ট্রান্সজেন্ডার বা হিজড়া পার্থক্য ও সতর্কতা। তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার ২০২৩

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ট্রান্সজেন্ডার বা হিজড়া পার্থক্য ও সতর্কতা।।
    "তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার ২০২৩"
    স্থানঃ আল মারকাযুল ইসলামী কমপ্লেক্স শাসনগাছা কুমিল্লা
    আলোচক ডাঃ সাবিত বিন হান্নান বিসিএস (স্বাস্থ্য) বারডেম হাসপাতাল ঢাকা। (কেন্দ্রীয় সেক্রেটারি, আহলেহাদীছ পেশাজীবি ফোরাম)
    অনুষ্ঠানের শেষ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাচজন সঠিক উত্তরদাতার মাঝে পুরস্কার বিতরণী ও একজনকে সম্মাননা স্বারক প্রদান ও বৈঠক ভঙ্গের দোয়া পাঠ এর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। "আলহামদুলিল্লাহ"
    সবাই যখন জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত! ঠিক সেসময় কুমিল্লা যেলা বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ভিন্ন কিছু ভাবনা তুলে ধরছে প্রজন্মের কাছে।"আলহামদুলিল্লাহ"
    "যুব সমাজ হোক ইসলাম প্রচারে দক্ষ শক্তিশালী" এই শ্লোগানে সম্পন্ন হলো:-
    "তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা" শীর্ষক সেমিনার-২০২৩ ও প্রশ্নোত্তর পর্ব।
    গত ৩১শে ডিসেম্বর ২০২৩ রবিবার, আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স শাসনগাছা, কুমিল্লা।
    অনুষ্ঠান শুরু হয় বেলা ২টা থেকে এবং সমাপ্তি ঘটে বাদ এশা।
    উদ্বোধকউদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ (সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা যেলা)
    প্রধান অতিথির আসন অলংকৃত করেন :
    ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (চেয়ারম্যান, হাদীস ফাউন্ডেশন শিক্ষাবোর্ড ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়াক সম্পাদক আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
    কি-নোট স্পিকার ছিলেন :
    ডাঃ শওকত হাসান (কেন্দ্রীয় সভাপতি, আহলেহাদীছ পেশাজীবি ফোরাম)
    ড. মুহাম্মাদ আলী নাইম (সহযোগী অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)
    সহ-সভাপতি, আহলেহাদীছ পেশাজীবি ফোরাম)
    ডাঃ সাবিত বিন হান্নান বিসিএস (স্বাস্থ্য) বারডেম হাসপাতাল ঢাকা।
    ইঞ্জিনিয়ারঃ মুহাম্মাদ হাফিজুর রহমান (সিইও, এক্সিস আইটি ও আহলেহাদীছ পেশাজীবি ফোরাম, ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলা )
    জনাব আহমাদ উল্লাহ (কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
    ইঞ্জিনিয়ার : নাহিদ পারভেজ সজিব (আহলেহাদীছ পেশাজীবি ফোরাম, ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলা। প্রমূখ।
    বাস্তবায়নেঃ বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, কুমিল্লা যেলা।
    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: আব্দুল্লাহ আল মুছাদ্দিক বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, প্রশিক্ষণ সম্পাদক, কুমিল্লা সাংগঠনিক যেলা।
    জাযাকাল্লাহু খাইরান।

КОМЕНТАРІ • 1