Sir, solar seed early green amio lagiyechi, khub sundor result. First time Ami ei July month e coriander lagiyechi, amader ekhane farmers ra generally September last or October first week ei coriander chash koren. Tokhon market e rate hoy 800-1000₹/kg. Amar kitchen garden e ja result, ekhon theke farmers der ei seed ta suggest korbo, khub valo seed. Thanks for uploading such a knowledge full video. Valo thakben sir namaskar.
আসলে ব্যাপারটা আমি জানি। কিন্তু আমি যেখানে কাজ করছি সেখানে ওই চাষ নেই। এজন্য ভিডিও করতে অসুবিধা হয়। আপনাদের ওদিকে যদি যেতে পারি তাহলে অবশ্যই ভিডিও করে জানাতে পারবো।
Sir, aponake koti koti dhanyobad, ei solar seeds er early green er result really sir ki bolbo er comparison hoy na. Amar husband Sabur Ghar er Gautam dar theke aniye diyeche, er result ja payechi sir aponake je ki bole dhanyobad janai!!! Ekhono dhane pata Amar barite ache, khub Sundar hoyeche, last 3-4 months theke Ami bar bar lagiyechi r result khub khub khub sundor, ki kore je aponake result ta share kori!!! Sir valo thakben, thakurer kache pray kori aponi jeno sob somoy valo thaken r farmers der janno kaj kore jete paren!!!💅💅💅
আপনাদের ওখানকার চাষীদেরই ছবি দেখালাম। আর ওখানে সবজির দাম খুব খুব কম । চাষীরা খুব কষ্ট করে এগিয়ে চলেছে। ওদের সঙ্গে বেশি লাভ করার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। ঐ এলাকার চাষীরা আমাকে মাঝে মাঝে যাওয়ার কথা বললো।
@@farmingadviseranathhalder7579 আজ সকালে ওখানে গিয়েছিলাম । কৃষক বন্ধুদের সাথে এ নিয়ে এবং আপনার অনেক কথা বলে এসেছি। ভিডিও এডিটর কে আমার হোয়াটসএপ এ যোগাযোগ করতে বলবেন ।
স্যার, আপনার ভিডিও খুব ভালো লাগলো। আমার বেগুন গাছের নিমাটোড রোগ লেগেছে কী দিতে হবে। আমি Carbofuran দানা কম দিয়েছিলাম। আপনি ভালো থাকুন। নিজের খেয়াল রাখবেন। আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকব।
সকলকেই ভালো থাকতে হবে । আপনাদের নিয়েই তো আমার কাজ কারবার। সকলে ভাল থাকি আসুন এবং আপনাদেরকে নিয়েই যেন এগিয়ে যেতে পারি। যাই হোক ভলিউম প্রাইম প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ঢালবেন এবং গাছের গোড়ার মাটি যেন ভিজে যায়। মাত্র একবার দিলেই কাজ পাবেন।
ধন্যবাদ sir. আপনার ভিডিও আসলেই খুব ভাল লাগে। sir পরবর্তীতে আপনি plz মাইক্রোফোন ব্যবহার করবেন, কিছু জায়গায় শুনতে অসুবিধা হচ্ছে। আপনার প্রতিটা কথাই মূল্যবান, তাই রিকুয়েস্ট করলাম।
স্যার কালো ধানের কোন জাত টা ভালো, এবং এর বীজ কোথায় পাওয়া যাবে, আপনি ফুলিয়া তে যেই ট্রেনিং সেন্টারের কথা বলেছিলেন তাদের কন্টাক্ট নম্বর কী পাওয়া যাবে | আমার ঠিকানা : খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর |
খুব কম পরিমাণে ইউরিয়া সার ছড়িয়ে দিতে হবে বৃষ্টির সময়। অল উইন গোল্ড সুপার অথবা বায়ো ভিটা এক্স যে কোনো একটা পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
আমি প্রচুর কাজের মধ্যে জড়িয়ে পড়েছি। এজন্য ভিডিও আনতে অসুবিধা হচ্ছে। দুভাবে মুসুর চাষ করা যায়। মাটিতে কাদার মধ্যে ছড়িয়ে দেওয়া। তবে ভালো ফলন হয় মাটিতে চাষ দিয়ে ডি এ পি সার ও মুসুর বীজ ছড়িয়ে বীজ বোনা।
দারুণ সুন্দর উপস্থাপন 🙏, Malta লেবু গাছের কোচি পাতা কালো হয়ে ঝরে যাচ্ছে, কি করা উচিৎ? অনেক রকম fungicide and plantomycine use করেছি, no result. Merivon half ml/lit কি use করব?
sir good morning khub valo thakun .... doner prothom video te 1 bigha jomite khol 70 kg, 0: 28:28:- 10 kg, DAP- 10 Kg ar 10:26:26- 10 kg ei porimanei debo sir plz bolun...
অতো সার কখনোই লাগবে না । ওর অর্ধেক দেবেন এতো 22/25 দিনের ফসল। ঐ পরিমান সার গাছ খেতে পারবে না। ঐ সার দিয়ে দুবার চাষ করুন। একটা ফসলে অতো সার দেওয়ার প্রয়োজন নেই।
Sir apnar mot moto lancur gold diechi kakrol gache but kokrano jache na kakroler patar niche sada sada makor er mot choto choto osonkho poka dekte pachi upai bolun ki korbo
এবার শুকনো বীজ তলায় বাসমতি, গোবিন্দ ভোগ, রাধা তিলক, রাধুনী পাগল , বাদশা ভোগ ইত্যাদি যেকোনো খাস ধানের বীজ , প্রতি কেজি বীজের সঙ্গে দুই থেকে তিন গ্রাম ব্যাভিস্টিন পাউডার মিশিয়ে শুকনো বীজ ছড়িয়ে দিন।
স্যার আমার ছাদ বাগানে, আমি যখনই এই রকম ধনে বিজ বা কোন শাক জাতীয় বীজ মাটিতে ফেলি কিছু দিন পর অঙ্কুরিত হবার পর চারা গুলো গোড়া থেকে সুতোর মতো হয়ে মরে যাচ্ছে। কোন ভাবে বাচাঁতে পারছি না, ট্রাইকোডারমা ভিরিডি ব্যবহার করছি তাতেও কাজ করছে না। তাহলে কি করা যেতে পারে যদি একটু বলেন। আর আপনার ভিডিওটা সকাল সকাল দেখলাম খুব ভালো লাগলো। ধন্যবাদ।
ছত্রাকের আক্রমনে এ রকম হচ্ছে। আপনি জৈব ওষুধ Blitox অথবা Blue Copper যে কোনো একটা প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া তিন বার। আশাকরি আর মারা যাবে না।
দাদু আমি আপনার পদ্ধতিতে NPK সার তৈরি করেছি কিন্তু সেটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো আর কেমন জায়গায় রাখলে সারটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ?? Please বলবেন কারন আমার ছাদ বাগানটা তো খুবই ছোট তাই সারটি আমার কম পরিমাণে লাগে 🥰😊
Dada dhane gacher bij bunachi 3 din, chara baronor por ki bhabe paricharja korbo please please please ektu janaben. Ar apner ph.number ta jodi sambhab hoi tabe daben please, ar Amar Dragon bagan ache thikmato growth asche na, ata nia akta video banaben please.
আচ্ছা ড্রাগন নিয়ে আমি পরে বানানোর চেষ্টা করব, কথা দিতে পারছি না , আপাতত আপনি কম দামের সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াইগ্রাম মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করুন ৪ দিন ছাড়া দুবার।
পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে চার গ্রাম NPK Macro Fert Aries কোম্পানির 20 20 20 চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।এটা ও করতে পারেন।
Sir Chad e tomato gach lagiyechi.chara guli r r bayas 50-60 din .protisthapon korechi 10 din.gach gulo halud hoye jachhe.pata gulo sukiye jache.ki korbo jodi bolen .mati vermicompost diye bosiyechi .sarse khol diyechi
শুধুমাত্র গরমের জন্য এই অবস্থা হচ্ছে। গাছের উপরে অবশ্যই সবুজ শেড নেট টাঙিয়ে রাখবেন আর সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া তিন বার। তারপর আমাকে জানাবেন।
Sir 2nd time saaf spray korte giye mishran ta te saaf powder aktu besi pore geche.jal ta nil hoye geche.spray korar par bujhte perechi.tomato gach gulo r ki kono khoti hobe?jodio Kolkata te kaal theke bristi suru hoyeche.tob tule shed e rekhechi.ki karaniya jodi aktu bolen?gach gulo 2ft lamba hoye geche.aktu voy hochhe jodi more jay saaf besi poray
🔥🔥❤️❤️#Shivamfarmingideas ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো সময়ে আমাদের সাহায্য করার জন্য ।❤️❤️❤️ Ajonoi আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে আমিও একজন ছোট ইউটিউবের আমিও এই বিষয়ে কাজ করি । স্যার আপনার বোঝানোর ক্ষমতা খুব ভালো খুব সহজই বুঝে যাই 💙💙💙 ধন্যবাদ স্যার ।
অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সপরিবারে ভালো থাকো , আর চলো সকলকে নিয়ে এগিয়ে চলি। আমার বয়স হয়েছে আমি হয়তো বেশি দিন এই কাজ করতে পারবো না। কেবলমাত্র তোমরাই দীর্ঘ দিন এই কাজ চালিয়ে যেতে পারবে। ভালো থেকো । কোনো চাকরি করছো কি ? যদি চাকরি করো তাহলে নিশ্চয়ই তোমারও খুব কষ্ট হচ্ছে দুটো কাজকে বজায় রেখে এগিয়ে চলতে। আমার যেমন হচ্ছে কষ্ট। যাইহোক কোনদিন হয়তো দেখা হবে।আবার বলবো ভালো থেকো।
নমস্কার স্যার, আমি উত্তর 24 পরগনা।হাড়োয়া থানা থেকে জামাল উদ্দিন মোল্লা বলছি। আমি একজন ব্যবসাভিত্তিক চাষী।আমি নতুন করে কিছু জমি বর্ষাকালীন বেগুন চাষ করেছি। স্যার আপনি যদি দয়া করে বর্ষা কালীন বেগুনের একটা ভিডিও তৈরি করেন, তাহলে আমি খুবই উপকৃত হব। বিঃ দ্রঃ আমার বেগুন গাছের বয়স 15 দিন হয়ে গেছে,আমি কিছুই চিকিৎসা করতে পারিনি এখনো,আপনি একটু তাড়াতাড়ি ভিডিওটা করবেন।
আমি যেখানে কাজ করছি তিন বিঘা জায়গা তে বর্ষাকালীন বেগুন তিন রকম জাতের চারা রোপণ করেছি প্রায় 22 দিন গতকাল 10 26 26 সার 45 গ্রাম দিয়ে গোড়ায় মাটি দিলাম। আর জৈব সার দিয়ে বসিয়েছিলাম। তোমার গাছের বয়স কুড়ি দিন হলেই কিন্তু 10 26 26 সার প্রতি গাছের গোড়ায় 45 গ্রাম করে দিয়ে গোড়ার মাটি ঢাকা দাও। এবারে পাঁচ দিন পরে আমি পি জি আর স্প্রে করবো। রোগ ও পোকার দিকে খেয়াল রাখবে। আমি চেষ্টা করবো ভিডিও করতে।
জেঠু এতে pgr ও অনু খাদ্য দেওয়া যাবে কি বা দেওয়া গেলে কখন দেব ও কি পরিমাণে দেব। আর এই চাষে রোগ পোকার solutions কি । আমি আপনার advice এ ৩৩ শতক চাষ করছি। আমার এই চাষ জীবনে প্রথম। আপনার পরামর্শের আশায় নেমে পড়ছি, নীরাসা করবেননা আশা করি🙏🏻
স্যার আমার টবে শশাগাছ গাছের বয়স ত্রক মাসের অধিক গাছ খুবই সতেজ ও লম্বা হয়েছে ত্রবং প্রচুর কাণ্ড ছাড়ছে কিন্ত ফুল আসছে না দুবার আপনার কথা মতো বুষ্টার টু ব্যাবহার করেছী কিন্তু তবুও ফুল আসছে না কী করবো যদি ত্রকটু বলতেন খুব উপকৃত হতাম plz
বিঘা প্রতি ৮ কেজি বীজ লাগবে
Sir আজ আমি 5কাঠা ধনে পাতা লাগালাম
খড় দিয়েছি ওটা কি 7 দিনপর তুলে ফেলতে হবে না থাকবে sir র জল কি দিতেই হবে
@@fishingexpert8836 shade diyechen naki kichu naki open field ei korchen??
Open field a r gotokal আর ঝড়ে সব খর উড়ে গেছে 9 শতক গাইগা 4 দিন হল বুনেছি র এখন কি করবো বুঝতে পারছি না
Sir কোন সাজিশন দিন আবার কি খড় পাতবো না খড় ছাড়াহবে ??
ব্যস্ততার জন্য একটু দেরি করে vedio টা দেখলাম. অসাধারণ vedio. স্যালুট স্যার আপনাকে. দেখি বীজটা কি করে সংগ্রহ করা যায়.
ভালো বেশ ভালো লাগলো, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো ভিডিও দিতে থাকুন।
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
Sir, solar seed early green amio lagiyechi, khub sundor result. First time Ami ei July month e coriander lagiyechi, amader ekhane farmers ra generally September last or October first week ei coriander chash koren. Tokhon market e rate hoy 800-1000₹/kg. Amar kitchen garden e ja result, ekhon theke farmers der ei seed ta suggest korbo, khub valo seed.
Thanks for uploading such a knowledge full video. Valo thakben sir namaskar.
ধন্যবাদ জানাই ,
সেই সঙ্গে আসুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
Sir apnar video gulo onnek upokare lage. .. Sob somoy valo thakben r ai rokom eee hasi khusi thakun sir.
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
নমস্কার স্যার ভালো আছেন আপনার কথা মতো ধনে পাতা বীচ অডার করেছিলাম ১কেজি আমি বীচ পেয়েছি । আমার গাছ বের হয়েছে স্যার আমি খুব খুশি। আপনাকে অনেক ধন্যবাদ
ঠিক আছে,
এইভাবেই এগিয়ে চলুন।
আমি আপনাদের সর্বতোভাবে সাফল্য কামনা করি।
Apnar no ta din
Sir nomoskar neben KHUB Valo laglo video. Jay kisan Jay jagannath
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 এই সমস্ত ভিডিও সাধারণ চাষী ভাইও দাদা দের মাঝে পৌছোনোর জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার 🙏🙏
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
ধন্যবাদ স্যার 🙏
Sir আপনি microphone ব্যাবহার করুন,আপনার উপদেশের একটা কথা শুনতে না পেলে মনে হয় অনেক কিছুই বাকি রয়ে যায়
হ্যাঁ ঠিকই বলেছেন। আসলে মাইক্রোফোন টা নিয়ে যাওয়া হয়নি। একটু কষ্ট করে শুনুন ।এই অনুরোধ করলাম।
Akdom tai
@@farmingadviseranathhalder7579 to
আপনি কৃষকের ভগবান। পথ প্রদর্শক। কৃষকদের খুব উৎসাহ দেন। আপনার দীর্ঘ আযু কামনা করি।
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
আপনার কৃষি ভিত্তিক তথ্য গুলিতে আমি খুবই উপকৃত হয়েছি দয়াকরে যদি রজনীগন্ধা ফুলের চাষ সম্পর্কে বিস্তারিত কিছু বলেন তাহলে আমি খুবই উপকৃত হতাম।
আসলে ব্যাপারটা আমি জানি।
কিন্তু আমি যেখানে কাজ করছি সেখানে ওই চাষ নেই। এজন্য ভিডিও করতে অসুবিধা হয়। আপনাদের ওদিকে যদি
যেতে পারি তাহলে অবশ্যই ভিডিও করে জানাতে পারবো।
স্যার দারুন দারুন হয়েছে এভাবে পথ দেখিয়ে নিয়ে চলুন আমাদেরকে ধন্যবাদ🙏🙏🙏
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
sir good morning valo thakben apnar video ar apni amar anuperona
ধন্যবাদ জানাই ,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন ,
আর এগিয়ে চলুন।।
Sir, aponake koti koti dhanyobad, ei solar seeds er early green er result really sir ki bolbo er comparison hoy na. Amar husband Sabur Ghar er Gautam dar theke aniye diyeche, er result ja payechi sir aponake je ki bole dhanyobad janai!!! Ekhono dhane pata Amar barite ache, khub Sundar hoyeche, last 3-4 months theke Ami bar bar lagiyechi r result khub khub khub sundor, ki kore je aponake result ta share kori!!! Sir valo thakben, thakurer kache pray kori aponi jeno sob somoy valo thaken r farmers der janno kaj kore jete paren!!!💅💅💅
ধন্যবাদ স্যার । দেখলাম, নমস্কার নেবেন ।
আপনাদের ওখানকার চাষীদেরই ছবি
দেখালাম। আর ওখানে সবজির দাম খুব
খুব কম । চাষীরা খুব কষ্ট করে এগিয়ে চলেছে। ওদের সঙ্গে বেশি লাভ করার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম।
ঐ এলাকার চাষীরা আমাকে মাঝে মাঝে
যাওয়ার কথা বললো।
@@farmingadviseranathhalder7579 আজ সকালে ওখানে গিয়েছিলাম । কৃষক বন্ধুদের সাথে এ নিয়ে এবং আপনার অনেক কথা বলে এসেছি। ভিডিও এডিটর কে আমার হোয়াটসএপ এ যোগাযোগ করতে বলবেন ।
ধন্যবাদ জানায়
আপনার ভিডিও দেখলে মন ভরে যায়।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
আমি অবশ্যই আপনাদের পাশে আছি।
Sir আমাদের পথ দেখানোর. জন্য আপনাকে ধন্যবাদ ।এভাবেই আমাদের শিখাতে থাকুন।
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
আমি অবশ্যই পাশে আছি।
আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
sir good mornig kemon a6en apnar video dekhe dhone patar chase namlam. valo thakben ei vabe sobai ke poth dekhan
ধন্যবাদ জানাই।
আপনারাও এগিয়ে চলুন।
sir good mornig valo thakben
ধন্যবাদ জানাই।
আপনারা ও সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
খুব সুন্দর হয়েছে
হ্যাঁ ভালো আছি।
আপনারাও সপরিবারে ভালো থাকুন
আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
দারূন দাদাভাই 👌🙏
Darun laglo sir
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,
আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার একটা অনুরোধ আছে আপনার কাছে। করমচা চাষে লাভ ক্ষতি একটু জানিয়ে একটা ভিডিও বানিয়ে দেবেন🙏
আচ্ছা পরে ভিডিও করতে চেষ্টা করবো।
👌👌
sir good morning valo thakben
শুভ সকাল।
আপনারাও সপরিবারে ভালো থাকুন।
Khub bhalo
Sir kagoji lebu gacher Dal kon mase chath te hoy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
স্যার, আপনার ভিডিও খুব ভালো লাগলো।
আমার বেগুন গাছের নিমাটোড রোগ লেগেছে কী দিতে হবে। আমি Carbofuran দানা কম দিয়েছিলাম। আপনি ভালো থাকুন। নিজের খেয়াল রাখবেন। আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকব।
সকলকেই ভালো থাকতে হবে ।
আপনাদের নিয়েই তো আমার কাজ কারবার।
সকলে ভাল থাকি আসুন এবং আপনাদেরকে নিয়েই যেন এগিয়ে যেতে পারি।
যাই হোক ভলিউম প্রাইম প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ঢালবেন এবং গাছের গোড়ার মাটি যেন ভিজে যায়।
মাত্র একবার দিলেই কাজ পাবেন।
Ashwani da darun
হ্যাঁ ,
উনি খুব ভালো লোক।
Darun dada .
ধন্যবাদ জানাই ।
সপরিবারে ভালো থাকুন।
আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
খুব ভালো লাগলো, স্যার দুর্গা পূজার সময় ফুলকপি তোলা যাবে, এর উপর এরকম একটি ভিডিও করলে খুব ভালো হয়। ধন্যবাদ নেবেন।
আমি নিজে চাষ করতে যাচ্ছি কুড়ি হাজার বাঁধাকপি ও 4000 ফুলকপি সেই বীজ ফেলব আমি দেখাবো ভিডিওতে।
ধন্যবাদ sir. আপনার ভিডিও আসলেই খুব ভাল লাগে। sir পরবর্তীতে আপনি plz মাইক্রোফোন ব্যবহার করবেন, কিছু জায়গায় শুনতে অসুবিধা হচ্ছে। আপনার প্রতিটা কথাই মূল্যবান, তাই রিকুয়েস্ট করলাম।
ধন্যবাদ জানাই ঠিকই বলেছেন।
আসলে মাইক নিয়ে ভিডিও করতে যাওয়া হয় নি। একটু কষ্ট করে বুঝে নিন। পরবর্তীতে আশা করি এমন ভুল হবে না।
@@farmingadviseranathhalder7579 🙏❤️
Sir new video r opekkhai achi
অবশ্যই নুতন ভিডিও আনবো।
sir good morning.. torga suparer songe ki onno oshud spray kora jabe choto choto shada machi ar kalo machi ar gol poka ur6e plz bolun
না ওটা শুধু আগাছা মারার ওষুধ ।ওরসঙ্গে অন্য কোন ওষুধ মেশাবেন না। দুপুরবেলা স্প্রে করবেন। আর পরিষ্কার কলের জলে ওষুধ টা মেশাবেন আরও ভালো কাজ হবে।
thanku sir
দাদা ,শোলার চাষ সম্পর্কে যদি একটা ভিডিও করেন তাহলে খুব উপকার হয় ।
আচ্ছা পরে চেষ্টা করবো। ওই কোম্পানির
সজনে বীজ নিয়েছিলাম। আপনাদের ভিডিও তে দেখিয়েছি।আবার পরে ঔ
কোম্পানির বীজ নিয়ে ভিডিও করবো।
স্যার কালো ধানের কোন জাত টা ভালো, এবং এর বীজ কোথায় পাওয়া যাবে, আপনি ফুলিয়া তে যেই ট্রেনিং সেন্টারের কথা বলেছিলেন তাদের কন্টাক্ট নম্বর কী পাওয়া যাবে | আমার ঠিকানা : খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর |
Thunk you স্যার
ধন্যবাদ জানাই,
ভালো থাকুন আর এগিয়ে চলুন।
Etel mati te ki vegetable chas pan chas sugar can cas hote pare ektu janben
কোন কোম্পানির বীজ,জানালে উপকৃত হব ।
sir good morning.. doner jonno kon P G R dile valo hobe ar sir sar age diye6i ekhon iuriya 6itiye debo bristy ho66e diya jabe ki
খুব কম পরিমাণে ইউরিয়া সার ছড়িয়ে দিতে হবে বৃষ্টির সময়।
অল উইন গোল্ড সুপার অথবা বায়ো ভিটা এক্স যে কোনো একটা পি জি আর
প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
thanku sir
কাকু আমার একটা আম গাছ আছে সেই আম গাছের অতিরিক্ত পরিমাণে পাতা পিঁপড়ে কেটে কেটে মাটিতে ফেলে দিচ্ছে এর উপায় কি আছে, যদি একটু বলেন খুবই উপকৃত হতাম 🙏🙏🙏
জেঠু ধনে গাছ গুলো হলদে হয়ে যাচ্ছে কী কীটনাশক ব্যবহার করবো 🙏
Sir মুসুর ডালচাষের উত্তর একটি ভিডিও বানালে ভীষণ ভাবে উপকৃত হব।
আমি প্রচুর কাজের মধ্যে জড়িয়ে পড়েছি।
এজন্য ভিডিও আনতে অসুবিধা হচ্ছে।
দুভাবে মুসুর চাষ করা যায়।
মাটিতে কাদার মধ্যে ছড়িয়ে দেওয়া।
তবে ভালো ফলন হয় মাটিতে চাষ দিয়ে
ডি এ পি সার ও মুসুর বীজ ছড়িয়ে
বীজ বোনা।
Sir akhon barsakake palan shak, nateshak, dhane pata lagano jabe ?
Jadi lagano jai tahole kon jater bij lagano jabe ?
দারুণ সুন্দর উপস্থাপন 🙏,
Malta লেবু গাছের কোচি পাতা কালো হয়ে ঝরে যাচ্ছে, কি করা উচিৎ?
অনেক রকম fungicide and plantomycine use করেছি, no result.
Merivon half ml/lit কি use করব?
দশ লিটার জলে সাত মিলি মেরিভন ও
তিন গ্রাম Streptocycline পাউডার মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
ধন্যবাদ স্যার। বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না।
Sir Tomato chash niya akta video korun kivaba Borshar somoya korbo
আমার চ্যানেলে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
আবার নতুন করে ভিডিও করবো।
Sir আগাম ful কফি বাধা korir akta video den na plz
আর একটু পরে ভিডিও আনবো।
এখন প্রচন্ড গরম পড়েছে।
বৃষ্টি হয়ে একটু ঠাণ্ডা পড়ুক তারপর
বীজ বুনবেন।
👍👍👍
Sir,,গ্রীষ্মের ধনে গাছে miracolon dewa jabe ki
অবশ্যই গাছের বয়স কুড়ি দিন হলে স্প্রে করবেন।
sir garbera ekta video korun valo chara ar ki vabe chash kora jai
আমার নিজের জারবেরা ছিল। আচ্ছা পরে চেষ্টা করবো ভিডিও করতে।
thanku sir
স্যার আপনি কেমন আছেন,
ভালো আছি।
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 🙏🏻🙏🏻🙏🏻
এটা কি শীতকালে র পরামর্শ
sir good morning kemon a6en...torga supar koto ml kore debo done jomite aj debo bolun sir
দশ লিটার জলে 25 থেকে 30 মিলি মিশিয়ে স্প্রে করা যায়।
sir good morning khub valo thakun ....
doner prothom video te 1 bigha jomite khol 70 kg, 0: 28:28:- 10 kg, DAP- 10 Kg ar 10:26:26- 10 kg ei porimanei debo sir plz bolun...
অতো সার কখনোই লাগবে না ।
ওর অর্ধেক দেবেন এতো 22/25 দিনের ফসল। ঐ পরিমান সার গাছ খেতে পারবে না। ঐ সার দিয়ে দুবার চাষ করুন। একটা ফসলে অতো সার দেওয়ার প্রয়োজন নেই।
thaknu sir
1 কাঠা জমিতে কত কিলো ধনে পাতা পাওয়া যাবে???
স্যার pls বলুন
স্যার এখন শীতকালীন বড়ো বেগুনের বীজ বোনা জাবে কী জাতের বুনলে ভালো হবে আপনার কথা খুব সুন্দর ভালো থাকবেন 🙏
9679403063এই নম্বরে যোগাযোগ করুন ।
Blue star বেগুনের বীজ নিয়ে আর কুড়ি দিন পরে বীজ বুনবেন।
sir done chara berho66e songe durba. vadla ar onano jongal ut6e ei gulo ke tule debo ektu bolbe sir
স্যার বীজের প্যাকেটের নাম গুলো বলুন
Bliss
Early green এই দুটো ভালো জাত।
কাকু শালবনি তে কতদিন থাকবেন???আমি garhbeta থেকে বলছি আমি দেখা করতে চায় আপনার সাথে।কিছু চাষ বিষয়ে পরামর্শ নিতে।
Sir apnar mot moto lancur gold diechi kakrol gache but kokrano jache na kakroler patar niche sada sada makor er mot choto choto osonkho poka dekte pachi upai bolun ki korbo
Sir bolun
খাস ধান চাষ নিয়ে একটা প্রোগ্রাম করুন
এবার শুকনো বীজ তলায় বাসমতি, গোবিন্দ ভোগ, রাধা তিলক,
রাধুনী পাগল , বাদশা ভোগ ইত্যাদি যেকোনো খাস ধানের বীজ ,
প্রতি কেজি বীজের সঙ্গে দুই থেকে তিন গ্রাম ব্যাভিস্টিন পাউডার মিশিয়ে শুকনো বীজ ছড়িয়ে দিন।
Pat chase pgr mirakulan sprey korbo
অবশ্যই স্প্রে করবেন বিকাল বেলায়।
Dekte pelam sir answer ta
Thank u sir
sir good morning aj jol dilam done jomite gach 6 dine ber ho66e aste aste
যদি প্রচন্ড তাপমাত্রা চলতে থাকে বা
খুব গরম পড়ে তাহলে কিন্তু উপরে সবুজ শেড নেট দিয়ে ঢেকে রাখতে পারলে খুব ভালো হয়।
gopal babu apnar bari kothay bolben plz
স্যার আমার ছাদ বাগানে, আমি যখনই এই রকম ধনে বিজ বা কোন শাক জাতীয় বীজ মাটিতে ফেলি কিছু দিন পর অঙ্কুরিত হবার পর চারা গুলো গোড়া থেকে সুতোর মতো হয়ে মরে যাচ্ছে। কোন ভাবে বাচাঁতে পারছি না, ট্রাইকোডারমা ভিরিডি ব্যবহার করছি তাতেও কাজ করছে না। তাহলে কি করা যেতে পারে যদি একটু বলেন। আর আপনার ভিডিওটা সকাল সকাল দেখলাম খুব ভালো লাগলো। ধন্যবাদ।
ছত্রাকের আক্রমনে এ রকম হচ্ছে।
আপনি জৈব ওষুধ Blitox অথবা
Blue Copper যে কোনো একটা প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন
চার দিন ছাড়া ছাড়া তিন বার।
আশাকরি আর মারা যাবে না।
Thank you sir
স্যার, কোন সময় চাষ করলে বেশি লাভবান হওয়া যায়???
আষাঢ় মাসে বীজ বুনবেন।
Morich, A to Z spray schedule niye ekta video den sir.
আমি নিজে অনেকটা জায়গায় বুলেট লংকা চারা লাগিয়েছি ।
অবশ্যই আপনাদের ভিডিও করে জানাবো।
O.... Thanks sir.
Sir aami jibone ekbar aapnar sathe dekha korte chay. 10 min kotha bolte chay, bas.....
Aapnar address deben please....
Joldi full r oll kofi ki lagabo seta neye video korben
হ্যাঁ ,অবশ্যই ভিডিও আনবো।
দাদু আমি আপনার পদ্ধতিতে NPK সার তৈরি করেছি কিন্তু সেটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো আর কেমন জায়গায় রাখলে সারটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ?? Please বলবেন কারন আমার ছাদ বাগানটা তো খুবই ছোট তাই সারটি আমার কম পরিমাণে লাগে 🥰😊
sir সোম বার টরগা সুপার দিযেছি বুধ বার lancer gold spray করা যাবে কি? বিকেল 5 tar por
বৃহস্পতিবার স্প্রে করবেন
sir good morning... 10 din holo done gach bero6e. onek gash ar onno gach ber ho66e ki korbo hat diye tule debo na emoni thakbe.
Dada dhane gacher bij bunachi 3 din, chara baronor por ki bhabe paricharja korbo please please please ektu janaben. Ar apner ph.number ta jodi sambhab hoi tabe daben please, ar Amar Dragon bagan ache thikmato growth asche na, ata nia akta video banaben please.
আচ্ছা ড্রাগন নিয়ে আমি পরে বানানোর চেষ্টা করব, কথা দিতে পারছি না ,
আপাতত আপনি কম দামের সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াইগ্রাম মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করুন ৪ দিন ছাড়া দুবার।
Thanks sir
sir choto choto sadha machi kalo machi ar gol poka ur6e ki oshud spray korbo
কম দামের ওষুধ হামলা প্রতি লিটার জলে আড়াই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে।
thanku.. sir actara oshud a6e eta dile hobe
sir good morning.. bikeler por 5kg moto uriya debo 25 din holo besir vag gach choto
পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি
সেই সঙ্গে চার গ্রাম NPK Macro Fert
Aries কোম্পানির 20 20 20 চার গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।এটা ও করতে পারেন।
sir, bio npk aar pseudomonas (panther PF) ek sathe ki mesano jabe matite apply korar jonne... ekta bacteria aar ekta bio bactericide...
একসঙ্গে ব্যবহার করবেন না। উপকারী
ব্যাকটেরিয়া গুলো মারা যাবে।
Sir Chad e tomato gach lagiyechi.chara guli r r bayas 50-60 din .protisthapon korechi 10 din.gach gulo halud hoye jachhe.pata gulo sukiye jache.ki korbo jodi bolen .mati vermicompost diye bosiyechi .sarse khol diyechi
শুধুমাত্র গরমের জন্য এই অবস্থা হচ্ছে। গাছের উপরে অবশ্যই সবুজ শেড নেট টাঙিয়ে রাখবেন আর সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া ছাড়া তিন বার।
তারপর আমাকে জানাবেন।
🙏
Sir 2nd time saaf spray korte giye mishran ta te saaf powder aktu besi pore geche.jal ta nil hoye geche.spray korar par bujhte perechi.tomato gach gulo r ki kono khoti hobe?jodio Kolkata te kaal theke bristi suru hoyeche.tob tule shed e rekhechi.ki karaniya jodi aktu bolen?gach gulo 2ft lamba hoye geche.aktu voy hochhe jodi more jay saaf besi poray
🔥🔥❤️❤️#Shivamfarmingideas ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো সময়ে আমাদের সাহায্য করার জন্য ।❤️❤️❤️ Ajonoi আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে আমিও একজন ছোট ইউটিউবের আমিও এই বিষয়ে কাজ করি । স্যার আপনার বোঝানোর ক্ষমতা খুব ভালো খুব সহজই বুঝে যাই 💙💙💙 ধন্যবাদ স্যার ।
অসংখ্য ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকো ,
আর চলো সকলকে নিয়ে এগিয়ে চলি।
আমার বয়স হয়েছে আমি হয়তো বেশি দিন এই কাজ করতে পারবো না।
কেবলমাত্র তোমরাই দীর্ঘ দিন এই কাজ চালিয়ে যেতে পারবে।
ভালো থেকো । কোনো চাকরি করছো কি ?
যদি চাকরি করো তাহলে নিশ্চয়ই তোমারও খুব কষ্ট হচ্ছে দুটো কাজকে বজায় রেখে এগিয়ে চলতে।
আমার যেমন হচ্ছে কষ্ট।
যাইহোক কোনদিন হয়তো দেখা হবে।আবার বলবো ভালো থেকো।
sir aj tagar spary kore6i koto din por biovitex ar hamla ek songe spary kora jabe
তিন দিন পর স্প্রে করবেন।
thanku sir
জৈষ্ঠ্যের মাসে 15-20 তারিখে গরমে ধনে নাকি বর্ষা ধনে ? বর্ষা ধনে লাগানো যাবে যদি লাগানো হয় সেটি কত তারিখে ? দয়া করে উত্তর টা দেবেন ,
আপনি জৈষ্ঠ্য মাসের 20 / 25 তারিখে
সোলার কোম্পানির আর্লি গ্রীন জাতের ধনে বীজ বুনবেন ।
স্যার দক্ষিন 24 পরগণার কোন জায়গায় এই ধনে পাওয়া যাবে বলবেন?
নতূন জাতের কুলের vdo korun
sir mosumbi lebu kon jat ta lagabo viyeatname malta na bari 1 malta 12 kata lagatam..
একটা লাগাবেন সিকি মাল্টা লেবু পিছনে 25 পয়সার মতো চিহ্ন দেখা যাবে ওটা অবশ্যই বেশি মিষ্টি হবে ।
তারপরে বারি মালটা লাগাবেন ।
দু রকম জাত লাগাবেন।
thanku sir
sir lancer gold ar Biovitex ek shate diya jabe sir
অবশ্যই একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।
thanku sir
স্যার এখন কিভাবে ধোনেপাতা চাষ করবো??? এখন কি লাভ হবে??
sir kemon a6en.. dhone gach boro hoye ge6e emniteu dam nei poro los ekhon ki chash kora jai sir
আমি ভিডিও আনছি, দেখবেন তারপরে বিবেচনা করে এগিয়ে যাবেন।
ok sir
Sir,প্রনাম নিবেন বাঁধা কপি চাসের ভিডিও নিয়ে আসবেন,এখন কোন জাতের বাঁধা কোপি বিচ ফেলিবো।প্লিজ জানাবেন?
অবশ্যই এই নিয়ে আমি ভিডিও আনবো।
আশা করি সব বুঝতে পারবেন।
একটু অপেক্ষা করুন।
sir done gach 14 din holo ekhon ki kono vitamin ba onno kichu spray korte hobe. ga6e jor nei mone ho66e iruya debo bristy ho66e plz bolun
হ্যাঁ ,
পি জি আর স্প্রে করতে পারেন।
প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় চার দিন ছাড়া দুবার।
thanku sir
Good Morning sir
ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর
সকলকে নিয়ে এগিয়ে চলুন।
Sir এখন কি কোনো বেগুনের বীজ বপন করা যাবে?
ছাদে লাগবো এই ধনে পাতা।
নমস্কার স্যার, আমি উত্তর 24 পরগনা।হাড়োয়া থানা থেকে জামাল উদ্দিন মোল্লা বলছি। আমি একজন ব্যবসাভিত্তিক চাষী।আমি নতুন করে কিছু জমি বর্ষাকালীন বেগুন চাষ করেছি। স্যার আপনি যদি দয়া করে বর্ষা কালীন বেগুনের একটা ভিডিও তৈরি করেন, তাহলে আমি খুবই উপকৃত হব।
বিঃ দ্রঃ আমার বেগুন গাছের বয়স 15 দিন হয়ে গেছে,আমি কিছুই চিকিৎসা করতে পারিনি এখনো,আপনি একটু তাড়াতাড়ি ভিডিওটা করবেন।
আমি যেখানে কাজ করছি তিন বিঘা জায়গা তে বর্ষাকালীন বেগুন তিন রকম জাতের চারা রোপণ করেছি প্রায় 22 দিন গতকাল 10 26 26 সার 45 গ্রাম দিয়ে গোড়ায় মাটি দিলাম। আর জৈব সার দিয়ে বসিয়েছিলাম।
তোমার গাছের বয়স কুড়ি দিন হলেই কিন্তু 10 26 26 সার প্রতি গাছের গোড়ায় 45 গ্রাম করে দিয়ে গোড়ার মাটি ঢাকা দাও। এবারে পাঁচ দিন পরে আমি পি জি আর স্প্রে করবো। রোগ ও পোকার দিকে খেয়াল রাখবে।
আমি চেষ্টা করবো ভিডিও করতে।
@@farmingadviseranathhalder7579 অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার রোগ পোকার জন্য কি স্প্রে করবো একটু বলে দেবেন।
স্যার খুব bisty গাছ গুলো ঠিক থাকবে কি
একবার Amister Top দশ লিটার জলে
সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
স্যাৱ এই ৰীজটা হাইব্ৰীড তো?
হ্যা অবশ্যই হাইব্রিড জাতের বীজ।
জেঠু এতে pgr ও অনু খাদ্য দেওয়া যাবে কি বা দেওয়া গেলে কখন দেব ও কি পরিমাণে দেব। আর এই চাষে রোগ পোকার solutions কি । আমি আপনার advice এ ৩৩ শতক চাষ করছি। আমার এই চাষ জীবনে প্রথম। আপনার পরামর্শের আশায় নেমে পড়ছি, নীরাসা করবেননা আশা করি🙏🏻
ধনে গাছের বয়স 12/13 দিন হলে
পি জি আর প্রতি লিটার জলে দেড় মিলি সেই সঙ্গে Agromin Gold এক মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে
একবার।
haa sir Earli green লাগিয়েছি 5 6 din por tulle to amar taka uthbe na loss hobe sir.বেশি দিন থাকলে গাছের পাতা কিছু হবে?
গাছ বার হবার 25 / 30 দিন পরে বিক্রি করতে হবে।
আর Bliss জাত 45 / 50 দিন পরে বিক্রি করতে হবে।
এইটাই ভিডিও তে বলেছি ।
sir good morning kemon a6en...sir patar dam nei 30/35 taka kg .. puro los
কোথাকার বাজার দাম ?
এতো কম কেন?
বিশ্বাস করা যাচ্ছে না।
শুনে খুব খারাপ লাগছে। কোথাকার বাজার আমাকে জানান।
Sir মালটা লেবু গাছ খুব বড়ো হয়েগেছে কখন গাছ ছাটায় করতে হবে একটু বলেদিন
ফল তোলার পর ডাল ছাঁটাই করবেন।
আর যদি গাছে লেবু না হয়ে থাকে তাহলে এখন ডাল ছাঁটাই করবেন।
SIR পরপর কদিন বৃষ্টির জন্য পালং শাগের পাতায় একটু দাগ হচ্ছে কি ঔষধ দেবো
Fungacide (saaf)
স্যার আমার টবে শশাগাছ গাছের বয়স ত্রক মাসের অধিক গাছ খুবই সতেজ ও লম্বা হয়েছে ত্রবং প্রচুর কাণ্ড ছাড়ছে কিন্ত ফুল আসছে না দুবার আপনার কথা মতো বুষ্টার টু ব্যাবহার করেছী কিন্তু তবুও ফুল আসছে না কী করবো যদি ত্রকটু বলতেন খুব উপকৃত হতাম plz