যে গ্রাম থেকে ফিরতে চায় না কেউ !! 🌴 গিথর্ন গ্রাম নেদারল্যান্ড | Giethoorn heaven on earth | inforain
Вставка
- Опубліковано 8 лют 2025
- ⭐ যে গ্রাম থেকে ফিরতে চায় না কেউ 🌴 গিথর্ন গ্রাম নেদারল্যান্ড | Giethoorn heaven on earth | netherland bangla | একটি সুন্দর দেশ নেদারল্যান্ড | নেদারল্যান্ড সম্পর্কে তথ্য। পৃৃথিবীর স্বর্গ গিথর্ন নাকি জিওজাইগো ভ্যালি, অনেকেই আবার পৃথিবীর স্বর্গ কাশ্মীর কে বলে থাকে। Most beautiful village in the world
রাস্তাবিহীন একটি গ্রাম 🏕️ গিয়েথুর্ন বা গির্থন, অথচ কোন মানুষ একবার গির্থন গ্রামে গেলে, সেখান থেকে ফিরে আসতে চায় না। অনেকেই গিয়েথুর্নকে পৃথিবীর সব থেকে সুন্দর গ্রাম বলে থাকে। আবার অনেকেই গিথর্নকে (Giethoorn) পৃথিবীর স্বর্গ বলে ডাকে ! স্বপ্নশহর গিথর্ন
📺 Subscribe to our channel: ua-cam.com/users/inforain?s...
⭐ ⭐ স্বপ্নশহর গিথর্ন নেদারল্যান্ডের স্টিমওয়েক শহর থেকে ৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গিথর্ন। যদিও এটি একটি গ্রাম তবে শহুরে জীবনের প্রায় সব প্রযুক্তির সুবিধা রয়েছে এখানে। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ হতে শুরু করে ঘরে ঘরে ইন্টারনেট, টিভি, স্যাটেলাইট চ্যানেল, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন ইত্যাদি সব কিছুর উপস্থিতি রয়েছে সেখানে। শুধু নেই শহরের কোনো কোলাহল, গাড়ির ধোঁয়া, ভেপু আর চাকচিক্যময় আলোকসজ্জা। কারণ গিথর্নে কেউ ইঞ্জিনচালিত গাড়ি চালায় না। যাদের গাড়ি আছে তারা গ্রামের বাইরে গাড়ি রেখে নৌকায় করে গ্রামে প্রবেশ করেন।
এ গ্রামের বাড়িগুলো তৈরি করা হয়েছে ছোট ছোট দ্বীপের মধ্যে যার চারপাশ দিয়ে সরু খাল বা কেনেল। গ্রামের মূল যোগাযোগ ব্যবস্থা জলপথ হওয়ায় একমাত্র বাহন নৌকার খুব কদর রয়েছে এখানে। গিথর্নে বেশ কয়েক ধরনের নৌকা দেখা যায়, যার মধ্যে সব চেয়ে জনপ্রিয় নৌকা ‘পেনটার্স’ বাংলায় এর অর্থ নিঃশব্দ নৌকা। নৌকাগুলো ইলেক্ট্রিক মটরের সাহায্যে চলে। তাই কোনো শব্দ হয় না বললেই চলে। প্রায় নিঃশব্দে কোনোরকম ভেঁপু বাজনো ছাড়াই নৌকাগুলো গ্রামের দ্বীপ সদৃশ বাড়িগুলোর পাশ দিয়ে বয়ে চলে যায়। এর ফলে গ্রামবাসীরা শব্দদূষণ কাকে বলে জানেনই না। পাখির কলতান আর জলের ছন্দময় শব্দ শুনেই জীবন যাপনে অভ্যস্ত গিথর্নবাসীরা। হয়ত এ কারণেই এ গ্রামের প্রতিটি মানুষ শান্তিপ্রিয়, নিরেট ভদ্র স্বভাবের।
⭐⭐⭐ ইনফোরেইন এর আরও ভিডিও দেখতে: 👇
👉 দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন কেন হয়: • অপটিক্যাল ইলিউশন বা দৃ...
👉 মধ্যযুগের ৫ টি ঐতিহাসিক দূর্গ বা রাজপ্রাসাদ: • প্রাচীন সভ্যতা এবং ৫ ট...
👉 আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের উল্টো নামকরণের রহস্য: • আইসল্যান্ড এবং গ্রিনল্...
👉 যে গ্রাম থেকে ফিরতে চায় না কেউ: • যে গ্রাম থেকে ফিরতে চা...
👉 যে ৫ টি ভুল পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল: • যে ৫ টি ভুল পৃথিবীর ইত...
👉 সফল মানুষদের ব্যর্থতার গল্প: • সফল মানুষদের ব্যর্থতার...
👉 বাংলাদেশে আঘাত হানা ০৫ টি ভয়ংকর ঘূর্ণিঝড়: • ⚡ বাংলাদেশে আঘাত হানা ...
👉 ১৫০ বছর আগের ঢাকা দেখতে যেমন ছিলো: • ১০০ বছর আগে ঢাকা কেমন ...
Disclaimer:
=========
💡 Fair Use Disclaimer This channel may use some copyrighted materials without the specific authorization of the owner but contents used here fall under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
💡 NOTICE FOR RESPECTIVE COPYRIGHT OWNERS If you find any inappropriate use of your copyrighted material in this video; please contact us. ✉ email: inforain42@gmail.com
MUSIC:
======
Green Leaves by Audionautix is licensed under a Creative Commons
Attribution license (creativecommon...)
Artist: audionautix.com/
==========================================================================
পৃৃথিবীর স্বর্গ জিওজাইগো ভ্যালি, স্বপ্নশহর গিথর্ন; গিয়েথুর্ন গ্রাম; রূপকথার গ্রাম; পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম; রাস্তাবিহীন গ্রাম; রাস্তাবিহীন ডাচ গ্রাম; Giethoorn Heaven on earth, Village of Netherlands; নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসা, অ্যামেজিং ওয়ার্ল্ড ইন বাংলা, amazing world in bangla, দেশ,about netherland in bangla, netherland facts, netherland bangla, নেদারল্যান্ড, নেদারল্যান্ডস, নেদারল্যান্ড দেশের তথ্য, ঐতিহাসিক দেশ, নেদারল্যান্ড দেশ সম্পর্কে তথ্য, নেদারল্যান্ডস, হল্যান্ড, netherlands, holland, amsterdam, world in bengali, about netherlands country in bengali, about netherlands country, netherlands visa, amazing facts, the netherlands, bangla news, নেদারল্যান্ড দেশ, হল্যান্ড দেশ, নেদারল্যান্ডে সর্বনিম্ন বেতন, নেদারল্যান্ডে সর্বনিম্ন বেতন জানলে অবাক হবেন, minimum salary in netherlands 2020, netherlands, netherlands country, নেদারল্যান্ড, নেদারল্যান্ড দেশ, নেদারল্যান্ড ভিসা, নেদারল্যান্ড ভিসা ২০২০, নেদারল্যান্ডে যাওয়ার উপায়, নেদারল্যান্ডের সর্বনিম্ন মাসিক আয়, ইউরোপে কোন কাজের চাহিদা বেশি, নেদারল্যান্ড কাজ, নেদারল্যান্ড বেতন কত, নেদারল্যান্ড কাজের ভিসা, minimum hourly wage netherlands 2020, minimum wage netherlands 2020, studyfirstinfo, study first info, Most beautiful village
সত্যিই অপূর্ব মনোমুগ্ধকর মনোরম শোভাময় দূষণবিহীন নেদারল্যান্ডসের গিথর্ণ অঞ্চলটি দেখে মনপ্রাণ ভরে গেল হৃদয় জুড়িয়ে গেল।
ইরা সরকার টালিগঞ্জ কলকাতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে।
ভিডিওটি তৈরী করা কিছুটা হলেও সার্থক মনে হচ্ছে, ধন্যবাদ আপনাকে
ভিডিও দেখে গতকাল গুরে আসলাম
Apni kun city tw thaken
সত্যি অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য,, অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে ভাই,,
ধন্যবাদ। আমাদের চ্যানেলের অন্য ভিডিও দেখার আমন্ত্রন রইলো ।
😊
অসাধারন দৃশ্যবলী❤
Thanks
কিছু দিন আগে গিয়েছিলাম,ভিডিওর থেকেও বেশি সুন্দর গ্রামটি
সত্যি আনন্দিত অনুভব করছি আপনার কমেন্ট দেখে
Apnr fb id hobe vaiyaa
Gram ta vivarium movie er moto..
sob gula aki rokom...
Vai Aponar video ta dhekhe onek valo lagolo
Thanks Brother
ওয়াও কি সুন্দর
Best Place
খুব সুন্দর যেতে মন চাইছে
Thanks
owao...what a scenary...really amazing
Thanks...
সত্যি সত্যিই পৃথিবীর আশ্চর্য তোম একটি দেশ ভিডিওটা দেখে মগ্ন হলাম
ভালো লাগল
ধন্যবাদ
Very nice M Haque from England
Thanks
তাহোলে ভাবুন জান্নাত কত সুন্দর হবে
হমম ইনশাআল্লাহ ❤
Awesome
Thanks
সত্যি অনেক সুন্দর পূর্বদেশ আমি কি নেদারল্যান্ড ভিজিট করতে পারব
awesome
Thanks
ইস ওখানে যদি যেতে পারতাম। কখনোই হয়তো এ আশা পুরণ হবে না জেনেও আমরা স্বপ্ন দেখি।🙏🙏🙏🙏
স্বপ্ন দেখেছেন মানে আপনার অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এখন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করুন। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, আপনার মনের ইচ্ছা পূর্ন হবে ইনশাআল্লাহ।
wow😱😱😍😍
তার পরেও। আমি বলবো আমার দেশের গ্রাম। আরো সুন্দর।
ভাই এখানে থাকার জন্য কি হোটেল বা রিসোর্ট আছে...?
হ্যা, রিসোর্ট আছে উন্নত মানের।
😊
আপনি এই ফুটেজ পেলেন কোথায়? আপনি নিজে কি গিয়েছিলেন এখানে?
বিভিন্ন সূত্র থেকে
নামটা খিথরন( উচ্চারন টা এমন)
waw
Thanks
সত্যি অনেক সুন্দর গ্রাম, তারা যদি বাংলাদেশিদের মত হত তাহলে এক গ্রামেই কোটি জনসংখ্যা বানিয়ে ফেলত, ১৮থেকে ৩৬ কোটি বানাতে বেশি দিন সময় লাগাত না
আবাল
@@harunbinabdul6174 কিরে রেলগাড়ি নামওয়ালা তুই কি মেন্টাল নাকি,তুই নিজে এক বড় আবাল, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জনসংখ্যা বেশি না কম হিসাব করে দেখ ,
তোর বাবার পরিচয় নেই মনে হয়।
@@harunbinabdul6174 tor ma babar dunoter e porichoi nai, thakle emon reply kortena
হা হা হা
B
আমারে দিলে আমি তিনটা বন্ধু দিব ইনশাল্লাহ
What you want bro ???
থাকার জন্য হোটেল আছে কিনা?
খুব ভালমানের হোটেল আছে
আমি পরের ভিডিওতে গিথর্ন এর করোনা কালীন অবস্থা জানতে চাই।।
চেষ্টা করবো। ধন্যবাদ