HSC Chemistar Exam 2024 | Free Registration

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • HSC Chemistar Exam 2024 | Free Registration
    প্রিয় HSC-24 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা,
    HSC-এর পাঠ্যবইগুলোর মধ্যে কেমিস্ট্রি বিষয়ের কনসেপ্ট তুলনামূলক একটু জটিল। কেমিস্ট্রিতে ভালো করতে হলে প্রতিটি টপিকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয়। কেননা পরিপূর্ণভাবে কেমিস্ট্রি’র কনসেপ্ট ক্লিয়ার না রাখলে পরবর্তীতে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় HSC-এর বোর্ড পরীক্ষায় এবং পরবর্তীতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের ক্ষেত্রে। এজন্য কেমিস্ট্রিতে দৃঢ় প্রস্তুতি রাখা খুবই জরুরি।
    মূলত এ লক্ষ্যেই তোমাদের জন্য দেশব্যাপী ৬৪ জেলায় অফলাইনে উদ্ভাস এর আয়োজন MCQ কম্পিটিশন-“HSC কেমিস্টার ২০২৪”। যার মূল উদ্দেশ্য কেমিস্ট্রি বিষয়ে তোমাদের প্রস্তুতি দৃঢ়ীকরণ এবং চূড়ান্ত প্রস্তুতি যাচাইকরণ। প্রত্যাশা করি, এই কার্যক্রমটি তোমাদেরকে কেমিস্ট্রি’র বোর্ড প্রস্তুতিতে এগিয়ে থাকতে সাহায্য করবে। আর হ্যাঁ, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য হতে দেশসেরা প্রথম ১০০০ জনের জন্য ৫ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার তো থাকছেই।
    🎯 তাই আর দেরি না করে, এখনই করে ফেলো ফ্রি রেজিস্ট্রেশন!
    ✍️ পরীক্ষার তারিখ: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (শনিবার)
    ✪ মেধাবৃত্তি: ৫ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি🏆
    #HSC_কেমিস্টার_২০২৪
    #hsc_chemistar_udvash

КОМЕНТАРІ •