আমরা কোন পারমিট করাই নি। আমরা পোখরা লেক থেকে একটা ট্যাক্সি নিয়ে পোখরা সাইট সিন করেছিলাম। ঐ ট্যাক্সি ড্রাইভার আমাদের পোখরার যে বাসস্ট্যান্ড থেকে মুক্তিনাথ যাবার বাস ছাড়ে, ঐ বাসস্ট্যান্ড নিয়ে গিয়ে ছিলেন। মুক্তিনাথ যাবার আগের দিন -ই আমরা টিকিট কেটে নিয়ে ছিলাম। পরের দিন সকালে ঐ ট্যাক্সি ড্রাইভার দাদা আমাদের পোখরার যে হোটেলে আমরা ছিলাম, সেখান থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আমাদের দিয়ে এসেছিলেন। পোখরা থেকে মুক্তিনাথ যাবার বাস ছাড়ে সকাল ৬ টার সময়। আমরা যে বাসে গেয়েছিলাম, ঐ বাসে নেপাল -এর সব স্থায়ী বাসিন্দা ছিলেন, ওদের তো কোন ও পারমিট লাগে না। তাই আমাদের ও লাগে নি। তবে বাসের কন্ডাক্টর আমাদের পারমিট -এর টাকা চাইছিল। আমরা দিই নি। পোখরার যে হোটেলে ছিলাম, হোটেল মালিক বলেছিলেন, পারমিট -এর জন্য কোন টাকা দেবেন না।
Well... It snows everyday specially when the weather is bad or when it's raining. You know like it's of high altitude so expect snow all throughout the year. Happy travelling :)
Thanks
ফেরার bus er ticket কি আগের দিন কাটতে হয় ?
না, আমরা ফেরার সময় বাসেই টিকিট কাটিয়ে নিয়ে ছিলাম।
Muktinath er permit kokhon korlen, kothatheke ?
আমরা কোন পারমিট করাই নি। আমরা পোখরা লেক থেকে একটা ট্যাক্সি নিয়ে পোখরা সাইট সিন করেছিলাম। ঐ ট্যাক্সি ড্রাইভার আমাদের পোখরার যে বাসস্ট্যান্ড থেকে মুক্তিনাথ যাবার বাস ছাড়ে, ঐ বাসস্ট্যান্ড নিয়ে গিয়ে ছিলেন। মুক্তিনাথ যাবার আগের দিন -ই আমরা টিকিট কেটে নিয়ে ছিলাম। পরের দিন সকালে ঐ ট্যাক্সি ড্রাইভার দাদা আমাদের পোখরার যে হোটেলে আমরা ছিলাম, সেখান থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আমাদের দিয়ে এসেছিলেন।
পোখরা থেকে মুক্তিনাথ যাবার বাস ছাড়ে সকাল ৬ টার সময়। আমরা যে বাসে গেয়েছিলাম, ঐ বাসে নেপাল -এর সব স্থায়ী বাসিন্দা ছিলেন, ওদের তো কোন ও পারমিট লাগে না। তাই আমাদের ও লাগে নি। তবে বাসের কন্ডাক্টর আমাদের পারমিট -এর টাকা চাইছিল। আমরা দিই নি। পোখরার যে হোটেলে ছিলাম, হোটেল মালিক বলেছিলেন, পারমিট -এর জন্য কোন টাকা দেবেন না।
When will it snow, if we go in the first week of August
Well... It snows everyday specially when the weather is bad or when it's raining. You know like it's of high altitude so expect snow all throughout the year. Happy travelling :)
Madam kon month e gachilen ektu janaben
20th March 2023
ঘোড়া থেকে নেমে কতো টা হাটতে হোয়েছে
মিনিট দশেক হবে।
ফেরার সময় কি ঘোড়ায় ফিরলেন? চার্জ কত?
না, হেঁটে ফিরেছি।
ঘোড়া কি একদম মন্দির পর্যন্ত নিয়ে যায়।
না, মন্দিরের যাবার কিছু টা আগে নামিয়ে দেয়। তারপর সিঁড়ি দিয়ে মন্দিরে উঠতে হবে।
ঘোড়া থেকে নেমে কতো গুলো সিরি?
১০০ টার মতো সিঁড়ি হবে।