammardaily5915 2 роки тому +2

      সুন্দর আলোচনা। বাট আরেকটু ধীরগতির হলে বেটার হয়,ভাই..

    • @abdullahibnasheque
      @abdullahibnasheque 8 місяців тому

      Very informative and interesting

  • @shihabkhan7395
    @shihabkhan7395 7 місяців тому +1

    এক্সেট কোয়েশ্চেন্টার আন্সার অনেকদিন যাবৎ খুজতেছিলাম। অনেক ধন্যবাদ।

  • @shahporanbabar9174
    @shahporanbabar9174 2 роки тому +4

    ওভার অল ভালো লেগেছে, কিন্তু একটা বিষয় দৃষ্টিকটু লেগেছে। ভিডিওর মাঝখানে চ্যানেল সাবস্ক্রাইব করতে ও বেল আইকন প্রেস করতে বলাটা। এটা মুখে না বলে ভিডিওতে দেখিয়ে দিলে বিষয়টি আরো স্মার্ট হয়। ধন্যবাদ।

  • @mohammadnuralam5281
    @mohammadnuralam5281 7 місяців тому

    দারুন আগ্রহ নিয়ে আপনার চ্যানপল সব ভিডিও গুলো দেখব ইনশাআল্লাহ।

  • @abidrahman858
    @abidrahman858 2 роки тому +1

    তো'হা ভাই দুইবার দেখলাম,মন ভরেনা শুইতেই মন চায়,ইতিহাসের কথা গুলো এতটা গুছিয়ে বলেন আপনি বলেন,অসাধারণ উপস্থাপনা আপনার❣️❣️

  • @shovansharker4314
    @shovansharker4314 2 роки тому +1

    ভিডিও দেখার মাঝপথে এসে কমেন্ট করতে বাধ্য হলাম। অনেক জোস হয়েছে ভাই... অনেক শুভকামনা থাকলো...

  • @NilufarBegumBangladesh
    @NilufarBegumBangladesh 7 місяців тому +1

    All your videos are excellent.

  • @alyasaiffat9623
    @alyasaiffat9623 2 роки тому +1

    বোদ্ধাদের কমেন্টের মাঝে একজন সাধারণ মানুষের কমেন্ট:
    ভিডিও কোয়ালিটি-সাউন্ড কোয়ালিটি, যা ইচ্ছা করেন। শুধু ভিডিওর পরিমাণ বাড়লেই হলো। তথ্যগুলো জানতে পারলেই ভালো লাগে। আপনি খুব ভালোভাবে ‌প্রতিবেদন স্টাইলে তথ্যগুলো তুলে ধরেন।

  • @chemlab.i
    @chemlab.i Рік тому

    MashaALLAH osadharon explanation! 😊

  • @yeasinarafat9
    @yeasinarafat9 2 роки тому +1

    অসাধারণ লাগলো ভাই 💝💝💝
    অনেক কিছুই জানতে পারলাম, যা আগে জানতাম না।

  • @korbansteachingzone2485
    @korbansteachingzone2485 Рік тому

    very informative

  • @abuhasan274
    @abuhasan274 2 роки тому

    মাশা-আল্লাহ ভাই দারুণ হয়েছে

  • @nesaruddin4920
    @nesaruddin4920 Рік тому +1

    বর্ণনার ঢংয়ে যথেষ্ট নির্মোহ বজায় রাখতে চেষ্টা করা হয়েছে।
    যা খুবই চমৎকার এবং নান্দনিক একটা ব্যাপার।
    আরেকটু ধীরগতির হলে হয়তো আরও ভালো লাগবে।

  • @sudiptabhattacharjee2052
    @sudiptabhattacharjee2052 2 роки тому +1

    মধ্যপ্রাচ্যের রাজনীতি সম্পর্কে জানার আগ্রহ আমার অনেক। আর এজন্য আমি শুধুমাত্র একজন মোজাম্মেল হোসেন তোহা স্যারের উপরেই নির্ভর করি।

  • @LifeEssentials177
    @LifeEssentials177 2 роки тому

    Outstanding 💝

  • @e-assistant1617
    @e-assistant1617 8 місяців тому

    Keep uploading more analytical contents please. Thanks a ton!

  • @miftaulislam1224
    @miftaulislam1224 7 місяців тому

    Fine

  • @shihabkhan9087
    @shihabkhan9087 Рік тому

    Great❤️

  • @saifulislamrokon2716
    @saifulislamrokon2716 2 роки тому +2

    We want the review of the movie.

  • @reminraihankhan5933
    @reminraihankhan5933 Рік тому

    অসাধারণ অসাধারণ তোহা ভাই

  • @iliasmahmud5082
    @iliasmahmud5082 2 роки тому +1

    Valo hoysy....

  • @shorifhossain5727
    @shorifhossain5727 Рік тому

    ভালো লেগেছে

    • @mozammelhossaintoha
      @mozammelhossaintoha  Рік тому

      ধন্যবাদ। আশা করি আগামীকালের ভিডিওটাও ভালো লাগবে।

  • @belaljahida
    @belaljahida 8 місяців тому

    আরো ভিডিও চাই

  • @basmalahgfx4852
    @basmalahgfx4852 Рік тому

    thanks

  • @abdullahalmamun4686
    @abdullahalmamun4686 Рік тому

    অসাধারণ আলোচনা।

    • @mozammelhossaintoha
      @mozammelhossaintoha  Рік тому

      অনেক ধন্যবাদ। লাস্ট দুইটা ভিডিও দেখারও আমন্ত্রণ রইল।

  • @nahidreza3988
    @nahidreza3988 Рік тому

    Born a king এর English subtitle খুঁজে পাচ্ছি না, কেউ লিংক থাকলে শেয়ার করুন প্লিজ। ভিডিও টি অসাধারন হয়েছে

  • @belaljahida
    @belaljahida 8 місяців тому

    মুভির রিভিউ দেখতে চাই

  • @cmctravels
    @cmctravels Рік тому

    আর ভিডিও কই ভাই?

  • @shakilkhanins
    @shakilkhanins 2 роки тому +1

    Ummahar sathe sobtheke boro gaddary chelo ai chukti... saudi Arab akok vabe doller peye nijerder mosnod thik e tikiye rakhce sathe sathe india pakistan bangladesher Muslim der njerder das baniye rakhce. tk, gare ,bare, nare, sob e korece ai koto bochorey but muslim ummah niye tara kokonoi vabe nai aj o noy.., tara sudhu Americar golam, Allahor golam noy.. so apnk o blochi oder pokkhe jukti diye kono lav ney ora sudhu nijeder sartho e dekecen ummar sathhe gaddary kore. maaka madinar khadem jara tara kivabe ummar sathe gaaddary kore seta e saudi family dekiye diyeche.. R tader dhongso sonnikote..
    Saudi Arab er Riyadh theke bolchi ame Shakil.....

  • @125.imranurrahmanjewel6
    @125.imranurrahmanjewel6 2 роки тому

    সাউন্ড কোয়ালিটি,ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট এবং বাংলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লেখা আপনার ভিডিওগুলোকে আরো ভাল করবে। চ্যানেলটির নাম মিডলইস্ট বেসিস হলে আপনার ভিডিও কোয়ান্টিটি এক সময় কমে যাবে। দীর্ঘদিন আপনার লেখা পড়ে যা বুঝলাম আপনার স্পাই স্টোরি, বুক রিভিও,মুভি রিভিও নিয়ে ভাল দখল আছে। তাই আমার মনে হয় চ্যানেলের নামটি নিয়ে আরেকটু ভাবতে পারেন। আর আমার বিশ্বাস আপনি ইডিটিং,সাউন্ড ইফেক্ট এসব নিয়ে কাজ করলে কিছুদিনের মধ্যে আপনার চ্যানেলকে অন্য একটি মাত্রায় নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ

  • @jhshuvro
    @jhshuvro 2 роки тому +1

    ভালো হয়েছে। পুরাটা শুনলাম। পৃথিবীতে রাজনীতি আর ধর্ম সব সময় এক সাথে কাজ করে না। রাজনীতি রাজনীতিই। তবে ব্যক্তি রাজনীতিবিদকে ধার্মিক হতে হবে এটাই বড় কথা।

  • @rashedgazi5031
    @rashedgazi5031 2 роки тому +1

    আপনি ইউটিউবে নিয়মিত হোন। আপনার বর্ননা যদিও একটু কাটখোট্রা মানে নিউজ পড়ার মতো,তবে ইনফরমেটিভ।

    • @mozammelhossaintoha
      @mozammelhossaintoha  2 роки тому +1

      বুঝতে পারছি সেটা। ভাবছি চেহারা নিয়ে আসব কিনা। তাহলে হয়তো নিউজের স্টাইল কাটিয়ে আলাপের স্টাইল আনা সম্ভব হবে।

  • @mdmonnafhossen7614
    @mdmonnafhossen7614 2 роки тому +1

    Ummah Network এর মতো হালাল ব্যাকগ্রাউন্ড সাইন্ড, ইফেক্ট এড করে ইডিট করলে একদম প্রো হয়ে যাবে 🔥

  • @zakihasanifti2160
    @zakihasanifti2160 2 роки тому

    এই ফরম্যাটই ভালো। অনেক বেশি তথ্যবহুল মনে হয়েছে। এত কথা নাটক করে বলতে গেলে অনেক সময় নষ্ট হতো। ভিডিও দেখে শেষ করাই হতো না হয়তো।

  • @ruposredwan7954
    @ruposredwan7954 2 роки тому

    আরে ভাই আপনি ইউটিউব চ্যানেল খুলছেন আমি তো জানতামই না।
    একদিনে চ্যানেলের সব ভিডিও দেখা শেষ করলাম।😎
    লেখা সব সময় পড়ার ইচ্ছা করে না।তাই খুব উপকার হইল।
    আরে ভাই এই আইডিয়াটা পাইলেন কই?
    আপনার লেখা কপি করে কিছু ইউটিউবার ক্লাসলেস ভিডিও বানায়।😠
    তবে ভয়েসের জন্য যদি একজন ভালো লোক নিযুক্ত করেন তবে আপনি টপ ইউটিবারও হয়ে যেতে পারেন।✅

  • @arafathossain4309
    @arafathossain4309 2 роки тому +1

    সোহেল রানা ভাইয়ের চ্যানেলের মত সাউন্ড ইফেক্ট যোগ করলে আর ভিডিও গ্রাফিক্স আরেকটু ভালো হলে ভালো হয়। বিষয়টা হচ্ছে Voice of Dhaka বা বিশ্বের ইতিহাস ও রাজনীতি চ্যানেল গুলো এবং আপনার চ্যানেলও যা নিয়ে আলোচনা করে তার কন্টেন্ট এর জন্য মনকে তৈরী করতে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলে ভালো লাগে। কারণ টপিক গুলো রোমাঞ্চকর। Johny Harris বা anayet Chowdhury এর মত ভিডিও বানালে এই ধরনের কন্টেন্ট আমাদের বাংলাদেশের মার্কেটে কম খাবে বলে মনে হয়। ইন ফ্যাক্ট, জনি হ্যারিস যে সফ্ট সাউণ্ড ইফেক্ট যোগ করেন তা তার ভিডিও এর জন্য মনকে তৈরী করে। ভেবে দেখতে পারেন।

    • @mahadebd
      @mahadebd Рік тому

      Dear Brother , Music is totally HARAM in Islam.

  • @HabiburRahman-je6gq
    @HabiburRahman-je6gq 2 роки тому

    গরীবের পিনাকি ভূট্রাচার্য।