প্রিয় দর্শক, দেশজুড়ে মডেল মসজিদ তৈরির উদ্যোগকে ভালো বললেও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের জন্য কী করা হচ্ছে সেই প্রশ্নও করেছেন শিক্ষাবিদ ও দার্শনিক ড. সলিমুল্লাহ খান৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
সে বুঝলাম। কিন্তু সলিমুল্লাহ স্যার দার্শনিক হলেন কবে? উনি কি নিজে কখনো দাবি করেছেন যে উনি দার্শনিক অথবা উনি কোন দর্শন ধারন করেন এবং ওনার আদর্শানুযায়ী কোন গ্রন্থ আছে কিনা জানতে পারলে খুশি হতাম।
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
যেমন প্রশ্ন কর্তা তেমন অতিথি, সত্যি দারুণ ! আর সলিমুল্লাহ স্যারের তো কোন তুলনায় -ই হয় না। এই মানের উত্তর আর কারও কাছে আশা করা যায় না। ধন্যবাদ আপনাদের দু'জনকেই।
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
ধন্য হলাম স্যারের কথা শুনে,আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন তিনি,আফসোস সরকার সম্ভবত উনাকে পছন্দ করেনা,দল মতের উপরে উঠে আমাদের নীতি নির্ধারকরা যদি ইনাদের মূল্য দিত এবং তাদের সাথে নিয়ে কাজ করতো তবে আমরা জাতি হিসেবে অনেক এগিয়ে যেতাম!!ডয়েচেভেলে কে অনুরোধ করছি স্যারকে বেশি বেশি আনার জন্য!!
ছাগল নাকি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুসলিম জাতিকে প্রকৃতিপক্ষে ধ্বংস করেছে কারণ এখানে বিজ্ঞান, গবেষণা, যুক্তি প্রমাণ, কারিগরি শিক্ষা ইত্যাদির অস্তিত্ব জিরো।
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
@@Roton7222 জাকির কেবল ইসলামী বিষয়ে অধিক রেফারেন্স দিতে পারেন । তারপরেও জাকির হাফেজ নন, এটা মাথায় রাখতে হবে । কিন্তু এই সলিমুল্লা সাহেব আরও বেশি জীবন্ত কম্পুটার । বহু বিষয় নিয়ে তার অগাধ জ্ঞান ।
@@bismarkwatts238 হতে পারে আপনার কথা ঠিক। কিন্তু আমরা জাকির নায়েকের লেকচার নিয়মিত শুনি তো তাই জানি যে, তিনি বৈশ্বিক নলেজ কতটা রাখেন। তিনি লেকচারের সাপোর্ট হিসেবে অতীত ও বর্তমান ইসলামিক ছাড়াও হাজার হাজার নির্ভুল রেফারেন্স দিয়ে কথা বলেন। যাইহোক, আমার কথা হচ্ছে দুজনই দুজনের জায়গায় শ্রেষ্ঠ। কম্পেয়ার করা জরুরি নয়
আমাদের দূর্ভাগ্য আহমদ ছফা আজ নেই। তবে আমরা সৌভাগ্যবান সলিমুল্লাহ খান আমাদের মাঝে এখনো রয়েছেন। তার যথাযথ মর্যাদা দেয়া আমার, আপনার, পুরো জাতির দ্বায়িত্ব।
খুবই ভালো আলোচনা,কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না।এত মনোযোগ দিয়ে আগে কোনো অনুষ্ঠান দেখি নাই।খালেদ ভাইকে ধন্যবাদ,স্যারকে একা নিয়ে আলোচনা করার জন্য।
উনি সরকার এবং আওয়ামী লীগের সমালোচনা করেন বলেই বিম্পি জামায়াতের কাছে অতি প্রিয় মানুষ। বিম্পি জামাত ক্ষমতায় যেতে পারলেই উনি জাতীয় অধ্যাপক হয়ে যাবে। তবে ভুলেও যদি উনি শুধু একবার সরকারের প্রশংসা এবং বিম্পি জামাতের সমালোচনা করে দেখুক তবেই বুঝা যাবে বিম্পি জামাতি ছাগুরা কত অশ্লীল ভাষায় এই ভদ্রলোক মাননীয় অধ্যাপককে গালি গালাজ করে।
@@harunal-rashid7278 bnp amlig ak e ghu ar a pith o pith.....uni kkon o e national professor hoty parben na...coz bnp khomotay galy o onar uchit kora tader valo lagby na
@@harunal-rashid7278 আপনার বক্তব্যে অমার্জিত একটা দলকানা আচরণ লক্ষ্মণীয়। সবাইকে নিজের মত ছাগু মানসিকতার ভাবা আর ছাগলামোর মর্কেটিং করে বেড়ানো একই রকম। পাচাটার একটা ছড়াছড়ি চলছে দেশে।
নোবেল পেতে হলে যেসব ক্যাটেগরিতে নোবেল দেয়া হয় সেসব ক্যাটেগরিতে বিশ্বসেরা মৌলিক গবেষণা লাগে। ওনার বিশ্বসেরা দূরে থাকুক, সম্ভবত কোনো মৌলিক গবেষণাই নাই। উনি ভাল বক্তা, কিন্তু _বক্তা_ বা _বাগ্মিতার_ ক্যাটেগরিতে কোনো নোবেল নাই! 🤣
@@যমদূত তোমার নুন্যতম knowledge আছে বলে আমার মনে হয় না... তুমি স্যার সম্পর্ক কিছুই জান না আমার যথা সম্ভব তূমি সিজোফোনিয়া অথবা মানসিক রোগী। স্যার এর গবেষণা অলরেডী নোবেল পাওয়ার যোগ্য, তোমার মত মানসিক ভারসাম্যহীন সেটা imagine করার যোগ্যতা ও নাই।
জনাব সলিমুল্লাহর কাছে প্রশ্ন- মাদ্রাসা শিক্ষার মত অলিক ও অবাস্তব শিক্ষা ব্যবস্থার কি আদৌ দরকার আছে? লাখ লাখ সমাজের বোঝা আর ভিখারি তৈরি করে দেশের লাভ কি? মুর্খতা ছড়ানো এসব ওয়াজি মোল্লা আর জঙ্গি তৈরির শিক্ষা ব্যবস্থা বিরুদ্ধে উনার মত বুদ্ধিজীবিরা কেন কথা বলেন না? কতল হওয়ার ভয়ে?
স্যারের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে উপায় নেই।অসাধারণ বলেছেন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক বলছে, সবাই যদি একটু সত্যিকারের আন্তরিক হয়ে এবিষয়ে ভাবতেন, তাহলে আমরা ও নিজেদের পৃথিবীর বুকে সভ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারতাম। শুধু কথায় না কাজে বড় হওয়া জরুরি। ধণ্যবাদ।
প্রিয় সলিমুল্লাহ স্যার ইদানিং ওনার কথা শুনা নেসার মতো হয়েছে অনেক টা আমি প্রতি রাতে ঘুমানোর আগে ওনার কথা শুনি সময় করে। এত ভালো লাগে আমার। আল্লাহ স্যারকে দীর্ঘ হায়াত দান করুন আমিন
আমরা কাঁদা রাস্তা থেকে পাকাপোক্ত রাস্তা পেয়েছি, পাটখড়ি থেকে বাঁশের ঘর। মাথার উপর ছন,খড়ি, টিন,এখন পেয়েছি আমরা পোড়া মাটির ঘর লোহার ছাদ এবং আরো অনেক কিছু যা বর্ণনা র অতীত। কিন্তু আমাদের কাছে থেকে বস্তুুমহো দেখিয়ে হরণ করা হয়েছে আমার মানুষের মানবিক বাস্তব অগ্রগতি!!!
ড: সলিমুল্লাহ খানের কথা শুনলে মনে হয় তিনি একজন জীবন্ত লাইব্রেরি!! অসাধরণ পাণ্ডিত্য। আমার মনে হয় তিনিই বাংলাদেশের একমাত্র পণ্ডিত ব্যক্তি যিনি সাদাকে সাদা এবং কালকে কাল বলতে পারেন। স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
বেশ কয়েক বার অনুষ্ঠান টি দেখলাম শুরু থেকে শেষ... তবুও যেন মন ভরে না... সলিমুল্লাহ খান স্যারের জন্য অশেষ শুভকামনা... খালেদ ভাই কে অনেক ধন্যবাদ স্যার কে আমন্ত্রণ জানানোর জন্য... সমকালিন সব ইসু তে স্যার কে বারবার এই অনুষ্ঠানে দেখতে চাই...
Brother Khaled Mohiuddin, I have listened to many of your virtual discussions, but you have brought a wise man among us and among the nation who will touch our hearts and listeners forever. Thank you, dear sir.
স্যারকে মহান আল্লাহ পাক অসামান্য জ্ঞান দিয়েছেন, স্যারের কথা সারাদিন শুনলেও বিরক্ত আসবে না হয়তো ক্ষুধাও লাগবে না, আমি মনে করি স্যার স্যারদের স্যার, মন থেকে দোয়া করি মহান আল্লাহ পাক যেন স্যারকে অনেক ভালো রাখেন,
বুদ্ধিজীবী এক বিলুপ্ত জ্ঞানী মানুষ দের নাম।তা উজ্জ্বল ভাবে ধরে রেখেছেন স্যার সলিমুল্লাহ। নিরপেক্ষ ভাবে এখনো আলোচনা করেন স্যার।স্যারের টক শো দেখা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের এক বছরের ক্লাস করার সমান
দুজনেই সেরা। ❤️❤️ সলিমুল্লাহ স্যার কে এইরকম ইন্টেলেকচুয়াল কৌশান করার মতো খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। ওনাদের দেখলে আসলেই হিংসে হয়। ওনাদের মতো যদি গুছিয়ে কথা বলতে পারতাম। আমার এই জীবনে দেখা সেরা টকশো ❤️❤️
“কাজী নজরুল মুসলিম কবি কিন্তু রবীন্দ্রনাথ ব্রাম্মন কবি নয় কেন?” কেন মুসলিম টাইটেল ?? কারন এখনো আমাদের তারা অবজ্ঞা করে সেই টাইটেলে বলে। কথাটা ভাল লাগছে।।।
প্রিয় দর্শক, দেশজুড়ে মডেল মসজিদ তৈরির উদ্যোগকে ভালো বললেও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের জন্য কী করা হচ্ছে সেই প্রশ্নও করেছেন শিক্ষাবিদ ও দার্শনিক ড. সলিমুল্লাহ খান৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
আমারও তাই মনে হয়।
কি আর বলব ভাই...ছাত্র ছাত্রী সবাই অনেক কষ্টে আছে, ডিপ্রেশনে ছাত্র ছাত্রীরা সুইসাইড শুরু করে দিছে.
মসজিদ তৈরি করা হয়েছে এজন্য সরকারকে অভিনন্দন জানাই। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা সরকারি করণ করা উচিৎ।
Mosjid k keboli namaj porar jayga hisebe bibechona korte bolese k? kon history te masjid kebol namaj porar jayga chilo? Asha kori ans peyesen.
সে বুঝলাম।
কিন্তু সলিমুল্লাহ স্যার দার্শনিক হলেন কবে?
উনি কি নিজে কখনো দাবি করেছেন যে উনি দার্শনিক অথবা উনি কোন দর্শন ধারন করেন এবং ওনার আদর্শানুযায়ী কোন গ্রন্থ আছে কিনা জানতে পারলে খুশি হতাম।
আমার দেখা বর্তমান বাংলাদেশের সেরা এবং শ্রেষ্ঠ বুদ্ধিজীবি।
ধন্যবাদ স্যার💝
আপনার কথার সাতে আমিও একমত।
আমার দেখা বর্তমান বাংলাদেশের সেরা এবং শ্রেসঠ বুদ্ধিজীবি ধন্যবাদ স্যার
কোনো সন্দেহ নাই
শুধু মাত্র জ্ঞান পাপীরা বাদে।
Thank you so much.
সহমত
স্যারকে ধন্যবাদ। খালেদ মহিউদ্দিন, এজাতীয় মানষদের বেশি বেশি দাওয়াত করলে দর্শক কিছু শিখতে পারে।
স্যারকে ধন্যবাদ।
অসাধারন , আজ পর্যন্ত DW এর সেরা গেস্ট ।
সত্য
Thank you sir.Haq kotha.
Right 👍👍👍
ভাই আপনি কি মেহেন্দিগঞ্জের
@@raselhossain168 জি
খালেদ ভাই ড. সলিমুল্লাহ খান স্যার কে খুবই ভালোবাসেএবং শ্রদ্ধা করেন।
এই দুইজনকে আল্লাহ নেক হায়াত দান করুক।
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
ড. সলিমুল্লাহ খান স্যার সর্বজন শ্রদ্ধেয়। এরকম গুণীজনকে এনে মহিউদ্দীন ভাই অনুষ্ঠানকে মর্যাদাাপূর্ণ করলেন।
ড. সলিমুল্লাহ খান স্যারকে ঢাবির ভিসি পদের দায়িত্ব দেওয়া হোক। উনি যোগ্য ব্যক্তি।
সহ মত পোষণ করছি।
হবে না, সব রাজনৈতিক ব্যাপার
teel deete to paare na. . tai hoy na
সত্যি কথা বলার জন্য ভিসি পদে দায়িত্ব দেবেন না।
Sohomoth..
যেমন প্রশ্ন কর্তা তেমন অতিথি, সত্যি দারুণ ! আর সলিমুল্লাহ স্যারের তো কোন তুলনায় -ই হয় না। এই মানের উত্তর আর কারও কাছে আশা করা যায় না। ধন্যবাদ আপনাদের দু'জনকেই।
টকশো চলাবস্থায় উপস্থাপক যখন স্মরণ করিয়ে দেন "স্যার আপনার ওষুধ খাবার সময় হয়েছে"। এটাই নৈতিক শিক্ষা!!! যা বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো দিতে পারেনা।
আপনার চমৎকার commentএর জন্য ধন্যবাদ ভাই।
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
জি ভই,সহমত।।
Jekhane nongra rajniti sekhano hoy,,,,
@@bulbul629 mongora kotha
শ্রদ্ধা ও ভালবাসা ড. সলিমুল্লাহ খান স্যারের প্রতি।
মহেশখালীর মানুষ খুব মিস করে আপনাকে।❤️
"অন্তরে যে কি কষ্ট বললে জিহ্বা পুড়ে যাবে
আর যদি না বলি তাহলে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। "
ডঃ সলিমুল্লাহ খানের কথা যদি ঘন্টার পর ঘন্টা ও সুনি তারপরও বিরক্তবোধ লাগেনা। বাংলাদেশের একজন প্রকৃত বুদ্ধিজীবী এবং শিক্ষিত লোক।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আপনি আমার মনের কথাটাই বললেন।
ড. সলিমুল্লাহ খান স্যার এর সাথে আরো কয়েকটি পর্ব চাই।
ড. খালেদ মহিউদ্দিন ভাই।
এক মত
সহমত
Agreed
I agree
সহমত পোষণ করছি।
ধন্য হলাম স্যারের কথা শুনে,আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন তিনি,আফসোস সরকার সম্ভবত উনাকে পছন্দ করেনা,দল মতের উপরে উঠে আমাদের নীতি নির্ধারকরা যদি ইনাদের মূল্য দিত এবং তাদের সাথে নিয়ে কাজ করতো তবে আমরা জাতি হিসেবে অনেক এগিয়ে যেতাম!!ডয়েচেভেলে কে অনুরোধ করছি স্যারকে বেশি বেশি আনার জন্য!!
মাদ্রাসা শিক্ষা থেকেই নকল করে পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। অনেক ভালো লেগেছে স্যার।।
ছাগল নাকি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুসলিম জাতিকে প্রকৃতিপক্ষে ধ্বংস করেছে কারণ এখানে বিজ্ঞান, গবেষণা, যুক্তি প্রমাণ, কারিগরি শিক্ষা ইত্যাদির অস্তিত্ব জিরো।
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ পাগলের সুখ মনে মনে। রামায়ণ আর মহাভারত হইলো বিরাট জ্ঞান গর্ভ ভান্ডার 🤣🤣 লুচ্চামি আর ভন্ডামির ইতিহাস এই গুলাতে।
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ ha ha tara keu greek ba rendian teke gyan nei nai.bujai jacce tor muslim itihas somporke gyan kom
@@smsohel4644 রামায়ন মহাভারত পড়েও কেউ বিজ্ঞানী হয় নাই-- কোরান আর রামায়নের মধ্যে কোন তফাৎ নাই- সবই আজগুবি গাঁজাখুরি কথাবার্তায় ভরা।
Hayre gyani reeeeee....
কে কোন পন্থি এটা না ভেবে এমন জ্ঞানীজন সলিমুল্লাহ খান স্যারের জ্ঞানকে সরকারের উচিৎ দেশের কল্যাণে কাজে লাগানো।
---এম আনিছুর রহমান
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
বুদ্ধিজীবি কাকে বলে আজকে বুজলাম !!! স্থির চিন্তাভাবনার মস্তিস্কে ঝড় তুলে দিতে সক্ষম উনার এক একটি বাক্য!!!
আপনাকে ধন্যবাদ স্যার, খালেদ মহিউদ্দিন ভাইয়ের ৪৫ মিনিটের অনুষ্ঠানকে ৬১ মিনিটে নিয়ে যেতে পারায়।
Ll
)
Lplplp
lol
একজন জীবন্ত কিংবদন্তি।
এমন মানুষের কথা শুনতে এবং বুঝতে পারাও সৌভাগ্যের বিষয়।
আমি একসময় বুদ্ধিজীবীর Definition জানতাম না। ড. সলিমুল্লাহ স্যার কে দেখে অনেক ধারনা পেয়েছি 🙏
সলিমুল্লাহ খান মানেই একটা জীবন্ত লাইব্রেরি।
এত তথ্য মুখস্থ থাকে কিভাবে? অবাক লাগে আমার
এ বিষয়ে জাকির নায়েক সলিমুল্লাহ খানের কাছে লজ্জিত হবেন |
@@bismarkwatts238 জাকির নায়েক তো জীবন্ত কম্পিউটার। লজ্জিত হবেন কেন?
@@Roton7222 জাকির কেবল ইসলামী বিষয়ে অধিক রেফারেন্স দিতে পারেন । তারপরেও জাকির হাফেজ নন, এটা মাথায় রাখতে হবে । কিন্তু এই সলিমুল্লা সাহেব আরও বেশি জীবন্ত কম্পুটার । বহু বিষয় নিয়ে তার অগাধ জ্ঞান ।
@@bismarkwatts238 হতে পারে আপনার কথা ঠিক।
কিন্তু আমরা জাকির নায়েকের লেকচার নিয়মিত শুনি তো তাই জানি যে, তিনি বৈশ্বিক নলেজ কতটা রাখেন। তিনি লেকচারের সাপোর্ট হিসেবে অতীত ও বর্তমান ইসলামিক ছাড়াও হাজার হাজার নির্ভুল রেফারেন্স দিয়ে কথা বলেন।
যাইহোক, আমার কথা হচ্ছে দুজনই দুজনের জায়গায় শ্রেষ্ঠ। কম্পেয়ার করা জরুরি নয়
@@bismarkwatts238 আপনার ভুল ধারণা। জাকির নায়েক হাফেজ তো বটেই বরংচ অন্যান্য ধর্মগ্রন্থগুলোও তাঁর মুখস্থ। কাজেই মন্তব্য করার আগে বুঝেশুনে মন্তব্য করবেন।
অসাধারন , আজ পর্যন্ত DW এর সেরা গেস্ট । সলিমুল্লাহ খান স্যার একজন অসাধারণ ব্যক্তিত্ব। তার কথা যতই শুনি ততই ভালো লাগে
ভুয়া বুদ্ধিজীবিদের ভিড়ে, ড.সলিমুল্লাহ খান স্যার একজন সত্যিকারের বুদ্ধিজীবি।
একজন সমৃদ্ধশালী প্রকৃত জ্ঞানী। স্যালুট জানাই স্যারকে।
সময়ে সেরা আলোচনা। বরাবরই স্যার সলিমুল্লাহ খানের আলোচনা ভালোলাগে, কারণ তিনি সত্যবাদী ও প্রকৃত জ্ঞানী। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন স্যারকে।
অসাধারণ এক আলোচিত বক্তা তিনি।
ড: সলিম উল্লাহ খান।
যেমন অসামান্য করে ভাবেন।
তেমনই চমৎকার করে বলেন।
আমাদের দূর্ভাগ্য আহমদ ছফা আজ নেই। তবে আমরা সৌভাগ্যবান সলিমুল্লাহ খান আমাদের মাঝে এখনো রয়েছেন। তার যথাযথ মর্যাদা দেয়া আমার, আপনার, পুরো জাতির দ্বায়িত্ব।
আহমদ ছফা এর ছায়া উনার উপর আছে আমার মনে হয়।
উনি যাই বলে শুনতে ইচ্ছে করে, এটা যেন নেশার মতো। ভালো থাকবেন শিক্ষক।
sir Ahmed sofa sir er student and Abdur Razzak sir er o student.
❤️❤️❤️❤️❤️
সত্যিকার অর্থের বুদ্ধিজীবী, জীবন্ত উইকিপিডিয়া 💗 সবিনয় শ্রদ্ধা রইলো স্যার আপনার জন্য 💓💓💓
মৃত উইকিপিডিয়া কি বস্তু?
এই প্রথম দেখলাম যেখানে খালেদ মহিউদ্দিন প্রশ্নকরার থেকে উত্তর শুনতে বেশি আগ্রহী।
ধন্যবাদ ভাইকে এমন একজন অসাধারন মানুষকে অতিথি করার জন্য।
এমন কথা আমি বার বার হাজার বার শুনতে চাই❤️❤️❤️।।।
অনেক কিছুই অজানা থেকে জানলাম, ভালো লাগার মাত্রাটা এমন ছিলো যে দেরিতে হলেও মনোমুগ্ধ হয়ে একটানা শুনলাম,
সলিমুল্লাহ খান স্যার বহু বছর বেচে থাকুন প্রার্থনা করি। উনার মত মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন বর্তমান সময়ে।
স্যারের কথায় মুগ্ধ হয়ে গেলাম........ আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন এবং সুস্হ রাখুক আমিন ❤️❤️❤️❤️❤️
আমার পছন্দের তালিকায় শীর্ষে ড.সলিমুল্লাহ্ খান, তারপর ড.আসিফ নজরুল। এনাদের দুইজনের কথা শুধু শুনতেই ইচ্ছে করে, একটুও বিরক্ত লাগে না😘
Dujonei DU law department er ex student
Right.
Md. Mominul Islam দুজনেই আবার শিক্ষক ও ঢাকা ইউনিভার্সিটির।যদিও ড.সলিমুল্লাহ খান খন্ডকালীন শিক্ষক।
@@abidfaysal13 at present iml a class nay salimullah sir ..French language
জীবন্ত লাইব্রেরি.অবাক হয়ে শুনছি।এত ভালো আলোচনা।প্রিয় শিক্ষক❣.ভালোবাসা অবিরাম স্যার.
খালেদ স্যার নিশ্চুপ 😍😍
স্যার, আপনাকে ধারণ করবার মত ব্রেন আমাদের নাই। মহান আল্লাহ্ তালা আপনাকে নেক হায়াত দান করুন।
এই ব্যক্তি দুজনকে অসম্ভব ভালো লাগে।
এ পর্যন্ত DW এর সেরা গেস্ট উনি!
❤️
ডঃ আসিফ স্যার ডঃ সলিমুল্লাহ স্যার দুজনের কথাগুলা যুক্তিগুলা অসাধারণ
খুবই ভালো আলোচনা,কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না।এত মনোযোগ দিয়ে আগে কোনো অনুষ্ঠান দেখি নাই।খালেদ ভাইকে ধন্যবাদ,স্যারকে একা নিয়ে আলোচনা করার জন্য।
সলিমুল্লাহ খান স্যার একজন জীবন্ত বই।।অসাধারণ বাচনভঙ্গি, চমৎকার বিশ্লেষণ,তথ্যবহুল আলোচনা মন ছুয়ে যায়।।।
১০০% একমত,,
আল্লাহ পাক সলিমুল্লাহ স্যার কে নেক হায়াত দান করুক আমিন। এর মত ৩০ জন লোক থাকলে একটি দেশ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
শ্রদ্ধেয় স্যার ড. সলিমুল্লাহ খান ও খালেদ মুহিউদ্দিন ভাইকে ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য।
খালেদ মহীউদ্দীনকে ধন্যবাদ, এরকম মানুষকে খুঁজে বের করার জন্য। ১ ঘন্টার আলোচনা যেনো কোটি টাকা মুল্যের সম্পদ।
উনি দালাালি করেন না বলে আজকে জাতীয় অধ্যাপক হতে পারলেন না।
উনি সরকার এবং আওয়ামী লীগের সমালোচনা করেন বলেই বিম্পি জামায়াতের কাছে অতি প্রিয় মানুষ। বিম্পি জামাত ক্ষমতায় যেতে পারলেই উনি জাতীয় অধ্যাপক হয়ে যাবে। তবে ভুলেও যদি উনি শুধু একবার সরকারের প্রশংসা এবং বিম্পি জামাতের সমালোচনা করে দেখুক তবেই বুঝা যাবে বিম্পি জামাতি ছাগুরা কত অশ্লীল ভাষায় এই ভদ্রলোক মাননীয় অধ্যাপককে গালি গালাজ করে।
Right
@@harunal-rashid7278 bnp amlig ak e ghu ar a pith o pith.....uni kkon o e national professor hoty parben na...coz bnp khomotay galy o onar uchit kora tader valo lagby na
@@harunal-rashid7278 আপনার বক্তব্যে অমার্জিত একটা দলকানা আচরণ লক্ষ্মণীয়। সবাইকে নিজের মত ছাগু মানসিকতার ভাবা আর ছাগলামোর মর্কেটিং করে বেড়ানো একই রকম। পাচাটার একটা ছড়াছড়ি চলছে দেশে।
@@mohsinsujon100 হ বড় ভাই। বিম্পি জামাত রাজাকার এবং পাকিস্তানের পাছাটলে কেউ কোন দিন দলকানা, দালাল এবং ছাটুকার হয় না।
এত সুন্দর উত্তর স্যার দিবে ধারনাও করতে পারিনি এজন্যই উনি জ্ঞানী।
"উচিত শিক্ষা দেই"
আমি মনে করি আমাদের স্যার নোবেল পাওয়ার যোগ্য কারণ স্যর এর মত এত জ্ঞানী মানুষ বর্তমান বাংলাদেশে আর কেহ নাই।
Bai, amader sobar priyo sir ke novel dibe na. Karon uni Muslim.
Kiser jnno nobel dibe?
পাগলা নাকি?
নোবেল পেতে হলে যেসব ক্যাটেগরিতে নোবেল দেয়া হয় সেসব ক্যাটেগরিতে বিশ্বসেরা মৌলিক গবেষণা লাগে। ওনার বিশ্বসেরা দূরে থাকুক, সম্ভবত কোনো মৌলিক গবেষণাই নাই। উনি ভাল বক্তা, কিন্তু _বক্তা_ বা _বাগ্মিতার_ ক্যাটেগরিতে কোনো নোবেল নাই! 🤣
@@যমদূত তোমার নুন্যতম knowledge আছে বলে আমার মনে হয় না... তুমি স্যার সম্পর্ক কিছুই জান না আমার যথা সম্ভব তূমি সিজোফোনিয়া অথবা মানসিক রোগী। স্যার এর গবেষণা অলরেডী নোবেল পাওয়ার যোগ্য, তোমার মত মানসিক ভারসাম্যহীন সেটা imagine করার যোগ্যতা ও নাই।
"অন্তরে যে কী ভীষণ কষ্ট!যদি বলি জিহবা পুড়ে যাবে,যদি না বলি কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে।"অনেক খারাপ লাগলো,স্যার।নিজ দেশের কাছে এই আমাদের পাওয়া!
সময়ের সেরা অসাধারণ।
এরকম একজন বুদ্ধিজীবী থাকতে দেশের এই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন? উনাকে জাতীয় অধ্যাপক করা উচিৎ।
জাতীয় অধ্যাপক একটা অলংকারিক পদ। দায়িত্বশীল পদ, সেটা যে নাম-ই হোক কোনো সমস্যা নয়।
দেশের শিক্ষা ব্যবস্হা তার হাতে দেয়া যায় কি?
@@lutfarrahman7348 শতভাগ আস্থার সাথেই
স্যারকে শিক্ষা ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক করা উচিত তবে সরকার তা করবে না। পা চাটারা এরকম স্পষ্টভাষী মানুষ পছন্দ করে না।
@@Aktarul-Islam_Official করলে সরকারের ক্ষতিও নাই। ইচ্ছা করলে করতেই পারে। অন্তত শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়াই যায়।
ঐ মানুষটা কে শিক্ষামন্ত্রী পথ পাইলে, আমাদের শিক্ষাব্যবস্থা অনেক উন্নতি হতো।
রাইট
Taile Madrasha bilupto niscit
এদেশে যারা হাঁচা কথা কয় তাদেরকে ক্ষমতা দেয়া হয়না। কারণ, পুরো দুনিয়াটাই এখন দূর্নীতিবাজদের দখলে।
১০০% স্যার কে শিক্ষা মন্ত্রী করলে শিক্ষার অনেক উন্নতি হত, কিন্তু হাসিনা করবে না বলবে উনি বি এন পি জামাত
শিহরিত হই, গায়ে কাঁটা দেয়! অনেক ভালবাসা স্যারের জন্য!
Love and respect for Salimullah Sir. He won my heart when he fearlessly spoke about the truth of HEQEP and IQAC of universities in Bangladesh.
গতকাল লাইভ শুনেছি, তারপর আরও দুবার পুরোটা শুনলাম। অসাধারণ। ওনাকে মাঝে মধ্যে আনলে আমরা সমৃদ্ধ হব। অনেক ধন্যবাদ।
অসাধারণ আলোচনা !!! স্যারকে এবং খালেদ মহিউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ
উনি হলেন বাংলাদেশের একজন প্রকৃত লেখক ভালো মানুষ।
জনাব সলিমুল্লাহর কাছে প্রশ্ন- মাদ্রাসা শিক্ষার মত অলিক ও অবাস্তব শিক্ষা ব্যবস্থার কি আদৌ দরকার আছে? লাখ লাখ সমাজের বোঝা আর ভিখারি তৈরি করে দেশের লাভ কি? মুর্খতা ছড়ানো এসব ওয়াজি মোল্লা আর জঙ্গি তৈরির শিক্ষা ব্যবস্থা বিরুদ্ধে উনার মত বুদ্ধিজীবিরা কেন কথা বলেন না? কতল হওয়ার ভয়ে?
শ্রদ্ধা জানাই,যৌক্তিক মন্তব্যের জন্য!
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ আরে এরা কারা? কোথা থেকে এলো এরা?😂😂😂
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ আমরা বিজেপির হিন্দু মলবাদী শিক্ষা চাই।
@@suchitrapaul6469 আমরা বিজেপির হিন্দু মলবাদী শিক্ষা চাই।
স্যারের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে উপায় নেই।অসাধারণ বলেছেন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক বলছে, সবাই যদি একটু সত্যিকারের আন্তরিক হয়ে এবিষয়ে ভাবতেন, তাহলে আমরা ও নিজেদের পৃথিবীর বুকে সভ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারতাম।
শুধু কথায় না কাজে বড় হওয়া জরুরি।
ধণ্যবাদ।
শ্রদ্ধা ও ভালবাসা ড. সলিমুল্লাহ খান স্যারের প্রতি।
অসাধারণ লোক। আমার সাথে একবার তার ঢাকার গাউছিয়া মার্কেটে দেখা হয়েছিল। অসম্ভব বিনয়ী ❤
মুহিউদ্দিন ভাইয়ের প্রতি ভালবাসাটা বরাবরের মতই আরও বেড়ে গেলো❤️❤️
অনেক ধন্যবাদের সলিমুল্লাহ স্যারকে,আমাদেরকে অতীত জানানোর জন্যে
সলিমুল্লাহ স্যার ও মহিউদ্দিন ভাই দুজনের জন্যই শুভকামনা।
আলহামদুলিল্লাহ, প্রথম থেমে শেষ পর্যন্ত শুনলাম।স্যার একটা জীবন্ত ইতিহাস এবং সুশিক্ষায় শিক্ষিতো
খালেদ মহিউদ্দিন স্যার কে ধন্যবাদ জানাই সঠিক উপযুক্ত সময় উপযোগী সলিমুল্লাহ স্যার কে এনে জাতিকে অনেক অনেক কিছু শিখার সুযোগ করে দিয়েছেন
আমার দেখা ডয়চে ভেলের সেরা আলোচনা পর্ব। খালেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ স্যারকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর জন্য।
প্রিয় সলিমুল্লাহ স্যার ইদানিং ওনার কথা শুনা নেসার মতো হয়েছে অনেক টা আমি প্রতি রাতে ঘুমানোর আগে ওনার কথা শুনি সময় করে। এত ভালো লাগে আমার। আল্লাহ স্যারকে দীর্ঘ হায়াত দান করুন আমিন
আমরা কাঁদা রাস্তা থেকে পাকাপোক্ত রাস্তা পেয়েছি, পাটখড়ি থেকে বাঁশের ঘর। মাথার উপর ছন,খড়ি, টিন,এখন পেয়েছি আমরা পোড়া মাটির ঘর লোহার ছাদ এবং আরো অনেক কিছু যা বর্ণনা র অতীত। কিন্তু আমাদের কাছে থেকে বস্তুুমহো দেখিয়ে হরণ করা হয়েছে আমার মানুষের মানবিক বাস্তব অগ্রগতি!!!
স্যারের আলোচনা শুধু শুনতে মন চায়।
সময় যে কখন চলে যায়। টের পাওয়া যায় না।
প্রথমে ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই সুন্দরভাবে আলোচনা করার জন্য তারপরে ধন্যবাদ প্রিয় স্যার সলিমুল্লাহ খান কে❤️❤️ ভালোবাসা অবিরাম।
অধ্যাপক সলিমুল্লাহ স্যার মানে একটা জিবন্ত লাইব্রেরী। অত্যন্ত চমৎকার ও প্রাণবন্ত বিশ্লেষণ। একজন প্রকৃত বুদ্ধি জিবি।
এতকিছু মনে রাখা - - -সুবহানাল্লাহ ।
সম্পূর্ণ ভিডিওটি দেখলাম। খুবই তথ্যবহুল আলোচনা। সলিমুল্লাহ স্যার অসাধারণ ভাবে কথা বলেন।
হাজারো চাটুকারের ভিতরে একজন সত্যিকারের বুদ্ধিজীবী।
সহমত
"যদি বলি জিহ্বা পুড়ে যাবে
না বললে কলিজা পুড়ে যাবে"৷৷ অসাধারণ !!!!!
June 13 ,2021 ● Assalam . Excellent .
আহা! দারুণ সত্যি
ড: সলিমুল্লাহ খানের কথা শুনলে মনে হয় তিনি একজন জীবন্ত লাইব্রেরি!! অসাধরণ পাণ্ডিত্য। আমার মনে হয় তিনিই বাংলাদেশের একমাত্র পণ্ডিত ব্যক্তি যিনি সাদাকে সাদা এবং কালকে কাল বলতে পারেন। স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
"বাংলাদেশের অতীত থেকে বর্তমান পর্যন্ত দর্শন ও সাহিত্য" এই টপিকে স্যারের একটা টকশো চাই খালেদা ভাই।
বেশ কয়েক বার অনুষ্ঠান টি দেখলাম শুরু থেকে শেষ... তবুও যেন মন ভরে না... সলিমুল্লাহ খান স্যারের জন্য অশেষ শুভকামনা... খালেদ ভাই কে অনেক ধন্যবাদ স্যার কে আমন্ত্রণ জানানোর জন্য... সমকালিন সব ইসু তে স্যার কে বারবার এই অনুষ্ঠানে দেখতে চাই...
Brother Khaled Mohiuddin, I have listened to many of your virtual discussions, but you have brought a wise man among us and among the nation who will touch our hearts and listeners forever. Thank you, dear sir.
‘শিক্ষা সম্পর্কে অসাধারণ শিক্ষা’ ধন্যবাদ উপস্থাপক ও দার্শনিককে
এনারাই হলো প্রকৃত শিক্ষিত এবং বুদ্ধিজীবী। যখন কথা বলে শুধু মনে হয় চাইয়ে চাইয়ে দেখি।
এক কথায় অসাধারণ 👌 খুবই ভালো লাগলো।
অনেক শিক্ষণীয়
সলিমুল্লাহ স্যারের মত শিক্ষিত মানুষ
বাংলাদেশে আর পাওয়া যাবে না
ভালোবাসার প্রিয় মানুষ ডাঃ সলিমুল্লাহ সাহেব, আপনার জন্য দোয়া আর ভালোবাসা রইল নোয়াখালীর পক্ষে থেকে।
মন ভরে গেল।জয় হোক সত্যের।জয় হোক মেধার।শুভ কামনা থাকলো সবসময়
28:36 স্যারের উল্লেখ করা কবি গালিবের কবিতার দুটো লাইন,
"অন্তরে যে কি ভীষণ কষ্ট, যদি বলি জিহ্বা পুড়ে যাবে
যদি না বলি, কলিজা ছাই হয়ে যাবে।"
সেই রিপ্লাই
স্যারকে মহান আল্লাহ পাক অসামান্য জ্ঞান দিয়েছেন, স্যারের কথা সারাদিন শুনলেও বিরক্ত আসবে না হয়তো ক্ষুধাও লাগবে না, আমি মনে করি স্যার স্যারদের স্যার, মন থেকে দোয়া করি মহান আল্লাহ পাক যেন স্যারকে অনেক ভালো রাখেন,
বাংলাদেশের প্রকৃত এই বিরল বুদ্ধিজীবীর প্রতিটি কথা যেন ভবিষ্যতের টেক্সটবুকে সেট করা যায় এমন।
ড.সলিমুল্লাহ খান স্যারের কথা শুনতে ভালই লাগে, একজন খাটি যুক্তিবাদী মানুষ।
জ্ঞানীদের সমালোচনা থেকে অনেক কিছু শেখা যায়।
জ্ঞানী মানুষের কদর কম।। স্যার আপনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন আমীন।
খালেদ মহিউদ্দিন যে কি চমৎকার একজন উপস্থাপক! 👌
উভয়জনই সেরা।ভালোবাসা❣️
বুদ্ধিজীবী এক বিলুপ্ত জ্ঞানী মানুষ দের নাম।তা উজ্জ্বল ভাবে ধরে রেখেছেন স্যার সলিমুল্লাহ। নিরপেক্ষ ভাবে এখনো আলোচনা করেন স্যার।স্যারের টক শো দেখা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের এক বছরের ক্লাস করার সমান
অনেক কিছুই জানা হলো।
ধন্যবাদ স্যারকে।
কৃতজ্ঞতা খালেদ মহি উদ্দিন ভাইকে।।
অসাধারণ! শিক্ষনীয়, চিন্তা-জাগানিয়া ...
খুব চমৎকার যুক্তি।এই ধরনের লোকদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।আপসোস আমরা এদের কে যোগ্য জায়গায় বসাই না এবং সম্মান ও করি না
এদের না বলে, আমাদের উচিত উনাদের বলা উচিত।
একজন আসল ও খাঁটি বুদ্ধিজীবী স্যার সলিমুল্লাহ।।।। আর অন্য য়ারা আছে তারা তো সুবিধাবাদী বুদ্ধিজীবী
Sohomoth...
স্যার কে শত সহস্র প্রণাম, ভালো থাকুন
যারা একবার স্যারের টকশো দেখে তাঁরা স্যারের ভক্ত হয়ে যাবো।
Right
সঞ্চালক-আলোচক দুজনেই আলোকিত মানুষ। এদের নিকট থেকে জানার আছে অনেক কিছুই। দুজনকেই সাধুবাদ।
সলিমুল্লাহ খানের কথাগুলো বরাবরের মতোই মুগ্ধ ক।
দুজনেই সেরা। ❤️❤️ সলিমুল্লাহ স্যার কে এইরকম ইন্টেলেকচুয়াল কৌশান করার মতো খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। ওনাদের দেখলে আসলেই হিংসে হয়। ওনাদের মতো যদি গুছিয়ে কথা বলতে পারতাম।
আমার এই জীবনে দেখা সেরা টকশো ❤️❤️
সলিমুল্লাহ সার্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কে কে একমত
অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা ছিল ভালো লেগেছে।।।
Your are a muslim
Mane
Ki borkar??
"হক কথা বললে সবারই গাত্রদাহ হয় "👌❤
“কাজী নজরুল মুসলিম কবি কিন্তু রবীন্দ্রনাথ ব্রাম্মন কবি নয় কেন?” কেন মুসলিম টাইটেল ??
কারন এখনো আমাদের তারা অবজ্ঞা করে সেই টাইটেলে বলে।
কথাটা ভাল লাগছে।।।
রবীন্দ্রনাথ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন না। তাই ব্রাহ্মণ কবি বলা যাবে না।
রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। ব্রাহ্ম ধর্মের অনুসারীরা একেশ্বরবাদী হন।
June 13 , 2021 ● Assalam . You quoted thanks . Excellent .
@@mahfujurrahmanhimel9227 সোনা,তোমাকে এ কথা কে গুলিয়ে খাইয়েছে?
সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানো??
নজরুল কে মুসলিম কবি বলে??জীবনেই শুনি নাই তারে মুসলিম কবি বলেছে।দয়া করে ঘৃনা ছড়াবেন না।