বিজ্ঞ আদালতের রায়ের মধ্যে হালদাগ না থাকলে কি রবেন? জমির মামলার রায় কি সংশোধন করা যায়?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • বিজ্ঞ আদালতের রায়ের মধ্যে হালদাগ না থাকলে কি রবেন? জমির মামলার রায় কি সংশোধন করা যায়?
    #জমি #রায় #মামলা #আইন
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 10

  • @businesslife8595
    @businesslife8595 5 днів тому

    স্যার আপনার কাছে একটা বিষয় জানার ছিল ।

  • @PriyankaBarua-kd7jj
    @PriyankaBarua-kd7jj 24 дні тому

    কেমন আছেন স্যার

  • @MdsanauilhoqSanu
    @MdsanauilhoqSanu 24 дні тому

    Pls ans deban

  • @pghs49
    @pghs49 14 днів тому

    ক্রয় ১৯৬০ এর ভিতরে যে মালিক তার মেয়ে এর অংশ ক্রয় করে,, তবে রেকর্ড হয় ছেলের নামে বেশি, মেয়ের নামে কম, তারা আবার ছেলের আংশ ক্রয় করে। আমার দাদা মেয়ের টা ক্রয়করে। আরএস দিয়ে ১ম দে: ৪৪/৭২ মামলায় রায় পাইছি, ২য় মামলা১৫/৯১ তারা মামলা করে ১ম টা বহাল রাখে,বিআরএস ফাইনাল ৮৮ তে, আপিল করে ৯১/৯২ মামলা রায় ১৯৯৫ শালে তাতে ১ম টা বহাল রাখে, তারপরও আমি নামজারি করতে পারছি না ক্ষমতার বলে কি করতে পারি। বিআরএস দাগ গাইনি। প্লিজ সহায়তা করেন

  • @MdsanauilhoqSanu
    @MdsanauilhoqSanu 24 дні тому

    Csকোরফা খতিয়ান sa brsদখল অন্নের পরামর্শ দিবেন

    • @deskoflawyer
      @deskoflawyer  24 дні тому

      ua-cam.com/video/Uqq2-1tv58U/v-deo.html ua-cam.com/video/I-53I5Qdwu0/v-deo.html কোরফা নিয়ে এই দুইটি ভিডিও দেখতে পারেন।

  • @businesslife8595
    @businesslife8595 5 днів тому

    স্যার আপনার কাছে একটা বিষয় জানার ছিল ।
    পার্টিশন মামলা বিষয়ক,
    দোতরফা সূত্রে প্রাথমিক ডিগ্রি হয়েছে।
    আলোচ্য বিষয় হচ্ছে তফসিলে বর্ণিত আছে ( দলিলে উল্লেখিত) এক্স এর পূর্ব পাশে বিশ্বরোড সংলগ্ন ৪ শতক। সাবেক দাগ দিন ৩ হাল দাগ ১৬ ।
    এভাবে ।।
    এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে তফসিলে উল্লেখিত দখল এক্স এর পাশে দলিল মোতাবেক চার শতক অবস্থান দখলে ।। কিন্তু ম্যাপে আসতেছে হাল 16 দাগ আমার দখলীয় জমির পাশে।।
    এখন রায় যদি তফসিল অনুযায়ী দেওয়া হয় তাহলে আমার দখলীয় জমি এবং হালদাগ নাম্বার জমিটি এক হচ্ছে না।।
    এখন আমার দলিল মোতাবেক জমিটি বুঝে পাওয়ার উপায় কি??
    এক কথায় ম্যাপে ভুল রয়েছে দখলীয় জমি অনুযায়ী ম্যাপ হয়নি এক্ষেত্রে আমার করনীয় কি।।
    রায় পেয়েছি আমাদের পক্ষে বাটোয়ারা পার্টিশন মামলার।
    বোঝার অসুবিধা হলে স্যার আপনার সাথে যোগাযোগের যে কোনো মাধ্যম দিয়েন।
    স্যার আমাকে উত্তরটি দিয়ে উপকৃত করবেন।।

    • @deskoflawyer
      @deskoflawyer  5 днів тому

      আপনারা খুব জটিল সমস্যা দেখতে পাচ্ছি আপনি এক কাজ করেন আপনি যে কমিশনার মহোদয় যাবেন তার কাছে সাবেক এবং হাল ম্যাপ করে নেন যদি হালদার না মেলে তাহলে কমিশন করে কোর্টে আবার কমিশন করবেন করে তারপরে আর যে সংশোধন করে তারপরে জমি কিনেছেন সেখানে রায় নিয়ে তারপরে ফাইনাল কমিশন করবেন

    • @businesslife8595
      @businesslife8595 4 дні тому

      @@deskoflawyer ধন্যবাদ স্যার আপনাকে। আমি তাহলে কোর্টের মাধ্যমে কমিশন করবো। অথবা কোর্টের মাধ্যমে ম্যাপটি সমাধান করব।

    • @businesslife8595
      @businesslife8595 4 дні тому

      @@deskoflawyer স্যার আপনার সাথে যোগাযোগের কোন মাধ্যম দিলে উপকৃত হতাম।