Ami Ki Rupo Herinu // Harmonium Tutorial // আমি কি রূপ হেরিনু // Bangla Kirtan // কীর্তন
Вставка
- Опубліковано 29 лис 2024
- Ami Ki Rupo Herinu // Harmonium Tutorial // আমি কি রূপ হেরিনু // Bangla Kirtan // কীর্তন
About This Song:
Lyric : Dwijobhim.
Tune : Traditional.
Category : Harmonium Tutorial Of Bangla Kirtan.
This video is only for educational purpose.
★★★এই গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এই গানের মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত।কেবলমাত্র শিক্ষার উদ্দেশ্যেই এই টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হয়েছে।ভিডিওটি তৈরি করার পিছনে কোনও রকম বাণিজ্যিক উদ্দেশ্য নেই।
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
★★★এই গানটিতে শুধুমাত্র স্বরলিপিটি তৈরী করা ছাড়া গানটির আর অন্য কোনও ক্ষেত্রে আমার কোনও প্রকার বিন্দুমাত্র ভূমিকা নেই।বোঝানোর জন্য যে অংশগুলি গাইবার চেষ্টা করেছি তা আমার ধৃষ্টতা;একথা সর্বদা স্বীকার করি।স্বরলিপির নির্ভুলতা কণামাত্র দাবী করি না।ভুল গুলি অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে সাহায্য করুন।ধন্যবাদ।
🙏🙏🙏🙏
Facebook / sisupaal.sisupaal
Twitter : Gi...
Instagram : / giridhari_karmakar
#amikirupoherinu #kirtan #srikrishna
খুবই ভালো হয়েছে দাদা
ধন্যবাদ।
🙏🙏🙏
হরিবল...।
অংখ্য ধন্যবাদ আপনাকে !
দাদা নমস্কার,এই গানটার টিওটোরিয়ালটা জাস্ট অসাধারণ।ভগবানের গুন কীর্তন করার চেয়ে শ্রবন ভালো,শ্রবনের চেয়ে শেখানো উত্তম,যা আপনি করছেন।ভগবান আপনার প্রতি অবশ্যই প্রীত হচ্ছেন।
জয় শ্রীকৃষ্ণ,,,,
জয় শ্রীগুরু,,,
🙏🙏🙏🙏
Durdanto
অপূর্ব!
চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
🙏🙏🙏🙏
জয় জয় শ্রী গুরু,প্রেম কল্পতরু। গুরু বন্দনাটা দেওয়ার অনুরোধ রইল।
আপনার উল্লিখিত গানটি অবশ্যই দেবো।অনু্গ্রহ করে কয়েকদিন সময় দেন।চ্যানেলটির সঙ্গে থাকুন।আন্তরিক শ্রদ্ধা জানাই।
🙏🙏🙏🙏
এই পদাবলীটার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আহা ভীষণ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ স্যার🙏
শ্রদ্ধা জানবেন।আপনাকে স্বাগত জানাই।
🙏🙏🙏
@@lifetraveltune আবারও বলি, কি এক পাগল করে দেওয়া গান শেখালেন আমায় গুরুজী। ঈশ্বর এবং আপনার প্রতি আমার অনন্ত কৃতজ্ঞতা। এরকম আরও কীর্তন গানের প্রতীক্ষায় পথ চেয়ে বসে রইলাম স্যার🙏
নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো।শ্রদ্ধা জানাই।
🙏🙏💐💐
Nice lesson
ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
🙏🙏🙏🙏
নমস্কার স্যার খুব সুন্দর একটি কীর্তন দিয়েছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার অনেক ধন্যবাদ আপনার কাছে একটি অনুরোধ রইল সু স্বাগতম সুস্বাগতম শ্রী শচীনন্দন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ স্যার এই গানটি দেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏🙏
"সুস্বাগতম শ্রীশচীনন্দন" এই গানটির পূর্ণাঙ্গ কথা এবং সুর আমি কালেক্ট করতে পারছি না দাদাভাই।আপনার কাছে যদি থেকে থাকে অনুগ্রহ করে আমার ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান।নিশ্চয়ই দেবো গানটি।ধন্যবাদ।
🙏🙏🙏🙏
জয়ভগবত গিতে এই গানের সরলিপিদিলে ভাল হয়
নিশ্চয়ই দেবো।সঙ্গে থাকার অনুরোধ জানাই।
💐💐
Dada darun pls ganer lyrics ta din
lyric টা দিয়েছি তো মনে হয়!
স্যার- আমার অনুরোধের গানটা দিলেন না তো ।গানটা ছিল "তুমি আসল তালকানা বধূ পিড়িত জানোনা"
অনুগ্রহ করে কয়েকদিন সময় দেন।একটু চাপের মধ্যে আছি।অবশ্যই দেবো গানটি।প্লিজ সঙ্গে থাকুন।ধন্যবাদ।🙏🙏💐💐
এ দুনিয়া রংয়ের মেলা গানটি র স্বরলিপি দিলে উপকৃত হবো। নমস্কার।
আপনার উল্লিখিত গানটি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো।অনুগ্রহ করে চ্যানেলটির সঙ্গে থাকুন।আন্তরিক ধন্যবাদ জানাই।
অষ্টম প্রহর নাম কীর্তন হওয়ার আগে মহাপ্রভুর অধিবাস কীর্তন হয় এই অধিবাস কীর্তন এর টিউটোরিয়াল দেয়ার জন্য অনুরোধ করছি
অধিবাস সংকীর্তনের টিউটোরিয়াল নিশ্চয়ই দেবো।সঙ্গে থেকে অনু্প্রেরণা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
🙏🙏🙏💐💐💐
অনেক ধন্যবাদ দাদা। নমস্কার! দয়া করে অদিতি মুন্সী র গাওয়া মরিব মরিব সখী কীর্তনটির টিউটোরিয়াল টি দেবেন।
এই কীর্তনটির টিউটোরিয়াল এই চ্যানেলে আগে দেওয়া হয়েছে।অনুগ্রহ করে ভিডিও গুলি দেখুন।ধন্যবাদ।
🙏🙏🙏🙏
বাকি অন্তরা দুটির কথা ও সুর দিলে ভালো হতো
আমি দুঃখিত।পরবর্তীতে দেখছি।ধন্যবাদ।🌹🌹💐💐
ওরে কমলার নাচনে বাগিচার পিছনে গানটির একটি টিউটোরিয়াল দেবেন স্যার🙏
আপনার উল্লিখিত গানটি শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি। অনুগ্রহ করে চ্যানেলটি সঙ্গে থাকুন। আন্তরিক ধন্যবাদ জানাই।
Ei kirtan er kotha din puro ta pls 🙏
To make lagche vari chana hermonium saralipideben sir
অবশ্যই দেবো গানটি।অনু্গ্রহ করে চ্যানেলটির সঙ্গে থাকুন।আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
🙏🙏🙏
দাদা এই গানের পরবর্তী অংশ টা যদি দেন তাহলে ভালো হয়। নমস্কার
গানটির পরবর্তী অংশ নিশ্চয়ই দেবো।অনু্গ্রহ করে চ্যানেলটির সঙ্গে থাকুন।আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
🙏🙏🙏
sirBakiKathaguliKothyaypabodayakorediben
Puro lyrics ta dile valo hoto
হ্যাঁ,,,,, একথা আরও কয়েকজন বলছেন।দেখছি এই কীর্তনটির আরেকটি খন্ড তৈরী করে পুণরায় যাতে দেওয়া যায়।আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।সঙ্গে থাকুন।
🙏🙏🙏🙏💐💐💐💐
Jomuna ai ki tumi shai jomuna probahini please dada ai ganer saralipi deben
নিশ্চয়ই দেবো এই গানটি।অনুগ্রহ করে কয়েকদিন সময় দেন।অনু্প্রেরণা দিতে চ্যানেলটির সঙ্গে থাকুন।ধন্যবাদ।
🙏🙏💐💐💐💐🙏🙏
দাদা আপনার গানটি পুরো কমেন্টে দিলে উপকৃত হবো ।নমস্কার ।
বুঝতে পারলাম না।অনু্গ্রহ করে আপনার বক্তব্যটি একটু স্পষ্ট করুন।ধন্যবাদ।
🙏🙏🙏🙏
নমস্কার স্যার আপনার কাছে একটি প্রশ্ন রইল লয় কয় প্রকার ও কি কি লয় কাকে বলে প্লিজ প্লিজ স্যার এর উত্তরটা দেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
একটি Beat থেকে আর একটি Beat এর দূরত্বকে লয় বলে।
আরও সহজ ভাবে বলা যায় " সঙ্গীতের গতিকে লয় বলে"
লয় তিন প্রকার হয়:-
১) বিলম্বিত লয়।
২) মধ্য লয়।
৩) দ্রুত লয়।
@@lifetraveltune স্যার আমার প্রণাম নেবেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ স্যার🙏🙏🙏🙏
Last 2 antora din
চেষ্টা করছি দেওয়ার।
সঙ্গে থাকুন।আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
Ei kirtan er kotha din Purota
ua-cam.com/video/sjwSIXDG874/v-deo.htmlকীর্তন এর টিউটোরিয়াল দেয়ার জন্য অনুরোধ করছি