আহলে কুরআনদের ১ আয়াতের চ্যালেঞ্জ। ধর্মব্যবসায়ী ধোঁকাবাজ আরিফ বিন হাবিব দাজ্জালের

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 218

  • @mrssufia1962
    @mrssufia1962 Місяць тому +6

    ভাইজান আপনার জীবন শান্তিময় হউক আল্লাহর ইচ্ছায়,সালাম আপনাকে। আর ঐ হুজুরের উপর লানত আল্লাহ নিকট হইতে।

    • @MDKolimullah-ut2tw
      @MDKolimullah-ut2tw Місяць тому

      সালামুন আলাই কুম, ৬/৫৪,
      ভাই আপনাকে ধন্যবাদ,

  • @MdAli-dc1vv
    @MdAli-dc1vv Місяць тому +7

    সালামুন ' আলাইকুম স্যার আপনি কুরআন থেকে সত্য বলে ছেন ইনশাআল্লাহ এইসমোসতো জাহেল হুজুরের থেকে আল্লাহ আমাদের কে রখা করুন রববানা ওয়া তাকাববাল দুয়া'আ

  • @KhaledMir-sk1uv
    @KhaledMir-sk1uv Місяць тому +6

    জী,আমি লিজে সুরা হাশরের ৭ নং আয়াতটি পড়েছি।সেই আয়াত পড়ে বুঝতে পেরেছে।সম্পদের বাট বাটুয়ার সময় রাসুল যা দেই তা গ্রহণ করে,যা নিতে নিষেধ করেন তার কাছেও যেন কেহ না যাই।

  • @SiddiqueAbuBakarmohamed
    @SiddiqueAbuBakarmohamed Місяць тому +8

    হাদীস কুফরী।
    হাদীস পাপ
    হাদীস জাহান্নাম ।

  • @MdAbdulquddesQuddes
    @MdAbdulquddesQuddes Місяць тому +7

    সুরা হাসরের সাত।নঃ আয়াতের পূর্বের আয়াত পড়লে যে কোনো মানুষ বুঝতে পারবে যে এটা একটা সম্পদ বিতরণ করা নিয়ে আয়াত। সাবধান এরা আবূজাহেলের উওর সরি।

  • @Rokan-w8d
    @Rokan-w8d Місяць тому +6

    ❤❤সালামুন আলাইকুম 💚🌹💛

  • @SaifulAlamMdKabir
    @SaifulAlamMdKabir Місяць тому +12

    সে নিজেই কুফরী করেছে, পবিত্র কোরআনের অর্থ বিকৃত করে । আরিফ বিন হাবিব খুবই অন্যায় কাজ করেছে । আল্লাহ যেন তাকে হেদায়েত করেন ।

    • @Saad_and_Rebeka
      @Saad_and_Rebeka Місяць тому

      যে হিদায়তের জন্য আল্লাহর নিকট প্রাথনা করে, সে হিদায়ত প্রাপ্ত হয়।

    • @AnimeboyYT69
      @AnimeboyYT69 Місяць тому

      হাদিস লেখাই নিষিদ্ধ করেছেন নবী সাঃ আঃ
      ইবনে সাঈদ আল-খুদরি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, "কুরআন ছাড়া আমার থেকেও কোনো কিছু তোমরা লিখো না। কেউ যদি কুরআন ছাড়া অন্য কিছু লেখে তাহলে তোমরা তা মুছে ফেলবে।” (আহমাদ ভলিয়ম ১, পৃষ্ঠা ১৭১ এবং সহীহ মুসলিম, জুহদ গ্রন্থ ৪৩, নম্বর ৭১৪৭)

  • @shahjahankabir6494
    @shahjahankabir6494 Місяць тому +6

    রসূল স: পবিত্র কুরআন দিয়েছেন। রসূলের বানী কুরআনের বাহিরে না

  • @muftibarakatullah
    @muftibarakatullah Місяць тому +3

    আমি হাফিজ মাওলানা মুফতি বারাকাতুল্লাহ।
    এই সমস্ত আলেম ও মুফতি, যারা কুরআনের অপব্যাখ্যা করে, আয়াতের একটু বলে, অন্য অংশ বাদ।
    এদের সাথে আলোচনা করতে রাজি আছি,বহছ বা চেলেন্জ শব্দ ব্যবহার করছি না।
    যে কোন ধর্ম ব্যবসায়ীর সাথে বসতে রাজি আছি।
    আমি ধর্ম ব্যবসা করতাম, কুরআন বুঝার পর তা ছেড়ে দিয়েছি।
    ধর্ম ব্যবসায়ীরা বলে, কুরআন যারা মানে,তারা কুরআন তিলাওয়াত ভালো করে করতে পারে না।
    আমি তাদেরকে বলবো, আমি বাংলাদেশের বড় বড় মসজিদের ইমাম ও খতিব ছিলাম, ঢাকা নৌবাহিনীর মসজিদে ও কাপ্তাইয়ের মসজিদে রমাদানে ইমাম ছিলাম।
    এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের আলোচনা শুনে কেউ বিশ্বাস করবেন না।
    কুরআন খোলে দেখে নিবেন, তখনই বুঝতে পারবেন,এরা কি আসলে কুরআন প্রচার করে,নাকি ইনকাম এর জন্য এসব করে??

  • @AnimeboyYT69
    @AnimeboyYT69 Місяць тому +1

    হাদিস লেখাই নিষিদ্ধ করেছেন নবী সাঃ আঃ
    ইবনে সাঈদ আল-খুদরি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, "কুরআন ছাড়া আমার থেকেও কোনো কিছু তোমরা লিখো না। কেউ যদি কুরআন ছাড়া অন্য কিছু লেখে তাহলে তোমরা তা মুছে ফেলবে।” (আহমাদ ভলিয়ম ১, পৃষ্ঠা ১৭১ এবং সহীহ মুসলিম, জুহদ গ্রন্থ ৪৩, নম্বর ৭১৪৭)

  • @titoahmmad887
    @titoahmmad887 Місяць тому +3

    এই সুরায় ৬,৭ আয়াতে সানে নযুল হলো গনিমতের মাল ভাগ বন্টন সম্পর্কে আল্লাহ নির্দেশনা দিয়েছেন

  • @আল-আমিনসওদাগর
    @আল-আমিনসওদাগর Місяць тому +2

    ❤ ভাই অনেক সালাম

  • @MdJubair-dc1vf
    @MdJubair-dc1vf Місяць тому +1

    You always talk the right one.
    I really appreciate you my dear brother keep it up.
    Love you from Rohingya Muslim.
    I am Wahabi but I love Sunni more than Wahabi due to the Wahabi are not kindness people.

  • @s.mmofazzalhossain5514
    @s.mmofazzalhossain5514 Місяць тому +9

    এরা বিভিন্ন কিতাব পড়ে তাই মাথা গেছে।

  • @rajuab4587
    @rajuab4587 Місяць тому +1

    সে যে নিজেই কিভাবে কনফিডেন্স এর মাধ্যমে কাফির হয়ে গেছে তা জানে না | আল্লাহর উনার হেদায়েত করুন |

  • @activekachait5310
    @activekachait5310 Місяць тому +4

    রাসুল কি কোরআন দিয়ে গেছেন নাকি বুখারী শরিফ দিয়েছেন

  • @sonarsansarbd
    @sonarsansarbd Місяць тому +1

    নবী কি হাদীস দিয়েছেন নবী কোরআনের কথা বলেছেন

  • @badshaibnz3107
    @badshaibnz3107 Місяць тому +2

    একমাত্র কুরআন মানতে হবে। আরিফ বিন হাবিব কাজ্জাব।

  • @HasnaHena-p9j
    @HasnaHena-p9j Місяць тому +3

    এই হুজুরের ব্রেন ওয়াশ করেছে,বুখারী

  • @FoysalAhemad-i8x
    @FoysalAhemad-i8x Місяць тому +4

    নবী বলেছেন এটা কি গ্যারান্টি আছে

  • @mohammadibrahim6608
    @mohammadibrahim6608 Місяць тому +2

    এটাইতো কোরআনের কথা

  • @eliashossain3889
    @eliashossain3889 Місяць тому +1

    কুর-আনকে বুঝতে হলে মাথা থেকে পুরাতন বিশ্বাস ঝেড়ে ফেলতে হবে। কেননা মেমরি পূর্বের থেকে লাহুয়াল কথা দ্বারা ভর্তি হয়ে আছে। আগে মেমরি ফর্মেট দিতে হবে তারপর কুর-আন বুঝতে হবে কুর-আন দিয়ে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ হেদায়েত পায় না।যেহেতু তারা কুর-আনের কাছাকাছি আছে সেহেতু তারা চাইলে আল্লাহর অনুমতি কতক্ষণ? সালামুন আলাইকুম।

  • @MOKBULMOLLIK-nz9np
    @MOKBULMOLLIK-nz9np Місяць тому +1

    Allah Subhanahu Wa Ta'ala said:
    مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَا لْيَتٰمٰى وَا لْمَسٰكِيْنِ وَا بْنِ السَّبِيْلِ ۙ كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً ۢ بَيْنَ الْاَ غْنِيَآءِ مِنْكُمْ ۗ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَهٰٮكُمْ عَنْهُ فَا نْتَهُوْا ۚ وَا تَّقُوا اللّٰهَ ۗ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَا بِ 
    মাআফাআল্লা-হু ‘আলা-রাছূলিহী মিন আহলিল কুরা-ফালিল্লা-হি ওয়া লিররাছূলি ওয়া লিযিল কুরবা-ওয়াল ইয়াতা-মা-ওয়াল মাছা-কীনি ওয়াবনিছছাবীলি কাইলা -ইয়াকূনা দূ লাতাম বাইনাল আগনিইয়াই মিনকুম ওয়ামাআ-তা-কুমুররাছূলুফাখুযূহু ওয়ামা-নাহা-কুম ‘আনহু ফানতাহূ ওয়াত্তাকুল্লা-হা শাদীদুল ‘ইকা-ব।
    "যে ধন-সম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তাঁর রসূলকে দিলেন তা আল্লাহর জন্য তাঁর রসূলের জন্য আর রসূলের আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয়। রসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ কর, আর তোমাদেরকে যাত্থেকে নিষেধ করে তাত্থেকে বিরত থাক, আল্লাহকে ভয় কর, আল্লাহ কঠিন শাস্তিদাতা।"
    (QS. Al-Hashr 59: Verse 7)

  • @masudshikh692
    @masudshikh692 Місяць тому +5

    সূরা হাশরের আগের আয়াতে কি আছে এই হুজুর কিন্তু জানেনা 😅😅😅😅

  • @sonarsansarbd
    @sonarsansarbd Місяць тому +1

    হাশরের সত নং আয়াতের সেসের দুই লাইন ব্যাখ্যা করলেন আগে লাইন গুলো বললেন না কেনো হুজুর

  • @Mustafaofficer
    @Mustafaofficer 18 днів тому

    এ মোল্লা কোনদিন সংশোধন হবে না কারো কারণ সে কোরআন ভালোভাবে বুঝে না

  • @mohammedashikbinrashidmia7436
    @mohammedashikbinrashidmia7436 Місяць тому +1

    আক্কাস আলী স্যার সবাই কে চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআনে হচ্ছে একমাত্র জীবন বিধান কুরআন এর বাইরে অন্য কিছু অনুসরণ করা যাবে না কই তাদেরকে তো তখন দেখা যায়নি কেউ তো আসে নাই তখন। সালামুন আলাইকুম আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক

    • @MdKhan-oz5fr
      @MdKhan-oz5fr Місяць тому

      বলছি ভাই আক্কাশ স্যার এর কথা বলতে চাইছেন মানে QBS টিভি এর প্রচালক?

    • @sharifferdous2828
      @sharifferdous2828 Місяць тому

      Ami sirer alochona shuni​@@MdKhan-oz5fr

  • @hellobangladesh8693
    @hellobangladesh8693 Місяць тому +2

    এই ধর্ম ব্যবসায়ীরা এখন আর মানুষ কে মিথ্যে তথ্য দিয়ে পার পাবে না। এখন সময় কোরআনের সত্য বাণী প্রচার করে এ ধর্ম ব্যবসায়ীদের মিথ্যে ধর্ম ব্যবসার ইতি টানা।মহান সৃষ্টি কর্তা আমাদের কোরআনের আলোয় আলোকিত করুক এই প্রার্থনা কামনা করি।

  • @yeaminhossain9158
    @yeaminhossain9158 Місяць тому +2

    আমার এক টা প্রশ্ন, ওনারা যে হাদিসের কথা বলে তার সত্যতা কতটুকু নবী বলছে। এটার উত্তর দিতে পারে না

  • @GhuddirPilot
    @GhuddirPilot Місяць тому +3

    হুযুর আপনে সুরা হাশরের ৭ আয়াতের একটা লাইন বলতেছেন। কিন্তু বাকি লাইন পড়ে বুঝলাম, এইটা গনিমতের মালের বেপারে আল্লাহর আদেশ। এখানে হাদিস বা সুন্নাহর জন্য বলা হয়নাই। আপনি কোরান বিকৃত করতেছেন।

  • @shahadathossainkhan5307
    @shahadathossainkhan5307 Місяць тому +1

    সালামুন আলাইকুম
    শরীরের রক্ত গরম থাকলে আল্লাহর রাসূল তো দূরের কথা কোরআন সঠিকভাবে না জেনে ব্যাখ্যা দিতে পারে।

  • @shamsurrahmanshimu4906
    @shamsurrahmanshimu4906 Місяць тому

    উনি ভুল বলেছেন। উনাকে কঠিন শাস্তি দেয়া উচিত

  • @MdAfzalHossain-mg1ul
    @MdAfzalHossain-mg1ul Місяць тому +2

    আমার মনে হয় কোরআনের সাথে যাহা শরীক করবেন তাই শিরিক, সুরা বাকারা আয়াত নম্বর 79 এই আয়াতটি পড়লে অনেক কিছু বোঝা যায়

  • @Ashraf-bd
    @Ashraf-bd Місяць тому +2

    হায় আল্লাহ বলে কি হুজুর বেটা!!!

  • @akmjahirulislam507
    @akmjahirulislam507 Місяць тому +2

    সুরা হাশরের ৭ নম্বর আয়াতের আগের পরের আয়াতে বলেন

  • @JahirAli-c7m
    @JahirAli-c7m 23 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @quranipoth5258
    @quranipoth5258 Місяць тому +1

    জ্বীন মানুষের অসুখে ফেলতে পারে এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার অনুরোধ করছি

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому +1

      সিরিয়াসলি?
      রেফারেন্স আছে কুরআনের?

    • @pinkrose-p9t
      @pinkrose-p9t 23 дні тому

      ​@@Quran.Research.Intelligence
      কি সুন্দর তোতাপাখির মতো আল্লাহর কিতাব থেকে বুঝিয়ে বলেন কে এই ব্যক্তি?? আমিতো ভুলতে পারছিনা।

  • @mohammadsulaiman2544
    @mohammadsulaiman2544 Місяць тому +4

    আরে হুজুরের বাচ্চা হুজুর কোরআনের আয়াত 6 নম্বরটা অফার তারপরে না সাত নম্বরে যাইতে

  • @KonaToha
    @KonaToha Місяць тому +2

    ছালামুন আলাইকুম এদের চোখে মনে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন. ভাই আপনার কাছ থেকে তালাক নিয়ে বিডিও চাই .আমাদের দেশের নামীদামী
    আলেমদের ফতোয়া যে কতটা কোরআন বিরধী এই তালাক সম্পর্কিত ফতোয়া. তাই সাধারণ মানুষের কাছে সত্যটা উন্মুচিত হোক

  • @mdsofikul6065
    @mdsofikul6065 Місяць тому +2

    সালামুন আলাইকুম

  • @MDJahidurRahman-p4s
    @MDJahidurRahman-p4s Місяць тому +2

    Salam brather .aro aro sotto umocon korun .a monob jate sotto ta jana jak ar monob jate ka .ha amar rob quran hota sorol soja pot dakan ha amar rob amadar sokol ka apone kobul korun alhamdolla he robil alamin

  • @rausali3213
    @rausali3213 Місяць тому +1

    Right 🇮🇳i👍

  • @mdjasimuddin5403
    @mdjasimuddin5403 Місяць тому +3

    পুরো ব্রেইন ওয়াশড ঐ মোল্লা।

  • @Mustafaofficer
    @Mustafaofficer 18 днів тому

    এই মোল্লার জ্ঞানের অভাব

  • @MstShefaly-y8l
    @MstShefaly-y8l 23 дні тому

    রসুল কি শুধু হাদিস দিল না কুরআন দিল উমত্তকে?

  • @mdmanjurhossain6348
    @mdmanjurhossain6348 Місяць тому

    Allah tumi ei vhandader hedayet dan koro

  • @AsrafBiswas-m2u
    @AsrafBiswas-m2u Місяць тому +1

    Rasuler somoyto hadis cilona.tahole hadis kevabe debe?

  • @sahajamalmandal3192
    @sahajamalmandal3192 Місяць тому +1

    Era ki rickshaw chaliye khete pare na...agun na kheye

  • @MasudulHassan-b5r
    @MasudulHassan-b5r Місяць тому

    পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা কোন কোন আয়াতে নবী বলেছেন, আবার কোন কোন আয়াতে রাসুল বলেছেন।আমি জানতে চাই উভয় খেত্রে নবী- রাসুল দারা আমাদের প্রিয় নবীকে বুঝানো হয়েছে কি- না?

  • @nazmulhaque5073
    @nazmulhaque5073 Місяць тому +1

    Jonab, Rasul ja bolechen, ta toh sab musalman mane. Kintu sab hadith gulo Rasul bolechen tahar kono guarantee ke dibe.

  • @golamsarker6833
    @golamsarker6833 Місяць тому +1

    Arif, Pls don’t misguide to the people by your wrong translation of the quranic verses because it is very bad in the eyes of Allah. You should fear Allah otherwise it will be big problem at last judgement day. Thanks.

  • @sayedearali8566
    @sayedearali8566 Місяць тому +1

    আলহামদুলিললা,নাউজুবিল্লা, মনেবড়োজালা ঔপানজাবি অলা, গানভাল,বাঁশি

  • @Skmoin1976
    @Skmoin1976 Місяць тому +2

    সেটাই তো কোরান, হাদিস কি ওহি,

  • @hossainmohammad2515
    @hossainmohammad2515 Місяць тому +1

    সালামুন আলাইকুম। সুরা হাশরের ৭ নং আয়াতে ফায় হিসেবে পাওয়া সম্পদের বন্টনের বিষয়ে বলা হয়েছে তা ক্লিয়ার। তাছাড়া রসুল আর কি দিয়েছেন? দিয়েছেন আল্লাহর কুরআন। কুরআনের বাহিরে রসুলের হাদিসের নামে যা দেওয়ার কথা বলা হচ্ছে তা যে রসুল দিয়েছেন তার প্রমান কি হাবিবের কাছে প্রশ্ন?

  • @KhokhonVhoiya
    @KhokhonVhoiya 27 днів тому

    আরে ভাই আপনি ছুরা বাকারার 79 আয়াত দেখুন তার পর মুসলিম হন তা না হলে কাপের থেকে যাবেন ধন্যবাদ

  • @worldnetwork5467
    @worldnetwork5467 5 днів тому

    ভাই সুন্দর ভাষায় সমালোচনা করা যায়না?

  • @KHAN-ZABED
    @KHAN-ZABED Місяць тому +2

    ইবলিস

  • @rjygamingrjygaming6782
    @rjygamingrjygaming6782 Місяць тому

    ভাই আপনি যে বয়ান করিতেছেন টুটেল মিতা বলিতেছেন আপনি জাহান্নামে যাবেন এবং মানুষকেও জাহান্নামের পথ ধরিয়ে দিয়েছেন এইসব বন্ধ করুন কোরআন বালা

  • @Hridoy514
    @Hridoy514 Місяць тому +2

    ভাই আক্রমণাত্মক ভাবে কথা বলেন কেন। আপনার উচিত শুধু কুরআন থেকে তাদের ভুল ধরিয়ে দেয়া সেটাও সুন্দর আচরণের মাধ্যমে।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому +9

      ভাই কুরআন বিকৃতি করার পর এ দলিলভিত্তিক কাফের ও আল্লাহর দুশমন হয়ে গেছে।
      কাফেরদের প্রতি মুমিনরা কঠোর,নিজেদের প্রতি সদয়।
      ১. এদের অপপ্রচারে সাধারণ মানুষ আমাদের ঘৃণা করে, ঘড় বাড়ি হামলা করে।
      ২. লক্ষ লক্ষ সাধারণ মুসলিম ঈমানহারা হয়।
      ৩. এরা বিধর্মীদের চেয়ে বিপদজনক। কারন এরা মুসলিম ছদ্মবেশে ইসলাম ধ্বংস করছে।

    • @Hridoy514
      @Hridoy514 Місяць тому +2

      @@Quran.Research.Intelligence ভাই আমিও জানি এদের বিকৃত ধর্ম প্রচার দেখলে বা শুনলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়না। তবুও আমাদের উচিৎ নিজেকে নিয়ন্ত্রণ করা।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому +5

      ভাইজান আমার মনে হয় পুরো কুরআন ও আল্লাহর রহমত আমাদের পক্ষে থাকার পরও আমরা অতি কাপুরুষোচিত ভীরুতা দেখাই।
      যার জন্য এরা আমাদের উপর নির্মম অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছে।

    • @MonirulIslam-oo2yu
      @MonirulIslam-oo2yu Місяць тому

      ভাই উনি তো শুধু আক্রমণাত্মক কথাই করেছেন বরং এ কুত্তার বাচ্চাকে বলা উচিৎ ছিল এ হচ্ছে নিকৃষ্ট তম কুত্তার বাচ্চা বরং তার চাইতেও নিকৃষ্ট এমনটাই আল্লাহ বলেছেন সূরা আরাফের ৭৫/৭৬ নং আয়াতে

    • @shamsmzahir
      @shamsmzahir Місяць тому

      ​@@Hridoy514আল কুরআন মানলে- তা হতে যা বলছি- ত বুঝতে সক্ষম হলে উত্তর পেয়ে যাবেন- অচিরে তোমার রব এমন দল পাঠাবেন- যারা হবে কঠর- তবে পরহেজগার দের প্রতি কোমল।
      - আয়াতের মাঝে সহজ একটি বার্তার মাঝে আছে রহস্য- কেও কি এই রহস্য ধরতে পেরেছেন.?
      তারা পরহেজগার দের প্রতি সদয়-
      প্রশ্ন তারা নিজেরা কি পরহেজগার?!
      অর্থাৎ সাধারণ দৃষ্টিতে তারা পরহেজগার নন- কিন্তু তারা এতটাই প্রখর জ্ঞান সম্পন্য যে তারা বুঝতে সক্ষম কে বা কারা পরহেজগার- যারা পরহেজগার না তাদের বিষয়ে কোঠর-
      দাড়ি টুপি নামাজ রোজার লেবাস দিয়ে ফাকি দেয়া সম্ভবনা

  • @HayajurRahaman
    @HayajurRahaman Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤এই জাহিদ গুলু পতাকা দরকার

  • @MUSAHashem
    @MUSAHashem Місяць тому +1

    Muhammad (SwS) sharajibon pobitro Quran procharona koresen. Ar amra Hadis procharona kori.

  • @nurulhassan5789
    @nurulhassan5789 23 дні тому +1

    Hadis ki re mulla ? Hadis to ak matro Qur'an . Mulla ki bujhlo ! Qur'an allah diyese .

  • @shamimmohiuddin4332
    @shamimmohiuddin4332 Місяць тому +3

    ভন্ড

  • @nazrulislam2841
    @nazrulislam2841 Місяць тому +3

    এই হুজুর আরো পড়ালেখা করেন। তারপর বাহাসে আসেন। আরে মিয়া সব হাদিস রসুলের বাণী নয়।

  • @md.abdurrouf3774
    @md.abdurrouf3774 Місяць тому +1

    খালামুন আলাইকুম আপনি নিজেও জানেন না হাদিস শব্দটি কোরআনে কতবার আসছে। আপনার হিসেবে হুজুর মনে হয় দুইজন আর আপনি রাসূলকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছেন আমার বিশ্বাস

    • @azizulhoque3336
      @azizulhoque3336 Місяць тому

      কোরান নিয়ে পডা শুনা করুন আপনি বুঝতে পারবেন আল্লাহ যদি তাওফিক দান করেন।

  • @aahad7993
    @aahad7993 Місяць тому

    হাত দে‌খে ভাগ‌্য গননা জা‌য়েজ না নাজা‌য়েজ

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому

      আপনার কি মনে হয় স্যার?

    • @hossainmohammad2515
      @hossainmohammad2515 Місяць тому

      আমার মনে হয় নাজায়েজ।।

    • @aahad7993
      @aahad7993 Місяць тому

      আ‌মি আপনার ভি‌ডিও নিয়‌মিত দে‌খ‌ি এবং অনুসরন করি , আমার জানা নেই তাই আপনার কা‌ছে জান‌তে চাইলাম ।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому +2

      @@aahad7993 আমি তো মুফতি নই।
      আমার কমন সেন্স বলে আল্লাহ ছাড়া কেউ ভাগ্য/ ভবিষ্যৎ জানেনা।
      তিনি আলিমুল গায়েব।
      অন্য কেউ ভাগ্য বা ভবিষ্যৎ জানে বিশ্বাস করা শিরক

    • @aahad7993
      @aahad7993 Місяць тому

      ধন‌্যবাদ

  • @skhaidarali3282
    @skhaidarali3282 Місяць тому +1

    Allah korane ka bolece tatumijanna

  • @abdulbarisk2302
    @abdulbarisk2302 Місяць тому

    Apnar bari kothai vai

  • @farhansayan7852
    @farhansayan7852 Місяць тому +1

    Arif qoraner kisoi janena hadis dia bebsa korse

  • @skhaidarali3282
    @skhaidarali3282 Місяць тому +1

    Salmunalayka uni satnombarayattporenay arakoranporena arahdispore

  • @nazmulandizaz1491
    @nazmulandizaz1491 Місяць тому

    Sir kamon acen,❤❤❤

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому

      আলহামদুলিল্লাহ।
      আপনি কেমন আছেন ভাইজান

    • @nazmulandizaz1491
      @nazmulandizaz1491 Місяць тому +1

      @@Quran.Research.Intelligence alhamdulillah,
      awesome achi,
      Apnar bojano qoran k হৃদয় গ্রহণ করেছি,
      আপনার জীবনটা সুখ আর শান্তিতে পূর্ণ থাক।

  • @emotion776
    @emotion776 Місяць тому +1

    ভাই সুন্দর জবাব

  • @DelowarHossain-wk2uz
    @DelowarHossain-wk2uz Місяць тому

    অসাধারণ ❤।

  • @kamruzzaman539
    @kamruzzaman539 Місяць тому +1

    সুরা হাশরের ৭ নং আয়াতে মাল বন্টনের কথা বলা হয়েছে।

  • @farhansayan7852
    @farhansayan7852 Місяць тому +1

    Hujor batpari ar koto korben dormo bebsa bad den

  • @amirhossain3486
    @amirhossain3486 Місяць тому

    Amar mona hoi huzar air koran air gobasona kom

  • @farhansayan7852
    @farhansayan7852 Місяць тому +1

    Ai sagol hujir hasorer 7 no ayat kisoi bojenai

  • @dr.mozammelhoque
    @dr.mozammelhoque Місяць тому

    Hijur wrong statement .

  • @alikhandakar818
    @alikhandakar818 Місяць тому +1

    سلام عليكم طبتم مباركة طيبة **
    ** سمعنا واطعنا ــ غفرانك ربنا واليك المصير ** ভাই, এই হাবিব গং রা কুরআন বুঝে বুঝে অধ্যয়ন করে নাই । ওদের পিছনে লেগে থাকার মানে হয়না । উদাহরণ হলো انك لا تهى من احببت ولكن الله يهدي من يشاءـ وهو اعلم بالمهتدين٠

    • @insearchoftruth240
      @insearchoftruth240 Місяць тому +1

      না ভাই। এসব ধর্মব্যবসায়ীদের লক্ষ লক্ষ অনুসারী আছে। তাদের অনুসারীরা কুরআন জানে না। তাই এই সব ধর্ম ব্যবসায়ীদের মুখোশ না খুললে তাদের অনুসারীরা তাদেরকে মহাপন্ডিত ভাবতে থাকবে সারাজীবন। তাই এই সব ধর্মব্যবসায়ীদের অনুসারীদের মাঝে কুরআনের কথা পৌছে দেওয়ার জন্য রেজওয়ান ভাইয়ের বর্তমান স্ট্রাটেজি ফলপ্রসূ হবে। কারণ যখন কোনো নির্দিষ্ট ধর্ম ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো হবে, তখনই কেবল তাদের অনুসারীরা সেটা দেখবে। তা না হলে কেউ শুধু কুরআনের আলোচনা করলে ওই সব মোল্লাদের অনুসারী ভক্তগণ তা শোনেও না, দেখেও না। এই সব কাঠমোল্লারা ভক্ত অনুসারীদের ট্রেনিং দিয়ে রেখেছে, কেউ যেন নির্দিষ্ট মতবাদের হুজুর ছাড়া অন্য কারো বক্তব্য না শোনে। এই পদ্ধতিতে তারা ধর্ম ব্যবসা টিকিয়ে রেখেছে।
      তাই এখন রেজওয়ান ভাই যেই পদ্ধতিতে ভিডিও ছাড়ছে সেটা খুবই ফলপ্রসূ হবে।

  • @milonhossain3144
    @milonhossain3144 Місяць тому

    ঐইউটউবার তুইতে মহা মুফতি হইছোস

    • @bskwt1
      @bskwt1 Місяць тому

      আল্লাহর নবী সাঃ অন্য ধর্মের মানুষের সাথে কিরুপ আচরণ করেছেন?

    • @AhmedIshmam
      @AhmedIshmam 24 дні тому

      Banan think kor beta

  • @EasyTask10
    @EasyTask10 Місяць тому

    আরিফ বিন হাবিব জিন্দাবাদ

  • @shamsmzahir
    @shamsmzahir Місяць тому +1

    যাই বলেন ভাই চেহারায়,কিন্তু নুরানি ভাইব আছে-😅

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Місяць тому +3

      😜🤪😜🤪😜🤪😜🤪😜🤪🤪😜🤪

    • @BaCh-jh2id
      @BaCh-jh2id Місяць тому +1

      😁😀🤣😃🤩🤗😜😫😝🤑🤪😵🤓😇🤓😺😸😹

    • @mdborhanuddin5126
      @mdborhanuddin5126 29 днів тому

      ভাই আপনি আপনার চেহারা দেখান না কেন? আরিফ বিন হাবিব সূরা হাশরের সম্পূর্ন আয়াতের প্রথম অংশের মূল বিষয়টি বাদ দিয়ে শেষাংশ বলে আয়াত গোপন করেছে।
      কুরআনুল কারিমের প্রচারক হিসাবে 10:39 মানুষের ভয় না​ করে চেহারা দেখিয়ে প্রচার কাজ করলে ভালো হয়।@@Quran.Research.Intelligence

  • @banglarhasi4203
    @banglarhasi4203 Місяць тому +1

    ❤❤❤❤

  • @masudshikh692
    @masudshikh692 Місяць тому +1

    good

  • @nurulamindewan3136
    @nurulamindewan3136 Місяць тому +3

    জাহিল,

  • @jamaluddinmondal9831
    @jamaluddinmondal9831 Місяць тому +2

    হাসরের 6 নং আয়াত টা বল।

  • @S.HRahaman
    @S.HRahaman Місяць тому +1

    Aysob moha gyani der jonnoy to aj dhormer ay obosta..