বাংলা উচ্চারণ ইংরেজি/হিন্দির মত করা কিসের লক্ষণ? বাঙালি হয়ে বাংলা না জানাটা ভাষার জন্য আশনিসংকেত।

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 386

  • @swarajchakrabarti306
    @swarajchakrabarti306 2 роки тому +1

    চারজন বিশিষ্ট বাংলা ভাষা প্রেমীদের আলোচনা বেশ ভালো লাগলো। আপনারা বোধহয় শুরু করেছিলেন বিজ্ঞাপনে হিন্দি টানে বাংলা বলা এই নিয়ে। যদিও বিদেশে ৩৪ বছর আছি এবং স্থানীয় এই ব্যাপারটা সম্পূর্ণ জানি না, তবুও আমার কী মনে হয় জানেন? আমার মনে হয় কারণটা বোধ হয় আর্থিক। যেসব জিনিসের বিজ্ঞাপন হচ্ছে, তাদের মালিকানা অবাঙালিদের হাতে। তারা তাদের প্রোডাক্ট বাঙালিদের কাছে বিক্রি করতে হিন্দির টানে বলেন, ভাবখানা এই "প্রোডাক্ট আমি বানিয়েছি, আমি যে ভাবেই বলি না কেনো, তোমার দরকার, তুমি কিনবে"।এই মালিকরা তাদের বাঙালি কর্মচারীদের সাথে যখন কথা বলেন, কোনো কর্মচারী কী কখনো সাহস করে বলতে পেরেছেন যে উনি ঠিক বাংলা বলতে পারছেন না। আমাদের অক্ষমতা স্বাধীনতার পরে Mr. McNeil সাহেবের জায়গায় আমরা আজ আগরওয়াল সাহেব কে বসিয়েছি। যে মিডিয়া এই বিজ্ঞাপন দিচ্ছে, তারা টাকায় বিক্রিত। পরিষ্কার বাংলায় বিজ্ঞাপন হচ্ছে কিনা তা দেখতে তাদের বয়ে গেছে। অর্থের এমনি শক্তি।

  • @skishoredasgupta7576
    @skishoredasgupta7576 3 роки тому +20

    যাঁরা এই আলোচনায় অংশ গ্রহণ করেছেন তাঁদের সন্তান রা কোন বোর্ডে পড়ছেন? CBSE/ICSE না WBBSE তে?

    • @porichoygupto5922
      @porichoygupto5922 2 роки тому

      Je board ei poruk বাংলা sekha ebong jana ta uchit ebong obossoi uchit

    • @swastikbanerjee9126
      @swastikbanerjee9126 2 роки тому

      Dada board er sathe na bhasha sekhar somporko khub ekta nei...socheton hon...bhalo thakun...amader sobar e kajer jonno English Jana dorkar, ami bhasha shahityer chatro o shikhyok tai amar sob bhashai bhalo lage.. kintu amra English janar name sei bhasha tao asole shikhchina

  • @ritabratanandy4172
    @ritabratanandy4172 3 роки тому +19

    বাংলা ভাষার এই দুরবস্থার (অনিন্দ্য বাবুর 'ব্যাংলা' ) জন্য এফ এম চ্যানেলগুলো কম দায়ী নয় !

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +6

      Akdom thik.
      Sokaal Bikaal Hindi aar Punjabi Gaan bajaai. Bangla bajaaye na keno bolle, bole Banglaai notun genre nei. Otocho UA-cam Bangali singer ra notun notun damaal gaan baanie chaarche. Famous hote paarchena. MSM support korena bole.
      Daarun Daarun rapper, fusion singer , musician ra video chaarche youtube e. Kintu banglar FM gulo, Khuda, Bewafa, Vodka, dilruba hena tena chalaaye sokaal bikaal.

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +3

      Amon ki Red Fm bole akta radio channel aache otate to RJeo 24 hours hindi maare.

  • @jhumurchakraborty8220
    @jhumurchakraborty8220 2 роки тому +1

    শুভ নববর্ষ ১৪২৯ ..... আজকের দিনে ইংরেজি ৫৯৩ সনে বঙ্গাধিপতি গৌড়েশ্বর মহারাজা শশাঙ্ক শাসনভার গ্রহণ করে সিংহাসনে আসীন হয়েছিলেন ..... আমরা আজও সেই পরম শিব ভক্ত রাজার, রাজ্যাভিষেকের এই তিথি পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন হিসেবে পালন করে থাকি ..... বাঙালি হিন্দু অস্মিতার প্রতীক মহারাজা শশাঙ্ক ..... এই শুভ তিথিতে পরিবারের সকল বয়ঃজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই ..... খ্রীঃ ( ২০২২ - ৫৯৩ ) = ১৪২৯ বঙ্গাব্দ
    জয় বঙ্গ
    জয় পশ্চিমবঙ্গ

  • @S.Ghosh_221
    @S.Ghosh_221 3 роки тому +9

    ভাষার প্রচলন শুধু স্কুলের ভিত্তিক হয় না।
    ভাষার প্রচল সব থেকে বেশি নির্ভর থাকে নতুন শব্দের রচনার ওপর। ভাষা কে প্রচলিত করতে অনেক ধরনের ইন্সেটিভ তৈরী করতে হয়। ভারতের কেন্দ্র সরকার হিন্দী কে প্রচলিত করতে প্রসিদ্ধ করতে নানা রাকমের নিতী ব্যবহার করে।
    সেটা রাজ ভাষার যন্ন পৃথক বাজেট হক বা বিদেশে দুতাবাস গুলোতে হিন্দী দিবস পালন করা বা বিদেশে বিশ্ববিদ্যালয় গুলোতে হিন্দী ভাষা পড়ার,শেখার ব্যবস্থা করা। সরকারী চাকরীর ক্ষেত্রে হিন্দী শিখলে তাকে আগা চাকরী তে নেওয়া, হিন্দি তে কথা বললে তাদের কে শ্পেশাল ইন্সেটিভ দেওয়া। আরও অনেক কিছু। এত বড়ো প্রচেষ্টার সংগে বাংলা ভাষার প্রতিযোগিতা। জেখানে আধার বেশি বাঙালী রা জানূই না জে ইন্সেটিভ কি জিনিস বা এই নিতি গুলো সরকার চালাচ্ছে।
    এখানে চন্দ্রিল ইংগিত করলেন হিন্দী ভাষীরা বেশি সফল তাই হীনমন্যতায় বাঙালী রা হিন্দী বলছে।
    উনি এই জাতি বিশেষ সফলতার পিছনে, কোনো চক্রান্ত দেখলেন না, কিন্তু সরকারের নিতি বুঝলে পরিস্কার বুঝা জায় জে হিন্দী চাপানোর কারনটাই হচ্ছে হিন্দী ভাষীদের কে সফল করা, প্রতিষ্ঠিত করা। জেটা এখন শুরু হয় নী। এটা 1950 থেখে চলে এসেছে, (জেই কালে বাঙালী জাতি বেশি প্রতিষ্ঠিত এবং সফল ছিল) নানান ক্ষেত্রে হিন্দী বাধ্য করে করে, ইন্সেটিভ তৈরী করে তারা হিন্দী ভাষীদের প্রতিষ্ঠিত হতে সুবিধা করেছে আর এই প্রতিষ্ঠানের সপ্ন দেখিয়ে নানান অহিন্দী ভাষীদের হিন্দী শিখতে বাধ্য করেছে।
    1976এ এমার্জেন্সী তে শিক্ষা কে অসাংবিধানিক ভাবে "রাজ্য" তালিকা থেকে বের করে "সংযুক্ত" তালিকায় নিয়ে জাওয়াও ছিলো রাজ্য গুলোর শিক্ষা এবং ভাষা কে অন্তর্ঘাত করে হিন্দী এবং কেন্দ্র "CBSE আর ICSE" বোর্ড গুলো কে প্রসারিত করতে সাহায্য করা।
    আজ ইন্জিনিয়ারিং এর এন্ট্রান্স হোক কি দাকাতারী বা IPS IAS সব কিছু তেই কেন্দ্র বোর্ডে পড়লে সুবিধা পাবে আগে।রাজ্য এন্ট্রান্স বোর্ড গুলো কে শেষ করে দিয়েছে। তা ছাড়াও ভিতরে, পেপার লিক হয় এই বোর্ড ভিত্তিক পরিক্ষা গুলোতে প্রত্যেক বছর হিন্দী বলয়ের রাজ্য গুলো তে।
    এটা বুঝদে হবে জে বাঙালীদের কে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কথাটা অবান্তর মনে হলেও। সরকারের বৃহত নিতি কে অধ্যয়ন করলে এটা পরিষ্কার বোঝা জায়।
    বাঙালীদের কে বার বার নিজেদের ভুল খুজদে বলাও হচ্ছে এই হিন্দী সাম্রাজ্যবাদেরী আরেক নিতি। তুমী নিজের হিনতা খুজদে ব্যস্ত থাকো। তাদের সফলতা কে নিজের হিনতা দিয়ে ব্যখ্যা করে জাবে আর তারা প্রসিদ্ধি পে জাবে তাদের অনৈতিক সাম্রাজ্যবাদিক নিতি দিয়ে। আর এই প্রসিদ্ধি দিয়েই ওরা বাঙালীদের বাধ্য করবে হিন্দী শিখতে। অল্পসংখক হয় তো প্রসিদ্ধি পাবেও কিন্তু ভিন জাতির ভাষা শিখে বাঙালী জাতি বাংলা ভাষা কেই শুধু হারাবেনা। তার সংগে হারাবে নিজের সংস্কৃতির আর পরিচয়ের প্রতি আবেগ। হারাবে নিজের গল্প, নিজের বিচার, নিজের প্রবাদ, নিজের মুল্য বোধ। জা পাবে তা হল দাসত্ব এবং নিপীড়ন।
    এখানে বলে রাখা উচিত যারা কেন্দ্র বোর্ডে পড়া করে তারা নিজের রাজ্যর বিষয়ে কিছু জানেনা। তারা নিজের জেলার নাম জানতে শেখেনা। নিজের রাজ্যের মুল্য বা তার প্রতী আবেগ রাখেনা, তাদের কে রাষ্ট্রের প্রতি শুধু আবেগী করা হয়। তারা রাষ্ট্র বিভক্তির কথা সুনলেও রেগে উঠে কিন্তু নিজের রাজ্য বিভক্ত হবে সুনলে তা হয় না।
    এখানে বলে রাখী- পশ্চিমবঙ্গের মন্ত্রী - জন বার্লা জে পশ্চিমবঙ্গ কে উত্তর, দক্ষিণ ভাগ করতে দাবী তুলেছে, সে 200 বছর আগে ঝারখন্ড রাজ্য থেকে আসা এক পরিজাই সমাজের লোক। কিন্তু সে পশ্চিমবঙ্গে শিক্ষা প্রাপ্ত করেছে CBSE board এর হিন্দী মিডিয়াম স্কুল থেকে। ওই জে বললাম, কেন্দ্রের বোর্ডে নিজের রাজ্যের প্রতি আবেগী হয় না।

    • @sharmishthamukherjee9820
      @sharmishthamukherjee9820 2 роки тому +1

      সঠিক তথ্য দিয়েছেন। এক সময় দাপিয়ে রাজত্ব করেছেন বাঙালিরা এখন পিছনে থেকে টেনে ধরে রাখার নির্দেশ ও বাঙালিরাই দিয়েছেন যেমন ধরুন ইংরাজী class 5 থেকে শুরুর করা মরিচ ঝাঁপ তে বাঙালী নিধন।

  • @dhrubajyotimoitra
    @dhrubajyotimoitra 3 роки тому +8

    আমি প্রবাসী বাঙালি , হিন্দিতে ও ইংরেজীতে পড়াশোনা করেছি | বাংলার চর্চা বাড়িতে থাকায় বাংলাটিও সমান ভাবে শিখেছি | কারণ, সর্ব জাতির কাছেই তার মাতৃভাষাটি শুধু একটি ভাষা নয় বরং এটি জাতিগত অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম | 🙏

    • @parthasutradhar9346
      @parthasutradhar9346 3 роки тому

      Hhhvvvvvvvbvccvv: ,-







      ।।



      ।।
      ।।










      ।।





















      ।।












      ।।





      ।।


      ।।















      ।।


      ।।





      ।।
      ।।

    • @parthasutradhar9346
      @parthasutradhar9346 3 роки тому

      Hhhvvvvvvvbvccvv: ,-







      ।।



      ।।
      ।।










      ।।





















      ।।












      ।।





      ।।


      ।।















      ।।


      ।।





      ।।
      ।।

    • @parthasutradhar9346
      @parthasutradhar9346 3 роки тому

      Hhhvvvvvvvbvccvv: ,-







      ।।



      ।।
      ।।










      ।।





















      ।।












      ।।





      ।।


      ।।















      ।।


      ।।





      ।।
      ।।

    • @parthasutradhar9346
      @parthasutradhar9346 3 роки тому

      Hhhvvvvvvvbvccvv: ,-







      ।।



      ।।
      ।।










      ।।





















      ।।












      ।।





      ।।


      ।।















      ।।


      ।।





      ।।
      ।।

    • @parthasutradhar9346
      @parthasutradhar9346 3 роки тому

      Hhhvvvvvvvbvccvv: ,-







      ।।



      ।।
      ।।










      ।।





















      ।।












      ।।





      ।।


      ।।















      ।।


      ।।





      ।।
      ।।

  • @farooqueaktar9702
    @farooqueaktar9702 2 роки тому +1

    পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষা একদিন হারিয়ে যাবে ।

  • @sharmishthamukherjee9820
    @sharmishthamukherjee9820 2 роки тому +1

    আমি প্রবাসী বাঙালী জন্ম বড় হওয়া সব কলকাতার বাইরে বাংলা শেখা মায়ের কাছে ।মায়ের দায়িত্ব পালন এর জন্য দায়ী।

  • @ankurmondal8919
    @ankurmondal8919 3 роки тому

    খুব ভাল লাগল, এর আগেও এই ধরনের বিতর্ক শুনেছি। একটাই কথা বলব, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। ইতিমধ্যে অনেক নতুন তরুণ তরুণী বাংলায় লেখা লিখি শুরু করেছে। তাই বলছি, বাংলা মা আছে ও থাকবেই।
    🙏🙏🙏

  • @jibeshbasu7090
    @jibeshbasu7090 2 роки тому +1

    বাংলা ভাষা নিয়ে এরকম আলোচনা খুব ভাল লাগলো, আমি ইংরেজি বলতে পারি না, তবে কিছু মানুষের মত দু একটা ইংরেজি শব্দ, কথায় কথায় ব্যবহার করতে পারব চেস্টা করলে, কিন্তু করি না। কারন বাংলা বলব যখন, চেস্টা করব পুরোটা বাংলা বলার। বাংলা কে আমিও প্রসারিত করতে চাই এভাবে চর্চা করে। আমার কমেন্ট যদি দেখেন একটা উত্তর দেবেন, তাহলে বুঝব আমার কথাটা আপনারা পড়েছেন। আর আমি কি আপনাদের সাথে কোনভাবে যুক্ত হতে পারি, নিজেকে উন্নতি করতে চাই।

  • @AsitRanjanMukherjee
    @AsitRanjanMukherjee 2 роки тому +1

    চোখের নিচেই কাজল থাকে কিন্তু চোখ তা
    দেখতে পায় না, প্রদীপের নিচেই ঘন অন্ধকার,
    চোখ তা দেখতে পায় না।
    আজকের দিনে যদি বলি:-
    এখনকার দিনে বাংলা ভাষা দ্বিধা বিভক্ত,
    একটি হলো ওপর বাঙলার বাংলা ভাষা বা
    সোজা ভাষায় বাংগাল ভাষা , অন্যটি হল
    এপার বাংলার সাবেকি বা প্রচলিত বাংলা ভাষা।
    আর বাঙলা দেশ?
    ভাবতে লজ্জা হয়- ইতিহাসে বোধ করি ওটিকে আমাদের অসাম্প্রদায়িক বাঙালিরা
    সগৌরবে ওপর বাংলার সম্পত্তি বলেই তুলে
    দিতে কোনো আপত্তি করবেনা ।
    ভাগ্য বিধাতার হয়তো এটাই ইচ্ছা ।

  • @nafisnesat
    @nafisnesat 3 роки тому +1

    23:56 Kya Bat .............such a wonderful Doctor!

  • @rmondal9090
    @rmondal9090 3 роки тому +3

    Osadharon laglo.

  • @shaheedulislam9902
    @shaheedulislam9902 2 роки тому

    অত্যন্ত আফসোস এর সাথে বলতে বাধ্য হচ্ছি যে, আপনাদের আলোচনা থেকে স্বাধীনতার নামে চরম স্বেচ্ছাচারিতাই ফুটে উঠেছে। উপস্হাপকের অট্রহাসি প্রবল আপত্তিকর!

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 3 роки тому

    Khub valo aalochana. Bangladesh er bangla shekhar uchit.

  • @mahitoshmalakar3757
    @mahitoshmalakar3757 3 роки тому +4

    Bangla amar praner vhasha..bengali is sweetest language in the world.🙏

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +2

      Bangla apnaar bhobisoter projonmero praaner bhasha hok, seta soonischit koraa apnaar aar amar dayitto. Seta sunischit korte Bangla bhasha ke je je jinish gulo onotorghaat korche segulo ke nikrishto korte hobe...Kon Bhashar Samrajjobaad ra ki chokraanto korche ,apnar praaner bhasha ke nikrishto korte, heen saabbosto korte setaao chinnito korte hobe. Bujhde hobe ki bhabe korche, keno korche. Kaara korche.

  • @ami9433480965
    @ami9433480965 2 роки тому

    অসাধারণ আলোচনা ও অনুষ্ঠান !

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 2 роки тому +1

    আলোচনার বিষয়বস্তু নিঃসন্দেহে সময়পোযোগী এবং প্রয়োজনীয়। কিন্তু আমি এ পর্যন্ত যতোগুলো আলোচনা শুনেছি বাংলাভাষার সপক্ষে যারা কথা বলেন তারা অদ্ভুত ভাবে বাংলায় কথা বলার সময় ইংরেজী ভাষা সংযোজন করছে। কিন্তু এদের অসুবিধা শুধু হিন্দি ভাষা যুক্ত করলে। কারন পরিস্কার নয়।।

  • @sudiptabiswas4578
    @sudiptabiswas4578 3 роки тому +4

    কোনো কোম্পানি যখনই আমাদের উপকারের জন্য দুরভাসে হিন্দিতে কথা বলে, সটান বলে দেই, বাংলায় শুনতে চাই। তাতে তাদের উপকারের উৎপাত কমে যায়।

  • @anowarhossain2781
    @anowarhossain2781 2 роки тому +5

    আলোচনা শুনে মনে হচ্ছে, পশ্চিম বঙ্গে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে একে ভালোবাসার সাথে সাথে এর প্রতি রাজনৈতিক কমিটমেন্ট বেশি জরূরী।

    • @sb9060
      @sb9060 2 роки тому +3

      *"হেফাজত"* গোষ্ঠীর মত কমিটমেন্ট?

    • @rabeulaoul7044
      @rabeulaoul7044 2 роки тому

      @@sb9060 কি রে আর এস এস কি?

    • @sb9060
      @sb9060 2 роки тому +1

      @@rabeulaoul7044 বোমা বানাস না । ব্লগার কোতল্ করিস না । বৌদ্ধ মারিস না । হালকা *রাজাকার* মনে হচ্ছে?

    • @rabeulaoul7044
      @rabeulaoul7044 2 роки тому +1

      @@sb9060 পুরা রাজাকার কিন্তু আধুনিক যে গোবর আর গরুর মুত খেয়ে করোনার হাত থেকে বাঁচার চেষ্টা করে না।

    • @sb9060
      @sb9060 2 роки тому +1

      @@rabeulaoul7044 তোদের হেফাজত'কে আমেরিকা আর সৌদি নিষিদ্ধ করছে আর তুই বাদাইম্মা ভিখারির মত আমেরিকার ইউটিউবে কি করতেছিস? গরুর মুত না খাইলেও আমি বৌদ্ধ কিংবা হিন্দু থাকব । নাস্তিক হইলেও হিন্দু থাকব । কিন্তু তুই তো উটের মুত খাওয়ার আয়াত'টা না মানলে আর মুসলমান থাকবি না!😂 যাই হোক, আরএসএস-এর বানানো ভ্যাক্সিন লাগানোর পর এত কথা কইতেছিস? তুই বরং হুজুরের দেওয়া ফরমুলা 1.Q7+6=13 দিয়ে ভ্যাক্সিন বানায় লাগা ।

  • @satyenhalder5561
    @satyenhalder5561 3 роки тому +9

    যা শুনলাম সবটাই ভালো লাগলো।তবে বাঙালিকে দুই ভাগে ভাগ করে আলোচনা করলে আরো লাগতো।এক বাংলাদেশের বাঙালি, দুই পশ্চিমবাংলার বাঙালি।
    আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ চালু আছে " বাপ কে বাপ ডাকে না শ্বশুর কে ডাকে আব্বা " । আমরা পশ্চিমবাংলার বাঙালিরা সেই তারা ।

    • @anonymous133
      @anonymous133 3 роки тому +2

      কিন্তু বাংলাদেশের বাংলা ভাষায় অপ্রয়োজনীয় আরবি শব্দ ঢুকিয়েছে মোল্লারা

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +2

      বাংলাদেশের বাংলা মানে? পুর্ব বাংলার হিন্দু বাঙালিরা বাপ কে বাবাই বলে। আব্বা বলে কোথায় সুনলে? বাংলাদেশের মুসলিম রা জেই শব্দ আজকাল ব্যবহার করে সেটা পুর্ব বাংলার প্রকৃতিস্থ বাংলা আপনাকে কে বললো?

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +3

      আমি যদি বলি পশ্চিমবঙ্গের সিরিয়াল গুলোতে দাদা কে ভাইয়া ডাকা হচ্ছে? পশ্চিমবঙ্গের নিউজ চ্যনেল গুলোতে ওষুধ কে দাওয়াই বলছে? উত্তর কে জোয়াব বলছে? তাহলে? আধুনিক কালে ভারতে হিন্দী আর বাংলাদেশে উর্দু, বাংলা ভাষা কে দুষিত করেছে। পুর্ব বাংলার বাংলায় যদি বাবা, আব্বা হয় তাহলে পশ্চিমবঙ্গের বাংলাতেও দাদা - ভাইয়া। উত্তর পুর্বান্চলের রাজ্য গুলোতে লাখ লাখ বাংলাদেশ থেকে আসা বাঙালীদের মুখে আব্বা শব্দ সুনতে পাবেন না। লিখে দিতে পারী।

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +3

      এই ভিডিও টা বর্তমানে বাংলার প্রচলিত মিম। ua-cam.com/video/-H3fCtyjgBE/v-deo.html
      এই মিমে বাচ্চা ছেলেটি পুর্র বঙ্গের (বর্তমান বাংলাদেশ) বাংলা ভাষায় কথা বলছে। বাচ্চা ছেলেটি একাধিক বার- "মা বাবা", "ও মা গো" শব্দের প্রয়োগ করেছে। আব্বা বা আম্মী নয়।

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +2

      আর শেষ পর্যন্ত এই বলব জে আব্বা শব্দ টা পশ্চিমবঙ্গের বাঙালী মুসলিমরাও ব্যবহার করে। পশ্চিমবঙ্গে জেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তাই সেটা অত প্রচলন পায় নী। অর্থাত আপনাদের গ্রাম বাংলার প্রবাদ টা পুরো পুরী ভুল ধারনায় গড়া।

  • @tapabratabhanja2791
    @tapabratabhanja2791 3 роки тому +7

    মিরচি রেডিও তে হিন্দি গান বাজে কেন ?

  • @mohammadzubayer8084
    @mohammadzubayer8084 2 роки тому +4

    Bengali Mother's Day was recognized by UNESCO Bangla/West Bangla people must be proud for that.If East & West Germany & North & South Vietnam Greater Bengal or Bangladesh united together we can go advance in every field of work in our life.

    • @protappramanick6840
      @protappramanick6840 2 роки тому +1

      "Bengali Mother's Day" টা কি বস্তু?

    • @mohammadzubayer8084
      @mohammadzubayer8084 2 роки тому

      @@protappramanick6840 are you a Marwa or Bengali.You compare International Bengali or Language recognized by UNESCO you are ignoring.You must be etor Bengali,Tue kon vasha katha Bolish ? Marwa Haramzada, Ethar kothakar.

    • @joydeepbannerjee4645
      @joydeepbannerjee4645 2 роки тому

      Hassokor katha bolen... West bengal konodin bangladesh ee sathe milbe naa .. boron bangladesh ke bharot er Sathe melate paren...

    • @mohammadzubayer8084
      @mohammadzubayer8084 2 роки тому

      Joydeep Bannerjee Try Try to join with Bangladesh.We want the development of Bengali people in West Bengal/Bangla.Joy Bangla

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 2 роки тому

      @@joydeepbannerjee4645Hassokor kotha to tui bolchis.Ha eta maani je Bangladesher songe aapaatoto Poschim Bonger milon ojoutik. Kintu Bangladesh ke Bharote milaanor kiser bhitti te bolli?Taate tor ki laabh? Akmatro desh jara Bangalider protinidhitto korche bisshe. Bharot ki amader protinidhitto korche?Oolte detention camp banacche.Tax, revenue, loan, Resource, Capital churi korche.Bangladesh Prithibite akmatro desh jekhane bangalider military representation aache. Military knowledge aar legacy jeta akta somaajer thaaka oochit seta ora bojaay rakhche.Hok mediocre kintu Bharote to ato bolidaan dewaar poreo bangalider ke racial stereotype kore akta regiment dai na. Bangalider military history ke subvert kore aar joto raajjer mediocre rana pratap hena partap ke glorify korte thaake. Bangalider ke niye sudu regressive kotha barta Bharote. Se jaagaai Bangladesh ke bharote miliye laabh hobe, na bangali jaatir khoti? Tui ki bhabjis, Bangladesh Bharote milaale, toke Bharote khub somman debe? Ektu-o na. Aaro opomaan korbe. Bolbe Bangali ra to desh chalate paare na, taai seshe Bharote jukto holo. Mone korish na, Hindu hole bharote kichu extra sommaan paabi. Akhoni Bangla kotha bolle, era Bangladeshi bole. Bangladesh mille to kothaai nai.
      Aar akta kotha jene raakh. Aaj ,kaal, 50, ba 100 bochor por Bharat naamer ei desh thaakbena.Sob jaati aar rajjer lokera eta jaane, sudu kichu obaastobik monobhaabi bangali chara. Sob rajjo nijer laabh bujhe nicche.Bharot akta temporary arrangement. Kono Nepali ke dekhis bolte, Nepal ke Bharote milaabe? Oolte Greater Nepal 6odaye.
      Buddhi proyog kor. Obaastobik Aabeg diye torko hoi na.

  • @saukatganguli7287
    @saukatganguli7287 3 роки тому

    আলোচনা টা ভালো লাগলো, অবাক ও করলো , শুরু তেই। সুরাহা কথাটার সুন্দর ব্যবহার দেখে,,

  • @sb9060
    @sb9060 2 роки тому +2

    95% বাংলাদেশের সাধারণ মানুষের বাংলা ভাষা একটা উর্দু+বাংলা+ফার্সি+আরবি আরোপিত জগাখিচুড়ি ভাষা । এগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় মিশ্রিত হয় নি ।

  • @চেতনসুর
    @চেতনসুর 2 роки тому

    খুবই সুন্দর আলোচনা।

  • @bibhutibachar9025
    @bibhutibachar9025 2 роки тому +1

    পরিচালক নিজেই বললেন ক্যায়া বাত। কয়েক লাইন।সেহিসেবে দক্ষিণ ভারতের ভাষা গুলো অনেক সম্পুর্ণ

  • @handwritingartpsychology4300
    @handwritingartpsychology4300 2 роки тому

    @Chandril you are right...in bollywood industry Hindi is written mostly in Eng font....

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 2 роки тому +2

      Chandril's most statements are absolute BS. How is that even relevant in the deep dissection of the issue? Even Bengali movies have English font.

    • @handwritingartpsychology4300
      @handwritingartpsychology4300 2 роки тому

      @@S.Ghosh_221 you are right. the purpose and its fulfillment is ultimate.

  • @ranajitpal2768
    @ranajitpal2768 2 роки тому

    অসাধারণ

  • @ujjalpal708
    @ujjalpal708 2 роки тому

    Chandril is amazingly capable of speaking his mind on different topics in in his inimitable style.May I request you to review a recently streaming web-se ries - Mondaar,directed by Anirban Bhattacharya,
    adapted from Macbeth of William Shakespeare?
    Incidentally,I made the same request a few days back.Perhaps it escaped your attention for some reason or other.Thank you.

  • @abhijitkumarsarkar3850
    @abhijitkumarsarkar3850 3 роки тому +1

    অনিন্দ্য বাবু নির্ভেজাল আনন্দ দিলেন
    জন্মজন্মান্তরে ভুলবো না । আপনার" ব্যাংলা"

  • @RS-yk1wu
    @RS-yk1wu 3 роки тому +2

    আর কিছু দিন অপেক্ষা করুন !! বাংগালী উর্দুতেও কথা বলবে !!

  • @farooqueaktar9702
    @farooqueaktar9702 2 роки тому +2

    বাংলা নিয়ে কথা হচ্ছে অথচ স্কিনে নামগুলো সব ইংরেজিতে এ জিনিসটা আমার ভালো লাগলো না । ঢাকা বাংলাদেশ থেকে ।

  • @achowdhury4933
    @achowdhury4933 3 роки тому +6

    ভাষা সমাজের প্রতিবিম্ব। হতাশ হওয়ার কিছু নেই।

    • @tapaskumarsett6786
      @tapaskumarsett6786 2 роки тому

      খুব ভাল বলেছেন।

    • @funframe210
      @funframe210 2 роки тому

      প্রতিবিম্বের প্রতিফলন কি শুধু বাঙালীদের মধ্যেই সীমাবদ্ধ? হিন্দি বলয়ে কোনদিন এই প্রতিবিম্ব লক্ষ করেছেন কি? ইংরাজিতে করেছেন কি? তার মানে আমরা বাঙালীরা সর্বজনগ্রহীতা।

  • @manasbanerjee259
    @manasbanerjee259 2 роки тому +1

    অ্যসিমিলেশন এর বাংলা কি ?কবি শ্রীজাত?

  • @angurmiah3212
    @angurmiah3212 2 роки тому

    সত্য বলছেন

  • @RayDoesStuff1010
    @RayDoesStuff1010 2 роки тому +1

    খুব ই প্রাসঙ্গিক একটি আলোচনা । তবে সঞ্চালকের হাসির বহর দেখে মনে হচ্ছে উনি মীরাক্কেল জাতীয় কোন অনুষ্ঠান পরিচালনা করছেন । মনে রাখা দরকার চন্দ্রিল বাবু কিন্তু আমাদের হাসানোর জন্য উনার বক্তব্য রাখেন নি ।

  • @asraasra7947
    @asraasra7947 2 роки тому

    দাদা আপনাদের আলোচনা শুনলাম ভালো লাগলো|

  • @chakrabortydhiman
    @chakrabortydhiman 3 роки тому +2

    Khub bhalo laglo apnader ei anusthan,...

  • @equinox7267
    @equinox7267 3 роки тому +4

    এরা বাঙলায় কথা বলছে!বক্তাদের কেউ কেউ ভেন্টিলেশন বলছে,হেড টেইল বলছে নিজেদের সবার নাম ইংরেজিতে দেখা যাচ্ছে!!

  • @gotiprokriti914
    @gotiprokriti914 2 роки тому

    হিন্দি বলয়ের রাজনীতি, সামাজিক, সংষ্কৃতির কাছে সর্বোত সমর্পণ!!!!! 😀😀😀😀

  • @arindamchatterjee2768
    @arindamchatterjee2768 Рік тому

    আশার আলো একটাই.... রবীন্দ্রনাথ কে পড়তে হলে বাংলা জানতেই হবে..... আর বোধ হয় সেজন্যই বাংলা অন্তত বেঁচে থাকবে l

  • @khairulanam4004
    @khairulanam4004 2 роки тому +1

    অ কারনে যে পুস্তক পাঠ করা হয়
    তাকে ব্যাকারন বলে , শুনেছিলাম
    ছোট বেলায়।

  • @chayanikaduttagupta881
    @chayanikaduttagupta881 3 роки тому +1

    School এ ভালো করে পড়ালে এরকম হতো না। যারা ছোটোবেলায় ভালো করে পড়ে এবং লেখে তাদের এই সমস্সা হওয়ার কথা নয়।

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +1

      তোমার কি মনে হয়, স্কুল গুলোতে হিন্দী খুব চমতকার পড়ানো হয়?

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому +2

      ভাষার প্রচলন শুধু স্কুলের ভিত্তিক হয় না।
      ভাষার প্রচল সব থেকে বেশি নির্ভর থাকে নতুন শব্দের রচনার ওপর। ভাষা কে প্রচলিত করতে অনেক ধরনের ইন্সেটিভ তৈরী করতে হয়। ভারতের কেন্দ্র সরকার হিন্দী কে প্রচলিত করতে প্রসিদ্ধ করতে নানা রাকমের নিতী ব্যবহার করে।
      সেটা রাজ ভাষার যন্ন পৃথক বাজেট হক বা বিদেশে দুতাবাস গুলোতে হিন্দী দিবস পালন করা বা বিদেশে বিশ্ববিদ্যালয় গুলোতে হিন্দী ভাষা পড়ার,শেখার ব্যবস্থা করা। সরকারী চাকরীর ক্ষেত্রে হিন্দী শিখলে তাকে আগা চাকরী তে নেওয়া, হিন্দি তে কথা বললে তাদের কে শ্পেশাল ইন্সেটিভ দেওয়া। আরও অনেক কিছু। এত বড়ো প্রচেষ্টার সংগে বাংলা ভাষার প্রতিযোগিতা। জেখানে আধার বেশি বাঙালী রা জানূই না জে ইন্সেটিভ কি জিনিস বা এই নিতি গুলো সরকার চালাচ্ছে।
      এখানে চন্দ্রিল ইংগিত করলেন হিন্দী ভাষীরা বেশি সফল তাই হীনমন্যতায় বাঙালী রা হিন্দী বলছে।
      উনি এই জাতি বিশেষ সফলতার পিছনে, কোনো চক্রান্ত দেখলেন না, কিন্তু সরকারের নিতি বুঝলে পরিস্কার বুঝা জায় জে হিন্দী চাপানোর কারনটাই হচ্ছে হিন্দী ভাষীদের কে সফল করা, প্রতিষ্ঠিত করা। জেটা এখন শুরু হয় নী। এটা 1950 থেখে চলে এসেছে। নানান ক্ষেত্রে হিন্দী বাধ্য করে করে তারা হিন্দী ভাষীদের প্রতিষ্ঠিত হতে সুবিধা করেছে আর এই প্রতিষ্ঠানের সপ্ন দেখিয়ে নানান অহিন্দী ভাষীদের হিন্দী শিখতে বাধ্য করেছে।
      1976এ এমার্জেন্সী তে শিক্ষা কে অসাংবিধানিক ভাবে "রাজ্য" তালিকা থেকে বের করে "সংযুক্ত" তালিকায় নিয়ে জাওয়াও ছিলো রাজ্য গুলোর শিক্ষা কে অন্তর্ঘাত করে হিন্দী এবং কেন্দ্র "CBSE আর ICSE" বোর্ড গুলো কে প্রসারিত করতে সাহায্য করা।
      আজ ইন্জিনিয়ারিং এর এন্ট্রান্স হোক কি দাকাতারী বা IPS IAS সব কিছু তেই কেন্দ্র বোর্ডে পড়লে সুবিধা পাবে আগে। তা ছাড়াও ভিতরে, পেপার লিক হয় এই বোর্ড ভিত্তিক পরিক্ষা গুলোতে প্রত্যেক বছর হিন্দী বলয়ের রাজ্য গুলো তে।

  • @mominurrashidmillat7164
    @mominurrashidmillat7164 Рік тому

    'একুশ শতকে বাংলাদেশ; ৬০ মিনিটের প্রামাণ্যচিত্রটি ইউটিয়ুবে দেখলে কৃতজ্ঞ হবো।

  • @seemitamondal8468
    @seemitamondal8468 3 роки тому +1

    Chaturtho otithi "Sada alur torkari".

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 3 роки тому +1

    বাংলা কোনোকালেই বিজয়ী ভাষা ছিল না। তার জন্য যে আমি খুব উল্লসিত তা অবশ্য নয়। কিন্তু কত দায়িত্ব নিজের ঘাড়ে নেয়া যায়?

    • @sarbajitghosh5244
      @sarbajitghosh5244 3 роки тому

      @@যমদূত অর্থনৈতিক উন্নতির দায়িত্ব নিজের ক্ষেত্রে নিতে পারি । অন্যের উন্নতির দায়িত্ব নিতে পারব না । সোজা হিসাব। ঐ বালের স্মাইলিটার কি মানে?

  • @debendranathmallick2917
    @debendranathmallick2917 2 роки тому

    FM channel gulo o onekanshe dayee. Ora opobhroshonshito Bangla uchharon Koren. Era praye sobai English medium e porashona korechen . Tar Bela!

  • @palas11
    @palas11 3 роки тому +1

    আমরা আমাদের দেশের বিভিন্ন ধরনের ভাষা বলতে পারি ঠিকঠাক বা ্লা বলতে পারি না।

    • @protappramanick6840
      @protappramanick6840 2 роки тому

      আপনি পারেন না, তাই বলে সবাই পারেনা ভাবছেন কেন?

  • @mintusaren895
    @mintusaren895 3 роки тому +2

    Phire dekha.
    Tumi o tai.

  • @achowdhury4933
    @achowdhury4933 3 роки тому +2

    হিন্দী তে 'স ' উচ্চারণ স, বাংলা এ সব 'স' হয় শ নয় ষ। আসলে বাংলা ভাষার ভাল শিক্ষকের অভাব।

  • @mohammadzubayer8084
    @mohammadzubayer8084 2 роки тому

    Broken Bengali and Bangla vasha i completely different,Faridpur born Sunil Babu spoke East & west I don't understand I know only Bangla,There are controversy about spoken Bengali,Bangladesh created Promotho Bangla.To speak read & write correct way of Bengali.Only So called orthodox Muslims & Brahmin who were against Land reform,maximum of them were Hindu Zaminder.So we are divided by Bengal.our dream like Martin Luther King"I have a dream" Like C.R.DAS and Profullah Chandra Sen,Saraj Basu and A.K.Fazlul Haquw,Abul Hashem,Sahrawardhy,to have a greater Bengal.

  • @pranabbose474
    @pranabbose474 2 роки тому

    চন্দ্রিল কে বিশেষ অনুরোধ

  • @mintusaren895
    @mintusaren895 3 роки тому

    Translating.

  • @bappabiswas5652
    @bappabiswas5652 2 роки тому

    রিয়েলি সত্যি অবস্থার কন্ডিশন মারাত্মক সিরিয়াস!!!

  • @tuhinsen4840
    @tuhinsen4840 3 роки тому

    What may be the effect of environment in language and love of it?

  • @anjankumarchowdhury7379
    @anjankumarchowdhury7379 3 роки тому +1

    "শুরু হয়ে যান" - কিন্তু ঠিকঠাক হিন্দিও নয়।
    এটা মারাঠীর হিন্দি অনুবাদের বাংলাকরন।

    • @sb9060
      @sb9060 2 роки тому +1

      এখন একদল বলে উঠবেন ---
      এই বিভ্রান্তির উৎস গুজরাট !
      কেউ বলবেন চিন !
      কেউ বলবেন আমেরিকা !
      হাট্টিমাটিম ।

  • @subratachaudhuri6930
    @subratachaudhuri6930 3 роки тому

    Ei discussion gulo sref adult adult scenes dhukye diye movie chalaber moto.

  • @kalyanpal1371
    @kalyanpal1371 3 роки тому

    Amra kintu porishkar Bangla y Katha boli.

  • @pranabghosh9269
    @pranabghosh9269 2 роки тому +1

    তবে কি বাংলার ক্যান্সার হয়েছে...?

  • @krishnenduroy8093
    @krishnenduroy8093 2 роки тому

    Mirchi agni... lonka agni noy keno ? Ar otithi k mehman bolle karor kichu jay ase na dekhchi.

  • @monojdas-gupta5918
    @monojdas-gupta5918 3 роки тому

    Those people who demand their script in Roman letters do not know bejesus little of either Bengali or English. Diction is very much language-specific. Vowels and consonants are different in different languages and do not transmigrate well. I am surprised this can even be a topic worthy of jaw jawing about. Is it a children's programme under 10?

  • @tapanadhikary7304
    @tapanadhikary7304 2 роки тому

    Sudhu kobita,golpo, natok likhlei banglar unnoti hobie? Math,scince, philosophy,economics, sector e devolop na hole angul chuste hobe.

  • @byasdebghosh5801
    @byasdebghosh5801 3 роки тому +1

    Akta Atel

  • @taimunpia5095
    @taimunpia5095 3 роки тому

    দাদা আপনাদের তাও অপশন আছে। আমাদের অবস্থা ভাবুন। পুরাই চেপে চেপ্টা...

  • @ozonaccessories
    @ozonaccessories 2 роки тому

    Apnara hindish style aa Bangla language speaking koren this is really horrible and sounds like a bullying issue! Kindly follow Ishor chondo bidha sagor style

  • @equinox7267
    @equinox7267 3 роки тому

    আজকের বাঙলা শতবছর পরে হাজার বছর পরে কি হবে তার বর্নমালা কি হবে তার উচ্চারন বাক্যগঠন কেউ বলতে পারে? না পারে না।

  • @supriyachakrabarty8798
    @supriyachakrabarty8798 2 роки тому

    এটা বেশী ইংরেজি ও হিন্দী জানার ফল। পড়তে জানলেও ওরা বোঝাতে চাইছে আমি বাংলা জানি না।

  • @tarunjyoti8899
    @tarunjyoti8899 2 роки тому

    কি আর করা যায় বলুন। বাংলা মায়ের আধা এঙ্গলো ছেলে-মেয়েরা বড়দিন, ইংরেজী বর্ষবরণ অনুষ্ঠানে যে ভাবে আনন্দে গা ভাষায় তা দেখেও কি মনে হয় না, এরাই ১০০% আগমার্ক ব্রিটিশ বা আমেরিকান।

  • @taimunpia5095
    @taimunpia5095 3 роки тому

    স্বপ্নিল দাদা হাসিটি মাশাল্লাহ!

  • @Mahamudsujan
    @Mahamudsujan 2 роки тому

    দাদা বাংলা ভাষা বাচিয়ে রাখতে হলে আপনারা সচেতন হতে হবে.কারন কলকাতা তে বাংলা ভাষা হিন্দির নিছে চাপা পরে গেছে

    • @protappramanick6840
      @protappramanick6840 2 роки тому

      একদম ঠিক বলেছেন। ঠিক যেমন ঢাকায় বাংলা ভাষা আরবী/উর্দুর নীচে চাপা ছিল, চাপা আছে এবং চাপা থাখবে। সেই কারণেই "নীচে" কে "নিছে" লিখেছেন। কথাটা "বাঁচিয়ে", "বাচিয়ে" নয়।
      আগে ভালো করে বাংলা ভাষাটা শিখুন। তারপর কলকাতার বাংলা ভাষার সমালোচনা কোরবেন কলকাতাকে উপদেশ দেবেন।

    • @rabeulaoul7044
      @rabeulaoul7044 2 роки тому +2

      @@protappramanick6840 বাংলা আমাদের সম্পত্তি, কারন বাংলা র সাথে দেশ আমরা ব্যাবহার করতে পারি, তাই যেমন করে আমরা বলবো সেটাই বাংলা, তোমরা দিল্লির দাস তাই তোমাদের উচিত বাংলা বাদ দিয়ে বেশি করে হিন্দি বলা।

    • @sachinbasu9232
      @sachinbasu9232 2 роки тому

      ঢাকায় বাংলা একক, অ‌দ্বিতীয় ভাষা; কা‌রো নি‌চে চাপা পরার প্রশ্নই ও‌ঠে না। সে নি‌শ্চিতভা‌বেই সবার উপ‌রেই আ‌ছে। মনগড়া কল্পনা ক‌রে লাভ নাই। কলকাতার মত বাংলার প‌রিব‌র্তে হি‌ন্দি‌ চলার ফ‌লে, পাল্টা ভি‌ত্তিহীন অ‌ভি‌যোগ আর কি। বাংলায় ফারসী শ‌ব্দের ব‌্যবহার অ‌নেক শতা‌ব্দি আ‌গে থে‌কেই, যখন থে‌কে ঊর্দু-হি‌ন্দছতেও এর ব‌্যবহার শুরু হ‌য়ে‌ছে।

  • @mintusaren895
    @mintusaren895 2 роки тому

    Lav and kush.

  • @batmanagain7581
    @batmanagain7581 3 роки тому

    আস্তাগফিরুল্লাহ !!! এই ভাষাতেই বলবো হরি ????
    বলুন--এই ভাষাতেই বলবো আল্লাহ । সমস্যা নেই । ইনশাল্লাহ । 😜😜🤣🤣

  • @mintusaren895
    @mintusaren895 2 роки тому

    Gherao vs goalmal.
    Dictionary.

  • @MemoryClub1
    @MemoryClub1 3 роки тому +3

    বাংলা ভাষা এতটা আশংকায় নেই যতদিন বাংলাদেশ আছে।

    • @suchandannatua7618
      @suchandannatua7618 3 роки тому +2

      আপনি দিবাস্বপ্ন দেখছেন, স্যার salimullah khan সাহেবের একটু বক্তব্য শুনবেন আপনার ধারণা আশা করি পরিষ্কার হয়ে যাবে।

    • @MemoryClub1
      @MemoryClub1 3 роки тому +2

      @@suchandannatua7618 : একটা ভাষা কতিপয় পন্ডিতের মতামতের উপর নির্ভর করে না। এটা আপমর জনসাধারণ কিভাবে কতটা ব্যবহার করে তার সাথে যায়। বাংলা এখনো শতকরা ৯৯ ভাগ মানুষের বুলি বাংলাদেশে। লেখার বেলায়ও প্রায় কাছাকাছি। বাংলাদেশের উচ্চতর শিক্ষা এবং কিছুটা বিদেশি যোগাযোগ এ অন্য ভাষার ব্যবহার আছে ঠিকই তাতে বিচলিত হবার কিছু নেই।

    • @suchandannatua7618
      @suchandannatua7618 3 роки тому +1

      আপনি বাংলাদেশী হোন আর আমি ভারতীয় হয় কিছু এসে যায় না, আমরা দুই দেশের হলেও আমাদের ভাষা একটা, যদি আমার ভাষা গৌরব অর্জন করে তাতে আপনি যতটা খুশী হবেন তার চাইতে আমি কম হব না, কিন্তু বাস্তবটা তো মেনে নিতেই হয়। একটা ভাষার কৌলিন্য বজায় থাকে তার শিল্প, সাহিত্য সংস্কৃতির উপরে ভর করে সেখানে বুদ্ধিজীবীদের ভূমিকা অনস্বীকার্য, কারণ তাদেরকেই পরবর্তী প্রজন্ম অনুসরণ করে।
      আমার ও বাংলাদেশের প্রতি অন্য ধারণা ছিল যদিও পশ্চিমবঙ্গের তুলনায় ভালো তবুও আমি সত্য জেনে হতাশ হয়েছি।
      তবুও আশাবাদী, পশ্চিম বঙ্গের সুন্দরবন থেকে শুভ কামনা রইল ভালো থাকবেন।

    • @dr.chittaranjansutradhar2959
      @dr.chittaranjansutradhar2959 3 роки тому +1

      বাংলাদেশের বাংলা ভাষা, বাংলার্বী হয়ে গিয়েছে৷

    • @rkkhan7843
      @rkkhan7843 3 роки тому

      @@dr.chittaranjansutradhar2959 কিভাবে বাংলার্বী হয়ে গেছে?

  • @shyamalbanerjee9959
    @shyamalbanerjee9959 3 роки тому

    Akhon amra cheley meyeder
    Podtey udbudho koruna
    shudhu nombor pawar janya chap do .Baba Maa
    galper noi Posey na .

  • @kishorebagal4736
    @kishorebagal4736 2 роки тому

    গ্যারাকল কি ধরনের বাংলা?

  • @subratachaudhuri6930
    @subratachaudhuri6930 3 роки тому

    Chandril mone hoi swapno dekhchhe. Bangla vasar heritage atyanta rich.
    Hindu der kono vasa nobel prize paini.
    Eta sref sores bitarmo.

  • @handwritingartpsychology4300
    @handwritingartpsychology4300 2 роки тому

    surur hinditai toh bangali hindi....

  • @anupamsatpati7902
    @anupamsatpati7902 2 роки тому

    কলকাতার বাইরেও বাংলা আছে।আপনাদের প্রবণতা হল - কলকাতা এবং পশ্চিমবঙ্গকে সমার্থক করে দেখা।
    একটু বাইরে বেরোন, পৃথিবীটা সুন্দর।
    বাংলা গ্রাম প্রধান, সেখানে ইংরেজি মিডিয়াম নেই এবং সেখানেও মানুষই বাস করেন।

  • @abhijitkumarsarkar3850
    @abhijitkumarsarkar3850 3 роки тому

    বাঙালির ভাষা আস্তে আস্তে কাঙালি হচ্ছে

  • @handwritingartpsychology4300
    @handwritingartpsychology4300 2 роки тому

    ekta kotha boli....apnara je kothagulo bolchen segulo hoito thik...tobe ABP based celeb toirir karkhana theke berono der besidur egono muskil...tai banglatei atke thake

  • @sabitabiswas4685
    @sabitabiswas4685 3 роки тому +1

    Sahityer jagote Bangla bhasha je garber bishoy, ei dharana ajker english medium e pora projanmer nei. Oderke Jante hobe bangla bhashay sonar khanir khabor. Ei aalochona ta je hochchhe,tate aami ektu santi pachchhi. Aami aashabadi.

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому

      CBSE te pora Bangla bhashider eisob na jana sombhov hote paare. Kaaron CBSE Banglar bhasha, Rajjo, jela, snskriti , ba sahitto ke gurutto dai na. CBSE te 12e keo Bangla subject rakhte paarena. Hoi Hindi ba English.
      Bortomaane Paschim Bonge CBSE schooler chok khub bereche.

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому

      CBSEr chok bereche kaaron entrance exam gulor pattern CBSEr opor kore. State entrance exam mooche dieche, NEET aar JEE die. Kendro sorkaar state entrance exam mooche dawar shokti peche 1976er emergency periode jokhon Education ke State list teke Concurrent liste niye jawa hoichilo beaayini bhabe.

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому

      Ak somoy South Point High schoolo WB board chilo. Akhon CBSE. WB boarder somoy medha toiri hoto. Setake CBSE kore noshto kora holo. West Bengal govt school gulor teke English gool kore dewa holo.Eta chilo aarek chok Bangla manush ke durbol korte.Bissher orthonoitik bhasha english. Setake gool kore die West Bengaler 90% chaatro chaatrider english teke noi., English e dokkhota ,orthonoitik bajaare dokkhota teke door kore dewa holo..
      Kendro Sorkaarer saathe West Bengal er Communist ,Congress govt o bangalider ke ontorghaat koreche ei somoy. Akhono kore jacche.

    • @S.Ghosh_221
      @S.Ghosh_221 3 роки тому

      Jeta Bangalider korte hobe seta holo:
      1) Oikoboddo hote hobe nijer jaatir aar rajjjer saarthe prottek baipaare. Nijer rajjer aar jaatir teke opore aar oordhe kichu hobe na.
      2)Poschim Bonge Sarkari ebong Besorkari chaakri te Bhumi Putra songrokkhon korte hobe.
      3)Banglar prottek Sorkari chaakri pete hole class 1 teke 11, 12 obdi Bangla/english bhasha thaka baddhota mulok. Mukhe bangla bolaar porikkhaao baddhota mulok jemon IELTS er porikkha hoi.Pass na korle chaakri cancel.
      4)West Bengaler pratyek Govt schoole Bangla aar English - Nursery teke 12 porjonto Porano baddhotamulok.
      5)West Bengaler organisation - Bangla Academy ke Bangla bhashaar oddhoyon kore bortomaan somoy onusaare notun shobdo rochona koraar ebong Bangla bhashar Dictionary publish koraar Kaaj dewa hok. Dictionary publish prachaar, Bangla bhashar publish aar prochaarer kaaje - "Bangla academy" ke lagano hok.

  • @equinox7267
    @equinox7267 3 роки тому +1

    অগ্নি সেক্সুয়্যালিটির কি বাংলা নেই???!!

  • @mintusaren895
    @mintusaren895 3 роки тому

    Dhemna pitaz
    Jana .

  • @dhirajchakraborty5553
    @dhirajchakraborty5553 2 роки тому

    Bengali is only limited to cultural aspects.

  • @shyamalbanerjee9959
    @shyamalbanerjee9959 3 роки тому

    Maa Bababra galper boi podey naa

  • @GG-qc5vp
    @GG-qc5vp 3 роки тому +1

    Suru hoye jaan .etao thik hindi noy.eta akti marathi bhasar anukoron

  • @AbhijitDas-yq2sw
    @AbhijitDas-yq2sw 2 роки тому

    Bangla bhashar gola tipe dhorechhe bangaleera sutorang bangla bhasha k k bachabe

  • @techiely
    @techiely 2 роки тому

    "Daityo nebhalen"? Ha ha ha nijarei bolchen.. ei alochona tei.. baapre .. r sunte parlam na sorry.. ekta dislike amar taroph theke thaklo..

  • @sanjaykumarpaul1864
    @sanjaykumarpaul1864 3 роки тому

    তোমরা বড় আঁতেল.......

  • @profit5399
    @profit5399 2 роки тому

    ক্যা বাত🤣🤣🤣🤣

  • @amalenduchattopadhyay4909
    @amalenduchattopadhyay4909 3 роки тому +1

    Ei muhurte WB r bangaleera bodhhoy Bharater modhhye sabchaite ashikshito Ochha akat
    jat.Rastaghate loker kathabala,bibhinno mediate prochur bhul uchharane kathha bala o lekha
    akhchhar dekha jai.Jatota unnato chhilo tar thheke adhopate gachhe.
    Tarporeo dant keliye haste shudhumatro ei ashikshito akat murkho bangaleerai pare.Ei Dant kalane idiot take niye video karar age
    bhaba uchit.Je kono Bihari Oria ba UPr lok nijjer matribhasata je kono
    Dant kalane Bangaleer chaite anek beshi shuddho bolte pare.1O bachhar Choti chete Bangaleer jeev
    ashddho hoye gachhe.Ar so called buddhijeebi Bandorder kathha na bolai bhalo.

    • @protappramanick6840
      @protappramanick6840 2 роки тому

      সেই আকাট, অশিক্ষিতদের মধ্যে কি অমলেন্দুবাবু আপনিও আছেন?