কথা , সুর ও কন্ঠস্বর সব মিলিয়ে এক অসম্ভব রসায়ন তৈরী হয়েছে যা চিরকাল বাজতে থাকবে বাঙ্গালির হৃদয়ে , কিছু বলার নেই সেই ছোটবেলার থেকে শুনে আসছি , এখনো নতুন , নবীন , স্বচ্ছ
অসাধারণ । ছোটোবেলা থেকে শুনে আসছি এই স্বর্ন কন্ঠ । কোনোদিন পুরোনো হবে না , একঘেয়ে হবে না। সংবেদনশীল , মায়াময়, রোমান্টিক, ব্যারিটোন ----- সর্বজন শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়।
হেমন্তবাবু যে নিজেই বাংলা গানের একটা মাইল ফলক তাতে সন্দেহ নেই। কিন্তু সেসময়ের কাকে ছেড়ে কাকে সেরা বলবো বলুন তো? মান্না দে, শ্যামল মিত্র, অখিলবন্ধু ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিশোর কুমার, শচীন দেব বর্মন- কাকে বাদ দেবেন? আসলে সেটা ছিলো বাংলা গানের, বাঙালীর মননের স্বর্ণযুগ! তাই এসব সোনা ফলেছে।
এই গান খানি শুনলে অনেক অনেক ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে।আ কি গান, এ যেন জন্ম জন্মান্তরে ও ভুলবার নয় , চল্লিশ আগে ও যেমনি শুনেছি এখন ও তেমনি । যেমনি রচয়িতা তেমনি গায়কী আ কি অপূর্ব ।
কিছু হৃদয়হীন মানুষ আছে যারা গান ভালবাসতে জানে না, গানের অর্থ বুঝে না এবং অসুন্দর আর হতাশার ছায়াতলে গা ভাসিয়ে দিনাতিপাত করে তারাই ভাল লাগা বা ভালবাসার গানের মাঝে ডিসলাইক দেয়।
My Ear: Listening song My legs: Trying to dance My Brain: Trying to understand the song My Lips: Trying to pronounce the song My Finger: Reading comments
আর নতুন করে কিছু পাওয়া যাবেনা। সত্যজিৎ বাবু, উত্তম বাবু মারা যাওয়ার পর যখন বলেছিলেন, " এমন মাপের শিল্পী আমরা আর পাবনা " তখন খুব সমালোচনা হয়েছিল। চল্লিশ বছরের কাছাকাছি তো হয়ে গেলো, ঝরে যাওয়ারও সময় হয়ে এলো, কোথায়? পুনর্জন্ম যদি পাওয়াও যায়, এটার কথা তো মনে থাকবে না। " ... হিসাব মিলাতে গিয়ে দেখি, ভুল সবই ভুল, সবই যে ভুল, এ খেলা শুধুই ফাঁকি....." সুচিত্রা মিত্র এক সাক্ষাৎকারে বলেছিলেন, " সুর এবং কথার সূক্ষ্ম সঠিক মিশ্রণে লয়ের সৃষ্টি হয়। "... আর আছে? আর নেই....."
না বলতে পারার ভিড়ে, হাজারো কথা আজীবন মনের অন্তরালে থেকে যায়। প্রিয় মানুষটার,, শুনতে চাওয়ার অভাবে আর কখনো বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। তবুও কোথাও যেন থেকে যায় এক দীর্ঘ অপেক্ষা...... Firoz Sarkar (Rupa❤)
সম্ভবত ১৯৭৫ সালে হেমন্ত দা নিজের সুরে এই অপূর্ব গানটি রেকর্ড করেন। কত কম যন্ত্রানুষঙ্গ। আজো মন্ত্রমুগ্ধ হয়ে এই অপূর্ব সৃষ্টি কে একমনে শুনতে ইচ্ছে করে। এ গানের স্রষ্টা কে শত কোটি প্রনাম।
কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো কতদিন পরে এলে, একটু বসো তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোন... কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে (x2) সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন.. কতদিন পরে এলে, একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন .. কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা (x2) সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন.. কতদিন পরে এলে, একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন.. কতদিন পরে এলে।
গানগুলো আমার জন্মের আগের, ছোটবেলা বাবাকে শুনতে শুনতাম, তখন এই গানের অর্থ কিছুই বুঝতাম না উপলব্ধি করতে পারতাম না তবে আজ গানের প্রতিটি কথা যেন আমার না বলতে পারা মনের কথা এই গানগুলো শুনলে একজনের কথা খুব মনে পড়ে বা একজনার কথা মনে পড়লে এই গানগুলো শুনি কিন্তু!!!
Yes, মেহেদী হাসান কলকাতায় এসেছিলেন শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায় এর সাথে দেখা করার জন্য। হেমন্ত বাবু কখনও কল্পনাও করতে পারেননি, বার বার তাঁর স্ত্রী কে বলছিলেন, " বাবারে, এত বড়ো মাপের শিল্পী আমার কাছে আসছেন (?) "" আপনি উভয়ের গানেরই গুণগ্রাহী বোঝা যায়, বিশ্লেষণ নিষ্প্রয়োজন, আমার কাছেও মেহেদী সাহেবের দুখানা এলপি আছে, তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা অর্থাৎ, " ভুলি বিসরি চন্দ উম্মিদে, ওটার মধ্যেই ওঁর বেশি ভালো গানগুলো। যাক, হেমন্ত বাবুর উতলা দেখে ওঁর স্ত্রী বেলা দেবী বললেন, "তুমি এত ভাবছো কেনো, এক দেশের রাজা আসছে আরেক দেশের রাজার কাছে"! জানিনা, কোথায় এগোচ্ছি আমরা, কাজের মধ্যে একটু চিন্তা ভাবনা কি থাকবে না (?)
এখোনো এই গান টা শুনলে বুকের মধ্যে হু হু করে কান্নার সুর বেজে উঠে।দুচোখ জলে ভরে উঠে।কত অতৃপ্তি নিয়ে বেশীর ভাগ মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয়।আমকেও হয়তো এভাবে নিঃসংগ হয়ে চলে যেতে হবে।যার গান,যিনি গেয়েছেন তারাও তো চলে গেছেন,হারিয়ে গেছেন।
সেই ছোটো থেকে শুনে আসছি, এখনও কি অসাধারন অনুভব হয় এই গান শুনলে... কি অসাধারন লিখতেন পুলক বাবু, গৌরীপ্রসন্ন বাবু আর তাতে বাংলা গানের রাজা হেমন্ত বাবু কি দরদ দিয়ে গায়তেন, কি অসাধারন, কি অনবদ্য গলা ছিলো ভদ্রলোকের,❤❤🥹🥹🥹
এইসব গান শুনলে অশান্ত মন শান্ত হয়ে যায় বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে আর এই রকম গান একটু গ্রামো পরিবেশ (এই রকম গান শুনলে মানুষের মনও শান্ত হয়ে যায়)
প্রেমের পূর্বরাগ,পররাগ অতিক্রম করে যখন দুইয়ের মধ্যে মতানৈক্যের কারণে যখন দূরে সরে যায় এবং দীর্ঘ প্রতীক্ষার পর তার মনের মানুষ টি আসে ,তখনই এরকম,কথা,সুর ও তালের সংমিশ্রণে আসে আবেগ ভরা এই গান ।
কতদিন পরে এলে কতদিন পরে এলে একটু বসো কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন কতদিন পরে এলে আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝড়ে সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন কতদিন পরে এলে জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন কতদিন পরে এলে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন কতদিন পরে এলে
2 to national awarad peyechilen tini playback singer hisebe....Music director hisebe filmfare award peyechen 'Naagin' movie te durdanto composition er jonne..jodio bombay te tini under utilised but Bengal e all time no.1 singer....❤️❤️❤️
কিছু কিছু লোক আছে , গানে আর সুরের মাঝে, গরম গান আর ঠান্ডা গান খুঁজে পায় । কিছু আছে, তালে তালে কোমর দুলিয়ে নাচতে হবে , তাল ধীর লয়ে হলে, গান ভালো না। শুধু সল্প সংখ্যক লোক আছে, মনের দুয়ার খুলে, কান পেতে, গানের কথাগুলি শ্রবণ করে আর সুরের মূর্ছনায় কোথায় যেন হারিয়ে যায় । আমি ঠিক তাদের দেলেরই একজন । অনেকগুলো ভাষাভাষীর ভারত। সঙ্গীত জগতে ভারতের চেয়ে শ্রেষ্ঠ কোন দেশ আছে বলে মনে হয় না। ওস্তাদ সুরকার গীতিকার ও গায়কের কোন অভাব নেই । আজীবন গান শুনে ও শেষ করা যাবে না । যাই হউক, সুপরিচিত শ্রেষ্ঠ গায়কদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় ও একজন । আজীবন শ্রদ্ধা ও ভালবাসা থাকবে ।
১. কতদিন পরে এলে ২ একটু বসো, ঐ তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো ঐ ২.আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেপে ঝড়ে-২ সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি যেন ঐ ৩.জীবনে যে পথ আমার ছিলো গো তোমার ছায়ায় আকা ২ সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন ঐ
প্রিয় তোমাকে অনেক কথা বলার ছিলো, বলতে পাড়ি নি😭 তোমার কাছে গিয়ে সব ভুলে যেতাম,,আজো মন খুলে বলা হলো না মনের কথা,আর জীবনে বলা হয়তো সম্ভব না।তুমি যেখানে থাকো ভালো থাকো,,তোমাকে এখনো আগের চেয়েও বেশি ভালোবাসি
What a magnificent , awesome voice !! This is the UNPARALLEL , GOLDEN voice of my and ours most beloved, most fespected singer the GREATEST. Singer of INDIA -- HEMANTA MUKHERJEE or HEMANT KUMAR.
বিখ্যাত গজল শিল্পী জগজিৎ সিং হেমন্ত বাবুর গানের একান্ত অনুরাগী ছিলেন, আপনারও নিশ্চয় জানা থাকবে, একাকিত্বে উনি ওঁর গান গুলো গাইতেন, একটা টিভি ইন্টারভিউতে খালি গলায় বেশ কয়েকখানা গান গেয়ে শুনিয়েও ছিলেন, এঁরা আমাদের গর্ব, পরিচয়, আজ তো খুঁজতে হয়।
আহা কোথায় গেল সেই দিন যখন ৭০/৮০/৯০ দশকে নৈশ পরিবহনে কুষ্টিয়া থেকে ঢাকা যাতায়াত করতাম তখন ক্যসেট প্লেয়ারে হেমন্তের এই গান গুলি শুনতে শুনতে ঘুমিয়ে যেতার আবার এই গান শুনে ঘুম ভেঙে শুনতে শুনতে ঢাকা পোঁছেযেতাম।
পৃথিবী তে, আল্লাহ, আমাদের কে, সৃষ্টির এই কুলে পাটিয়েছেন, পরিক্ষার প্রান্তরে, এখান থেকে, চলে যাওয়ার সময় সবাই তো পূর্ণতা অর্জন করে যেতে পারে না,, শেষ বিদায়ের কালে,
কতদিন পরে এলে... কতদিন পরে এলে একটু বসো ... কতদিন পরে এলে একটু বসো ... তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো... কতদিন পরে এলে... Music আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে... Short Music আকাশে বৃষ্টি আসুক, গাছেরা উঠুক কেঁপে ঝড়ে... সেই ঝড় একটু উঠুক,তোমার মনের ঘরে, বহুদিন এমন কথা বলার ছুটি,পাইনি যেন... কতদিন পরে এলে একটু বসো ... তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো... কতদিন পরে এলে... Music জীবনের যে পথ আমার, ছিলো গো তোমার ছায়ায় আঁকা... Short Music জীবনের যে পথ আমার, ছিলো গো তোমার ছায়ায় আঁকা... সেই পথ তেমনি আছে,সবুজ ঘাসে ঢাকা, চেনা গান বাজলো যদি, বেজেই আবার থামবে কেন ?... কতদিন পরে এলে একটু বসো ... তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো... কতদিন পরে এলে... ----------------- গানের কথাঃ কতদিন পরে এলে একটু বসো... শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়, ----------------- 🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী... ----------------- ----------------- আল বিদা... Uploaded by Moinul Jibon
এক সময় এই গান শুনে বঙ্গবন্ধু কে কল্পনা করতাম। মনে মনে কল্পনা সাজাতাম বঙ্গবন্ধু যেনো ফিরে এসেছে আমার কাছে। আমি যেনো এই গানের মতো ভাষায় বঙ্গবন্ধুকে বলছি। জানি ধুলির ধরা তাঁকে আর পাবো না। কিন্তু কল্পনা সে বাস্তবতা বুঝতে চায় না। আদর্শের সম্পর্ক যার সাথে সে মনের গভীরে অথবা অবচেতন মনে কেমন করে যেনো জীবিত থাকে। হারায় না কখনো। কারণ মানব দেহের মরন আছে, আদর্শের মৃত্যু নেই।
Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
ua-cam.com/video/VJftyTaCIio/v-deo.html
#monerpassword #anupamroy
তট
TX🎉 TV in
@@SamsulislamSamsul-pk1ligun😊
Ow8 3:19
❤❤excellent
কথা , সুর ও কন্ঠস্বর সব মিলিয়ে এক অসম্ভব রসায়ন তৈরী হয়েছে যা চিরকাল বাজতে থাকবে বাঙ্গালির হৃদয়ে , কিছু বলার নেই সেই ছোটবেলার থেকে শুনে আসছি , এখনো নতুন , নবীন , স্বচ্ছ
❤
YOU ARE RIGHT.
Jb
Ok😊 1:54 in t in,
Superb
হৃদয়তন্ত্রীতে ঝংকার তোলে আজও আপনার এই গান। ফিরিয়ে দেয় যৌবন।
হে ঈশ্বর এনাদের গলাতে এতো মধু মিশিয়ে দিয়েছেন❤️❤️
অসাধারণ । ছোটোবেলা থেকে শুনে আসছি এই স্বর্ন কন্ঠ । কোনোদিন পুরোনো হবে না , একঘেয়ে হবে না। সংবেদনশীল , মায়াময়, রোমান্টিক, ব্যারিটোন ----- সর্বজন শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায়।
এজন্য তিনি প্রবাদ পুরুষ!
ছোটবেলায় সুনেছি হাজারবার।আমেরিকা আসার ১৮ বছর পর আবার সুনতে পেয়ে ছোটবেলার সেই দিন গুলি আজ বার বার মনে ভাসছে।এই গান কোন দিন মুছে যাবে না কারো মন থেকে।
সর্বকালের সেরা গানগুলির একটি অন্যতম শ্রেষ্ঠ হৃদয়ে অনুরণন সৃষ্টিকারি গান।
হেমন্তবাবু আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ প্রতিনিধি,নিঃসন্দেহে।বিতর্কের কোন জায়গা নেই.।
কোন সন্দেহ নেই!
গ 0:23 0:25 @@nazmulhuda2026
হেমন্তবাবু যে নিজেই বাংলা গানের একটা মাইল ফলক তাতে সন্দেহ নেই। কিন্তু সেসময়ের কাকে ছেড়ে কাকে সেরা বলবো বলুন তো? মান্না দে, শ্যামল মিত্র, অখিলবন্ধু ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিশোর কুমার, শচীন দেব বর্মন- কাকে বাদ দেবেন? আসলে সেটা ছিলো বাংলা গানের, বাঙালীর মননের স্বর্ণযুগ! তাই এসব সোনা ফলেছে।
এই গান খানি শুনলে অনেক অনেক ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে।আ কি গান, এ যেন জন্ম জন্মান্তরে ও ভুলবার নয় , চল্লিশ আগে ও যেমনি শুনেছি এখন ও তেমনি । যেমনি রচয়িতা তেমনি গায়কী আ কি অপূর্ব ।
কিছু হৃদয়হীন মানুষ আছে যারা গান ভালবাসতে জানে না, গানের অর্থ বুঝে না এবং অসুন্দর আর হতাশার ছায়াতলে গা ভাসিয়ে দিনাতিপাত করে তারাই ভাল লাগা বা ভালবাসার গানের মাঝে ডিসলাইক দেয়।
সঠিক বলছেন
ওগুলো গুটখা খোর
অসাদারণ গান
My Ear: Listening song
My legs: Trying to dance
My Brain: Trying to understand the song
My Lips: Trying to pronounce the song
My Finger: Reading comments
গানের অর্থ বুঝে না বলেই ডিসলাইক দেয়।
জানি না এই গান টা শুনলে মনের অজান্তেই কান্না চলে আসে। কেনো যেন বুকের ভেতরটাতে কম্পন শুরু হয়ে যায়। কি লিখে বর্ণনা করবো সেটাই জানা নেই।❤️
আর নতুন করে কিছু পাওয়া যাবেনা।
সত্যজিৎ বাবু, উত্তম বাবু মারা যাওয়ার পর যখন বলেছিলেন, " এমন মাপের শিল্পী আমরা আর পাবনা " তখন খুব সমালোচনা হয়েছিল। চল্লিশ বছরের কাছাকাছি তো হয়ে গেলো, ঝরে যাওয়ারও সময় হয়ে এলো, কোথায়?
পুনর্জন্ম যদি পাওয়াও যায়, এটার কথা তো মনে থাকবে না।
" ... হিসাব মিলাতে গিয়ে দেখি, ভুল সবই ভুল, সবই যে ভুল, এ খেলা শুধুই ফাঁকি....."
সুচিত্রা মিত্র এক সাক্ষাৎকারে বলেছিলেন, " সুর এবং কথার সূক্ষ্ম সঠিক মিশ্রণে লয়ের সৃষ্টি হয়।
"... আর আছে? আর নেই....."
@@taposkumarbasu6565 হুম।
Chokhe jaal ese jachhe... Kichu bolbo na.....
Warm my heart forever ❣️.
আসলে আপনার কথায় আমিও একমত।
না বলতে পারার ভিড়ে, হাজারো কথা আজীবন মনের অন্তরালে থেকে যায়। প্রিয় মানুষটার,, শুনতে চাওয়ার অভাবে আর কখনো বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। তবুও কোথাও যেন থেকে যায় এক দীর্ঘ অপেক্ষা......
Firoz Sarkar (Rupa❤)
পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে ।আর কি ফিরে আসার সুযোগ হবে এই সব ব্যথা ভোলানো গান শুনতে পাওয়ার
অসাধারণ, কিছু বলার ভাষা নেই, মনে হয় অন্য কোনও জগতে চলে গেছি, চ্যানেলের সমস্ত সদস্যদের অজস্র ধন্যবাদ গানটি পরিবেশন করার জন্য ।
কি অসাধারণ নিবেদন। যেমন কথা তেমন সুর আর তেমন কন্ঠ। এর চেয়ে বেশি বলার মতো ভাষা আমার নেই
Onoboddo, kono kotha hobe na
সম্ভবত ১৯৭৫ সালে হেমন্ত দা নিজের সুরে এই অপূর্ব গানটি রেকর্ড করেন। কত কম যন্ত্রানুষঙ্গ। আজো মন্ত্রমুগ্ধ হয়ে এই অপূর্ব সৃষ্টি কে একমনে শুনতে ইচ্ছে করে। এ গানের স্রষ্টা কে শত কোটি প্রনাম।
Saati katha
🙂🙂👍👍🙏🙏
@@krishnamukherjee9684 just hi boo do
Thanks
0:56
কতদিন পরে এলে,
কতদিন পরে এলে, একটু বসো
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শোন... কতদিন পরে এলে।
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে (x2)
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে।
বহুদিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন .. কতদিন পরে এলে।
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা (x2)
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন.. কতদিন পরে এলে।
সুরের আকাশে তুমি যে শুক তারা। যতদিন জগৎ থাকবে ততদিন এই গান থাকবে।অমর সৃষ্টি।আমরা গর্বিত ও ধন্য। মহান শিল্পী প্রণাম নেবেন।
হৃদয় বিদীর্ণ করা গান। প্রতিটা শব্দ আমার মনও ভাবনাকে নাড়া দিয়ে যায়। বুঝতে শিখেছি যেদিন থেকে তখন থেকেই এই গান গুলো আমার প্রিয় হয়ে গিয়েছে।
এটা শুধু গান নয়, এটা মনের খাদ্য। নিঃসন্দেহে এটি বাংলার জনগনের প্রিয় গানের মধ্যে একটি প্রিয় গান।
গানগুলো আমার জন্মের আগের, ছোটবেলা বাবাকে শুনতে শুনতাম, তখন এই গানের অর্থ কিছুই বুঝতাম না উপলব্ধি করতে পারতাম না তবে আজ গানের প্রতিটি কথা যেন আমার না বলতে পারা মনের কথা
এই গানগুলো শুনলে একজনের কথা খুব মনে পড়ে বা একজনার কথা মনে পড়লে এই গানগুলো শুনি কিন্তু!!!
এই গান ফিরিয়ে নিয়ে যায় ত্রিশ বছর এর পিছনে।
কত স্মৃতি কত গান।এই গানটা কতবার যে শোনেছি হিসাব নেই।।
গোল্ডেন ভয়েস অব ইন্ডিয়া ও মেহদী হাসান-এর পছন্দের শেরা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় সে সম্মান পাননি, যা ওনার প্রাপ্য ছিল। এটা আমাদের লজ্জা।
Yes, মেহেদী হাসান কলকাতায় এসেছিলেন শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায় এর সাথে দেখা করার জন্য। হেমন্ত বাবু
কখনও কল্পনাও করতে পারেননি, বার বার তাঁর স্ত্রী কে বলছিলেন, " বাবারে, এত বড়ো মাপের শিল্পী আমার কাছে আসছেন (?) "" আপনি উভয়ের গানেরই গুণগ্রাহী বোঝা যায়, বিশ্লেষণ নিষ্প্রয়োজন, আমার কাছেও মেহেদী সাহেবের দুখানা এলপি আছে, তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা অর্থাৎ, " ভুলি বিসরি চন্দ উম্মিদে, ওটার মধ্যেই ওঁর
বেশি ভালো গানগুলো। যাক, হেমন্ত বাবুর উতলা দেখে ওঁর স্ত্রী বেলা দেবী বললেন, "তুমি এত ভাবছো কেনো, এক দেশের রাজা আসছে আরেক দেশের
রাজার কাছে"! জানিনা, কোথায় এগোচ্ছি আমরা, কাজের মধ্যে একটু চিন্তা ভাবনা কি থাকবে না (?)
It is our bad luck.
কি সহজ সরল ভাষায় জীবনের ফেলে আসা অধ্যায়কে যেন আবার মনে করিয়ে দিল। অসাধারন !!!!!!!!!
পৃথিবীর সব যেন থমকে যায় এই গান এই সুর শুনে।
Right,,,,,,,,,,,
@@mdarifulislamsojib403 darun
01933046572,,,,,,,,,,
@@baschumia8051 number dea ki hobe?
একদম খাঁটি কথা 🙏
I am speechless while listening songs আমি কী করব কবে তুমি আবারও আসবে আগামীর জন্য এই আশা নিয়ে বসে থাকা । সত্যিই অসাধারণ অনেক কিছু বলার আছে ।
কতবার যে শুনেছি সেটা আমি নিজেও বলতে পারবোনা,কিন্তু যতবারই শুনেছি ততবারই আবার নতুন করে শুনতে মন চেয়েছে-আপনি সত্যিই অসাধারন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়
এখোনো এই গান টা শুনলে বুকের মধ্যে হু হু করে কান্নার সুর বেজে উঠে।দুচোখ জলে ভরে উঠে।কত অতৃপ্তি নিয়ে বেশীর ভাগ মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয়।আমকেও হয়তো এভাবে নিঃসংগ হয়ে চলে যেতে হবে।যার গান,যিনি গেয়েছেন তারাও তো চলে গেছেন,হারিয়ে গেছেন।
অভূতপূর্ব অবিস্মরণীয় স্বর্ণ যুগের কালজয়ী গান ।
বার বার শুনি হাজার বার শুনে ও পুরোনো হয় না । মন ভরে । আবেশ জাগায় ।
এই গান আর গানের শিল্পীর সমন্ধে বলার যোগ্যতা আমার নেই তবে প্রত্যেক দিন একবার করে গান টা শুনতে হয় ❤️❤️❤️❤️
সেই ছোটো থেকে শুনে আসছি, এখনও কি অসাধারন অনুভব হয় এই গান শুনলে... কি অসাধারন লিখতেন পুলক বাবু, গৌরীপ্রসন্ন বাবু আর তাতে বাংলা গানের রাজা হেমন্ত বাবু কি দরদ দিয়ে গায়তেন, কি অসাধারন, কি অনবদ্য গলা ছিলো ভদ্রলোকের,❤❤🥹🥹🥹
এ গান কোনদিন হারিয়ে যাবে না। সেই ছোটবেলা থেকে শুনে আসছি।
গানটি প্রথম স্যারের মুখে শুনেছিলাম।সেই থেকেই নিয়মিত শুনি❤❤।
The golden voice of India. Never ever this feel and passion will come back again.
হেমন্তের এ গানটা শুনলে নিজের অজান্তেই কখন যে নিজের মাঝেই নিজে হারিয়ে যাই, হারিয়ে ফেলি আবেগ অনুভূতি।
শুকরিয়া।
Ei comment ta khub sundor..amaro tai
Ahaaaa!!! Ki osadharon konthho... Mon pran jurie gelo... Ki protiva... Amar shilpi tumi
কিছু সংখ্যক গান শুনলে মনে হয় এই গান গুলো আমার জন্য সৃষ্টি হয়েছে,? কি মধুর সুর কোমল কণ্ঠ অসাধারণ গানের কথা। আহ মন জুড়িয়ে যায়।
গানটি ৬০ বছর আগে শুনে যে অনুভুতি হতো আজও সেই একই অনুভূতি হয়। যেন একটি অমর গান।
আহা অপূর্ব অসাধারণ নিবেদন বন্ধু আপনার।🌹🌹
একরাশ মুগ্ধতা ও আন্তরিক শুভেচ্ছা জানাই আপনার সুমধুর কন্ঠের অনন্য গায়কীতে।🙏🌹❤️🙏
আহা,মরি মরি! অপূর্ব, অসাধারণ
মন ছুয়ে যাওয়া একটি হিমসিতল গান।প্রাণ ছুঁয়ে গেল
বানান ভুল-হিমশীতল
এইসব গান শুনলে অশান্ত মন শান্ত হয়ে যায় বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে আর এই রকম গান একটু গ্রামো পরিবেশ (এই রকম গান শুনলে মানুষের মনও শান্ত হয়ে যায়)
স্মৃতির মাঝে হারিয়ে গেলাম।।। কি অনবদ্য এক সৃষ্টি।
কতোদিন পরে এলে
একটু বসো।
তোমায় অনেক কথা
বলার ছিল যদি শোন!
অসাধারণ 💕💕 হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
এই গানটা আমি শুনলে নিজেকে কোথায় হারিয়ে ফেলি
Ami olpo boys Guntur Sonakshi techno Suchi
এসব গান চিরদিনের , অপূর্ব ।
তরুণ বয়স থেকে হেমন্তের এই গানটি আমার হৃদয়ে গেঁথে আছে ❤
এমন কন্ঠ হয়তো আর কখনোই কারো হবে না
আহা কি অপূর্ব অনবদ্য সঙ্গীত।মন ভরিয়ে দেয়
বাঃ অপূর্ব অসাধারণ গেয়েছেন বন্ধু সুন্দর কালজয়ী গানটি।🌹🌹
একরাশ মুগ্ধতা ও আন্তরিক শুভেচ্ছা জানাই আপনার সুমধুর কন্ঠের অনন্য গায়কীতে।🙏❤️🌹🙏
প্রিয় সিংগার!! গ্রেট সং! জোস!
ছোটবেলায় অসব গান মনে হত বৃদ্ধ বয়সী যারা তারা শুনে,তাদের ভালো লাগে,,কিন্তু এই এডাল্ট এইজে ত আমার উনার গানই ভালো লাগে,,উনার সমসাময়িক সিংগারদের গানই ভালো লাগে
এই গানগুলো যত শুনি ততই ভালো লাগে, কখনও পুরানো হবে না,যাষ্ট অস্বাধারন।
when i listen hemonto da song then i realize he is not only a best musician also a magician.
Ekdom thik kotha bolcen
oh! remarkable comment.
Beautiful comments.
প্রেমের পূর্বরাগ,পররাগ অতিক্রম করে যখন দুইয়ের মধ্যে মতানৈক্যের কারণে যখন দূরে সরে যায় এবং দীর্ঘ প্রতীক্ষার পর তার মনের মানুষ টি আসে ,তখনই এরকম,কথা,সুর ও তালের সংমিশ্রণে আসে আবেগ ভরা এই গান ।
Apurba ! Maan bhore gelo !
দিদি, খুবই সহজ ভাবে আপনি বুঝিয়ে দেন। আমরা যারা একটু বেশি বয়সে গান শিখছি, বিশেষ করে তাদের কাছে আপনি এক অসাধারণ পাওয়া। অনেক অনেক ভালো থাকুন দিদি। 🙏
আমার হৃদয়ের কথা,,আমি মুগ্ধ গান শুনে 🙏
সাবধানে থেকো তাড়তাড়ি সুস্থ হয়ে ওঠো,সম্পূর্ণ শুনে গেলাম 👍দিয়ে খুব সুন্দর হয়েছে
This is 2020 in the middle of pandemic - but this song still brings a great solace to our heart!!!
google -------- faithfreedom ali sina challenge
google ------ faithfreedom ali sina articles
google ------- internet archive ali sina debates
এইসব গান কখনো মুছে যাবে না।যুগে যুগে অমর হয়ে থাকবে।
Guntur premier gaan
আকাশে বৃষ্টি আসুক,
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে;
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের পরে॥
ওঁকে ভারতরত্ন দেওয়া হয় নি বলে মনে ক্ষোভ ছিল। আছে। এই কণ্ঠ অমরত্ব লাভ করেছে।❤❤❤❤❤❤❤❤❤❤
SE TO KISHORE KUMAR O PAINI... MANUSHER HRIDAYE ACHE
কতদিন পরে এলে
কতদিন পরে এলে
একটু বসো
কতদিন পরে এলে
একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন
কতদিন পরে এলে
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন
কতদিন পরে এলে
একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন
কতদিন পরে এলে
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা
সেই পথ তেমনি আছে
সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন
কতদিন পরে এলে
একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন
কতদিন পরে এলে
লিরিকঃ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Khub sundor kore poribeson korlen...... thank you very much
কতদিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো
পুরস্কার দিয়ে কোনো একটি শিল্পীর উৎকৃষ্ট বা নিকৃষ্ট স্থান এর মূল্য বিচার করা বড় ভুল.... তিনি কত মানুষ এর হৃদয় কে আজও স্পর্শ করে সেটাই বড় কথা 🤷
2
@@banidey5332 👍
নাইবা পেলেন কোনো জাতীয় সম্মান, হেমন্ত মুখোপাধ্যায় কতদিন পরেও কত মানুষকে চুপচাপ বসিয়ে কত কথা শোনাবেন, সেটা কি কম পাওনা?
❤️❤️❤️😞😞🙏🙏🙏
Googles bolche uni Padma samman nite aswikar koren.
2 to national awarad peyechilen tini playback singer hisebe....Music director hisebe filmfare award peyechen 'Naagin' movie te durdanto composition er jonne..jodio bombay te tini under utilised but Bengal e all time no.1 singer....❤️❤️❤️
Prize does not gives more pride to the genius, they don't bother and people also don't bother. Prizes are pride for the medocre with less talent
Uni du baar padmashri firiye diyechen
প্রথম ভালোবাসা,মন কেমন কেমন করা, অন্যরকম অনুভব।
বাংলার গর্ব ❤❤❤❤❤❤❤
আবেগ ও অনুভূতিতে প্রচন্ড নাড়া দেওয়া একটি গান।
কিছু কিছু লোক আছে , গানে আর সুরের মাঝে, গরম গান আর ঠান্ডা গান খুঁজে পায় । কিছু আছে, তালে তালে কোমর দুলিয়ে নাচতে হবে , তাল ধীর লয়ে হলে, গান ভালো না। শুধু সল্প সংখ্যক লোক আছে, মনের দুয়ার খুলে, কান পেতে, গানের কথাগুলি শ্রবণ করে আর সুরের মূর্ছনায় কোথায় যেন হারিয়ে যায় । আমি ঠিক তাদের দেলেরই একজন । অনেকগুলো ভাষাভাষীর ভারত। সঙ্গীত জগতে ভারতের চেয়ে শ্রেষ্ঠ কোন দেশ আছে বলে মনে হয় না। ওস্তাদ সুরকার গীতিকার ও গায়কের কোন অভাব নেই । আজীবন গান শুনে ও শেষ করা যাবে না । যাই হউক, সুপরিচিত শ্রেষ্ঠ গায়কদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় ও একজন । আজীবন শ্রদ্ধা ও ভালবাসা থাকবে ।
১. কতদিন পরে এলে ২
একটু বসো, ঐ
তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো ঐ
২.আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেপে ঝড়ে-২
সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি যেন ঐ
৩.জীবনে যে পথ আমার ছিলো গো তোমার ছায়ায় আকা ২
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন ঐ
অসাধারণ ভাষার ব্যবহার ও তার সঙ্গে গায়কী কি অপুর্ব সংযোজন ,মন কারা কালজয়ী গান ।
This is what pure music sounds like.
❤️❤️❤️❤️
google -------- faithfreedom ali sina challenge
google ------ faithfreedom ali sina articles
google ------- internet archive ali sina debates
অসাধারণ ❤
চিরকালের অবহেলিত পুজার ফুল হলেন নজরুল।তিনি যেন মানুষের হৃৎপিন্ডের অক্সিজেন।
সেই ছোটবেলা থেকে এই গানটি যে কতবার শুনেছি তার কোনও হিসেব নেই। কখনও পুরোন লাগে না। ❤
এই গান টার কথা গুলোজীবনের সব হিসাব বুজিয়ে দেয়
"জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন? "
🙂🙂❤❤
প্রিয় তোমাকে অনেক কথা বলার ছিলো, বলতে পাড়ি নি😭 তোমার কাছে গিয়ে সব ভুলে যেতাম,,আজো মন খুলে বলা হলো না মনের কথা,আর জীবনে বলা হয়তো সম্ভব না।তুমি যেখানে থাকো ভালো থাকো,,তোমাকে এখনো আগের চেয়েও বেশি ভালোবাসি
Hemanta kaka take our proname. A son of ma saraswati a heavenly tone.. abar bangla te nutan kore janamo nao
শরির শিহরিয়া ওঠে এই গান শুনে গিতিকার কে অনেক ধন্যবাদ
What a magnificent , awesome voice !! This is the UNPARALLEL , GOLDEN voice of my and ours most beloved, most fespected singer the GREATEST. Singer of INDIA -- HEMANTA MUKHERJEE or HEMANT KUMAR.
বিখ্যাত গজল শিল্পী জগজিৎ সিং হেমন্ত বাবুর গানের একান্ত অনুরাগী ছিলেন, আপনারও নিশ্চয় জানা থাকবে, একাকিত্বে উনি ওঁর গান গুলো গাইতেন, একটা টিভি ইন্টারভিউতে খালি গলায় বেশ কয়েকখানা গান গেয়ে শুনিয়েও ছিলেন, এঁরা আমাদের গর্ব, পরিচয়,
আজ তো খুঁজতে হয়।
হ্যাঁ বিচ্ছেদেই বোধহয় প্রেমের পূর্ণতা পায়, কাছে আসলেই অবহেলার কালো আঁধার ভিড় করে.
আজও অপেক্ষায়😊❤
আহা কোথায় গেল সেই দিন যখন ৭০/৮০/৯০ দশকে নৈশ পরিবহনে কুষ্টিয়া থেকে ঢাকা যাতায়াত করতাম তখন ক্যসেট প্লেয়ারে হেমন্তের এই গান গুলি শুনতে শুনতে ঘুমিয়ে যেতার আবার এই গান শুনে ঘুম ভেঙে শুনতে শুনতে ঢাকা পোঁছেযেতাম।
১২/১৩ বছর বয়সে শুনা গান... তখন এর অর্থ বুঝতাম না। এখন এই গান শুনলে চোখ অজান্তেই ভিজে যেতে চায়!!!😢
এটাই বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক
পৃথিবী তে, আল্লাহ, আমাদের কে, সৃষ্টির এই কুলে পাটিয়েছেন, পরিক্ষার প্রান্তরে,
এখান থেকে, চলে যাওয়ার সময় সবাই তো পূর্ণতা অর্জন করে যেতে পারে না,, শেষ বিদায়ের কালে,
অসাধারণ গান,শতকোটি প্রনাম।
আর একবার ফিরে এসো এই ধরণীর বুকে,এ পৃথিবী আজ সুর হারা
এমন কিংবদন্তি কালজয়ী কন্ঠ আর হয়তো আসবে না।
WE DO NOT KNOW WHETHER THAT DAY WILL COME OR NOT to hear again this TYPE heart touching song
যতবার শুনি নুতন লাগে। এ গান কোনদিন পুরানো হবে না।
কতদিন পরে এলে...
কতদিন পরে এলে একটু বসো ...
কতদিন পরে এলে একটু বসো ...
তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো...
কতদিন পরে এলে...
Music
আকাশে বৃষ্টি আসুক,
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে...
Short Music
আকাশে বৃষ্টি আসুক,
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে...
সেই ঝড় একটু উঠুক,তোমার মনের ঘরে,
বহুদিন এমন কথা বলার ছুটি,পাইনি যেন...
কতদিন পরে এলে একটু বসো ...
তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো...
কতদিন পরে এলে...
Music
জীবনের যে পথ আমার,
ছিলো গো তোমার ছায়ায় আঁকা...
Short Music
জীবনের যে পথ আমার,
ছিলো গো তোমার ছায়ায় আঁকা...
সেই পথ তেমনি আছে,সবুজ ঘাসে ঢাকা,
চেনা গান বাজলো যদি,
বেজেই আবার থামবে কেন ?...
কতদিন পরে এলে একটু বসো ...
তোমায় অনেক কথা বলার ছিলো যদি শোনো...
কতদিন পরে এলে...
-----------------
গানের কথাঃ কতদিন পরে এলে একটু বসো...
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়,
-----------------
🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...
-----------------
-----------------
আল বিদা...
Uploaded by Moinul Jibon
আশির দশকে শুনছি এখনও শুনছি।নব যৌবন ফিরে পাই যেন।
মনের অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এই গান।
one & only music composer of instrument & vocal with versatile combination !!!
google -------- faithfreedom ali sina challenge
google ------ faithfreedom ali sina articles
google ------- internet archive ali sina debates
মনে করিয়ে দেয় ছাত্র জীবনের কথা। যখন ৮০ এর দশকে খুব বেশি শুনতাম।
তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে যে তাহা শুনি।🖤🤍
Unbelievable art of singing by the two legends.Feel good and proud
এক সময় এই গান শুনে বঙ্গবন্ধু কে কল্পনা করতাম। মনে মনে কল্পনা সাজাতাম বঙ্গবন্ধু যেনো ফিরে এসেছে আমার কাছে। আমি যেনো এই গানের মতো ভাষায় বঙ্গবন্ধুকে বলছি।
জানি ধুলির ধরা তাঁকে আর পাবো না। কিন্তু কল্পনা সে বাস্তবতা বুঝতে চায় না।
আদর্শের সম্পর্ক যার সাথে সে মনের গভীরে অথবা অবচেতন মনে কেমন করে যেনো জীবিত থাকে। হারায় না কখনো। কারণ মানব দেহের মরন আছে, আদর্শের মৃত্যু নেই।
এই সব গান শুনলে মনের রোগ সেরে যায়