ওমানে সালালাহ শহর, নারকেল গাছের সারি দেখে মনে হবে আপনি বাংলাদেশে-

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2019
  • Thank's for Watching....
    Subscribe link : / @dmtvnews
    হযরত সালেহ আঃ স্থানটি দেখার পর আমরা রওয়ানা দেই পাশের কোন দর্শনীয় স্থান দেখার জন্য। ঘারিতে যাওয়ার সময় আমাদের নজরে পড়ল রাস্তার দুই ধারে প্রচুর নারকেল গাছ। আমরা বিস্মত কারন মরুময় দেশে তো খেজুর গাছে ভরপুর থাকার কথা। আর এই সালালায় শুধু নারকেল গাছ আর নারকেল গাছ।
    দেশটির পাহাড়- পর্বত্র দেখে মনে হবে রাঙ্গামাটি বান্দবানে ঘুরতে এসেছি। আবহাওয়া, সবুজের সমারোহ, বাজার-ঘাট, খাবার-দাবার সবকিছুতেই ঘ্রাণ পাওয়া যাবে প্রিয় মাতৃভূমির। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১২শ কিলোমিটারের দূরত্ব এ জনবসতি বাংলাদেশি প্রবাসীদের আধিক্যতা চোখে পড়ার মতো।
    একটু এগুতেই চোখে পড়ল রাস্তার পাশেই কিছু টং দোকান। যেখানে দেখা মিলল প্রচুর ডাব। ডাব দেখে আর খাওয়ার সুযোগ মিস করলাম না। আমাদের টিমের সবাই গলায় ভিজিয়ে নিলাম। কথা হলো স্থানীয় ব্যবসায়ীদের সাথে।
    DM Tv News হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শ্রেনীর জনপ্রিয় ইউটিউব চ্যানেল. বর্তমানে আমরা ইউটিউব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যেমে জন্য সংবাদ, বিনোদন, রিভিউ, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান, ভ্রমন ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি করে থাকি। ভবিষৎতে আমরা এই চ্যানেটিকে আইপি টিভিতে রুপান্তর করা জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমাদের এই চ্যানেলেন মাধ্যেমে দেশে এবং প্রবাসী জীবনের সুখ-দুঃখ, হাসিকান্না ও সাফল্যগাঁথার গল্প ও তথ্য চিত্র তুলে আনাই হবে মূল লক্ষ্য। এছাড়াও সম-সাময়িক যে কোন বিষয়কে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রচার করে থাকব। এইজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
    আপনাদের আসে-পাশের যে কোন প্রকার সংবাদ বা প্রতিবেদন মোবাইলে ধারন করে আমাদের পাঠাতে পারেন। আপনার তথ্য সঠিক হলে আমার আপনাদের প্রতিবেদনটি সম্প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
    Please Share This video :
    Like our Facebook Page : / dmtv-news-100565871661857
    Follow me on Twitter : / dmtvnews1
    Please Like | Comment | Share and Don't forget to SUBSCRIBE Me!
    Thank You :)

КОМЕНТАРІ • 2

  • @user-eb9wo5li9t
    @user-eb9wo5li9t 2 місяці тому

    Ameo. A. Jaeygaey. Geeyce.

    • @DMTvNews
      @DMTvNews  2 місяці тому

      @user-eb9wo5li9t, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আশাকরি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।