আমেরিকার খ্রিষ্টান যাজকের ইসলাম গ্রহণ এবং মুরতাদের শাস্তি | তিনি ভবিষ্যতে ইসলাম ত্যাগ করলে কি করবেন?
Вставка
- Опубліковано 10 лют 2025
- ► ইংরেজি ইউটিউব চ্যানেল : / thebeliever
► বাংলা ইউটিউব চ্যানেল : / thebelieverbangla
► উর্দু ইউটিউব চ্যানেল : / thebelieverurdu
► অফিসিয়াল বাংলা ফেসবুক পেজ : / thebelieverbangla
► অফিসিয়াল ফেসবুক পেজ : / believerhd
✔️আপনি যদি আমাদের বিষয়বস্তু পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে সাবস্ক্রাইব করুন। আপডেট এবং বিজ্ঞপ্তিগুলি পেতে বেলটি 🔔 (সাবস্ক্রাইব বোতামের পাশে) ক্লিক করুণ |
🌐Fᴜʟʟ ᴘʟᴀʏʟɪsᴛ Lɪɴᴋs 🔗
❱ কুরআনের ইতিহাস: cutt.ly/TZoVauv
❱ ইসলামিক ইতিহাস: cutt.ly/uZoZ02d
❱ ঈশ্বরবাদ: cutt.ly/GZoZsfm
❱ দাজ্জাল ( ভন্ড ঈসা ): cutt.ly/PZoLChb
❱ ইয়া’জুজ এবং মা’জুজ: cutt.ly/kZoLK2P
❱ কুরআন তিলাওয়াত: cutt.ly/bZoZNwQ
❱ ইসলামিক ভবিষ্যতবাণী: cutt.ly/tZoK9DM
❱ হজরত মুহাম্মাদ ( সাঃ) : cutt.ly/TZoK6y9
❱ টাকার গোপন রহস্য: cutt.ly/3ZoKL4A
❱ বিবর্তনবাদ: cutt.ly/CZoLr8F
❱ কেন মুহাম্মাদ (স) আরব মুশরিকদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছিলেন? : cutt.ly/kZoLhG9
❱ কোন ধর্ম সত্য: cutt.ly/mZoLU0O
❱ সীরাহ রাসুল (সাঃ) : cutt.ly/sZoZZGz
❱ হজের দর্শন কি? : cutt.ly/aZoZ6cH
❱ The Open Stage: cutt.ly/TZoZiHI
❱ কুরআনে উত্তরাধিকার আইনে কি গাণিতিক ভুল আছে? : cutt.ly/WZoZcMQ
❱ নাশীদ, নাত, কবিতা এবং ইসলামী সংগীত: cutt.ly/HZoZnGj
❱ মুফাসসিল ইসলামের মিথ্যাচারের জবাব: cutt.ly/KZoZSA9
COPYRIGHT NOTICE ©️ :
আমরা আমাদের সামগ্রী এবং ভিডিওগুলি ইউটিউব বা ফেসবুক পেজ পুনরায় ব্যবহার করার অনুমতি দেই না। তবে ব্যবসায়িক ও নিজেদের বলে ভিডিও দেয়া ব্যতীত, শেয়ার দেয়া ও ডাউনলোড করা যাবে। তবে ভিডিওটি অবশ্যই The Believer(আমাদের লোগো এবং চ্যানেল লিঙ্ক সহ) ব্র্যান্ডেড থাকা আবশ্যক ।
ইসলাম গ্রহণ করলে হাতে তালি
ইসলাম ছেড়ে দিলে ফাঁ-_-সির দাবি।
ইসলামে প্রবেশ করলে ফুলের মালা,
ইসলামের বাহিরে গেলে কেন তার গলা কাঁ-_-টা?
এমন মুনাফিকী আমার নবীর শিক্ষা নয়।
এমন বিধান ইসলামের নয়।
ইসলামে কেউ প্রবেশ করলে যেমন স্বাগত জানান ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে কেউ বের হয়ে গেলে তাকে হ,.,-_ত্যা চেষ্টা করবেন না। অন্য ধর্মের কোন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলে সে ঐ ধর্মের মুরতাদ হয়েই ইসলাম গ্রহণ করে থাকে___ তাই ধর্ম পরিবর্তনের জন্য কেউ কাউকে হ,.,.-_ত্যা করবেন না। অনেকেই কুরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে মুরতাদের শাস্তির বিধান বাস্তবায়ন করতে চায়। ভিডিওতে এর জবাব দেয়া হলো।
ভাই আল কুরআন এর 5 নং সূরা ,আল মায়িদাহ এর 48 নং আয়াতে এর ব্যাখ্যা করে ভাল হত
ভাই এই ফতোয়া কী আপনি দিছেন নাকি কোনো আলেম দিয়েছে? যথাযথ জবাব দিবেন
অবশ্যই মুরতাদ (ইসলাম ত্যাগি) যার দ্বারা ইসলামের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে তাকে হত্যা করা যাবে। শুধু হত্যা করা যাবে নয় হত্যা করা ফরজ।
কারন মুরতাদরা মুনাফিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা মুনাফিক (মুরতাদদের) কাফিরদের সাথে তুলনা করেছেন (যেমন নামে মুসলিম কিন্তু ইসলামের বিরোধিতা করে)। আল্লাহ তায়ালা তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন এবং তাদেরকে গ্রেফতার করতে ও হত্যা করতে নির্দেশ দিয়েছেন।
Allah Subhanahu Wa Ta'ala said:
"তোমাদের কী হল যে, মুনাফিকদের ব্যাপারে (কী নীতি অবলম্বন করা হবে সে বিষয়ে) তোমরা দু’ দলে বিভক্ত হয়ে গেলে? বস্তুতঃ আল্লাহ তাদের এ কার্যকলাপের কারণে তাদেরকে উল্টা মুখে ফিরিয়ে দিয়েছেন (ইসলাম থেকে আবার কুফরের দিকে)। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, তোমরা কি তাকে সুপথ দেখাতে চাও? বস্তুতঃ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কক্ষনো পথ খুঁজে পাবে না।"
(QS. An-Nisa' 4: Verse 88)
"তারা আকাঙ্ক্ষা করে যে, তারা নিজেরা যেমন কুফরী করেছে, তোমরাও তেমনি কুফরী কর, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। কাজেই তাদের মধ্য হতে কাউকেও বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত তারা আল্লাহর পথে হিজরত না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে গ্রেফতার কর এবং যেখানেই তাদেরকে পাও, হত্যা কর। তাদের মধ্য হতে কোন বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না।"
(QS. An-Nisa' 4: Verse 89)
কিন্তু সব মুনাফিক (মুরতাদের) জন্য এই নিয়ম নয়। যেসকল মুনাফিক (মুরতাদ)রা এর মাঝে অন্তর্ভুক্ত নয়।
"কিন্তু (সে সব মুনাফিক এ কথার মধ্যে শামিল নয়) যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোন জাতির সঙ্গে গিয়ে মিলিত হয়। তেমনি (তারাও এর মধ্যে শামিল নয়) যারা তোমার কাছে আসে আর তারা ঝগড়া-বিবাদে উৎসাহী নয়, তারা না তোমাদের বিরুদ্ধে লড়াই করতে চায়, না নিজের জাতির বিরুদ্ধে। আল্লাহ যদি ইচ্ছে করতেন, তবে তাদেরকে তোমাদের উপর প্রবল করে দিতেন, সে অবস্থায় তারা নিশ্চয় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের হতে সরে থাকে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে ও তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা অবলম্বনের পথ রাখেননি।"
(QS. An-Nisa' 4: Verse 90)
"অচিরেই তোমরা কতক লোককে এমনও পাবে, যারা তোমাদের কাছ থেকেও নিরাপদ থাকতে চায়, তাদের নিজ সম্প্রদায় থেকেও নিরাপদ থাকতে চায়, যখন তাদেরকে ফিতনার দিকে মনোনিবেশ করানো হয় তখন তাতেই জড়িয়ে পড়ে। কাজেই যদি তারা তোমাদের শত্রুতা হতে সরে না যায় এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংবরণ না করে, তবে তাদেরকে গ্রেফতার কর আর যেখানেই পাও হত্যা কর, এরাই হচ্ছে সেই সব লোক তোমাদেরকে যাদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়েছি।"
(QS. An-Nisa' 4: Verse 91)
@@sagor8142 ১) ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ কুরআন এর পূর্বেকার সমস্ত গ্রন্থের জন্য আমানতদার হিসেবে নির্বাচিত। [তাবারী] সুতরাং অন্যান্য গ্রন্থে যা বর্ণিত হয়েছে, তা যদি কেউ পরিবর্তন করেও ফেলে কুরআন কিন্তু সেটা ঠিকই একজন আমানতদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে সঠিকভাবে বর্ণনা করে দিবে। কাতাদা বলেন, এর অর্থ সাক্ষ্য। [আত-তাফসীরুস সহীহ] অর্থাৎ অন্যান্য গ্রন্থের মধ্যে সন্নিবেশিত তথ্যের ব্যাপারে এই কুরআন সাক্ষ্যস্বরূপ।
(২) পূর্ববর্তী ৪২ নং আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেয়া হয়েছে যে, ইচ্ছা করলে তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন এবং ইচ্ছা করলে তাদের মোকদ্দমার শরীআত অনুযায়ী ফয়সালা করুন। কারণ, তারা আপনার কাছে হকের অনুসরণের জন্য আগমন করে না। বরং তারা তাদের প্রবৃত্তির অনুসরণই করবে। তাদের মনঃপুত হলে তা গ্রহণ করবে, নতুবা নয়। সুতরাং তাদের মধ্যে ফয়সালা করার ব্যাপারটি আপনার পূর্ণ ইচ্ছাধীন। কিন্তু আলোচ্য আয়াতে তাদের মধ্যে ফয়সালা করার নির্দেশ দেয়া হয়েছে।
এ কারণে কোন কোন মুফাসসিরের মতে, এ আয়াত পূর্ববর্তী আয়াতের বিধানকে রহিত করে দিয়েছে। সুতরাং তাদের মধ্যে হক ফয়সালা করাই হচ্ছে বর্তমান কর্তব্য। কোন কোন মুফাসসির বলেন, এ আয়াতটি ঐ সমস্ত অমুসলিম লোকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা আপনার কথা মানার জন্য আপনার সমীপে আগমণ করে। সুতরাং এ ব্যাপারে আপনার ফয়সালা থাকা জরুরী। [ইবন কাসীর]
(৩) আলোচ্য আয়াতে একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নের জবাব দেয়া হয়েছে। প্রশ্নটি এই যে, সব আম্বিয়া আলাইহিমুস সালাম যখন আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত এবং তাদের প্রতি অবতীর্ণ গ্রন্থ, সহীফা ও শরীআতসমূহও যখন আল্লাহর পক্ষ থেকেই আগত, তখন এসব গ্রন্থ ও শরীআতের মধ্যে প্রভেদ কেন এবং পরবর্তী গ্রন্থ ও শরীআতসমূহ পূর্ববর্তী গ্রন্থ ও শরীআতকে রহিত করে দেয় কেন? এ প্রশ্নের উত্তর ও তাৎপর্য এ আয়াতে বর্ণিত হয়েছে যে, “আমরা তোমাদের প্রত্যেক শ্রেণীর জন্য একটি বিশেষ শরীআত ও বিশেষ কর্মপন্থা নির্ধারণ করেছি। এতে মূলনীতি অভিন্ন ও সর্বসম্মত হওয়া সত্বেও শাখাগত নির্দেশসমূহে কিছু প্রভেদ আছে। যদি আল্লাহ তোমাদের সবার জন্য একই গ্রন্থ ও একই শরীআত নির্ধারণ করতে চাইতেন, তবে এরূপ করা তার পক্ষে মোটেই কঠিন ছিল না।
কিন্তু আল্লাহ তা পছন্দ করেন নি। কারণ, তার উদ্দেশ্য ছিল মানুষকে পরীক্ষা করা। তিনি যাচাই করতে চান যে, কারা ইবাদাতের স্বরূপ অবগত হয়ে নির্দেশ এলেই তা পালন করার জন্য সর্বদা তার অনুসরণে লেগে যায়, পূর্ববর্তী গ্রন্থ ও শরীআত প্রিয় হলেও এবং পৈতৃক ধর্ম হয়ে যাওয়ার কারণে তা বর্জন করা কঠিন হলেও কারা সর্বদা উন্মুখভাবে আনুগত্যের জন্য প্রস্তুত থাকে। পক্ষান্তরে কারা এ সত্য বিস্মৃত হয়ে বিশেষ শরীআত ও বিশেষ গ্রন্থকেই সম্বল করে নেয় এবং পৈতৃক ধর্ম হিসেবে আঁকড়ে থাকে- এর বিপক্ষে আল্লাহর নির্দেশের প্রতিও কর্ণপাত করে না।
কারণ, তাদের মধ্যে মৌলিক দিক তথা আকীদা-বিশ্বাসের দিয়ে পার্থক্য ছিল না। যেমন, তাওহীদের ব্যাপারে সমস্ত নবীই এক কথা বলেছেন। পার্থক্য তো শাখা-প্রশাখা ও কর্ম জাতীয় বিষয়ে। যেমন, কোন বস্তু বা বিষয় কোন সময় হারাম ছিল, আবার তা অন্য সময়ে হালাল করা হয়েছে। এসব কিছুই মূলত তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কোন কোন মুফাসসির বলেন এখানে جَعَلْنَا এর পরে هُ অব্যয়টি উহ্য ধরা হবে। তখন অর্থ হবে, এ কুরআনকে আমরা সমস্ত মানুষের জন্য সঠিক উদ্দেশ্য হাসিলের পন্থা ও সুস্পষ্ট পথ হিসেবে নির্ধারণ করেছি। [ইবন কাসীর]
@@sagor8142 প্রত্যেক আসমানী গ্রন্থ তার পূর্বোক্ত গ্রন্থের সত্যায়ন করে। অনুরূপ কুরআনও পূর্বোক্ত সমস্ত (আসমানী) গ্রন্থের সত্যায়ন করে। আর সত্যায়নের অর্থ হচ্ছে; সমস্ত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কিন্তু কুরআন সত্যের সাক্ষ্যপ্রদানকারী হওয়ার সাথে সাথে সংরক্ষক, বিশ্বস্ত ও প্রভাবশালী গ্রন্থ। অর্থাৎ পূর্বোক্ত গ্রন্থগুলিতে পরিবর্তন-পরিবর্ধন হয়েছে; কিন্তু কুরআন এ থেকে সুরক্ষিত আছে। আর এই জন্যই কুরআনের ফায়সালাই সত্য বিবেচিত হবে; কুরআন যাকে সঠিক বলে বিবেচনা করবে, সেটাই সঠিক হিসাবে গণ্য হবে। আর বাকী সবই বাতিল বলে বিবেচিত হবে।
[2] ইতিপূর্বে ৪২নং আয়াতে নবী (সাঃ)-কে এখতিয়ার প্রদান করা হয়েছিল যে, তুমি ওদের ব্যাপারে বিচার-ফায়সালা কর অথবা না কর, সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর। কিন্তু এখন সে ক্ষেত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে, তাদের পারস্পরিক দ্বন্দ্ব-কলহের ব্যাপারে তুমি কুরআনের বিধান মোতাবেক ফায়সালা প্রদান কর।
[3] এখানে আসলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অবগত করানো হচ্ছে যে, আল্লাহর নাযিলকৃত গ্রন্থ হতে বিমুখ হয়ে মানুষের খেয়াল-খুশী এবং মনগড়া মতবাদ ও আইন-কানুন অনুযায়ী ফায়সালা করা ভ্রষ্টতা। যার অনুমতি নবী (সাঃ)-কে প্রদান করা হয়নি, তাহলে অন্যরা কি করে এ কর্ম সম্পাদন করতে পারে ?
[4] এর অর্থ হলো; পূর্বোক্ত শরীয়তসমূহ, যার মধ্যে গৌণ বিষয়ে (আংশিক) কিছু একে অপর থেকে পার্থক্য ছিল। এক শরীয়তে কোন জিনিস বৈধ (হালাল) ছিল; কিন্তু অন্য শরীয়তে তা অবৈধ (হারাম) ছিল। কোন শরীয়তে কোন বিষয় বড় কষ্টকর ছিল, পক্ষান্তরে অন্য শরীয়তে তা সহজ ছিল। কিন্তু দ্বীন সকলের একই ছিল। অর্থাৎ, তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। আর এই কারণেই সকলের দাওয়াতও এক ও অভিন্ন ছিল। এ বিষয়টি হাদীসে এভাবে বর্ণিত হয়েছে, ‘‘আমরা নবীগণ বৈমাত্রেয় ভাই ভাই; আমাদের সকলের দ্বীন অভিন্ন।’’ বৈমাত্রেয় ভাই বলা হয়; যাদের বাপ এক; কিন্তু মা ভিন্ন ভিন্ন। অর্থ হল, দ্বীন সকলের এক (তাওহীদ) ছিল; কিন্তু আইন ও পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল। শেষ পর্যন্ত মুহাম্মাদ (সাঃ)-এর মাধ্যমে পূর্ববর্তী সমস্ত শরীয়ত রহিত হয়ে যায়। সুতরাং এখন শুধু একটাই দ্বীন ও একটাই শরীয়ত (যা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য মান্য ও অপরিহার্য)।
[5] অর্থাৎ, কুরআন অবতীর্ণ হওয়ার পর মুক্তির পথ তো শুধুমাত্র কুরআনেই আছে। কিন্তু এই মুক্তির পথ অনুসরণ করার জন্য আল্লাহ মানুষকে বাধ্য করেননি; অথচ তিনি ইচ্ছা করলে তা করতে পারতেন। কেননা তাতে পরীক্ষা করা সম্ভব ছিল না, অথচ তিনি মানুষকে পরীক্ষা করতে চান।
আলহামদুলিল্লাহ ❣️ প্রিয় আল-আমীন ভাই। আপনার গবেষণা ও এক্সপ্লেইন করা সত্যিকারের ইসলামের সৌন্দর্য ও মানবতার বহিঃপ্রকাশ ।আমি আপনার সাথে একমত ❣️।আপনার গবেষনা চালিয়ে যান ভাই, আল্লাহ আপনাকে সবসময় হেফাজত করুন, আমিন🤲
Ameen ya Rabbul Alameen
আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যকে জানতে সাহায্য করার জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
" যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিনকালেও তা গ্ৰহন করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত__ আল কুরআন (৩-৮৫)
Hut Paglachudar moto Kotha .
Jakir nayek tahole thik kaj koreeni?
সেটা কি আমাদের কাছে নাকি মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার কথা বলা হয়েছে???
@@mustafasiddiqui711" নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্ৰহন যোগ্য দ্বীন এক মাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পর ও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে শুধু মাত্র পরস্পর বিদ্বেষ বশত যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্ৰহনে অত্যন্ত দ্রুত__ আল কুরআন সুরা আল ইমরান আয়াত_১৯
আল্লাহ তায়ালা তাকে দিনের দায়ী হিসেবে কবুল করুন। আমিন
"হে মানুষ! আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদের প্রতারিত না করে এবং কোন প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে_ আল কুরআন সুরা ফাতির আয়াত ৫
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 🤲🥰 খ্রিস্টান হয়েও বুঝলো ইসলাম ধর্ম সত্য ধর্ম আল্লাহ তায়ালার দেওয়া মনোনীত ধর্ম কিন্তু আমরা মুসলিমরা বুঝলাম না।🥺💔 আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন সঙ্গে আমাকেও 🤲🥺🥀
আমিন
ইকরিমাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আলী (রাঃ)-এর কাছে একদল যিন্দীককে (নাস্তিক ও ধর্মত্যাগীকে) আনা হল। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এ ঘটনা ইব্নু আব্বাস (রাঃ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না। কেননা, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিষেধাজ্ঞা আছে যে, তোমরা আল্লাহ্র শাস্তি দ্বারা শাস্তি দিও না। বরং আমি তাদেরকে হত্যা করতাম। কারণ, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ আছে, যে কেউ তার দ্বীন বদলে ফেলে তাকে তোমরা হত্যা কর।(আধুনিক প্রকাশনী- ৬৪৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৫৪)
সহিহ বুখারী, হাদিস নং ৬৯২২
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
ভাই আল্লাহ আপনাকে দিরগো নেক হায়াত বারিয়ে দিক আমিন
আমি আপনার সব বিডিয় দেখি আলহামদুলিল্লাহ ❤যত শুনি মনচাই আরোশুনি আমার আল্লাহর কিতাবের কথা গুলা
আলহামদুলিল্লাহ। মহান রব আপনার জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিক। আমিন।
আলহামদুলিল্লাহ,স্যার আল্লাহ সুবহানাওয়া তায়ালা আপনার জ্ঞানকেও আরও বৃদ্ধি করে দিক । আমিন ❤️🥰
😊স্যার আপনার ক্লাস গুলা দেখে ৯৯ পাইছি 🥰বায়োলজিতে আলহামদুলিল্লাহ
Alhamdulillah.
@@JunnurainKhan Alhamdulillah
What a beautiful explanatory speech.
May Allah, enable me to be grateful for your informative information which you have bestowed upon us.
May Allah Forgive Us, Guide Us, Have mercy upon us.(Ammen)
আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনার সকল ভিডিও যদি ১০ মিনিটের ভিতরে হত তাহলে সকল ভিডিও দেখতে পারতাম। প্লিজ পরবর্তী ভিডিও থেকে সকল ভিডিও ছোট ল্যান্থের করবেন
ভাই উনাদের সম্পর্কে জানতে চাই,যারা যুগের পর যুগ স্বরণীয় মুসলমানদের সেরা সেনাপতি ও যোদ্ধা হিসেবে। যেমন: খালিদ বিন ওয়ালিদ,সুলতান সালাউদ্দিন আইয়ুবি।
ঈমানদীপ্ত দাস্তান পড়েন ইনশাআল্লাহ জেনে যাবেন
Voice of books নামের এই চ্যানেলের নাঙ্গা তলোয়ার সিরিজগুলো দেখতে এবং শুনতে পারেন।
আলহামদুলিল্লাহ। আমরা মন্তব্য করিতে পারি কিন্তু এজাতীয় ভিডিও বানাতে পারি না। আফসোস কি শিখলাম?
হে আমার আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিন।আর ভালো লাগছে না একেকজন একেক ভাবে জিনিস ব্যাখা করে।কোন দিকে যাই। সবার যুক্তি মোটামুটি ভালোই থাকে।সবই যদি সঠিক হয় তাহলে মিথ্যা কোনটা।হে আল্লাহ
আপনাদের প্রতিটা ভিডিও আমি দেখি অনেক কিছু শিখি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু কথা বেশি নমনীয় করে বলেন ।আশা করে বিষয়টার দিকে খেয়াল রাখবেন
ইকরিমাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আলী (রাঃ)-এর কাছে একদল যিন্দীককে (নাস্তিক ও ধর্মত্যাগীকে) আনা হল। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এ ঘটনা ইব্নু আব্বাস (রাঃ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না। কেননা, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিষেধাজ্ঞা আছে যে, তোমরা আল্লাহ্র শাস্তি দ্বারা শাস্তি দিও না। বরং আমি তাদেরকে হত্যা করতাম। কারণ, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ আছে, যে কেউ তার দ্বীন বদলে ফেলে তাকে তোমরা হত্যা কর।(আধুনিক প্রকাশনী- ৬৪৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৫৪)
সহিহ বুখারী, হাদিস নং ৬৯২২
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
আল্লাহ আপনাকে উত্তম জ্ঞান --হিকমা দান করুন, আমিন। ♥️♥️♥️
Ma sha Allah vaia. .wonderfully explained and analysed. ..ALHAMDULILLAH. ....☝💐💞
ইকরিমাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আলী (রাঃ)-এর কাছে একদল যিন্দীককে (নাস্তিক ও ধর্মত্যাগীকে) আনা হল। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এ ঘটনা ইব্নু আব্বাস (রাঃ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না। কেননা, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিষেধাজ্ঞা আছে যে, তোমরা আল্লাহ্র শাস্তি দ্বারা শাস্তি দিও না। বরং আমি তাদেরকে হত্যা করতাম। কারণ, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ আছে, যে কেউ তার দ্বীন বদলে ফেলে তাকে তোমরা হত্যা কর।(আধুনিক প্রকাশনী- ৬৪৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৫৪)
সহিহ বুখারী, হাদিস নং ৬৯২২
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
যদি আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শন কারিরা মুসলিম দের বিভিন্ন স্থানে অত্যাচার নির্যাতন করার দুঃসাহস দেখায় তখন তোমরা কোথায় থাকো?? ওদের বিরুদ্ধে কথা বললে যদি মৃত্যু দন্ড দেয়ার দুঃসাহস দেখায় তবে সত্য স্রষ্টার মনোনীত জীবন ব্যবস্থার বিরুদ্ধে কুটকৌশল করলে তো অবশ্যই শাস্তি দিতে হবে
আমি মুসলিম আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥀🥀
Vai Tumi name Muslim na kame Kon ta ?
Allahu-Alkab, SubhanAllahi-wa-behamdihi
আলহামদুলিল্লাহ। ♥️♥️
আপনার মতামতের সাথে আমি একমত
হাদিসের অপব্যাখ্যা করলেন৷ আল্লাহ যেন আপনাকে হিদায়েত দান করেন
আমি খুশি আপনার সাতে একমত পোষণ করিইনসেআললা
অপেক্ষায় ছিলাম
"আল্লাহু-আকবার"
সুবাহানাল্লাহ ❣️
আলহামদুলিল্লাহ 🥰🥰
আলহামদুলিল্লাহ 💞💞💞
Alhamdulillah as im a Muslim ❤️❤️
আমার প্রিয় ভাই। 🥰🤲 ভূমিকম্প সম ্পর্কে আল্লাহ তাআলা কি বলেছিলেন এবিষয়ে একটি ভিডিও চাই👃
আলহামদুলিল্লাহ
How clear the clarification dear brother. ❤❤❤❤❤
Ey video ta onek bar, oneeek baar monujug diye dekte hobe. Naile kicui bujha jabe na. (BEST VIDEO EVER & LAST TIME AUTOMATICALLY CRYING)
#আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন!
আলহামদুলিল্লাহ
ভাই, আপনার অনেক ভিডিওই দেখি এবং ভালো লাগে।তবে,কিছু বিষয়ে আপনি বেশি সেক্যুলার হয়ে যাচ্ছেন।
আসসালামুআলাইকুম ভাইয়া সাইট মিউজিক বন্দ রাখুন দয়া করে
ধন্যবাদ
(আল আমিন ভাই)। Scientific tafsir লেখক জাকারিয়া কামাল স্যারের তাফসির পড়লে। আপনার কাছে আরো ভালো কিছু পাবো আমরা
সম্পূর্ণ একমত । কেউ যেমন ইসলাম গ্রহণ করতে পারে , ত্যাগ করা ও তার ব্যাক্তিগত স্বাধিনতা , যতক্ষণ না তারা বিরোধিতা করে ।
nijer iccha moto ja ta bolle e hoye jay na.
যখন তারা ইসলাম ত্যাগ করে তখন তারা বিরোধিতা করে বলেই ত্যাগ করে।
একবার ইসলাম গ্রহন করলে তা ছেড়ে যাওয়া যাবে না। গেলে শাস্তি মৃত্যু দন্ড।
নিষিদ্ধ এই বিষয়টি আল্লাহ তার রাসুল দ্বারা নির্ধারিত আপনি কিভাবে নির্ধারণ করলেন।
এই ফিকহ গুলা অনেকেই জানেন না,,,
নাস্তিক হলেই তাকে হত্যা করা যায় না,, যতক্কন না সে ইসলামি সিয়াসাত এর জন্য হুমকি না হয়
আল্লাহু আকবার
ماشاء الله و بارك الله عليك
আপনি ইসলামের তথা পবিত্র আল-কুরআন ও হাদিসের অপব্যাখ্যা করে মানুষদের ভুল বুঝাচ্ছেন? যেহেতু কেয়ামত অবধি আর কোনো নবী রাসুল আসবেনা! অতএব কূরআনে উল্লেখিত সকল আয়াতের বিধি-বিদান সব যুগের সব সময়ের জন্য প্রযোজ্য!!!
আপনি আর একটু ভাল করে পড়াশোনা করুন, ইসলামে এজমা কিয়াস কি????
@@Hasibur5706 হযরত মুহাম্মদ(সা.)আমাদের শেষ নবী ও রাসূল।আর কেয়ামতের আগে ঈসা(আ)আসবে কিন্তু নবী হয়ে না মুহাম্মদ(সা.)এর উম্মত হয়ে।ভাই একটু ইসলাম সম্পর্কে ভালো করে পড়াশোনা করেন।আমরা শুধু নামেই মুসলিম হয়ে আছি।
@@Hasibur5706 bro are u even muslim? Hazrat Muhammad (pbuh) is the last Prophet as well. Hazrat isa (pbuh) will return but he will be a ummat of muhammad (pbuh)
@@Hasibur5706 হযরত ঈসা আ: তার নবুয়ত নিয়ে নবী হিসেবে আসবেন না.. তিনি আসবেন হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হয়ে
@@Hasibur5706 ভাই হযরত মুহাম্মদ সঃ হলেন সর্বশেষ নবী। খাতামুন নাবীয়া । অর্থাৎ শেষ নবী। এর মানে আর কোন নবী আসবে না। আর রাসুল হওয়ার প্রথম শর্ত হলো নবী হওয়া। রাসুল হলেন সেই যার উপর ওহি নাজিল হয়। যেহেতু আর নবী আসবে না সেহেতু আর রাসুল ও আসবে না।
মহানবী (সাঃ) শেষ নবী হিসেবে তিনি যে ইসলাম রেখে গেছেন এখনো সে ইসলামই আছে, যে বিদি বিদান আদেশ নিষেধ রেখে গেছেন তা এখনো আছে এবং থাকবে! কিন্তু আপনি নিজেকে ভুল প্রমান করলেন?
আপনাকে কে বলছে??যে এই লোকটা মিথ্যা বলতেছে😠😠
বেশি বোঝা ভালো না।পাকনামি সব জায়গায় কইরেন না।😏😏
রাসুল সঃ এর রেখে যাওয়া দীন তার ওফাতের কয়েক দশক পরেই বলে বিকৃত হয়েছে, আলী রাঃ মোয়াবিয়ার, আলী রাঃ ও আয়েশা রাঃ এর যুদ্ধ, মোয়াবিয়ার ক্ষমতার লোভ, এভাবে বাদশা সৌদের মক্কা দখল সবই বিকৃত চেতনার অংশ। ইসলাম এখন পোশাকে, জিকিরে, ফাজায়েলের মধ্যে সীমাবদ্ধ।
The sound of your voice is really sweet, it gives my mind a lot of peace☺️🖤
ইসলাম ধর্ম সত্যি ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে
Sob dhormo মানুষের তৈরী
@@xeahiam4691 - আমি বলেছি সব Dhormo মানুষের তৈরী
@@englishexpert1989 sudu mansuh noy,prtibir sob kisur akta dhormo royese ,,aktu chinta kore dekhen,,nichoy sokol bostur dhormo apnar or apanr babar toiree..murkho kothakar somoy thakte buzar try koren kano apni duniyate aisen..apni jodi sudhu English kwawa,ghum ,furtir ar jonno duniya aisen tobe khub bipode pore jaben ,,
@@aigeneratevedio - Manus chara kno pranir dhormo nai. Shudu manus e dhormo mane r kaw na. Chagoler baccha apni nijhe. Dhormo manuser ki kaje ase
@@englishexpert1989 দুই পাতা বিজ্ঞান পড়ুয়া কলা বিজ্ঞানী 😁 নাষটিক
এই চেনেলে যেন আল্লাহর গজব পরে
এখানে অপব্যাখ্যা করা হয়েছে সাবধান ভাইয়েরা।
আমি জানি সে অপবেখ্যা করে বুঝাতে চাইছে যাতে করে তার তথ্যটা সবাই মানি।জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন এক সাদামাটা মুসলিম সমাজ গড়তে চায়।
Allahu Akbar
Alhumdolila...Allha huk bar
মাশাল্লাহ আল আমিন ভাই
সেই আরব স্থান সৌদী যুবরাজ রিয়াদে চার্চ আর মন্দির স্থাপনের অনুমতি দিয়েছেন,এটা কতোটুকু সত্যি।
খুবই সুন্দর ভিডিও
আপনার ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি
আসসালামুয়ালাইকুম ভাই, আমি আপনার লেকচার নিয়মিত শুনি । কিন্তু আমার একটি প্রশ্ন আপনি কি সহ অবস্থানে বিশ্বাসী ? যদি তাই হয় তাহলে ফসলের মাঠে ফসলের সাথে আগাছা কে কেন বাড়তে দেয়া হয়না ? অনুগ্রহ করে উত্তর টা দিবেন ।
Age proman korun k agacha_____ salam
@@TheBelieverBangla😳😳
সত্যি বলতে আমরা নিজেরাই আগাছায় পরিণীত,,,কারণ আমরা সঠিক করে follow করিনা সবাই নিজের সুবিধা মত রেফারেন্স খুঁজতে থাকি,,,ইসলাম এর নামে rally to বার করি কিন্তু নামাজ পড়তে আমাদের অ্যালার্জি,,,,,
🎉ghumnor ticket akhon apnar video
22:00 মিনিটে কি ঈশ্বর বললেন ?
MasaAllah
Good Info
All guys please read Quran with meanings
ইকরিমাহ (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আলী (রাঃ)-এর কাছে একদল যিন্দীককে (নাস্তিক ও ধর্মত্যাগীকে) আনা হল। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এ ঘটনা ইব্নু আব্বাস (রাঃ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন, আমি কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না। কেননা, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিষেধাজ্ঞা আছে যে, তোমরা আল্লাহ্র শাস্তি দ্বারা শাস্তি দিও না। বরং আমি তাদেরকে হত্যা করতাম। কারণ, রসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ আছে, যে কেউ তার দ্বীন বদলে ফেলে তাকে তোমরা হত্যা কর।(আধুনিক প্রকাশনী- ৬৪৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৫৪)
সহিহ বুখারী, হাদিস নং ৬৯২২
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
100% right,
Your title is provocative.
Brother I don't expect this kind of cheap content from u. Our expectation is very high on u . Because we found ur talent in some of ur content which was perfect to face the anti Islam with arguments. Please avoid any cheap content n make the content through which the young Muslim can face with atheist's arguments against Islam.Also pls arrange debate with atheistso that we can clear our questions in our mind against Islam.Akbar from Toronto Canada.
দর্শকদেরকে অনুরোধ করতেছি শুধু আবেগে পরে সুবহান আল্লাহ ,মাশাআল্লাহ , আলহামদুলিল্লাহ বলবেন না।প্রতিটি ভিডিও এবং পোষ্ট ভালভাবে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিবেন।বিশেষ করে এই চ্যানেলের ক্ষেত্রে।
আপনার এই কমেন্টের জন্য ধন্যবাদ____ সকল মুসলিমদের এমনটাই করা উচিত। ❤❤❤
ভাই চারো মাজহাব জেখানে এক মত কিন্তু আপনার চ্যানেলের ভিডিও গুলো মানে আপনার ভিডিও গুলো অন্য মত
@@mrmahadi5377 সত্যি বলতে দাদা কতটা একমত সবাই আমরা জানি আমরা নিজেদের মজাক বানিয়ে ফেলেছি,,,কেউ একসাথে এসে কথা বলতে চাই না ,,,নিজের ego ধরে বসে আছে ,,আর আল্লাহ এটা পছন্দ করেন না ,,,,নিজেকে বলুন মুসলিম,,,যাদের নামে মাযহাব তৈরি তারা কখনোই বলিনি তাদের নামে ভাগাভাগি হওয়ার জন্য,,,,মুসলিম দের মধ্যে একতা লেকচার টা শুনবেন ,,,dr জাকির নায়েক
Allah pak kobul korun
পন্ডিতের অভাব নাই
আপনার কাজ আপনি চালিয়ে যান। বিশ্লেষণমূলক ভিডিও গুলো প্রচার করে যাবেন।
Islam I am from USA New Jersey
Vai imam mhadi somporkr akti vido den
Apnr video te gamble er advertising ashe kivabe?
অসাধারণ
Vai ❤️❤️ opeka thaki 🤍
ভাই আপনার এই ভিডিও অনেক পুরানো আবার নতুন করে কেন দিচ্ছেন এগুলো তো এর আগে শুনেছি
টাইটেল এর সংগে বর্ণনার কোন মিল নাই।
Absolutely right. J hades , Quran ar birudde jabe... Sai hades mana jabena ....
Title er sathe video er context er to kno mil nai
It is the credit of Islam, not us, because most of us are not good Muslim.
There is no compulsion in religion.
Say : O ye that reject Faith!
I worship not that which ye worship,
Nor will ye worship that which I worship.
And I will not worship that which ye have been wont to worship,
Nor will ye worship that which I worship.
To you be your Way, and to me mine.
amazing
Alhumdulillah, but apnar thumbnail lekha ki r apni kon topic niye kotha bolcen
আসসালামু আলাইকুম ভাই আপনি তাহলে বলতে চাইছেন যে নাস্তিকেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিলেও কিছু বলা যাবে না
video te bolechi vai____ manhani opoman biddruper er shasti proyojon___ ki hobe shetao bolechi
13:18 listen here !
আমার ভাই আপনার পিছনে লোক নেমেছে আল্লাহ হেফাজতকারী !
15:00
First comment
Ami apnar video dekhtam but ajker pora r dekhbo na....
Assalamualikum all🖐️
Assalamualaikum Bhaijan
ভাইয়া আমি প্রতিদিন আপনার বা ভাল কোন ইসলামিক স্কলারের আলোচনা সুনেই ঘুম আসি,,
আর আপনার ভিডিও গুলো পাইলে অন্য কারোটা আর খুজতে হয়না,, তাই একটু বেশি বেশি ভিডিও দেবেন 🙂🙂
I want to meet you
1st
ভাই চারো মাজহাব জেখানে এক মত কিন্তু আপনার চ্যানেলের ভিডিও গুলো মানে আপনার ভিডিও গুলো অন্য মত
Vi
Ekhon kono khilafat system
Khalifa absent
No authority govt is governed by islami.sharia
Isis or same type of organization doesnot represent khilafah
Only khalifa and khilafa is licenced to punish
Nonbeliever nastik atheist
Mushrik or murtad
Individual who leave islam
Individual people or group is not licence to kill anybody
আসসালামুআলাইকুম আমার বাড়ি রাজশাহী কাটাখালি তে কখনো রাজশাহীতে আসলে জানিয়েন
Hm janai diya hbe
আয়াত বলে নিজের মতো ব্যাখ্যা দিয়ে দিলেন। মুরতাদদেরকে হত্যা করার বিধান শুধু রিসালাতের সাথে সম্পর্কিত এই বিধান আপনি কোথায় পেলেন?
🏴🇸🇦🇧🇩🏴☝️ Quran Surah 🖊️🏴 Al jihad
আনুগত্য এবং ধর্মত্যাগকারীদের শাস্তির কথা বলছেন। সেই শাস্তি ত জেল/জরিমানা করা নয়। শাস্তি হল 'ক'তল' করা। ক'ত'ল করাকে শুধু শাস্তি বলে আসল সত্যকে ধামাচাপা দিচ্ছেন কেন?
❤️❤️❤️
Jara manushke vlo poth er ahoban kore but tara palon kore na tader jihba aguner kasi dara kata hob a.