ইস্কন ব্যান করল প্রভুপাদজীকে? কেন? অমোঘ প্রভুর পর এবার ব্যানড স্বয়ং প্রতিষ্ঠাতা প্রভুপাদজী?

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @paponmondol9042
    @paponmondol9042 Рік тому +22

    এইটা সেই রামকৃষ্ণ যে কালী মায়ের মানসপুত্র। মা যার কাছে নিজে এসে দর্শন দিত....আর এই মহামানবের সম্পর্কে এমন কটুক্তি করার যোগ্যতা লীলা প্রভু কেন গোটা ইস্কনের নেই

    • @tapansana4345
      @tapansana4345 17 днів тому

      মা দর্শন দিতে পারে না।

  • @বাংলাদেশীসুঅর

    স্বামী বিবেকানন্দ যে স্কুলের প্রিন্সিপাল,রামকৃষ্ণ ঠাকুর সেই স্কুলের মালিক আর এই সব প্রভু, আমোদ প্রমদ সেই স্কুলের নার্সারী স্কুলের ছাত্র!🙏🏼

    • @animabiswas3913
      @animabiswas3913 Рік тому +6

      Darun bolechhen

    • @papiyalaha866
      @papiyalaha866 Рік тому +4

      Ajogo student

    • @suchetachowdhury5117
      @suchetachowdhury5117 Рік тому +3

      ভীষণ সুন্দর বলেছেন, অব্যর্থ সত্যি

    • @goutamchatterjee6763
      @goutamchatterjee6763 Рік тому +7

      না । বিবেকানন্দের বিদ্যালয়ের ছাএ হলে এইসব কথা বলতেন না ।

    • @snehasishchakrborti5645
      @snehasishchakrborti5645 Рік тому +3

      you are right my child
      God shree Ramkrishna bless you

  • @basude4330
    @basude4330 Рік тому +418

    প্রভু পাদের উপর একটা উচ্চ ধারনা ছিল কিন্তু এখন দেখছি উনি স্বামীজীর উপর ভয়ঙ্কর রূপে ঈর্ষান্বিত ছিলেন। কোথায় বিবেকানন্দ আর কোথায় প্রভুপাদ!

  • @tapankumarpande72
    @tapankumarpande72 Рік тому +23

    শ্রীচৈতন্যদেবের নিজেরই বলা -অন্য ধর্ম অন্য দেব হিংসা না করিবে। কিন্তু দুঃখের বিষয় ইসকন এর অনেকেই অন্যের নিন্দা করে থাকেন। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন। আপনাকে সাধুবাদ জানাই যুক্তি পূর্ণ অথচ উদার মন্তব্য পরিবেশনের জন্য। নমস্কার।

    • @sitanithdas2945
      @sitanithdas2945 Рік тому +2

      হরে কৃষ্ণ। ইসকন অন্য ধর্মের নিন্দা করে না। অধমের নিন্দা করে।

    • @tapankumarpande72
      @tapankumarpande72 Рік тому +3

      @@sitanithdas2945 কে অধম আর কে উত্তম তা নির্ণয় করার আমি আপনি কে দাদা? আর ইসকন এর সবাই যে নিন্দুক তাও নয়। সারা বিশ্বে তারা ঈশ্বরের নাম প্রচার করছে। তবুও হিন্দু হয়ে অন্য হিন্দুর নিন্দা শুনেই এর রকম মন্তব্য। আমরা তো সবাই তাকেই নানা নামে ডাকছি, অথবা খুঁজছি।

    • @SunilSarkar-o2u
      @SunilSarkar-o2u 6 місяців тому +1

      প্ৰথমত আপনার ধৰ্ম কি তাৱ ধারনা নেই।
      ইসকন‌ বিধৰ্মীদেৱ নিন্দা কৱে।

    • @gauribanerjee1803
      @gauribanerjee1803 6 місяців тому

      Iskcondeshersatruspy

  • @ashisdutta8932
    @ashisdutta8932 Рік тому +3

    বিবেকানন্দ হিন্দুধর্ম কে বিশ্বের দরবারে যে ধর্মিয় চেতনার ব্যখ্যায় ও মূল বক্তব্যে " যত মত তত পথ " এর পর কারও বলবার কিছুই থাকে না । তবে প্রভুপাদজীর মন্তব্যের সমর্থক না হলেও বলব সারা দুনিয়ায় হিন্দুধর্ম কে প্রভুজী অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন । আমারা ভুল না ধরে প্রত্যেকের বিশাল কর্মকান্ড কে সন্মান জানাই ।

  • @shivshakti2679
    @shivshakti2679 Рік тому +189

    দারুণ দাদা। স্বামীজি সম্পর্কে এতটুকু অসভ্যতা আমরা সহ্য করবো না।

    • @bulenchandradas9776
      @bulenchandradas9776 Рік тому +1

      কি করবে

    • @allinone5869
      @allinone5869 Рік тому

      ​​@@bulenchandradas9776র্তমান সমাজে এই সব পরভোজী গোসাই গুলি ধর্মের নামে ব্যাবসা চালাচ্ছেন এগুলোর বিরুদ্ধে সবাইকে জাগ্রত করতে হবে । এই সব গোসাই নিজের শিষ্য ও নাম বারানোর জন্য কত কিছুই না করছেন ।

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Рік тому

      ​@@bulenchandradas9776আগে তোকে ল্যাংটো করে কেলাব গেঁড়ে চোদা

    • @shivshakti2679
      @shivshakti2679 Рік тому +1

      @@bulenchandradas9776 জেনে আপনি কি করবেন?

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому +2

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

  • @pradipdasgupta1069
    @pradipdasgupta1069 Рік тому +266

    রামকৃষ্ণ বিবেকানন্দ ও মা সারদা আকাশের মতো উদার ও বিশাল, কোন সম্প্রদায়ের বিরূপ প্রতিক্রিয়া তাঁদের উজ্জ্বলতা ম্লান করতে পারবে না।

    • @became83
      @became83 Рік тому

      রামকৃষ্ণ মিশন খৃষ্টান মিশনে পরিনত হয়েছে বৌদ্ধ দের দালাল এ পরিনত হয়েছে , এদের বয়কট করা উচিৎ সনাতনী দের।

    • @theHealthrelatedinformation
      @theHealthrelatedinformation Рік тому +1

      তুমি কিছুই জানো না

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Рік тому

      @@theHealthrelatedinformation তুই বাল বেটা সব জানিস ??

    • @arghahalder166
      @arghahalder166 Рік тому +4

      আপনার মগজ এর বিকাশ কামনা করি।

    • @somnathde2007
      @somnathde2007 Рік тому +6

      @@arghahalder166 Apnartao ami kamona kori :)

  • @yellow555gamingyt8
    @yellow555gamingyt8 Рік тому +198

    গীতাতে যত মত তত পথ আছে। কর্ম যোগ। জ্ঞান যোগ, ধ্যানযোগ, রাজ যোগ।
    শিব রূপে জীব সেবা এটাই স্বামীজীর আদর্শ।

    • @spiritualityandfitness
      @spiritualityandfitness Рік тому

      Gita Bhagavān Kṛṣṇa ,protyek ti adhyay ke alochona korechen,otheb joto mata tato pata ukti ti thik ache udaar drshiti te dekhle ...

    • @bulenchandradas9776
      @bulenchandradas9776 Рік тому +13

      গীতার কতো অধ্যায় কতো নাম্বার শ্লোকে যত মত তত পথ আছে একটু কৃপা করে বলুন তো দেখি ❓

    • @spiritualityandfitness
      @spiritualityandfitness Рік тому +15

      @@bulenchandradas9776 Gita Chapter 4,verse 11 ta khulun bujte parben

    • @dipankarchaudhury1868
      @dipankarchaudhury1868 Рік тому +1

      Ashadharan ashadharan🙏🙏🙏

    • @spiritualityandfitness
      @spiritualityandfitness Рік тому +1

      @@dipankarchaudhury1868 Kichu bolchen amake?

  • @dipalisensharma7319
    @dipalisensharma7319 3 місяці тому +1

    শুধু জামশেদ জী টাটা বিবেকানন্দ কে ঠিক চিনেছিলেন। তার উপদেশ মতেই উনি টাটা কম্পানি খুলেছিলেন । আমি মনে করি বিবেকানন্দের উপদেশ গুলো সঠিক ভাবে মানা উচিত ।

  • @Sudipta-Roy-1990
    @Sudipta-Roy-1990 Рік тому +93

    প্রভুপাদ একজন সংকীর্ণ মানুষ ছিলেন। ISKCON ছাড়া তার মূর্তি কোথায় দেখাও যায় না, কেউ মেনেও চলে না। কিন্তু স্বামীজি, রামকৃষ্ণ, শ্রীমা সারদা , অরবিন্দ, রবীন্দ্রনাথ সর্বত্র পূজ্যতে।

    • @opinionatedhuman8378
      @opinionatedhuman8378 Рік тому +5

      Amra shiridi vakto, kintu amar bandhu Iskon e jai, aaj je vabe sanatan dharma baire spread hoeche seta kintu iskon er karone, apnara valo kore khoj nin.

    • @Sudipta-Roy-1990
      @Sudipta-Roy-1990 Рік тому +13

      @@opinionatedhuman8378 সবার আগে স্বামী বিবেকানন্দ করেছিলেন।

    • @krishnamazumder3843
      @krishnamazumder3843 Рік тому

      ​@@opinionatedhuman8378তুমি ঠিক করে খোঁজ নাও কে প্রথমে Sanatan ধর্ম spread করেছেন... স্বামী বিবেকানন্দ...তাছাড়া iskcon যে সনাতন ধর্ম কে ভুল ভাবে ছড়াচ্ছে তা বর্তমানে জানতে বাকি রাখে না... একটু খোঁজ নিয়ে দেখো তাহলে হয়তো iskcon এর মধ্যের নোংরামি, ও iskcon প্রভুদের অসৎ চরিত্র স্পষ্ট বুঝতে পারবে । iskcon কিছুই না শুধু ধর্মের মাধ্যমে ব্যবসা করছে । R tai hoito amar tomar moto manus er brainwashed hoche

    • @Meenakshi-Sharma
      @Meenakshi-Sharma Рік тому

      😂😂😂😂😂😂😂😂

    • @Meenakshi-Sharma
      @Meenakshi-Sharma Рік тому +8

      @@Sudipta-Roy-1990 😂😂 কী করেছিলেন ??? কোনো এক অবদান বলুন ত দেখি ! যখন তিনি বেঁচে ছিলেন তখন কী করেছিলেন !! খালী বক্তব্য আর ভাষণবাজী ছাড়া কি যে কোরেফেলে ছিলেন বিবেকানন্দ ?? ধুম্রপান আর মাছ খাবার ছাড়া কি যে কোরে ছিলেন ???

  • @priyashribag7808
    @priyashribag7808 Рік тому +107

    সূর্য কে দেখার জন্য আমরা মোমবাতি নিশ্চই জ্বালবো না, শীল প্রভুপাদের মাধ্যমে আমরা স্বামী বিবেকানন্দকে বোধহয় জানবো না। শীল প্রভুপাদ সম্পর্কে না জানার ফলে যেটুকু শ্রদ্ধা ছিলো, সেটুকু ও আর ধরে রাখা গেলো না। (আপনার বক্তব্যে)

    • @proproot
      @proproot Рік тому +2

      Hmm

    • @somnathde2007
      @somnathde2007 Рік тому +6

      Ekta audio o sunlam Pravupad er. Rep and woman nie. tarpore r kono point i roilona amaro onar opare.

    • @sujanknath9374
      @sujanknath9374 Рік тому

      বিবেকানন্দ হলো বুভুক্ষ অসহায় জনগণের ভগবান 😂😂

    • @pinkukhan1369
      @pinkukhan1369 Рік тому +1

      Ender karor madhome karokhe janar dorkar ki prokito bhoto manush der , sudhu matro Bhogoban r kothai sadharon manush der janar, bojhar dorkar seita ender modhe je kono adhatik jogoter manusher kach thekei jante pari amra o sobai janbe , sudhu dikbhrosto bhokto ra ei dol oi dol korbe , enara je bhogo baner kotha gulo bolen o eto dike dike tar kothai prochar kore sonan sei kotha gulo chere die manush Ruper Bhogobaner prochrok der niei alochona , somalochona , dorod, obhokti , bhokti , niei more pore roilo , asol chere nokol niei pore rolo , era to keui ei sob Swsmi ji, Ramkrishna deb o Sril Probhu padh er paer kure aguler o ek kona dhuloro joggo noe, tobu mukh nere alochona ,somalochona abar dola doli, chiii chi chiii .

    • @tapasmallick4580
      @tapasmallick4580 Рік тому +2

      Kto baro GADHA Hale Avipad Halder GITTA r ei explan kre.

  • @parthadhar9221
    @parthadhar9221 Рік тому +22

    আমি খুব মনোকষ্টে ছিলাম আমার একমাত্র পথপ্রদর্শক স্বামীজি কে যে আলোচনা করেছেন তার পর থেকে। নিজের সাথে সদাসর্বদা নিজেকেই হারিয়ে ফেলছিলাম। আজ আপনার পোস্ট টা দেখে নিজেকে খুব ভালো লাগছে, হালকা লাগছে ও সমৃদ্ধ ও হলাম বটে। ধন্যবাদ , কৃতজ্ঞতা ও নমস্কার নেবেন।

    • @SunilSarkar-o2u
      @SunilSarkar-o2u 6 місяців тому

      এত ঘাবৱালে কি চলবে, স্বামিজীৱ কি আৰ্দশ তা হলে।
      মদ, মাংস আৱ ল্কাব

  • @ramkrishnaparua2911
    @ramkrishnaparua2911 Рік тому +56

    ইস্কনের গীতা পড়লে দেখা যায় প্রতিটি শ্লোকের ব্যাখ্যাতে অনুবাদকারীর সবজান্তা ভাবের অহঙ্কার প্রকাশ পেয়েছে।স্বল্প জ্ঞানের পরিসীমায় থেকে বলতে পারি,"মামেকং স্মরণং ব্রজ" তে পৌঁছতে হলে "যত মত তত পথ"- ই তো উপযুক্ত,তা তো গীতার প্রতিটি অধ্যায় প্রমান।

    • @proproot
      @proproot Рік тому

      Hmm,takei smaran korte hobe.Ebar je poth diye korben korun.Etai 'jot9 mot toto poth'

    • @opinionatedhuman8378
      @opinionatedhuman8378 Рік тому

      Khata paikhana o ekta path, apni thik bujhechen

    • @oniichann-gaming
      @oniichann-gaming Рік тому +1

      Ekdom , amaro rag dhore bayakhaa gulo dekhle . Asol bekkha theke besi nijer mot e bolechen Shri Probhubad

    • @biplabmondal9699
      @biplabmondal9699 Рік тому

      Very true, in Prabhupad’s eye everyone else Rascal and fool other than himself and his followers. Whenever he was asked about any other well respected Indian personalities bigger than him, he referred him either as fool or rascal and that the tradition some of his followers carrying with them and feel themselves proud as a uplifted Hindu and “সব জ্যান্তা” prabhu ji

  • @SouravPramanik3
    @SouravPramanik3 Рік тому +4

    আমি এই বিতর্কের শুরু থেকেই ভাবছি শ্রীল প্রভুপাদের‌ও স্বামীজীর সম্পর্কে একই কথা ছিল যা অনেক সুচারুভাবে অমোঘলীলা উপস্থাপন করেছেন কিন্তু এই নিয়ে কেউ কথা বলছে না কেন। আপনি খুব‌ই খেটেছেন এত তথ্য সংগ্রহ করতে তা স্পষ্ট। অনেক ধন্যবাদ এত ভালো উপস্থাপনার জন্য।

  • @debashisdas1970
    @debashisdas1970 Рік тому +14

    স্বামীজি যা বলেছেন একদম সত্যি। জীব যদি নাই থাকতো, ভগবানের আরাধনা বেকার হতো।

  • @Maths_By_PanditSir
    @Maths_By_PanditSir Рік тому +158

    সনাতন ধর্ম সত্যি খুবই বিশাল , এবং বৃহদ!! সকল বৈষ্ণব , শৈব , শাক্ত সকল ধারা একত্রিত হলে তবে সনাতন ধর্ম সম্ভব।

    • @BiswajitMondal-tm2yc
      @BiswajitMondal-tm2yc Рік тому

      Etai ke bojhabe....
      enar nijeder Shrestha proman korte giye onnoder choto koren...

    • @bikram512
      @bikram512 Рік тому

      ua-cam.com/video/6drkgTCfktU/v-deo.htmlsi=x_sk_cYV-fSIf9ZP

    • @anantahansda4184
      @anantahansda4184 Рік тому

      Ekdom ঠিক bro

    • @tamalbhattacharya8819
      @tamalbhattacharya8819 5 місяців тому

      আপনার কথা সত্য।কিন্তু সনাতন ধর্মের এত ভাগ একজন অপর কে সহ্যও করতে পারে না।একজন অপর এর প্রসাদ গ্রহণ করে না। এতো মত যে আমরা নিজেরাই বর্তমানে দিশা হিন। প্রণাম স্বামী বিবেকানন্দ।

  • @samarroy2360
    @samarroy2360 Рік тому +158

    আমরা সনাতনী রা নিজেদের মধ্যে সমালোচনা করতে ভালবাসি। এই জন্য আমাদের এই অধপতন।

    • @abhijitsinharoy697
      @abhijitsinharoy697 Рік тому +4

      True

    • @sandybow1
      @sandybow1 Рік тому

      Eta odhopoton ke bolle?
      Alochona chai, torko chai, nahole sobai goph kamie dari ghulie borkha pore, chop chop squire e giye gola kat'tam sobar.

    • @doctornag8346
      @doctornag8346 Рік тому

      গুরু হলেন জ্ঞানের আলো দানকারী কিন্তু কতজন গুরু শ্রীমদ্ভগবদগীতা ও পরমাত্মা পরমেশ্বরের মহানাম পৃথিবীতে পৌছে ছেন, এটা একমাত্র জগত গুরু শ্রীলা প্রভুপাদের ও ইস্কনের জন্য‌ই সম্ভব হ‌য়েছে, আর অন্যরা তো জ‌য় গুরু তেই সীমাবদ্ধ ,না আছে শ্রীমদ্ভগবদগীতার প্রচার না আছে বেদের প্রচার শুধু জয় গুরু জয় গুরু বলেই এভাবেই যাচ্ছে, আর শিষ্যগন কিছু না বুঝে সবকিছুতেই জ‌য় গুরু জয় গুরু বলে যাচ্ছে আর পরমাত্মার মহানাম নিতে পারছে না পবিত্র গ্রন্তের বিষয়ে কিছুই জানছে না ও অন্ধ ঋ্বীত্বিকরা প্রচার করছে না ও তারা নিজেই জানে না, এভাবেই সনাতন ধর্মের প্রচার হচ্ছে না, সনাতন ধর্মের প্রচার করতে হলে শ্রীমদ্ভগবদগীতা গীতা ও পরমাত্মা পরমেশ্বরের মহানামের প্রচার করা জরুরি,তখন ঈশ্বরের মহানামের জন্য সনাতন ধর্মের প্রচার হবে,
      হরে কৃষ্ণ

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому +9

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

    • @Meenakshi-Sharma
      @Meenakshi-Sharma Рік тому +1

      আমরা নেতাদেরকে স্বামী ভেবে ওদেরকে সম্মান করি, এটাই আমাদের মূর্খতা । বিবেকানন্দ কে মিডিয়া তিয়েরী করেছে । নচেৎ, তিনি একজন সাধারণ স্তরের মানুষ । বিবেকানন্দ কোনো শন্ত মহাত্মা ছিলেন না, মাত্র আমেরিকায় বক্তব্য ছাড়া কোনো বিশেষ অবদান নেই ।

  • @santanudey2880
    @santanudey2880 Рік тому +64

    শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দ হলেন এক এক জন সূর্য। আর, সূর্যকে দেখার জন্য টর্চের প্রয়োজন হয় না।

    • @k2hbroken477
      @k2hbroken477 Рік тому +1

      Sri Krishna Chai Bola Surya Otha
      Sri Krishna Jodi Mone Korto Je Suriya Ke srishti e korbana tokhon surya r srishti r hoto na param guru param vagaban Sri Krishna ar opora kono vogoban hoyna r kay hobaona jokhon ai srishti chilo na tokhon sri Krishna chilo jokhon srishti thakbena tokhon o 1 jon thakba seta holo sri Krishna 💙

    • @sujatabanerjee7049
      @sujatabanerjee7049 Рік тому +4

      Srikrishna Bhagban sabai jane. 🙏
      Kintu srikrishna darshan lav kar hoeche seta jana prayojon.
      SriRamakrishna kripa te asankhyo Bhokto-sadhak der Krishna darshan lav hoechilo/hoe cholechhe

    • @chitrasarkar3453
      @chitrasarkar3453 Рік тому +4

      অন্ধকে torch দিলেও লাভ হয় না।

    • @pradiptamukherjee1750
      @pradiptamukherjee1750 Рік тому

      @@k2hbroken477 আরে বাপু কৃষ্ণ কে মহাপ্রভু কে অস্বীকারের জায়গা কোথায়? সেতো সবাই জানে। কিন্তু ইসকন আর প্রভুপাদ টা কে? তেনাদের পুরো বৈষ্ণব কুলের হয়ে কথা বলার অধিকার কে দিলো???

    • @became83
      @became83 Рік тому

      রামকৃষ্ণ মিশন খৃষ্টান মিশনে পরিনত হয়েছে সনাতনী দের উচিৎ রামকৃষ্ণ মিশন কে পরিত্যক্ত ঘোষণা করা,বৌদ্ধ দের দালাল।

  • @subirhandal679
    @subirhandal679 Рік тому +2

    আমরা অনেকেই প্রভুপাদ সম্পর্কে ঠিক জানি না। কিন্তু এখন ক্রমান্বয়ে প্রভুপাদের গীতার অপব‍্যাখ‍্যা ও বিবেকানন্দ - রামকৃষ্ণ সম্পর্কে অসম্মানজনক বিবৃতিগুলি জনসমক্ষে আসছে। আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের থেকে কখনই প্রভুপাদকে বড় বিবেচনা করি না। বস্তুতপক্ষে সূর্যের কাছে ছোট্ট লণ্ঠণের আলো যতটুকু রামকৃষ্ণ বিবেকানন্দের সামনে প্রভুপাদ ততটুকুই।

  • @sandipandasgupta7599
    @sandipandasgupta7599 Рік тому +51

    "লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিলো। যেমনি নামা অমনি গলে গেল। খপর আর কে দিবে?" শ্রী শ্রী কথামৃত।

    • @proproot
      @proproot Рік тому +1

      Darun.
      Kothamrito ei juger jonno sreshtho boi.

  • @romaprosadhalder689
    @romaprosadhalder689 Рік тому +11

    এবার থেকে, ইস্কন মন্দিরে মন্দিরে নোটিশ টাঙানো উচিত,"কেবলমাত্র নিরামিষ আহারের দর্শনার্থীদেরই প্রবেশাধিকার আছে।"
    তাহলে,আমিষ আহারের দর্শনার্থীদের অযথা টাকা-পয়সা খরচ হয় না ইস্কন মন্দিরের জন্য (Donations,Books,Photos, Tulsimalas, Guest House rents,etc.)।

    • @mritunjoysarkar6300
      @mritunjoysarkar6300 4 місяці тому

      জীবে দয়া করে যেই জন সেই জন সে সেবীছে ঈশ্বর

    • @patrapurnashis
      @patrapurnashis Місяць тому

      আমার মনে হয় প্রভুপাদজি বিবেকানন্দের ধর্মীয় চেতনার ভাবধারা যথার্থ উপলব্ধি করার অবকাশ নিজেকে দেননি এতটাই নিজেকে প্রতিষ্ঠানের কাজে মগ্ন রেখেছিলেন। স্বামীজির সম্মন্ধে এরূপ উক্তি ভালো না লাগলেও এটাও ভেবে দেখি যে প্রভুজিও অনেক ভালো কাজই করেছেন। যাই হোক সমস্ত জ্ঞানী লোকের মাতাদর্শন এক নাও হতে পারে - দুজনেই বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে গৌরম্বিত করেছেন এটাই সবচে বড় কথা - সাধারণ মানুষের এ নিয়ে সাংবাদিকতার বিন্দু মাত্র উপকারিতা, প্রয়োজনীয়তা কোনোটাই নেই - কারণ তাঁর যা ছিলেন তাই আছেন এবং থাকবেন।

  • @thecapsi2157
    @thecapsi2157 Рік тому +11

    রাস্কেলের মতন প্রতিষ্ঠান ইস্কন

  • @gopalkumar3752
    @gopalkumar3752 Рік тому +2

    রামকৃষ্ণ এবং স্বামীজী সম্বন্ধে এইসব কথা সোনার পরেও এদের প্রতি রেস্পেক্টফুল comments কিভাবে সম্ভব বুঝতে পারলাম না

  • @pritymaity5838
    @pritymaity5838 Рік тому +31

    আমি একজন বৈষ্ণব কিন্তু আমিও স্বামীজী আর রামকৃষ্ণ দেব কে সম্মান করি 🙏সেই ছোট থেকেই 🌼😊

    • @somnathde2007
      @somnathde2007 Рік тому +1

      Etai to asol Sanatoni. স্বামীজী o রামকৃষ্ণ onara to je jar mot pothe thik theke gavirotay jate jete pare tar kothai bole jeten. Karon onara to bare bare bolechhen jevabei agao eki lokhhe pouchhobe. kintu pothta purota travel karte hobe. kakhhono kakhhono emono manush asten sansar chhere onader sathe jog dite chaiten. kintu jnara asten keu keu sansar er jala jantrona theke palie palie berachhen aj je pothe aste chaichhe ta upolobdhi na kore aschhe se kal jakhhon dekhhbe natun potheo cholar modhhe samossa achhe se abar anno kothao palie jabe. emon vabe poth cholle sei destination e se pouchhobe ki kore. tai jatokhhan na thik thak poth take bujhhte para jay ba upolobdhi kora jay tatokhhon na agrosor haoai valo. R ekbar ta upolobdho hole ta purno travel korle tabe purnota luv kora jabe.

  • @suryaduley583
    @suryaduley583 Рік тому +100

    স্বামীজিকে আমি আমার আদর্শ মনে করি ওনার ব্যাপারে কিছু হলেও জানি , অন্যদিকে ভগবান শ্রী কৃষ্ণের এক ক্ষুদ্র ভক্ত মনে করি নিজেকে । কিন্তু গীতার কর্মযোগ পড়লেই পরিষ্কার হয়ে যাই যে তিনিও বলে গেছেন কর্মই সব কর্ম ছাড়া কিছু হয়না 😊 অর্থাৎ স্বামীজীর সেই বাণী।

  • @smoitracivil
    @smoitracivil Рік тому +55

    আপনার মত শোনার অপেক্ষায় ছিলাম। হিন্দিতে একটা ভিডিও হলে খুব ভালো হতো। এই বার্তা সারা ভারতে পৌঁছানো দরকার।

    • @ALLinNATURE
      @ALLinNATURE Рік тому +2

      Yes plz..sobar janar dorkar

    • @gangsub68
      @gangsub68 Рік тому +2

      I am in agreement of your opinion. But besides Hindi, this should be propagated in Internationally accredited Language - English to throw light upon the ignorant and to those radicals.

    • @sumitanandy3077
      @sumitanandy3077 Рік тому +2

      Satti ei muhurte eta khub darkar, ei video I Hindi te darkar, Pranam neben 🙏Joy Thakur 🙏

    • @aspirants44
      @aspirants44 Рік тому

      Ekdom...

    • @aspirants44
      @aspirants44 Рік тому

      Ekta hindi te video hole khub valo hoy 🙏🙏🙏

  • @KausaniMukherjee
    @KausaniMukherjee Рік тому +65

    জয় শ্রীগুরু 🙏
    অপূর্ব ব্যাখ্যা...🙏
    "কৃষ্ণ কালী শিব রাম,,
    ভিন্ন কভু নয় রে এরা,,
    মনের বিকার সব একাকার,
    বোঝে না, যারা আঁখি হারা"।
    ~ শ্রীশ্রীঠাকুর ভবাপাগলা🙏

    • @bishnupadabiswas1360
      @bishnupadabiswas1360 Рік тому

      শত্রু,মিত্র,সুহৃদ,মধ্যস্থ, উদাসীনে।
      দ্বেষ্য,ধর্মাত্মা,পাপীকে দেখে সমগুণে।।
      সমভব মনস্ক ব্যক্তি শ্রেষ্ঠ প্রকৃত।
      ব্রহ্মে নিবেদিত চিত্ত তাহার মুখ্যত।।
      শ্রীমৎ ভাগবত গীতা। ৬/৯

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому +2

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

  • @ashisbanerjee6095
    @ashisbanerjee6095 Рік тому +19

    আপনি বলছেন যত মত তত পথ এটা স্বামী বিবেকানন্দের,❌, না এটা ভূল এটা রামকৃষ্ণ এর বানী

    • @srabanbanerjee7590
      @srabanbanerjee7590 8 місяців тому

      Vivekananda chilen ramkrisner disciple. To problem ki ache bhai? Onnaye to onnayei . Onnaye k dhakar jonno nanarokom kayda folanor chesta koprcho naki?

  • @AnathChakraborty
    @AnathChakraborty 2 місяці тому +1

    বিবেকানন্দ ভারতের উন্নতি জন্য সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে গেছেন।আর প্রভুপাদ একটা হিন্দু সম্প্রদায়ের অবনতির জন্য কুসংস্কার ছড়িয়েছে।

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 Рік тому +53

    জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর এটাই সবার মূলমন্ত্র হওয়া উচিত

    • @gitashilsharma2360
      @gitashilsharma2360 Рік тому +10

      জীবে যদি এতই প্রেম, পাঠার গলা , মুরগির গলা, মাছের গলা কেটে খান কি করে । এসব বড়ো বড়ো কথা বলতে লজ্জা হয় না, ফালতু সব

    • @sukhendukuila
      @sukhendukuila Рік тому

      ​@@gitashilsharma2360 ভাই, জীব হত্যা সকলেই করে, আমিও করি আর আপনিও করেন। তফাত শুধু এই যে কেউ আকারে বড়ো জীব খায়, কেউ আকারে ছোট জীব খায়।

    • @sanghamitramajumdar8759
      @sanghamitramajumdar8759 Рік тому +7

      জগদীশচন্দ্র বসু বলেছেন গাছের ও প্রান আছে , তাহলে তো গছ পাতা ফল সব্জী খাওয়াও অন‍্যায় ...... তাই না ?

    • @gitashilsharma2360
      @gitashilsharma2360 Рік тому

      জগদীশ বসু তো একজন সামান্য মানুষ, শাস্ত্রে বলেছে শাক পাতাই মানুষের খাদ্য ।শাক পাতা খেলে মানুষের পাপ হয় না । শাস্ত্র পড়ুন, গীতা পাঠ করুন সব উত্তর পেয়ে যাবেন । শাক পাতা কাটলে ছটফট করে, রক্ত বের হয় । রক্ত মাংস খায় হিংস্র জন্তু জানোয়ারেরা, আর রাক্ষস । এই বার বুঝে নিন আপনি কাকে কি বলবেন ।

    • @Learner.8
      @Learner.8 Рік тому

      Jar joto chetona tar bedona toto besi ..gache katle gacher koster theke patha k katle pathar kosto besi hoy bolei mone hoy...😊

  • @suryaduley583
    @suryaduley583 Рік тому +134

    আপনার শেষের দিকের কথা গুলো শুনে নিজেকে খুব ছোট মনে হলো জানেন 😢 সত্যিই আমি বৈষ্ণব হতে পেরেছি কিন্তু সনাতনী হতে পারিনি 😑 তবে আজ আপনি আমার মতো হাজারো কৃষ্ণ ভক্তদের দিব্যচক্ষু খুলে দিয়েছেন 😊 অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤😊

    • @parthadey6479
      @parthadey6479 Рік тому +4

      Choto Mone korar kono karon nei.

    • @joyguru7822
      @joyguru7822 Рік тому +25

      বিবেকানন্দ কে জানতে হলে আপনাকে কয়েক শো পুরুষ জন্ম গ্রহন করতে হবে

    • @parthadey6479
      @parthadey6479 Рік тому +8

      @@joyguru7822 apni ek jonmei ki kore jene galen ?

    • @sasdasbd
      @sasdasbd Рік тому +8

      @@joyguru7822 তা আপনি কয় পুরুষের স্মৃতি ধারণ করে বিবেকানান্দকে জেনেছেন ? একটু বলবেন?

    • @abcabc5310
      @abcabc5310 Рік тому +2

      ​@@joyguru7822আইছে জ্ঞানী 🤣😂

  • @desientertainers9706
    @desientertainers9706 Рік тому +146

    I am nastik...but i love ramkrishna swamiji..because of their ideology❤❤❤❤

    • @knowtoknowledge6327
      @knowtoknowledge6327 Рік тому +1

      নিজের বাবা মায়ের ডিএনএ পরীক্ষা করিয়ে যাচাই করে নেবেন ওনারা আপনার বাবা মা নিজের বাবা মা কিনা কারণ নাস্তিকরা প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না। ছোটোবেলায় তো আপনার অতটা জ্ঞান ছিল না জেনে গেছেন হয়তো কেউ চিনিয়ে দিয়েছেন যে এটাই আপনার বাবা মা।

    • @goldisold3612
      @goldisold3612 Рік тому +3

      অনেক অনেক ধন্যবাদ।❤

    • @yellow555gamingyt8
      @yellow555gamingyt8 Рік тому +15

      নাস্তিক বলে কিছু হয় না। সবাই কিছু না কিছুতে বিশ্বাস করে। শক্তিতে যার বিশ্বাস আছে সে আস্তিক। শক্তি আর সত্তা এক আলাদা নয়।

    • @AmbabatiKayal-y6w
      @AmbabatiKayal-y6w Рік тому +2

      How many species are there in the 🌍 world Only not man here who have the life what swamiji say about animals

    • @sumitanandy3077
      @sumitanandy3077 Рік тому +1

      🙏🙏❤️❤️

  • @rubaisaha7229
    @rubaisaha7229 Рік тому +1

    আপনার ভিডিও আমি প্রথম দেখলাম । শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শ্রীল প্রভুপাদ-র বিভিন্ন উক্তি আপনি বিভিন্ন তথ্য থেকে বিশদ ভাবে তুলে ধরেছেন । ভালো হল এই যে শ্রীল প্রভুপাদ-র সম্বন্ধে ধারণা হল । আপনি খুব সুন্দর ভাবে সত্য তুলে ধ'রে আমাদের চোখ খুলে দিলেন ।
    বিভিন্ন শাস্ত্র বিষয়ে আপনার জ্ঞান অতুলনীয় ।
    আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে । ভালো থাকবেন ।

  • @rashedjalal7347
    @rashedjalal7347 Рік тому +68

    অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন শিবপ্রসাদজী।আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি অনেক দিন হয়েছে।স্বামী বিবেকানন্দের গ্রন্থ পড়ে আমার ধার্মিক জীবন শুরু হয়েছে বলা যায়।প্রভুপাদের বক্তব্য শুনে শকড হলাম।🙏❤️🇧🇩

    • @nikhilpaul7941
      @nikhilpaul7941 Рік тому +7

      probhupad is a spoiled person . So, his followers are also so.

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

  • @papay6248
    @papay6248 Рік тому +45

    ধর্মীয় সীমাবদ্ধতার বাইরে বেরিয়ে যখন তৎকালীন বাস্তবতার আলোতে স্বামীজী কে দেখবেন, সেদিন ওনার স্বরূপ উপলদ্ধি করতে পারবেন তার আগে নয়।

    • @tanmoymondal5721
      @tanmoymondal5721 Рік тому

      Eta dekhbe ki kore..oi UP r kichhu portion achhe jara aajo ki khabo ki karbo kore berai...Amogh Lilla nijer barir culture ii tule dhorechhe Iskon ke hatiyar kore...ogulor sikhar kano mullaya achhe naki

    • @pabitrabiswas5681
      @pabitrabiswas5681 Рік тому +6

      আধ ছটাক মগজসম্পন্ন ব্যক্তি কি করে স্বামীজি কে মাপতে পারবে!!

    • @proproot
      @proproot Рік тому

      Tateo sompurno bojha jabe na.
      Swamiji nijei bolechilen,take bujhte hole tar moto ekjon ke lagbe

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

  • @bratindrabhattacharya4377
    @bratindrabhattacharya4377 Рік тому +37

    স্বামীজী প্রভুপাদ সম্বন্ধে কী বলেছেন জানেন?
    সেই একই কথা: যত মত, তত পথ।
    স্বামীজী কাউকে রাস্কেল বলেননি।

  • @mrdipongkor
    @mrdipongkor Рік тому +1

    স্বামীজিকে বুঝতে গেলে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের আরও গভীর জ্ঞান, গভীর আধ্যাত্মিকতার অর্জন করতে হতো।

  • @tdas12
    @tdas12 Рік тому +1

    Thanks!

  • @artistdiliproyjeet8299
    @artistdiliproyjeet8299 Рік тому +33

    জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর ❤️❤️ স্বামীজিকে সহস্র কোটি দন্ডবোধ প্রণতি❤️

    • @became83
      @became83 Рік тому

      বিবেকানন্দ জীবে প্রেম কি ভাবে করলো,সে তো নিজেই জীবকে হত্যা করে খেতেন, প্রভু পাদ ই সত্যি,হরে কৃষ্ণ

    • @sitanithdas2945
      @sitanithdas2945 Рік тому

      হরে কৃষ্ণ। ধর্মের সবচাইতে উত্তর উপদেশ। কিন্ত বিভেদ হচ্ছেএকজন বৈষ্ঞব সমস্ত জীবকে ভালবাসে। কিন্তু মাঠের ভক্ত মানুষ জীবন ভালবাসে আর অন্য জীবের মাংস ভোজন করে। সত্যি কিছু বলার নেই।

    • @anantahansda4184
      @anantahansda4184 Рік тому

      বৈষ্ণব ও তো চন্দন গাছ কেটে তিলক লাগাই কেনো? এবার হয়তো বলবে চন্দন গাছ তো প্রুভূপাদ নিজের হাতে কাটেনি তাহলে স্বামীজিও মাছ খেয়েছেন ঠিকই কিন্তু নিজের হাতে মাছ কাটে নি। তাহলে তো প্রভুপাদ কে তিলক লাগাতে বন্ধ করতে হবে।

  • @jkdeb3822
    @jkdeb3822 Рік тому +45

    Prabhupada is simply not comparable to swami vivekananda.
    I hold Vivekananda in the highest esteem. He is India personified.

    • @raay411
      @raay411 Рік тому +3

      এইসব পাদের জন্মই হত না বিবেকানন্দ না থাকলে

    • @ANIRBANCONSERVATIONIST
      @ANIRBANCONSERVATIONIST Рік тому +1

      But Sri Aurobindo also was against the service of man as a tool for spiritual realisation. Sri Aurobindo contends that by this logic serving myself is enough because God is also within me. Researchers have found that Vivekananda was heavily influenced by Christian concept of charity.

    • @RadharamanaDasa
      @RadharamanaDasa Рік тому

      Exactly
      Srila Prabhupada's knowledge is way higher

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 10 місяців тому +1

      ​@@RadharamanaDasafor people like you

  • @kuntalsamadder9685
    @kuntalsamadder9685 Рік тому +49

    করুণা হয় যে বিবেকানন্দ কে জানতে পারে নি তাই সন্মান ও কর তে শেখে নি
    '""যত মত তত পথ ""💖🇮🇪💖🇮🇪🙏

    • @somnathde2007
      @somnathde2007 Рік тому +1

      '""যত মত তত পথ ""

    • @indrajitdevsharma4129
      @indrajitdevsharma4129 Рік тому

      করুণা হয় তোমাদের মত আবালদের কথা শুনলে। তোমাদের ঘাড়ের চরেই তো শান্তি কামিরা পশ্চিম বংগে শান্তির বিচ বেশি করে ফলাচ্চে। অপেক্ষা কর তোদের এই যত মত তত পথের লেজে আগুন লাগাতে বেশি সময় তারা নেবে না।

    • @biswanathsaha637
      @biswanathsaha637 Рік тому

      ​@@somnathde2007?????????

    • @anantahansda4184
      @anantahansda4184 Рік тому

      জয় স্বামী বিবেকানন্দ এর জয়

  • @santanuguha7181
    @santanuguha7181 Рік тому +1

    ঠাকুর ও কথামৃতে বারবার বলেছেন
    ঈশ্বরকে ভালোবাস। শুধু তাঁকেই চাও, স্কুল হাসপাতাল অনাথ আশ্রম
    এইসব চেও না। এইসব রাজ্য শাসকদের কাজ। তোমরা শুধুই তাঁকে চাইবে। কৃষ্ঞ হচ্ছেন ঈশ্বরের
    অবতার তিনিই মোক্ষ দেবেন। মা
    ভবতারিণীকে ডাকলে এটি সহজেই
    হয়। এটাই রামকৃষ্ণ দেবের শিক্ষা।
    মতামত ব্যাক্তিগত।

  • @abhisekchatterjee7268
    @abhisekchatterjee7268 Місяць тому +1

    I advise the derogatory remarks made by IISKON towards Ramkrishna and Vivekananda to be brought to the notice of The Supreme Court and strict action should be taken against them .

    • @binoykumarsingha5307
      @binoykumarsingha5307 Місяць тому

      @abhisekchatterjee7268 Yes so that the preaching of Hare Krishna be stopped in all over the globe. Am I right?

  • @SampaSen
    @SampaSen Рік тому +18

    আপনি কথাগুলো একদম ঠিক বলেছেন। আমিও ইসকন এবং ইসলাম এর ফিলোসোফির মাঝে কিছুটা মিল খুঁজে পাই। রাম কৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দ আমার পরম গুরু, এবং আমি যেদিন ভারত যাবো সেখানে বেলুর মঠ থেকে রাম কৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিব। আশীর্বাদ করবেন যেন সেখান থেকেই আমি দীক্ষা নিতে পারি। প্রণাম দাদা 🙏।

  • @rinadutta6012
    @rinadutta6012 Рік тому +48

    ঠাকুর,মা, স্বামীজী যারা তোমাদের নামে এমন বাজে মন্তব্য করেছেন তাদের তোমরা সুমতি দিও আর ক্ষমা কোরো জয় স্বামীজী জয় রামকৃষ্ণ জয় মা

    • @soumenjana2636
      @soumenjana2636 Рік тому

      Apni je boishab oporadh korchen .tate apnar ma ramkrishna Vivekananda keu banchate asbe na

    • @usertiyu_3
      @usertiyu_3 Рік тому +1

      Bhagavad Gita 7.20 says:
      Kamais tai stair hrta-jnanah
      Prapadyante ‘nya-devatah
      tam tam niyamam asthaya
      prakrtya niyatah svaya
      TRANSLATION :
      Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own nature.
      .....................................................................................................................................................................................................................................
      HERE YOU GO . IF YOU FOLLOW : " JOTO PATH TATO MATH " .THEN ACCORDING TO THAT LOGIC YOU ALSO CAN WORSHIP THE DEMIGODS .AND THE ABOVE QUOTE FROM THE BHAGVAD GITA CLEARLY REFUTES IT

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

    • @brindabanbairagya5234
      @brindabanbairagya5234 Рік тому

      beauty made to another language brother

  • @gopasengupta6982
    @gopasengupta6982 Рік тому +38

    কথাটা বিবেকানন্দ বলেন নি। রামকৃষ্ণদেব বলেছেন।সব ধর্মের অন্য ধর্মকে সন্মান করা উচিত । এই বোধ তো একজন প্রাজ্ঞ জনের জানা উচিত।

    • @real-nightmare
      @real-nightmare Рік тому

      Hmm, দেশভাগের সময় পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা অন্য ধর্মের মানুষদের থেকে যা সন্মান পেয়েছে, তা সত্যি সন্মানের?

    • @srabanbanerjee7590
      @srabanbanerjee7590 8 місяців тому

      @@real-nightmare Deshbhag r somoy WB k purbopakistan r muslim der attack r theke bachiyechilo shakto tantrik somprodayer gopal patha. Tokhon to sobkota vaishnav er pechoner holud beriye gechilo.

    • @srabanbanerjee7590
      @srabanbanerjee7590 8 місяців тому

      @@real-nightmare Deshbhag r somoy srela prabhupad ar vaishnav gulo hinduder bachayeni kno. Pechon gutiye chilo kno?

    • @srabanbanerjee7590
      @srabanbanerjee7590 8 місяців тому

      @@real-nightmare Vivekananda ar Ramkrisner somoy Deshbhag hoyni.

  • @nilanjon6888
    @nilanjon6888 Рік тому +2

    বাল্মাকী রচিত রামায়ণ এবং বেদব‍্যাস রচিত মহাভারতের শ্লোকগুলিতে বিভিন্ন ঘটনায় আমিষ ভক্ষন ও মদ‍্যপান নিয়ে কি বলা আছে যদি উল্লেখ করেন খুব ভালো হয়। অনুরোধ এর ওপর একটা Video বানান। আজ মানুষের সত‍্যটা জানার খুব দরকার। আপনার content গুলি যদি বাংলার সাথে হিন্দি/English এ করেন তাহলে অন‍্য ভাষার মানুষেরাও জানতে পারবে সত‍্যটা কি ছিল।🙏🙏

  • @sougatachakraborty5240
    @sougatachakraborty5240 2 місяці тому +1

    Swami Vivekananda is not only a great spiritual person also a great social reformer....I respect him

  • @pradipkumarpanja1381
    @pradipkumarpanja1381 Рік тому +1

    প্রত্যেকের পৃথক মত পোষণ করার অধিকার আছে ।তাই প্রভুপাদ কে বিরূপ সমালোচনা করা ঠিক নয় ।

  • @sikhasinha6544
    @sikhasinha6544 Рік тому +20

    যারা মতামত জানাবেন তাদের কাছে আবেদন স্বামী বিবেকানন্দ কে বড় করে অন্য জনকে ছোট করবেন না, তাহলে তো আমরা ও এক ই পথের পথিক হলাম।

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

    • @anupamsarkar9998
      @anupamsarkar9998 Рік тому +4

      @@jitendranath2535 Dada, keu Krishna lav korle tar mentality ei rokom faltu hote pare na, mone rakhben প্রভুপাদ jodi sothik kotha gulo bole jeten tahole ajke enake ban kora hotona

    • @animeshdebnath1237
      @animeshdebnath1237 Рік тому

      ​@@jitendranath2535কূপমন্ডুকতার পরিচয় দিলেন

    • @ShampaPaul-fv7yc
      @ShampaPaul-fv7yc Рік тому

      @@jitendranath2535 আপনার কৃষ্ণ ভক্তি অনেকটাই ইসলামের আল্লাহ ভক্তির মত।শুধুমাত্র তাকেই ডাকতে হবে।আর সব বেকার

    • @elephant3963
      @elephant3963 Рік тому

      ​@@jitendranath2535
      একই কথা copy paste না করে নিজের উপলব্ধির কথা লিখুন।
      আপনার কৃষ্ণ দর্শন হয়েছে?????

  • @AsitDas25-l1q
    @AsitDas25-l1q Рік тому +38

    আগে সনাতন তার পর বৈষ্নব আগে গীতা তার পর ইসকন ।গীতায় বলা কৃষ্ণের মত আগে তার পর কারো ব্যক্তিগত মত।

  • @HimadriBaidya-d2q
    @HimadriBaidya-d2q Рік тому +8

    শ্রীরামকৃষ্ণ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ আমি হৃদয় দিয়ে ভালো বাসি

    • @Paromitapromi
      @Paromitapromi 7 місяців тому

      এনারাই শিখিয়ে গিয়েছেন ধর্ম, বর্ণ, নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে একই দৃষ্টিতে দেখতে৷

  • @uchchoisroba
    @uchchoisroba Рік тому +2

    মানুষ যখন আপনাকে বেশী দাম দেবে বা গুরুত্ব দেবে সেই গুরুত্ব দেওয়া টিকেও যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে হয় নতুবা আকাশ চুম্বী বৃক্ষের মতোই ভূলুণ্ঠিত হয়ে গড়াগড়ি দিতে হয় এটি ই বিশেষ সনাতনত্ব, জয় হিন্দ....

  • @harekrishna2291
    @harekrishna2291 Рік тому +1

    Sastro te eta lekha nei je sakto o soibo ra mansho kheleo noroke jabe na. Hare Krishna Hari bol 👍🙏😀

  • @vivo-fortolifeforce6761
    @vivo-fortolifeforce6761 Рік тому +82

    We are all devotees of Sri Krishna. It is not necessary to know of Sri Krishna through someone like Prabhpad. We can know of Him through Bhagavad Gita and Bhagavatam.

    • @RoniChatterjee29
      @RoniChatterjee29 Рік тому +5

      What a said sir !!

    • @neershah4467
      @neershah4467 Рік тому +6

      Please respect prabhupad , after disrepecting a great vaishnav knowing krishna is impossible , be sorry krishna will forgive and edit the above comment .

    • @Bharatkhand77
      @Bharatkhand77 Рік тому +13

      @@neershah4467prabhupad was a rascal biggest Vaishnav Rascal ..

    • @vrindadevidasi1103
      @vrindadevidasi1103 Рік тому +5

      ​@@Bharatkhand77
      You have made your destiny to the darkest region of hell
      Durwasa muni although offended Ambrish maharaj but was saved due to being resentful for his act against great vaishnava
      You have no hope...

    • @shivshakti2679
      @shivshakti2679 Рік тому +1

      Absolutely true 🙏

  • @rajibchatterjee9923
    @rajibchatterjee9923 Рік тому +11

    হিন্দি তে এটা হলে ভালো হতো

  • @kishalaymukherjee9657
    @kishalaymukherjee9657 Рік тому +1

    Bes sundor juktijukto alochona korechen...dhonyobad🙏🙏

  • @parthaseal5517
    @parthaseal5517 Місяць тому

    কী সুন্দর ব্যাখ্যা করলেন।
    আমার প্রণাম গ্রহন করবেন।

  • @pradiptamukherjee1750
    @pradiptamukherjee1750 Рік тому +31

    খুবই ভালো লাগলো আপনার আলোচনা। আসলে বিদেশিরা ধর্মটাকে ব্যবসা হিসেবে দেখেন। ওই যেমন রজনীশ " অশো" ভোগের কথা শুনিয়েছিলেন। ইসকন আমেরিকান কর্পোরেট একটা সংস্থা। তেনারা বিবেকানন্দ কে বুঝবেন কী করে?? জয় স্বামীজি🙏

  • @conceptrixjayanta3650
    @conceptrixjayanta3650 Рік тому +57

    এত বিচলিত হওয়ার কিছু নেই। নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখুন। সব কালেই সব মনীষীদের বিরুদ্ধ মত ছিল - আজও থাকবে। অবান্তর কিছুই নয়।🙏🙏🙏

    • @tarundas1082
      @tarundas1082 Рік тому

      মনীষী আলাদা আর পুরুষোত্তম আলাদা, পুরুষোত্তম আদর্শ পুরুষ , তাদের বাক্য পালনীয়। শ্রদ্ধেয় প্রভুপাদজী মনীষী বা পুরুষোত্তম, কেউই নন, উনি ইস্কনের প্রতিষ্ঠাতা পুরুষ , নিষ্ঠাবান পুরুষ , শ্রদ্ধেয় পুরুষ । তবে ওঁনার কথা শুনে সেটাকে পুরুষোত্তমের বাক্যের সাথে মিলিয়ে নিতে হবে ।

    • @harekrishna2291
      @harekrishna2291 Рік тому

      vivekanand o tar gurur moto lokeder bhogoban Krishna ki bolechen...
      ভগবদ্গীতা 7.15 কপি
      মূর্খ, দুষ্ট, মানুষের মধ্যে সবচেয়ে নিচু তারা আমার আশ্রয় নেয় না।
      অলীক শক্তি দ্বারা তাদের জ্ঞান থেকে বঞ্চিত হয়ে তারা পৈশাচিক প্রকৃতি গ্রহণ করেছে। 15
      শব্দার্থবিদ্যা
      না না; ম্যাম-আমার; dushkritin: - মন্দ; moodha: -মূর্খ; প্রপাদ্যন্তে - আশ্রয় নেওয়া; নার-অধম:-পুরুষদের মধ্যে সর্বনিম্ন; মায়া-মায়া দ্বারা; অপহরণ - চুরি করা; জ্ঞান: - জ্ঞান থাকা; asuram - অসুর; ভবম-প্রকৃতি বা মেজাজের প্রতি; অশ্রিতা:-স্বীকৃত।
      অনুবাদ
      দুষ্ট যারা মূর্খ, যারা মানুষের মধ্যে সর্বনিম্ন, যাদের জ্ঞান মায়া হরণ করেছে এবং যারা অসুরদের নাস্তিকতার অধিকারী তারা আমার আশ্রয় গ্রহণ করে না।

    • @chirantan17biswas
      @chirantan17biswas Рік тому +4

      বিরুদ্ধে থাকা টা অপরাধ নয়, তবে অপরকে অপমানজনক ভাবে তাচ্ছিল্য করাটা প্রকৃত সাধু পুরুষের লক্ষণ নয়।

    • @pritisarkar6227
      @pritisarkar6227 6 місяців тому

      Darun bolechen apni

  • @subirkumarmondal6781
    @subirkumarmondal6781 Рік тому +45

    আমি একজন সনাতনী, তবে বৈষ্ণব না। আমি সকল দেব দেবীকে মান্য করি। তবে শ্রী কৃষ্ণ আমার আইকন।
    এর অর্থ কিন্তু এটা নয় আমি স্বামী বিবেকানন্দের বা শ্রীশ্রী রামকৃষ্ণের ভক্ত নয়।
    অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এনাদের বই পড়াশোনা করি এবং এদের কে ঈশ্বর হিসাবে মান্য করি।
    কোনো ধর্মকে ছোটো করে দেখা উচিত নয়। এই জন্যই ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ।
    সত্যি বলছি, অতি সুন্দর ব্যাখ্যা। আপনাকে নমন করছি। এবং গোড় ইস্কন বাদীদের সবিনয়ে অনুরোধ আপনারা অমোঘ লীলা প্রভৃর সমর্থন করে আর ভিডিও বানানোর চেষ্টা করবেন না। তাহলে আরো অপমান হবেন।
    জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ এবং জয় গীতা।

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому +3

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

    • @Karmakarsayantan
      @Karmakarsayantan 4 місяці тому +1

      ​@@jitendranath2535 lecture deoa ektu Kom kore Swamiji ke porun dekhben oi somudre hariye gechen, ar thakur shudhu shakto non sorbo sidho chilen emon kono sadhona nei ja uni koren ni, apnader prabhupada je building er chader niche bose bose ai sob koreche sei building tar nam Swami Vivekananda, ar swam shiv ninda kora, adi shakti Kali ke shree krishner dasi bola prabhupada er moton manush der oto mapte lage na, mukher bhasai jothesto, apnader prabhupada jerokom ninda shikhiyeche iskcon seitai kore jache ar nijer toiri kora bikrito geeta prochar kore jachen dibbi.. prabhupada Krishna tatwa labh koreche ai sob golpo onno jaygay deben, je ekbar Krishna tatwa labh korbe/sidhi hobe, se tokhon shiv ar Kali tatwer swad bujhte parbe, tader opoman korbe na... Ar ha ma Sarada sommonde apnar gyan sunno agen janun uni ke, tarpor bujhte parben

    • @Gopika-d6u
      @Gopika-d6u 2 місяці тому

      ​@@KarmakarsayantanTo Adisakti er pita dokhho o vogoban shree Narayan er sadhok chilen mathay rakhben

  • @AnathChakraborty
    @AnathChakraborty 2 місяці тому +1

    বিবেকানন্দ এর পদ সেবা করার যোগ্যতা প্রভূপাদের নেই।

  • @amitmanna9370
    @amitmanna9370 Рік тому +1

    খুব ভালো লাগলো, খুব সুন্দর ব্যাখ্যা তবে একটা জিনিষ বলবো রামকৃষ্ণ বা বিবেক । নন্দ এদের কোন convesetion আপনার কাছে আছে কি নেই তো কারণ কি?? আর শ্রীল প্রভুপাদ র আছে তার কর করেন ব্যাখ্যা করতে সুবিধা হলো ।
    আজ কর পূজা গোটা বিশ্ব করছে তার কারণ কে এক বার চিন্তা করুন।

  • @bimalroy4779
    @bimalroy4779 Рік тому +36

    শুধু কৃষ্ণ নাম করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না সবাই কে ভালো বাসতে হয় ।আর কয়েক জন ফিরিঙ্গী নাচিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় কৃষ্ণ ভক্ত হওয়া যায় না ।যত বড়ো মন্দির করেছেন তত বড় মন করুন জীবের সেবা করুন শ্রীকৃষ্ণ আপনাদের ভিতরে অধিষ্ঠান করবেন।

    • @nittanondatrofdar7621
      @nittanondatrofdar7621 Рік тому

      Apni kato baro krishno vokto

    • @sujitshill4555
      @sujitshill4555 Рік тому +2

      জীব কে কাটিয়ে খেয়ে জীব কে প্রেম করা বলা হয় কি

    • @bulenchandradas9776
      @bulenchandradas9776 Рік тому +1

      ​@@sujitshill4555o ma go se mato balona ll. Amar bhitarer bibek nei bole jib mere kete khai r jibe daya sudhu mukhe boli r ananda pai 🤫

    • @sumanhasdaofficial2679
      @sumanhasdaofficial2679 7 місяців тому

      জয় স্বামি বিবেকানন্দের জয়

  • @-rupkotharkolom9302
    @-rupkotharkolom9302 Рік тому +26

    আপনাকে ধন্যবাদ। Iscon এবং প্রভুপাদ কে সন্মান করতাম। কিন্তু ভুল ধারণা ভেঙেছে। আপনি একটা খাঁটি কথা বলেছেন। তাদের সাথে ইসলাম ধর্মের মতাদর্শের মিল আছে।
    অন্যের মতাদর্শকে ছোট করা সনাতন ধর্মের আদর্শ নয়। অহংকার পতনের কারণ।

    • @tivo3720
      @tivo3720 Рік тому

      Ar ... Ramkrishna mission er Nabi puja and Jesus puja?

    • @sumankumargiri6448
      @sumankumargiri6448 Рік тому +6

      আমারও Iskcon এর আদর্শটাকেই খেলো মনে হয়। এরা মানুষের মনে প্রকৃত আধ্যাত্মিক চেতনা প্রসারের পরিবর্তে ধর্মব্যবসা কেই অধিক প্রাধান্য দেয়।

    • @-rupkotharkolom9302
      @-rupkotharkolom9302 Рік тому

      @@tivo3720 আমি রামকৃষ্ণ মিশনের অনুগামী নই। কিন্তু বিবেকানন্দ আমার অন্তরে রয়েছেন। তাঁর সম্পর্কে কুরুচিকর বক্তব্য করার যোগ্যতাই নেই এই সব অমোঘ না কে আছে তার। পায়ের ধুলোর যোগ্য না। যারা নিজের আদর্শ কে সর্বশ্রেষ্ঠ মনে করে এবং অন্যের আদর্শ কে আদর্শ বলেই মনে করে না তাদের আসলে কোনও আদর্শই নেই।
      "যত মত তত পথ " বোঝার জন্য মস্তিষ্ক লাগে যেটা ওদের নেই।

    • @prosenjitrajbongshi8529
      @prosenjitrajbongshi8529 Рік тому +1

      আপনারা যারা যত মত ততো পথে আছেন,,তাদের জানি কৃষ্ণ সুবুদ্ধি দেয় এবং আরো একবার জানি কৃষ্ণ পাদপদ্মে স্থান পাওয়ার সুযোগ পায়।

    • @-rupkotharkolom9302
      @-rupkotharkolom9302 Рік тому

      @@prosenjitrajbongshi8529 আর আপনারা যারা ভগবান নিয়ে ব্যবসা করছেন। স্বয়ং কৃষ্ণকে নিয়ে ব্যবসা করছেন। আধ্যাত্মিক চিন্তার থেকে দূরে চলে যাচ্ছেন, ভগবান যেনো আপনাদের ক্ষমা করে দেন।
      যত মত তত পথ বলেই আজ মোবাইল এ বসে এত কিছু লিখতে পাচ্ছেন। কারণ বহু মানুষের বহু মত, বহু গবেষণার পর ওই যন্ত্রটি হতে পেয়েছেন। কোনো প্রভু এসে ওটি আপনাকে দেননি। অবশ্যই যত মত তত পথ।

  • @kumudroy7322
    @kumudroy7322 Рік тому +16

    আপনারা এবার এই বিতর্ক বন্ধ করুন ৷ কোন
    সাধকের উচিত নয় অন্য সাধকের সমালোচনা
    করা ৷ আপনারা নিজ নিজ সাধনায় এগিয়ে যান ৷

    • @samircscs3145
      @samircscs3145 Рік тому +3

      Vai ara onno sadhur vulniye dhuti kandhe niye name r musmimra J boner Shari khule niche Seta dekhe na. Onek dukho hoy ai vondo sonatonider dekhe.

    • @smondal4206
      @smondal4206 Рік тому

      👌Support you 🙏🙏

    • @sanatanmeaning
      @sanatanmeaning Рік тому

      Hain tarpor toh apni Mutton খোসা khete parben Taniye 😄 Chicken Biryani Shuru houk are বিতর্ক বন্ধ হোক নাকি?

    • @bihongkollogov
      @bihongkollogov Рік тому

      এটা বিতর্ক নয়। এটা যুদ্ধ। যারা রামকৃষ্ণ বিবেকানন্দের সমালোচনা করে তারা সাধক? সেই প্রতিষ্ঠান এইবার ধুলুণ্ঠিত করার সময় এসেছে

  • @DebasishGhosh-o4f
    @DebasishGhosh-o4f Рік тому +1

    Darun logical, sob Tai darun hoeche.. talented

  • @fitnessbrotheramit
    @fitnessbrotheramit Рік тому +1

    Isconer proti akrash ghrina roilo

  • @omasirbad137
    @omasirbad137 Рік тому +17

    ঈশ্বর আমাকে ক্ষমা করুন , নৃসিংহ অবতার ধরে নারায়ন প্রয়োজনে হিরণ্য কসিপুর পেট চিরে নাড়িভুঁড়ি মুখের ভিতরে নিয়ে ছিলেন , তিনি একজন ও একাকার । জয় নারায়ন, জয় রামকৃষ্ণ দেব জয় বিবেকানন্দ দেব । ক্ষমা করে দিও আমায় । ।

  • @ketakimukherjee5694
    @ketakimukherjee5694 Рік тому +6

    স্বয়ম্ ভগবান শ্রীকৃষ্ণ ও হাসছেন। জয় ঠাকুর জয় মা স্বামীজী 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺❤❤❤🌹🌹🌹🌿🌿🌿🍃🍃🍃

  • @sumanabanerjee3087
    @sumanabanerjee3087 Рік тому +58

    যত মত তত পথ দেখিয়ে ঠাকুর যে রাম সেই কৃষ্ণ তিনিই যা বলেছেন সেই সত্ব শান্তির প্রতীক। ঠাকুরের সাধনা আর সাধারন মানুষের সাধনা এক নিশ্চই না।

    • @gitasreedutta6442
      @gitasreedutta6442 Рік тому

      Swamiji somporke provupader nitantoi sisur moto boktobyo hasyokor...swamiji thakle er jogyo uttor diten...

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому +1

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

    • @sumanabanerjee3087
      @sumanabanerjee3087 Рік тому

      @@jitendranath2535 iswar aaak nishchoi.kintu jar jerupe deke shanti.kintu satwa path I holo iswar.gita amader hindu der pradhan dharmo pustak abossoi koti koti pronam.kintu jekono dharmer gorami die to take bojhte keo parbe na.akmatro prem valobasha sradha diei take anuvab kara jae.jatoi porina bed vagabat puthi bina anuvuti,tabe han আল্লা তুমি না পারলে কালি আমাকে দেখো সেটায় সর্বনাস। তার মানে আমি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে কাওকে বিশ্বাস করছি না।

    • @rabisankarchoudhury4531
      @rabisankarchoudhury4531 Рік тому

      Kuno mahamta, onnyo kuno mahamta ke ki ai rup word use kore? Jeta provupad korechen?

    • @PrasannaKK85
      @PrasannaKK85 Рік тому

      "যত মত তত পথ" হচ্ছে সব থেকে বড় হেঁয়ালি। যেই রাম সেই কৃষ্ণ, কিন্তু সেই রামকৃষ্ণ নয়। Ramakrishna কালী মায়ের বড় সাধক মাত্র এবং তারফলে তিনি কিছু সিদ্ধি লাভ করেছিলেন। যেমন অন্যের রোগ নিজের শরীরের স্থানান্তরিত করা, যার জন্য ওনার ক্যান্সার এ মৃত্যু হলো। বাপ্যার টা একটু বুদ্ধি দিয়ে বিচার করে বুঝুন।
      ওঠো বাঙ্গালী জাগো।

  • @dipanwayadey4689
    @dipanwayadey4689 Рік тому

    এই পুরো লীলাটাই ঠাকুরের রচিত.. ঠাকুর নিজে বারবার বলেছেন, তাঁর ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না.. বোঝার চেষ্টা করুন, প্রতিবাদ রূপে যে ভক্তি আর বিশ্বাসটা আমাদের মধ্যে জেগে উঠেছে, ঠাকুর মা স্বামীজি, সেটাই চেয়েছেন..
    জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ...🙏

  • @purnima_Dhar
    @purnima_Dhar Рік тому +1

    Sundar katha bhalo lagolo🙏❤️🌷

  • @surojitkarmakar803
    @surojitkarmakar803 Рік тому +23

    এঁদের সম্মান ও বাণী এঁরা নিজেরাই খন্ডন করেন ও নিজেদের কে বড়ো করতে গিয়ে নিজেরাই ছোট হচ্ছেন। যাই হোক এঁদের আর কিছু বলার নেই। এঁদের অসম্মান করে নিজেদের ছোট করতে পারব না। এঁদের জন্য কষ্ট হয়, এঁরা সব কোন কৃষ্ণের দিকে হাঁটছেন জানিনা। ধন্যবাদ মহাশয় ।আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যটা সকলের সামনে আনার জন্য। 🙏🙏🙏🙏

  • @NANDA71188
    @NANDA71188 Рік тому +5

    শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর গ্রন্থ পড়ে আমার জীবনে পরিবর্তন এসেছে। হরে কৃষ্ণ 🙏
    এক এক সম্প্রদায়ের এক এক রকম দর্শন।

    • @NANDA71188
      @NANDA71188 Рік тому +1

      সব দর্শন ঠিক নয়।

    • @anantahansda4184
      @anantahansda4184 Рік тому

      সব সময় পাদ তেন তাই ওর নাম প্রভুপাদ

    • @NANDA71188
      @NANDA71188 Рік тому

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ওনার পাদ যে শুনবে তার‌ও মঙ্গল হবে।
      আপনার‌ও মঙ্গল হবে, আপনি ওনার নাম প‌ড়েছেন বলে।
      হরে কৃষ্ণ 🙏😊

  • @goutamgangopadhyay4338
    @goutamgangopadhyay4338 Рік тому +6

    বন্ধু, এক পিঠে যত গুলি শূন্য দেওয়া যায় আমি তত % সহমত আপনার সাথে ! তবে অমোঘ লীলা কে একটা ধন্যবাদ, যে আসল সত্য নিয়ে দেশে কিছুটা ঘষা মাঁজা হলো, মানুষ কিছু শিখলো ! আর আমি শিখলাম আমার মতো দেশে অনেক মানুষ আছে , একদম আমার মতো !❤💕🌷👌👌👍🙏

  • @sumankundu6574
    @sumankundu6574 Рік тому +1

    Jai hok ..Ashanti Keno lagachhen ..manusher moddhye

  • @suklabaidya7722
    @suklabaidya7722 Рік тому +3

    আমাদের প্রশ্ন iskon মানুষের জন্য কি কাজ করছে ভক্ত রা যা দান করছে সব নিজেদের বিলাসিতার জন্য বেরিয়ে যাচ্ছে ।

  • @prasadbandyopadhyaya2604
    @prasadbandyopadhyaya2604 Рік тому +3

    'যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্। মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ॥' - যে যে-ভাব আশ্রয় করেই আসুক না কেন, আমি তাকে সেই ভাবেই অনুগ্রহ করে থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলে থাকে। - প্রভুপাদ তথাকথিত গীতা ভাষ্যকার হওয়া সত্তেও গীতার যে এই মহান বক্তব্য, তাই তো তিনি মানছেন না।
    স্বামীজী কি সুন্দর শিবমহিম্নঃ স্তোত্রম্ থেকে উদ্ধৃত করে বলছেন, 'রুচীনাং বৈচিত্র্যাৎ ঋজুকুটিল নানাপথজুষাং। নৃণাম্ একঃ গম্যঃ ত্বমসি পয়সাম্ অর্ণব ইব॥' - বিভিন্ন নদীর উৎস বিভিন্নস্থানে, কিন্তু তাহারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, তেমনই হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্য বশতঃ সরল ও কুটিল নানা পথে যারা চলেছে, তুমিই তাদের একমাত্র লক্ষ্য।
    এই দুটিই তো স্বামীজীর শিকাগোতে তাঁর অভ্যর্থনার উত্তরে দেওয়া ভাষনের অংশ।

  • @ketakibhattacharyya6153
    @ketakibhattacharyya6153 Рік тому +13

    আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, মা ও স্বামীজী জিবেপ্রেম,দরিদ্র নারায়ণ, সর্ব ধর্মের সমন্নয় এসব শিখিয়ে গেছেন, প্রভুপাদ যে এতটা সংকীর্ণ মনের মানুষ ছিলেন শুনে অবাক হলাম

    • @শোনোবন্ধুশোনো
      @শোনোবন্ধুশোনো Рік тому +2

      Aapni sankeerno moner maanush. Gujabe kaan dite bhaaloi laage? Dujonei Oishwarik maanush. Je jaa khushi bolbe aar taatei kaan deben. Aage nije boi ghete jaanun je dujonei mahaan.

  • @apaul8321
    @apaul8321 Рік тому +1

    প্রভুপাদ বিবেকানন্দ সম্পর্কে একদম সঠিক কথা বলেছিলেন।

  • @abaidurrahaman8031
    @abaidurrahaman8031 Рік тому +8

    আল্লাহ, ভগবান, জিসু এই সব ধর্মীয় অনুসারী রা, সকলে যে ধর্মে বিশ্বাস করে তারা যদি নিজ ধর্ম কে ভালো বাসে... তবে অন্যর ধর্মের দিকে আঙ্গুল তুলবে না....

    • @jharnamukherjee7181
      @jharnamukherjee7181 Рік тому

      বর্তমান প্রচারের দ্বারা ইসকন তার ঐতিহ্য হারাবে। সৃষ্টি কর্তার ইচ্ছায় , কর্ম অনুযায়ী পৃথিবীতে জন্ম নেয় জীবকুল।কৃষ্ণ সাধারণ মানুষের মতো ধরায় এসেছিলেন মানুষ কে শিক্ষা দিতে, রামকৃষ্ণ পরমহংস দেব তাই।তিনি রাম, তিনি কৃষ্ণ, কলিতে তিনি ই রামকৃষ্ণ পরমহংস দেব‌‌‌।🙏।

  • @sougatachakraborty5240
    @sougatachakraborty5240 2 місяці тому +1

    যে স্বামীজীকে পড়েনি সে সনাতনকে জানেনি

  • @DipakBose-bq1vv
    @DipakBose-bq1vv Рік тому +3

    Vivekananda was there when India was under the British rule, people were very poor, without much education, without any hope. Vivekanada gave the Wake-UP call to India, and promoted Karma Yoga of Krishna. He promoted Body Building Clubs. He promoted Rajasic food. Revolutionaries are the product of that Karma Yoga.
    Prabhupad came when India is free, mostly educated, not so poor. He promoted the Bhakti Yoga of Krishna.
    Both Karma Yoga and Bhakti Yoga are important along with Gnaya Yoga, which was promoted by Raja Rammohan Roy.
    Please promote unification of the Hindus. Do not create conflicts.

  • @ghoshsumitra9319
    @ghoshsumitra9319 Рік тому +9

    আপনার বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। এতো সহজে, সাবলীল ভাবে আপনি ভক্তি,মুক্তি সহকারে বললেন ! শ্রীশ্রী ঠাকুর আপনার/আপনাদের মঙ্গল করুন। জয় মা,জয় ঠাকুর,জয় স্বামিজী

  • @soumitriranjanchoudhury666
    @soumitriranjanchoudhury666 Рік тому +1

    "ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না।" পৃ : 460, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম আনন্দ সংস্করণ 1983

  • @swarnalimazumder
    @swarnalimazumder Рік тому +2

    দক্ষিনেশ্বরের কালি মন্দিরের কোথাও খুজে পেলাম না একটা শ্রীকৃচ্ঞের ছবি, গোপালের ছবি, কিংবা রাধা-কৃষ্ণের ছবি, শুধু বিবেকান্দ, সারদা দেবী এবং শ্রীরাম কৃষ্ণের, মন্দিরের ভিতরেও একই অবস্থা, মাকালির ছবি, সারদা দেবীর ছবি, রামকৃষ্ণের ছবি এবং স্বামী বিবেকান্দের ছবি। শ্রীকৃষ্ণের ছবি কি থাকা দরকার ছিলোনা মা কালির ছবির পাশে, নাকি সারদা দেবী , রামকৃষ্ণ , বিবেকানন্দ এনারা কৃষ্ণের চাইতে উর্দ্ধে ব্যক্তি। আমি বিবেকানন্দ এবং রামকৃষ্ণের প্রতিটি কথা এক একটা চিরন্তন সত্য এবং মানুষের রিদয়ের কথা বলে মনে করি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে ইসকন শুধু ভারত নয় সমগ্র বিশ্বে সনাতন ধর্ম প্রচার করে যাচ্ছে , তাই কিছু ছাগল এখানে মন্তব্য করছে এরা কোন কৃষ্ণ নিয়ে হাটছে, ইত্যাদি ইত্যাদি< তাদের উদ্দ্যেশ্যে বলছি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান।

    • @somalichakraborty484
      @somalichakraborty484 Рік тому

      আপনি ইস্কনেও কখনো মা কালীর ছবি বা মূর্তি দেখেছেন?

    • @swarnalimazumder
      @swarnalimazumder Рік тому

      @@somalichakraborty484 ইস্কনে মা কালির ছবির দরকার নেই কারন শিব ঠাকুরের ছবি আছে, কৃষ্কের ছবি আছে , ইস্কন গত ৫০ বছরে হিন্দু ধম্যের বিস্তারে যা করছে না জানি আগামী ৫০ বছরে কতো উচুতে নিয়ে যাবে তা আমরা সাধারন হিন্দুধর্মের লোকেরা বুঝতি পারি একটু চোক কান খোলা রাখলে

    • @ayanghosh4832
      @ayanghosh4832 2 місяці тому

      ​@@somalichakraborty484darun diyechhen... ar ei ব্যক্তি janei na j "je ram sei krishna ar eki dehe ramakrishna"

  • @lndian500
    @lndian500 Рік тому +7

    মান্না দে এর গানে বলেছিলেন- হৃদয়ের গান শিখে তো গায় সবাই, ক'জনা হৃদয় দিয়ে গাইতে জানে।
    অর্থাৎ সবাই গান গাইতে পারে, কিন্তু "হৃদয়" দিয়ে সবাই গাইতে জানে না। ঠিক তেমনি স্বামী বিবেকানন্দের বাণী- জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি সবাই জানেন, কিন্তু মানেন কজনই! জীব সেবা মানে শুধু মানুষ সেবা নয়, সকল প্রানীর সেবার কথা বলা হয়েছে‌। তাই আজ থেকে মানুষকে ও অন্যান্য প্রানীকে ভালোবাসতে শিখুন এবং পশু পাখি মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন। তবেই বুঝবেন, তুমি জীব সেবার পক্ষে।

    • @purbamanna1049
      @purbamanna1049 Рік тому

      Tahole khabar khaoa bandho kore din karon apnara j shaksabji Khan tateo pran ache sayam Acharjya Jagadish Chandra Bose nije proman korechilen..... science k to upekkha kora possible noi.......tobe eta mene nite kono didha nei j amra jara Amish khai tara pap kaj kori....akevabhe jara shaksabji Khan Tarao eke vul kaj Karen....

  • @pritamroy1391
    @pritamroy1391 Рік тому +7

    আমি গর্বিত ভাই আপনি যে ব্যাখ্যাগুলো শেষে দিয়েছেন আমি অতি সাধারণ একজন নারী হয়েও আপনার এই মূল্যবান গীতার ব্যাখ্যা যা আমার বোধগম্য হয়েছে মনে খুব আনন্দ হচ্ছে আমি ঠিক পথে আছি আগের কমেন্টে অনেক কথা লিখেছি তাই এখন আর বড় করব না যে যে ধর্মেরই হোক না কেন সব ধর্মকেই যিনি সমভাবে দেখতে পারে সেই আসল ধার্মিক আপনার চরনে প্রনাম রইল

  • @kajalsahu7792
    @kajalsahu7792 Рік тому +22

    আপনার সুন্দর বিশ্লেষণে সমৃদ্ধ হলাম, অনেক প্রশ্নের উত্তর পেলাম এবং মনের অনেক দ্বিধা দ্বন্দ্ব দূর হল ।গীতার অনেক শ্লোকের যথাযথ ব্যাখ্যা জানলাম তাই প্রচুর শেয়ার করলাম। এইভাবে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

    • @jitendranath2535
      @jitendranath2535 Рік тому

      আমি স্তম্ভিত হতভম্ব। এসব কী! এটাই আমাদের আদর্শ? কৃষ্ণ বড়ো কৃপালু। এরপরও আমাদের জাতিটা টিকিয়ে রেখেছেন। হিন্দুরা আসলে কার উপাসনা করে? কার উপাসনা করা দরকার? কৃষ্ণ কী এক নয়! কৃষ্ণ ছাড়া কি কোন ঈশ্বর আছেন? ঈশ্বরতো এক।প্রভুপাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ওনারা সাধনা করেছেন। প্রভুপাদ সরাসরি কৃষ্ণ সাধনা করেছেন। প্রভুপাদকে মাপার মতো মাপকাঠি পৃথিবীতে নেই।রামকৃষ্ণ এবং বিবেকানন্দ অতি উচু মাপের শক্তি সাধক ছিলেন। মা সারদার সাধনা করেছেন। ওনাদের অসম্মান করা উচিত নয়। তবে আমার মনে হয় আমাদের হিন্দুদের একেশ্বরের সাধনায় মনোযোগ দেয়া দরকার। অনেক গুরু আছেন যারা আমাদের মাথার উপর চেপে বসেছেন। মাথা থেকে গোবর ঝেড়ে ফেলতে হবে।কিছু জ্ঞানের কথা আর ভালো কাজ মন্দির প্রতিষ্ঠা ধর্ম নয়। ইসকনের যারা আজ বিভিন্ন মহাত্মাদের সমালোচনা করছেন তাদের যোগ্যতা কি? তারা কী কেউ কৃষ্ণ লাভ করেছেন! অথচ রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ স্বামীজি সারদা মাতার দর্শন পেয়েছেন। আমি নিশ্চিত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ লাভ করেছেন।" স মহাত্মা সুদুর্লভ"বহু জন্মজন্মান্তর পরে কেবল কেউ একজন কৃষ্ণের কাছে শরণাগত হয়। সমস্ত সিদ্ধ পুরুষ কৃষ্ণ কে জানতে পারে না।সিদ্ধদের মধ্যে কশ্চিত কেউ কৃষ্ণ কে তত্ত্বত কৃষ্ণ কে তা জানতে পারে। "ন মে বিদু সুরগণা... দেবতা ও মহর্ষিরাও আমাকে জানতে পারে না।(গীতা ১০/২) প্রভুপাদ সে রকম একজন সুদুর্লভ মহাত্মা যিনি কৃষ্ণ লাভ করেছেন। অথচ আজ তাঁকে ঠিকমতো অনুসরণ করছি না। অন্যদের মতো প্রভুপাদের ভক্তরাও আজ কৃষ্ণ বাদ দিয়ে গুরুপুজার দিকে মনোযোগী হচ্ছে। বিভিন্ন অবতার হচ্ছে কৃষ্ণ এর অংশ ও অংশের অংশ। কৃষ্ণ স্বয়ং ভগবান। "অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তমুমাশ্রুিত..." মনুষ্যদেহ ধারণ করি বলে মূঢ় লোকেরা সর্বভূতের মহেশ্বর আমার পরম ভাব সম্পর্কে অবগত নয়।(গীতা-৯/১১)। অথচ বিভিন্ন অবতারদের কৃষ্ণ এর সমান করে উপস্থাপন করা হচ্ছে। কৃষ্ণ আর দেব-দেবতা একজিনিস নয়। কৃষ্ণ ছাড়া আর কোন ঈশ্বর নেই। তাই একতা সত্য যে, কৃষ্ণ ছাড়া অর্থাৎ এক ঈশ্বর ছাড়া অন্য যেসব আরাধনা পদ্ধতি তা উন্নত স্তরের আধ্যাত্মিক সাধনা হতে পারে কিন্তু শুদ্ধতার দিক থেকে তা অপূর্ণ। শুদ্ধ ভক্ত বলতে কেবল এবং কেবল এক কৃষ্ণ ভক্তিকেই বুঝায়। "একভক্তিবিশিষ্যতে"একজন কৃষ্ণ এর প্রতি ভক্তিই শ্রেষ্ঠ।- গীতা-৭/১৭। পরম ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তিতে জ্ঞান, কর্ম ও অন্য কোন ব্যক্তি /দেবতার মিশ্রন হতে পারে না। আমাদের সবার সাধনা করা উচিত। ঘরে বাবা মা থাকলে তার সেবা করা স্বয়ং সৃষ্টিকর্তার সাধনা ( গীতা৯/১৭)। আসুন সবাই সবাইকে শ্রদ্ধা করি।মহাত্মাদের সন্মান করে মন্তব্য করি।সমুদ্রের গভীরতার একটা ফুট/ মিটার অবশ্যই আছে কিন্তু আমি তা মাপতে পারি না।

    • @pranabbarman9763
      @pranabbarman9763 Рік тому

      @@jitendranath2535 sala ki ki send kar6is sabaike!!!

  • @manidipamallick8950
    @manidipamallick8950 Рік тому

    অসাধারন বক্তব্য , ❤🙏🙏🙏

  • @rajeshpravakarmitra-xy6xs
    @rajeshpravakarmitra-xy6xs Рік тому +1

    Ai organization gulo
    Babsa korar jonno beche ache

  • @gurudeva3260
    @gurudeva3260 Рік тому +4

    এভাবেই ইস্কনের মুখোশ খুলে দিন। জয়গুরু

  • @souravdasgupta6625
    @souravdasgupta6625 Рік тому +17

    আমার মতে এই গুলো( পরস্পর কে অপমান) এখন বন্ধ হওয়া উচিত,,,, ভিন ধর্মের লোকেরা এখন মজা পেয়েছেন,,, সনাতন ধর্ম কে নিয়ে ঠাট্টা করা শুরু করেছে 😢

    • @rubibiswas9137
      @rubibiswas9137 Рік тому

      এটাই তো উদ্দেশ্য ছিল , হিন্দু রা নিজেদের মধ্যে লড়বে , কৃষ্ণ বড়ো না কালী বড়ো করে আর বিশ্ব জগৎ হাতে তালি বাজাবে মজা দেখে। আজও ভারতবাসী বুঝলো না। একটা গোটা দেখ কে ভাগ করে দেওয়ার পরও এদের শিক্ষা হলো না।

  • @jhilikchowdhury7121
    @jhilikchowdhury7121 Рік тому +21

    Unlike Prabhupad, Vivekananda was born in British ruled enslaved India .Shakti marg was the need of the hour, his philosophy invigorated the dormant Hindus, and now India is a rising lion. Bhakti marg good for personal bliss ,not for nation building.

    • @proproot
      @proproot Рік тому +3

      Yes.Swami Vivekananda told our Youngs to be brave like Hanuman ji.

    • @sancharitaom
      @sancharitaom Рік тому

      That's a very good point you brought out. Hope the channel pins it.

    • @harekrishna2291
      @harekrishna2291 Рік тому +1

      श्लोक 9.30 copy
      अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
      साधुरेव स मन्तव्य: सम्यग्व्यवसितो हि स: ॥ ३० ॥
      शब्दार्थ
      अपि-भी; चेत्-यदि; सु-दुराचार:-अत्यन्त गर्हित कर्म करने वाला; भजते-सेवा करता है; माम्-मेरी; अनन्य-भाक्-बिना विचलित हुए; साधु:-साधु पुरुष; एव-निश्चय ही; स:-वह; मन्तव्य:-मानने योग्य; सम्यक्-पूर्णतया; व्यवसित:- संकल्प वाला; हि-निश्चय ही; स:-वह ।.
      अनुवाद
      play_arrowpause यदि कोई जघन्य से जघन्य कर्म करता है, किन्तु यदि वह भक्ति में रत रहता है तो उसे साधु मानना चाहिए, क्योंकि वह अपने संकल्प में अडिग रहता है।

    • @harekrishna2291
      @harekrishna2291 Рік тому

      vivekanand o tar gurur moto lokeder bhogoban Krishna ki bolechen...
      ভগবদ্গীতা 7.15 কপি
      মূর্খ, দুষ্ট, মানুষের মধ্যে সবচেয়ে নিচু তারা আমার আশ্রয় নেয় না।
      অলীক শক্তি দ্বারা তাদের জ্ঞান থেকে বঞ্চিত হয়ে তারা পৈশাচিক প্রকৃতি গ্রহণ করেছে। 15
      শব্দার্থবিদ্যা
      না না; ম্যাম-আমার; dushkritin: - মন্দ; moodha: -মূর্খ; প্রপাদ্যন্তে - আশ্রয় নেওয়া; নার-অধম:-পুরুষদের মধ্যে সর্বনিম্ন; মায়া-মায়া দ্বারা; অপহরণ - চুরি করা; জ্ঞান: - জ্ঞান থাকা; asuram - অসুর; ভবম-প্রকৃতি বা মেজাজের প্রতি; অশ্রিতা:-স্বীকৃত।
      অনুবাদ
      দুষ্ট যারা মূর্খ, যারা মানুষের মধ্যে সর্বনিম্ন, যাদের জ্ঞান মায়া হরণ করেছে এবং যারা অসুরদের নাস্তিকতার অধিকারী তারা আমার আশ্রয় গ্রহণ করে না।

    • @kamleshreesaul1423
      @kamleshreesaul1423 Рік тому +1

      Nobody even the baap of Swami Vivekananda could prevent the immense suffering inflicted upon Bengal which got fragmented into 2 pieces.And today ,Bengal is one of the poorest states of India gliding towards hell.

  • @soumalyabarman
    @soumalyabarman Рік тому +1

    ইসকন হক বা প্রভুপাদ কিংবা অমোঘ লীলা, কেউ স্বামীজি এবং রামকৃষ্ণ দেবের নখের যোগ্যও হবেনা কোনোদিন! আমি গর্বিত আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। 🙏🏻🙏🏻🙏🏻

  • @dollymallik3292
    @dollymallik3292 Рік тому

    আপনার বক্তব্যের সঙ্গে একমত। তাই লাইক ও শেয়ার করলাম।🙏

  • @apurbakrishnasen9235
    @apurbakrishnasen9235 Рік тому +8

    অসাধারণ আপনার বক্তব্য। আসলে প্রভউপাদ একজন প্রকৃত অজ্ঞানী ব্যক্তি, ভীষণভাবে ছোট মনের মানুষ। হীন মনোবৃত্তির পরিচয় দিয়েছেন। বলবন্ত গাছের শাখা মাটির দিকেই ঝুঁঁকে থাকে, প্রকঋত শিক্ষা মানুষ কে বিনয়ী করে।

    • @jitusarkar07
      @jitusarkar07 Рік тому

      Prabhupad ki korechen ta janun age

    • @debasischatterjee1046
      @debasischatterjee1046 Рік тому

      এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হোক। আর অমোঘ একটি গাধা। গাধা কি হিমালয়কে নিয়ে কথা বলতে পারে। গাধার বুদ্ধি কতদুর।

    • @sayanbhattacharya4372
      @sayanbhattacharya4372 Рік тому

      কোনো প্রমাণ আছে প্রভুপাদ এমন বলেছেন? আমি মনে করি বলতেই পারেন না।

    • @jitusarkar07
      @jitusarkar07 Рік тому

      @@sayanbhattacharya4372 setai...au fau lekha dekhalei hbe na proof chai

  • @sontubanerjee3239
    @sontubanerjee3239 Рік тому +11

    আপনার ব্যাখায় মুগ্ধ হলাম,সত্যি রামকৃষ্ণ ও বিবেকানন্দের নামে, তাঁদের বানী নিয়ে যে অপব্যাখা হয়েছে তাতে ব্যথিত হয়েছিলাম। আপনার প্রাঞ্জল বক্তব্য শুনে অনেক প্রশ্নের উত্তর পেলাম। ধন্যবাদ 🙏🙏

    • @Ripon3900
      @Ripon3900 Рік тому

      আমাকে একটা কথার উত্তর দিন জীবে প্রেম বলতে কি বুজায়, তাকে কেটে খাওয়া কে বুজায় নাকি?

    • @sumankumargiri6448
      @sumankumargiri6448 Рік тому

      @@Ripon3900 জীব মানে আপনি কী বোঝেন সেটা আগে বলুন।

  • @vitalforce3371
    @vitalforce3371 Рік тому +8

    বেশী কথা বলবো না এইটুকু বলতে পারি, যে কৃষ্ণ ভক্ত রামকৃষ্ণ বিবেকানন্দকে এমন দৃষ্টিতে দেখেন অমন কৃষ্ণ ভক্ত ও সেই প্রতিষ্ঠানের মুখে --- !!!! ছি: এখন বুঝছি দিনকৃষ্ণ ঠাকুর Iskon এর পিছনে কেন লেগেছেন!!!