Omon Kore jeo Na Go Tumi ( Film- Eman)
Вставка
- Опубліковано 6 лют 2025
- It is not intended to violate copyrighted material, which all belongs to its respective owners
Omon Kore jeo Na Go Tumi ( Film- Eman) Singer-Abdul Jabbar & Runa Laila.Act- Washim & Shabana.
ওয়াসিম -শাবানা অভিনীত৷ এই ছবিটি ওয়াসিমের প্রতি আমার গভীর অনুরাগ সৃষ্টি করে, তাঁর মৃত্যুতে বারবার মনে পড়েছে এই গানটি। প্রেমের অকৃত্রিম বিশ্বরূপ এই গানটিতে অনুভব করতে পেরেছি।
একটি মেয়ে কতটুকু নিজেকে ছোট ভাবতে পারে এই গানটিতে আছে, এই জাতীয় মনোভাব হলে সে শুখি হয়!তারপ্রমান রেখে গেছে এই গানে!আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপলোড দেয়ার জন্য।
HaAaaa Aa
£@
A
শুখী না, সুখী। লিখতে হবে
Oi jamanata meyeder jonno kothin e chhilo.. ei jomana diye bichar korle hobe na...
স্কুল কলেজ জীবনের ক্লাস ফাঁকি দিয়ে দেখা অসাধারণ সব মন কাড়া ছবি। তখন এই ছবিগুলো দেখে নিজেকেও নায়িকা মনে হতো। এইসব সামাজিক ছবিগুলো আর নিরমান হয়না বলেই মানুষেরা আর হলমুখো হয়না। অপূর্ব সব মেলোডি গান। গানগুলো আজো মানুষের অন্তরে গেথে আছে। আজো এইসমস্ত গান শুনলে মন কেমন করে। কখনোই এসব গান পুরনো হবেনা।
hm
আসলেই
অসাধারণ। যতবার শুনি ততবার শুনতে মন চায়।
ভাই আমার ও মনের কথা
আহ!😳😳😳😳😳😳😳
এই গানগুলোর কদর আজীবন থেকে যাবে। গানগুলো শুনলে কৈশোরের স্মৃতিকে মনে করিয়ে দেয়। হয়তো সেই দিনগুলোতে ফিরে যাওয়া সম্ভব নয় কিন্তু স্মৃতিতে থাকবে আজীবন।
চমৎকার সুর, চমৎকার গায়কী। রুনা লায়লার সে কী সমৃদ্ধ কন্ঠ, অসাধারণ। আব্দুল জব্বারের সাথে রুনা লায়লার আরো ডুয়েট হতে পারত। এ গানটি যুগ যুগ বেঁচে থাকুক। গানটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
These songs brought back my teenage memories. I used to take french leave from school to watch these films. When came back home, you know what happened then. I never thought I could again enjoy these songs . Thank UA-cam .
Superstar Wasim and Beauty queen Shabana ..what a pair it was !! Mind blowing !
ক্লাস ফাঁকি দিয়ে পানের দোকানে বই রেখে দুপুরের শো দেখার জন্য ট্রেনে গাইবান্ধার মায়া সিনেমায় ছবি দেখে স্কুল ছুটির পর বই নিয়ে বাড়ী ফিরতাম। হায়রে কৈশোর!!এখন বার্ধক্যের দ্বার গোড়ায় দাড়িয়ে সেই সোনালী অতীত রোমন্থন করি। আর কি হবে ফেরা 😭😭😭!
Nice commrnts
YES, you are right. I am from Sirajgonj did the same thing.
ভাই আপনাকে ধন্যবাদ পুরাতন কথা মনে করে দেওয়ার জন্য
সে দিন আর আসে না
আমাদের জিবনেই যদি অতিত ফিরে আসে তাহোলে আমাদের সন্তান দের কিহবে?তাছাড়া, অতিত কখনো ফিরে আসেনা বলেই তা এতো মধুর হয়।
নায়ক ওয়াসিম একদম অসাধারণ অভিনয় জাতীয় পুরস্কার পাওয়া উচিত এবং সেরা জুটির নায়ক ওয়াসিম ও শাবানা এদের দুই নারী জাতীয় পুরস্কার পাওয়া উচিত
আগেরকার মানুষের শরীর ঠান্ডা ছিল। যেকারণে যেমনি গান তেমনি নাচ কী অসাধারণ। আর এখন মনে হয় শরীরে আগুন লাগলে যেভাবে নাচানাচি করে ঠিক তেমনি। আর গানের কথা বলবো কী। দেখে দেখে গান গায়। তাই সুরের প্রয়োজন হয় না।
😂😂😂😂😂😂
Thanks
Thik
😀😀😀
🤣🤣🤣🤣🤣🤣
আহা,,,আহারে কি দারুন গান শুনে আমার মনটা শীতল হয়ে গেছে,,,, u,a,e থেকে
কৈশোরে স্মৃতি কি ভুলতে পারি! ঈমান ছবি দেখতে গিয়ে মানুষের ভীর ময়মনসিংহ ছায়াবাণীতে টিকেট কাউন্টার এ কি মারামারি। তবু ছবি দেখতে হবে" দেখে আসছি। সে কালের দিনগুলোতে ফিরে তাকালেই কী পাব।
ওই দিনগুলাই খুব ভালো ছিল মনে হলে খুব কষ্ট হয়
বাংলাদেশের বিশাল সঙ্গিত সম্পদ আবদুল জব্বার আংকেল
এক কথাই অসাধারণ।বর্তমানে চলচিত্র/মুভিতে এধরণের গান আর কোন দিনও আসবে না। এক কথাই বলতে গেলে বলতে হয় যে, যতো দিন রবে পদ্মা, মেঘনা, যমুনা ততদিন রবে আমাদের এই পুরনো দিনের সুন্ধার সুন্ধার গান।
Nayem Kazi
নিখাদ সত্যি।
Old is gold.
সুন্দর গান
@@techliner9955 অসাধারণ পুরনো দিনের গান, খুব সুন্দর।
2050 সালে যারা গানটি শুনবেন। তারা যেন বাংলার এই গানগুলোকে কখনো অমুল্যায়ন না করেন। কারন এই গানগুলো আমাদের রক্ত মাংসের সাথে মিশে আছে
সত্যি অসাধারণ এই গানটি যা ব্যাখ্যা করা সম্ভব নয়---এটাই ভালোবাসার নিদর্শন।
Rahivsa
গানটি কতো ক্রেজ ছিল এককালে। কতো জনপ্রিয়। কেবল আশির দশকের তরুণরা বেতারে এই গানটি শোনার জন্য হাজার হাজার চিঠি দিয়ে অনুরোধ পাঠাত।
আমিও তখন অনুরোধের আসরে অনুরোধ করেছি।
অসাধারন এসব গানের শিল্পীদের সুরের মুর্ছনা কতটা জনপ্রিয় তা বলার অবকাশ নেই। এখনো এ গান গুলোর সমান জনপ্রিয়তা বিদ্যমান।
দিনাজপুর মডার্ন সিনেমা হলে এই ছবি দেখেছিলাম বিশুদ্ধ বিনোদন এখন সবই অস্থির
কী অসাধারণ গান ! যত শুনি ততো মুগ্ধ হই। আর পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাই। শৈশবের কথা মনে পড়ে যায়। শিল্পী রুনা লায়লার কন্ঠ আরো মধুর লাগে।ধন্যবাদ সোনালী প্রোডাক্টসকে।
এই ছবিতে অভিনয় করে পুরস্কার পাওয়ার কথা ছিল ওয়াসিম ভাই এর কিন্তু চলচ্চিত্র ম্যানেজমেন্ট তাকে ঠকিয়েছে ওয়াসিম ভাই সেটা ভুলতে পারেনি।
সেই আশি দশোকের ছবির গান এখন আর ফিরে আসবে না। এত এত বছর পর শুনলাম।
Super star Wasim and beauty queen Shabana
Excellent.
বাংলাদেশের বিশাল সংগীত সম্পদ।
ওয়াই ফাই এবং ইউ টিউব আবিস্কারক কে ধন্যবাদ। হারিয়ে যাওয়া স্নৃতি গুলোকে আবার ফিরিয়ে দেবার জন্য। গভীর কষ্টবোধ ও নেহায়েত কম নয় কারন পুরোনো স্নৃতি ভীষন কষ্টের।
নেহায়েত মানে কি ভাই ???
Mezba Rhaman100%সত্য
বেলেছেন।
অনেক সৃতি, অনেক-অনেক না
বোলতে পারা কষ্ট গুলো মনের
পাতায় ভেসে উঠে, যা কোনদিন
বোলতে পারিনি, আর কোনদিন
বলা হবেনা।যা বুকের ভিতরটায়
জীবন্ত এক কবর হোয়ে রোয়ে
গিয়েছে। সত্যিই আমাদের
তখনকার দিন গুলো কত
পবিত্র ছিল। তখন কার।গান
গুলো দেখলে শুনলে নিজের
অজান্তেই বুকের ভিতরটা ভারী
হোয়ে উঠে, দুচোখ৷ দিয়ে জল
গোরিয়ে পরে।
ইউটিউব এর আবিস্কাকর হলো জাভেদ বাংলাদেশী জার্মানী ছেলে
শাবানা কোন সিনেমার নাইকা হলে তিন ঘণ্টা অনায়াসে পার করতে পারি। তার সাথে ওয়াসিম এর অসাধারণ অভিনয় ও গান টা বার বার সিক্স _এইট পর্যন্ত সময় গুলোর কথা বেশি মনে পড়ে।
কি অসাধারন গান শুনলে শরীর শিহরিত হয়ে য়ায়। গানের কথা অনেক সুন্দর। অার সুরকার চমৎকার সুরারোপ করেছেন।রুনা ম্যাডাম অার জব্বার ভাইয়ের কন্ঠে একটি কালজয়ী গান।
দারুণ ! অনেকদিন পর শুনে বেশ লাগছে !
এই সুন্দর গান আর গৌরব মই but বর্ত মানে শিল্পী যে গান গায় সে কি বলবো
শাবানা ম্যাডাম এবং ওয়াসিম অসাধারণ অভিনয় করেছেন ঈমান ছবিতে।
আহা আহা দারুণ দারুণ।
কুদরত ছায়াছবি দেখলাম সুন্দর একটা সিনেমা দেখে ভাল লাগলো, বারবার দেখলেও মন ভরবে না। রাজ দুলারী, রাজ মহল, ডাকু মনসুর, সুলতানা ডাকু, বাহাদুর, তিন বাহাদুর, বন্দুক, বে রহম, বুলবুল এ বাগদাদ, কোরবানি, শাহাজাদী গুল বাহার ছায়াছবি গুলি দেখতে চাই।
আব্দুল জাব্বার গানের রাজ্যের রত্ন ছিল আজিবন থাকবেন... হাজার সালাম
ওয়াসিম ভাই ওমন করে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবিনী দোয়া রইলো
স্কুল পালিয়ে দেখার মধ্যে এইটি অন্যতম ছায়াছবি।যত বার দেখি আর তত বেশী দেখতে মন চায়।কত পরিচ্ছন্ন গান।
ঈমান ছবিতে ওয়াসীম তিনটা চরিত্রে অভিনয় করেছে অসাধারণ গল্প
বাংলাদেশর আর কোন নায়কের পখে সম্ভব নয়।
আমি,1996সালে, ঈমান,ছবির, পরিচালক,মমতাজ,আলী, সাহেবকে, জিগ্গেস, করলাম,দাদা,ভাই, আপনার, পরিচালনা, কয়েকটি,ছবি, দেখছিলাম, খুব, ভাল, লাগছে, দাদা,ভাই।এক,ছবি,বানা,না, কেন,উনি, রাগান্বিত,হয়ে,বলল,সেই, পরিবেশ নাই। এবং অনেক, কিছু, হারিয়ে, গেছে।
আমার প্রিয় নায়ক ওয়াসিম
এর ছবি গুলো খুবই ভালো লাগতো
মহান আল্লাহ্ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।
পরিচালক মমতাজ আলীর পরিচালনায় সুপার ডুপার হিট মুভি।
এই গান গুলি শুনলে চৌদ্দ পনের বছর বয়সে চলে যাই।সত্যি সোনালী দিনের গান
কেন জানি মনে হয় এখন কার শিল্পীরা কিভাবে গান গায় যা হৃদয়কে কম্পিত করতে পারেনা ধ্ন্যবাদ নিখুত গায়ক, গায়কিকে।
কি এক অসাধারন গান। এই গানের গীতিকার বিরাট প্রতীভার অধিকারী। অার যিনি সিনেমার কাহীনির সাথে মিলিয়ে এই গানের সুরারোপ করেছেন তাকে ধন্যবাদ। অাঃ জব্বার সাহেবের বরাট কন্ঠের সাথে রুনা ম্যাডামের কন্ঠের অপুর্ব সমন্বয়। অার ওয়াসিম ও শাবানা ম্যাডামের অভিনয় ভঙ্গিমায় সুন্দর একটি গান স্মৃতি হয়ে থাকবে।
Afzalul Haque
Comment are right.
আমরা যখন এ ছবি টি দেখি তখন চিঠি ছাড়া যোগাযোগ মাধ্যম ছিল না। অনেক কস্ট টে বন্ধু দের সাথে দেখা করতে হতো।রংপুর ।
এই গান শুনে হারানো দিনের কথা মনে পড়ে যায়।
প্রিয় জাহিদ ভাই অনেকদির পর আপনার চ্যানেলে আসলাম। পুরোনো স্মৃতিগুলোকে আলিঙ্গন করতে আসলাম, দুঃখভরা জ্বালময়ী ভালোবাসাগুলোকে অনুভব করলাম , জানিনা কতোদিন বেঁচে থাকবো। একদিন তো চলে যেতে হবে 😢😢😢😢
জাকির ভাই ভালো আছেন যতদিন বেঁচে থাকবে এসব গান আশা করি শুনেই যাব খুব ভালো লাগে। আপনারও জাহাঙ্গীর ভাইয়ের আমি খুব ভক্ত আপনাদের দুজনের চ্যানেলে আর ভিডিও আপলোড হচ্ছে না কেন ?
যতবার শুনি আরও শুনতে মন চাই
শাবানার ওয়াসীম চির জুটি ঈমান ছায়া ছবি গান শুনলাম খুব সুন্দর লাগছে অমন করে বলো নাকো তুমি বুকে আগুন জালিয়ে ওনা তুমি এইগান টা ঠান্ডা মস্তিকে শুনলাম ইন্টারেস্টিং ফাইলাম আর চোখের জল আসে কারণ ওয়াসীম এই মায়ার বাধন ছেরে চলে গেলেন আল্লাহর হুকুমে দোয়া করি আল্লাহ পাক জান্নাত নসীব করেন আমীন 😛😃😄🤑😆🧡💜💗💙❤️💓👍
কি অসাধারন লিরিক্স এবং মেলোডি!!!!
জীবনে এই দিন গুলো কি আর ফিরে আসবে,একটা সময়ে অপেক্ষা করতাম কখন নায়ক ওয়াসিম এর ছবি মুক্তি পাবে,আর আমরা বন্ধুরা এক সাথে দেখতে যাবো হলে।
কি সুন্দর মেলোডি মিউজিক দুর্দান্ত সুর ওয়াসিম তখন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন পরিপূর্ণ নায়ক
বলাবাহুল্য আগেকার দিনের গান শুনলে এখনো শুধু শুনতেই মনে চায় এত ভালো লাগে যে খুব অতীত মনে পড়ে যায়
খুব সুন্দর অসাধারণ , বার বার শুনতে মন চায় ।
ঠিক বলেছেন ভাই
Beautiful what a romantic lyrics
অসাধারণ 40-50 বছর পরে গানগুলি শুনলে সেই পুরনো দিনে ফিরে যাই অসাধারণ
শিল্পীর নাম,গিতিকার,সুরকার,ছবির নাম এইসব উল্লেখ থাকা উচিৎ ।
সৈয়দ আব্দুল হাদী স্যার এর সাথে রুনা লায়লা ম্যাডাম এবং আব্দুল জব্বার সাহেবের সাথে রুনা লায়লা ম্যাডাম এর গান এতো কম কেন?
এ সমস্ত গানগুলো আমার খুবই প্রিয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🌹🌹🌹🌹
Old is. Gold.. পুরানো গান , শুধুমাত্র স্মৃতি , হয়ে আছে
অসাধারন!চির নবীন!
আলী আসমা অংশিদার সমাধি মা সখি তুমি কার সবুজ সাথী নাগর দোলা মিন্টু আমার নাম আগুন চ্যালেঞ্জ প্রেম নগর অন্ধ বধু নালিশ কসাই কেউ কারো নয় রাজ মহল মহল শাহী কানুন সিনেমা গুলো আপলোড দিবেন প্লিজ ভাই।
আমি,এই,ছবি, আটবার, দেখেছি শক্তি মানছবি, মমতাজ আলীর শ্রেষ্ঠত্ব ছবি।
Sper duper hit juti Wasim and Shabana. Epic song.
সাদা কালোর সময় সিনেমাগুলো পরিবার নিয়ে দেখা যেত, যা এখন মোটেও সম্ভব না। আমিও ক্লাস ফাঁকি দিয়ে বন্ধু মঈন এর সঙ্গে দেখেছিলাম শাহীন সিনেমা হলে। আজ সবই স্মৃতি......
Oshadharon runa laiyar gaan.ditiyo Runa laila ar ashbe naa.!!!
শিল্পী আবদুল জব্বার এবং রুনালাইলা অসাধারণ গান।
এত সুন্দর কথা আর এত মিষ্টি সুর কী যে বলব!
আগের গান গুলি শুনে মন চায় আবার ফিরে যেতে ঐসব দিনগুলিতে।
অসাধারণ।
Mind Blowin g Song..
Runa Lila...The Melody queen.
মনে আছে খুব ছোট বেলায় ঈমান সিনেমার পোস্টার দেখে ছিলাম সদরঘাট এর কাছে হাতের ডান পাশে একটা সিনেমা হল ছিলো সন তারিখ মনে নেই খুব সম্ভব ৭৭ বা ৭৮ শনে
ওয়াসীম শাবানা জুটির ছবি গুুলি সুপার হিট ছিল
আব্দুল জব্বার এর মত এমন শিল্পী বাংলাদেশে আর জন্ম নেবে কিনা সন্দেহ !
অসাধারন একটি গান। চমৎকার
এই সোনালী দিন গুলো আর পাবো না কিযে ভাল লাগতো
হৃদয় ছোঁয়ানো গান। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এসব গান সকলের কাছে অমর হয়ে থাকবে।
Best song
100%sure
Such a song it is that once heard it leaves one kind of emptiness inside the mind for something divine!
আমার ছোট বেলার গান আহা কি অপূর্ব অসাধারণ অনুভূতি।
কোলকাতা থেকে ❤❤❤❤
এত সুন্দর। গান। পৃথিবীতেএক। বারই।হয়েছে। আর।হবে।কিনা। আমার। মনে হয়। না।আমাদের। হিরো। ওয়াসিম। ভাই। ও।শাবানা।। আপুর।অসাধারন। অভিনয়
Nice song
অসাধারন বলেছেন।
বাংলা চলচ্চিত্রের একটি অমর প্রেমের গান।
Devinne voice ♥️Much more difference between todays & that days.childhood memories return.
এই গান গুলি আমাকে অতিতের শৈশবে নিয়ে যায়
১৯৮৩ সালে ঈমান এই ছবিটা দেখেছিলাম তাও ইস্কুল ফাকি দিয়ে গানটা খুব অসাদারণ সেইসব স্মৃতি গুলো মনে পড়ে
১৯৮৩, কতো কাল আগের কথা
এক ভাই বলেছেন আব্দুল জব্বার বাংলাদেশের সম্পদ সাথে নায়ক ওয়াসিম আমাদের সম্পদ।
এত ভাললাগে এই গানগুলো র মধ্যে খালি হারিয়ে যেতে ইচ্ছে করে। অননত কাল ইচ্ছে করবে।
অসাধারণ গান সেই ছোট্ট বেলায় শুনতাম মামি মা ভাবি এদের খুব প্রিয় গান ছিল।
Wasim sabana wasim sabana doi joner chobi golo sera hoitu josim belen takhtu bole amra khob miss kori
ঈমান ছবিতে ঘোষিত চলচিত্র পুরস্কার ওয়াসিমকে না দিয়ে ছোট ও সংর্কীণো মানসিকতার পরিচয় দিয়েছে চলচিত্র ম্যানেজমেন্ট । আমরা এর তীব্র নিন্দা জানাই।
হৃদয় ছোঁয়ানো গান, এ ধরনের গান আর আসবে না, যত শুনি ততো মুগ্ধ হই।
আমার এই গানটি খুব প্রিয়। অনেক বার শুনেছি তবুও ভালো লাগে
কতই ভাগ্যবান আমরা,যারা ১৯৮০ এর দশকে জন্ম গ্রহন করেছি।
আমাদের ইস্কুলে হেদ সার আর মেডাম কে এরকম জুটি ভাবতাম আমি ১৯৯৫ সাল
সেই সোনালী দিনেৱ গানে এতো মধুর সুর আর গানেৱ কথা এমনি কৱে সাজানো মন পরান ভরে যায় ৷ যুগে যুগে গানগুলি অমৱ হযে থাকবে
যেমন গায়কি ডং তেমনি দ্রিশ্যাবলি।আমার সোনার গ্রামিন পথ ও প্রকৃতি সত্যি অপুর্ব সুন্দর আমার বাংলা।
কালজয়ী এসব গান চিরকাল থাকবে মানুশের অন্তরে।
কি অপরুপ ছবি ও গানের ভান্ডার ছিল আমাদের।
Absolutely beautiful !!!!!!!
তখন ছিল শিল্প -
শিল্পিরা ছিল চারিত্রিক সমৃদ্ধশালী।
এখন গৃণীত - নষ্ট।
রাজ্জাক, কবরী,ববিতা অভিনীত সিনেমার গানগুলো দেখতে ভালো লাগে,অন্যদের তেমন ভালো লাগেনা।
যতবারই শুনি ততবারই কান্না আসে কেন জানি না, আবেগে চোখের অশ্রু ঝরে।
অসাধারন জুটির অসাধারন গান।।
ঈমান, কুদরত, এই ২টি ছায়াছবি আমার দেখা , ছাত্র জীবনে হলে গিয়ে দেখে ছিলাম। রাজ মহল, রাজ দুলারী, ডাকু মনসুর , সুলতানা ডাকু বাহাদুর, বুলবুল এ বাগদাদ, আবে হায়াত বন্দুক, জালিম, বাহার, আন্দাজ, বে রহম, জানুয়ার সোনাই বন্দু ছায়াছবি গুলি দেখতে চাই দয়াকরে ডাউনলোড দিবেন।
সুপার স্টার ওয়াসীম
আমার ভালো লাগা সেরা ১০ গানের মধ্যে এটি একটি।
চির সবুজ গান। ইমান ছবির প্রতিটি গানই হৃদয় ছোঁয়ে যায়
H .