স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের ভিডিও উপস্থাপনের জন্য। আমাদের চারিপাশেই যে সমস্থ খাদ্য উপকরণ পাওয়া যায় তা দিয়ে অতি সহজেই ২০-২২% প্রোটিন সমৃদ্ধ মাছের খারার বানানো সম্ভব তা আপনি অতি সাধারন ভাষায় বুঝানোর চেষ্টা করেছেন যা অনেকেরই উপকারে আসবে। আপনার পরিশ্রম সফল হউক এ আশা রইল। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, সাধারণ রঙিন মাছের খাবার খালি টাকা খরচের বিষয় এবং কোনো ভালো পুষ্টি গুন থাকে না স্পাইরুলিনা বাদে, যত বাড়ির তৈরি খাবার খাবে ততো বেশি মাছ বড় হবে, ধন্যবাদ॥👍🐟🐠🇮🇳
স্যার,আমি একজন শিক্ষক,আমি এবার একটি ঘের করেছি। অনেক ইউটিউব চ্যানেল দেখেছি কিন্তু আপনাদের টা খুব ভাল লেগেছে। অনেক কিছু জানতে পেরেছি।আমি জানতে চাই বানানো খাবার কত দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে।
ধন্যবাদ,, স্যার আপনার ভিডিও গুলা দেখে অনেক ভালো লাগলো,,আর যদি ভালো লাগলো সেটা বড় কথা নয়,,আপনার কথা গুলার মাঝে মাছ চাষের জন্য অনেক শিক্ষানিয় কথা আছে,,যে কথা গুলা মাছ চাষীর উপকারী হবে,,,আমি দেশে বাহিরে থাকি ইচ্চে আছে দেশে এসে মাছ চাষ করার জন্য,,দুয়া করি আল্লাহ পাক আপনাকে সব সময় ভালো রাখে
ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে, লাইক দিবেন এবং কমেন্ট করবেন যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে। My FB Page : facebook.com/tofazahamed64
Sir apnr satha ektu kotha bolte chai Jodi problem nah hoi tahole phone number dite paren ame 150 শতক পুকুরে মাছ চাষ করতে চাচ্ছি তাই আপনার কাছ থেকে সঠিক পরামর্শ নিবো
আসসালামু আলাইকুম, আপনার দেওয়া ভি.ডি.ও দেখলাম। ভালো লাগলো। আমি ৬০ হাজারের টেংক করবো।শিং-মাগুর-কৈ-পাঙ্গাস ও আইড় মাছের চাষ করার ক্ষেত্রে আপনার এই মাছের খাবারের রেশিও কি হবে এবং প্রতিদিন কি পরিমান খাবার দিতে হবে⁉️
আসসালামু আলাইকুম। স্যার এমন গুরুত্ব সম্বলিত ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। স্যার সম্ভব হলে এমন আরও কিছু ভিডিও দিলে প্রান্তিক মাছ চাষিরা অনেক উপকৃত হবে। দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। আসসালামু আলাইকুম স্যার।
ua-cam.com/video/GR4XYkUQOm4/v-deo.html এ লিংকের ভিডিওটি দেখেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ দেখার পরেও যদি জানতে চান তবে দয়া করে আবার প্রশ্নটা করেন। ধন্যবাদ
হাতে তৈরি খাবার দিয়ে শিং-মাগুর চাষ করতে হলে মজুদ ঘনত্ব কম দিতে হবে। এখাবারে উপকরণের মধ্যে শুটকির গুড়ি কিছুটা বাড়িয়ে দিলেই কাজ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
স্যার,কেমন আছেন? খুব ভাল লাগল।রিপ্লাই দেবেন স্যার।রুই এবং গলদা চিংড়ি আছে, ৭০ শতাংশ জমিতে সব কিছু মিশিয়ে কত কেজি খাবার তৈরি করতে হবে এবং কত দিন পর পর আবার খাবার দিতে হবে।
মাছের কাবার দেবার পরিমাণ অনেক বিষয়ের উপর নির্ভর করে। চিংড়ি মাছের জন্য খাবার সাধারণত কম রাগে এবং দানাদার খাবার দিতে হয়। চিংড়ির জন্য ডুবন্ত খাবার দিতে হয় বানানো ভিজা খাবার দিলে তাতে চাউলের খুদ থাকলে ভঅল হয়। রুই মাছের জন্য মোট ওজনের ২-৩% খাবার দিলেই যথেস্ট। যেহেতু চিংড়ি আছে সে জন্য খাবার যেন কোন ভাবে বেশি না হয়ে যায়। তাহলে পানিতে গ্যাস হয়ে চিংড়ির ক্ষতি হতে পারে। খাবার কম হলে হয়ত মাছ বড় হতে কয়েক দিন বেশি লাগবে কিন্তু বেশি হলে সমস্যা তৈরি হয়ে মাছ মারা যেতে পারে। ধন্যবাদ আশা করি আপনি উত্তর পেয়েছেন।
মাছের ঘনত্ব হবে শতকে ১০-১২টি এবং রুই মাছ ১ কেজি কাতলা, সিলভার, বিগহেড ২ কেজি আকারের ছাড়লে ৬ মাসে আপনার কাঙ্খিত আকারের হবে। দিনে দুবার খাবার দিতে হবে একবার সকাল ৯-১০ টার সময় আর একবার বিকালে ৪-৫ টার সময় মোট মাছের ওজনের ২-৩% । ধন্যবাদ
সাধারণত আমরা খাবার দেয় রুই, মৃগেল, কার্পিও এ ধরনের মাছের তারা পানিতে গলে গেলে খাবার খেতে পারে না তবে গুলানো খাবারের কিছু অংশ কাতল, সিলভার ও বিগহেড খেতে পারে যদিও এসকল মাছ আমরা প্লাংকটন খাইয়ে বড় করতে চাই। গোলান খাবার পানিতে মিশে অনেকাংশে পচে সারে রুপান্তর হয়, অনেক সময় পচে পানির পরিবেশ নস্ট করে পুকুরের তলদেশে গ্যাসের সৃষ্টি করতে পারে। আশা করি আপনাকে বুঝাতেপেরেছি। ধন্যবাদ
ভাসমান খাবার দিবেন না ডুবন্ত দিবেন এটি ত আপনার সিদ্ধান্ত। ভাসমান খাবার অপচয় হয়না, মাছ কতটুকু খাচ্ছে দেখা যায় আর ডবিন্ত খাবার কতটুকু খাচ্ছে বোঝা যায় না। খাবার কতটুকু অপচয় হল সেটাও বোঝা যায় না। এখান সিদ্ধান্ত আপনার। তবে কম ঘনত্বে মাছচ থাকলে ডবন্ত খাবার ব্যবহার করা যায় তাতে খরচ কিছুটা কম হবে। অধিক ঘনত্বে থ্কলে ভাসমান ওেয়ায় ভাল। ধন্যবাদ আপনাকে
এসব ছোট মেশিং ভাল চলে না্ আমি জানিনা আপনি কোথা থেকে বলছেণ???? তবে আমার জানা মতে যারা কিনেছেন তাঁরা বেশ সমস্যায় পড়ে গেছেন। প্রথমত ৩ ফেজজ রাইন বিদ্রুৎ লাইন একটি সমস্যা। ধন্যবাদ আপানকে
@@AABD64 apnake osonkkho dhonnobad sir.onno ak jon amake bolchilo 20 teke 30 gram kore proti sotoke.apni amake khotir hat teke rokka korlen.allah apnar monggol koruk
এ তথ্য দিয়ে কি খাবার হিসাব করা যাবে??????? কি মাছকে খাওয়াবেন, মাছের আকার কত, পুকুরে সে প্রজাতির মাছের পরিমাণ (ওজন) কত ইত্যাদি ইত্যাদি তথ্য ছাড়া বলা যাবে না। ধন্যবাদ আপানকে
ভিটামিন কমই লাগে। বেশি হলে কোন ক্ষতি নাই। কেজিতে ১-২ এমএল । ভিটামিন প্রয়োগের আঘে এ ভিডওটি দেখে নিন। ধন্যবাদ আপনাকে ua-cam.com/video/tMD8F_PiOCM/v-deo.htmlsi=WU9ThjQoBX5ipHpv
কোন মাছকে দিবেন উল্লেখ না করলে উত্তর কিভাবে দিব তবে দয়া করে এ ভিডিওটি দেখুন উত্তর পেয়ে যাবেন। ua-cam.com/video/pvngWeOyka4/v-deo.htmlsi=g0BXLNRPOvcCOSKQ
@@rabiulislam6549 চিংড়ির ক্ষেত্রে দানাদার খাবার যেমন ক্ষুদের ব্যবহার করা যেতে পারে। ভেজা খাবার এড়ানোর চেষ্টা করা ভাল ডুবন্ত দানাদার খাবার দিতে হবে। তবে বিষয়গুলো আপনার মাছচাষের পদ্ধতি বা মাছের মিশ্রণ বা মাছের ঘনত্ব এ সব বিষয় বিবেচনা করতে হবে। বিস্তারিত না জেনে ভাল পরামর্শ দেয়া যায় না। আপনাকে অনেক দন্যবাদ
স্যার,এইভাবে খাবার বেশি করে বানিয়ে যদি বস্তায় ভরে পুকুরের মাঝখানে তিনটি বস্তায় ভরে বেঁধে দেই 15 দিনের জন্য তাহলে কি মাছ ওই খাবার খেলে বড় হবে ? স্যার, উত্তর দিলে উপকৃত হব।
না ভাই ওটা করা যাবে না। মনে রাখতে হবে আজ ভাত ভিজিয়ে রাখলে পরের দিন পান্তা ভাত হয় । সে ভাত আর একদিন রাখলে কি হয় ????? মাছের ক্ষেত্রে অনেকেয় এ বাজে কাজ টা করে । মাছ তো আর বলতে পারে না আমাকে পচা খাবার দিলেন কেন এত সারে রুপ্ন্তর হয়েছে। ধন্যবাদ ভাল থাকেন।
আপনার পুকুরে প্রতিদিন কি পরিমাণ খাবার লাগবে সে পরিমাণ খাবার তৈরি করতে হবে আমার দেখান অনুপাতে । অর্থাৎ ওখানে ১০০ কেজি খাবার তৈরির হিসাব দেয়া আছে আপনি ১০ কেজি খাবার বানাবেন অতএব আপনি প্রতিটি উপকরণের ১০ ভাগের একভাগ নিবেন। খাবার প্রতিদিন বানাতে হবে এবং প্রতি দিন দিতে হবে। ধন্যবাদ আপনাকে
আস-সালামু আলাইকুম। স্যার আপনার তথ্যগুলো অনেক উপকারী। জাঝাকাল্লাহ খয়রান! স্যার,এই খাবার (গোল্লা না করে) শিং মাছের জন্য ভাসমান ফিড হিসেবে ব্যবহার করা যাবে কি ?
আচ্ছা স্যার আমি আরেকবার কমেন্ট করছি এই খাবার দৈনিক করা খুবই অসুবিধার ব্যাপার। তাই একবারে যদি রেডি করে চৌবাচ্চা মধ্যে রাখি তাহলে সর্বাধিক কতদিন পর্যন্ত রাখা যেতে পারে। অবশ্যই জানাবেন...
স্যার আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন স্যার আমার পুকুরে আমি শুধু আটকুরা এবং খৈল দিছি ফিফটি ফিফটি তাতে কি আমার আমিষের পারসেন্ট ঠিক থাকবে একটু জানাবেন স্যার
পাংগাস মাছ ভৈসে উঠলে পানির ফোয়ারা দিন, অথবা বাজারে অক্সিজেন সমৃদ্ধ করে এরুপ মেডিসিন পাওয়া যায় তা দিতে পসরেন্ দুপুর ১২ ঘটিকায় হররা টেনে দিন আশা করা যায় উপকার পারেন ধন্যবাদ আপনাকে
স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের ভিডিও উপস্থাপনের জন্য। আমাদের চারিপাশেই যে সমস্থ খাদ্য উপকরণ পাওয়া যায় তা দিয়ে অতি সহজেই ২০-২২% প্রোটিন সমৃদ্ধ মাছের খারার বানানো সম্ভব তা আপনি অতি সাধারন ভাষায় বুঝানোর চেষ্টা করেছেন যা অনেকেরই উপকারে আসবে। আপনার পরিশ্রম সফল হউক এ আশা রইল। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
দাদা আপনার কি মাছ ক্ষেত আছে
মাছচাষের সাথে জড়িত অনেকের উপকারে আসবে। ধন্যবাদ
স্যার আমি ভারত থেকে দেখছি। আপনাকে অনেক ভালো লাগে
@@Enta1989 ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
আপনাকে অনেক ধন্যবাদ আর আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক
jajakallahu khairan
অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, সাধারণ রঙিন মাছের খাবার খালি টাকা খরচের বিষয় এবং কোনো ভালো পুষ্টি গুন থাকে না স্পাইরুলিনা বাদে, যত বাড়ির তৈরি খাবার খাবে ততো বেশি মাছ বড় হবে, ধন্যবাদ॥👍🐟🐠🇮🇳
ভিডিওটি দেখার এবং সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ
অত্যন্ত সময় উপযোগী পোস্ট ধন্যবাদ
স্যার,ধন্যবাদ, আপনার উপকরন ও পরামর্শ খুবই উপযুক্ত।আমার মত অনেকেই উপক্যত হবে।
ধন্যবাদ আপনাকে
ভিডিও দেখে অনেক ভালো লাগলো । আমিও এভাবে খাদ্য তৈরি করে মাছ চাষ করতে চাই। আশাকরি ভালো ফল পাবো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সাব্সক্রাইব করেছেন কি????? না করে থাকলে এখই করে ফেলুন, আেনার সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ
স্যার,আমি একজন শিক্ষক,আমি এবার একটি ঘের করেছি। অনেক ইউটিউব চ্যানেল দেখেছি কিন্তু আপনাদের টা খুব ভাল লেগেছে। অনেক কিছু জানতে পেরেছি।আমি জানতে চাই বানানো খাবার কত দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে।
ভিজা খাবার দিনের খাবার দিনেই ব্যাবহার করতে হবে। ধন্যবাদ আপনাকে
অত্যন্ত দরকারী আলোচনা, ধন্যবাদ
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই ধরনের খাবার তৈরি করা ভিডিও কেউ দেইনি
স্যার আপনার সব উপাদান গুলো সাথে খনিজ এড করা যাবে
অবশ্যই করা যাবে। ধন্যবাদ
ধন্যবাদ। খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম,স্যার ভেইতনাম শোল মাছের খাবার নিয়ে একটা ভিডিও দিয়েন,
নমস্কার স্যার এত সুন্দর ভাবে বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
ধন্যবাদ,, স্যার আপনার ভিডিও গুলা দেখে অনেক ভালো লাগলো,,আর যদি ভালো লাগলো সেটা বড় কথা নয়,,আপনার কথা গুলার মাঝে মাছ চাষের জন্য অনেক শিক্ষানিয় কথা আছে,,যে কথা গুলা মাছ চাষীর উপকারী হবে,,,আমি দেশে বাহিরে থাকি ইচ্চে আছে দেশে এসে মাছ চাষ করার জন্য,,দুয়া করি আল্লাহ পাক আপনাকে সব সময় ভালো রাখে
ধন্যবাদ আপনাকে আপনার সৃন্দর কমেন্টের জন্য। ধন্যবাদ
স্যার, আসসালামুয়ালায়কুম। অনেক উপকারী বিষয় আলোচোনা করেছেন। ধন্যবাদ। ২৫০ গ্রাম চাপ মাছ করতে চাইলে শতকে কতটি ধানী ছাড়তে পারবো? আপনার মোতামত আশা করছি।
Sir kon jinis dile khabar panir opr vese thake ata cleear bolle valo hoto. Apnar video pry dekhi nice and thanks.
এভাবে খাবার মিশিয়ে বস্থায় ভরে বাশের সাথে ঝুলিয়ে দিলেই সকলে খেতে পারবে। ধন্যবাদ আপনাকে
ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে, লাইক দিবেন এবং কমেন্ট করবেন যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে। My FB Page : facebook.com/tofazahamed64
লাইক, কমেন্ট দুইটাই করলাম। এগিয়ে যান সার।
Sir apnr satha ektu kotha bolte chai Jodi problem nah hoi tahole phone number dite paren ame 150 শতক পুকুরে মাছ চাষ করতে চাচ্ছি তাই আপনার কাছ থেকে সঠিক পরামর্শ নিবো
@@mofizurrahman5670 আপনার অবস্থান কোন এলাকায়? ধন্যবাদ
AABD64 যশোর কিন্তু এখন প্রবাসে আছি..বাসায় লোকজন আছে তাদের দিয়ে পরিচালনা করবো..ধন্যবাদ স্যার
@@mofizurrahman5670 যশোর কোথায় আপনার বাড়ি?? ধন্যবাদ
Tnx
Very Useful Thanks
Thanks for your kind information.
Thanks for watching the video, Jajakallahukhairan
Khub sundor
Sir vasoman 🐟feed ki kore toiri korbo pls ai niye jodi kichhu বলেন... 🙏
মেশিন ছাড়া ভৈাসমান খাবার বানানো সম্ভব নয়। ধন্যবাদ
স্যার অনেক অনেক ধন্যবাদ
Sob thik asa .asola khaber ta kotodin raka java? R koto % khaber dewa java? R khabar ta kotodin por por koyttar some dewa java?
প্রতি দিন যত টুকু খাবার রাগবে অত টুকু বানাতে হবে। সকাল ৯ ঘটিকায় পুকুরে খাবার দিতে হবে। ধন্যবাদ আপনাকে
আচ্ছালামু আলাইকুম। খাবার তৈরি করা দেখে খুব উপকৃত হলাম।তবে আমার প্রশ্ন হলো শিং মাছ এবং কই মাছ চাষের ক্ষেত্রে কোন উপাদান কতটুকু কমাতে বা বাড়াতে হবে?
ধন্যবাদ স্যার অনেক উপকৃত হলাম,, আমি এভাবেই খাবার বানাবো
Thanks FOR watching the video
@@AABD64 স্যার শুটকি গুাড়া না পেলে তার পরিপর্তে কি দিলে হবে,,আমাদের এদিকে শুটকি গুড়া ১০০ টাকা কেজি রাখে দোকানিরা
@@masudrana3357 পলট্রি মিল ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে
Very helpful video, Thanks
স্যার মিশ্র মাছের জন্য কোন ধরনের ফিড দিতে হবে??ভাসমান/ডুবন্ত??
খাবার কি প্রতিদিনে টা প্রতিদিন বানাতে হবে? নাকি এক সাথে কয়েকদিনের জন্য বানানো যাবে?
ভিজা খাবার বানিয়ে রাখা যায় না। তবে শুকন অবস্থায় মিশিয়ে রাখতে পারেন্ সরিষার খৈল আলাদা ভাবে ভিজিয়ে মিশিয়ে নিলেয় চলবে। ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম,
আপনার দেওয়া ভি.ডি.ও দেখলাম। ভালো লাগলো। আমি ৬০ হাজারের টেংক করবো।শিং-মাগুর-কৈ-পাঙ্গাস ও আইড় মাছের চাষ করার ক্ষেত্রে আপনার এই মাছের খাবারের রেশিও কি হবে এবং প্রতিদিন কি পরিমান খাবার দিতে হবে⁉️
আসসালামু আলাইকুম।
স্যার এমন গুরুত্ব সম্বলিত ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
স্যার সম্ভব হলে এমন আরও কিছু ভিডিও দিলে প্রান্তিক মাছ চাষিরা অনেক উপকৃত হবে।
দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য।
আসসালামু আলাইকুম স্যার।
স্যার রেনুর পুকুরের পানির কালার কেমন হবে,বা রেনুর পুকুর প্রস্তুতি রেনু ছাড়ার আগের দিন পযর্ন্ত কি কি করনীয় জানাবেন।
ua-cam.com/video/GR4XYkUQOm4/v-deo.html এ লিংকের ভিডিওটি দেখেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ দেখার পরেও যদি জানতে চান তবে দয়া করে আবার প্রশ্নটা করেন। ধন্যবাদ
ট্যাংকে শিং মাগুর চাষের জন্য, হাতে তৈরি সহজপ্রাপ্য উপাদানে হাতে তৈরি খাবার বানানোর একটা ভিডিও দিবেন প্লিজ স্যার।
হাতে তৈরি খাবার দিয়ে শিং-মাগুর চাষ করতে হলে মজুদ ঘনত্ব কম দিতে হবে। এখাবারে উপকরণের মধ্যে শুটকির গুড়ি কিছুটা বাড়িয়ে দিলেই কাজ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
স্যার,কেমন আছেন? খুব ভাল লাগল।রিপ্লাই দেবেন স্যার।রুই এবং গলদা চিংড়ি আছে, ৭০ শতাংশ জমিতে সব কিছু মিশিয়ে কত কেজি খাবার তৈরি করতে হবে এবং কত দিন পর পর আবার খাবার দিতে হবে।
মাছের কাবার দেবার পরিমাণ অনেক বিষয়ের উপর নির্ভর করে। চিংড়ি মাছের জন্য খাবার সাধারণত কম রাগে এবং দানাদার খাবার দিতে হয়। চিংড়ির জন্য ডুবন্ত খাবার দিতে হয় বানানো ভিজা খাবার দিলে তাতে চাউলের খুদ থাকলে ভঅল হয়। রুই মাছের জন্য মোট ওজনের ২-৩% খাবার দিলেই যথেস্ট। যেহেতু চিংড়ি আছে সে জন্য খাবার যেন কোন ভাবে বেশি না হয়ে যায়। তাহলে পানিতে গ্যাস হয়ে চিংড়ির ক্ষতি হতে পারে। খাবার কম হলে হয়ত মাছ বড় হতে কয়েক দিন বেশি লাগবে কিন্তু বেশি হলে সমস্যা তৈরি হয়ে মাছ মারা যেতে পারে। ধন্যবাদ আশা করি আপনি উত্তর পেয়েছেন।
স্যার আমার বাগদা চিংড়িতে ভাইরাস লেগেছে এখন আমার করণীয় কি,,দয়াকরে যদি একটু বলতেন..
বাগদা মাছ সম্পর্কে আমার ধারণা কম সে জন্য আমি দুখিঃত। ধন্যবাদ
Pukure koto ojoner mash sarle 6 month ar moddhe 3.5 ba 4 kg ar moddhe hobe rui katla asob..ar tader ki quantity te Khabar beshi Valo growth hobe.
মাছের ঘনত্ব হবে শতকে ১০-১২টি এবং রুই মাছ ১ কেজি কাতলা, সিলভার, বিগহেড ২ কেজি আকারের ছাড়লে ৬ মাসে আপনার কাঙ্খিত আকারের হবে। দিনে দুবার খাবার দিতে হবে একবার সকাল ৯-১০ টার সময় আর একবার বিকালে ৪-৫ টার সময় মোট মাছের ওজনের ২-৩% । ধন্যবাদ
Interesting & Useful video
Sir ai khabar ki pona mash k deya jabe
অবশই দেয়া যাবে। ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে এই রকম ভাবে কেউ ভলেনা
Thanks for watching the video
অনেক ধন্যবাদ আপনাকে।কথা হচ্ছে গোল্লা বানানো ছাড়া খাবার ছড়িয়ে দিলে মাছ কি খেতে পারে না? পানির সাথে মেশানে খাবার কি মাছের খেতে অসুবিদা হয়?
সাধারণত আমরা খাবার দেয় রুই, মৃগেল, কার্পিও এ ধরনের মাছের তারা পানিতে গলে গেলে খাবার খেতে পারে না তবে গুলানো খাবারের কিছু অংশ কাতল, সিলভার ও বিগহেড খেতে পারে যদিও এসকল মাছ আমরা প্লাংকটন খাইয়ে বড় করতে চাই। গোলান খাবার পানিতে মিশে অনেকাংশে পচে সারে রুপান্তর হয়, অনেক সময় পচে পানির পরিবেশ নস্ট করে পুকুরের তলদেশে গ্যাসের সৃষ্টি করতে পারে। আশা করি আপনাকে বুঝাতেপেরেছি। ধন্যবাদ
@@AABD64 আপনাকে ধন্যবাদ স্যার,এরখম আরো সুন্দর সুন্দর ভিড়িও আশা করছি।
Very useful video
স্যার মাগুর মাছের খাবার নিয়ে একটা ভিডিও জদি দিতেন অনেক উপকার হবে
ধন্যবাদ চেষ্টা করব
ধন্যবাদ
Assalamualikum,
Sir pangas maser size 100_150 grm akhono ki vasoman khaber choata haba? Rui katla koto inchi pojonto vasoman khaba?
ভাসমান খাবার দিবেন না ডুবন্ত দিবেন এটি ত আপনার সিদ্ধান্ত। ভাসমান খাবার অপচয় হয়না, মাছ কতটুকু খাচ্ছে দেখা যায় আর ডবিন্ত খাবার কতটুকু খাচ্ছে বোঝা যায় না। খাবার কতটুকু অপচয় হল সেটাও বোঝা যায় না। এখান সিদ্ধান্ত আপনার। তবে কম ঘনত্বে মাছচ থাকলে ডবন্ত খাবার ব্যবহার করা যায় তাতে খরচ কিছুটা কম হবে। অধিক ঘনত্বে থ্কলে ভাসমান ওেয়ায় ভাল। ধন্যবাদ আপনাকে
Assalamualikum
Sir, vasoman maser khaber toirir machine kom dam a Kon company valo haba? Daily 100 kg er aper jana asa ki?
এসব ছোট মেশিং ভাল চলে না্ আমি জানিনা আপনি কোথা থেকে বলছেণ???? তবে আমার জানা মতে যারা কিনেছেন তাঁরা বেশ সমস্যায় পড়ে গেছেন। প্রথমত ৩ ফেজজ রাইন বিদ্রুৎ লাইন একটি সমস্যা। ধন্যবাদ আপানকে
ধন্যবাদ স্যার
Sir masher hisabe koto khani Khabar dite hobe
ষাধারণত ১০০ গ্রামের উপরের মাছকে ৪% ৫০০ গ্রামের হলে ৩% মোট ওজনের উপর ভিত্তি করে খাবার দিতে হয়। ধন্যবাদ
ধন্যবাদ স্যার।
সার আমার বাড়ী বাগেরহাট ।এখানে সবাই সাদামাছ ও চিংড়ী মাছ একসাথে চাষ করে।কিনতু আমি মাছ চাষে নতুন এসেছি।
ধন্যবাদ । আপনার বিশেষ কোন বিষয়ে জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
@@AABD64 সার মাছের খাবার হিসাবে কি গোবর দেওয়া যাবে ।
@@rabiulislam6549 না ভাই যাবে না। ধন্যবাদ
@@AABD64 সার মাছের খাবার হিসাবে শুধু ভাত কি দেওয়া যাবে । সাদা মাছ ও চিংড়ী মাছ ।
স্যার এই উপকরণ গুলো একত্রিত করে বস্তা ভর্তি করে ঘেরের মাঝখানে বেঁধে দেওয়া হয় তাহলে কেমন হবে। আপনার মতামত আশা করছি???
স্যার, চিংড়ির খাবারের ভিডিও চাই
yes
Sir 5 fit govir pukure tute koto gram kore dibo
প্রতি শতকে ৩-৪ গ্রাম হারে দিতে হবে। ধন্যবাদ আপনাকে
@@AABD64 apnake osonkkho dhonnobad sir.onno ak jon amake bolchilo 20 teke 30 gram kore proti sotoke.apni amake khotir hat teke rokka korlen.allah apnar monggol koruk
স্যার,১০০ কেজি খাবারে কতটুকু আটা দিতে হবে?
@@RabiulIslam-xg3tz এটার কি উত্তর হবে???? খাদ্যের সাথে ৩-৫% দিলেয় যথেষ্ট ভালো থাকেন
Good
স্যার খুদের সাথে পেঁপে সিদ্ধ করে কার্প জাতীয় মাছ কে খাওয়ানো যাবে কি
@@MD.RiazulIslam-m4e যেতে পারে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
স্যার, ৭০ শতাংশ জমিতে সব কিছু মিশিয়ে কত কেজি খাবার তৈরি করতে হবে এবং কত দিন পর পর আবার খাবার দিতে হবে।
খাবার প্রতি দিন দিতে হবে।ধন্যবাদ
ধন্যবাদ স্যার, এই পদ্ধতিতে খাবার কি নিয়মিত বানিয়ে দিতে হবে? আথবা একদিন বানিয়ে নিলে কতদিন পর্যন্ত খাওয়াতে পারি?
প্রতিদিন বানাতে হবে আর দিতে হবে। জাজাকাল্লাহুকাইরান
Sar ai khabar ar satha protin barabo ki babe
শুটকির গুড়ি বাড়িয়ে দেন। ধন্যবাদ আপনাকে
sir ,100 kg khabar 30 shotok pukure koy din use kora jabe ? 30 shotok pukure proti din koto tuku khabar dite hobe ? misro chasher ketre
এ তথ্য দিয়ে কি খাবার হিসাব করা যাবে??????? কি মাছকে খাওয়াবেন, মাছের আকার কত, পুকুরে সে প্রজাতির মাছের পরিমাণ (ওজন) কত ইত্যাদি ইত্যাদি তথ্য ছাড়া বলা যাবে না। ধন্যবাদ আপানকে
শিং মাগুর মাছ কে খায়নো যাবে?
না ভাই এ খাবার দিয়ে চাষকরা যাবে না, ভালো থাকেন
sir ১০০ কেজি খাবার কতদিন দেওয়া জাবে ৪৪ শতাংশ পুকুরে।
স্যার আমিষ ও পুটিনের পরিমাণ আনুমানিক কত হবে ?
23-24% আমিষ সমৃদ্ধ হবে। ধন্যবাদ আপনাকে
স্যার সোরিষার খোল খেলে মাছ কি হয়
@@sunandanhazra7258 আপনি মাংস দিয়ে ভাত খেলে বি উপকার হয়???? সরিষার খৈল খাদ্যে আমিষের উৎস, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
স্যার আকাশে মেগ থাকলে খাবার দেয়া য়াবে।
Ei feed ta 100kg fish er jonno ki amount a dibo??
এখন শীত আপনি রুই জাতীয় মাছের জন্য ১-১.৫ কেজি দিতে পারেন। গরমের সময় ৩-৫ কেজি দিতে পারেন। ধন্যবাদ আপনাকে
সাইফারমেথিন ব্যবহার করার কয় ঘন্টা পর রেনু ছড়তে হবে।
১২ ঘন্টা পরে। ধন্যবাদ
স্যার
কি কি দেশিও উপকরণ দিয়ে শিং মাছের খাবার তৈরি করা যাবে। একটু দয়া করে বলবেন
স্যার panvit aqua কত মিলি দিবি,,১০০ কেজি খাবারে
ভিটামিন কমই লাগে। বেশি হলে কোন ক্ষতি নাই। কেজিতে ১-২ এমএল । ভিটামিন প্রয়োগের আঘে এ ভিডওটি দেখে নিন। ধন্যবাদ আপনাকে
ua-cam.com/video/tMD8F_PiOCM/v-deo.htmlsi=WU9ThjQoBX5ipHpv
স্যার পুকুরে পোনা ছাড়ার পরে কি পরিচর্যা করতে হবে এমন একটা বিষয়ে ভিডিও বানাবেন..ধন্যবাদ
ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।
AABD64 আপনাকে ও অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের জন্য সময় করে গুরুত্বপূর্ণ সঠিক তথ্য দেবার জন্য
@@mofizurrahman5670 ধন্যবাদ
Sir Singi/Magur Maser Feed Toiry Parsent Niye Video Sai.
Thanks
প্রতি বিঘার কি পরিমাণ দেব?
এবং কয় দিন পর পর দেব ইনশাআল্লাহ
কোন মাছকে দিবেন উল্লেখ না করলে উত্তর কিভাবে দিব তবে দয়া করে এ ভিডিওটি দেখুন উত্তর পেয়ে যাবেন।
ua-cam.com/video/pvngWeOyka4/v-deo.htmlsi=g0BXLNRPOvcCOSKQ
if rice bran bag hang in the pond? it will better?
শুধু অটোকুড়া দিলে চলবে হবে পুষ্টির ঘাটতি থাকবে। জাজাকাল্লাহু খাইরান
সার যদি সাদা মাছ ও চিংড়ী মাছ একসাথে চাষ করি তাহলে কি এই খাবারে হবে । জানালে উপকৃতো হব।
ভিজা খাবারের একটি অংশ পানিতে গলে যায় যা পানির পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করে এ জন্য চিংড়ি চাষের জন্য ব্যাবহারে ভাবতে হবে। ধন্যবাদ
@@AABD64 তাহলে উপায় কি সার ।
@@rabiulislam6549 চিংড়ির ক্ষেত্রে দানাদার খাবার যেমন ক্ষুদের ব্যবহার করা যেতে পারে। ভেজা খাবার এড়ানোর চেষ্টা করা ভাল ডুবন্ত দানাদার খাবার দিতে হবে। তবে বিষয়গুলো আপনার মাছচাষের পদ্ধতি বা মাছের মিশ্রণ বা মাছের ঘনত্ব এ সব বিষয় বিবেচনা করতে হবে। বিস্তারিত না জেনে ভাল পরামর্শ দেয়া যায় না। আপনাকে অনেক দন্যবাদ
Sir কত দিন পর পর এই খাবার দিবো
এ টা তেমন প্রশ্ন হল ??? খাবার তো প্রতিদিন দিতে হবে। ধন্যবাদ আপনাকে
Sir eta k ki biofloc e use korajabe
যাবে তবে খাবারের উপকরণসমূহ মিশিয়ে পিলেট মেশিনের সাহায্য নিতে হবে। ভিজাখাবার বায়োফ্লকে দেয়া যায় না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
Oh nice, thanks
প্রতিদিন দিতে হবে নাকি স্যার?
খাবার প্রতি দিন দিতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য
মাগুর মাছ বা কৈই মাছের খাবার দিতে পারবো কি,, এক শতকের কি ভাবে দিবো
এ খাবার দিয়ে হবে নাম তবে ঘনত্ব কম দিলে হতে পারে, ধন্যনাদ আপনাকে
স্যার নরম করে বানিয়ে টেরেতে দেওয়া যাবে কি?
নরম করে বানালে মাছের বিড়ে অধিক অংশ পানিতে গলে যাবে তাই চেষ্টা করতে হবে টাইট করে বানাতে। ধন্যবাদ
স্যার,এইভাবে খাবার বেশি করে বানিয়ে যদি বস্তায় ভরে পুকুরের মাঝখানে তিনটি বস্তায় ভরে বেঁধে দেই 15 দিনের জন্য তাহলে কি মাছ ওই খাবার খেলে বড় হবে ?
স্যার, উত্তর দিলে উপকৃত হব।
না ভাই ওটা করা যাবে না। মনে রাখতে হবে আজ ভাত ভিজিয়ে রাখলে পরের দিন পান্তা ভাত হয় । সে ভাত আর একদিন রাখলে কি হয় ????? মাছের ক্ষেত্রে অনেকেয় এ বাজে কাজ টা করে । মাছ তো আর বলতে পারে না আমাকে পচা খাবার দিলেন কেন এত সারে রুপ্ন্তর হয়েছে। ধন্যবাদ ভাল থাকেন।
@@AABD64 ধন্যবাদ স্যার আপনাকে আমি এই কাজটি করে আসছিলাম আর করবো না উপকৃত হলাম
@@mdanayetullarepon6283 আপনি কি শাতক্ষীরা এলাকার মানুষ বা তার কাছাকাছি এলঅকার ??
@@AABD64 না,স্যার আমার বাড়ি চাঁদপুর আমি আপনার ভিডিও সব সময় দেখি হাতে বানানো খাবার আপনার ভিডিও দেখেই শিখলাম
স্যার একদিন বানিয়ে অল্প অল্প করে 15 দিন দেওয়া যাবে
খাবার গুলো কি মিক্স করে বানিয়ে রাখতে পারবো??
খাবার বানিয়ে বেশি সময় রাখা ঠিক হবে না। ধন্যবাদ
এর মধ্যে কি লবন ব্যবহার করা যাবে। যদি করা যায় তবে কি পরিমাণে ব্যবহার করবো।
শুধু লবণ নং অন্যান্য মিনারেলও ব্যাবহার করা যেতে পারে। ১০০ কেজি খাবারে ১০০ গ্রাম দেয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে
@@AABD64 এই খাবার কি everyday use korbo.pls send me reply sir
@@bikashnath4626 অবশ্যই প্রতি দিন দিতে হবে। মাছের খাবার সে যে খাবার ই হোক প্রতি দিন দিতে হবে।ধন্যবাদ
আচ্ছা ভাই এই ভাবে খাবার দিলে খাবারটাতো একদম নিচে চলে যায় ফলে সব মাছ কি নিচে গিয়ে খেতে পারে একটু জানালে ভালো হতো
আপনি দয়া করে এ ভিডিওটি একবার দেখেন উত্তর পেয়ে যাবেন
ua-cam.com/video/UqH9EvoGoBU/v-deo.html
স্যার এই খাবারে কত % আমিষ হবে ?
২২-২৩% আমিষ সমৃদ্ধ খাবার তৈরি হবে। ধন্যবাদ
স্যার খাবারের সাথে সার ব্যবহার করা যায় কী ? যদি যায় তবে কিভাবে ব্যবহার করবো ?
খাবারের সাথে সারের কোন সম্পর্ক নাই । সারের কাজ সার করে খাবারের কাজ খাবার করবে। খাবারের সাথে সার ব্যবহারের প্রশ্নই আসে না। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ স্যার❤️
এইভাবে এক কেজি খাবারের মুল্য কতো পড়তে পারে। স্যার যদি জানাতেন!
আমার পুকুর ৬০ শতাংশ মাছ আছে ৬০০০ পিচ। প্রতি দিন এরকম খাবার কত কেজি দিতে হবে ? দয়া করে একটু বলবেন কি !!! আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুণ !!! আমিন৷!!!
কতদিন পর পর দিব। না প্রতি দিন দিব
মাছের কোন সাইজ বা কোন বয়সে কি খাবার দিবো দয়া করে জানাবেন যেমন মাছের সাইজ ২"/৩"পোনা তাহলে কত এম এল খাবার দিবো
কার্প জাতীয় মাছ হলে এ সময় লুজ খাবার দেয়া যেতে পারে। ধন্যবাদ
কমখরচে ভাল খাবার
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
১০০কেজি কতো টুকু পুকুরে দিতে হবে, কয়দিন পর পর।
জানিয়ে বাধিত করবেন।
আপনার পুকুরে প্রতিদিন কি পরিমাণ খাবার লাগবে সে পরিমাণ খাবার তৈরি করতে হবে আমার দেখান অনুপাতে । অর্থাৎ ওখানে ১০০ কেজি খাবার তৈরির হিসাব দেয়া আছে আপনি ১০ কেজি খাবার বানাবেন অতএব আপনি প্রতিটি উপকরণের ১০ ভাগের একভাগ নিবেন। খাবার প্রতিদিন বানাতে হবে এবং প্রতি দিন দিতে হবে। ধন্যবাদ আপনাকে
আস-সালামু আলাইকুম।
স্যার আপনার তথ্যগুলো অনেক উপকারী। জাঝাকাল্লাহ খয়রান!
স্যার,এই খাবার (গোল্লা না করে)
শিং মাছের জন্য ভাসমান ফিড হিসেবে ব্যবহার করা যাবে কি ?
কিভাবে ভাসমান খাবার হবে??? ধন্যবাদ
রাইস ব্রান না দিয়ে সরাসরি ধান মিলে ভাঙ্গিয়ে পাওডার করে সেটা দিলে হবে কি?
ভালো হবে, ধন্যবাদ আপনাকে
আচ্ছা স্যার আমি আরেকবার কমেন্ট করছি এই খাবার দৈনিক করা খুবই অসুবিধার ব্যাপার। তাই একবারে যদি রেডি করে চৌবাচ্চা মধ্যে রাখি তাহলে সর্বাধিক কতদিন পর্যন্ত রাখা যেতে পারে। অবশ্যই জানাবেন...
Ak dino noi, dhonnobad
Anek tq 😊
Nice video
Black carp fish culture somporke janben please
ধন্যবাদ
স্যার আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন স্যার আমার পুকুরে আমি শুধু আটকুরা এবং খৈল দিছি ফিফটি ফিফটি তাতে কি আমার আমিষের পারসেন্ট ঠিক থাকবে একটু জানাবেন স্যার
কি মাছকে দিচ্ছেন???? ১৭+৬=২৩ খারাপ কি, তবে খৈল ৩০% বেশি ব্যাবহার না করায় ভালো, ধন্যবাদ আপনাকে
স্যার আমার পুকুরে কাপ জাতীয় মাছ এবং গুলশা পাবদা
ওকে ধন্যবাদ
শুটকি পরিবর্তে কি দিতে পারি
প্রল্ট্রিমিল দিতে পারেন। যাজাক আল্লাহু খাইরান
sir assalamualikum,
pangus mas vasa utla ki korbo?
পাংগাস মাছ ভৈসে উঠলে পানির ফোয়ারা দিন, অথবা বাজারে অক্সিজেন সমৃদ্ধ করে এরুপ মেডিসিন পাওয়া যায় তা দিতে পসরেন্ দুপুর ১২ ঘটিকায় হররা টেনে দিন আশা করা যায় উপকার পারেন ধন্যবাদ আপনাকে