চন্দননগরের গোন্দলপাড়ার ৮০০ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নানযাত্রা ॥ জয় জগন্নাথ🙏🏻🙏🏻
Вставка
- Опубліковано 30 жов 2024
- ॥ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ॥
আষাঢ় মাস মানেই রথযাত্রা। তার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথদেবের স্নানযাত্রা ( Birthday of Lord Jagannath )..
স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা।
আজকে আমরা সেই উৎসব উদযাপন করলাম চন্দননগরের গোন্দলপাড়ায় ব্যানার্জী বাড়ির স্নানযাত্রায়|
এই পুজোর ইতিহাস জানেন কি ? চলুন আমরা জেনে নি পুরোনো দিনের এই অদ্ভুত গল্প।
চন্দননগর গোন্দলপাড়া এর এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন পঞ্চানন বন্দ্যোপাধ্যায় I তার অনেক দিনের বাসনা ছিল পুরী গিয়ে জগন্নাথ দর্শন করবেন I কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠলো না I একদিন তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথদেব তাঁর সম্মুখে এসে উপস্থিত হয়েছেন I জগন্নাথদেব বললেন , আমি বর্তমানে হুগলী জেলার আনন্দনগরে এক চাষীর গৃহে অবস্থান করছি I গৃহকর্তা আগামীকাল সকালে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটে আমাকে বিসর্জন দেবার সিদ্ধান্ত নিয়েছে I তুই আমাকে তোর গৃহে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর I আমি তোর কাছে সেবা পেতে চাই I
পঞ্চাননের তন্দ্রা টুটে গেল I অন্ধকার থাকতেই পঞ্চানন বিছানা ত্যাগ করে গঙ্গায় স্নান সেরে গৃহ দেবতার পুজো সমাপ্ত করে পদব্রজে চললেন বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটের উদ্যেশ্যে I সেখানে পৌঁছে তিনি দেখলেন ঘাটের শেষ সীমানায় কয়েকজন লোক জগন্নাথদেবকে বিসর্জন দেওয়ার অয়োজন করেছে I পঞ্চানন ক্লান্ত অবসন্ন শরীরে ততক্ষণে সিঁড়ি বেয়ে নীচে নেমে এসেছেন I উত্তেজনায় সারা শরীর থরথর করে কাঁপছে তাঁর I দু হাত দিয়ে জড়িয়ে ধরলেন জগন্নাথ দেবকে I বললেন, আমি ব্রাহ্মণ সন্তান I দেবতাকে গৃহে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করব I তোমরা আমাকে মহাপ্রভু কে ভিক্ষা দাওI সেই জগন্নাথ দেবের ব্যানার্জী বাড়িতে প্রবেশ I অনেক বছর কেটে গেছে এই ঘটনার I জগন্নাথ দেব আজ ও আছেন সেখানে I পালা করে বিভিন্ন সরিকের বাড়ি এক বছর করে থাকেন মহাপ্রভু I নিত্যপূজা হয় আর আয়োজনের সাথে হয় স্নানযাত্রা I সকলে আসেন এইদিনে জগন্নাথ এর মাথায় গঙ্গাজল ঢালা হয় I
জয় জগন্নাথ 🙏🏻🙏🏻
@CHANDANNAGAR-FUSION
Samridhho holam🙏🙏Jai Jagannath
Thank you Jethi!!
APURBO SRINGER Darshon holo RADHE,RADHE 🙏🙏🙏🙏🙏🙏🙏
Abossoi like share and subscribe korben to support!!🙏🏻
Jai jagannath 🙏🙏
Khub valo laglo 🙏🙏🙏
🙏🏻🥰
Joy Jagannath
Joy Jagannath..Thank you!!🙏🏻
🌷🌷🌷Joy sree Jogotnath🌷🌷🌷
Joy Sree Jagannath!!🙏🏻🙏🏻
Joy jagannath 🙏
Joy Jagannath..Thank you!!🙏🏻
খুব সুন্দর, জয় জগন্নাথ 🙏🙏
ধন্যবাদ দিদি।
Darun ♥️♥️♥️♥️
Thank you!!🙏🏻
Thakurer roth jhatra kemon hoy?
Onader rath yatra nei..avisheker pore thakur k abr kole korei next soriker bari nie jaoa hoe..
@@TravellingBees achaa dhonoobad
Apni sab janen naki😮
Jaganath er homey jaggo dumurer ahuti ditey hoi
Joy Jagannath 🙏
Joy Jagannath..Thank you!!🙏🏻