Hasan | Chondrima Ekhono Tomay | চন্দ্রিমা এখনো তোমায় | Bangla Song | Soundtek

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 609

  • @skshakil5405
    @skshakil5405 3 роки тому +165

    গানটা এতই সুন্দর যে সেটা প্রশংসা করে শেষ করা যাবে না৷সেই 15বছর থেকে শুনে আসছি,ছোটবেলার অনেক স্মৃৃৃৃৃতি মিশে আছে এই গানটাই৷

  • @shahrulhasansohel1718
    @shahrulhasansohel1718 7 років тому +164

    হাসান ভাই,অনেকেই আসলো আবার গেলো কিন্তু আপনি একই ভাবে রয়ে গেলেন হৃদয়ে।সেই ৯৯ থেকে শুরু এখনো শুনছি আপনার গানগুলো।আশা করি নতুন কিছু পাবো,সেই অপেক্ষায়ই আছি............

    • @mdrafiqulislam5059
      @mdrafiqulislam5059 6 років тому +2

      হাসান ভাই নতুন এলবাম কবে পাব

    • @mdshahrulhasansohelrana9143
      @mdshahrulhasansohelrana9143 5 років тому +2

      @@mdrafiqulislam5059 আমিও জানিনা ভাই।কিন্তু উনি আবার আর্কের সকল সদস্য মিলে কাজ করছে,আশা করি দ্রুত কিছু পাওয়া যাবে।

    • @neversaylie5565
      @neversaylie5565 4 роки тому +1

      Ami ow sei aasay aachi akono....

    • @RojaKhan-qc8cl
      @RojaKhan-qc8cl 7 місяців тому

      ❤️❤️❤️

  • @muhammadmaruf5087
    @muhammadmaruf5087 Рік тому +35

    তোমার মতো একজন শিল্পী হারিয়েছি সত্যি আমাদের রুচির চিন্তা বড়'ই খারাপ,,তোমার মতো শিল্পী আর তৈরি হবে না,,মিস ইউ আমার প্রিয় ব্যন্ড আর্ক,,

  • @farhanvaiyya9838
    @farhanvaiyya9838 2 роки тому +11

    সেই ছোট্টবেলা থেকে হাসান ভাই, আইয়ুব বাচ্চু, জেমস্ এসব গুরুদের গান শুনেই বড় হয়েছি। এখনো এই গানগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এখনকার এই চুতিয়া জেনারেশন কখনো হাসান ভাইয়ের গলা ফাটিয়ে গাওয়া "চন্দ্রিমা এখনো তোমায়, তোমাকেই ভালোবাসি" এই লাইনগুলোর গভীরতা, আবেগ এবং মর্মার্থ বুঝে ওঠার মতো মগজ ও বোধশক্তি ওদের মধ্যে জন্মায়নি। খুব গর্ব বোধ করি ৯০ দশকে জন্মে। নাহয় এসব গুরুদের মিস করে যেতাম। কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। কোনো একদিন আমি না থাকলেও যাতে আমার এই কমেন্ট টা থেকে যায়। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো প্রিয় "হাসান ভাই"।

  • @ruhulgaming03
    @ruhulgaming03 2 роки тому +58

    ৯০ দশকের হাসান কে ২২ সালে এসে খুব মিস করি💙

  • @MdHridoy-cx5xx
    @MdHridoy-cx5xx 4 роки тому +70

    এ যুগের হয়েও,
    আমি হাসান ভাই এর গান অনেক ভালোবাসি।

  • @imtiazkhandakerofficial3362
    @imtiazkhandakerofficial3362 9 місяців тому +16

    অসাধারণ রহস্যময় একটা কন্ঠ, বাংলাদেশের মাইকেল জ্যাকসন, যার বয়েজ কাভার করার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি।❤❤❤

  • @mahmudulpavel4294
    @mahmudulpavel4294 3 роки тому +34

    ২০০৩। ক্লাশ নাইন। হাসানের চন্দ্রিমা আর জেমসের 'বৈশাখী ঝড়'। আহা স্মৃতি।

  • @rubelhasan423
    @rubelhasan423 Рік тому +61

    ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে,
    পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ..
    কেন জানি গানটা শুনলে বুকের ভিতরটা হু হু করে ওঠে।কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে হয়ত আবার গানটা শোনা হবে।আবার অতীতের কথা মনে পরে হারিয়ে যাব সোনালী অতীতে।
    রুবেল হাসান
    সলংগা,সিরাজগঞ্জ ২০২৩।

  • @khaledmamun8351
    @khaledmamun8351 Рік тому +17

    তখন যেমন জনপ্রিয় ছিল এখনো এইসব গানগুলো সমান জনপ্রিয়।
    অথচ এখনকার গান গুলো একমাস পর আর কেউ মনে রাখে না।

    • @arkashik588
      @arkashik588 Рік тому

      Akdom r8 kotha vai❤❤ amr boyos 20 ami aro 6 bosor age theke Hasan ar bokto tar gan suni always,, love u hasan❣️❣️😘 Ark Ashik, Dhaka 2023

  • @mostafijurrahman9209
    @mostafijurrahman9209 5 років тому +20

    আমি ক্লাস সিক্সে পড়ার সময় গানটা শুনতাম
    ২০০৩ এর দিকে স্কুলথেকে গিয়ে শুনতান
    কি দিন ছিল তখন,,,,,আসরাফুল,,, সেই খেলার মাঠ

  • @shahidulislam-fy2ko
    @shahidulislam-fy2ko 7 років тому +36

    মগ্ধ হওয়ার মতো গান, সেই ছোট বেলায় যখন গান শুনি হাসান ভাইয়ে গান দিয়ে আমার গান শুনা, কিন্ত হাসান ভাইয়ে মতো অন্য কাওকে আজও পাইনি, গানের মাঝে অনেক অর্থ লুকিয়া থাকে, যা মনের মাঝে অনুভূতি জাগে

    • @rubelrana2573
      @rubelrana2573 2 роки тому +1

      ধন্যবাদ আপনাকে।
      হাসান ভাইয়ের ফ্যান, অসাধারণ সুন্দর বলেছেন।

  • @AverageStudent-4
    @AverageStudent-4 2 роки тому +12

    মনে পড়ে ভালোবাসা দিবসে সকাল
    প্রথম পরিচয় সেই ক্ষণে
    দু'টি মন বিনিময় হয়ে যায় গোপনে
    পড়ে মনে সেই থেকে শুরু এক মহাকাল
    পাশে থাকার প্রতিশ্রুতি দু'জনের
    সেই স্বপন ভেঙে যায় কি কারণে?
    চন্দ্রিমা, এখনও তোমায়
    তোমাকেই ভালোবাসি
    (ভালোবাসি)
    চন্দ্রিমা, আমার চোখে জল
    তোমার ওই মুখে হাসি
    কেন আজ এই হৃদয় বর্ষণ?
    কেন এই বিরহের আলাপন?
    কোন সে মোহ, কি সে প্রলোভন
    আমাকে ভুলে নাও সে জীবন?
    আমাকে ভুলে ডাকলে যাকে
    তার মাঝে বলো কি পেলে এমন?
    চন্দ্রিমা, এখনও তোমায়
    তোমাকেই ভালোবাসি
    (ভালোবাসি)
    চন্দ্রিমা, আমার চোখে জল
    তোমার ওই মুখে হাসি
    কেন আজ এ জীবনে পরাজয়?
    তাহলে কি কেউ কারও নয়?
    কি করে ভুলে গেছো পরিচয়?
    রেখেছিলে মনে কি সংশয়?
    আমাকে ভুলে ডাকলে যাকে
    তার মাঝে বলো কি পেলে এমন?
    চন্দ্রিমা, এখনও তোমায়
    তোমাকেই ভালোবাসি
    (ভালোবাসি)
    চন্দ্রিমা, আমার চোখে জল
    তোমার ওই মুখে হাসি
    মনে পড়ে ভালোবাসা দিবসে সকাল
    প্রথম পরিচয় সেই ক্ষণে
    দু'টি মন বিনিময় হয়ে যায় গোপনে
    পড়ে মনে সেই থেকে শুরু এক মহাকাল
    পাশে থাকার প্রতিশ্রুতি দু'জনের
    সেই স্বপন ভেঙে যায় কি কারণে?
    চন্দ্রিমা, এখনও তোমায়
    তোমাকেই ভালোবাসি
    (ভালোবাসি)
    চন্দ্রিমা, আমার চোখে জল
    তোমার ওই মুখে হাসি

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 7 років тому +98

    ১৯৯৫ ইং, থেকে আজ ২০১৭ আগস্টে এসে বলছি আজ পর্যন্ত আছি, থাকবো।চদ্রিমা থাক বা না থাক

  • @diderhossain6647
    @diderhossain6647 3 роки тому +24

    বহু গান( Cover)করা যায় এবং যাবে কিন্তু হাসানের গান কভার করা এত সহজ নয়। একমাত্র হাই সাউন্ডের গান পরিবেশন করা হাসানের ধারাই সম্ভব, ছোট বেলায় যখন বুঝতে শিখেছি ঠিক তখন থেকে তার গান ভালো লাগে। আজ অবধি সেইম ভালো লাগা কাজ করে......!!!

  • @imrannisho989
    @imrannisho989 5 років тому +16

    2019/6/7 শুনছি। বেচে থাকলে বা ওই সময়ের প্রজন্মের কাছে ২১১৯ সালেও চলবে এই গান। ভালোবাসা হাসান ভাই।

  • @mahmudsabbir2115
    @mahmudsabbir2115 5 років тому +16

    বাংলার পর সম্রাট (হাসান) তোমাকে বড়ই মিস করি..,বড় ভালোবাসি,তোমার মাঝে খুঁজে পাই সেই ৯০ দশকের ফেলা আসে সেই দিন গুলি ,যা আর কোনদিন ফিরে পাবো নাহ..,এই দশকে তোমার গাঁওয়া নতুন গান দেখতে চাই ।

  • @saddamhossainsaddamhossain3684
    @saddamhossainsaddamhossain3684 5 років тому +24

    গান গুলো শুনলে নিজের অজান্তেই মনের মধ্যে একটা শিহরণ অনুভব করি ।

  • @Holyquran2244
    @Holyquran2244 5 років тому +24

    কোন অভিযোগ নেই!
    আর কখনো থাকবে না,
    আছে কিছু অভিমান,
    যা কোনদিন বলবো না!

  • @smmahmud6491
    @smmahmud6491 5 років тому +23

    ৯০ দশকের 🇧🇩🇧🇩🇧🇩 হাসান বসের 🇧🇩🇧🇩🇧🇩 গান ২০১৯ আমাকে মাতাল করেছে
    হাজার সালম।
    যদিও এই গান গুলো আমার জন্মের বহু আগে।

  • @ronniebandl6785
    @ronniebandl6785 2 роки тому +5

    জেমস ও হাসান ভাইয়ের "সারেগামা" এ্যালবামের একটা কপি এখনো আছে আমার সংগ্রহে। আহারে, দিনগুলোতে যদি আরেকবার ফেরা যেতো...

  • @sifatchowdhury9321
    @sifatchowdhury9321 4 роки тому +38

    খুব পিচ্চিবেলায় শুনতাম চাচাতভাই ক্যাসেটে বাজাতো। ভাইয়া তখন ইয়াং। এখন ভাইয়ার ছেলে মেয়ে স্কুলে পড়ে। টেপ ক্যাসেট নাই। সময় নাই। গানগুলোও হারিয়ে যাচ্ছে। অনেক অনেকদিন পর গানটা শুনে পুরানো স্মৃতি মনে পড়লো😇😇😇

  • @rubelrana2573
    @rubelrana2573 3 роки тому +9

    আমার ভাগ্যভালো যে বাংলা ব্যান্ড এর ১৯৯০থেকে ২০১০ সেরা সময় টুকু পেয়েছি। আর এখনো তাই শুনছি।

  • @bynazmul8064
    @bynazmul8064 7 років тому +85

    ভাই আপনার এই গান টা আমার প্রথম ভালোবাসার অনুভূতি প্রকাশ এর মাধ্যম চিলো সেই ২০০২ সালে ক্লাস টেন এর কথা :)

    • @arshadfeni9253
      @arshadfeni9253 5 років тому +3

      আমারও একি অবস্থা আমি ১০ ছিলাম

    • @naturalliving8628
      @naturalliving8628 5 років тому +3

      I was in class 8. Feeling Nostalgic...

    • @mdrusselkhan5960
      @mdrusselkhan5960 5 років тому +2

      আমি ও ক্লাস ১০ ছিলাম
      Golden era of life...
      Missing

    • @alaminsabuj5756
      @alaminsabuj5756 5 років тому +1

      ভাই এলবাম টা কি ২০০২ এর নাকি ২০০৩/০০৪ এর??

    • @masumrahman1731
      @masumrahman1731 4 роки тому +1

      2005

  • @MdAshik-sf2uy
    @MdAshik-sf2uy 2 роки тому +3

    নিজের প্রেমিকার চেয়েও বেশি ভালো বাসতাম প্রিন্স মাহমুদ, হাসান আর ৯৭/৯৮/৯৯/২০০০ এর সেই সব সোনালী দিন গুলো কে।

  • @solomandawan6903
    @solomandawan6903 7 років тому +36

    হাসান আর্ক বাংলার একজন জনপ্রিয় ব্যান্ড

  • @shohagmonsi8936
    @shohagmonsi8936 2 роки тому +4

    সারেগামা এ্যালবামটা ততকালিন সময়ে সাউন্ডটেক মুক্তি দেয়ার দুই দিন পর বাজারে চাড়েন, তখন ৩০/ টাকার এ্যালবাম ৭০ টাকা দিয়ে কিনেছি (অডিও ক্যাসেট)
    আজ ২০২২ সালের শেষের দিকে এসে গানটা আবারও সুনলাম, সেই আগের মতই মনোমুগ্ধকর।
    ধন্যবাদ আর্ক, হাসান ভাই, শফিক তুহিন, প্রিন্স মাহমুদ, সাউন্ডটেক।

  • @farsi.1996
    @farsi.1996 Рік тому +1

    Jar cole jay sei buje valobasar manus ta kotota dami cilo.. Se hoy to janoto na je se cilo sorjo r ami cilam cad tar aloy ami alokito taktam.😅😊..

  • @elyaskhan9592
    @elyaskhan9592 Рік тому +3

    সেই বিংশ শতাব্দীর শিল্পীগুলোর সাথে তুলনা করার জন্যে বর্তমান কোন শিল্পীই দেখি না। বাংলা গানের স্বর্নযুগ বলা যায় ৯০-২০০৫।

  • @rockyqatar6325
    @rockyqatar6325 3 роки тому +7

    ওপেন চ্যালেঞ্জ নোবেল কে এই গানগুলো চ্যালেঞ্জ করার মত কারো বুকের পাটা এখনো হয় নাই তাইতো এই গানগুলা কে অনেক ভালোবাসি

  • @MohiuddinAhmed04
    @MohiuddinAhmed04 2 роки тому +9

    সেই ২০০৪/৫ থেকে শুনছি গান গুলো! সময়ের চেয়ে অনেক অনেক অনেক বেশী আধুনিক ছিলো এই গান গুলো!

    • @rezaulkabir5879
      @rezaulkabir5879 Рік тому +1

      আজও শুনছি : 26.04.23

    • @MohiuddinAhmed04
      @MohiuddinAhmed04 2 місяці тому

      @@rezaulkabir5879 কি স্বর্ণালি সময় টাই না ছিলো ১৯৯৯/০০/০১/০২/০৩/০৪ বা কাছাকাছি সময় পর্যন্ত!

  • @jknahid3442
    @jknahid3442 4 роки тому +8

    চন্দ্রিমা এখনো তোমায় তোমাকে ভালোবাসি ❤
    চন্দ্রিমা আমার চোখে জল😪
    তোমার ওই মুখে হাসি 😁

  • @assuringfoodsafetysteps1221
    @assuringfoodsafetysteps1221 3 роки тому +11

    Come back Hassan Vai. Give us back the golden childhood memories.

  • @riyadhussain3477
    @riyadhussain3477 Рік тому +2

    My first love
    02.02.2004

  • @moniruzzamanmonir5357
    @moniruzzamanmonir5357 3 місяці тому +2

    27,08,2024 এ কে কে শুনছো , দেখতে চাই।

  • @marufmujtahid7889
    @marufmujtahid7889 3 роки тому +11

    Another masterpiece from our legendary man, Hasan...

  • @BorhanUddin-hn5yz
    @BorhanUddin-hn5yz 5 років тому +5

    হাসান- আমার স্কুল জীবনের ভালোলাগা। সেই ২০০৩-২০০৪....থেকে শুরু। কিন্তু এখনো চিরসবুজ। ❤❤

  • @rabiulstation187
    @rabiulstation187 4 роки тому +6

    হয়তো আমি একদিন থাকবো না কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম জানবে আমি হাসানকে ভালোবাসি।

  • @jubayergaming5633
    @jubayergaming5633 2 роки тому +3

    ২০০৪ সালে যখন ক্লাস নাইনে পড়ি তখন তো প্রেম করতাম না এ গানটা কিভাবে এতো ভালো লাগছিলো, হুম এখনো আগের মতোই ভালো লাগে

  • @mohammadmaniruzzamankhan9415
    @mohammadmaniruzzamankhan9415 Рік тому +4

    আবার যদি ফিরে আসতো সে দিনগুলো!!!
    আজো মনে পড়ে সেদিনের এ গানগুলো, খুব মনে পড়ে মহানায়ক সালমান শাহ'র সিনেমায় ব্যবহার করা কালজয়ী গানগুলোর কথা যেগুলোয় অধিকাংশতেই কন্ঠ দিয়েছেন আগুন ভাইয়া।
    খুব শুনতাম হাসান ভাইয়ের গান, আইয়ুব বাচ্চু, জেমস, শাফিন আহমেদ এর গানগুলো।

  • @mdfaizulislam4952
    @mdfaizulislam4952 Місяць тому +1

    সেই ১৯৯৭ থেকে ২০০৫, আহারে দিনগুলো, এখন শুধুই স্বপ্ন। বন্ধু বান্ধব, খেলাদুলা, স্বাধীনতা।এসব ভাবলে চোখে পানি চলে আসে।

  • @golammosthofa9568
    @golammosthofa9568 3 роки тому +6

    এই গান গুলোর সাথে অনেক সৃতি জড়ানো আছে যা আর ফিরে পাবো না

  • @mdronikhan825
    @mdronikhan825 5 років тому +216

    সেই সময়ের কথা,,,বাপের পকেট মেরেছিলাম মাত্র ৩৫ টাকা ক্যাসেট কিনবো বলে,,,দুদিন পালিয়ে বেড়িয়েছি বাপের ভয়ে,,,শিউরে ওঠে সেদিনের কথা মনে হলে! তবে খুব'ই ভালো ছিলো সেই দিনগুলো!

  • @RuhulSumaya
    @RuhulSumaya Місяць тому

    যতোই দিন যায় গানগুলো নতুনত্ব লাভ করছে♥️♥️♥️ হাসান♥️♥️♥️

  • @marzanabasit6409
    @marzanabasit6409 Рік тому +1

    Nice Krishno and cute Hasan

  • @mohammadmehedi4215
    @mohammadmehedi4215 7 місяців тому +1

    এই গান একসময় খুব শুনেছি😢
    কত মায়া জরিয়ে রয়েছে শৈশব বেলার কুথায় যেন হারিয়ে গেলো
    দিন গুলো মিস করি অনেক 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mdaceer8969
    @mdaceer8969 Рік тому +1

    অসাধারণ একটা গান ❤❤❤❤❤মূল্যহীন অভিযোগ গুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয়!🌺🖤🔐🍒
    ︵🌸💚
    - কিছু মানুষ আমাদেরকে ভালোবাসে না তবে অসম্ভব মায়ায় ফেলে 🙂🥀💫🌈

  • @rupshanewyork9307
    @rupshanewyork9307 6 років тому +18

    এখন 2018অনেক শিল্পিকে চিনিনা,অভাব নেই৷

  • @marzanabasit6409
    @marzanabasit6409 Рік тому +1

    Cute Hasan and cute Krishno

  • @najmuldewan4014
    @najmuldewan4014 10 місяців тому +1

    সেই ২০০৩ থেকে হাসানের ভক্ত। ব্যাতিক্রম সুরের জন্য বসকে ভালোবাসি

  • @rashedkhan8776
    @rashedkhan8776 6 років тому +34

    এখনো পছন্দের গান, মুখ মিলিয়ে সেই ক্লাস ৫ এ ক্যাসেটের ফিতা, সেই সব দিনগুলো.... রোমন্থন করি এখনো.....

  • @irfanalam8149
    @irfanalam8149 Рік тому

    আমার ৯০'s কৈশোর কেটেছে এই অসাধারণ গান/লিরিক গুলো শুনে।। আজও মনে হয় এই প্রথম শুনছি, আমি হারিয়ে যাই আমার কৈশোরে। (4/4/23)!! 90's kids!! thank u HASAN/ AB/ JAMES/ BIPLOB for making my childhood more beautiful ❤️ ...

  • @nurunnabi7441
    @nurunnabi7441 Місяць тому

    চন্দ্রিমা এখনো তোমায়, হাসান গান অসাধারণ ❤️❤️

  • @ArkJonaeid5005
    @ArkJonaeid5005 6 місяців тому +1

    মনে পড়ে..
    ভালোবাসা দিবসে সকাল
    প্রথম পরিচয় সেই ক্ষণে
    দু'টি মন...
    বিনিময় হয়ে যায় গোপনে
    পড়ে মনে...
    সেই থেকে শুরু এক মহাকাল
    পাশে থাকার প্রতিশ্রুতি
    দু'জনের...
    সেই স্বপন ভেঙে যায় কি কারণে?

  • @meherulhridoy9098
    @meherulhridoy9098 4 роки тому +3

    হাসান ভাই একটা জিনিস। অনুভবের বিষয়।

  • @farhadhossain-u7m
    @farhadhossain-u7m 8 місяців тому +1

    😊সেই ৭ বছর বয়স থেকে শুনতেছি এই সব গান এখনো শুনি তবে সবাই এই সব গানের মরমো বোঝেনা, শুধু চিল

  • @monirulislam4367
    @monirulislam4367 3 роки тому +6

    প্রিন্স মাহমুদ, শফিক তুহিন, হাসান মানেই জাদু।

    • @MdAshik-sf2uy
      @MdAshik-sf2uy 2 роки тому

      ভাই, আপনার জন্ম কত সালে? আপনি কাদের সাথে কাকে মিলচ্ছেন? কোথায় প্রিন্স মাহমুদ - হাসান আর কোথায় শফিক তুহিন? শফিক তো সেদিনের বাচ্চা। তাছাড়া প্রিন্সের সাথে তার তুলনা করলে বলতে হয় কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কলার কান্দী... Prince Mahmud is the boss of bosses. There would be no alternative to this great legend.

    • @monirulislam4367
      @monirulislam4367 2 роки тому +1

      @@MdAshik-sf2uy I didn’t tell they are same in merit.I told their combination is great.

  • @Sirajulislam-ql9tp
    @Sirajulislam-ql9tp 4 роки тому +4

    আমার কাছে অনেক ভালো লাগলো।
    মনে হচ্ছে 1915 এর দিন গুলোর কথা

  • @md.tasikur6698
    @md.tasikur6698 2 місяці тому

    আহরে সময় কিভাবে চলে গেল, এ গানটা শুনে আমি প্রেম করেছি।কত যে শুনেছি গানটা বলতে পারব না।❤❤❤❤❤❤

  • @AhsanAzad-rg4jd
    @AhsanAzad-rg4jd 5 років тому +13

    আমি স্কুলে থাকতে সবসময় আমার Avon ALTON সাইকেলে সবসময় গানটা মুখে থাকতো ❤

  • @MasudParvez-s3d
    @MasudParvez-s3d 7 місяців тому

    আাগের দিনগুলোতে ফিরে যেতে মন চাই। বাংলা ব্যান্ডের ৫ জন গায়কের মধ্যে হাসান ভাই একজন।

  • @jubayerahmed2289
    @jubayerahmed2289 2 роки тому +2

    হাসান ভাই মানেই সেরা কিছু 💔

  • @shimul3500
    @shimul3500 Рік тому +2

    ২০০২-৩ সালের দিকে এই গান সুনেছিলাম হঠাৎ মনে পড়ে খুজতে এলাম

  • @mazumdermedia
    @mazumdermedia 3 роки тому +2

    শুধু এই গানগুলোতেই সেই শৈশবকাল খুঁজে পাই।
    লাভ ইউ হাসান ভাই।

  • @ritonbakshi8008
    @ritonbakshi8008 Місяць тому

    এই গানটি আমি 101 বার শুনেছি। তারপরও প্রতিদিন আমি সময় পেলে 1 বরা হলেও শুনি। অসাধারণ।

  • @raselmondol2303
    @raselmondol2303 3 роки тому +3

    ২০০৩ থেকে শুরু ২০২১সালেও শুনছি সমান তালে

  • @henacu6037
    @henacu6037 3 роки тому +2

    চন্দ্রিমা থাক বা না থাক গুরু আপনি থাকবেন আমাদের অন্তরে সারাটিজীবন। গুরু ভালবাসি আপনাকে অনেক। ২০২১ এর মাঝামাঝি আপনার জন্য এই কমেন্ট টা করে গেলাম। বেঁচে থাকলে ভবিষ্যতে কোন একদিন আবার কমেন্ট পড়তে আসবো।

  • @biplabgomes8624
    @biplabgomes8624 Рік тому

    আমি খুবই ভাগ্যবান, সেই সময় আমার একটা ক্যাসেট প্লেয়ার ছিল। এই গানগুলো অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়।

  • @rashedhossen4791
    @rashedhossen4791 Місяць тому

    বিশ্বের আর কোথাও এমন ব্যান্ড সংগীত হবেনা

  • @SHARIAN-RAJz9m
    @SHARIAN-RAJz9m 18 днів тому

    ৯০দশকের দিন গুলো অনেক মিস করি আর কোনোদিন সেই হাড়ানো দিন গুলো ফিরে পাবোনা🥺🥺🥺🥺🥺

  • @khurshedalam9973
    @khurshedalam9973 Рік тому +2

    জীবনে কত বার শুনেছি গানটি, আজ অনেক দিন পরে শুনতেছি।

  • @Notoriousshobu
    @Notoriousshobu 3 роки тому +2

    গানগূলো আজো আমার কাছে নতুন ই রয়ে গেছে।ভালবাসা অভিরাম হাসান ভাইয়ের জন্য।

  • @mahasan563
    @mahasan563 6 місяців тому +1

    গানটা শুনতে এসে বন্ধু ইমরানের কথা খুব মনে পড়চে সে আজ পৃথিবীতে নেই গানটা ও খুব ভালবাসত

  • @rajibdas2443
    @rajibdas2443 17 днів тому

    আমি তখন খুব ছোট ছিলাম হয়তোবা ক্লাস 5 এ পড়তাম এগুলো শুনে শুনে বড় হবা সে দিন গুলোকে খুব মিস করি ক্যাসেটে সে দিনগুলো

  • @jibonershokh8229
    @jibonershokh8229 Рік тому +1

    খুব মিস করি সেই দিনগুলি

  • @CustomerService-vy4kl
    @CustomerService-vy4kl 2 місяці тому

    অনেক সুন্দর একটা ভিডিও
    দারুণ অনুভূতি

  • @ArshadchyChowdhury
    @ArshadchyChowdhury 4 місяці тому +1

    আমার চোখে জল 😢😢😢তুমার ও মুখে হাসি

  • @Familyanimation-2D
    @Familyanimation-2D Рік тому +1

    nice

  • @azizulhoq4553
    @azizulhoq4553 Рік тому

    কষ্ট গুলো যখন বেশী মনে করি তখন ই এই গানটা অনেক বার শুনি!এই গানটি যত বার শুনি ততবার পিছনে ফিরে যাই । সত্যি তুমি যার কাছে চলে গেছো তার মাঝে কি পেলে এমন! 😢😢😢

  • @shakilhossain7723
    @shakilhossain7723 3 роки тому +1

    আমার প্রিয় শিল্পী হলো জেমস স্যার আইয়ুব বাচ্চু স্যার আর হাসান স্যার। তিন জনের গান আমার খুব ভালো লাগে। বিশেষ করে হাসান স্যার এ গানটা অনেক ভালো লাগে

  • @Mohsin-khan-1984
    @Mohsin-khan-1984 7 місяців тому +1

    কত্তো কত্তো ফিতার ক্যাসেট আর সিডি আমার ঘরটা ভর্তি ছিল!
    বিশ বছর যাবৎ দেশের বাহিরে,তবে হাসান ভাইয়ের এলবাম গুলি অনেক মিস্ করি ❤❤❤

  • @MdMunna-x2t6p
    @MdMunna-x2t6p 4 дні тому +1

    VARE NIS ARK HASHAN 🤍🎙️

  • @tareqmirza1702
    @tareqmirza1702 Рік тому +1

    এই গান শুনলে খুব করে অতিত মনে পরে যায়

  • @nazmulcivil7211
    @nazmulcivil7211 5 місяців тому

    গানটার মায়ায় পড়ে গেলাম
    অনেক আবেগ শিল্পীর কন্ঠে শুধুমাত্র লিজেন্ড রাই পারবে এমন করে গান করতে

  • @ashrafulislam6195
    @ashrafulislam6195 2 місяці тому

    যখনই ব্যান্ডের গান শুনি তখনই আমার বন্ধু সৌরভের কথা মনে পড়ে ❤

  • @rahibmahasin
    @rahibmahasin 4 роки тому +5

    I'm 17 and love ARK. But I wish I were born before so that I could enjoy the 90s.

  • @jamilahmed4166
    @jamilahmed4166 Рік тому

    2002 সাল ক্লাস ২ তে পড়ি তখন গান গুলো শুনতাম শুধু,, লিরিকস এর অর্থ বোঝার মত মন ছিলো না শুধু শুনতাম আর সাথে সাথে গাইতাম। কি দারুণ দিন ছিলো।

  • @imonmiah3490
    @imonmiah3490 3 роки тому +1

    নাইচ

  • @monirzaman3783
    @monirzaman3783 4 роки тому +2

    চন্দ্রিমা এখনও তোমায়, তোমাকেই ভালবাসি।

  • @mdashrif1074
    @mdashrif1074 3 роки тому +1

    সেই মনে পড়ে ৯৯ তে! চাইতো ভাই দের দেখতাম! ওরা যাদের সাথে প্রেম করতো! তাদের কে এই গানের কথা দিয়ে চিঠি লিখে দিতো! আহা কি দিন ছিলো যে! হাসান এক জন্য ই!

  • @ArshadchyChowdhury
    @ArshadchyChowdhury 4 місяці тому

    Outstanding lyrics excellent music 😢😢😢

  • @SaifulIslam-rd1ht
    @SaifulIslam-rd1ht 2 роки тому

    মেসে বড় ভাই সায়েমের প্লেয়ারে প্রথম শুনি এখনও দু’চোখে বন্যা এলবামের গানগুলো। সায়েম ভাইও হারিয়ে গেছে, হাছানও হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে কালজয়ী গানগুলো যা আমরা কলেজ, ভার্সিটি লাইফে শুনতাম। ৯০ চলে গেছে আর আসবেনা কখনো, কোনদিনও কারন হাছান গেয়েছিলেন ‘যে যায় ফিরে আসেনা”................হাছান বেঁচে থাকুক অনেক দিন.................

  • @ferarishamim7839
    @ferarishamim7839 6 років тому +15

    এই রাজ্যে একজনই...............
    আমার হাসান বস............

  • @KhokonTalukdar-e7m
    @KhokonTalukdar-e7m 7 місяців тому

    এত নিখুঁত টান মন শিউরে উঠে। যখন প্রিয় মুখটির কথা মনে পরে তখন হাসান ভাই এর গান যেন এক শেষ্ঠ সুখ বয় মনে😢

  • @mijrahman
    @mijrahman 4 роки тому +2

    Best era for bangla babd music... we passed that time unfortunately and cant see any sign to get back talent like them anymore ! Thumbs up if u agree or down if not.

  • @jbsumonn1532
    @jbsumonn1532 2 роки тому

    ৫ম শ্রেনীতে পড়ার সময় নতুন একজন ম্যাডাম এসেছিল নাম ছিল চন্দ্রীমা।দেখতে অনেক সুন্দর ছিল উনি। উনাকে শুনিয়ে শুনিয়ে গানটা গাইতাম আর উনি মুচকি হাসি হাসতেন। আহা সে দিন।

  • @khanbelayet8718
    @khanbelayet8718 4 роки тому +1

    হাসান ভাই কি করে বুঝাবো এত ভালোবাসি আপনার গান,,,, ধন্যবাদ হাসান ভাই আর ধন্যবাদ প্রিন্সচ মাহামুদ ভাই কে ও

  • @rofiuddinahammed6673
    @rofiuddinahammed6673 9 місяців тому

    গান বলতে সেই ৯০ দশকের গানই বুঝি।এই গানটা বিশেষভাবে ভালো লাগতো।হাসানের ফ্যান সেই ৯৫ থেকেই।এখনো শুনি সময় পেলে।
    ২৪ এসেও শুনলাম।
    রাজু,জহুরুল নগর,বগুড়া।
    ২২/০২/২৪

  • @farazhossain7663
    @farazhossain7663 2 роки тому +1

    Very beautiful song. So melodious. I love you too much my dear Hasan. May Almighty Allah 🙏 bless you a very long, happy, healthy & a very beautiful life forever. Thanks a lot.

  • @badhonmia3493
    @badhonmia3493 2 роки тому +1

    Miss you everyday 💗