জেনে বুঝে মানুষকে বিষ খাওয়াচ্ছে, জরিমানা করায় অট্ট হাসি ব্যবসায়ীর | Daily Issues | Vokta odhikar

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • #daily_issues #vokta_odhikar
    জেনে বুঝে মানুষকে বিষ খাওয়াচ্ছে, জরিমানা করায় অট্ট হাসি ব্যবসায়ীর | Daily Issues | Vokta odhikar
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: Daily Issues
    Contact us: banglapatrika24@gmail.com
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

КОМЕНТАРІ • 586

  • @mohammedmahinuralam2796
    @mohammedmahinuralam2796 Місяць тому +133

    জরিমানার পরিমাণ হওয়া উচিত এত বেশি যে জীবনেও ওরা যাতে এইরকম অট্টহাসি না হাসে; সম্পূর্ণভাবে সৎ হয়ে যায়।

  • @SAIDURRAHMAN-gt7gc
    @SAIDURRAHMAN-gt7gc Місяць тому +193

    এদের জেলের নির্দেশ দিন । জরিমানা করে লাভ নেই। জেল জরিমানা দুটোই করতে হবে ।

    • @sayemof3150
      @sayemof3150 Місяць тому +1

      Vai amer akta jinis posondo hoini.... Ta holo vokta odidoptor ar sathy akta🦉 pacher🦉 moto may or kaj ki😅

  • @md.shahadathossain2926
    @md.shahadathossain2926 Місяць тому +65

    ১০ হাজার টাকা জরিমানা করে এগুলি বন্ধ হবে না।

  • @Khan-bk5mb
    @Khan-bk5mb Місяць тому +84

    বুজলাম না আর কত বছর সতর্ক সময় চলবে।
    সতর্ক আর শেষ হয় না 😂

    • @shajandali9698
      @shajandali9698 Місяць тому +2

      যতদিন বাংগাদেশ বাচবে

    • @afanislam1122
      @afanislam1122 22 дні тому

      আমরা বুকটা যদি সতর্ক না হয় এভাবেই চলবে

  • @harunrashid6188
    @harunrashid6188 Місяць тому +113

    হাস্য কর জরিমানায় হাসি উনার কেন সবারই আসবে😅😅

    • @AbCd-k8g
      @AbCd-k8g Місяць тому +3

      Hm eita beshi korse jorimana. Jeikhane beshi korar ktha oikhane kore na

    • @th1rd
      @th1rd Місяць тому

      আপনারা বেশি আবেগি। আপনার বাচ্চা বা ছোট ভাই বোন এর জন্য এগুলা কিনে নিয়ে যেবেন, অথবা অসুস্থ আত্মীয়র জন্য। এগুলা খেয়ে তাদের কিডনি ড্যামেজ হবে। আপনারা পরবেন ১০-২০ লক্ষ টাকার জরিমানায়। আর উনার ১০ হাজার টাকা জরিমানায় আপনার আহ্লাদ উপচায়া পরছে। এতো বোকা কেন আপনারা?

  • @mir.mostafizurrahman7970
    @mir.mostafizurrahman7970 Місяць тому +25

    জরিমানার টাকা দাম বাড়িয়ে পুষিয়ে নেয়। এদের জেলে পাঠান, ব্যাবসা বন্ধ করুন

  • @AnnoyedBulldogPuppy-po6hm
    @AnnoyedBulldogPuppy-po6hm Місяць тому +50

    জরিমানা করেন কেন 5 ঘন্টা কান ধরাইয়া কারা করে রাখেন

    • @abukaosarmd
      @abukaosarmd Місяць тому +1

      রাইট

    • @JahidulIslam
      @JahidulIslam Місяць тому

      তাদের শরম আছে কিনা কে জানে?

  • @JewelMahmudshamimJewel
    @JewelMahmudshamimJewel Місяць тому +11

    ভোক্তা অধিকারকে সদস্য সংখ্যা আরো বাড়াতে হবে প্রতিটি বাজারে প্রতিটি জেলায় প্রতিটি শহরে এ ধরনের অভিযান চাই আমরা।

  • @huqenterprice6502
    @huqenterprice6502 Місяць тому +50

    মাত্র। দশ হাজার।সবাই মিলে সিন্ডিকেট দমন এবং ইন্সাফ প্রতিষ্ঠা করুন।

  • @AbdurRahim-k5d1i
    @AbdurRahim-k5d1i Місяць тому +12

    কর্মকর্তার সংখ্যা আরো বাড়াতে হবে । একই সাথে বিভিন্ন জেলায় অভিযান করতে হবে

  • @HridoyKha-pi9fs
    @HridoyKha-pi9fs Місяць тому +28

    স্যার ঢাকা মেডিকেলের সামনে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে
    মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় জিনিসের এতো দাম রাখে যা বলার মত না
    স্যার এক টু বিষয় টা দেখবেন

    • @Rafithehyperboy
      @Rafithehyperboy Місяць тому

      16121 এ কল দিয়ে বলেন

  • @AhsanHabib-lb8ls
    @AhsanHabib-lb8ls Місяць тому +11

    ইনশাআল্লাহ এভাবে দেশটা এগিয়ে যাবে

  • @discoverthink6635
    @discoverthink6635 Місяць тому +11

    চেরি ফল নামে যে বিষাক্ত জিনিসটা ব্যবহার করছে সেটার অরজিনাল বিকল্প হিসেবে রেড বিড ব্যবহার করা সবচেয়ে ভালো উপাদান।

  • @Musa-j7n
    @Musa-j7n Місяць тому +12

    আপনে চেরি ফল খেয়েছেন কোনদিন স্যারের এই কথাটা আমাকে হাসতে বাধ্য করেছে 😂😅

  • @shahabuddin3768
    @shahabuddin3768 Місяць тому +11

    কঠোর শাস্তির ব্যবস্থা না করলে দুই নাম্বারি কখনো বন্ধ করবে বলে মনে হয় না।

  • @wahidwaskuruniwahid3894
    @wahidwaskuruniwahid3894 Місяць тому +7

    আমাদের খাদ্য অধিদপ্তরের আইন কানুন সংস্কার করে আরো শক্তিশালী করতে হবে সিন্ডিকেট ও বেঝাল প্রতিরোধে। সৌদি আরব কে অনুসরণ করা যেতে পারে।

  • @I_am_spidy
    @I_am_spidy Місяць тому +12

    ভাই বনশ্রী এদিকে অনেক গুলো লাইভ বেকারি আছে. এদিকে এসে আপনারা রেইড দেন.

  • @ratulalal8720
    @ratulalal8720 Місяць тому +21

    ভাইজান খুব খুশি হইলাম কারণ আমরা এই দোকানের পাউরুটি বেশিভাগ সময় আমরাই খাই 😂😂
    জরিমানা তিন লাখ হলে ভালো হতো

    • @pkrimon5771
      @pkrimon5771 Місяць тому

      আগামীকাল থেকে আপনার কাছে রুটি বিক্রি বন্ধ... দোকানের ত্রিসীমানায় দেখলে ঠ্যাং খোড়া করে দেব 😠

  • @ToxicGaming-gp4ns
    @ToxicGaming-gp4ns Місяць тому

    খুব ভালো হয়েছে এভাবে সকল ব্যবসায়িদের ধরা উচিৎ।

  • @nafishajakia3128
    @nafishajakia3128 Місяць тому +1

    জরিমানার পরিমাণ এমন হওয়া উচিত যাতে কান্না আসে সরাসরি, 10 হাজার শুনলে যে কেও ই হাসবে৷

  • @kazifirozahamadkakon592
    @kazifirozahamadkakon592 Місяць тому +23

    ওনাদের ছেলেমেয়েরা কি এসব ভিডিও দেখে না? উনাদের কি কোন লজ্জা নাই?

    • @sopnorobi4694
      @sopnorobi4694 Місяць тому

      যাদের বাপ চোর তাদের ছেলেমেয়েদের কি আপনার ফেরেশতা মনে হয়।?

  • @md.mizanurrahman6931
    @md.mizanurrahman6931 Місяць тому +2

    কঠিন অবস্থা, কঠিন অবস্থায় বাংলাদেশ। আল্লাহ হেফাজত করুন, আমিন।

  • @romanaliasraf8424
    @romanaliasraf8424 Місяць тому +6

    দেশের মানুষ কি তারা নয়? কিভাবে পারে, তাদেরওতো ভাই বোন সন্তান আছে। এই হারাম কতো দিন?

  • @tarequlislam806
    @tarequlislam806 Місяць тому +3

    স্যার আপনি এতো ভালো কেনো যতো দেখছি ততো মুখদো হচ্ছি ❤❤❤

  • @RashaduzzamanShabuz
    @RashaduzzamanShabuz Місяць тому

    আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাকস্থলী দিয়েছেন, সবকিছু হজম করতে পারে "বাংগালীর পাকস্থলী"।

  • @FoodWithShimu
    @FoodWithShimu Місяць тому +4

    মিরপুর ১০ পপুলার ডায়াগনস্টিক এ অভিযান চাই

  • @fulgazidepot5806
    @fulgazidepot5806 Місяць тому

    সহযোগী লোকজন বাড়িয়ে সারা দেশে ঠিক ওনার মতো অভিযান চালানো দরকার।
    ধন্যবাদ।

  • @towhedanasrin5074
    @towhedanasrin5074 Місяць тому

    ধন্যবাদ, অভিযান চলমান থাকুক

  • @bmcomputer-l1x
    @bmcomputer-l1x Місяць тому +2

    স্যার খুব দারুণ ভাবে বলেছেন ধন্যবাদ আপনাকে

  • @rashidanargis5629
    @rashidanargis5629 Місяць тому +11

    এদের কিছু বলে লাভ হবেনা।দোষ তাদের যারা এগুলো জেনেশুনে কেনে আর ব্যবহার করে।কেনা বন্ধ করা উচিত।

  • @SerajulTabrezali-js6xb
    @SerajulTabrezali-js6xb Місяць тому +5

    Excellent job doing by our consumer magistrate

  • @HabibKhan-gk2xk
    @HabibKhan-gk2xk Місяць тому +5

    যতদিন পর্যন্ত দেশে এদের বিরুদ্ধে কঠিন আইন না হবে। এবং আইন যথাযথভাবে প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত এরা এসব করতেই থাকবে। আপনি এখন জরিমানা দিছেন একটু পরে এরা আবার যে সেই।

  • @MdAnamulKabir-kv9sf
    @MdAnamulKabir-kv9sf Місяць тому +6

    এ দেশের মানুষের যদি বিবেক ই থাকতো তা হলে দেশের অবস্থা এরকম হতো না

  • @skrobin4703
    @skrobin4703 Місяць тому

    অভিযান চলবে ধন্যবাদ

  • @SalimKazi-c8l
    @SalimKazi-c8l Місяць тому +6

    সরকার নির্ধারিত মূল্য তালিকা বাজারে টানিয়ে দিতে হবে, এবং কেউ এর থেকে বেশি দাম রাখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

  • @Munny-y3p
    @Munny-y3p Місяць тому

    কঠোর বিচারের আওতায় আনা হোক তাহলে সব ঠিক হবে

  • @rumanaakter2191
    @rumanaakter2191 Місяць тому +1

    Alhamdulillah Sir tnx.

  • @voiceofquran10m
    @voiceofquran10m Місяць тому

    ধন্যবাদ এভাবে অভিযান শুরু হোক সব জেলা তে

  • @Sagorবিনেদন
    @Sagorবিনেদন Місяць тому +1

    স্যার আপনি আমাদের বগুড়া আসবেন প্লিজ আপনাকেই দরকার🙏🙏🙏

  • @moinuddinkaderchisty4465
    @moinuddinkaderchisty4465 Місяць тому

    আরো কঠিন শাস্তির প্রয়োজন ১০ হাজার টাকায় ঠিক হবে না জেল জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করে দিন। 😠😡

  • @Impact.issue_environment
    @Impact.issue_environment Місяць тому

    এত কম জরিমানা করলে আরো উৎসাহ পাবে। সকল ধরনের ব্যবসা উনার জন্য নিষিদ্ধ করা হোক। অন্তত খাদ্যে ভেজালের শাস্তি কঠোর হওয়া উচিৎ

  • @nadimhossain6455
    @nadimhossain6455 Місяць тому

    লোকটা নিতান্ত সহজসরল এবং সত্যবাদী। অপরাধ অনুযায়ী জরিমানা কম ই দিছে কিন্তু ওনি বড় ব্যবসায়ীদের সাথে আরও নমনীয় থাকেন

  • @anisurrahman2519
    @anisurrahman2519 Місяць тому

    জনাব এদের জরিমানা করে লাভ নেই। জরিমানার টাকা ওরা ভোক্তা থেকে আদায় করে। অতএব,এদের শাস্তি দেন।

  • @SAKILBHUIYAN-t6n
    @SAKILBHUIYAN-t6n Місяць тому

    Thank you vary much Vokta Odhikar Officer.

  • @md.sahadathossaintanvir7423
    @md.sahadathossaintanvir7423 Місяць тому +10

    চেরিফল কে বানাইছে তাকে জরিমানা না করে খুদ্র দোকানে জরিমানা করা আমার মতে অন্যায়।

    • @sabbirhossain3192
      @sabbirhossain3192 Місяць тому

      খারাপ মাল যেই বানাক দোকানদার না বেচলেই হয়

    • @satyajitpaull8685
      @satyajitpaull8685 Місяць тому

      Thik

    • @Zeusdarkslash
      @Zeusdarkslash Місяць тому +1

      Huh?.kemne o Jodi eta na sell Kore tailei hoy

    • @Rafithehyperboy
      @Rafithehyperboy Місяць тому

      ব্যবহার করবে কেন ওরা কি প্রতিহত করে নকল চেরিফলের সিন্ডিকেট ভাঙ্গতে পারে না!! সবসময় নিজেদের আগে ঠিক হতে হয়।

    • @FahmidasharminPranto
      @FahmidasharminPranto Місяць тому +2

      ho jaine shune uni use kortese,oi ishebe shobai khudro bebshayi ! onnai onnai e,or pechone cooling rack ase,taar mane cake ekhane banai.abar bolen khudro besbhayi.

  • @ismailHossain-nr3dk
    @ismailHossain-nr3dk Місяць тому

    অসংখ্য ধন্যবাদ জরিমানা করার জন্য

  • @MahfuzurRahman-o8g
    @MahfuzurRahman-o8g Місяць тому

    ধন্যবাদ কম কথায় দূত সমাধান করার জন্য

  • @ahmedsolayman
    @ahmedsolayman Місяць тому

    জেল জরিমানা না করে ট্রেডলাইসেন্স বাতিল করা হোক।

  • @mdsentu745
    @mdsentu745 Місяць тому

    জরিমানা করে লাভ নেই এদের কঠিন শাস্তি দেয়া হোক

  • @MD.ASHFAK-hm7sn
    @MD.ASHFAK-hm7sn Місяць тому

    ভোক্তা অধিকার ভাই,জড়িমানা কমপক্ষে এক লক্ষ টাকা করা উচিৎ। এরপর করলে দোকান বন্ধসহ জেলে দিতে হবে।

  • @KaziRahman-q6d
    @KaziRahman-q6d Місяць тому +1

    এগুলো করমচা। অনেক আগে থেকে বিক্রি করে cherry 🍒 bole. From 30 years before. Joto dur mone pore..🤔

  • @sujoydasgupta2774
    @sujoydasgupta2774 Місяць тому

    Nice officer! Respect from India.

  • @HamidulIslam-xf6so
    @HamidulIslam-xf6so Місяць тому

    এইভাবে জরিমানা করে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না আরো শক্ত আইন বানাতে হবে একজনকে দেখে দশজন যেন ভয় পায়

  • @MohammedFahim-yo9vk
    @MohammedFahim-yo9vk Місяць тому +1

    চট্টগ্রামসহ দেশের সকল জায়গায় এরকম অভিযান চালান দয়াকরে।

  • @ProtashRoy000
    @ProtashRoy000 Місяць тому

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ

  • @niamulkabirshohag9942
    @niamulkabirshohag9942 Місяць тому +1

    খাদ্য ভেজাল, মেয়াদোত্তীর্ণ খাবার এবাং অতিরিক্ত দাম নেওয়ার জন্য নির্দিষ্ট আইন করে তাদের কে জেল ও জরিমানা দুই করা উচিত।এমন শুধু জরিমানা করে তাদেরকে সতর্ক করে ফায়দা নেই।জেল জরিমানার ব্যবস্থা করলে এমনিই কমে যাবে
    #BSTI

  • @hosnearamunni6490
    @hosnearamunni6490 Місяць тому

    এটা যদি সারাদেশে অব্যাহত রাখতো তবেই ব্যবসায়ীরা সতর্ক থাকতো

  • @sohelchoudhuri9063
    @sohelchoudhuri9063 Місяць тому

    জরিমানা আরও বেশি করা উচিত।

  • @farukhossain1011
    @farukhossain1011 Місяць тому

    অট্ট হাসি মানে জরিমানার অর্থ আমাদের থেকে পরে উঠিয়ে নিবে।❤️🇧🇩❤️🇧🇩❤️🇶🇦

  • @mrpreamkumar7075
    @mrpreamkumar7075 Місяць тому

    দুর্ভাগ্য আমাদের। এদেশে একটা ও সৎ ব্যবসায়ী পাওয়া গেলনা।স্বাধীনতার পরেও

  • @raselbiswas3318
    @raselbiswas3318 Місяць тому

    ভোক্তা অধিদপ্তরকে আরও বেশী স্বতন্ত্র ও স্বাধীন করে দেওয়া হোক

  • @arif1289
    @arif1289 Місяць тому +1

    Seriously why don't you guys take harder steps to stop these thieves, you can clearly see that financial penalty doesn't do anything for them, you may need to give them prison sentence. Or should I say you DONT CARE AS YOU DEPARTMENT IS FINANCIALLY BENEFITING NEVERTHELESS.

  • @HasanAfzalHaque
    @HasanAfzalHaque Місяць тому

    এই একটা লোকের পক্ষে কি সম্ভব সারা দেশের ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া? এইরকম কয়েক শত লোক দরকার এইসব ভেজালকারীদের শায়েস্তা করার জন্য, আর জরিমানার পরিমাণ একেবারেই কম হয়ে গেছে, জরিমানার পরিমাণ আরো অনেক বাড়ানো উচিত।

  • @DestinyToParadise
    @DestinyToParadise Місяць тому

    হে আল্লাহ, আমি জেনে-বুঝে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন।"🤲🤲

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ Місяць тому +1

    মানুষ তুমি মানবিক মানুষ হও আধুনিক কবিরাজ ঈশ্বরদী বাজার

  • @md.shahjahanali6523
    @md.shahjahanali6523 Місяць тому

    এই দেশের সাধারণ মানুষকে সব ব্যবসায়ী ঠকিয়ে নিজেকে দোযখের উপযুক্ত করে নিয়েছেন, জেল ও জরিমানা আদায় করুন।

  • @mdosman197
    @mdosman197 Місяць тому

    ভোক্তা অধিকার অফিসার সদস্য একটি জেলায় যেকয়টি থানা আছে সব জায়গায় একজন করে দেওয়া হক

  • @ibrahimpatwary6640
    @ibrahimpatwary6640 Місяць тому

    বেশি করে জরিমানা করা উচিত যাতে অন্যায় না করে।

  • @asadzaman3317
    @asadzaman3317 Місяць тому

    আইন সংশোধন করে কঠোর আইন করতে হবে।

  • @IbrahimsadekOfficial
    @IbrahimsadekOfficial Місяць тому

    শুধু শুধু জরিমানা করলে হবে না জেলে দিতে হবে তাহলেই শিক্ষা হবে

  • @rubelsarder3314
    @rubelsarder3314 Місяць тому

    Good decision 😊

  • @malaysafruzrekha8072
    @malaysafruzrekha8072 Місяць тому

    আমাদের এলাকায় কবে আসবেন

  • @nilambasumatary4663
    @nilambasumatary4663 Місяць тому

    Your initiative is good for human health. No compromise with illegal activities. Salute to you. Seeing your videos and arguments from India.

  • @mdsalahuddinahmed3575
    @mdsalahuddinahmed3575 Місяць тому

    Excellent

  • @sultanas4138
    @sultanas4138 Місяць тому +1

    চেরি ফল এই রকম না,

  • @saifuddin1930
    @saifuddin1930 Місяць тому

    এতো কম জরিমানা করার কারণে দোষী ব্যক্তির অট্টহাসি , তবে কি করে এই অনিয়ম বন্ধ হবে ?

  • @atakhan9726
    @atakhan9726 Місяць тому

    এই রকম শাস্তি দিলে হাসবে স্বাভাবিক। এমন শাস্তি হওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে সাহস না পায়। কঠোর শাস্তি না দিলে বুঝবো ভোক্তা অধিকারের কোন লাভ আছে। ভবিষ্যৎ সতর্ক হলে তাদের জরিমানা বন্ধ হয়ে যাবে৷ তাই এত সহজ শাস্তি দিচ্ছে।

  • @mizannml7457
    @mizannml7457 Місяць тому

    এরকম অসদু ব্যবসায়ী সবাইকেই আইনের আওতায় আনতে হবে

  • @miss-you-ma
    @miss-you-ma Місяць тому +2

    দোকান দারের হাঁসি টা সেই হয়েছে

  • @alhidaayahjr
    @alhidaayahjr Місяць тому

    ওরে জরিমানা করে খুব একটা লাভ নাই, উনি তো উৎপাদনের সাথে সরাসরি জড়িত না। মানুষ কিনে বলে উনি বেচে। কিন্তু যে/যারা সরাসরি জড়িত তাদের কে কঠিন শাস্তি দেয়া হোক।

  • @pradipbhowmik2653
    @pradipbhowmik2653 Місяць тому

    সবকিছু ঠিকঠাক আছে কিন্তু জরিমানা মাত্র ১০ হাজার কোনভাবেই কাম্য নয়।

  • @KajolNizami
    @KajolNizami Місяць тому

    এরকম অসাধু ব্যবসায়ীদের কে ধরার জন্য অন্ততপক্ষে 10000 ম্যাজিস্ট্রেট প্রয়োজন। না হয় এদেশের অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাবে।

  • @AshrafulIslam-b9n
    @AshrafulIslam-b9n Місяць тому +2

    স্যার জরিমানা ৫ লাখ করে দেন তাহলে লাভ লসের হিসাব করবে। লাখ লাখ টাকা ব্যবসা করে আর আপনি ১০ হাজার জরিমানা করে তারা হাসবে নাত কানবে।আপনারও স্যার মানুষ হলেন না হেটে হেটে দরেন আর চেরে দেন।

  • @ahsanarefin2979
    @ahsanarefin2979 Місяць тому +5

    নিত্ত্যপন্যের বাজার নিয়া কাজ করেন...এসব দিকে নজর দেয়া কি এই ক্রাইসিস মুহুর্তে উচিত কিনা ভেবে দেখবেন.

  • @princehasan3486
    @princehasan3486 Місяць тому +1

    স্যার,
    আপনাদের কার্যক্রম চলমান রাখবেন।

  • @khurramchowdhury7814
    @khurramchowdhury7814 Місяць тому +1

    দয়া করে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটাও দেখাবেন বা উল্লেখ করবেন। কারণ ওদেরও একটা সামাজিকভাবে শাস্তি হওয়া দরকার আছে ।

    • @dailyissuesbd
      @dailyissuesbd  Місяць тому

      নাম এবং ঠিকানা ব্যবহারে ফেসবুক ইউটিউবে সমস্যা হয়। তাই দেওয়া হয় না।

  • @MdAhad-l9k
    @MdAhad-l9k Місяць тому +4

    এই অফিসার চাপাইনবয়াবগঞ্জে দরকার

  • @MdMeraz-mt2vh
    @MdMeraz-mt2vh Місяць тому

    প্রতিটা জেলায় জেলায় এরকম পরিদর্শন করা উচিত

  • @BILASH853
    @BILASH853 Місяць тому

    খাবারের রঙ বিষ মেশানোর জন্য ম্যাজিস্ট্রেট কে আরো কঠোর হওয়া উচিত

  • @AiMg2
    @AiMg2 Місяць тому +1

    এমন জরিমানা করুন যেন এরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। বাংলাদেশীরা মিষ্টি কথা শুনে মানবার জাত না।

  • @Baharulislam990-stdnt
    @Baharulislam990-stdnt Місяць тому

    এদের কে শুধু জরিমানা করলে হবে এদের কঠিন শাস্তির দাবি জানাই

  • @m.nuralamsiddique1744
    @m.nuralamsiddique1744 Місяць тому

    এই ২/ ৫ হাজার টাকা জরিমানা দিয়ে অসৎ ব্যবসায়ীদের কে লাইনে আনা যাবে না। আরো কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। জেল এবং জরিমানা দুটোই দিতে হবে।

  • @tazurush1653
    @tazurush1653 Місяць тому

    Khulna te amon ovijan hoya dorkar 😢

  • @Rafithehyperboy
    @Rafithehyperboy Місяць тому

    বেআইনি দেখলে শুধু দোকান বন্ধ করে দিবেন।❤

  • @EGMonir
    @EGMonir Місяць тому

    অভিযান সারাদেশে চালাতে হবে শুধু এক জায়গায় থাকলেই হবে না সাথে সাথে জেল জরিমানা কান ধরে উঠবস করাতে হবে

  • @Md.ShaheenHossain-p3x
    @Md.ShaheenHossain-p3x Місяць тому +1

    Good action but sorker power less

  • @farukahmed9662
    @farukahmed9662 Місяць тому

    এদের কঠিন শাস্তি দেওয়া হোক সেই সাথে কয়েক লাখ টাকা জরিমানা 😂

  • @mizanurrahman6311
    @mizanurrahman6311 Місяць тому

    জরিমানার সাথে সরকারী সেবাসমুহ বন্ধ করা হউক।

  • @R10d10fog
    @R10d10fog Місяць тому

    Charge like England! They will never do this!

  • @closetonature20
    @closetonature20 Місяць тому +1

    এরকম দোকান হাজার হাজার