দুই জার্মানি এক হয়েছিলো যেভাবে | আদ্যোপান্ত | The Reunification of East and West Germany

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • সোভিয়েত আর মার্কিন স্নায়ুযুদ্ধের উত্তপ্ত ক্ষেত্র দুই জার্মানি এক হয়েছিলো কিভাবে? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
    দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে, জার্মানির নিঃশর্ত আত্মসমর্থনের এক মাস পূর্বে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে ইয়াল্টা সম্মেলনে আলোচনায় মিলিত হয় মিত্রশক্তির তিন দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইন্সটল চার্চিল ও সোভিয়েত প্রধানমন্ত্রী জোসেফ স্টালিন। যার অন্যতম আলোচ্য বিষয় ছিল যুদ্ধোত্তর জার্মানির ভবিষ্যৎ। সম্মেলনে সিদ্ধান্ত হয় জার্মানির ক্ষতিপূরণের অর্ধেক পাবে সোভিয়েত ইউনিয়ন। কিন্তু দ্রুতই পাল্টে যায় এই সিদ্ধান্ত।
    ৮ মে ১৯৪৫, নিশর্ত আত্মসমর্পনে বাধ্য হয় জার্মানি। জার্মানির পটসডাম শহরে ইয়াল্টা সম্মেলনের পরবর্তী আলোচনা শুরু হয়। যাকে বলা হয় পটাসডাম সম্মেলন। সম্মেলনে জার্মানিকে ৪ ভাগে ভাগ করার কথা বলা হয়। প্রেসিডেন্ট ট্রুম্যান দাবি করেন প্রতিটি দেশ নিজ অংশ হতে ক্ষতিপূরণ নিবে। এভাবে পশ্চিম জার্মানি চলে যায় পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের দখলে, অন্যদিকের পূর্ব জার্মানি চলে যায় সোভিয়েত ইউনিয়নের অধীনে। সোভিয়েত ইউনিয়ন কর্তৃক পশ্চিম জার্মানিতে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট সরকার, উঠানো হয় রাজধানী বার্লিনে বিভাজিত দেয়াল। ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে আগে পতন হয় সেই বার্লিন দেয়ালের, একত্রিত হয় দুই জার্মানি।
    কিভাবে দুই জার্মানি ফের জোড়া লেগেছিলো তাই জানার চেষ্টা করবো আদ্যোপান্তর এই পর্বে।
    ▶ Follow Me on Facebook:
    / damahbub
    ▶ Follow Me on Instagram:
    / da.mahbub
    💻 যুক্ত হোন:
    ফেইসবুক: / adyopanto
    💻 আমাদের ওয়েবসাইট:
    www.atpoure.com
    📌 For Copyright Related Issues, please contact us:
    info.adyopanto@gmail.com

КОМЕНТАРІ • 120