কবিতাঃ দ্বিধা দ্বন্দ্ব @মাহবুবুর রহমান সানি Mahbubur Rahman Sunny

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • হৃদয় স্পর্শী কবিতা ,
    মানুষ!
    -- মানুষ মরে গেলে পচে যায় ,
    অথচ আমি যেন- মরে গেলে বেঁচে যাই।
    লোকে বলে মানুষ কারণে অকারণে বদলায় ,
    কিন্তু আমি আমার আমি কোন কারণে না বদলাই!
    তবু এভাবেই বাঁচি ব্যাথাদের বুকে জড়িয়ে রাখি ;
    সুখের অসুখে সংক্রমিত হই নিজেকে নিজের ফাঁকি -
    জানি , জীবনের আমার আর অল্প কিছু বাকী।
    স্বার্থের দ্বিধা দ্বন্দ্বে কত আপন পর ,
    ঘর ভেঙে যায়- চোখ ভেজে তাই ; বিশ্বাস ও স্বার্থপর।
    কবিতারা ঘুম ভাঙ্গিয়ে খবর রাখে না ,
    কথাগুলো কবিতা হয়ে ছন্দে আনন্দে লুটায় না।
    কবিতারা চালাক হয়েছে কবিতাতেও ডর ,
    দিন টানেনা- রাত কাটেনা , অস্থিরতার বাড়ি ঘর।
    আমাকে আর টানেনা শহর, পাহাড়, জল কণা ,
    অথচ মানুষ নাভির উপর টেনে নেয় পথের কুকুর ; সাপের ফনা!
    অন্ধকারের পোষাকে শরীরে অবাদ সূর্যপাত ,
    বুকের কুসুমে উদয়ের প্রার্থনায় একটি বীজের আর্তনাদ।
    জানো , জবাবদিহিতা কমে গেলে-
    স্বেচ্ছাচারিতা বেড়ে যায় ;
    গণতন্ত্র কিংবা প্রেম-ভালবাসায়।
    যেমন, ভোট বিহীন সরকার -
    তার লুটপাট কাজ কারবার।
    আমলার যুগ- দল তৃণমূল বিমুখ ,
    পার্সেন্টেজের সুযোগ- নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য বৃদ্ধির অসুখ।
    বন্দুকের ব্যারেলে দেশ ,
    স্বপ্নের স্বাধীন সার্বভৌম স্বদেশ ।
    মানচিত্রের প্রতিটা রেখা যখন রক্তাক্ত সীমানা প্রাচীর ,
    আমজনতা হয়ে যায় তখন ,নিরাপত্তা বিহীন অন্ধ বধির।
    কোন ভাবে আর ভাল থাকেনা- ভাল নেই মন ,
    অস্থিরতায় কাটে; আমার কেটে যায় সারাক্ষণ।
    চোখ দুটো রোজ পুড়ে - সেই কবেই পুড়েছে মন ,
    এখন হৃৎপিণ্ড পুড়াচ্ছে- অদ্ভুত কুড়াচ্ছে জীবন!
    জীবনের ব্যয়ে আমিও যে ক্লান্ত ভীষণ ,
    স্বস্তির অভাব আমার ভবগুরে এ ভ্রষ্ট জীবন।
    বুকের ভেতর তুমুল তুফান বুকে বসত বাড়ি ,
    তবু বুকের মাঝে হেটে বেড়ায় , স্বাপ্নিক এক নারী।
    চিত্তে আমার আগুন জ্বালা- মন ফাগুনের খুঁজে ,
    পোড়া দেহ স্বস্তি পাবে ; হয়তো মৃত্যুর বুকে মাথা গোজে।
    জীবন টা মোর মূল্য বিহীন যেন , খুচরো পয়সাও মূল্য না ;
    জীবনের উদযাপনে আমি পাইনা স্বস্তি শান্তনা !
    #দ্বিধা_দ্বন্দ্ব
    19/05/2023
    ©️মাহবুবুর রহমান সানি
    আবৃত্তি মাহবুবুর রহমান টুনু
    আবহ আলমগীর ইসলাম শান্ত

КОМЕНТАРІ • 18

  • @chyafrin
    @chyafrin 2 місяці тому

    খুব সুন্দর,, নীল বর্ণ, নীলের
    মধ্যে, প্রবেশ করলে, টিক
    য়েমন টি আর দেখা যায় না,
    কবিতা টি খুব সুন্দর হয়েছে ধন্যবাদ,,

  • @kobitainasima5547
    @kobitainasima5547 Місяць тому

    মুগ্ধতা একরাশ ♥️👌

  • @NusratJahan-bj1gm
    @NusratJahan-bj1gm 2 місяці тому

    কবিতাটা অসাধারণ লেগেছে

  • @bisubsl
    @bisubsl 2 місяці тому

    অনেক ভালো লেখা
    এবং ভালো পাঠক

  • @mahbubhasan734
    @mahbubhasan734 2 місяці тому

    অসাধারণ

  • @skmujibar6453
    @skmujibar6453 2 місяці тому

    ❤❤❤ ধন্যবাদ দাদা ❤❤❤

  • @Keyas_vlog
    @Keyas_vlog 2 місяці тому

    চমৎকার

  • @jabirabdullah1260
    @jabirabdullah1260 4 місяці тому +1

    বুকের ভেতরের পিন্ডটা ঠিক থাকলে সস্তি ফিরে আসবে! বাহ অনেক দিন পর একটা মন জুড়ানো আবৃত্তি শুনতে পেলাম!

  • @Kathanwesh
    @Kathanwesh 4 місяці тому +1

    খুব কষ্ট হচ্ছে আবার মন ছুঁয়ে গেল।

  • @kobitarasor
    @kobitarasor 9 місяців тому +2

    খুব ভালো লাগলো। অপুর্ব আবৃত্তি পাঠ ❤❤❤❤

  • @chyafrin
    @chyafrin 2 місяці тому

    এসো তবে,,সবাই, মাগরিবের
    নামাজ, আদায় করি,, সুবহান
    আল্লাহ,, সময়, অপেক্ষা করে না,, আমরাই তো,,সময়ের
    অপেক্ষায় থাকি,, বসে,,

  • @bonnantr8927
    @bonnantr8927 11 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-if6od5ju6dFaRhAn
    @user-if6od5ju6dFaRhAn 3 місяці тому +1

    অসাধারণ আবৃত্তি

  • @zahangiralom4846
    @zahangiralom4846 Місяць тому

    আহা! বিরহ!

  • @RakibHasanofficials
    @RakibHasanofficials 4 місяці тому +1

    খুব ভালো হয়েছে

  • @akmsazzadhossaindawn
    @akmsazzadhossaindawn 4 місяці тому +1

    কবিতা গুলো মনে হয় আমার মতন লোকদের শান্তণার বাণী

  • @nurnaharbegum4383
    @nurnaharbegum4383 6 місяців тому +1

    ❤❤❤

  • @JahidHasan-k8z
    @JahidHasan-k8z 3 місяці тому

    Sundor