“আদিবাসী” শব্দটি সাধারণত সেই জনগোষ্ঠীগুলিকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাচীনতম অধিবাসী এবং যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং জীবনধারা রয়েছে। তাদেরকে প্রায়শই “ইন্ডিজেনাস পিপল” বা “প্রথম জাতি” হিসেবেও উল্লেখ করা হয়। আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, যেমন: • ভারতে: সাঁওতাল, মুণ্ডা, গারো, খাসি, ওঁরাও প্রভৃতি। • বাংলাদেশে: চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো প্রভৃতি। • অস্ট্রেলিয়ায়: অ্যাবরিজিনাল। • আমেরিকায়: নেটিভ আমেরিকান। তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করেন এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। তবে আধুনিককালে অনেক আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি, সংস্কৃতি ও পরিচয়ের জন্য সংগ্রাম করছেন।
A very good discussion. CHT is a lovely place. The citizens living in the CHT and other exclusive areas ( as in Mymensingh ) have all always been very simple, innocent and good people. We have to show respect to our citizens irrespective of their places of birth and living.
“আদিবাসী” শব্দটি সাধারণত সেই জনগোষ্ঠীগুলিকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাচীনতম অধিবাসী এবং যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং জীবনধারা রয়েছে। তাদেরকে প্রায়শই “ইন্ডিজেনাস পিপল” বা “প্রথম জাতি” হিসেবেও উল্লেখ করা হয়। আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, যেমন: • ভারতে: সাঁওতাল, মুণ্ডা, গারো, খাসি, ওঁরাও প্রভৃতি। • বাংলাদেশে: চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো প্রভৃতি। • অস্ট্রেলিয়ায়: অ্যাবরিজিনাল। • আমেরিকায়: নেটিভ আমেরিকান। তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করেন এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। তবে আধুনিককালে অনেক আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি, সংস্কৃতি ও পরিচয়ের জন্য সংগ্রাম করছেন।
আদিবাসী মানে আদিবাসীন্দা না।আমরা আদিবাসী কিন্তু আদিবাসীন্দা না-এই শব্দের অর্থ প্রকাশ পায়। রাজনৈতিক দলের ও সরকারের সমস্যা এটা কোন আমাদের মতো খেতে খাওয়া মানুষের না। বাংলাদেশের ৬৪ জেলা থেকে যদি ৩টি জেলা আদিবাসী অধ্যুষিত অঞ্চল দিয়ে দিলে-তো কি পুরো বাংলাদেশ টা আমাদের হয়ে যাবে নাকি। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি,যে রাষ্ট্রে বে ধর্মীকে,অ বাঙ্গালী কে মানুষ বলে মনে করেনা। নিন্দা জানাই এই রকম সরকার আর রাজনৈতিক দলগুলোকে।
আমাদের কে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিলে কি সমস্যা বাংলাদেশের মানুষের আমরাও তো এই বাংলাদেশের নাগরিক তবে জাতীয়তাবাদ আমরা সবাই বাংলাদেশী কিন্তু সবাই স্ব স্ব জাতির সবাই কে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিৎ নয় কি.......?? অবিলম্বে বাংলাদেশের বসবাস রত সকলস্তরের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এটাই আমাদের প্রত্যাশা।
শেখ হাসিনার সবকিছু পরিবর্তন হয়, তাহলে শেখহাসিনার লাগিয়ে দেওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি কেন বাদ দিতে পারেনা। তাহলে বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে এটাই আমার প্রশ্ন, আদিবাসী শব্দ ব্যাবহার করলে কেন শাসকের কাছে বা উগ্রবাদী মুসলিম সম্প্রদায়ের কাছে গা চুলকায়?
কারণ এই আদিবাসী শব্দটির মধ্য দিয়ে বাংলাদেশের মূল বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ বাঙালির পাশাপাশি যে আরও জাতিগোষ্ঠীর লোক আছে তা সাতন্ত্র্যভাবে প্রকাশ করে। এই গ্রাফিতি আঁকা হয়েছিল বৈষম্য বিরোধী গণঅভ্যুতানে ছাত্রছাত্রীদের হাত ধরে। তাহলে কি এই গ্রাফিতি মুছে দিয়ে প্রমাণ করতে চান আপনি জুলাই আন্দোলনের বিরোধী ছিলেন?
"আদিবাসী স্বীকৃতির আসল উদ্দেশ্য কি ?" আপনারা কি জানেন, আদিবাসী স্বীকৃতি পেলে কী ঘটতে পারে ? ১) তারা নিজেদের আলাদা দেশ দাবি করবে। ২) আলাদা মানচিত্র তৈরি করবে। ৩) আলাদা মুদ্রা চালু করবে। ৪) আলাদা ব্যাংকিং ব্যবস্থা করবে। ৫) আলাদা সংবিধান তৈরি করবে। ৬) আলাদা সেনাবাহিনী আনবে। তাদের স্বপ্নের "জুম্মল্যান্ড" এর ম্যাপ ও মুদ্রা এরই প্রমাণ। এখন আপনারাই বলুন, "তাদের আদিবাসী স্বীকৃতি দিয়ে দেশ বিভাগের ষড়যন্ত্র বাস্তবায়ন করবেন, নাকি তাদের বাংলাদেশী পরিচয়ে থাকতে বাধ্য করবেন ?" "বাংলাদেশ অখণ্ড ছিল, আছে, থাকবে!"
আদিবাসী কি আদিবাসী না সেটা International rules মিলালেই তো হয়ে যায়। এসব মেলালে তো বোঝা যায় ওরা আদিবাসী। কিন্তু উগ্র মুসলিমরা (সব মুসলিমদের বলা হয় নাই)কেন এটা মেনে নিতে পারে না সেটাই তো প্রশ্ন
অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক সেই সাথে পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে পুনর্বাসিত সেটেলারদের পাহাড় থেকে তাদের পূর্বের ভিটেমাটিতে প্রত্যাবাসন করা হোক।এই সেটেলাররা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
চেয়ারে বসার আগে সবাই আদিবাসীদের সাপোর্ট করে চেয়ারে বসার পরে আবার তারায় তাদের দমিয়ে রাখে
এইটা ঠিক,,,। রাজনৈতিক মানেই হচ্ছে ধোকা দেওয়া 😥😥
Ek dom tik vaii
আমরা আদিবাসী।
ধন্যবাদ খুশি কবির ম্যাম❤️
আদিবাসী নিয়ে সেনাবাহিনী আর সেটেলার ক্লাশ করানো হোক
তুরা হলি বার্মিজ সেটেলার।
সুন্দর উপস্থাপনা❤️🩹
TrueGPT তে আদিবাসী সার্চ দিলে সব উত্তর পেয়ে যাবেন, বিশেষ করে যারা (কিছু বাঙ্গালী) নিজেদের কে আদিবাসী বলে দাবী করতেছে...
“আদিবাসী” শব্দটি সাধারণত সেই জনগোষ্ঠীগুলিকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাচীনতম অধিবাসী এবং যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং জীবনধারা রয়েছে। তাদেরকে প্রায়শই “ইন্ডিজেনাস পিপল” বা “প্রথম জাতি” হিসেবেও উল্লেখ করা হয়। আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, যেমন:
• ভারতে: সাঁওতাল, মুণ্ডা, গারো, খাসি, ওঁরাও প্রভৃতি।
• বাংলাদেশে: চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো প্রভৃতি।
• অস্ট্রেলিয়ায়: অ্যাবরিজিনাল।
• আমেরিকায়: নেটিভ আমেরিকান।
তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করেন এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। তবে আধুনিককালে অনেক আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি, সংস্কৃতি ও পরিচয়ের জন্য সংগ্রাম করছেন।
A very good discussion. CHT is a lovely place. The citizens living in the CHT and other exclusive areas ( as in Mymensingh ) have all always been very simple, innocent and good people. We have to show respect to our citizens irrespective of their places of birth and living.
We Want Peace.
💗💗💗💗💗💗💗💗 খুশি কবিরের সুসাস্থ্য ও দীর্ঘ্যও কামনা করছি । সেই সাথে অনুষ্টানে উপস্থিত সকলের সুসাস্থ্য ও দীর্ঘ্যও কামনা করছি। সেই সাথে চ্যানেল ২ ৪ কে।
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক..!
সত্যি কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
Thank you pavel dada ke
অনেক সুন্দর আলোচনা
Very good discussion. So many are not aware of these differences. People need to develop empathy. This can start with school curriculum.
ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।
Appropriate Headline !!!!!
Thanks kushi kabir mam❤
“আদিবাসী” শব্দটি সাধারণত সেই জনগোষ্ঠীগুলিকে বোঝায়, যারা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাচীনতম অধিবাসী এবং যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য এবং জীবনধারা রয়েছে। তাদেরকে প্রায়শই “ইন্ডিজেনাস পিপল” বা “প্রথম জাতি” হিসেবেও উল্লেখ করা হয়। আদিবাসী জনগোষ্ঠী বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, যেমন:
• ভারতে: সাঁওতাল, মুণ্ডা, গারো, খাসি, ওঁরাও প্রভৃতি।
• বাংলাদেশে: চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো প্রভৃতি।
• অস্ট্রেলিয়ায়: অ্যাবরিজিনাল।
• আমেরিকায়: নেটিভ আমেরিকান।
তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করেন এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। তবে আধুনিককালে অনেক আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি, সংস্কৃতি ও পরিচয়ের জন্য সংগ্রাম করছেন।
আদিবাসী বললে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আর সেটেলার নাচা বন্ধ হবে তাই সেনাবাহিনী আর সেটেলার বাহিনীদের পুবে পরিকল্পিত
Madam correct bolchen...
যেটা ছেঁড়া যাবে না, ত খাওয়া যাবে কিভাবে? কিন্তু কিছু সংখ্যক লোক খেয়ে ফেলতে চায়।
Well said
জীবন চলে গেলও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাআল্লাহ।
আমরা আদিবাসী,, আমি আদিবাসী
আপা এতোদিন কোথায় ছিলেন?
Hi
আপনার আলোচনার মধ্যে স্টুডেন্ট ফর সাবেরেন্ট এর সদস্য রাখার দরকার ছিল
আদিবাসী মানে আদিবাসীন্দা না।আমরা আদিবাসী কিন্তু আদিবাসীন্দা না-এই শব্দের অর্থ প্রকাশ পায়। রাজনৈতিক দলের ও সরকারের সমস্যা এটা কোন আমাদের মতো খেতে খাওয়া মানুষের না। বাংলাদেশের ৬৪ জেলা থেকে যদি ৩টি জেলা আদিবাসী অধ্যুষিত অঞ্চল দিয়ে দিলে-তো কি পুরো বাংলাদেশ টা আমাদের হয়ে যাবে নাকি। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি,যে রাষ্ট্রে বে ধর্মীকে,অ বাঙ্গালী কে মানুষ বলে মনে করেনা। নিন্দা জানাই এই রকম সরকার আর রাজনৈতিক দলগুলোকে।
Correct bolchen parto sir...
আদিবাসীদের নিয়ে রাজনীতি খেলা আর কতদিন?
আমাদের কে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিলে কি সমস্যা বাংলাদেশের মানুষের আমরাও তো এই বাংলাদেশের নাগরিক তবে জাতীয়তাবাদ আমরা সবাই বাংলাদেশী কিন্তু সবাই স্ব স্ব জাতির সবাই কে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিৎ নয় কি.......??
অবিলম্বে বাংলাদেশের বসবাস রত সকলস্তরের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এটাই আমাদের প্রত্যাশা।
❤
বাংলাদেশ কে রক্ষা করার জন্য( স্টুডেন্টস ফর সভারেন্টি, জীবনকে বাজি রেখে দেশের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
সবাই সাথে থাকুন।
স্টুডেন্ট ফর সভারেন্টি নামে কোন সংগঠন আছে এই প্রথম শুনলাম, আমার মনে হয় শুক্র শুক্র এক সপ্তাহ হয় নাই এরা এসেছে?
শেখ হাসিনার সবকিছু পরিবর্তন হয়, তাহলে শেখহাসিনার লাগিয়ে দেওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি কেন বাদ দিতে পারেনা। তাহলে বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে এটাই আমার প্রশ্ন, আদিবাসী শব্দ ব্যাবহার করলে কেন শাসকের কাছে বা উগ্রবাদী মুসলিম সম্প্রদায়ের কাছে গা চুলকায়?
What do you mean by খাওয়া যাবে কি?
আমরা আদিবাসি
আদিবাসী দের দাবি মেনে নেওয়া হোক
আমরা আদিবাসী
😮 আল্লাহ্ কে ভয় করো 😮😮😮😮
আদিবাসী তো কোন ধর্মের নাম না তাহলে চারটা ধর্মের সাথে কেন আদিবাসী লেখা হবে এত বড় বিতর্ক
আদিবাসী কোনো ধর্ম নয় এটি সকল ক্ষূদ্র নৃগোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয়। আশাকরি বুঝতে পেরেছেন।
কারণ এই আদিবাসী শব্দটির মধ্য দিয়ে বাংলাদেশের মূল বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ বাঙালির পাশাপাশি যে আরও জাতিগোষ্ঠীর লোক আছে তা সাতন্ত্র্যভাবে প্রকাশ করে। এই গ্রাফিতি আঁকা হয়েছিল বৈষম্য বিরোধী গণঅভ্যুতানে ছাত্রছাত্রীদের হাত ধরে। তাহলে কি এই গ্রাফিতি মুছে দিয়ে প্রমাণ করতে চান আপনি জুলাই আন্দোলনের বিরোধী ছিলেন?
Hidrw nrigosti name konw gosti nai...rangmatite setelar bangali ase senen?...
imranHussin : বাঙ্গালী তো কোন ধর্ম নাম না তাহলে নিজেকে ইসলাম দাবি করা শোভা পায়?
"আদিবাসী স্বীকৃতির আসল উদ্দেশ্য কি ?"
আপনারা কি জানেন, আদিবাসী স্বীকৃতি পেলে কী ঘটতে পারে ?
১) তারা নিজেদের আলাদা দেশ দাবি করবে।
২) আলাদা মানচিত্র তৈরি করবে।
৩) আলাদা মুদ্রা চালু করবে।
৪) আলাদা ব্যাংকিং ব্যবস্থা করবে।
৫) আলাদা সংবিধান তৈরি করবে।
৬) আলাদা সেনাবাহিনী আনবে।
তাদের স্বপ্নের "জুম্মল্যান্ড" এর ম্যাপ ও মুদ্রা এরই প্রমাণ।
এখন আপনারাই বলুন, "তাদের আদিবাসী স্বীকৃতি দিয়ে দেশ বিভাগের ষড়যন্ত্র বাস্তবায়ন করবেন, নাকি তাদের বাংলাদেশী পরিচয়ে থাকতে বাধ্য করবেন ?"
"বাংলাদেশ অখণ্ড ছিল, আছে, থাকবে!"
eto sundor alochonar poreo mathay dukhchena mane apnar mathay gowbor chara kichui nai. Murkho!!!
Boi pore ase jukti diben, banowat kotha bole nijeke murkhotar porichoy diben nah.
ভাই, মাথায় এত গোবর নিয়া কিভাবে বেঁচে আছেন ভাই,
ওরে বিজ্ঞানী🤣🤣🤣🤣
খাওয়া যাবে,,, যদি ছাগল বা গরু হয়👍👍👍
সব ঠিক আছে, পাতা ছেঁড়া যাবে না, খাওয়া যাবে কি? এটা কোন ধরনের কথা🙄
আদিবাসী কি আদিবাসী না সেটা International rules মিলালেই তো হয়ে যায়। এসব মেলালে তো বোঝা যায় ওরা আদিবাসী। কিন্তু উগ্র মুসলিমরা (সব মুসলিমদের বলা হয় নাই)কেন এটা মেনে নিতে পারে না সেটাই তো প্রশ্ন
এ কেমন টাইটেল 😡😡😡😡। এ কেমন প্রশ্ন😡😡😡😡😡😡😡😡😡😡 খাওয়া যাবে কি?😥😡😡😡😡
প্রতি বছর বই লেখা, বই চাপানো, লেখালেখি পাল্টাবেন,,,,তাহলে ছাত্র ছাত্রীরা সুন্দর বুদ্ধি বাড়বে😂😂😂😂 বাংলাদেশ 😂😂
Channel 24 sob Awami ke punorbashoner kaje lage porse
Sorkar chaile sob kichu pare.. Anek wag.. Maiddome hottar kotha bole. Sorkar kenu se guloo niye khotha bolchen na... Duniya joto din Pakistan ache toto din Bangladeshe ke Shanti takte debena.. . Thanks
Are vai egulo kar porikolpona upni na bujle boka
টিপ ওয়ালী একটা পিচাশ।
হলুদ মিডিয়া
'স্টুডেন্টস ফর সভারেন্টি' হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে দেশের সার্বভৌমত্ব!
অসৎ উদ্দেশ্য প্রনোদিত টকশো। এবং বিতর্কিতজনদেরকে এনে আরও সমষ্যা তৈরির চেষ্টা।
উদ্যেশ্য আপনার পক্ষে যায়নি তাই চুলকানি উঠেছে😂😂😂
কারন তারা আদিবাসী না
পড়াশোনা করতে অলস লাগলে একটু আলোচনা দেখুন আর শুনুন।
এজন্য না জেনে শুনে কিছু লোক তর্কে জড়ায়
আমরা আদিবাসী নই
উপজাতি ও নই।
আমরা সবাই বাংলাদেশি💪💪💪
আদিবাসী কি কোন ধর্মের নাম।
আপনার আব্বার নাম।
Right
আবুল খায়ের ১২ M.M কবে যে বুঝবেন
@@cocolababu8911 আবুল খায়ের ১২ mm মানে
আদিবাসী কোনো ধর্ম নয় এটি সকল ক্ষূদ্র নৃগোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয়। আশাকরি বুঝতে পেরেছেন।
অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক সেই সাথে পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে পুনর্বাসিত সেটেলারদের পাহাড় থেকে তাদের পূর্বের ভিটেমাটিতে প্রত্যাবাসন করা হোক।এই সেটেলাররা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
ua-cam.com/video/mOIrbsfueoI/v-deo.htmlsi=f5OvEAoOybQ0m1oE
আদিবাসী কি কোন ধর্মের নাম?
আদিবাসী বলতে কিছু জাতি বা সম্প্রদায় ( সাঁওতাল, মুন্ডা, উরাও ইত্যাদি)