Vertical Garden । বোতলে ফুলের চাষ । বোতল বাগান

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2021
  • আমাদের পুরনো কাপর চোপর, জুতা, চেয়ার টেবিল, প্লাস্টিকের বোতল বা পাত্র ইত্যাদি অনেক সময় ষ্টোরে ধরে না। মনে হয় কোথায় ফেলে দেই। পঁয়সার জিনিসপত্র তাই মায়াও ছাড়তে পারিনা। এক পর্যায় ফেলে দেয়াও হয় না ষ্টোরেও ধরে না। সেখানে ইঁদুর এবং তেলাপেকার বংশ বিস্তার শুরু হয়। ইঁদুর এবং তেলাপোকা নানা ধরনের জীবানুবহণ করে আমাদের রোগ সংক্রামনের ঝুঁকিতে ফেলছে। অন্য দিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
    বাড়ির আঙ্গিনা বা বাউন্ডারির দেয়াল সুন্দর্য্যময় গড়ে তুলতে আমরা অনেক টাকা পঁয়সা ব্যয় করে থাকি।
    অথচ আমাদের পুরনো কাপর চোপর, জুতা, ভাঙ্গা চেয়ার টেবিল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের পাত্র ইত্যাদি দিয়ে আমরা নানা ধরণের শাকসবজি এবং ফুল-ফলের চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা পুরণ, পারিবারিক বিণোদনের পাশাপাশি বাড়ির আঙ্গিনা বা বাউন্ডারির দেয়ালকে একটি বাগানে রুপান্তর করতে পারি।
    তৈরি করতে পারি অক্সিজেন প্রাপ্তির একটা ভালো উৎস্য। যা আমাদের সুস্থ থাকার জন্য কায়িক পরিশ্রম এবং অবসর সময় কাটানোর একটা ভালো মাধ্যম হতে পারে।
    এই ভিডিওতে পুরনো ফেলে দেয়ার মতো জিনিসপত্র দিয়ে বাড়ির আঙ্গিনা বা বাউন্ডারির দেয়ালকে একটা বাগানে রুপান্তরের কৌশল খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে।
    সত্যিই খুব সুন্দর দারুণ লেগেছে আমার কাছে। যা আপনাদেরও ভালো লাগবে।
    যে জিনিসপত্র গুলো পরিবেশ দূষণ করে, সে জিনিসপত্র গুলোকে কাজে লাগিয়ে সুন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি প্রাণীকূলের জন্য অত্যাবশ্যকিয় অক্সিজেন তৈরির কারখানা গড়ে তুলতে পারেন।
    আশাকরি ভিডিওটি দেখে আপনারাও এরকম বাগান তৈরি করবেন।

КОМЕНТАРІ •