Suptodhara & Sohosrodhara Waterfall | Sitakunda Travel Series | Episode 01

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 483

  • @SalmanAhmed.218
    @SalmanAhmed.218 4 роки тому +15

    গত বছর আমরা গিয়েছিলাম আমরা যেদিন যাই সেদিন হটাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়, আর এই সুপ্তধারা ঝর্ণার ভয়ংকর সুন্দর রুপ দেখতে পাই। সত্যিই অসাধারণ ❤ জোঁকের উৎপাত ছিলো তখন বৃষ্টির কারনে, বর্ষাকালে গেলে সাবধান।

    • @foysalemon6794
      @foysalemon6794 2 роки тому +1

      ভাই।।আমরাও গিয়েছিলাম। বৃষ্টি হয়ে ছিলো, মনে করলাম সেই ভাগ্য।। ভাগ্য সেই ছিলো ঠিক আছে, কিন্তু হটাৎ করে দেখি টিমের সব মেম্বারদের ই জোক এ একটু আকটু পিনিক দিয়ে গেছে।। 🥴🥴।।। ৫ জনের ভিতর একজনকে তো কামড়ে দিয়েই ছিলো।।। বর্ষার সময় জোকের কার্যকালাপ বেশি লক্ষ্যনীয়।। 😐

    • @most.fatamajannat9068
      @most.fatamajannat9068 2 роки тому

      Ohooooo

  • @maynulahsanmohiuddin450
    @maynulahsanmohiuddin450 4 роки тому +8

    আহা...কি যে প্রশান্তি পেলাম,শিশির দ্যা। যায় বলে হয়'তো'বা বুঝানো যাবেনা/অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং কৃতজ্ঞ এমন অসাধারণ ভিডিও উপহার দেওয়ার জন্য❤❤

  • @shahadathossain3079
    @shahadathossain3079 4 роки тому +6

    শিশির ভাই আপনার ভিডিও দেখে অনুপানিত হলাম.মনে চাচ্ছে এখনই চলে যেতে... ইনশা-আল্লাহ দেশ স্বাভাবিক হলে প্রথম ট্যাভল হবে সুপ্তধারা ঝর্ণা

  • @lxhridoy4628
    @lxhridoy4628 4 роки тому +14

    সত্যি ভাই আপনার জন্য বাংলাদেশের সুন্দর জায়গা গুলো দেখতে পারি 😍😍 ২য় পব টা একটু চালু দিবেন ধন্যবাদ

    • @solotravelermahim
      @solotravelermahim 4 роки тому +1

      হ্যা... আমরাও অপেক্ষা করছি দ্বিতীয় পর্বের জন্য। 😊

  • @bristydaas515
    @bristydaas515 4 роки тому +7

    অনেক দিন অপেক্ষায় ছিলাম নতুন ভিডিও দেখার,,,,

  • @fardinhossainsaad3816
    @fardinhossainsaad3816 4 роки тому +5

    ভিডিওটা খুবই ভালো লাগলো শিশির ভাইয়া।।।। জায়গা গুলো খুবই সুন্দর ছিল ।।।সবসময় পাশে ছিলাম,,, পাশে আছি,,,, পাশে থাকবো।।।।।

  • @kkrpcg7916
    @kkrpcg7916 4 роки тому +11

    আমাদের গ্রামের ভাষায় বলে ডুমুর( Fig trees) বলে।
    রান্না করে খেতে মজা লাগে।

  • @muhammadnahimmajumder9693
    @muhammadnahimmajumder9693 4 роки тому +5

    গত বছর ১৮ই আগস্ট আমরা তিনজন চন্দ্রনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আমাদের পুরো জার্নিটাই ছিল এডভেঞ্চার।
    যেমন, ভোর ৪ টায় বৃষ্টির কারণে আমরা যেতে পারবো কিনা সেটাই চিন্তার বিষয় হয়ে দাড়ালো।
    কিন্তু নাটকীয় ভাবে ৫ টায় বৃষ্টি থেমে গেলো। আবার তিন জন মিলে ট্রেন ধরার জন্য ভোর সকালে প্রায় ৫ কিলোমিটার রাস্তা দোড়ে ষ্টেশনে আসা।(আমরা সি,এন,জি রিজার্ভ করিনি খরচ বাঁচাতে 🤪)
    এবার দেখা গেলো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সকাল ৮ টা বেজে গেলো। তারাহুরো করে আসতে গিয়ে এক বড় ভাইকে রেখে আসি। তবে উনার ঢাকা যাওয়ার কথা।
    দির্ঘ অপেক্ষার পর ট্রেন আসলো কিন্তু পোড়া কপাল ঈদের সময় হওয়ায় ট্রেন ভর্তি মানুষ। একটা চুল রাখার জয়গা নেই। দরজা জানালা ধরে বানরের মত অনেকে যাচ্ছে।
    আমি বাকি দুইজন কে অনুরোধ করলাম প্রয়োজনে বাসে যাবো,
    কিন্তু ট্রেনে না। পরে ওরা দুজন কেমনে যে ঢুকে পড়ল আমি বেচারা বাধ্য হয়ে দরজা ধরে যাওয়ার উপক্রম। ভাগ্য সহায় হলো অনেকটা সুঁই হয়ে ঢুকে তাল গাছের মত দাড়িয়ে গেলাম।
    গুগল ম্যাপের সাহায্যে চন্দ্রনাথ মন্দিরের রাস্তা জানতে চাইলাম।
    গুগল বললো বোটানিকাল গার্ডেনের ভিতর দিয়ে রাস্তা আছে। আমরাতো খুশিতে আটখানা, বাহ দুইটা ঝর্ণা পাহাড়ি রাস্তা ভরপুর মাজা হবে।
    রীতিমতো খচর বাঁচাতে আমরা পাঁয়ে হেঁটে রওনা শুরু করি। কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভালোই বেগ পোহাতে হলো। হাঁটতে হাঁটতে পায়ের রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো।
    কিন্তু ভ্রমন পিঁপাসু মনের জোরে দুইটা ঝর্ণাই ঘুরলাম। কিন্তু সহস্রধারার পর পথ বন্ধ, চিন্তাইকারীর প্রকোপ আছে। আমাদের মাথায় হাত তাহলে সারাদিন পুটো বালতিতে পানি ঢাললাম বুঝি! তবে সুপ্তধারা ঝর্ণা মনের জ্বালা অনেকটাই লাগব করেছিল। পথ বন্ধ জানলে সহস্রধারা পর্যন্ত আসতাম না। কষ্ট অনুযায়ী ফল তেমন মিষ্টি না।
    সেখান থেকে নেমে গুগল কে জিজ্ঞেস করে গুলিয়াখালী চি-বীচ চলে গেলাম। পড়লাম আরেক সমস্যায়, জোয়ারের সময় হওয়ার নৌকা ভাড়া করতে হবে। জনপ্রতি আসা যাওয়া ১০০ করে আমরা তিনজনের ৩০০। কিন্তু সে সামার্থ এই গরিবদের নেই। তাই দূর থেকে চি-বীচ দেখছিলাম আর আফসোস করছিলাম। কিন্তু মাথায় ভুত চেপে বসে। সিদ্ধান্ত নিলাম, বীচের জলাবল দিয়ে হেঁটে যাবো। অনেক কষ্টে ওদের রাজি করালাম। জঙ্গল দিয়ে প্রায় ৮-১০ মিনিট হেঁটে সাগরের ছোঁয়া পেয়ে যেন জীবনের সকল দুঃখ ভূলে গেলাম।
    আরো শত স্মৃতি এডভেঞ্চার নিয়ে আমাদের টুর সমাপ্তি হলো।
    আমাদের তিনজনের মাত্র ১০০০ টাকা খরচ হয়েছিল। খাওয়া দাওয়া, নাস্তা সবই ছিল। তবে ট্রেনে আসা যাওয়া ফ্রিতে ছিলো।কেউ টিকেট চেক করতে আসেনি।

  • @amadersandwiptv
    @amadersandwiptv 4 роки тому

    আসসালামু আলাইকুম।আমাদের সন্দ্বীপ.টিভি এবং সন্দ্বীপের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে প্রাচীন ঐতিহ্যবাহী ও অন্যতম দ্বীপ সন্দ্বীপ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ন্যায় এই দ্বীপের মানুষও অনেক অতিথিপরায়ণ। তাই আপনাদের সন্দ্বীপে আসার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।

  • @WildWZeroS
    @WildWZeroS 4 роки тому +3

    Ami india te kolkata e thaki. Khub bhalo tomar ei video ta.. Khub e sundor jaiga... ❤❤❤❤

  • @asikurrahman4247
    @asikurrahman4247 4 роки тому +4

    ভাই সীতাকুণ্ডে আমি গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর দেখার মত জায়গা ঘুরে দেখে এলাম আর চন্দ্রনাথ পাহাড়ে গেলেন কিনা যদি গিয়ে থাকেন তাহলে তারাতারি ভিডিও আফলোড করেন অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

  • @solotravelermahim
    @solotravelermahim 4 роки тому +3

    অনেক সুন্দর একটি যায়গা। এপর্যন্ত কয়েকবারই যাওয়া হয়েছে। তাও প্রতিবার প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে ভাল লাগে। কারন প্রকৃতির রূপ সর্বদাই সুন্দর হয় খুব। 😊😊
    ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ভিডিও করার জন্য😊

  • @nobifaruk5841
    @nobifaruk5841 3 роки тому +1

    খুব সুন্দর একটা ভিডিও, দেখতে অনেক ভালো লাগছে

  • @SabbirKhan-rg6nf
    @SabbirKhan-rg6nf 4 роки тому +2

    জানিনা কেন জানি আপনার ভিডিও গুলো এতো ভালো লাগে।।।।। আর নয়ন মজুমদার ভাই লাবিব ভাই এর ভিডিও খুব ভালো লাগে + আপনার ড্রন ভিউ আসাধারন ভাই

  • @optimisticshohag6583
    @optimisticshohag6583 4 роки тому +3

    এই ঝর্ণার পাশের পাহাড় বেয়ে উপরে গেসিলাম।
    শ্রোতধারার জন্য উপরের খালটার মাটি পাথর হয়ে গেসে।
    সব মিলিয়ে অমায়িক লাগছিলো♥

    • @mdazam9516
      @mdazam9516 2 роки тому +1

      ভাই ঠিকবলেছেন সেখানে জাগাগুলো অনেক সুন্দর

    • @bineiamin7565
      @bineiamin7565 2 роки тому

      কীভাবে উপরে উঠবো?

  • @alaminayat7796
    @alaminayat7796 4 роки тому +3

    সত্যি ভাই আপনার জন্য বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা গুলা দেখতে পারি।আসলেই আপনার ভিডিও গুলা যত দেখি ততো ভ্রমন এর প্রতি আগ্রহ বেড়ে যায়। ♥♥LOVE YOU Shishir ভাই♥♥

  • @imtiazsalman1893
    @imtiazsalman1893 4 роки тому +2

    School picnic thake jauar subaggo hoycilo amar.... Onek sondor jayga... Pura rasta hate geicilam.

  • @myempire6956
    @myempire6956 4 роки тому +5

    এইখানে পাহাড় বেয়ে গেটে উঠতে অনেক কষ্ট কিন্তু আমি যখন গিয়েছিলাম বাইক নিয়ে গেছিলাম তাই বেশি উপভোগ করেছিলাম👌

  • @mdshahidulislam6636
    @mdshahidulislam6636 2 роки тому

    আপনার প্রত্যেকটা ভিডিও আমার মনকে কেড়ে নেই। আপনার উপস্থাপনা অনেক সুন্দর মাশাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন। তারপরেও আমরা আল্লাহ তায়ালাকে ভুলে থাকি। কুরআনুল কারিমে আল্লাহ তা'আলা বলেন,তোমরা আমার সৃষ্টি কে নিয়ে গবেষণা কর তাহলেই তোমরা আমার পরিচয় পেয়ে যাবে। চিন্তা না করার ভয়াবহ পরিণতি : যারা তাদের ইন্দ্রিয়শক্তি দ্বারা সত্য উপলব্ধির চেষ্টা করে না তাদের ব্যাপারে কুরআনে বলা হয়েছে, ‘আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দ্বারা দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দ্বারা শ্রবণ করে না; তারা পশুর মতো, বরং তার চেয়ে অধিক বিভ্রান্ত। তারাই উদাসীন। ’ (সুরা : আরাফ, আয়াত : ১৭৯)

  • @munnarony7740
    @munnarony7740 4 роки тому +2

    ভাই অপরুপ করোনার এই দিনে মনটা ভালো হয়েগেছে,তাই আপনাকে অনেক ধন্যবাদ।।।।।

  • @MdParvez-no6jo
    @MdParvez-no6jo 3 роки тому +1

    জায়গাটা খুব সুন্দর
    মাশাআল্লাহ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন

  • @MyAdventureTube
    @MyAdventureTube 4 роки тому +1

    ভাইয়া আপনার এ ভিডিও আমি এবার তৃতীয় বার দেখেছি I অনেক মিস করি বাংলাদেশকে I থাকি অনেক দূরে মন পড়ে থাকে বাংলাদেশে I শিশির ভাই ,জায়গা গুলো খুবই সুন্দর ছিল এবং ভিডিওটা খুবই অনেক ভালো লাগলো । So Amazing WaterFall . Sarker- From New York.😀👍

  • @jonayedkhondoker1724
    @jonayedkhondoker1724 4 роки тому +3

    ভ্রমণ না করলে বুজা যায় না যে আল্লাহ তায়ালা এই পৃথিবীটা কে কত সুন্দর করে সৃষ্টি করেছেন,,,,,, সত্যি ভাষায় প্রকাশ মত না,ভাইয়া তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো।

  • @kmriazuddin4424
    @kmriazuddin4424 4 роки тому +1

    Shishir vai apnar video gula dekhle mone hoy sorasori dekhteci video gula onek valo hoy onek valo lage updated video r jonno opekhay aci

  • @maimunatabassum3065
    @maimunatabassum3065 3 роки тому +1

    অনেক ভালো লাগলো আপনাদের জার্নি, দেখার মতো পরিবেশ, আমি ছিলাম সীতাকুণ্ড ৫ বছর

  • @dalimmia9603
    @dalimmia9603 3 роки тому +1

    দূর্দান্ত, এত সুন্দর। এখনই যেতে ইচ্ছে করছে

  • @flyingseagull3688
    @flyingseagull3688 4 роки тому +3

    অপেক্ষায় ছিলাম নতুন ভিডিও দেখার.ভাই দোয়া করি খুব তাড়াতাড়ি 1M এ পৌছাতে পারেন৷

  • @mdarifestiak8081
    @mdarifestiak8081 4 роки тому +2

    রাজশাহীতে ঐ ফলটাকে ডুমর বলে।আর এটার আলু দিয়ে রান্না ভাজি, তরকারি খেতে অনেক মজার🍛👌👌।তবেখালি মুখে খাওয়া অসম্ভব 😖😖😖

  • @afraislamafra3435
    @afraislamafra3435 4 роки тому +38

    এসব দেখে বার বার একটাই আফসোস জাগে কেন আমি ওইসব জেলায় জন্ম নিলাম না,,কেন ইট পাথুরে ঘেরা ঢাকার বাসিন্দা হলাম🙄

    • @jakirjoy6552
      @jakirjoy6552 3 роки тому +5

      thokon r jorna valo lagto na , thokon dhaka valo lagtho ..

    • @arfatuddin7405
      @arfatuddin7405 2 роки тому +4

      আমাদের বাড়ি সীতাকুণ্ড,,,

    • @sadikrajin4111
      @sadikrajin4111 2 роки тому +1

      Woman

    • @travelersdiary1611
      @travelersdiary1611 2 роки тому

      চট্টগ্রামের ছেলে বিয়ে করেন।

    • @afraislamafra3435
      @afraislamafra3435 2 роки тому +1

      @@travelersdiary1611আল্লাহ রে আল্লাহ!! চট্টগ্রামের ছেলে বিয়ে করা মানেই মোটা অংকের যৌতুক দেওয়া,,জালেমের গোষ্ঠী সব,,😬😬

  • @emonhossain9169
    @emonhossain9169 4 роки тому

    ভাই ঝর্নার উপরে উঠার সিস্টেমটা তো বললেন না,,কি করে উঠলেন সেটাও দেখালেন না।

  • @shshoron
    @shshoron 4 роки тому +4

    অসাধারণ খুব সুন্দর ঝর্ণা দুইটি

  • @shahariarahmedsourav9265
    @shahariarahmedsourav9265 3 роки тому +1

    ভাইয়া সুপ্তধারা ২ থেকে মহামায়া লেক এর দূরত্ব কতটুকু? যাইতে কতক্ষন লাগবে?

  • @h.m.kawsarhamids6734
    @h.m.kawsarhamids6734 4 роки тому +14

    ওই ফল টা...🍑 আমাদের চিটাগং এর বাসায় ডুম্মুরো ফল বলে 😁

  • @JahidulIslam-ds8rd
    @JahidulIslam-ds8rd 2 роки тому

    এখন গেলে কি পানি পাওয়া যাবে! সুপ্তধারায়

  • @gmfrabby9718
    @gmfrabby9718 4 роки тому

    Komlapur theke turna nishita chare rat 11.30 e.. Ai train e kore feni gia neme then jai local train e gisen sei train dhore sitakundu jaoya jay.. Aitay better i think.. 500 takar cng varar poth ki asolei hate jaoya somvob hobe...?? Anumanik koi kilo hote pare..??
    By the way.. Nice vloging.. Keep it up bro..

  • @bibhasdas6137
    @bibhasdas6137 4 роки тому +2

    Well come back to Sitakunda. Nice to see you. Want to see the Kaibalya Dham.

  • @rajibkhanrafin
    @rajibkhanrafin 2 роки тому

    shuptodara waterfall kii sitakundo Eko park er vitore vai...akto bolben plz

  • @khalekfarm261
    @khalekfarm261 4 роки тому

    খুব সুন্দর জায়গা আমি দুবার গেছিলাম আমার লাইফে একবার স্কুল লাইফে আরেকবার কলেজ লাইফে

  • @shovosokalbd.2110
    @shovosokalbd.2110 4 роки тому +18

    8:22 এটা ডুমুর

  • @arefinahemed9789
    @arefinahemed9789 4 роки тому +3

    ভালোবাসা অবিরাম অন্তহীন প্রিয় ভাই 😍

  • @anikkarmaker9514
    @anikkarmaker9514 Рік тому

    assalamualaikum bhaia.. Eta kon month er somoe chilo?

  • @mdashikmia9151
    @mdashikmia9151 3 роки тому

    March mashe ki jhornate Pani takhe ki ?

  • @lalbubo2947
    @lalbubo2947 4 роки тому +2

    Shishir dada apnar video onek din por dekhlam onek valo laglo...

  • @akterbai1164
    @akterbai1164 4 роки тому +2

    Good and nice kwbe sundor apunara sukliya

  • @shamimaaktersoroni618
    @shamimaaktersoroni618 2 роки тому

    এখন গেলে কি ঝর্নায় পানি দেখতে পাওয়া যাবে ??

  • @awe.aiken7
    @awe.aiken7 2 роки тому

    মে মাসের দিকে গেলে কি ঝর্ণায় পানি পাওয়া যাবে?

  • @saidulislam-gn7lr
    @saidulislam-gn7lr 3 роки тому

    ভাই ২ টা ঝনাই কি কাছাকাছি। এই ২ টা ঝনা ঘুরতে কতক্ষণ সময় লেগেছিল।

  • @AsifEkhonbasai
    @AsifEkhonbasai 4 дні тому

    Sitakundo jawar pothe video ti dekha help Holo thanks

  • @mdmamunurrashid9444
    @mdmamunurrashid9444 4 роки тому +3

    কিছু দিন আগে ঘুরে আসলাম। সত্যি অনেক সুন্দর জায়গা।

    • @anikbasak4558
      @anikbasak4558 2 роки тому +1

      ডিসেম্বর এ পানি এমন থাকে?

  • @shjibghosh31
    @shjibghosh31 2 роки тому

    ভাই ঝর্ণা কি সব সময় পানি থাকে

  • @karimctg4638
    @karimctg4638 9 місяців тому

    Winter e gele Kemon Hobe ??

  • @mdshuvoarafat834
    @mdshuvoarafat834 3 роки тому

    Bhaiya train charar somoy koyta

  • @itssubrina8649
    @itssubrina8649 2 роки тому

    Apnara kon month a giyechilen?kew jete caile kon month a jaoa valo hobe?

  • @r.s.dancemusicvideo
    @r.s.dancemusicvideo 4 роки тому +7

    শিরির ভাই।৷৷ আন্ধারমানিক নেয় একটা ভিডিও দেন

  • @fahimkhan4712
    @fahimkhan4712 4 роки тому

    ইকু পার্কের ভেতর এই ঝর্ণা দুটি,?

  • @yesmintasnim6384
    @yesmintasnim6384 3 роки тому

    এখানে কিভাবে যেতে হয়, আর খরচ কেমন পরে,

  • @mrsahadat2223
    @mrsahadat2223 3 роки тому

    Vai kon somoy gele valo hoy

  • @kaynatgallery6222
    @kaynatgallery6222 3 роки тому

    ভাইয়া আপনি সুপ্তধারা ঝর্ণায় কোন সিজনে গিয়েছিলেন

  • @sanjidaafroz7080
    @sanjidaafroz7080 Рік тому

    Kon month e gele amn sondor dekha jabe jorna eco park theke jorna koto dure jete ki khub kosto hoice

  • @jsrahmad822
    @jsrahmad822 4 роки тому

    এই ডুমুর ফল কি খাওয়া যায়..?আর যাইলেই বা তা কিভাবে খায়..?

  • @ভবঘুরেপোলাপান

    সুপ্তধারায় কি এখন পানি পাবো ভাই?

  • @farjanaakter-wj7ed
    @farjanaakter-wj7ed 3 роки тому

    Sara mas e jornay pani thakbe to?

  • @mohammadimran07733
    @mohammadimran07733 4 роки тому +3

    আমার দেখা সেরা ভ্লগার ভাই আপনি।

  • @toufikrahman7508
    @toufikrahman7508 Рік тому

    APNI chondronath pahar tracking koresen ...?

  • @mdasfe1943
    @mdasfe1943 4 роки тому +2

    শিশির ভাইয়া & আপুকে ভালোবাসার আবিরাম

  • @fizzan4772
    @fizzan4772 4 роки тому

    Bhai sitakunda te ki alcohol paoya jai?
    Botol chara Tour jome nah

  • @Md_Rasel_Official
    @Md_Rasel_Official 2 роки тому +1

    Alhamdulillah klk gesi❤️🥀

  • @sabbirhossan7157
    @sabbirhossan7157 4 роки тому

    দুই এক দিনের মধ্যে গেলে পানি পাবোতো ভাইয়া

  • @nurnobykhannury7943
    @nurnobykhannury7943 3 роки тому

    Ekhon gele ki valo view Pawa jabe? Naki ekdom e simsam?

  • @sadiasubahan979
    @sadiasubahan979 3 роки тому

    November December এ গেলে কি ঝর্না পাবো???

  • @nusratjahanamika4203
    @nusratjahanamika4203 3 роки тому

    বছরের কোন সময় যাওয়া ভালো হবে?? বর্ষা বাদে পানি কোন মাসে ভালো দেখা যাবে? জানাবেন!

  • @sarkarasifnoor3559
    @sarkarasifnoor3559 2 роки тому

    গরম কালে কি একেবারেই পানি থাকেনা?

  • @MyAdventureTube
    @MyAdventureTube 4 роки тому +2

    অনেক সুন্দর একটি যায়গা। প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে ভাল লাগলো। Nice tour..!! Amazing Vlog, Very Beautiful Place.😀ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ভিডিও করার জন্য😊 SARKER- From New york.😀

  • @Salmankhan-cr5dt
    @Salmankhan-cr5dt 3 роки тому +1

    আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখে মুগ্ধ হয়ে গেছি

    • @pritomtanti4117
      @pritomtanti4117 3 роки тому +1

      B@l bata এই গুলো রাম সৃষ্টি

  • @mrsshahinoor7615
    @mrsshahinoor7615 3 роки тому

    Accha 1 dine ki sohosrodhara 1 suptodhara ar sohosrodhara 2 jhorna ghura jabe?

  • @emonhossain9169
    @emonhossain9169 4 роки тому

    ভাই,শুধু সুপ্তধরা দেখার জন্য পার্কের গেইট থেকে কতোক্ষন হাটতে হবে।

  • @arifkhantube157
    @arifkhantube157 4 роки тому

    vaiya apni shitakundo kon train a gecen r koyta baje train chare

  • @MDNAYEM-hk5om
    @MDNAYEM-hk5om 4 роки тому

    ভাই এখানে কি বাস নিয়ে জাওয়া যাবে।

  • @azadthewanderer1430
    @azadthewanderer1430 4 роки тому

    সুপ্তধারা ঝর্ণা তে কি ক্যাম্পিং করা যায়?

  • @mdrakibkhanrafi5162
    @mdrakibkhanrafi5162 3 роки тому

    অনেক সুন্দর হয়েছে শিশির দেব ভাই

  • @mrsiddeque7433
    @mrsiddeque7433 3 роки тому

    November 1st week a ki pani pawa Jabe? Plz

  • @rakib2841
    @rakib2841 3 роки тому

    Vai train ar beboron ta dan vai ticket ta ja train tar nam ta bola koy thaka chara taw bolan??

  • @mahmudjahan513
    @mahmudjahan513 3 роки тому

    কেমন লাগল ভাইয়া আমাদের সীতাকুণ্ডে

  • @mahinmahbubhridoy556
    @mahinmahbubhridoy556 4 роки тому

    Eco park ki ekhon khola ache?

  • @prantobhowmick1843
    @prantobhowmick1843 Рік тому +1

    Vai ati "DOMOR" foll jeti dekhiachen

  • @mdiqbalhossainshawon4486
    @mdiqbalhossainshawon4486 2 роки тому

    এখনকার চিত্র ভিন্ন হয়ে গেছে।
    ২০০৭ সালে গিয়েছিলাম ইকোপার্ক।

  • @arpanbiswasnicesongarpanbi4527
    @arpanbiswasnicesongarpanbi4527 4 роки тому +1

    Jo's hoise

  • @এসএমটিভি-ছ৭ষ
    @এসএমটিভি-ছ৭ষ 3 роки тому +1

    প্লিজ বলবেন ভাইয়া কোন মাসে যাওয়ার সবচাইতে ভালো

  • @mohammadsayeed4428
    @mohammadsayeed4428 3 роки тому

    দুই সপ্তাহ আগে ঘুরে আসলাম সত্যিই সুন্দর জায়গা

  • @smsabbir3610
    @smsabbir3610 2 роки тому

    ভাই ফেনি স্টেশন থেকে সীতাকুণ্ড কীভাবে যাবো। কোনো বাস সার্ভিস আছে?

  • @ajairamastiprince7205
    @ajairamastiprince7205 4 роки тому +1

    Masallah vai khub sundor lagche
    Vai Apnar sathe je gurte jah se ki amader vabi naki

  • @shafayethossain4071
    @shafayethossain4071 3 роки тому

    সুত্তি ওনেক সুন্দর,আমি এই ভিডিওতে দেওয়া,সব গুলা জায়গায় গেচি,তাও পায় হেটে,চন্দ্রনাত পাহার থেকে,হেটে আসচি,পাহারি রাস্তা দিয়ে

  • @vipsiam601
    @vipsiam601 4 роки тому

    Vai Tajidong a jaoar iccha ase???

  • @ronobirdas3349
    @ronobirdas3349 2 роки тому

    প্রাউড মোমেন্ট! আউয়ার চিটাগং

  • @tonmoyhossain1
    @tonmoyhossain1 4 роки тому

    Vaia 9 August ei jaygay jete cacchi nijeder garite. ei somoy ki jawa jabe?

  • @ibrbdshowbiz
    @ibrbdshowbiz 3 роки тому

    0:09 কাকতালীয় ? আজকে ১৭ই জুলাই, (২০২১)

  • @bronbiker3393
    @bronbiker3393 4 роки тому +1

    Masaallha dada Ami India theke Apnar Video dekhi onek valo lage ami apnar sathe akbar Bangladesh Gure dekhte chai

  • @Trip_with_Shihab
    @Trip_with_Shihab 4 роки тому +1

    Bhai asha kori ager episode gulu calaye jaben egula dekhle tao valo lage ♥

  • @shahinnafiz3027
    @shahinnafiz3027 4 роки тому +2

    ভাই বরিশালের ঝালোকাঠী জেলায় আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে একবার বেরাতে আসবেন।

  • @noninath2543
    @noninath2543 2 роки тому

    Cng ki jawa asha 2tar jonno 500tk nki sudhu jawa 500tk?