বাংলাদেশে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরের অভাব ছিলো। পার্শ্ববর্তী ভারতে Khan Research, Study Iq সহ কয়েকটা চ্যানেলে এ ধরণের Foreign Affairs ভিডিও দেখে আক্ষেপ করতাম যে নিজের মায়ের ভাষায় এরকম কন্টেন্ট কবে পাবো। আপনার হাত ধরেই হয়তো আমাদের আক্ষেপ মিটবে। শুভ কামনা রইল ভাই। রাজশাহীতে আপনার সেই ক্লাসগুলা মিস করি এখনও ❤
মানচিত্র আসলেই খুবই চমৎকার একটি বিষয়। জিওপলিটিক্স বুঝতে হলে মানচিত্র বুঝার বিকল্প নেই। আপনার ক্লাসটি দেখে বিভিন্ন বিষয় একটির সঙ্গে অন্যটির রিলেট করতে পারছিলাম। জ্ঞান বিতরণের এই ধারা অব্যাহত রাখুন, ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।❤
স্যার অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ! এ ধরনের ক্লাস বাংলাদেশে এখনও কেউ নেন নি বলেই আমার ধারণা। আগে ইন্ডিয়ান কন্টেন্ট দেখে পড়তাম। এখন স্যারের কন্টেন্ট দেখে পড়তে পারছি। অনেক সুন্দর করে বুঝতে পারছি। আরো কন্টেন্ট চাই। স্যার যদি আন্তর্জাতিক বিষয়াবলির ওপর কোনো কোর্স শুরু করেন, আমি এডমিট হতে চাই। ধন্যবাদ আপনাকে। 🙏🤍🤍🤍
আমি একজন ডাক্তার,সামনে বিসিএস দিব স্বাস্থ্য ক্যাডারে।আপনার কাছে একটা রিকুয়েস্ট থাকবে, আপনি বিসিএস রিলেটেড টপিকগুলোর উপর ভিডিও বন্ধ করবেন না। রাশিয়ার উপর ভিডিও দেখেই আপনার ফ্যান বনে গিয়েছিলাম।প্রচলিত ধারার বাইরে গিয়ে কন্সেপ্ট ক্লিয়ার আর জ্ঞানার্জনের জন্যই আপনার ক্লাসগুলো। প্লিজ ভাই।
You are a true gem, sir. এত ভালো কন্টেন্ট এর আগে কখনো চোখে পড়েনি।সত্যি, এবারেও যদি প্রিলি পাস না হয়, আফসোস থাকবেনা-কিছু অন্তত শিখে যাবো। গানের পার্টটাও টু দ্য পয়েন্টে ছিল👌
আগের ভিডিওর প্রায় ৪২ মিনিট আর এখানের প্রায় ৩২ মিনিট কিভাবে চলে গেছে টেরই পেলাম না। বিভিন্ন টপিকের উপর অন্যদের লেকচার যখন শুনি তখন আমি আসলে একটা বিষয়ের উপর চিন্তা করতে পারি। অনেকটা জিনিসটার একটা পাসপোর্ট ছবি দেখতে পাই। কিন্তু লেকচার টা যখন আপনার থেকে শুনি তখন আমি জিনিসটার একটা পোর্টেইট চিন্তা করতে পারি, তাও ওয়াইডেস্ট ক্যানভাসে। You are the S.M. Sultan of Bangladesh in teaching. চাতক পাখির মত পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো ভাই।
রাজশাহীতে আপনার অফলাইনে ব্যাচে পড়েছিলাম।আপনার কথা গুলো আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ্ ঢাবিতে আছি।হুসাইন ভাই আপনাকে খুব মিস করি। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন এবং সব সময় সুখে রাখুক।
আমি ইন্টারে ভাইয়ের কাছে ম্যাথ প্রাইভেট পড়তাম উত্তরায় ১২নম্বর সেক্টরে। হোসেন ভাই একটা জিনিস। দেখেই ভালো লাগতেছে। ম্যাথ পড়ে ইন্টার পাশ করেছি এখন বিসিএসও উনার কাছে পড়বো।
২০১৮ সালে এডমিশন প্রস্তুতির শেষ সময় উদ্ভাসের অনলাইন ক্লাসে আপনার ম্যাথ ক্লাস করে তৃপ্তির ঢেকুর তুলেছিলাম , এখন ৬ বছর পর আবার যখন মহাযজ্ঞে নামলাম আবারো আপনাকে পেলাম তবে এবার শুরু থেকেই পাচ্ছি , আশা করছি আপনার এই উদ্যোগ এর ফল মহাযজ্ঞের শেষ পর্যন্ত পাবো...। ভালোবাসা অবিরাম ভাইয়া
আমি ৪৭ দিবো। আন্তর্জাতিক এ আমার অবস্থা এতো খারাপ আমি কল্পনা করতে পারছি না। আমি এতোদিন এমন ক্লাস খুঁজছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ক্লাস উপহার দেওয়ার জন্য। আপনার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ বিসিএস এর আন্তর্জাতিক পার্টের সব টপিকের উপর এমন ভিডিও দিন। বিশেষ করে সংস্থা এবং সব। প্লিজ
রাশিয়া নিয়ে যে তথ্য দিয়েছেন তা অত্যন্তগুরুত্বপূর্ণ এবং চমৎকার ও সাবলীল ভাষায় তথ্য গুলো উপস্থাপন করায় খুব সহজেই সেগুলো বোধগম্য হয়েছে ,,,, প্রথম ভিডিও দেখেই আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছিলাম , এমন ধারাবাহিকতা বজায় রেখে তথ্য সমৃদ্ধ এমন উপাত্ত গুলো আমাদের মাঝে উপস্থাপনের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, এবং এমন তথ্য সমৃদ্ধ ভিডিও আমাদের মাঝে দেওয়ার অনুরোধ রইলো,,, ( চাকরি প্রার্থী অনার্স প্রথম বর্ষ)
Great class with an absolutely crystal clear concept. Became a fan of your classes after watching your "Geopolitics of Russia" video. Take respect, Dear Sir. Please don't stop making these kinds of lectures. It is a humble request to you.
ভাইয়া সত্যি অসাধারন, আসলে আন্তর্জাতিক বিষয়াবলী যে এতো সহজ আপনার ক্লাস না দেখলে বুঝতাম না৷ আপনার ক্লাস গুলো থেকে আসলেই মানুষ শিখবে। শুধু পরীক্ষার জন্যে আপনার ভিডিও না,জানার জন্যে ও শেখার জন্যে হলে ও আপনার ক্লাস দেখা প্রয়োজন। যদি দ্রুত ক্লাস গুলো আপলোড করতেন তো অনেক ভালো হত।
Bhai, you are amazing. I've never found any bangla contents of similar topics more interesting than the way you explain. Keep it up bhai. Best wiahes for you.
Really, these two videos have enlarged my thinking about Geopolitics. I am eagerly waiting for the next video and for the full international affairs series as well. Take love from your junior❤
@@hbs-hosenaali You're truly a genius person.. I want to see you as a Diplomat. And strongly believe you will represent our country soon. As a foreign cadre🥰..Pray from my Heart ❤️🩹
যারা আমার সাথে বিসিএস প্রিপারেশন নিতে চান তাদের জন্য ৪৭ তম বিসিএস (প্রিলিমিনারি + রিটেন) ব্যাচের বিস্তারিত ও ভর্তি লিংকঃ forms.gle/DmJkfcb3mQWjZnjo7
বাংলাদেশে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরের অভাব ছিলো।
পার্শ্ববর্তী ভারতে Khan Research, Study Iq সহ কয়েকটা চ্যানেলে এ ধরণের Foreign Affairs ভিডিও দেখে আক্ষেপ করতাম যে নিজের মায়ের ভাষায় এরকম কন্টেন্ট কবে পাবো।
আপনার হাত ধরেই হয়তো আমাদের আক্ষেপ মিটবে। শুভ কামনা রইল ভাই। রাজশাহীতে আপনার সেই ক্লাসগুলা মিস করি এখনও ❤
ভিডিওটা হঠাৎ দেখে মনে হলো - কৃতজ্ঞতা না জানালে অকৃতজ্ঞতা পেয়ে বসবে। শুধু কৃতজ্ঞতা জানানো ছাড়া কিছুই যেন নেই। শুকরিয়া ভাই ❤️🌸
মানচিত্র আসলেই খুবই চমৎকার একটি বিষয়। জিওপলিটিক্স বুঝতে হলে মানচিত্র বুঝার বিকল্প নেই। আপনার ক্লাসটি দেখে বিভিন্ন বিষয় একটির সঙ্গে অন্যটির রিলেট করতে পারছিলাম। জ্ঞান বিতরণের এই ধারা অব্যাহত রাখুন, ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।❤
কি অদ্ভুত! আপনার ম্যাথ ক্লাস দেখে এডমিশন দিয়েছিলাম, এখন আবার আপনার ক্লাস দেখেই বিসিএস দেওয়া লাগতেছে!!😮
kon univercity te asen vai
আমি আপনার কাজ যত দেখি তত অবাক হই। বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক নিয়ে এরকম বিশ্লেষণ আগে কোনদিন কেউ দিতে পেরেছে বলে আমি দেখিনি।
স্যার অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ! এ ধরনের ক্লাস বাংলাদেশে এখনও কেউ নেন নি বলেই আমার ধারণা। আগে ইন্ডিয়ান কন্টেন্ট দেখে পড়তাম। এখন স্যারের কন্টেন্ট দেখে পড়তে পারছি। অনেক সুন্দর করে বুঝতে পারছি।
আরো কন্টেন্ট চাই। স্যার যদি আন্তর্জাতিক বিষয়াবলির ওপর কোনো কোর্স শুরু করেন, আমি এডমিট হতে চাই। ধন্যবাদ আপনাকে। 🙏🤍🤍🤍
এক কথায় অসাধারণ। দুইটা ভিডিওতে মন জয় করে নিয়েছেন। আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষা করি। আল্লাহ্ আপনাকে ভালো রাখুক।
আমি একজন ডাক্তার,সামনে বিসিএস দিব স্বাস্থ্য ক্যাডারে।আপনার কাছে একটা রিকুয়েস্ট থাকবে, আপনি বিসিএস রিলেটেড টপিকগুলোর উপর ভিডিও বন্ধ করবেন না। রাশিয়ার উপর ভিডিও দেখেই আপনার ফ্যান বনে গিয়েছিলাম।প্রচলিত ধারার বাইরে গিয়ে কন্সেপ্ট ক্লিয়ার আর জ্ঞানার্জনের জন্যই আপনার ক্লাসগুলো। প্লিজ ভাই।
Same. But ami doctor na
Agree with mr Dr.
Ami engineer. Same things happened
Vi extraordinary class. Plz continue this video
Sir apnar video gulo dekhe janar agroho bere geca
ধন্যবাদ স্যার। এমনভাবে আমাদেরকে কেউ শেখায় নি বলেই আমরা অলস হয়ে গেছি, শেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। আপনার পরবর্তী লেকচারের অপেক্ষায় রইলাম।
You are a true gem, sir.
এত ভালো কন্টেন্ট এর আগে কখনো চোখে পড়েনি।সত্যি, এবারেও যদি প্রিলি পাস না হয়, আফসোস থাকবেনা-কিছু অন্তত শিখে যাবো।
গানের পার্টটাও টু দ্য পয়েন্টে ছিল👌
আগের ভিডিওর প্রায় ৪২ মিনিট আর এখানের প্রায় ৩২ মিনিট কিভাবে চলে গেছে টেরই পেলাম না। বিভিন্ন টপিকের উপর অন্যদের লেকচার যখন শুনি তখন আমি আসলে একটা বিষয়ের উপর চিন্তা করতে পারি। অনেকটা জিনিসটার একটা পাসপোর্ট ছবি দেখতে পাই। কিন্তু লেকচার টা যখন আপনার থেকে শুনি তখন আমি জিনিসটার একটা পোর্টেইট চিন্তা করতে পারি, তাও ওয়াইডেস্ট ক্যানভাসে। You are the S.M. Sultan of Bangladesh in teaching. চাতক পাখির মত পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো ভাই।
রাজশাহীতে আপনার অফলাইনে ব্যাচে পড়েছিলাম।আপনার কথা গুলো আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ্ ঢাবিতে আছি।হুসাইন ভাই আপনাকে খুব মিস করি। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন এবং সব সময় সুখে রাখুক।
অসাধারণ , আপনার লেকচার গুলো মুগ্ধ হয়ে দেখি। ভেবেছি আমিও শিক্ষকতা পেশায় আসবো। আমার পিতাও শিক্ষক। দিন যত যাচ্ছে শিক্ষকতা পেশার প্রতি আমার শ্রদ্ধাবোধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ❤❤❤❤
মুগ্ধতা ছড়িয়ে দিলেন। স্যার মধ্যপ্রাচ্য রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে বরাবরই গুরুত্বপূর্ণ অবস্থায় থাকে। এর বিস্তারিত জানলে উপকৃত হতাম🙏🙏🙏🙏🙏
🤗
আমি ইন্টারে ভাইয়ের কাছে ম্যাথ প্রাইভেট পড়তাম উত্তরায় ১২নম্বর সেক্টরে।
হোসেন ভাই একটা জিনিস। দেখেই ভালো লাগতেছে। ম্যাথ পড়ে ইন্টার পাশ করেছি এখন বিসিএসও উনার কাছে পড়বো।
আপনার উপস্থাপনায় মুগ্ধ হচ্ছি আর হাতের স্পিকার বহনের পেইন টা অনুভব করতেছি।
স্থায়ী সেট আপ দিলে হয়তো আরেকটু সাচ্ছন্দে উপস্থাপনা আমরা পাব।
Totally impressed ❤
২০১৮ সালে এডমিশন প্রস্তুতির শেষ সময় উদ্ভাসের অনলাইন ক্লাসে আপনার ম্যাথ ক্লাস করে তৃপ্তির ঢেকুর তুলেছিলাম , এখন ৬ বছর পর আবার যখন মহাযজ্ঞে নামলাম আবারো আপনাকে পেলাম তবে এবার শুরু থেকেই পাচ্ছি , আশা করছি আপনার এই উদ্যোগ এর ফল মহাযজ্ঞের শেষ পর্যন্ত পাবো...। ভালোবাসা অবিরাম ভাইয়া
আপনার ক্লাস গুলো দেখে মুগ্ধ হলাম, এই জ্ঞান বিতরণ অব্যাহত থাকবে আশা করি।
আদাব স্যার,
খুবই তথ্যবহুল আপনার আলোচনা।ভাষার প্রাঞ্জলতা আলোচনাকে বুঝতে সহজ করেছে।আগে অনেক চ্যানেল দেখেছি কিন্তু আপনি একেবারেই আলাদা।সবার ঊর্ধ্বে।
আশা করি আলোচনা চলমান রাখবেন।
আপনার সুস্বাস্থ্যের কামনা করি🙏🙏
একটা মানুষ এত ভালোভাবে কিভাবে পড়াতে পারে!!!
outstanding bhai you are great
আমি ৪৭ দিবো। আন্তর্জাতিক এ আমার অবস্থা এতো খারাপ আমি কল্পনা করতে পারছি না। আমি এতোদিন এমন ক্লাস খুঁজছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ক্লাস উপহার দেওয়ার জন্য। আপনার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ বিসিএস এর আন্তর্জাতিক পার্টের সব টপিকের উপর এমন ভিডিও দিন। বিশেষ করে সংস্থা এবং সব। প্লিজ
আসাধারণ স্যার।অাপনি প্রত্যেকটা টপিক এতো সুন্দরভাবে উপস্থাপন করেন যা আরো বেশি জানতে অণুপ্রানিত করে।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এত সুন্দর কন্টেন্ট আগে কখনো দেখি নি। আন্তর্জাতিক বিষয়ের প্রতি আগ্রহটা অনেক বেড়ে গেলো। অপেক্ষায় থাকবো আরো জানার জন্য।
রাশিয়া নিয়ে যে তথ্য দিয়েছেন তা অত্যন্তগুরুত্বপূর্ণ এবং চমৎকার ও সাবলীল ভাষায় তথ্য গুলো উপস্থাপন করায় খুব সহজেই সেগুলো বোধগম্য হয়েছে ,,,, প্রথম ভিডিও দেখেই আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছিলাম , এমন ধারাবাহিকতা বজায় রেখে তথ্য সমৃদ্ধ এমন উপাত্ত গুলো আমাদের মাঝে উপস্থাপনের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, এবং এমন তথ্য সমৃদ্ধ ভিডিও আমাদের মাঝে দেওয়ার অনুরোধ রইলো,,, ( চাকরি প্রার্থী অনার্স প্রথম বর্ষ)
এডমিশনের সময় প্রাইভেট পড়ছিলাম।অনেক দিন পর হুট করে আপনাকে দেখে ভালো লাগলো
ভাই, আপনার কাছে বাংলাদেশ ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এমন তথ্যবহুল আলোচনা চাই। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া আপনার জন্য।
চলমান থাকবে আশা করি
Great class with an absolutely crystal clear concept. Became a fan of your classes after watching your "Geopolitics of Russia" video. Take respect, Dear Sir. Please don't stop making these kinds of lectures. It is a humble request to you.
My pleasure brother!!
❤❤
স্যার আপনার বিশ্লেষণ এর রীতিমতো ফ্যান হয়ে গিয়েছি।আশা করি ক্লাসের ধারা অব্যাহত থাকবে❤️
অসাধারণ আপনার বাচনভঙ্গি ও বুঝানোর ক্ষমতা। হ্যাটস অফ স্যার ❤
Jotoi dekhchi apnar fan hoye jacchi...really awesome
ভাইয়া সত্যি অসাধারন, আসলে আন্তর্জাতিক বিষয়াবলী যে এতো সহজ আপনার ক্লাস না দেখলে বুঝতাম না৷ আপনার ক্লাস গুলো থেকে আসলেই মানুষ শিখবে। শুধু পরীক্ষার জন্যে আপনার ভিডিও না,জানার জন্যে ও শেখার জন্যে হলে ও আপনার ক্লাস দেখা প্রয়োজন।
যদি দ্রুত ক্লাস গুলো আপলোড করতেন তো অনেক ভালো হত।
অনেক তথ্যবহুল ও মনোমুগ্ধকর এপ্রোচ❤️
অধীর আগ্রহে থাকবো পরবর্তী ক্লাস এর জন্য।😍
আপনার ভিডিও গুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। দুইটা ভিডিওতে মন জয় করে নিয়েছেন।
এক কথায়, অসাধারণ উপস্থাপনা।
আনন্দ!
আন্তর্জাতিক বিষয়াবলি এর ওপর এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও আশা করছি স্যার।
dhonnobad vai,apnar video er jonnoi wait korchilam...valobasha niben vai❤❤
সুন্দর আলোচনা।নেক্সট ভিডিও এর অপেক্ষায় রইলাম
স্যার।আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।একটা অনুরোধ,আপনি এই ভিডিওগুলা নিয়মিত দিয়েন দয়া করে❤।খুবই উপকার করতেছেন যারা সত্যিকার অর্থে জ্ঞান সংগ্রহ করতে চায়।
আমার কাছে আন্তর্জাতিক বিষয়াবলী হল এক প্রকার আতংক। এতদিন পরে এমন একটা ভিডিও পেলাম যেখানে আমি বিষয় টা উপভোগ করছি।ধন্যবাদ ভাইয়া ❤️
এভাবেই আনন্দ ছড়িয়ে যাক
তথ্যবহুল আলোচনা, মায়া ছড়িয়ে যাক❤️
কি অসাধারণ ক্লাস 🌸
অনেক ধন্যবাদ, স্যার।
সত্যি আপনি অসাধারণ ❤❤। আমি মুগ্ধ, বিমোহিত।
ধন্যবাদ , এমন ভিডিও দেবার জন্য ।
ভাই আপনার ম্যাথ ক্লাস করতাম ২০১৭ সালে উদ্ভাসে। আপনি ভাই টিচার হিসাবে পুরা অস্থির লেভেলের।আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা ভাই।
মাই ম্যান!
অনেক অনেক মূল্যবান ভিডিও এই ভিডিওগুলো,,
আপনার মতো ট্যালেন্টেড স্যার জীবনে দেখি নাই। স্যার ভিডিও গুলো নিয়মিতো দিয়েন।
ভাই আপনার ম্যাথ ক্লাস করেছি এইচএসসি তে। You are back in more GOATed form it's pleasure to see you Bhai❤
বাহ!!!
ভাইয়া আমি আপনার কাছে অফলাইনে রাজশাহীতে পড়েছিলাম,আপনাকে অনেক মিস করি❤️
এটার অপেক্ষাতেই ছিলাম স্যার ❤ আবারও অপেক্ষায় থাকলাম next video এর ।
অনেক হেল্পফুল ভিডিও স্যার। নিয়মিত ভিডিও দিবেন আশা করি
🤗
আপনার আলোচনাগুলো অনেক সুন্দর
আনন্দ!!!
স্যার আপনি সেরা
অসাধারণ ক্লাস 💝
নিয়মিত ক্লাস চাই ✌️
অনেক সুন্দর উপস্থাপনা।
আসসালামু আলাইকুম ভাইয়া, China নিয়ে ২য় পর্ব টা শ্রীঘ্রই আপলোড করবেন আশা করি।
আপনার ক্লাস নেওয়ার ধরণ, মানে বাচনভঙ্গি সহজেই বুঝতে অনেক সহায়ক।আশা করি আপনাকে এভাবে পাশে পাবো ভবিষ্যতে ❤
মোঃ আখতার হুসাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মাইক্রোবায়োলজি, ৪র্থ বর্ষ
অনেক ভাল লাগে আপনার আন্তর্জাতিক বিষয়গুলো... ❤❤❤সাথে ঈদ মোবারক স্যার
Bhai, you are amazing. I've never found any bangla contents of similar topics more interesting than the way you explain. Keep it up bhai. Best wiahes for you.
Osthieeer💥👍 Osthieer👍💥
Vai, apnar class gula really amazing 😍. Joto dekhi, toto aro beshi jante mon chay.. Very much thanks ❤ for uploading this type of content...
কৃতজ্ঞতা ভাই!
ভালো লাগে৷ খুব উপকৃত হচ্ছি ধন্যবাদ আপনাক
Best Presenter I have ever seen!
Hats off vaiya!
My pleasure brother!
আপনি অসাধারণ ভাইয়া! ফ্যান হয়ে গেছি আপনার প্লিজ এভাবেই ভিড়িও দিবেন, ৪৬ না পারলেও যেনো ৪৭ ধরতে পারি ইনশাআল্লাহ ❤❤❤
স্যার, মধ্যপ্রাচ্য নিয়ে আপনার এরকম বিশ্লেষণমুলক ভিডিও চাই😍
আস'সালামুয়ালাইকুম ভাই,,,, আপনার এই বিডিওগুলো খুবই খুবই উপকারি। এই রকম বিডিও আরও চাই, ভাই.....
চমৎকার আলোচনা।
চায়নার ২ টা পর্ব দেখে মাথা নষ্ট। প্রিলিই পাশ করতে পারি নাই কিন্তু আপনার ভিডিও দেখা বন্ধ করি নাই। অসাধারণ ভিডিও। নিয়মিত ভিডিও চাই।
আপনি কিং👑❤️
এইভাবেই নিজেকে সমৃদ্ধ করতে থাকুন। পরের বার আশানুরূপ ফল পাবেন।
Fan hoe gelam vaia. International er tough bishoy gulo apni onk easy kre tule dhorsen..
You deserve more limelight sir ❤️
🤗
মাশা-আল্লাহ
ভক্ত হয়ে গেলাম।
সেরা ❤ এরকম ক্লাস গুলো চালু রাখেন
চলবে আশা করি
স্যার আপনার বড় ফ্যান
Specially your Geopolitics related videos
I want more Videos.
🤗
সময়টা কিভাবে এত দ্রুত শেষ হয়ে যায়।
৩/৪ ঘন্টার ভিডিও চাই❤
Outstanding class.
i hope you will keep up this kind of lecture. Due to your class i am becoming a fan of your teaching style.
অসাধারণ ❤❤❤❤❤
অস্থির ক্লাশ
Excellent....!!suni r obak hoi.....waiting for next vedio ❤thanks sir
Sharing knowledge is supreme power.
💚
Seriously, i need your this type of contents . Please continue the series ❤
ami HSC candidate. apnar video gula osadaron ❤❤
🤗
দারুন, এইরকম ভিডিও চাই❤
Onkgulu concept clear hoiche... Thank you bhai...
অসাধারণ হয়েছে স্যার ❤
ফ্যান হয়ে গেলাম🙏
U r a real genius, brother...
Sir apnar theke onek kichu jante parlam...erokom aro onek video chai...
অনেক সুন্দর লেগেছে ❤
outstanding presentation, excellent info
My pleasure 💚
Thank you so much
Really, these two videos have enlarged my thinking about Geopolitics. I am eagerly waiting for the next video and for the full international affairs series as well. Take love from your junior❤
Masterpiece 💙
অসাধারণ।
নিয়মিত ভিডিও চাই।
sharing knowledge is the supreme power !😯❤
আনন্দ ছড়িয়ে যাক।
Sir,was your academic student,now i am a fan of your geopolitical classes.Launch a course Sir.
Awaiting for next part
Thank you
ভালো লাগলো দাদা❤❤❤
Arokom lecture aro chai❤❤❤
As a student of Development Studies ❤❤❤, same Department 🥰
ব্রাদার!!! 🌼🌼
@@hbs-hosenaali You're truly a genius person.. I want to see you as a Diplomat. And strongly believe you will represent our country soon. As a foreign cadre🥰..Pray from my Heart ❤️🩹
great infos
🤗
অসাধারণ ব্যাখ্যা ছিল। ধন্যবাদ। ভয়েস রেকর্ড আরো বেটার হলে ভাল হয়। সম্ভবত মাইক্রোফোনের কোয়ালিটি ইম্প্রুভ করা প্রয়োজন!
প্রতিটা অসাধারণ ক্লাস ভাই ❤️
আন্তর্জাতিক বিষয় জানার জন্য কোন কোন বই দেখা উচিত?
আপনি আসলেই জোশ।কখন সজোগ পাইলে আপনাকে আমি উপহার দিতে চাই। অনেক সময় মনে হয় আপনি আমাদের দেশের ধুব রাথি🥰🥰🥰