কোন কঠিন টান নাই, কঠিন ভাষা নাই, যন্ত্রের কোন অস্বাভাবিক শব্দ নাই। খুবই স্বাভাবিক, সহজ, সাবলিল ভাবে গাওয়া অসাধারণ গান। পুরানো দিনের এই সহজ, সাবলিল ভাষায় প্রকাশ করা ভাবগুলো আবার সেই পুরনো অসাধারণ মানুষগুলোর কন্ঠে শুনতে খুব ভালো লাগলো।
জীবন সুন্দর অসম্ভব সুন্দর । এমন গান আপনারা আমাদের দিয়েছেন। ছোটবেলায় সোলস আর রেনেসাঁ গান শুনে আমাদের শৈশব কৈশোর কেটেছে এইভাবে বার্থক্য ও কাটুক। যুগের পর যুগ বেচে থাক এইসব কালজয়ী গান ❤️🌺
ভালো লাগে জোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে বাতাস হয়ে কিষানীর মন ছুঁয়ে যেতে ভালো লাগে রোদ হয়ে ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে আমার জানালায় উদাস দুপুর কবিতার বই খুলে দেখছে গাঁয়ের সেই পথে জামের মুকুল পড়ে আছে পাকা লাল বটফল এক গরুর গাড়ি সেই যে পথে ক্লান্তির ছাপ রেখে চলছে সেগুন কাঠের ঐ দরজা ভেঙে বিকেলের রোদ এসে থামলে আমার কবিতা শুকসারী হয়ে মগ্ন চেতনার শীস দেয় আমি পিয়ানোতে হাত রেখে ভালো লাগা সব ধরে রাখছি ভালো লাগে জোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শীষে বাতাস হয়ে কিষানীর মন ছুঁয়ে যেতে ভালো লাগে রোদ হয়ে ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে
my all time favourite. My kids of 10 and 6 are also great fan of this song. Nakib vai and 'renaissance' will survive forever for this song. After 90s and 00s why isn’t there not a single song to touch us?
Excellent... Speechless bhaiyaa Just loved it.. ❤️❤️❤️❤️❤️ So many feelings have on this song in my life...... ❤️❤️❤️Thank you so much all of you for giving us a beautiful feeling's 🙏❤️🙏
তখন অামার বয়স তেরো অস্টম শ্রেণির ছাত্র উফ কি দিন ছিলো কি সময় কাটিয়েছি কি কৈশোর কাটিয়েছি চোখে পানি চলে অাসে মোনে হলে পুরনো গানগুলোই শুনে যাচ্ছি শুনে যাবো অার সৃতিতে ফিরে যাবো
Shomoy bole chilo boro hou! Gaan gulo theke jabe! Boro ami hoye chi thikie kintu kau ke paine gaan gulo ek shathe boshe sunar! That’s life! And you married to it!!.
@@gfakruddinahmad8316 ভাই একদম ঠিক কথা পুরো বাংলাদেশের গর্ব অনস্বীকার্য !!! তা-ও চট্টগ্রামের মানুষ হিসাবে এট্টু গর্ববোধ কইরবার দ্যান নাহ্ এমুন করেন কিয়েরলাই
কোন কঠিন টান নাই, কঠিন ভাষা নাই, যন্ত্রের কোন অস্বাভাবিক শব্দ নাই। খুবই স্বাভাবিক, সহজ, সাবলিল ভাবে গাওয়া অসাধারণ গান। পুরানো দিনের এই সহজ, সাবলিল ভাষায় প্রকাশ করা ভাবগুলো আবার সেই পুরনো অসাধারণ মানুষগুলোর কন্ঠে শুনতে খুব ভালো লাগলো।
সহমত
একমত, কি মিষ্টি একটি গান!!👌🏾👌🏾
Yes
Agreed
@@badruddozaraafie5979 goods
প্রথম শুনেছিলাম ১৯৮৮ সালে BUET এ। এখনও শুনছি ২০২০ এ । রেনেসাঁকে অনেক অনেক ভালবাসা।
সবসময় সুন্দর ❤️
Your age 😃 bro
@@rerrer176 35 bro
এত আগের গান তখন আমার জন্ম হয়নি
এই জন্য old is gold.
EVER GREEN SONG.
এই সব প্রতিভা ৯০ এর দশকের সময় থেকে এখন পয়র্ন্ত নাম্বার 1 ❤
জীবন সুন্দর অসম্ভব সুন্দর । এমন গান আপনারা আমাদের দিয়েছেন। ছোটবেলায় সোলস আর রেনেসাঁ গান শুনে আমাদের শৈশব কৈশোর কেটেছে এইভাবে বার্থক্য ও কাটুক। যুগের পর যুগ বেচে থাক এইসব কালজয়ী গান ❤️🌺
এ ধরণের ব্যান্ড আর কোনদিন আসবেনা,, রেনেসাঁ ভালোবাসা থাকলো ❤️❤️
রেনেসাঁ সত্যি আমরা অনেক মিস করি পাইনা আগের মতো কোন আনন্দ ধন্যবাদ আপনাদের দলকে।
মনে পড়ে ঢাকা ভার্সিটির সন্ধাগুলোর কথা। মিস করি নকীব ভাই অনেক অনেক 🖤
আমাদের ছোটবেলার সেই প্রিয় গান। এই গান শুনলেই নস্টালজিক হয়ে যাই ♥️♥️♥️
গানটির কথা কতো না সুন্দর! গানটির মাধ্যমে গ্ৰাম বাংলার সৌন্দর্য প্রকাশ পেয়েছে।
কি যে এক ভালো লাগা....ইচ্ছে করে আবার যদি সেই সময়গুলো ফিরে পেতাম?
same....
স্মৃতি জাগানিয়া অতীত খুজে পাই আপনাদের সুন্দর উপস্থাপনায়
ভালো লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে
আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছে
গাঁয়ের সেই পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল
এক গরুর গাড়ি সেই যে পথে
ক্লান্তির ছাপ রেখে চলছে
সেগুন কাঠের ঐ দরজা ভেঙে
বিকেলের রোদ এসে থামলে
আমার কবিতা শুকসারী হয়ে
মগ্ন চেতনার শীস দেয়
আমি পিয়ানোতে হাত রেখে
ভালো লাগা সব ধরে রাখছি
ভালো লাগে জোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে
কত নাম্বার এপিসোট
@@ornobboruanitu197 মনে নেই
@@shahadathossain7550 দেখ না একটু
@@ornobboruanitu197 হাতে যথেষ্ট সময় নেই।
O sorry
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
আপনাদের এমনিতেই ভালোলাগে।তার মধ্যে ভালোলাগার গান৷ কিছু বলার ভাষা নেই অসাধারন।
এক সময় এই গানগুলা বেশি শুনতাম অনেক ভালো লাগতো আর এখন সোনা হয় না সামনে পড়লে একটু শুনে অসাধারন গান গুলা পার্থ বড়ুয়ার সুপার💔💔💔
গানটি যখনই শুনি তখনই কল্পনায় এই যান্ত্রিক জীবনের বাইরে চলে যাই হৃদয়ের গান
সব সময় এই গান গুলো শুনলে ভাললাগা কমবে না বরং বেরেই যাবে সম সময়।। প্রিয় শিল্পী গুলো বেঁচে থাকুক চিরকাল তাদের কাজের মধ্যে 😍😍
God gifted talent!!বাংলার অনবদ্য সৃষ্টি❤️❤️
আহা সেই স্কুল লাইফ থেকে শুনে আসা গান । এখনো শুনলে এত্ত ভালো লাগে । আর সৃতিতে ফিরে গেলে পানি আসে চোখের কোনে
গানগুলো যতবার শুনি মনটা সেই শৈশব এ ফিরে যায়। আমার খুব খুব ব্যানড দল রেঁনেসা।
Those songs are nostalgic for our 90's kids... We are the mark of revolution... We saw everything worst and best in the world...
এই গান গুলো কোন দিন পুরোনো হবে না,,ফিরে যাই সেই কৈশরে
শত- হাজার-লক্ষবার শুনলেও এই গান আধুনিকতা হারাবে না।
আমার কলেজ লাইফের বন্ধু ডা: সোহেল এই গানটা সারাদিন শুনাতো আমাদের।
হায়রে সময়! কত আনন্দে না কাটিয়েছি!
দারুণ দারুণ দারুণ!!!
পার্থদা ও নকিব ভাই কে সালাম রইলো।
পার্থদা আরো অনেক অনেক এমন আয়োজন চাই,আমার ক্যাফে তে এই গান গুলোই শুনাবো...❤❤💝
উফ সেই ছোটবেলায় ফিরে গেলাম। সেই টেপরেকর্ডার এর যুগের গান যখন পিসি কিংবা মোবাইলে শুনি। নস্টালজিয়া ফিরিয়ে দেয় বলে এত ভালো লাগে সিলন মিউজিক লাউঞ্জকে
অসংখ্য ধন্যবাদ আমার অনুরোধটা রেখে নকিব খানের গানটা আপলোড দেওয়ার জন্য,,
অনেক প্রিয় একটা গান
আর চ্যানেল টাও
দারুণ। বহুত খুব ! মারহাবা !! সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কৃতজ্ঞ থাকলাম।
How can we ever repay our grand SINGERS & the HANDS !!!
আমার ছোট বেলার খুব প্রিয় একটি গান। ধন্যবাদ! সিলন কে এমন সুন্দর সৃতি নতুন করে তুলে ধরার জন্য।
Falling in love again n again. Love frm Darjeeling.
It's remind me 1988 that old days I listened this song. Big thank for one who uploaded this song.
দুই লিজেন্ড কে দেখে কমেন্ট করা।শুভ কামনা।
সৌন্দর্য কখনোই ভাষায় প্রকাশ করা যায়না, এই গানগুলোই আজীবন থেকে জাবে গান প্রেমিদের অন্তরে
my all time favourite.
My kids of 10 and 6 are also great fan of this song.
Nakib vai and 'renaissance' will survive forever for this song.
After 90s and 00s why isn’t there not a single song to touch us?
আহা রেনেসাঁ!! ভালবাসা! 🥰
ছোট বেলা থেকে শুনতেছি!এখনও শুনি,তারপরেও শোনতে ইচ্ছে করে!
Such a memorable song! May you live long dear Nakib ভাই And দাদা Partha
Jewels of Chittagong.Ayub bachu, Partha & Nakib etc
ওয়াও কি সুর খু-ব-ই খুবই সুন্দর।প্রান ছুয়েগেল।
ভাল লাগে রোদ হয়ে পাখির ডানা ছুয়ে খেলতে.... কি অপূর্ব
Excellent... Speechless bhaiyaa
Just loved it.. ❤️❤️❤️❤️❤️
So many feelings have on this song in my life...... ❤️❤️❤️Thank you so much all of you for giving us a beautiful feeling's 🙏❤️🙏
জ্ঞান হওয়ার পর থেকেই শুনছি এখনো ভালো লাগে,,,,,ভালোবাসা অবিরাম ❤❤❤
Awesome. Thanks to all of musicians. Specifically Parto barua & Nakib khan.
এখনকার গানগুলো মনে হয় বাদ্যযন্ত্রের উপর অত্যাচার! আহাঃ কত সুন্দর ভাষা, কত ছুঁয়ে যাওয়া!
গানগুলো কে যেনো নতুন প্রাণ দিয়েছে Seylon Tea
Loads of love to such music arrangements
এতদিন পর বাংলাদেশের গান শুনলাম। সিলন টি সবসময় কলকাতার গান করে।
কলকাতার গান অনেক standard। তাদের লিরিক্স সুর আন্তর্জাতিক মানের।
@@tornedoayela4899 😁😁😁😁😁
কমেন্টস করে গেলাম যাতে নিটিফিকেশন পেয়ে আবার শুনতে পারি
ভালোলাগা, ভালোবাসার মতো একটা গান। ফিরে যাই সেই সোনালী সময়ে।
নকিব স্যার আপনি শুধু বিক্রয়জগতের গুরু নয় গানেরও গুরু। হাজারো সালাম
রেনেসাঁ ব্যান্ডের নতুন এলবাম চাই
ডাঃ আরিফের লেখা এই গানটি সত্যিসত্যিই অসাধারণ।
Omg after long time. Their songs are like ever green. Always give freshness
তখন অামার বয়স তেরো অস্টম শ্রেণির ছাত্র উফ কি দিন ছিলো কি সময় কাটিয়েছি কি কৈশোর কাটিয়েছি চোখে পানি চলে অাসে মোনে হলে পুরনো গানগুলোই শুনে যাচ্ছি শুনে যাবো অার সৃতিতে ফিরে যাবো
Oiparer Gun khub 1ta suntae pai naa valo laglo Darun 👍👍👍👍👍
Ami 90 theke shune jacchi....... Ekhno shunte ekirokm
সেই সোনালী দিনগুলোতে ফিরে যেতে মন চায় খুব, আহ কি ছিল না সেই সময়
সেই সোনালী দিনের গান শুনলেই মন ভরে যায়।
@@nilanazma8334 খুবই ভালো লাগে
☺
Amar priyo gaan gulor moddhe onnotomo ekta gaan holo eta..!!khub valo lagey ei gaanta.shunlei goon goon korte ichchha Kore.
Osadaron
অসাধারণ বলছি না তবে নকিব ভাই আর দাদা র স্ক্রীন প্রেজেন্ট অস্থির।
কিভাবে ডিজলাইক পরে, যারা দিচ্ছে তারা মনে হয় বাবু খাইসোর ভক্ত🙄🙄
যারা ডিজলাইক করে আসলেই কি তারা গান ভালবাসে নাকি অন্য কিছু ভালবাসে, হাবলা গুলো কই থেকে আসে
ঠিক
absolutely right
hahahahah
jara dislike dische tara must awami league. dhaner shish shune ga jolche
সত্যি স্যর আপনারা দুজনেই কি গাইলেন অসাধারণ একটা ভাল লাগার শীতল স্পন্দন মন ভোরে গেল ।আমি কলকাতায় দেখতে চাই আপনাদের কে। একটু ফোন নম্বর টা পাওয়া যাবে
বার বার গাইতে ইচ্ছে করে ✌️💔
১৯৯৪ সাল থেকে এই পর্যন্ত শুনে আসছি..... অসাধারন
my youth days memories, wonderful great gift gor us thanks vhai
সেই থেকে আজও নতুনের মতো।
এই ভালো লাগার যেন শেষ নেই।
I am a big fan of nokib khan.even beging 65+ how clean his voice is
Partho babu eastern University te ascilo,2019 onek valo manus uni
Beautiful song really very nostalgic, I prefer it very much. Splendid.
তুলনাহীন... অসাধারণ!
Recall our olden golden time...How time flies...Sigh...
Shomoy bole chilo boro hou! Gaan gulo theke jabe! Boro ami hoye chi thikie kintu kau ke paine gaan gulo ek shathe boshe sunar! That’s life! And you married to it!!.
অনেকদিন পর আবার সেই রেনেসার পারফরমেন্স। অসাধারণ।
খুবই ভালো লাগলো
অসম্ভব ভালো লাগার একটা গান❤
Wow,i like so much the song and singer.nikib khan my favourit singer.because he and her song very gentle.
দারুন খুব সুন্দর গান। খুব সুন্দর কম্বিনেশন।
অনেক দিন পর দুজনকে এক সাথে দেখে ভাল লাগল😍
দারুন... কিন্তু কি বোডের টোনটা আগের টা দিলে ভালো হতো।।।।।
আবারো বলতে হয় অসাধারণ
আমি প্রতিবারই বলবো অসাধারণ
উনাদের সময়টা বাংলা গানের সোনালী যুগ ছিলো
nothing to say, I just surprised and want to live only to hear the legendary song time and again.
Still I am there, anyhow I can't come out from my past!! At all he is not only a heart-breaker but a dream-maker also!!!!!!!!
Great bro
@@shakilmian2220Thanks 🙏
আহারে মন ভালো হয়ে উঠে মুহুর্তে
অনেক সুন্দর পরিবেশনা।
Another talent of our music world.
Partho da n Nokib vai k onake dhannobad
অন্য স্বাদ, সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ!
Akono suni, 42 yars a paris ar leker pare boshe,love u
আমাদের চিটাগাং এর সুরের দুই নক্ষত্র
Bhai unara Bangladesh er Nokhottro. Province er moddhey onader shimaboddho kore dicchen keno! অসাধারন দুইজন মানুষ এবং Musician.
@@gfakruddinahmad8316 ভাই একদম ঠিক কথা পুরো বাংলাদেশের গর্ব অনস্বীকার্য !!! তা-ও চট্টগ্রামের মানুষ হিসাবে এট্টু গর্ববোধ কইরবার দ্যান নাহ্ এমুন করেন কিয়েরলাই
ভালোবাসার গান,প্রিয় দুই শিল্পী।
দুজনকে একসাথে দেখে ভালো লাগলো।
Listening and singing together in 2022. It’s a magical tune. I love with all my heart ❤
Khub sundo.monvore gelo.
অসাধারণ কথা, ভয়েস 🥰🥰
We will not get those golden days, We miss Bands of our ages..
সত্যি খুব সুন্দর গান
অসাধারন। ধন্যবাদ
Amader shoishober koto sriti jorito ai shob ganer shathe
Evergreen Song....♥️♥️♥️♥️
অসম্ভব প্রিয়❤️❤️❤️
Please add the Song Name in the video title. This is kind of an insult to the artists.
Song Name: Bhalo Lage Jochna Rate, Band: Renaissance.
Right