Shaon Raate Jodi | lyrical Video | শাওন রাতে যদি | Manna Dey | Devdas 1979 | Kazi Nazrul Islam

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +55

    আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
    ua-cam.com/video/IO2w0F7OD-w/v-deo.html

  • @alfaruk2098
    @alfaruk2098 Рік тому +35

    আমি ভাবতে পারি না 🤔 কবি সাহিত্যিক যারা ছিল - এত গান, উপন্যাস, কবিতা, অসংখ্য লেখনিও কিভাবে লিখেছে ।।। প্রত্যেকটা লেখা মন থেকে পড়লে বা শুনলে অঝরে চোখের পানি আসে ।।। আপনি ভাবেন তো কেমন ছিল কবির চিন্তা ভাবনা 🤔 ।।। শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল সাহিত্যিকদের ,, যাদের কারণে আজকে ভাবার্থ পেয়েছি ।।।।🥰🥰💖💖

  • @SuklaHati
    @SuklaHati 10 місяців тому +26

    যে মানুষ এত খানি গভীর প্রেমের গান, বিরহের গান লিখতে পারেন , তারই কলম দিয়ে বিদ্রোহের আগুন ঝরেছিল। এই গানটি শোনার পর বিদ্রোহী কবিতাটি শোনার অনুরোধ করছি।

    • @deviprasadmazumder2586
      @deviprasadmazumder2586 4 місяці тому

      আমার কাছে সুন্দর ইংরেজীতে ' বিদ্রোহী' আছে। ইনবক্সে পাঠাতে পারবোনা, ইমেইল লাগবে।

  • @goodearth3514
    @goodearth3514 3 роки тому +79

    "রহিবে চাহি তুমি"এই অংশটায় মান্না দে'র টান টা সত্যি সত্যি আমার হৃদয় স্পর্শ করে।
    আলাদীনের প্রদীপ পেলে এমন করেই গানটা গাইতে চাইতাম💕

    • @shampadutta460
      @shampadutta460 3 роки тому +1

      🖤

    • @padmaroy1566
      @padmaroy1566 2 роки тому

      €^€£¥

    • @dewdrops5969
      @dewdrops5969 2 роки тому +6

      আপনার চাওয়া টা শুনে খুব ভালো লাগল। আলাদিনের প্রদীপ পেলে কতজন কত কি যে চায় , ধন সম্পদ , ঐশ্বর্য। কিন্ত আপনার চাওয়ার তুলনা নাই । আপনারাই তো বাঁচিয়ে রেখেছেন আমাদের ঐতিহ্য।

    • @joydebnatua6729
      @joydebnatua6729 2 роки тому

      ..

    • @goodearth3514
      @goodearth3514 2 роки тому +1

      @@dewdrops5969 ❤

  • @miraseal6941
    @miraseal6941 2 роки тому +9

    খুব সুন্দর লাগলো মন প্রাণ ভরে গেল বেশ উপভোগ করলাম কাজী নজরুল ইসলামকে জানাই আন্তরিক শতকোটী প্রণাম শিল্পী গায়ক মান্না দে যার তুলনা করা যায় না এক কথায় অতুলনীয় শিল্পী ছিলেন আজও আমাদের হৃদয়ে আসীন আছেন

  • @zahirmonna1190
    @zahirmonna1190 4 роки тому +118

    নজরুলের প্রতিটি সৃষ্টিই অসাধারণ!!! এ গানটি মান্না দের কণ্ঠেই সবচেয়ে বেশি ফুটে উঠেছে।

    • @sankaradhikari9532
      @sankaradhikari9532 2 роки тому +2

      @Rahul Sen শিল্পীর কোন জাত নেই।

  • @sheikhjaman7121
    @sheikhjaman7121 3 роки тому +6

    মান্নাদে অসাধারণ গেয়েছেন। মানবিন্দ্রের গাওয়া নজরুলের আরো কিছু অসাধারণ গান আমারা শুনতে পাই। আরো কেন গেয়ে যেতে পারলেন না ভেবে দুঃখ পাই। যা আমাদের বাংলা গানের জন্য সম্পদ হয়ে থেকে যেত। যদিও আমরা আরো অনেক গুনী শিল্পী পেয়েছি, তবুও এই শিল্পীদের অভাব চিরকাল মনে থেকে যাবে।

  • @satyajitmalakar8757
    @satyajitmalakar8757 4 роки тому +56

    আমার বাবা অসাধারণ গাইতেন, এখনো মনে পড়ে সেই সব দিন । সত্যি নয়নে বারি ঝরে । আর কিছু স্মৃতি , সত্যি কি অদ্ভুত গান আর সুর । অসাধারণ গায়কী ।

    • @dewdrops5969
      @dewdrops5969 2 роки тому

      Aapni sushontan , babar smriti dhorey rekhechhen . Aapnar chokh theke jhora Bari ek ekti mukto Amio amar babar gaan shuntae bhalo bastam.

    • @jnayeem08
      @jnayeem08 2 роки тому +3

      আমার বাবাও অসাধারণ ভাবে এই গানটা গাইতেন।তিনি নেই কিন্তু গানটা হৃদয়ে গাথা হয়ে আছে।💓

    • @Kamrul-222
      @Kamrul-222 2 роки тому

      ইয়েস
      আপনার বাবার নাম কি?

    • @udaithakur2536
      @udaithakur2536 2 роки тому

      বিজলীর... দীপশিখা...is terrific 👍...
      Female singer Kanakchanpa also justified at পূবালী বায়....

  • @jibansen3087
    @jibansen3087 4 роки тому +84

    স্রষ্টার অনবদ্য সৃষ্টি তাতে সাবলীল কণ্ঠ দিয়েছেন শিল্পী মান্না দে। চিরদিনের জন্য অমরত্ব লাভ করেছে এই গানটি। আগামী প্রজন্মের কাছেও সম ভাবে সমাদৃত থাকবে।

  • @qasralzaman3706
    @qasralzaman3706 2 роки тому +17

    যখন আমার স্কুল লাইফ তখন থেকে গানটা শোনো। আমার শ্রদ্ধেয় শিক্ষক শৈবাল কান্তি দেব আমার বাবার শিক্ষা গুরু সেই সাথে আমারও শিক্ষা গুরু? আজ আমার প্রিয় শিক্ষক পৃথিবীতে নেই!হঠাৎ একদিন সকালে আমরা সবাই পড়ার টেবিলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে স্যার আমাকে বলল এই গানটা প্লে কর ১৯৯৮ তখন আমি ক্লাস এইটে পড়ি।স্যার আমাদের প্রত্যেকটা গানের লাইন অনুবাদ করতেছে। সেই থেকেছে এই গানটা আমার খুব প্রিয়। আজ আমি মধ্যপ্রাচ্যের একজন ব্যবসায়ী ঠিক এই মুহূর্তে একটি সকাল আজ আরব আমিরাতে গুরি গুরি বৃষ্টি হচ্ছে।আর আমি গানটা শুনতেছি প্রিয় শিক্ষকের কথা মনে পড়ে গেল।অনেক ভালোবাসি স্যার আপনাকে।

  • @Munira_BB
    @Munira_BB 2 роки тому +4

    অনবদ্য কবি নজরুলের কথা গুলো এতো কঠিন।
    এতো পড়াশোনা করেও শব্দ গুলোর অর্থ বুঝতে কষ্ট হয়।
    সত্যিই কাজী নজরুল ইসলাম আল্লাহ্ প্রদত্ত অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন

  • @b.mandal1344
    @b.mandal1344 5 років тому +30

    খুব সুন্দর গান....কাজী নজরুল ইসলাম কে আমার অন্তরের অন্তস্থল থেকে শত কোটি প্রনাম.....

  • @mostofa2274
    @mostofa2274 2 роки тому +3

    🌹নশ্বর পৃথিবীতে ক'দিনেই বা বেঁচে থাকা! এতো সুরের ঝংকার, অপরূপ সাজে প্রকৃতি,সোনা ঝরা
    আলোকিত বসন্ত চাঁদনি রাত, অঝোর শ্রাবণ.....একদিন সবেই ছেড়ে সুর সম্রাট মান্না দের মতো আমাদেরও এই মায়াময় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে..... হায় আফসোস..... 😢😢😢

  • @gobindamondal7419
    @gobindamondal7419 3 роки тому +18

    অপূর্ব সুন্দর, মান্নাদের কন্ঠে এই নজরুল গীতিটি আমার খুব প্রিয়।

  • @gopalkormokar3773
    @gopalkormokar3773 Місяць тому

    কি অনবদ্য সৃষ্টি কবি নজরুলের।
    কি সুন্দর গায়কি মান্নাদের।
    হৃদয় তোলপাড় করা কথা ও সুর।
    ❤❤❤

  • @naturalview8021
    @naturalview8021 4 роки тому +323

    কমেন্ট রেখে গেলাম।
    অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

    • @BristyySarkhel
      @BristyySarkhel 3 роки тому

      ua-cam.com/video/TQh31d31rD0/v-deo.html

    • @gkbirampur1758
      @gkbirampur1758 3 роки тому +1

      good

    • @indranilkarmakar6712
      @indranilkarmakar6712 3 роки тому +1

      banglar buke jonmo neya osamanno protiva --> NAJRUL ISLAM (national poet of BD)
      bangla 2 vag hoye geleo tar eisob lekhoni dui bangla k obichheddo badhone bedhe rekheche.... prithibir protiti bangali k ajo abeg_ghono kore tole tar sristi...

    • @ankan8136
      @ankan8136 3 роки тому +1

      CIGARETTE KNO AR...

    • @sudipchandrasen7122
      @sudipchandrasen7122 2 роки тому +1

      অনির্বচনীয়

  • @nazmulhasannayembiswas7832
    @nazmulhasannayembiswas7832 6 років тому +590

    নজরুলের লেখা আরো কিছু গান যদি মান্না দে গেয়ে যেতেন তবে বাংলা গানের জন্য সেটা বিরাট পাওয়া হতো। এই গানটা অসম্ভব ভালো গেয়েছেন মান্না দে, আর কেউ এই গানটা এত ভালো গাইতে পারবে না কোনোদিন।

    • @Vasudeva777
      @Vasudeva777 3 роки тому +13

      Satinath bhaduri o bhalo geyeche

    • @baunbaun82
      @baunbaun82 3 роки тому +8

      Manobendra Mukherjee gaoa besh koekta bhalo Najrul geeti paben.

    • @dewdrops5969
      @dewdrops5969 3 роки тому +9

      @@Vasudeva777 সতীনাথ মুখোপাধ্যায় ও গেয়েছেন। যেমন, "আমি চিরতরে দূরে চলে যাব "। তবে এটা ঠিক যে মান্না দে আরো উঁচু পর্যায়ের গায়ক। তাঁর খ্যাতি ও পরিসর বিশাল। তিনি সর্বভারতীয় ব্যক্তিত্ব।

    • @sankarmondal9635
      @sankarmondal9635 3 роки тому +16

      পদ্মভূষণ মান্না দে কবি নজরুলের ১৬ খানি নজরুল সংগীত গেয়েছেন। প্রতিটি গানই নজরুল সংগীতে অমূল্য সম্পদ হয়েই আছে।

    • @MN1961M
      @MN1961M 3 роки тому +15

      গানটির সুরকার এবং প্রথম গায়ক জগন্ময় মিত্র। মান্না দের গাওয়া ভার্সনটি অরিজিনাল গানটির সবথেকে কাছাকাছি। বাকিরা অনেক বেশি স্বাধীনতা নিয়েছেন যা অনেক ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার পর্যায়ে চলে গেছে।

  • @najninliza3170
    @najninliza3170 3 роки тому +31

    আমার বাবার পছন্দের একটা গান। বাবা গানটা গুন গুন করে গাইতেনও। এইগানটা শুনলে বাবার কথা মনে পরে। আল্লাহপাক সবার বাবাকে ভালো রাখুক।

    • @rockpalace9919
      @rockpalace9919 3 роки тому

      google ------------- faithfreedom ali sina challenge
      google --------- internet archive ali sina debates
      google ---------- faithfreedom ali sina articles

  • @parimalmitra5536
    @parimalmitra5536 2 роки тому +61

    এই গানটি যখনি শুনি দুচোখ জলে ভরে যায়, কাজি নজরুল ইসলাম, জন্মময় মিত্র এবং মান্না দের প্রতি রইলো অকৃত্রিম শ্রদ্ধা ।

  • @mahfizurrahman7562
    @mahfizurrahman7562 4 місяці тому +2

    নজরুল মানেই অনন্য 🤍
    আর মান্না দে তাতে চমৎকার কম্বিনেশন 🔥❤️

  • @zaksphilosophy3765
    @zaksphilosophy3765 Рік тому

    একজন অসম্ভব সুন্দর ও রূচিবান ব্যক্তিত্বের শিল্পীর কন্ঠে প্রেম পর্যায়ের গান শুনে যারপরনাই মুগ্ধ হচ্ছি!
    আপনি ভালো থাকুন, জারি থাকুক আপনার শুদ্ধ সংগীত চর্চা
    জনাব.সাহেব চট্টপাধ্যায়💙!

  • @mayukhmukherjee8080
    @mayukhmukherjee8080 2 роки тому +3

    It is my alltime favorite Nazrul geeti. এই গানটি মান্নাদার music এর প্রতি solemnity পরিস্কার করে বুঝিয়ে দিয়েছে। I remember my childhood days when I listen to these compositions.

  • @ratanmalik4314
    @ratanmalik4314 4 роки тому +20

    This is one of the best songs composed by Mr Nazrul Islam . It is very true to say that it reduces me to tears when I listen to this song alone.
    Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.

  • @RAJESHGHOSHRAJU
    @RAJESHGHOSHRAJU 3 роки тому +3

    কাজী নজরুল ইসলামের লেখা,মান্না দের কন্ঠ,জগন্ময় মিত্রের সুর,আর উত্তমকুমারের অভিনয় ভঙ্গীমায় এক বর্ষা মুখর রাতের মেসবাড়ি সময়টাকে কত পিছিয়ে নিয়ে কত স্মৃতি জাগিয়ে তোলে।আমাদের জীবনেও ঠিক সেই অনুভূতিই হয়।স্মৃতি বড় বেদনার।

  • @KarunMitra
    @KarunMitra 2 місяці тому

    কিশোর বয়স থেকে শুনছি এই গানটি, এখন ৬৫ বছর, আরও হাজার বছর শুনতে চাই অসাধারণ এই গানটি ❤

  • @dilipsarkar7886
    @dilipsarkar7886 2 роки тому

    কি অসাধারণ নিবেদন। আর কিছু বলার নেই।

  • @dipumondal6493
    @dipumondal6493 4 роки тому +7

    আমি সত্যিই সুখি। সত্যি বলছি! এই ভেবেই যে এই ছোট্ট জীবনটিতে কাউকে ভালবাসতে পেরেছি। হোকনা বাস্তব জীবনে পাইনি তাঁকে। প্রণয় হয়েও পরিণয় পায়নি এই ভালবাসা। তবু মানুষটি বাস করছে হৃদয়পটে! তাঁকে ভালবাসি এই অনুভূতিই যথেষ্ট! ♥

  • @knishithsarker3916
    @knishithsarker3916 2 роки тому +6

    এই গানটি মান্নাদের মত দরদী গলায় আর কেউ গাইতে পারেনি, অসম্ভব সুন্দর।

  • @nejamuddinali5208
    @nejamuddinali5208 3 роки тому +3

    যখনই মন খারাপ হয় তখনই আমার প্রিয় কবির গান শুনি।মনের সব দুঃখ,জ্বালা,যন্ত্রণা সব যেন নিমেষের মধ্যে উধাও হয়ে যায় নজরুল ইসলামের গান আমার কাছে Painkiller এর মত কাজ করে ও বেচে থাকার শক্তি জোগায়।

  • @AzadAkalam-k4g
    @AzadAkalam-k4g 7 місяців тому

    যতোবারই শুনেছি,ততবারই কেঁদেছি,নজরুল পোন বুকফাটা রোধন নিয়ে লিখেছেন আর মান্না দা কোন বিরহ বুকে নিয় গেয়েছেন 🥲🥲🥲

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 3 місяці тому

    আহা,,,, নজরুল এতো প্রেম, এতো বিরহ, কি ভাবে নিতে তুমি এই ভার!!

  • @mml41a
    @mml41a 5 років тому +193

    এই গান গুলো সারা জীবন ধরে থাকবে মানুষের মধ্যে পৃথিবী যত দিন থাকবে ততদিন পর্যন্ত এই গান গুলো থাকবে।

    • @ratulchakraborty7982
      @ratulchakraborty7982 4 роки тому +3

      Yes

    • @rathinkarmakar5016
      @rathinkarmakar5016 4 роки тому +1

      P

    • @rockpalace9919
      @rockpalace9919 3 роки тому

      google ------------- faithfreedom ali sina challenge
      google --------- internet archive ali sina debates
      google ---------- faithfreedom ali sina articles

    • @sanjaygorai20
      @sanjaygorai20 3 роки тому

      Ganguli sundar tab balbo bangla bhasar poribarton, ganguli adhunik chele mayader kache durbodhya ho a jachhe

    • @arindamdebnath8203
      @arindamdebnath8203 2 роки тому +1

      Amar sristi

  • @harunmondol4127
    @harunmondol4127 3 роки тому +5

    এই গানগুলো চির অমর হয়ে থাকবে। যতো শুনি ততোই ভাল লাগে।

  • @sujansujan7187
    @sujansujan7187 5 років тому +4

    জানিনা কেন এই গানটা শোনার পরে মনের অজান্তেই চোখে পানি চলে আসে।
    কিংবদন্তী তুমি দুখু মিয়া
    কিংবদন্তী তোমার গান।
    তোমার সৃষ্টিই তোমাকে অমর করে রাখবে।
    তুমি চিরঞ্জীবী।

  • @meghlab2978
    @meghlab2978 3 місяці тому

    জাভেদ ভাই তোমার গলায় জাদু আছে। সা রে গা প্রোগ্রামে রবীন্দ্র সংগীত গোয়েছো , অসাধারণ , রবীন্দ্র সংগীতের এলব্যাম এর গান শুনতে চাই ❤ May Allah give you long healthy happy life Ameen ❤❤❤🎉

  • @amitkr.biswas6192
    @amitkr.biswas6192 11 місяців тому +2

    অপূর্ব এ গান

  • @siddharthakayal8314
    @siddharthakayal8314 2 роки тому +5

    এ গান লেখা হৃদয় দিয়ে। সুর দেওয়া হৃদয় দিয়ে। গানটি গাওয়া হৃদয় দিয়ে। শুনলে তৃপ্তি পাই হৃদয় দিয়ে।

  • @a.mabdussalam4658
    @a.mabdussalam4658 4 роки тому +25

    It's excellent. How Nazrul could write such songs.
    This song took me back to my youth after fifty years

  • @albertmozumder1218
    @albertmozumder1218 2 роки тому +10

    কাজী নজরুল ইসলামের এক অভূতপূর্ব সৃষ্টি। সত্যই গানটি হৃদয় ছুঁয়ে যায়।

  • @shohagmamun270
    @shohagmamun270 Рік тому

    অসম্ভব সুন্দর একটা গান। চিরকাল মনের গভীরে থাকবে

  • @mostafijurrahaman2724
    @mostafijurrahaman2724 3 роки тому +2

    শুধু প্রবীণদেরই নয় অনেক '১৮' দেরও এসব গান হৃদয় ছুয়ে দেয়।হয়তো সংখ্যাটা কম।🌺🖤🥀

  • @asitbaranmahato3152
    @asitbaranmahato3152 3 роки тому +5

    নজরুল সঙ্গীত ও মান্না দে একে অপরের পরিপূরক। চিরদিনের গান। কখনো বিলীন হয়ে যাবে না।

  • @arijitray5774
    @arijitray5774 7 років тому +367

    জগন্ময় মিত্রের অপূর্ব সুর! কাজী নজরুল এর অসাধারণ লেখা এবং মান্না দের অনবদ্য উচ্চারণ ও গায়কী! What a combination!!!

    • @minatiroy4246
      @minatiroy4246 6 років тому +5

      মন ছুয়ে যায় ।

    • @subratasaha439
      @subratasaha439 6 років тому +2

      ARIJIT RAY sidgansingan

    • @oppoahmad3276
      @oppoahmad3276 6 років тому +2

      আমার খুব ভালো লাগে এই গান টা

    • @bimalchakra8929
      @bimalchakra8929 6 років тому +2

      ARIJIT RAY chi

    • @anjanlaskar4663
      @anjanlaskar4663 6 років тому +11

      পুরনো গানগুলি শুনলে ছোটবেলার কথা ভীষণ ভাবে মনে পড়ে। মনে হয় আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম। গ্রামের কাদা রাস্তা গরু গাড়িতে পিছনে আটকে থাকা কাদা মাখা খেলার মাঠ দুর থেকে শোনা যেত মাইকের সেই গানগুলো।কেন যানি আজ বারবার অতীতের কথা মনেপড়ে গেলযে।

  • @bidhanchandrabala4267
    @bidhanchandrabala4267 4 роки тому +3

    অসাধারণ লেখা আর শিল্পীর মিশেল যুগের পর যুগ ধরে চলে আসা কখনও অফুরন্ত হবে না সবময় স্বাগতম

  • @srinathbasu4251
    @srinathbasu4251 5 місяців тому

    ঈশ্বর এক। যে কোনো ভাবেই তাঁকে ডাকা যায়।
    কাজী নজরুল অনেক শ্যামা সংগীত রচনা করে গেছেন।

  • @h.r.suezahmed2215
    @h.r.suezahmed2215 3 місяці тому

    কবি নজরুলের এই গানটি একমাত্র মান্না দে'র কন্ঠেই শ্রেয়। 💖👌

  • @litterateur2896
    @litterateur2896 Рік тому +4

    একদিন আমি চলে যাবো। কিন্তু চির যৌবনা এই গানটি রয়ে যাবে।যারা গানটি শুনতে শুনতে কমেন্ট পড়তে আসবে তাঁরা একটি লাইক দিয়ে চলে যাবে। শুধু কালের সাক্ষী হয়ে থাকবে এই সুর .....

  • @sushilchowdhury4320
    @sushilchowdhury4320 5 років тому +107

    এই গানটি সতীনাথ এবং মান্না দে,দুজনের গলায় শুনেছি।কে যে বেশি সুন্দর গেয়েছেন আজও বুঝতে পারলাম না।অপূর্ব দুজনের গায়কী।

  • @amaldatta174
    @amaldatta174 Рік тому +2

    মহা কাল এই গানটিকে হারাতে দেবেনা ।❤

  • @sumonsarker6866
    @sumonsarker6866 4 роки тому +1

    কালজয়ী গান । গানটি শুনলে সত্যি কান্না চলে আসে । এরকম আরো অনেক কালজয়ী গান কবি রচনা করেছেন । সত্যি নজরুল সঙ্গীত অনেক আবেগ প্রবণ ।

  • @sumantakumardutta160
    @sumantakumardutta160 4 роки тому +3

    এই গানগুলি ততদিনই থাকবে যতদিন পৃথিবী থাকবে তো বাবা তোমার শূন্যতা কোনদিন কখনোই বুঝবে না গানগুলো শুনি আর তোমার কথা মনে পড়ে যায় যেখানেই থাকো ভালো থাকো তোকে খুব মিস করি বাবা

  • @md.zahurulislam7679
    @md.zahurulislam7679 4 роки тому +3

    কেন যে বুঝিনা,, এমন গান শুনতে নাই,, নিজের অজান্তে চোখের কোণে জল আসে,, তবুও শুনি,, মনের আনন্দে কাঁদি।।

  • @olivaacharjee5963
    @olivaacharjee5963 5 років тому +16

    গানটি দেবদাস সিনেমায় উত্তম কুমার গেয়েছিলেন! উফফফ্! কি সুন্দর পরিবেশে গেয়েছিলেন!

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 2 роки тому +2

    কবি কাজী নজরুল ইসলাম এর গান আর তাতে কণ্ঠদান মান্না দের অনন্য এক মাত্রা পায়। যা শুধু শুনতেই ইচ্ছে করে বারবার।

  • @manjusinha8455
    @manjusinha8455 4 місяці тому

    অপূর্ব পরিবেশ অসাধারণ পরিবেশনা দুর্দান্ত লাগলো এগিয়ে চলো সামনে আলো 🎉🎉

  • @subrataroy3259
    @subrataroy3259 4 роки тому +10

    Excellent....!!... So Lovely the romantic Nazrul geeti Sawan Raat a Jadi ..... .... Very Classy your sweet voice Mr. Manna Dey. 🙏❤️😇🌸🔥🎶🍁🌱🌸

  • @walidchowdhury9274
    @walidchowdhury9274 3 роки тому +18

    জীবন শেষ পর্যন্ত
    স্মৃতি ছাড়া আর
    কিছুই দেয় না!

    • @casablanka208
      @casablanka208 3 роки тому

      google ------------- faithfreedom ali sina challenge
      google ---------- faithfreedom ali sina articles

  • @bulupal5016
    @bulupal5016 4 роки тому +6

    চির দিন-এর এক অপূর্ব সৃষ্টি, মন ভালো করার গান, আমার খুব খুব পছন্দের ।

  • @manoshinag8382
    @manoshinag8382 4 роки тому +2

    যতবার শুনি গানটা বাবার কথা ভীষণ মনে পরে, আমার বাবার প্রিয় গান ছিল এটা আর অসাধারণ গাইতো বাবা গান টা, এখন এই গানের মধ্যে বাবাকে খুঁজি চোখে জল আসে কষ্ট হয় খুব, আমাদের প্রিয় জিনিস গুলো কেনো এইভাবে হারিয়ে যায় স্মৃতি গুলো শুধুই কষ্ট দেয়

  • @chayaonmukharjee2446
    @chayaonmukharjee2446 3 роки тому +2

    কি অপূর্ব নিবেদন সব কিছুর উর্ধে এই গানগুলো । পৃথিবী টা যত দিন টিকে থাকবে, এই মধুর গান গুলো ততদিন টিকে থাকবে ।♥️♥️♥️♥️

  • @rittikmaity5188
    @rittikmaity5188 3 роки тому +7

    শান্তি খুঁজতে এসব গান শুনতে আসা❤️

  • @Saikat-Sarkar
    @Saikat-Sarkar 6 років тому +5

    সত্যি আর আমারা হয় তো আর এমন হৃদয় স্পর্শী গান আর নতুন করে পাবোনা। সত্যি চোখে জল এসে যায়।

  • @mohammadfaiezahamedshipon9599
    @mohammadfaiezahamedshipon9599 3 роки тому +5

    এই গানটা আমার খুব পছন্দের গানগুলোর মধ্যে অন্যতম। ২০১৩ এর কলেজ লাইফের কথা মনে করিয়ে দেয়। এতো মধুর গান!
    ১৫.০৩.২০২১
    সময়ঃ ২.৫০ এ.ম

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Рік тому +1

    বিদ্রোহী কবি তথা মানুষের কবি কাজী নজরুল ইসলাম অসংখ্য গান রচনা করে বাংলা গানের ভুবনকে সমৃদ্ধ করেছেন এবং এই গানটি কবির অন্যতম অসাধারণ সৃষ্টি। কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দের কন্ঠে অতি চমৎকার ভাবে গানটি ফুটে উঠেছে।

  • @syedeklasulkarim260
    @syedeklasulkarim260 2 роки тому

    বাহ্ কি গান।কি গায়কী।চিরকালীন এক প্রাণ মাতানো গান।কাজীদা তোমায় প্রাণের সব শ্রদধা।

  • @meghachatterjee6178
    @meghachatterjee6178 5 років тому +8

    গানটা শুনতে শুনতে অনেক পুরনো কথা মনে পরে গেল, অপূর্ব গান,

  • @rashedaafrozruna4851
    @rashedaafrozruna4851 6 років тому +303

    আমার বাবার পছন্দের গান ,গানটা খুব গাইতেন। এখন আমিও গানটা শুনি,গানটা শুনলে বাবার কথা মনে পড়ে।সব মিলিয়ে গানটা অসাধারন, অমর।

    • @archanasarkar4776
      @archanasarkar4776 5 років тому +3

      Bengali

    • @srutipaul6731
      @srutipaul6731 4 роки тому +5

      হে আমার বাবাও খুব শুনতো। এই গানটা শুনলে বিষন মনে পরে বাবার কথা ।

    • @shibusaha3845
      @shibusaha3845 4 роки тому +2

      Excilan

    • @orchidshaon476
      @orchidshaon476 4 роки тому +1

      Amar baba o khub sunten aisob gan

    • @nuralomkhan6740
      @nuralomkhan6740 4 роки тому

      @@archanasarkar4776 a\\\\\

  • @danishcosta6655
    @danishcosta6655 7 років тому +10

    শাওন রাতে যদি............. এ গান গুলি কখনো হারিয়ে যাবে না।

  • @ramkrishnabhattacharya6392
    @ramkrishnabhattacharya6392 3 роки тому +1

    EXCELLENT GREAT ASADHARON Ami khub Bhagyaban J ganer raja K dekhtae payechi 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roopchakraborty3552
    @roopchakraborty3552 9 місяців тому

    Ei gan konodin purono hobena....atoi dorod diye gaoa gan ... asadharon, apuurbooooooo....soto koti pronam janai 🙏🙏🙏

  • @saikathdebanath1743
    @saikathdebanath1743 3 роки тому +15

    অসাধারণ সৃষ্টি। সেই ছোট থেকে বড় হওয়া এখনো পূর্ণ যৌবনে আছে গানটা। যতবারই শুনি ততবারই নতুনভাবে, গভীরভাবে উপলব্ধি করতে হয়।

    • @rockpalace9919
      @rockpalace9919 3 роки тому

      google ------------- faithfreedom ali sina challenge
      google --------- internet archive ali sina debates
      google ---------- faithfreedom ali sina articles

  • @sharifjafor4095
    @sharifjafor4095 4 роки тому +8

    কেন জানি না অনেক ছোট বেলা থেকেই গানটি শুনে কোথায় যেন হারিয়ে যাই।

  • @debasishdatta682
    @debasishdatta682 6 років тому +16

    Simply great. No word to explain. Mannada, u will remain in my heart ever forever.

  • @sumanbauri4974
    @sumanbauri4974 2 роки тому +2

    খুব একটা‌ পুরনো দিনের মনে পড়া গান

    • @jayaroy2697
      @jayaroy2697 2 роки тому +1

      Purono kichu ache bolei tho notun kichu ashe life ba notuner asha kore sobai..tik nijeke bujhle r karo udhahorn need porbe na..purono ke vulte nei...ami tho notun tai puronoke mone koralam ki... Tik tho..❤️❤️❤️

    • @sumanbauri4974
      @sumanbauri4974 2 роки тому

      @@jayaroy2697 right..♥️purono.kawke.vula.kotin..seta.mante..but.ami.notun.ke.niye.choli..are.vabi.....,♥️..tomar.jibone.purono.
      Kawke.mone.pore..aajo.vulte.paroni..prrem.valo.basa.akono.tar.rup.buke.
      Gatha.ache...ai.songti.tar.udharon...👈

    • @jssjemsbabu4322
      @jssjemsbabu4322 2 роки тому

      নানু ভাইয়ের গলায় প্রথম শুনেছি গানটা খুব প্রিয় নানু ভাইয়ের আমার ও।

  • @anantagiri967
    @anantagiri967 5 місяців тому

    সাধারণ কালেকশন,যা মনকে দুলিয়ে দেয় ।

  • @balakamaity1343
    @balakamaity1343 3 роки тому +3

    The melancholy effect of this song may be antidoted by " jodi tor dak shune keu na ase tobe ekla cholo re."

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +5

    To listen to such "Manna Dey" songs, subscribe to #SaregamaBengali

  • @TryHard_Gaming_
    @TryHard_Gaming_ 6 років тому +8

    গান হল এমন একটা জিনিস যা মানুষের মন ভালো করার একমাত্র ঔষুধ

    • @SohelRana-uk2jg
      @SohelRana-uk2jg 4 роки тому

      আসলে সব পরিস্থিতির মন না, সন্দেহের কারনে মন খারাপ হলে সেই মনটাকে ভালো করার ঔষধ।

  • @rabinmakhal5461
    @rabinmakhal5461 Рік тому

    গানটি শুনলে মন ভরে যায়।কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না।কয়েক শতকেও এই গান পুরাতন হবে না।

  • @yasinahamed802
    @yasinahamed802 2 роки тому

    অসাধারণ। মনে হয় শুধু শুনি আর শুনি। এছাড়া কিছু বলার মতো যোগ্যতা তো নেই।।

  • @bioscope8128
    @bioscope8128 4 роки тому +10

    First saw this movie when I was a student of class 9.the movie was aired on DD Bangla.thereafter, I have seen this movie innumerable times.many cinematic celluloid versions were made, but I find, this is the best( my personal opinion). powerful acting from the actors who played Devdas and chunnilal, good songs, lyrics.
    It's like the first love, the true love,the first feeling of love, you never get tired of watching.

  • @snigdhosokal6141
    @snigdhosokal6141 6 років тому +6

    The evergreen songs.....one of them this is a touchy and lovable song... I has been crushed by that song when i was only 7+ i didn't know the meaning of the fabulous lyrics... But the music and a little imagination of শাওনো রাত give me a peace i don't know why and how still now i can't forget the aura of the song... It always hit me, my core of heart.....
    Love this song
    And thank you, thanks to the channel for gifting us a huge collection of this evergreen, fabulous and paradise songs....❤

  • @maqu21
    @maqu21 4 роки тому +38

    এই গানটা যুগ যুগ ধরে শুনছি...
    আরও কত যুগ চলে যাবে কিন্তু
    এই কাল জয়ী গানটি কখনো পুরাতন হবেনা ।
    এটা ২০২০ সাল শুনছি...

  • @dipanwitadebnath9126
    @dipanwitadebnath9126 2 роки тому +1

    খুব সুন্দর গান।কাজী নজরুল ইসলাম কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সত কোটি প্রণাম।

  • @NuretajBithi
    @NuretajBithi 6 місяців тому

    মন অশান্ত হলেই এই গানটা শুনি।।চোখের জলে সব কস্ট ধুয়ে যায়।।

  • @nimaidebroy9345
    @nimaidebroy9345 6 років тому +6

    আহা কী সুন্দর কোনদিন ভুলতে ইচ্ছা করে না।

    • @sonadas7231
      @sonadas7231 4 роки тому

      আঁচলে গাঁথা মালা রিদয়ে গাঁথা হোলো

  • @sukantabiswas544
    @sukantabiswas544 5 років тому +9

    এক কথায় অসাধারন।তাইতো বার বার শুনি

  • @kajolart3776
    @kajolart3776 6 років тому +23

    এই গান আমার হৃদয়কে স্পর্শ করে গেছে.........
    খুব সুন্দর গান ..........

  • @ShaWn-52
    @ShaWn-52 9 місяців тому

    আমার জন্ম ৩রা শ্রাবণ। আমার মায়ের প্রিয় গান ছিল এটা। সেই শ্রাবণ মাস আর শাওন রাতে যদি..... আর আম্মু আমার নাম রেখেছে শাওন। কি রোমান্টিক বিষয়!!😊
    ShaWn

  • @JagadishChowdhury-k2d
    @JagadishChowdhury-k2d 3 місяці тому

    খুব সুন্দর লাগলো। অনেক ধন্নবাদ আপনাদের।

  • @monalisasinha2487
    @monalisasinha2487 4 роки тому +16

    I am one of the greatest fans of najrulgeeti.

  • @rajendralaldey6561
    @rajendralaldey6561 4 роки тому +3

    ভালোবাসার অতীত স্মৃতি রোমন্থন করতে এই গান যেন মনে নদীর প্রবাহ
    তৈরি করে।

  • @mddulalsarkar518
    @mddulalsarkar518 3 роки тому +12

    Kazi nazrul islam is one of the greatest legends we ever had ❤❤❤❤

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 2 роки тому +1

      কখনো পুরানো হয় না

    • @Kamrul-222
      @Kamrul-222 2 роки тому

      হ্যাঁ

  • @shahabuddinshah4661
    @shahabuddinshah4661 5 років тому +1

    কেন জানি গানটি যতবার শুনিয়াছি ততবারি কোন এক সোনালি বর্নের একাকি গোধুলি,শিতের বিরান ধান কাটা ধসুর নিঃস্বংগ মাঠ বুকের মাঝে মহাকালের পডপারের কথা স্মরন আনিয়াছে।আর দু নয়ন ভরে অস্রু ঝয়ারিছে।

  • @ramanimajumdar3280
    @ramanimajumdar3280 5 місяців тому

    অনেকেরই মনের কথা,মনছোয়া সুর
    ভালো লাগলো

  • @narayanjoarder7686
    @narayanjoarder7686 6 років тому +13

    এই সব গান কোন দিন মন থেকে ভুলা যায়না। মনে পড়ে যায় অনেক দিনের কথা।

  • @akashmukherjee2823
    @akashmukherjee2823 4 роки тому +17

    শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
    বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
    ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।
    আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে
    বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
    ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
    রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
    বিরহী কুহু কেকা গাহিবে নীপ শাঁখে
    যমুনা নদী পাড়ে শুনিবে কে যেন ডাকে।
    বিজলী দ্বীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
    দু’হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে
    বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
    Kazi Nazrul Islam কাজী নজরুল ইসলাম

  • @moumitabanerjee8202
    @moumitabanerjee8202 6 років тому +5

    এই গান যতবারই শুনি , কোনোদিন পুরানো হবে না। 👌👌👌👌

  • @sajalkumarsaha3808
    @sajalkumarsaha3808 29 днів тому

    কী বাংলাদেশ কী হলো! সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের বাংলাদেশ আজ বাহাত্তর হুরের বাংলাদেশে পরিণত হয়েছে। 😢😢

  • @abulhasanfeni2521
    @abulhasanfeni2521 7 місяців тому

    আর কখনো ফিরবে না সেই দিনগুলো। একঝাক স্বপ্ন নিয়ে গানগুলো শুনতাম। কতকাল পিছনে রেখে এলাম। আজ ৯/৬/২০২৪ তারিখ, জ্যৈষ্ঠ মাসের ২৬ তারিখের এই রাতে একা একা গানটি শুনতে শুনতে কেন যেন মনটা কেঁপে কেঁপে উঠছিল----