TOMAR MOTO DOYAL BONDHU • JOHORA • LALON | তোমার মত দয়াল বন্ধু • জোহরা বয়াতি

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ধর্ম বা নীতি আদর্শের চর্চা হোক জ্ঞান, বিবেক আর ভালোবাসার সমন্বয়ে।যদিও আজকের দিনের বাস্তবতা হচ্ছে বেশিরভাগ ধর্ম বা মতবাদের চর্চা হয় ভয় অথবা স্বার্থচিন্তা থেকে। শতবর্ষ আগে ফকির লালন শাহ তার ঈশ্বরভক্তি, তার গুরুভক্তি নিয়ে অসংখ্য পদ রচনা করে গিয়েছেন যেগুলো কিনা আজকের দিনের বিবেচনায় অধিকতর আধুনিক। তেমনি একটি পদ ‘তোমার মত দয়াল বন্ধু আর পাব না’। পদটি ঝিনাইদহের হরিণাকুণ্ড এলাকার জোহরা বয়াতি কণ্ঠে ধারণ করেছিলেন ফকির লালন সাঁইজিরই গুরু ফকির সিরাজ শাহ এর মাজার প্রাঙ্গণে।
    তোমার মত দয়াল বন্ধু আর পাব না।
    দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না।।
    তুমি তো খোদার দোস্ত
    অপারের কাণ্ডারী সত্য
    তোমা বিনে পারের লক্ষ্য
    আর তো দেখি না।।
    আসমানি এক আইন দিয়ে
    আমাদের সব আনলে রাহে
    এখন মোদের ফাঁকি দিয়ে
    ছেড়ে যেও না।।
    আমরা সব মদিনাবাসী
    ছিলাম যেমন বনবাসী
    তোমা হতে জ্ঞান পেয়েছি
    আছি সান্ত্বনা।।
    তুমি বিনে এরূপ শাসন
    কে করবে আর দীনের কারণ
    লালন বলে আর তো এমন
    বাতি জ্বলবে না।।
    =======================================
    বিশেষ সতর্কীকরণ: বাউলতলা চ্যানেলের ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোন ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন। আমাদের কোন ভিডিও অন্য কোথাও অনুমতি ছাড়া প্রচার করলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
    Follow us on Facebook: / baultola

КОМЕНТАРІ • 18