সব খেলাঘর কি আর বাঁধা যায়? কিছু ঘর গড়ার আগেই ভেঙে যায়। নতুন করে মনের জোরে আবার কত ঘর বাঁধতে হয়, নতুন জনকে সেই পুরোনো খেলার সিংহাসনে বসাতে হয়। গুরুদেব, বড়োই সত্য বলেছেন আপনি।
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি বলবো কী তোরে, খেলাঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যায় অবসর পাই নে আমি হায়, বাহিরের খেলায় ডাকে সে, যাব কী করে, খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি। যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি, পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে, খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি।
এই গানটায় অদ্ভুত একটা কিছু আছে... রবি ঠাকুরের সব গানই সুন্দর , আকর্ষণীয়... তবে এই গানটা শুনতে শুনতে যেন নিরুদ্দেশের পথে হারিয়ে যাওয়া যায়..এক অদ্ভুত অনুভূতি 😌😌😌😌😌
যারা বলছে খেলা ঘর বাঁধার আগেই ভেঙে গেছে তাদের বলি আসলে ওটাই খেলাঘর,কারণ কবি খেলাঘর বলতে বুঝিয়েছেন যখন আশা ভালোবাসা সপ্ন গুলো ভেঙে চুরমার হয়ে যায় তখনই খেলাঘর জীবন শুরু হয়,আর সিনেমা টাতে তাই দেখানো হয়েছে নায়িকা অন্য একজনকে ভালবাসত কিন্তু বিয়ে হয় আরেক জনের বিয়ে হয়,আর সেও তাকে ভালোবাসে না আর তখনই খেলাঘর শুরু হয়,
জীবন নামের খেলাঘরে কত নানা রঙের খেলা,কেবল খালি খেলোয়াড়দের পরিবর্তন ঘটে.আর এ পরিবর্তনে হৃয়ের কোণে কিঞ্চিত ব্যাথা দিয়ে বলে উঠে "আমার খেলাঘর বাধতে লেগেছি"
আমি বুঝি না। মানুষের রুচি দিন দিন কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। এতো এতো সুন্দর একটা গানে ভিউ এতো কম! মেনে নিতে পারছি না। 😓 শুভকামনা ও ধন্যবাদ এই গানের সকল কলাকুশলীকে। 🇧🇩💙❤️
মনে মনে খেলাঘর অনেকেই বেঁধে ফেলি, কিন্তু বাস্তব আর স্বপ্নের মেলবন্ধন বেশিরভাগ সময়ই ঘটে না,কারো আবার ভাঙা খেলাঘর মনে মনে জুড়ে জীবন চলে যায় হয়তো বা ছন্দপতন ঘটে,যে কাছে আছে তার মধ্যে হারিয়ে যাওয়াটাই হয়তো ঠিক কারণ জীবন তো তাৎক্ষণিক খেলাঘর নয়।
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে। কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥ প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়-- বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক'রে॥ যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥
গানের প্রত্যেক শব্দ গুলো এতো স্পষ্ট করে কেউ আজও পর্যন্ত গায়নি। আমি হয়তো শুনিনি। তবে আমার মনে হয় রবি ঠাকুরের গানের আসল মানে একদম অন্তর থেকে বুঝলে তবেই এমন মুগ্ধতা সৃষ্টি হয়।
আমি সাধারণত কণিকা বন্দ্যোপাধ্যায়, বন্যা, কমলীনি দি, জয়তী ম্যামের আর দু এক জনের গাওয়া রবীন্দ্রসংগীত ছাড়া শুনিনা.... বেশি যন্ত্রের ঘনঘটা ও পছন্দ করি না..... কিন্তু মধুরাদি র এই গানটা খুব খুব ভালো লাগে ❤খুব সুন্দর পরিবেশন 👌😇💖
এখন রাত ৩ টা.. যে মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করে,ভাবতাম এর থেকে সরল মানুষ হয়তো স্বর্গেও নেই, কিন্তু সেই হঠাৎ করে এতো দিনের গড়া খেলাঘর মুহূর্তে শেষ করে দেয়, যাকে অগাধ বিশ্বাস সেই পরিবর্তন হয়ে সবচেয়ে বড় ঘৃণায় পরিণত হয়, সেই সকল মেয়েদের না ভুলতে পেরেও এতো রাতে এসে এই গান শোনার নামই "পুরুষ " হ্যা আমরা পারি না তাদের ফিরিয়ে দিতে, সব মেনে নিতে আমাদের জন্ম।
যারা যত্ন করতে জানে, তাদের কপালেই যত্ন করার মানুষটা জোটে না। আর যারা খেলার পুতুলের মতো ভালোবাসার নামে খেলা খেলে তারা কত সুখী। বিধাতার কি অদ্ভুত পরিহাস।
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলাঘর বাঁধতে লেগেছি কত রাত তাইতো জেগেছি বলবো কী তোরে খেলাঘর বাঁধতে লেগেছি যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি পুরোনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে
Yesterday I reactivated my old whatsapp no and found out she hasn't deleted my old whatsapp no.......I saw her wp status, "খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি"......for a moment recollected all my memories of her, 🙂 I opened UA-cam , searched and listened the whole song with every details, remembering all the painful feelings and painfull nights with her thoughts, suddenly I realised, it was one sided from my side ,and it's still one-sided....so again I deleted my old wp I'd !.......🙂
Protidin protiniyoto koto khelaghor i khelar jon er nam e toriri hocche,abar khelar sathir jonnoi ta bhenge jacche, apni ami i sudhu khelar jon hotey parlamna .:) ar hain,shob kichui ektorofa hoyto.bhalo thakben,comment ta dekhe onekguli onubhuti holo ,tai atkate parlmna .
Khelaghor j badha i hoi ekdin na ekdin bhangbe bolei...khelar sathi hariye jai...na thake tar kono thikana...na kono no...khela sesher basi bajle sobai hariye jai...ghor bhenge jai ..daag theke jai...godhuligogone dheke rakha megh er motoi...joto na bola kotha...hoye jai ekdin sara...khelaghor bhange...gore.. bhange...
Tara khub lucky hoy jader apnader moton valobasar manush thake...hoytoh amar e pora kopal .. valobasa r manus ke aj o pelam nah...jani nah , konodin pabo kinah je amay shudhu valobasbe ...
কোনো একজনের সাথে ঘর বাঁধার সাধ টা অপূর্ণ থেকে যায় । তাকে মনের মধ্যে রেখেই কারোর সাথে ঘর বাঁধতে হয় সেই আমাদের নতুন খেলার জন ।। তাই খেলাঘর বাঁধতে লেগেছি
বাঙালি জাতির গর্ব রবীন্দ্রসঙ্গীত। এমন কোনো ভবানুভূতি নেই যা রবীন্দ্র সঙ্গীত স্পর্শ করে নি। দেশ কাল নির্বিশেষে কালজয়ী এইসব গান যেন অমর হয়ে থাকে বাঙালির মনে প্রাণে 🍂
Ami anirban bhattacharyya r besi kaj dekhini ,ei kajtay ami akta jinis lokkho kor6ilam ,je akta sokto character ke ,specially ektu non intellectual character keo uni ki sundor honestly kore6en ,ektu besi o na abar ektu kom o na ,perfect ...I feel blessed that I am born in such a time and have a good chance to watch his works for long time..
সব খেলাঘর হয়তো বাঁধা হয়না,,,, সময়ের স্রোতে ভেসে যায় ,,, তবে সেই খেলাঘর হয়তো জীবন যুদ্ধে মাঝে মাঝেই উঁকি দেয় আর বাকিটা ইতিহাস ❤️
Kono ghor e badha jai na
Amra sudhu chesta kori
Asole amra ei prithibi te vastei eseche
Keu haoai r keu srote
Sotti... Onak kosto
🥺
বাঃ ভারী সুন্দর কথা
onek bar e vengacha jibona khelaghor,sesh a vablam jar satha amar ganer koli milba tar satha milai sudhu ghpr badha sombhov...
সব খেলাঘর কি আর বাঁধা যায়? কিছু ঘর গড়ার আগেই ভেঙে যায়। নতুন করে মনের জোরে আবার কত ঘর বাঁধতে হয়, নতুন জনকে সেই পুরোনো খেলার সিংহাসনে বসাতে হয়। গুরুদেব, বড়োই সত্য বলেছেন আপনি।
Eta amro moner kotha.. Ki darun vabe bollen apni
Singhasone o sobai bosate pare na jodi babosano hoy pujo r joy na, tabuo keu bojheni,
sotti apni akdom khati kotha bolechen
Keo hoyto khelaghor badhar asas diyeo chere chole jay
Exactly
এতদিন শুধু রবি ঠাকুর কে উপেক্ষা করে গেছি। সোনার খোঁজে বাইরে বেরিয়েছিলাম কিন্তু বাড়িতেই যে হীরা ছিল জানতাম না।
ক্ষমা করিও ঠাকুর😔
Ami khub lucky... Jokhon jyan tokhon theke rabindrasangeet.... Chhotobelay Ma naki radio chaliye shonato.... Thanks Ma ke...
Better late than never...
দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু 😇
শত কোটি প্রণাম রবিঠাকুর 🙏🙏❤
@@abhishekbiswas5494😂
খেলাঘর বাঁধা ও গড়া, এই নিয়েই তো জীবন.... হয়তো মনের মতো বাঁধাও হয়না, কেটে যায় জীবন...মধুরার কন্ঠের মধুর নিবেদন 👌👌👌
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
কত রাত তাই তো জেগেছি
বলবো কী তোরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়,
বাহিরের খেলায় ডাকে সে,
যাব কী করে,
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
যা আমার সবার হেলাফেলা
যাচ্ছে ছড়াছড়ি,
পুরোনো ভাঙা দিনের ঢেলা,
তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন
তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে
কিসের মন্তরে,
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
সব আছে তবুও কিছু নেই। এই কিছু আমি খুঁজে পাই রবীন্দ্রনাথের গানে।
এই গানটায় অদ্ভুত একটা কিছু আছে... রবি ঠাকুরের সব গানই সুন্দর , আকর্ষণীয়... তবে এই গানটা শুনতে শুনতে যেন নিরুদ্দেশের পথে হারিয়ে যাওয়া যায়..এক অদ্ভুত অনুভূতি 😌😌😌😌😌
মনের শান্তির সাথে সাথে বুকের ভেতরের এক আবছা মোচড় দেওয়ার ক্ষমতা বোধহয় কেবল রবীন্দ্রসংগীতেরই আছে ...🌚❤️
যারা বলছে খেলা ঘর বাঁধার আগেই ভেঙে গেছে তাদের বলি আসলে ওটাই খেলাঘর,কারণ কবি খেলাঘর বলতে বুঝিয়েছেন যখন আশা ভালোবাসা সপ্ন গুলো ভেঙে চুরমার হয়ে যায় তখনই খেলাঘর জীবন শুরু হয়,আর সিনেমা টাতে তাই দেখানো হয়েছে নায়িকা অন্য একজনকে ভালবাসত কিন্তু বিয়ে হয় আরেক জনের বিয়ে হয়,আর সেও তাকে ভালোবাসে না আর তখনই খেলাঘর শুরু হয়,
কেউ দেখে না ওদের ua-cam.com/video/WloYhJ24nX8/v-deo.html
মনের কথা বলেছেন
Absolutely right
খুব সুন্দর🙂
🙃🥀
বাংলা ভাষায় একটা জাদু আছে, এই গানে তা স্পষ্ট ❤️❤️
কেউ দেখে না ওদের ua-cam.com/video/WloYhJ24nX8/v-deo.html
রবীন্দ্রসঙ্গীতের ভাষা বাংলা কিন্তু আবেদন বিশ্বজনীন, যেমন সত্যজিতের চলচ্চিত্র।
যাদু নয়, রচয়িতার মননশীলতা👏🙏👌
যে আমার নতুন খেলার জন
তারই এই খেলার সিংহাসন...
ভাঙারে জোড়া দেবে সে,
কিসের মন্তরে...
খেলাঘর বাধতে লেগেছি
আমার মনের ভিতরে...
জীবন নামের খেলাঘরে কত নানা রঙের খেলা,কেবল খালি খেলোয়াড়দের পরিবর্তন ঘটে.আর এ পরিবর্তনে হৃয়ের কোণে কিঞ্চিত ব্যাথা দিয়ে বলে উঠে "আমার খেলাঘর বাধতে লেগেছি"
গানটি শুনে শান্তিতে মরে যাওয়া যাবে 🧡🧡
Ta kobe morben apni?😂😂😂
absolutely
@@sathidas7534 😂😂😂
Sotti ❤
Exactly
জীবনের সব পর্যায়েই রবির আলো আছে, আর এই নতুনের যত্নটা বড্ডো আরাম দিলো কানে ❤️
অপূর্ব এই রবীন্দ্রসংগীতটি। বারবার শোনার পরেও আবারও শোনার ইচ্ছে হয়। কিন্তু সব খেলাঘর হয়তো বাঁধা হয় না বাধঁতে গেলেও সেই ঘর ঝড় এসে ভেঙে দিয়ে যায় 🥺
মানুষ যতই স্বপনে বিভর থাকুক,অতীত তাকে নাড়া দিয়ে চুপিসারে বলে যায় আমি একদিন তোমার সাথেই ছিলাম
kotha ta khub sundor likhecho❤❤
Sune naara laglo
Nice thought
কথাটা অক্ষরে অক্ষরে সত্যিই মিলে যাচ্ছে।।🙂
😀😢😭
বাংলা ভাষার মধ্যে একটা আভিজাত্য আছে।
ফরাসী সাহিত্য এই বাংলা ভাষা সাহিত্যের পিছনে থাকে ।
@@aparnaganguly9799 p
Akdom
@@aparnaganguly9799 May be... kintu Bangla sahitter mishtotto Sara duniya e khuje paowa osomvob!💓
অনেকে তো বাংলা বলতে logga পায়
কিছু খেলাঘর মনের মধ্যেই রয়ে যায় চিরকাল, তা আর প্রকাশ্যে আসে না।।।
Really
কবির লেখা ও তার বাস্তবতা, জীবনের অংশ, তার প্রকাশ মানুষের অনুভূতিকে বাইরে বের করে আনে। এ আরেক অনুভূতি।
Rabindranath Tagore was well ahead of time ❤ He new how to reach the deepest part of the soul ❤
আমি বুঝি না। মানুষের রুচি দিন দিন কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। এতো এতো সুন্দর একটা গানে ভিউ এতো কম! মেনে নিতে পারছি না। 😓 শুভকামনা ও ধন্যবাদ এই গানের সকল কলাকুশলীকে। 🇧🇩💙❤️
3.4 M view now
মনে মনে খেলাঘর অনেকেই বেঁধে ফেলি, কিন্তু বাস্তব আর স্বপ্নের মেলবন্ধন বেশিরভাগ সময়ই ঘটে না,কারো আবার ভাঙা খেলাঘর মনে মনে জুড়ে জীবন চলে যায় হয়তো বা ছন্দপতন ঘটে,যে কাছে আছে তার মধ্যে হারিয়ে যাওয়াটাই হয়তো ঠিক কারণ জীবন তো তাৎক্ষণিক খেলাঘর নয়।
রবি ঠাকুরের কী অসামান্য অনুভুতি ❤
She does this normal household girl characters exceptionally well. Something about her makes her feel more like common people.
Yes this is bengali 🙏🏻 every body known bengali is best of the best in the world... sarthak janam amar 🙏🏻
হারিয়ে হয়তো যায়, মুছে যায় না। তুমি রবে নিরবে
সত্যি কী খেলাঘর বাঁধা যায়
গানটা তার প্রিয় ছিলো। কিন্তু সময় যেতে যেতে আমি তার অপ্রিয় হয়ে উঠি। 😊
The voice of Madam Madhura Bhattacharya is awesome in a word .🙇🙇🙇🙇
in the world√√ বিচিত্র পর্যায়ের গানটি সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে অনবদ্য👌👌
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়--
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী ক'রে॥
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥
nice
বাংলা ভাষা, সাহিত্য এই গুলোর একটা আলাদা মাহাত্ম আছে।।
গানের প্রত্যেক শব্দ গুলো এতো স্পষ্ট করে কেউ আজও পর্যন্ত গায়নি। আমি হয়তো শুনিনি। তবে আমার মনে হয় রবি ঠাকুরের গানের আসল মানে একদম অন্তর থেকে বুঝলে তবেই এমন মুগ্ধতা সৃষ্টি হয়।
আমি সাধারণত কণিকা বন্দ্যোপাধ্যায়, বন্যা, কমলীনি দি, জয়তী ম্যামের আর দু এক জনের গাওয়া রবীন্দ্রসংগীত ছাড়া শুনিনা.... বেশি যন্ত্রের ঘনঘটা ও পছন্দ করি না..... কিন্তু মধুরাদি র এই গানটা খুব খুব ভালো লাগে ❤খুব সুন্দর পরিবেশন 👌😇💖
Both anirban & isha is love...tar opor abar rabindra sangeet.uff kono kotha hobe na😍
এখন রাত ৩ টা.. যে মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করে,ভাবতাম এর থেকে সরল মানুষ হয়তো স্বর্গেও নেই, কিন্তু সেই হঠাৎ করে এতো দিনের গড়া খেলাঘর মুহূর্তে শেষ করে দেয়, যাকে অগাধ বিশ্বাস সেই পরিবর্তন হয়ে সবচেয়ে বড় ঘৃণায় পরিণত হয়, সেই সকল মেয়েদের না ভুলতে পেরেও এতো রাতে এসে এই গান শোনার নামই "পুরুষ " হ্যা আমরা পারি না তাদের ফিরিয়ে দিতে, সব মেনে নিতে আমাদের জন্ম।
সব খেলাঘর বাঁধা যায়না....
বাঁধতে গিয়ে কবে যে সুতোটাই কেটে গেল টেরই পেলাম না......
গানটাই জাদুর ছোঁয়া আছে .....সব খেলাঘর এক নিমেষে ভেঙে যেতে পারে ........
সব খেলাঘর আর বাঁধা হয় না, কিছু স্বপ্নই থেকে যায়😅আমাদের খেলাঘর খড়কুটোর মতো ভেসে গেছে সময়ের স্রোতে,যার কোনো অস্তিত্ব আর নেই😊
যারা যত্ন করতে জানে, তাদের কপালেই যত্ন করার মানুষটা জোটে না।
আর যারা খেলার পুতুলের মতো ভালোবাসার নামে খেলা খেলে তারা কত সুখী।
বিধাতার কি অদ্ভুত পরিহাস।
খেলা ঘর ভেঙে গেছে অনেক আগে এখন শুধু জীবন যুদ্ধ। করি।
খেলাঘর তো ভাঙার জন্য ই তৈরী হয় । কারণ জীবনে খেলার দিন বড় কম , যুদ্ধ করার দিন বেশী । তবু মনের ভিতরে বেঁচে থাকে খেলাঘর , চিরদিন ।
সব খেলাঘর বাঁধা যায় না, কিছু কিছু খেলাঘর কল্পনাতেই থাকে....
অলিতে-গলিতে এখন প্রায়ই এমন খেলাঘর শুরু হয়।
শেষ পরিনতি কিছুতেই জানা যায় না
তারও খেলাঘর শুরু!
মেয়ে দের মানসিক প্রস্তুতিটা ঠিক এরকমই থাকে।খুব ভালো লাগলো।
Rabindrasangeet is an emotion for us. Every time it gives us goosebumps. 👌👍👍👌👌
absolutely!
Ekdom
@@AP-qe4jv Atlanta
@@abirroy9001
ua-cam.com/channels/F-9TUAzZo-bcXEsSnqEWZA.html
@@AP-qe4jv
ua-cam.com/channels/F-9TUAzZo-bcXEsSnqEWZA.html
আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা রইল
রবীন্দ্র সঙ্গীত😌😌 এক শান্তির মুহুর্ত 😍
সবার খেলা ঘর বাঁধা হয় না। নতুন কে নিয়ে বাঁধা ঘর,শুধুই চলে নিজে মনের সাথে প্রতিদিনের দ্বন্দ্ব।
কত গভীর আধ্যাত্মিক উপলব্ধি থেকে এমন রচনা!!
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
কত রাত তাইতো জেগেছি
বলবো কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি
যা আমার সবার হেলাফেলা
যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা
তাই দিয়ে ঘর গড়ি
যে আমার নতুন খেলার জন
তারি এই খেলার সিংহাসন
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে
ঘর বাঁধার স্বপ্ন সবাই এর জীবনে পূরণ হয় না,আর সেই পূরণ না হওয়া ব্যক্তিদের মধ্যে আমি ও একজন।
খেলাঘর হৃদয়ের মধ্যে বাঁধলে সেটা কখনো ভাঙে না
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে 💕💕
অনেক বেঁধেছি খেলাঘর....অনেক সিংহাসন ভেঙে খেলার মানুষ ধুলোয় ফেলে গেল চলে....এবার পথেই কাটুক শেষের বেলা
Yesterday I reactivated my old whatsapp no and found out she hasn't deleted my old whatsapp no.......I saw her wp status, "খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছি"......for a moment recollected all my memories of her, 🙂 I opened UA-cam , searched and listened the whole song with every details, remembering all the painful feelings and painfull nights with her thoughts, suddenly I realised, it was one sided from my side ,and it's still one-sided....so again I deleted my old wp I'd !.......🙂
Protidin protiniyoto koto khelaghor i khelar jon er nam e toriri hocche,abar khelar sathir jonnoi ta bhenge jacche, apni ami i sudhu khelar jon hotey parlamna .:) ar hain,shob kichui ektorofa hoyto.bhalo thakben,comment ta dekhe onekguli onubhuti holo ,tai atkate parlmna .
Wow so beautiful 🥰
Khelaghor j badha i hoi ekdin na ekdin bhangbe bolei...khelar sathi hariye jai...na thake tar kono thikana...na kono no...khela sesher basi bajle sobai hariye jai...ghor bhenge jai ..daag theke jai...godhuligogone dheke rakha megh er motoi...joto na bola kotha...hoye jai ekdin sara...khelaghor bhange...gore.. bhange...
Tara khub lucky hoy jader apnader moton valobasar manush thake...hoytoh amar e pora kopal .. valobasa r manus ke aj o pelam nah...jani nah , konodin pabo kinah je amay shudhu valobasbe ...
তাহলেই ভাবুন, সে আপনাকে এখনও মনের অতি গভীরে যত্নে লালন করে♥️
Isha and anirban da played a gorgeous romantic couple. And what sweet voice it is! Rabindra Sangeet is full of romanticism but full of divinity
Oshadharon gaanti! ❤️
গান টা শুনে কেনো জানিনা মনের মধ্যে কেমন যেন একটা আলাদা অনুভুতি হচ্ছে,,
💗💗💗
কত না খেলা ঘর বাঁধার আগেই ভেঙে যায়।।✨
she looks so gorgeous.everything is on point😍
কত খেলাঘর হয়তো খেলার ছলে বাঁধা হয়, কিন্তু অবহেলায় একদিন সময়ের কাল স্রোতে সেই ঘরটাও ভেঙে যায়
কোনো একজনের সাথে ঘর বাঁধার সাধ টা অপূর্ণ থেকে যায় । তাকে মনের মধ্যে রেখেই কারোর সাথে ঘর বাঁধতে হয় সেই আমাদের নতুন খেলার জন ।। তাই খেলাঘর বাঁধতে লেগেছি
Khub sundor, nostalgic
মন ভালো হয়ে গেলো❤️❤️❤️❤️.
ভিডিও টা দেখুন , অনেক সুন্দর ua-cam.com/video/xFrA69cKTg0/v-deo.html
Sotti , asadharon lyrics , khub sotti katha , mon chuye jai
মনের যত্নে এসব গান গুলি আনন্দের পরশ বুলায় ❤
Bengali songs make me sleep very fast. Even though i can't understand the meaning. The music so soft & gentle n touched my heart & feelings
Are you Polish, Kay?
@@surjashismukhopadhyay5510 no.
its so gentle melody to listen when you are down & being ignored
@@kaykaty719 yeah it is 😍😍 indeed a very sweet song..most of da bengali songs r very sweet 😍
এই গানটি যারা অপছন্দ করেছে তাদের রুচিবোধ কতটা নিম্নমানের!
বাঙালি জাতির গর্ব রবীন্দ্রসঙ্গীত। এমন কোনো ভবানুভূতি নেই যা রবীন্দ্র সঙ্গীত স্পর্শ করে নি। দেশ কাল নির্বিশেষে কালজয়ী এইসব গান যেন অমর হয়ে থাকে বাঙালির মনে প্রাণে 🍂
বয়স ২৩!
খেলাঘর হয়নি বাঁধা এখনো!
কবে হবে শুধু তার অপেক্ষায়।।
ভালোলাগার স্বর্গ ❤❤❤❤❤
হারিয়ে যাওয়া ভালোবাসা গুলো সত্যিই মনে হয় খেলা ঘরের মতো
Oshadharon....lglo❤️❤️❤️❤️❤️🔥.....❤️
এরকম বনেদি সাজে ঈশা সাহাকে খুব সুন্দর দেখায় ❤️
I can literally sense the inner meanning of this song....
পুরাটা দেখছি অনেক সুন্দর ছিল।
মাঝে মাঝে কারু জন্য হেলাও করতে হয়
কথাগুলো মন ছুঁয়ে যায় ❤
যতটা সুন্দর গান ততটাই ভালো গায়িকা... অসাধারণ co-ordination...😌❤️
আর ঘর যখন খেলাঘর হয়ে যায়... খেলার জন অচেনা হয়ে যায়... কোনো মন্ত্রই তো নেই জোড়া দেওয়ার...
AMAZING & WONDERFUL
সবাই খেলাঘর বাঁধার স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু যার সেই খেলাঘর অচিরেই ভেঙে যায়, রবি ঠাকুর কি তার বিধান দিয়ে দিয়েছেন।
Mon chuye galo ...
আহা!অসামান্য...গান ও মুহূর্তের মন্তাজ অসাধারণ ভালো লাগলো
ua-cam.com/video/6Uirz5SWX5g/v-deo.html jodi jibone cholar pothe kokhono theme poro tahole amar aii channel rr video gulo dekho asha korsi valo lagbe rr channel ta k subscribe kore amar pashe theko
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে❤
হৃদয় জুড়িয়ে গেল ❤
অনির্বাণ এর শেষ মুহূর্তের অভিনয় টা অসাধারণ
Ak kothai apurbo... 😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
অসাধারণ 💗💗💗💗
Bah khub sundar👍👍
A true essence of Rabindrasangeet
Love is always incomplete without RABI THAKUR .🙇🙇🙇🙇
রবীন্দ্রসঙ্গীত ❤️❤️
এর থেকে মিষ্টি আর কিছু হতে পারে না।❤
I just love Isha di. ❤️ She is so beautiful.
Leaving a comment whenever someone like my comment I will listen this song again . It's one of my favourite song ❤️
I'm in love with Anirban❤
ar you from tigps chinsurah
\
কেউ দেখে না ওদের ua-cam.com/video/WloYhJ24nX8/v-deo.html
Ami anirban bhattacharyya r besi kaj dekhini ,ei kajtay ami akta jinis lokkho kor6ilam ,je akta sokto character ke ,specially ektu non intellectual character keo uni ki sundor honestly kore6en ,ektu besi o na abar ektu kom o na ,perfect ...I feel blessed that I am born in such a time and have a good chance to watch his works for long time..
লহ প্রণাম রবি ঠাকুর 🙏
খেলাঘরই ছিল ,তবু ছিল, ভুলেও ভোলা যায়নি আজও
Asadharon lglo..khub sundor avinoy
Outstanding ❤