এটাই স্বর্গ ! খুউউউব সুন্দর ! তবে বড় যে গাছগুলোর পাশ ধরে হেঁটে এলেন তার পরিচিতি পেলে আরও ভাল লাগতো। কেননা, আপনি আমাদেরকে রাশিয়া দেশটির প্রকৃতির সাথে একপ্রকার পরিচয় করিয়ে দিচ্ছেন। তাই এতো সুন্দর গাছগুলোর নাম জানতে পারলে জ্ঞানের ভান্ডারটি আরও সমৃদ্ধশালী হতো। ভেবেছিলাম হয়ত এগুলো অক গাছ হবে তবে যেহেতু নাম জানা নেই তাই শিওর করে ভাবি কি করে ? শহর নয় গ্রাম দেখাবেন। অনেক ভাল লাগলো সত্যি বলতে। অপূর্ব এক কথায় !! সভ্য জাতি এক কথায়। গ্রাম হলেও তারা কতটা স্বভাবে মার্জিত পরিস্কার পরিচছন্ন ভাবাই যায়না। রাস্তায় পরে থাকা একটিও প্লাস্টিক, চিপসের এম্পটি প্যাকেট, টিস্যু বা কফ থুথু পরে নেই !! গ্রামের মানুষ তারাও কতটা সভ্য !
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।ইণ্ডিয়া।তোমার এই ব্লগ টি খুব ভালো লাগলো।রাশিয়ার গ্রাম দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।কারণ আমরা তো এইসব সমন্ধে কিছুই জানিনা।কিন্তু তোমার ভিডিওর মাধ্যমে কতো কিছু জানতে পারছি!তুমি তোমার দেশের ভাষায় কথা বলছো।এটা আমার কাছে বেশ মিষ্টি লাগছে।তুমি খুবই সরল।তোমার আন্তরিক বর্ণনা আমার মনে দাগ কেটেছে!তুমি ভালো থেকো।👌👌👌👌❣️❣️☘️🌷☘️
ব্লগার হিসেবে তুমি খুবই কাঁচা,ভিনদেশের ব্লগ করতে সেই দেশের ভাষা মোটামুটি জানতে হয় এবং ইংরেজিতে খুবই পারদর্শী হতে হয়,তার সাথ সেই দেশের সংস্কৃতি ও ইতিহাস জানতে হয়,তারপরও তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ!!!
গ্রাম গুলো দেখতে খুব সুন্দর লাগছে দাদুভাই আরো সুন্দর সুন্দর শহরের গ্রামের ভিডিও গুলো অবশ্যই পাঠিয়ে দিবেন সারা পৃথিবীর অজানা মানুষগুলো তারাও দেখে যেন পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকতে পারে সেই সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব কও ধন্যবাদ জানাই তিনি যেন মুসলমান গুলোর পাশে দাঁড়িয়ে থাকে
রাশিয়া আমার একটি প্রিয় দেশ আমি যদিও বর্তমানে কোরিয়াতে বসবাস করি আমার কাছে রাশিয়া অনেক ভালো।ভবিষ্যৎ রাশিয়াতে আশার ইচ্ছা,আপনি আছে যদি পারেন স্হায়ী ভাবে বসবাস করতে পারে।
ভিডিওটি দেখে খুব ভালো লাগছে। তবে ক্যামেরাটা এত অস্থির ভাবে দ্রুত নারাচারা করাতে গ্রামের সৌন্দর্য ঠিকমত উপভোগ করতে পারলামনা।একটু ধীরস্থির ভাবে ক্যামেরা চালালে ভালো হতো। ভিডিও ধারণ কাজে নতুন মনে হচ্ছে।
মূলত ভাই তুমি বোধহয় একজন বাংলাদেশের বাসীন্দা । সে যাই হোক , রাশিয়ার মহিলাদের আমার খুব ভালো লাগে। তাদের দেশের মল , গান , নাচ বা তাদের সঙ্গে কথা বলার ভিডিও করলে খুব বেশি খুশি হবো ।
ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাংলাদেশের মানুষ, যদিও তোমাদের আমরা অন্য দেশের মানুষ ভাব তে পারি না, কারণ আমাদের বাবা মা সবাই ওই দেশের মানুষ, আজ তারা কেউ নেই, কেউ বয়সের ভারে ক্লান্ত, তাই তোমার চোখ দিয়ে রাশিয়ার গ্রাম দেখে মন ভরে গেল, তুমি অনেক ছোটো আমার থেকে, খুব ভালো থাকো আর এই রকম একটা করে ভিডিও করে নানা দেশ দেখাও. ভালো থাকবে.
ভিডিও টা সম্পূর্ণ দেখলাম, ভালো লাগলো, তবে কিছু পরামর্শ। ১। শহরের স্থাপন সম্পর্কে পড়াশোনা করে নিবেন। ২। স্থানীয় খাবার, পোশাক, ঐতিহ্য নিয়ে পড়াশোনা করে নিবেন। ৩। ভূপ্রকৃতি,গাছের নাম গুলো জেনে নিবেন। ৪। কিভাবে যাওয়া যায়, খরচ কেমন বাস ভাড়া ও খাবারের খরচ পাশাপাশি হোটেল ভাড়া বিস্তারিত জানাবেন৷ ৫। স্কিপ্রিট তৈরি করে নিবেন তাহলে একই কথা বার বার বলতে হবে না।
বাংলাদেশের বরিশালে বসে আপনার ভিডিওটি দেখলাম, কতটা যে রাশিয়ার গ্রাম সুন্দর তাহা বলে বোঝানো জাবেনা যদি কেউ না দেখে,, মনে হচ্ছিল যে শিল্পির হাতের রংতুলিতে আকা ছবি, অনেক ভাল লাগল, এর সাথে আনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিলাম
মা শা আল্লাহ ভাই অনেক সুন্দর করে আপনি বিদেশের কতকিছু উপস্থাপন করেন দেখে অনেক ভালো লাগছে। আপনারা ভিডিও গুলোতে কোনরকম এডিট বা শো অফ না থাকায় আমার কাছে এই চ্যানেল টি একটি আদর্শ ও প্ৰিয় চ্যানেল। আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে সুস্বাস্থ্য ও সুন্দর পবিত্র জীবন দেন। আমিন। আমি ও আসার জন্য ফাইল জমা করেছি আমার জন্য ও সবাই দোয়া করবেন আমি ও যেন আসতে পারি। জাযাকাল্লাহ
Thank you so much, dear brother, for your kind information about Russia village that is beautiful & neet & clean village.-- Samir Pal, Darjeeling, India.
অভিনন্দন, রাশিয়ার গ্রাম দেখানোর জন্য। তবে ভালো লাকত গ্রামের লোকদের সাথে কথা বল্লে তাদের খাবার দাবার শষ্য উতপাদন ক্ষত্র পদ্ধতি কেমন ইত্যাদি বিভিন্ন সম্পর্কে।
ঘরে বসে রাশিয়া দেখা সত্যই খুব মজার , আনন্দ দেয়ার জন্য ধন্যবাদ।
ভাল
রাশিয়া আমার খুব প্রিয় একটা দেশ। খুব তাড়াতাড়ি আসব ইনশাল্লাহ।
Vi
ভাই আমি রাশিয়ায় যেতে চাই কিন্তু কিভাবে যাবো
আমার,,ভিসা হয়ছে,,,কারো হলে আমাকে জানাবেন,
ভাইয়া কেমন আছেন । আমার ছেলে কে পাটাইতে চাই কিভাবে জেতে পারবে একটু বলবেন।
Vai amio jacchi russia
বাংলাদেশ ছাড়া সব দেশ ই সুন্দর।আল্লাহ আমাদের কে এই দেশে যেহেতু পাঠাইছে নিশ্চই মৃত্যুর পরে আল্লাহ আমাদের ভালো কিসু দিবেন ইনশা আল্লাহ।
P...... Marbe
বাল দিবে তোকে😂
বাংলাদেশ আগে সুন্দর ছিল তোরা শুয়োরের মতন বাচ্চা জন্ম দিবি তাহলে দেশে সৌন্দর্য কি আর থাকে
সব দেশ সুন্দর কারণ সব দেশে ১টা ২টা সন্তান হয়। আর বাংলাদেশ এ ৬টা ৮টা হয় তাই প্রকৃতিক ভারসাম্য নষ্ট হয় 😮
@@tanmoymaji7200একদম ঠিক কথা।
এটাই স্বর্গ ! খুউউউব সুন্দর ! তবে বড় যে গাছগুলোর পাশ ধরে হেঁটে এলেন তার পরিচিতি পেলে আরও ভাল লাগতো। কেননা, আপনি আমাদেরকে রাশিয়া দেশটির প্রকৃতির সাথে একপ্রকার পরিচয় করিয়ে দিচ্ছেন। তাই এতো সুন্দর গাছগুলোর নাম জানতে পারলে জ্ঞানের ভান্ডারটি আরও সমৃদ্ধশালী হতো। ভেবেছিলাম হয়ত এগুলো অক গাছ হবে তবে যেহেতু নাম জানা নেই তাই শিওর করে ভাবি কি করে ? শহর নয় গ্রাম দেখাবেন। অনেক ভাল লাগলো সত্যি বলতে। অপূর্ব এক কথায় !! সভ্য জাতি এক কথায়। গ্রাম হলেও তারা কতটা স্বভাবে মার্জিত পরিস্কার পরিচছন্ন ভাবাই যায়না। রাস্তায় পরে থাকা একটিও প্লাস্টিক, চিপসের এম্পটি প্যাকেট, টিস্যু বা কফ থুথু পরে নেই !! গ্রামের মানুষ তারাও কতটা সভ্য !
রাশিয়ার গ্রাম টি খুব সুন্দর আমি গ্রাম দেখতে ভালো বাসি ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর গ্রাম, কষ্ট করে এতো সুন্দর গ্রাম ভিডিও করে দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ❤
আপনাকেও ধন্যবাদ
আপনার নম্বরটা দিবেন প্লিজ
Vai what app number ta deben aktu
Ì🎉🎉
❤@@Ghurbo-1
সত্যি বাহিরের গ্ৰাম গুলো দেখতে অনেক অনেক সুন্দর অসাধারন
বাংলাদেশের গ্রামও খুব সুন্দর।
বাংলার কাছে কিছু না
Matal 😂😂😂@@Pkmondol-tx1hz
@@Ghurbo-1😂😂😂
অনেক সুন্দর করে রাশিয়ার গ্রাম ও শহর দেখে আমার খুব ভালো লাগলো, দোয়া রইল আল্লাহ্ পাক আপনার নেক হায়াত দান করুক আমীন।
আমার ও রাশিয়া যেতে মনে চায়
রাশিয়া আমার খুব পছন্দের একটা দেশ ❤
Always Russia ❤❤
Ja gie nongra kore die ai molla😅.
ধন্যবাদ রাশিয়ার গ্রাম দেখানোর জন্য। এরকম আরো ভিডিও দেখালে খুব ভাল লাগবে সবার।
রাশিয়া সুন্দর একটি গ্রাম আপনার ভিডিও এই প্রথমবার দেখলাম ভালো লাগলো আরো ভিডিও পাঠাবেন
আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছি অনেক ভালো লাগছে ভাই আগে যান আমরা আপনার পাশে
আমি এই ভিডিওটা দেখে একটা জিনিস পরিস্কার বুঝতে পারলাম এই ভাইয়ের মন ও মানসিকতার কোনো জুড়ি নাই। বাচনভঙ্গি আমার কাছে অসাধারণ লেগেছে। ❤❤❤
এই ভিডিও জন্য অপেক্ষায় ছিলাম। সুন্দর ভিডিও উপহার দেওয়া জন্য অনেক ধন্যবাদ ভাই।
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।ইণ্ডিয়া।তোমার এই ব্লগ টি খুব ভালো লাগলো।রাশিয়ার গ্রাম দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।কারণ আমরা তো এইসব সমন্ধে কিছুই জানিনা।কিন্তু তোমার ভিডিওর মাধ্যমে কতো কিছু জানতে পারছি!তুমি তোমার দেশের ভাষায় কথা বলছো।এটা আমার কাছে বেশ মিষ্টি লাগছে।তুমি খুবই সরল।তোমার আন্তরিক বর্ণনা আমার মনে দাগ কেটেছে!তুমি ভালো থেকো।👌👌👌👌❣️❣️☘️🌷☘️
আমার জিবনে এতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্ৰাম কোন দিন দেখিনাই
ভাবি কেমন আছো
@@sheikhmdalamin9094 ভালো আছি ভাই। তুমি কেমন আছো
সুইজারল্যান্ডের গ্ৰাম দেখে নাও
হাই কেমন আছেন
কারণ রাশিয়ার গ্রাম গুলিতে মানুষ কম; পশু পাখী,কীট পতঙ্গ বেশি থাকে। আর কে না জানে , মানুষ ই একমাত্র আবর্জনা সৃষ্টিকারী প্রাণী।
Verymuch beautiful and Attractive for Bangladeshi people.
Love you all from dhaka Bangladesh. 🥰🇧🇩👍
My faborite কান্ট্রি রাশিয়া,, 🌹🌹thank you vaiya,,, ভিডিও করে দেকানোর জন্য ❤️❤️
বাংলার অপূর্ব রূপ
চলে গেল
রাশিয়ার কাছে...
বৃক্ষ শূন্য করে কংক্রিটে
বলত জীবন
কেমনে বাঁচে.....😢😢
ব্লগার হিসেবে তুমি খুবই কাঁচা,ভিনদেশের ব্লগ করতে সেই দেশের ভাষা মোটামুটি জানতে হয় এবং ইংরেজিতে খুবই পারদর্শী হতে হয়,তার সাথ সেই দেশের সংস্কৃতি ও ইতিহাস জানতে হয়,তারপরও তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ!!!
গ্রাম গুলো দেখতে খুব সুন্দর লাগছে দাদুভাই আরো সুন্দর সুন্দর শহরের গ্রামের ভিডিও গুলো অবশ্যই পাঠিয়ে দিবেন সারা পৃথিবীর অজানা মানুষগুলো তারাও দেখে যেন পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকতে পারে সেই সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব কও ধন্যবাদ জানাই তিনি যেন মুসলমান গুলোর পাশে দাঁড়িয়ে থাকে
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আমার কষ্ট করে রাশিয়া সুন্দর গ্রাম দেখানোর জন্য
রাশিয়া আমার একটি প্রিয় দেশ আমি যদিও বর্তমানে কোরিয়াতে বসবাস করি আমার কাছে রাশিয়া অনেক ভালো।ভবিষ্যৎ রাশিয়াতে আশার ইচ্ছা,আপনি আছে যদি পারেন স্হায়ী ভাবে বসবাস করতে পারে।
রাশিয়া খুব ভালো একটা দেশ
রাশিয়া খুব পছন্দের দেশ আমার
তোমার ভিডিও টা দেখে আমার খুব ভালো লাগলো,,,সৌদি আরব থেকে দেখছি
ধন্যবাদ।
খুবই সুন্দর। রাশিয়ার গ্রাম সত্যই অসাধারণ
খুব সুন্দর পরিচ্ছন্ন গ্রাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই সৃজনশীল কাজ চালিয়ে যাও। এ কাজ সবার পক্ষে সম্ভব না।
ধন্যবাদ আপনাকে।
I love Russia and President Putin
রাশিয়ার গ্রামের দৃশ্য ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ।
আমার জীবনে তো রাশিয়া দেখা হবে না , রাশিয়া দেশ দেখানোর জন্য ধন্যবাদ ভাই.
হ দাদা ঠিক কৈছেন। বাঙ্গালীরা ঐরকম কথা বলে।
ভাই তোমার দেখানো রাশিয়ান গ্রাম খুবই সুন্দর লাগলো আর বিস্তারিত ভাবে দেখানোর জন্য ধন্যবাদ
খুব ভালো ভিডিও। পিটারবুর্গ থেকে শুভেচ্ছা রইলো।
খুব সুন্দর এবং পরিপাটি গ্রাম। আমাদের বিদ্যালয়ে তৈরিকৃত ফুলের ও সবজির বাগান ছাগল আর গরু ধ্বংস করে।
নদী এবং গ্রামের ছবি দেখে বাংলাদেশের মতো অনেকটা মনে হয় ।
😂bai eta gram.sohirer cobita dekhen.moscow is very better than bd
গ্রাম দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ
আপনার সাথে থাকবো
ভিডিওটি দেখে খুব ভালো লাগছে। তবে ক্যামেরাটা এত অস্থির ভাবে দ্রুত নারাচারা করাতে গ্রামের সৌন্দর্য ঠিকমত উপভোগ করতে পারলামনা।একটু ধীরস্থির ভাবে ক্যামেরা চালালে ভালো হতো। ভিডিও ধারণ কাজে নতুন মনে হচ্ছে।
অসাধারণ। পূর্ণতা পাও এটাই কামনা 🙏
ধন্যবাদ।
মূলত ভাই তুমি বোধহয় একজন বাংলাদেশের বাসীন্দা । সে যাই হোক , রাশিয়ার মহিলাদের আমার খুব ভালো লাগে। তাদের দেশের মল , গান , নাচ বা তাদের সঙ্গে কথা বলার ভিডিও করলে খুব বেশি খুশি হবো ।
সত্যি রাশিয়র গ্রাম অনেক উন্নত এবং সুন্দর ।
জি খুবই সুন্দর
কিন্তু আপনারা বাংলাদেশের মানুষ গিয়ে ওইটার ১২ টা বাজাবেন কিছু দিন পরে
কেন ভাই?
আলহামদুলিল্লাহ আমার স্বামীর ১০ তারিখ ফ্লাইট রাশিয়ার
কতো টাকা লাগতেছে সময় কতো দিন লাগলো
কত টাকা লাগলো
কি কাজে
আপনার সামির ফালায়েত হইসে কত
@@WahidHasan-y7dআলহামদুলিল্লাহ
ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাংলাদেশের মানুষ, যদিও তোমাদের আমরা অন্য দেশের মানুষ ভাব তে পারি না, কারণ আমাদের বাবা মা সবাই ওই দেশের মানুষ, আজ তারা কেউ নেই, কেউ বয়সের ভারে ক্লান্ত, তাই তোমার চোখ দিয়ে রাশিয়ার গ্রাম দেখে মন ভরে গেল, তুমি অনেক ছোটো আমার থেকে, খুব ভালো থাকো আর এই রকম একটা করে ভিডিও করে নানা দেশ দেখাও. ভালো থাকবে.
ধন্যবাদ আপনাকে।
ভাই অনেকগুলো টাভেলস এজেন্সি রাশিয়ার কাজের বিসা অপার করে আসলে কেমন হবে।
রাশি আমি ভীষণ ভালোবাসি আগের সোভিয়েত ইউনিয়ন অসাধারণ প্রাকৃতিক সম্পদ এবং চাহিদায় মানুষের ঐতিহাসিক স্থান❤
খুব সুন্দর একটা শহর।
বরফের দেশে গ্রীষ্মকালে ভ্রমণ চমৎকার! গুড জব চালিয়ে যান
জি অবশ্যই অনেক সুন্দর।
ভিডিও টা সম্পূর্ণ দেখলাম, ভালো লাগলো,
তবে কিছু পরামর্শ।
১। শহরের স্থাপন সম্পর্কে পড়াশোনা করে নিবেন।
২। স্থানীয় খাবার, পোশাক,
ঐতিহ্য নিয়ে পড়াশোনা করে নিবেন।
৩। ভূপ্রকৃতি,গাছের নাম গুলো জেনে নিবেন।
৪। কিভাবে যাওয়া যায়, খরচ কেমন বাস ভাড়া ও খাবারের খরচ পাশাপাশি হোটেল ভাড়া বিস্তারিত জানাবেন৷
৫। স্কিপ্রিট তৈরি করে নিবেন তাহলে একই কথা বার বার বলতে হবে না।
দারুন দেখালেন ভাই।অনেক উন্নত গ্ৰাম।
Eyta ekdom norml village
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগলো কিছু দিন পড় আসতেছি, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ☺️
বাংলাদেশের বরিশালে বসে আপনার ভিডিওটি দেখলাম, কতটা যে রাশিয়ার গ্রাম সুন্দর তাহা বলে বোঝানো জাবেনা যদি কেউ না দেখে,,
মনে হচ্ছিল যে শিল্পির হাতের রংতুলিতে আকা ছবি, অনেক ভাল লাগল, এর সাথে আনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিলাম
ধন্যবাদ আপনাকে।
খুব ভালো লাগলো আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছি । অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল ।
খুব সুন্দর ভিডিও! শুভকামনা রইল!
অনেক ধন্যবাদ।
Masallah Very nice video thanks jajakallah Khairun
রাশিয়ান গ্রাম দেখানোর জন্য ধন্যবাদ.....তবে এটা মানতেই হবে মুসলিম জনসংখ্যা কম দেশ গুলি খুবই শান্তি পূর্ন হয় ।
Abu Dhabi, Uae hoiloh prithibir modhe sobce safest city ar oita hoilo Muslim country 😂
Biswas na hoile search dia daken
ওরা সভ্য মুসলিম @@toasinlabib4134
মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলো বেশি শান্তিপূর্ণ হয়
আপনি নিশ্চই ইসলামের শত্রু। সুতরাং শত্রু কখনো ইসলাম কে পছন্ধ করতে পারেনা।
Tui ashole piton khabi 😂
আসসালাম আলাইকুম ভাই কেমন আচেন দেখে অনেক ভালো লাগচে ভাই রাসিয়া গাড়ির গেরচের কাজ কি রকম
সুন্দর । ধন্যবাদ আপনাকে ।
মা শা আল্লাহ ভাই অনেক সুন্দর করে আপনি বিদেশের কতকিছু উপস্থাপন করেন দেখে অনেক ভালো লাগছে। আপনারা ভিডিও গুলোতে কোনরকম এডিট বা শো অফ না থাকায় আমার কাছে এই চ্যানেল টি একটি আদর্শ ও প্ৰিয় চ্যানেল। আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে সুস্বাস্থ্য ও সুন্দর পবিত্র জীবন দেন। আমিন। আমি ও আসার জন্য ফাইল জমা করেছি আমার জন্য ও সবাই দোয়া করবেন আমি ও যেন আসতে পারি। জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ।
@@Ghurbo-1 ভাই রাশিয়া ওয়ার্ক পার্মিট প্রসেস কি নিজে নিজে করা যায় প্লিজ জানাবেন। জাযাকাল্লাহ
@@thediyvaultx নিজে নিজে হয়তবা পারবেন নাহ। কোন এক কোম্পানি কে আপনাকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিতে হবে
@@Ghurbo-1 কোম্পানি গুলোতে কিভাবে যোগাযোগ করতে হবে প্লিজ জানাবেন। বা সঠিক কি মাধ্যমে আপনারা অভিজ্ঞতা অনুযায়ী পরামর্শ দিন প্লিজ
Great video...try to make some more videos on the Russian countryside. And obviously, unedited raw videos are beautiful.
Thank you! Will do!
খুব সুন্দর একটি গ্রাম রাশিয়ার যা প্রথম দেখলাম ধন্যবাদ আপনাকে ভাই
Beautiful Place ❤
খুব ভালো। ১৫মিনিট বাংলা শেখার আসর।সিঙ্গাপুর থেকে দেখছি।
রাশিয়া এতবড় একটা দেশ মাএ ষোল কোটি মানুষ পরিস্কার তো হবেই
Sovab o lage
আপনার মতো গু খাওয়া লোকই এ কথা বলবে।।ইউরোপীয়ানরা সবসময় সভ্য আর রাশিয়ানরাও সেটার ভিতরই পড়ে।
😮 1QQÀÀL@@RakibRana-d4c
Hum bai
Singapore
দুবাই
Japan
পরিষ্কার কেন? 🤔
ধন্যবাদ ভাই খুব সুন্দর লাগছে বাংলাদশে থেকে দেখা রাশিয়া ভালো থাকবেন
বলতেছিলাম করতেছে খেলতেছে উড়তেছে -- এগুলি তো ভাই ভিডিওর ভাষা নয়, ঘরবাড়ির ভাষা । যথাসম্ভব শুদ্ধ ভাষা ব্যবহার করুন ।
কেনো এগুলো কি বাংলা ভাষা না?
ভাই এই ভিডিও ভাষা শেখা র ভিডিও না। রাশিয়ার গ্ৰাম দেখে আমরা অনেক আনন্দ পেলাম। ইউটিউবারকে অনেক অনেক ধন্যবাদ।
তর কি ইগোতে লাগছে সে ইউটিউব চালাইলো তুই পারলিনা😂
বাংলা বুঝো না নাকি বাপু?
ভাই তো সুন্দর ভাবে বলছেন বাংলা ভাষায়
আর মনে হয় জানেন না অনেক বাঙ্গালী আছে এরা বাংলা বলতে পারেন না।
Thanks for showing us Russian village.
My pleasure 😊
Excellent video! Thanks from Ottawa!
So beautiful village ,thank you very much.
অপূর্ব ভিডিও সুন্দর কি এটা রাশিয়ার গ্রাম
খুবই ভালো লাগলো রাশিয়ার গ্রাম দেখে। ধন্যবাদ।
Thank you so much, dear brother, for your kind information about Russia village that is beautiful & neet & clean village.-- Samir Pal, Darjeeling, India.
aponar videota khub valo laglo
tnx❤❤
ভাই জায়গা গুলো এত সুন্দর আমার মন চায় আমি এক্ষুনি চলে যাই দিয়ে সুন্দর করে একটা ঘর ঘর বাণীয়ে😂 ওখানেই থেকে যায় 😂😊
অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন ভালো লাগছে ❤❤🎉
শান্তি পেয়েছি দেখে মন থেকে❤❤❤
Very nice thank you
From Saudi Arab
ভাই আপনি অনেক ভাগ্যবান ঘুরে ঘুরে পৃথিবীর সব জায়গায় দেখতে পারতেছেন আমারও খুব ইচ্ছা
দেশটা,খুব ভালো লাগছে আমি বাড়িতে বশে, দেখছি তুমি ভালো থেকো ভাই আমি জেতে পারি
ভাইয়া গ্রামের বাড়িগুলো,তাদের চাষাবাদ, জীবনযাত্রা,তাদের ইনকাম সোর্স এগুলো নিয়ে একটু আলোচনা করবেন।এগুলো সবাই জানতে চায়
অভিনন্দন, রাশিয়ার গ্রাম দেখানোর জন্য। তবে ভালো লাকত গ্রামের লোকদের সাথে কথা বল্লে তাদের খাবার দাবার শষ্য উতপাদন ক্ষত্র পদ্ধতি কেমন ইত্যাদি বিভিন্ন সম্পর্কে।
পরবর্তী ভিডিওতে দেখাবো
Excellent video. Many Many thanks for explanation.
খুব সুন্দর লাগলো আপনার ভিডিও গুলো ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤❤❤❤❤❤❤
খুব সুন্দর রাশিয়ার গ্রাম, নদী ও ছোট শহর।
আপনার এই ভিডিওটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে ধন্যবাদ
ভাই অনেক সুন্দর লাগতে ছে
Dadavai ei videota kon camera diye shoot korechen plz bolben💖
অনেক সুন্দর লাগছে খুব সুন্দর
খুব খুব ভালোবাসার একটা দেশ রাশিয়া 😊😊
অনেক সুন্দর একটা ভিডিও ভাই গ্রাম গুলো খুবই সুন্দর কল্পনাও করা যায় না এটাকে গ্রাম বলা হয়।
শত কষ্টের মাঝেও পূরণ হোক আমার সপ্ন গুলো.. ইনশাআল্লাহ একদিন আমিও যাব
Hbdbk
না! একদম না।
ভাই দয়াকরে তোমরা যেওনা ওখানে
village ar name kih, kon city te ?
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ 🎉।
অনেক দিনপর রাশিয়ার গ্রাম দেখলাম । গাছগুলি কী সবুজ । মনে হচ্ছে কচি পাতার গন্ধ পাচ্ছি । অনেক ধন্যবাদ
আপনার ভিডিওতে একটা দেশের রো সিনেরিও দেখতে পাই যা অন্যান্য ব্লগে খুব একটা দেখা যায় না। খুব সুন্দর চালিয়ে যান 💚
অনেক ধন্যবাদ।
ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার।
Amr favorite country Russia but America r village gulo aro besi sundar
❤দারুণ ভাই।
এগিয়ে যাও।
খুব সুন্দর লাগল । আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও দিবেন ।
ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আমার কাছে ।
Very. Nice. Vidio. Paritosh. Sarkar. Assam
ভাই তোমাকে ধন্যবাদ গরাশিয়ার গ্রাম দেখানোর জন্য।
খুব সুন্দর গ্রাম দেখে অনেক ভাল লাগল ।
ভাই আপনার ভিডিওটা অনেক সুন্দর খুব অসাধারণ