চিতলা ও আঙ্গারি | শেষ কথা | প্রতিকার পর্ব ১ (২০২৩ নতুন ফর্মুলা )

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • আজকের পর্বে আলোচনা করা হলো।
    ১) চিতলা ও আঙ্গারি রোগ নির্ণয়।
    ২) রোগ আসার সময়।
    ৩) প্রতিকার ।
    ৪) পরিচর্যা ।
    খুব সুন্দর করে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। আপনারা আগ্রহী থাকলে অবশ্যই ধর্যো ধরে দেখবেন।
    সমস্ত তথ্য সাজিয়ে গুছিয়ে বানাতে গিয়ে ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে গেছে। প্লীজ আপনারা বিরক্ত না হয়ে পুরো ভিডিও দেখুন। এবং সেই মত যদি কেউ ট্রিটমেন্ট করেন, আশাকরি উপকার পাবেন।
    তবে কপার জাতীয় ছত্রাকনাশক ব্যাবহার করার পর কিছু সতর্কতা আছে সেগুলো মেনে চলা বাধ্যতামূলক।
    🛑কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার ১৫-২০ দিন পর পান ভাঙা যাবে। তবে পান ভাঙার পর কোনো রূপ হওয়া খাওয়ানো যাবে না। প্রয়োজনে পান বাছার সময় প্রচুর জল ব্যাবহার করতে হবে এবং তা কাপড় দিয়ে সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। 🛑
    পরিচর্যা :
    A. মাটির গুণগত মান পরীক্ষা করা আবশ্যক।
    B. রোগযুক্ত বা রোগমুক্ত বাগান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
    C. রোগ বাগানের রোগ যুক্ত পাতা ও কাণ্ড বাগানের বাহিরে দূরে আবাবহৃত জায়গায় ফেলতে হবে এবং টা পুড়িয়ে নষ্ট করে দিতে হবে।
    D. ছাদ একটু ফাঁকা রাখা উচিত, যাতে গাছের সারা গায়ে রৌদ্র পড়ে।
    E. বর্ষার সময়ে, সাজা বা ভাটিতে সাদা পেপার ও ব্যাবহৃত মাটিতে কালো পাপের দিয়ে ঢেকে রাখতে হবে।
    F. অধিক রোগাক্রান্ত বরজ এ রোগ মুক্ত না হওয়া পর্যন্ত রাসায়নিক সার ব্যাবহার করা যাবে না।
    G. জৈব সারের উপর গুরুত্ব বাড়াতে হবে।
    H. ভেজের সময় সাজায় অল্প মাটি ব্যাবহার করতে হবে।
    I. বরজের ভিতরে বা বাহিরে জল সেচ ভালো রাখতে হবে। যাতে বরজ কাদা বা সেখানে সেখানে জল না জমে থাকে।
    J. মাসে একবার ব্যাবহৃত পুকুরের জলে চুন ব্যাবহার করতে হবে।
    💕লাইক, কমেন্ট, শেয়ার এবং subscribe আশা করছি।💕
    👉👉আমাদের লিংকস গুলো
    📱WhatsApp : chat.whatsapp....
    🌐চ্যানেলের লিংক : / banglarpanchas
    #betelleaf #fungicides #panchas #pankikheti #banglarpanchas #chemicalfarming

КОМЕНТАРІ • 38