নিজের গড়া প্রতিষ্ঠানে পেয়েছেন ১ কোটি টাকা ইনভেস্টমেন্ট

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ঋণ করেছেন, ভেবেছিলেন টিউশন করে সেই ঋণ পরিশোধ করবেন, তা আর হয়ে উঠেনি। ঘটনাক্রমে গ্রাফিক ডিজাইনে কিছু একটা করার ইচ্ছে জাগলেও, ক্রিয়েটিভ আইটির শুক্রবারের একটি সেমিনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কোর্স শেষে, ১ বছরে ১০ লাখ টাকা ইনকাম করেন। নিজের প্রতিষ্ঠান Innova IT গড়ে তুলেছেন, যেখানে পেয়েছেন ১ কোটি টাকা ইনভেস্টমেন্ট। বলছিলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ১০০% স্কলারশিপ পাওয়া ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী রুহুল আমিনের কথা।
    ক্রিয়েটিভ আইটিতে আসার পূর্বে গ্রাফিক ডিজাইন শিখেছিলেন। সেমিনারে আসার পর ওয়েব ডিজাইনের প্রতি তার প্রবল আগ্রহের জায়গা সৃষ্টি হয়। আবারো ঋণ করে ভর্তি হোন ওয়েব ডিজাইন কোর্সে। এরপর শুধু হার না মানার গল্প। ঈদের দিন বসেও করেছেন কোডিং, একের পর এক প্রজেক্ট কমপ্লিট করেছেন। সোহান হোসেন ইয়েন স্যারের পরামর্শে ক্রিয়েটিভ আইটি থেকে ১০০% স্কলারশিপে ওয়েব ডেভেলপমেন্টটাও শিখে ফেলেন। বর্তমানে নিজের গড়া প্রতিষ্ঠানে সিইও হিসেবে আছেন। সাধারণ একজন রুহুল আমিন থেকে অসাধারণ একজন সিইও হয়ে উঠার গল্প অনেকের জন্যই অনুকরণীয়।
    #CREATIVEITINSTITUTE #CareerInIT #webdesign #webdevelopment

КОМЕНТАРІ • 2

  • @MD.USMAN_GANI
    @MD.USMAN_GANI 4 місяці тому

    আমার ও ইচ্ছে আমার আইটি প্রতিষ্ঠান অনেক বড় হবে আমি ও মধ্যবিত্ত 😊

    • @CreativeITInstitute
      @CreativeITInstitute  4 місяці тому

      আপনার জন্য শুভকামনা রইলো।