পরিবারের লোকজন গুরুত্ব দিচ্ছে না কি করবেন? | স্বস্তিবার্তা

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 600

  • @sutapamaitikar8902
    @sutapamaitikar8902 2 роки тому +15

    একদম ঠিক বলেছেন । আমরা যারা অবাঞ্ছিত হয়ে গেছি পরিবারের কাছে তাদের পক্ষে জোর করে গুরুত্ব চাওয়া ও একটা ভিক্ষে । ভিক্ষে চাওয়ার মতো লজ্জা আর নেই ।

  • @munmundas4373
    @munmundas4373 2 роки тому +9

    আপনার কথাগুলো শুনতে শুনতে অনেক মনটা শক্ত করতে শিখে গেছি,
    ঠিকই বলেছেন স্বার্থে আঘাত লাগলে
    নিজের মানুষ চেনা যায়।
    মানুষ চিনতে শিখে গেছি,
    🌿🙏🙏🌿

  • @Itsats942
    @Itsats942 2 роки тому +4

    একটা সময় খুঁজতাম কেউ তো কোন একটা উপায় বলুক, কিছু তো বলুক মুখের কথা অন্তত তাও মনে শান্তি পাবো।
    কিন্তু একা একা গীতা পড়ে, কথাঅমৃত পড়ে একা একা নিজের পিঠ নিজে চাপড়ে উঠে দাঁড়িয়েছি।
    আজকে আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে ঠিকই করে এসেছি এতদিন।
    না শ্বশুর বাড়িতে, না স্কুল- কলেজে
    নিজের বাড়িতে নিজের পরিবারের থেকেই এই আঘাত পাওয়া।
    ধন্যবাদ এই আঘাত গুলোকে নয়তো আজকের আমিতে পরিণত হতে পারতাম না। ঠোকর খেয়েই পড়ে থাকতাম

  • @kjkkjk3789
    @kjkkjk3789 3 роки тому +12

    স্যার আপনার কথাগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করব।

  • @sritykanadasghosh1898
    @sritykanadasghosh1898 2 роки тому +2

    প্রথমেই প্রণাম জানাই🙏🙏। আপনার কথা শুনলে মনটা কেমন ভালো হয়ে যায়।অনেক জটিল বিষয় সহজ হয়ে যায়। সেই কথা গুলো মাথায় রেখেই জীবনের পথ চলতে ইচ্ছে করে। কিন্তু আমি ও তো দোষে গুনে ভরা তুচ্ছ মানুষ।তাই সব রকম পরিস্থিতিতে কথা গুলো মাথায় রাখতে পারি না।

  • @debjanichakraborty3641
    @debjanichakraborty3641 3 роки тому +3

    আপনার এই আলোচনা আগেও শুনেছিলাম আজ আবার শুনলাম। আপনার সমাধানের রাস্তা নিঃসন্দেহে সঠিক কিন্তু এই রাস্তাতেও শান্তি পাওয়া যাবে না। শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, সময় ই উত্তর দেবে।

  • @GkSupriya901
    @GkSupriya901 3 роки тому +12

    একদম ঠিক কথা।
    আপনাতে আপনি থাকো মন যেও নাকো কারো ঘরে। নিজের প্রতিভা, নিজের ভালো লাগা গুলোকে আবিষ্কার করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো।

  • @JibonjyotiVlogsBySwapna
    @JibonjyotiVlogsBySwapna 3 роки тому +3

    আমি এখন Law of attraction বা আকর্ষণের সূত্র নিয়ে ভিডিও করছি।আকর্ষণের নিয়ম গুলো আপনার কথায় অনেক টাই প্রতিফলিত হল।খুব ভালো লাগলো। ঈশ্বরের সাথে যোগাযোগ রাখলেই জীবনে সব কিছু হাতে চলে আসবেই।আর কেন এসব বলছি? -- সেটা অনেক বিস্তৃত ব্যাপার, ভিডিও তে বোঝাবার চেষ্টা করেছি। খুব ভালো থাকুন স্যার।আপনার এই ভিডিও টা খুব ভালো লাগলো

  • @deepaghosh6332
    @deepaghosh6332 2 роки тому +8

    দাদাভাই মনটা জুড়িয়ে গেলো আপনার কথাগুলো শুনে 🙏🙏💐💐💐💐 আপনাকে ধন্যবাদ🙏💕

  • @alaminpolash6725
    @alaminpolash6725 2 роки тому +5

    এতো সুন্দর করে বাস্তব কথাগুলো বলে বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ দাদা।

  • @gopabiswas5832
    @gopabiswas5832 3 роки тому +26

    দাদা ঠিক বলেছেন আমাদের ভগবান ছারা গতি নেই হরেকৃষ্ণ

  • @sumaiyatabassum8435
    @sumaiyatabassum8435 3 роки тому +79

    কথা গুলো মন টাকে নাড়িয়ে দেয়, আমার অবস্থান টাও পরিবারে ঠিক এমন ই। অনেক ধন্যবাদ স্যার।

    • @shrabantiseal5224
      @shrabantiseal5224 3 роки тому +2

      ii

    • @aninditasana2649
      @aninditasana2649 3 роки тому +1

      খুব দামি কথা গুলো শুনে মনটা ভরে গেল।
      D. Sana

    • @joybiswas4850
      @joybiswas4850 2 роки тому

      same

    • @meherulhossain2076
      @meherulhossain2076 2 роки тому +1

      আমি ভাবি পৃথিবীতে আমি একাই এই পরিস্থিতির সামনা করছি কিন্তূ এখন বুঝলাম আমার মতো আরো কেউ কেউ আছে

    • @souravaudhya5421
      @souravaudhya5421 2 роки тому

      Amaro sasur barite ek e abosta......Ruma Audhya.

  • @rinasing4116
    @rinasing4116 2 роки тому

    এই ভিডিওটা যেন আমাকে লক্ষ্য করেই বানানো ।প্রতিটা কথা অক্ষরে অক্ষরে আমার সাথে হয়েছে ।সংসারে শুধু দিয়েই গেলাম প্রতিদানে পেলাম অপমান, অবহেলা, যত কিছু আছে সব । আজ সব শেষ হতে ঘুরে দাঁড়ালাম জানি না দাদা শেষ কোথায়।

  • @pradipmukherjeeindranimukh4336
    @pradipmukherjeeindranimukh4336 2 роки тому +1

    কি সুন্দর ব‍্যখ‍্যা কোনো কথা হবে না ইএ ভাবে মানুষ কে উৎসাহ দিয়ে যান ভালো থাকবেন।

  • @সখেররাজকুমারী

    একদম খাঁটি কথা বলেছেন দাদা আমার সাথে ও এরকম ঘটনা এখনো ঘটছে । এসব সযযো করা ভীষণ কঠিন । যাক ঈশ্বরের ওপর ভরসা রেখেছি😭😭😭😭 এখন কার মানুষ কত বেইমানি করে তাই ভাবি।

  • @krishnasahasaha4725
    @krishnasahasaha4725 3 роки тому +14

    ভগবান আমাকে ঠিক সময়ে এই চেনেলটি পাইয়ে দিয়েছেন। ঈশ্বরের ধন্যবাদ।আর এই চেনেল টাকে।

  • @suvsahasaha-zm6kw
    @suvsahasaha-zm6kw Рік тому

    Sotti apnar kotha gulo sunte sunte nijeke onek ta ager theke sokto korte perechi…..ami to depression e chole giyechilam infact ekhono puro puri berote parini….tobe apnar video gulo eto positive….nijeke onek ta tene tulechi depression theke onek onek dhonnobadh 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @papriaich2272
    @papriaich2272 Рік тому

    নমস্কার দাদা। আজকের এই আলোচনার বিষয়বস্তু আমার জীবনের সাথে হুবহু মিলে গেল।

  • @AsmaShorts-27Nv
    @AsmaShorts-27Nv 3 роки тому +14

    আপনার কথা গুলো হৃদয়ে নাড়া দিল ।।।।অনেক ধন্যবাদ আপনাকে।।।।আমিও এই সমস্যায় ভুগি রোজ ।।।কিন্তু আপনার প্রতিটা কথায় অনুপ্রেরনা ছিল ,,,,,সমস্ত উত্তর আমি পেয়ে গেছি💙💙 ।।।।।অনেক ধন্যবাদ sir 🙏🙏

  • @subhadrajana4493
    @subhadrajana4493 2 роки тому

    আপনি ঠিক ই বলেছেন দাদা, আপনার কথার সঙ্গে আমার অনেক মিল রয়েছে, আমি অনেক কষ্ট পাই, যাদের আমি আপন ঢাবি তারাই আমাকে বেশি কষ্ট দেয়, তাই ঠিক করেছি আজ থেকে আমি আর কোন কষ্ট পাবোনা, মনকে স্থির রাখবো আর সময়ের অপেক্ষায় থাকবো,,,,

  • @sanjoydas5554
    @sanjoydas5554 2 роки тому

    আমি ঠিক এমন নীতি নিয়ে চলার চেষ্টা করি। অনেক কৃতজ্ঞতা আপনাকে।

  • @gopagarainmondal8680
    @gopagarainmondal8680 2 місяці тому

    আজ এটা খুব খুব খুব দরকার ছিল 🙏🏿🙏🏿আরও কিছু শুনতে মন চাইছিল, মন ভরলোনা 😢

  • @MoutusisDiary1M
    @MoutusisDiary1M 2 роки тому

    দাদা আমি দীক্ষা নেই নি এখনো কিন্তু ভাবছি আপনার ভিডিও গুলো যদি ফলো করি আর কথা বুঝে সেই মত চলতে পারি তাহলে আর দীক্ষা নেওয়ার দরকার পরবে না , মন এমনিতেই শান্ত থাকবে।

  • @bharatiroychaudhury4301
    @bharatiroychaudhury4301 3 роки тому +1

    আপনার আলোচনা খুব সুন্দর।যারা সংসারে সবার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে তার মুল্য হয়তো কেউ দিচ্ছে না, কিন্তু যে দেখার উনি ঠিক দেখছেন আর খাতায় হিসাব করে রাখছেন। ঈশ্বর রের আরাধনা করা ই সবথেকে ভালো উনি পথ দেখাবেন। আপনি ভালো থাকুন আনন্দে থাকুন 💕💕💕💘💘💘💕💕💕👌👌👍👍

  • @sutapagoswami6540
    @sutapagoswami6540 2 роки тому +1

    সত্যিই খুব ভাল লাগল আপনার কথাগুলি শুনে।হৃদয়টা জুড়িয়ে গেল।বেঁচে থাকার প্রেরণা জাগায়। প্রণাম জানাই 🙏🙏🙏

  • @mdsaifulislam5740
    @mdsaifulislam5740 2 роки тому +1

    দাদা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আপনার কথাগুলো।

  • @romonhkfnhgjhkfngglsk5309
    @romonhkfnhgjhkfngglsk5309 2 роки тому +1

    আপনার কথা গুলো হৃদয়ে ঢুকেই যায় খুব সুন্দর লাগে ধন্যবাদ।

  • @barnalibanerjee8798
    @barnalibanerjee8798 Рік тому

    একদম বাস্তব কে তুলে ধরছেন দাদা ভালো লাগলো ধন্যবাদ হরেকৃষ্ণ

  • @dhridijana3397
    @dhridijana3397 3 роки тому +7

    কথা গুলো একদম ঠিক কথা বলেছেন দাদা খুব সুন্দর আমার ও এইরকম ঘোঁট ছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ

  • @jothsnabarua8667
    @jothsnabarua8667 2 роки тому +1

    দাদা নমস্কার।আপনার কথাগুলো খুবই প্রেরনাদায়ক।আমিও এরকম নানা সমস্যায় আছি।

  • @sarmisthapaul495
    @sarmisthapaul495 2 роки тому

    কথা গুলো মন ছুঁয়ে গেল। নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছি। আমার কেউ নেই, ঈশ্বর ও নেই। মৃত্যুর জন্য পা বাড়িয়েই আছি দাদা। আপনি ভালো থাকবেন দাদা।

  • @sweetyakter4852
    @sweetyakter4852 3 роки тому +5

    প্রত্তেক টা কথার অর্থ আমি খুব মন থেকে অনুভব করতে পারছি।কারণ আমার দিকটাও ঠিক যেমন টা আপনি বললেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️❤️

  • @sunandasen7909
    @sunandasen7909 2 роки тому +1

    সত্যি আপনার কথা শুনে অনেক ভালো লাগে অনেক শান্তি ও পাই। প্রত্যেক টা কথা খাঁটি

  • @shahinarazaman4210
    @shahinarazaman4210 2 роки тому +3

    ঠিক বলেছেন। প্রতিদিন আল্লাহ্ র কথা চিন্তা করি কিন্তু কি জানেন, নিজের মাঝে ডুবে যাওয়ারও একটা জায়গা লাগে যেটা মানুষ দিতে চায়না। কোনো না কোনো কারণে জোর করে মানুষ ওটাও কেড়ে নিতে চায়। মাঝে মাঝে ভেঙ্গে পরি, আবারো মনের শক্তি নিয়ে উঠে দাঁড়াই। এভাবেই চলছে জীবন, জানিনা কতদিন চলতে পারবো।

    • @nimaijana4282
      @nimaijana4282 2 роки тому

      Jatadin shakti jogate parben thik tatadin........r ei shakti anya keu debenna, apni nijei nijeke deben.
      Apni jadi nijeke banchiye rakhte chan tabe abasyai parben.....
      Valo thakben ,susthya thakben.

  • @papiamondal516
    @papiamondal516 Рік тому +2

    জয় নিতাই 💕🙏

  • @shamsunnahar7934
    @shamsunnahar7934 3 роки тому +1

    Apnar kotha gula cokhy jol aslo..karon amar sathy emon holo.valo thakben dada ,vorosa dibar jonno.

  • @rimi.rimi01
    @rimi.rimi01 3 місяці тому +1

    Thanks❤❤❤🌹🌹🌹🙏🙏🙏 roilo charone.

  • @baidyanathbanerjee9988
    @baidyanathbanerjee9988 2 роки тому +1

    Dada aami ekta government e bhalo post e job kori.aami jedin first rojgar suru korechilam takhon aamar kachhu thakto na.aami songsar e kotha bhebe esechhi.aaj o bhebe cholechhi.aajke songsar er kotha bhebe aamar anek jakhon dhar hoye geche.ekhon aamar value 0.aamar stri ekmatro aamay support kore cholechhen.tai jibon e nijer jonno kono din na bhebe baro bhul kore felechi dada.aapni bhalo thakben.aamader aapni support korben.🙏

  • @ritadash5694
    @ritadash5694 Рік тому

    কথা গুলো অপ্রিয় হলেও বাস্তব সত্য

  • @forhad4005
    @forhad4005 2 роки тому +21

    সংসারে কেউ জীবন দিয়ে কষ্ট করেও .সন্মান পায় না আ বার কেউ কিছু না করেও চেয়ারমান সাজে 😄

    • @SaradacharanDas-s5y
      @SaradacharanDas-s5y Рік тому

      😊😅😮😊

    • @mdfoysal8716
      @mdfoysal8716 Рік тому +1

      রাইট যারা করে তারা বেকুব না করা উওম

    • @abdullahilbaki6251
      @abdullahilbaki6251 Рік тому

      ​@@SaradacharanDas-s5yওওওওওওওওওওওওওওওওওওওও

    • @miniiminii-i4p
      @miniiminii-i4p 3 місяці тому

      😢😢

  • @SubodhPanja-i8u
    @SubodhPanja-i8u 2 місяці тому

    কত সুন্দর কথা বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হাওড়া ramrajatla সুবোধ ❤❤

  • @basabbhattacharyya3265
    @basabbhattacharyya3265 3 роки тому +1

    প্রণম্য গুরুদেব,
    আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর।
    আশাকরি আপনারা সবাই কুশলেই আছেন,,,,
    খুব ভালো বলেছেন, গুরুদেব। আসলে, ওই যে বলেনা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না, সেই অবস্থা। যার কেউ নেই তার ঈশ্বর আছেন।
    খুব খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই।
    জয়গুরু।
    প্রণামান্তে,
    বাসব ভট্টাচার্য্য

  • @moujahan433
    @moujahan433 3 роки тому +4

    সংক্ষিপ্ত সারকথা, ভালো লাগলো

  • @vagabatimridha
    @vagabatimridha 2 роки тому

    Sorty apnar kotha gulo oshadharon .shunle mon vore jay.

  • @rinanath6896
    @rinanath6896 2 роки тому

    Khuuuub sundooor alochana, mind e Advoot peace🙏🙏🙏 lage. Pronam🙏🙏 nebeanJoy Guru Sir.

  • @sukumahalder3024
    @sukumahalder3024 2 роки тому

    আপনার কথা গুলো শুনে আমার মনে খুব খুশি হয়,আপনাকে অনেক ধন্যবাদ দাদা

  • @shantabarua600
    @shantabarua600 3 роки тому

    Dadavai khub sundor kotha. Apnar kothagulo amar jeboner songs mela Jay tai apnar kothagulo soron kora thake. Apne ato sundor kora kotha gulo bolea

  • @AbhijitDas-rm7us
    @AbhijitDas-rm7us 2 роки тому

    Aanek dhonyobad dada aapnake.aapnar kotha sune jol porlo choke diye.karon aamer jibon a etai ghotchhe. Aanek koreo. Poribar theke pai kosto. Ebar theke aapnar kotha gulo mene chholbo bhalo thakben.

  • @sekhabulkhayer9021
    @sekhabulkhayer9021 2 роки тому

    কথাগুলো অন্তর ছুঁয়ে গেল
    আমি ভালোবাসার ভিখারি
    আমাকে কেউ বুঝতে চাইলো না

  • @kanchanmaiti8862
    @kanchanmaiti8862 2 роки тому

    Dadabhai apnar kothagulo khubi valo lage . Amar jibone cholar pothe anuprerona pai. THANK YOU

  • @payalpramanik127
    @payalpramanik127 Рік тому

    Onek onek dhonyobad Dada🙏🌼🙏
    Kechu din age jodi Ami apnar ei video ta dekhte petam tahole ei gurutto pawa neye songsare kono jhamela hote detam na...nejeke gurutto deteo kawke boltam na...
    Onek dhonyobad apnake🙏🥲Amar chokh khulte r bujhte apnar kothai jothesto...khub manushik osantir moddhe thaki mone mone...onek karone...tokhon apnar video gulo dekhe khub Santi hoi...
    Hare Krishna ❤️🙏
    Khub valo thakun valo thakuk apnar aponjon...

  • @pronatibanerjee3580
    @pronatibanerjee3580 2 роки тому

    অসাধারণ লাগলো অফুরন্ত শুভেচ্ছা রইলো

  • @moushumbarman541
    @moushumbarman541 2 роки тому

    কথাগুলো আমার মন ছুয়ে গেল একদম সঠিক কথা

  • @mallikachowdhury9008
    @mallikachowdhury9008 3 роки тому +2

    Khub khub sundor alochona. Dhanobad

  • @tanushreedeb7310
    @tanushreedeb7310 2 роки тому

    আপনার কথায় মনে বড় শান্তি পেলাম

  • @subhasishdutta760
    @subhasishdutta760 3 роки тому

    Sotti aj anek din pr..monta anek fresh Lagche...

  • @sharmilasaha5264
    @sharmilasaha5264 3 роки тому +1

    খুব সুন্দর করে বোঝালেন । খুব ভালো লাগে আর অনেক কিছু জানতে পারি বুঝতে পারি ।

  • @biswajitchakrabarty3515
    @biswajitchakrabarty3515 3 роки тому +36

    অবাস্তব পৃথিবীতে বাস্তব মানুষের বড় অভাব, যেটা
    আপনি বার বার আপনার স্বস্তি বার্তায় বুঝিয়ে দেন।
    নমস্কার।

  • @deboshreechatterjee9394
    @deboshreechatterjee9394 3 роки тому

    Apner Katha gulo khub mon chuye jay🙏🙏

  • @panchaliroy6033
    @panchaliroy6033 2 роки тому

    Dada apnar kotha sune khub valo laglo, ami apnar kotha mene cholbo kotha dilam apnake r nijekeu. Apni ekta jibon bachiye dilen. THANKS DADA.

  • @pritikanamukherjee1074
    @pritikanamukherjee1074 2 роки тому

    Khub sundor katha bujhiye bollen Dada asonkhay dhonyobad Dada Mone shanti pelam

  • @subhankardasgupta6
    @subhankardasgupta6 2 роки тому

    Dada aapni khob sunder kotha bollen dhanayabad dada

  • @pampaadhikari9878
    @pampaadhikari9878 2 роки тому

    আপনার কথা গুলো বাস্তবে মিলে গেছে আমার সাথে

  • @ringtonecreation91
    @ringtonecreation91 2 роки тому +2

    মনটা খুব খারাপ ছিল কথা গুলো সুনে মনটা সাময়িক ভাল হয়ে গেল 🙏🙏

  • @purabitripathy8909
    @purabitripathy8909 3 роки тому

    Khub sundor Katha apnar mone anek jor ane dilo.

  • @sonaliroy631
    @sonaliroy631 2 роки тому

    Khub valo laglo.....kotha gulo sune....anek jor pelam 🙏🙏

  • @sulatachakraborty4908
    @sulatachakraborty4908 3 роки тому +6

    অসাধারণ দাদা একদম ঠিক বলেছেন।জয়গুরু🙏🏻

    • @Moviegyan457
      @Moviegyan457 3 роки тому

      আমার সংসারে আমাকে সবাই ভুল বোঝে।তাই আমার মনে খুব কষ্টভাল সবসময় মনটা ভারাক্রানত হয়ে থাকে।আপনার কথা গুলো শুনে মনটা অনেক টা হালকা হল।খুব ভাল লাগল।ধন্যবাদ।🙏

  • @amritasaha3231
    @amritasaha3231 3 роки тому

    Khub valo laglo . Apnar kotha sune mone bol pelam....asha kori kothagulo mene cholte parbo....dhonnobad

  • @beautytips3925
    @beautytips3925 2 роки тому +1

    আমি আমার পরিবারের জন্য আমার জীবনটা শেষ করেছি মায়ের জন্য অনেক করেছি তাও মা আমাকে সবসময় অভিশাপ দেয়।

  • @mithumondal1604
    @mithumondal1604 2 роки тому

    খুব ভালো লাগলো।নতুনভাবে বাঁচার প্রেরনা পেলাম।

  • @SubhankarMeghaDAS
    @SubhankarMeghaDAS 4 місяці тому

    Sir Khub Sundor Lage Apnar Kotha Gulo 🙏🙏🙏🙏 Valo Thakben 🙏🙏.

  • @koyeldas428
    @koyeldas428 3 роки тому +4

    Khub valo laglo dada onek kicu siklam. Thank u dada

  • @srijayesarkar8385
    @srijayesarkar8385 3 роки тому +2

    Apnar Katha gulo sunle kubbb valo lage 🙏🙏🙏🙏🙏🙏

  • @ayankumar1119
    @ayankumar1119 2 роки тому

    Both you and Sandeep maheswari thank u,

  • @indiraachary4685
    @indiraachary4685 2 роки тому

    akdam ঠিক. কথা বলছেন দাদা ধন্য বাদ

  • @bongyt7657
    @bongyt7657 Рік тому +1

    আমি তো পরিবারের সবার জন্য সাধ‍্যমতো করে থাকি,,, একসময় যারা গালি দিত আমাকে তাদেরও ভালো করি তবুও কেউ আমায় ভালো বাসে না ভালো করে না আমার 😢😢

  • @rinakabiraj1974
    @rinakabiraj1974 2 роки тому

    Joy guru dada🙏, bhison bhalo laglo, apnar protiti, episode amake, aneek shantee prodan kare, Param pitar Ratul charone apnar mangal prathona kori🙏, sustha thakun, sukhe thakun, joy guru🙏, Bandepurasattamam🙏

  • @protapdutta7216
    @protapdutta7216 2 роки тому

    apnar kotha sunle mon santo hoye jai

  • @anupamamukherjee1187
    @anupamamukherjee1187 2 роки тому

    Khb upokrito holam... pronam neben🙏

  • @aparnadas418
    @aparnadas418 3 роки тому +2

    কথাগুলি শুনে মনটা খারাপ হয়ে গেলো আমার ও এই অবস্থা ছেলে ছাড়া কেউ আমাকে মানুষ বলে মনে করে না।তবে ছেলে মনে করে তার মা মানে আমিই ঠিক ।

  • @rumasengupta5461
    @rumasengupta5461 2 роки тому

    একদম ঠিক কথা। Inspirational speech

  • @cutyrimi8430
    @cutyrimi8430 3 роки тому +45

    খুব ভালো। কিন্তুু একটা কথা না বলে পারছি না। মন তো মন ই হয় তাই না। কতো শক্ত করবো? আঘাত এর পর আঘাত আসলে , মন এ প্রতিনিয়ত কেউ ছুরি মারলে সেটা কি আর শক্ত হয়??

  • @kakamondol1322
    @kakamondol1322 3 роки тому +19

    সত্য বলেছেন, স্বার্থে আঘাত লাগলে আসল রূপ বেরিয়ে পড়ে।।
    কষ্ট একটাই যে কাউকে মনের কথা বলা যায়না।
    আরেকটা কথা, সবাই ভুল করে সেটাকে ঠিক বলে, আর তাদেরকে সেটা বোঝানো ও বৃথা

  • @RahulDas-xr9jt
    @RahulDas-xr9jt 2 роки тому

    গুরুদেবের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করি

  • @meghbalika9041
    @meghbalika9041 2 роки тому

    Kotha gulo j kotota bastob sotti apnar kotha gulo amak khub onuprarona dai

  • @momanddaughterbengalivlog327
    @momanddaughterbengalivlog327 2 роки тому

    ঠিক বলেছেন গুরুজি ভালো থাকবেন প্রণাম নেবেন🙏🙏🙏🙏

  • @noyanadhikari6968
    @noyanadhikari6968 2 роки тому

    আপনাকে অসংখ্য ধন্যবাদ, হরে কৃষ্ণ

  • @manishamandal2721
    @manishamandal2721 2 роки тому

    Ato sundar kotha sonla mon ta vora jay

  • @avasarkar8332
    @avasarkar8332 2 роки тому

    Darun katha bollen dada tri korbo mante.valo thakun.

  • @sandhyasarkar7569
    @sandhyasarkar7569 2 роки тому

    বা বা তোমার কথায় সাহ্ষ পেলাম।আমার সাথেও এরকম চ্লছে।

  • @subhrajaghosh4521
    @subhrajaghosh4521 3 роки тому

    Asadharon kotha onek kichu sikhlam

  • @souvik6245
    @souvik6245 2 роки тому

    Wow. Very good vital point discuss korechen Apni.🙏🏻❤️🕉️🌼🕉️❤️🙏🏻
    Joy Guru Sir.🙏🏻❤️🏵️❤️🙏🏻

  • @amitkumarmisra7015
    @amitkumarmisra7015 3 роки тому

    Khub Bhalo laglo kotha gulo Sune

  • @biswarupsaharoy9649
    @biswarupsaharoy9649 3 роки тому

    Thanks. Follow korbo apnar katha gulo

  • @zahiddipu5014
    @zahiddipu5014 Рік тому

    Sir apni oshadharon kotha bolen

  • @madhumitashah5543
    @madhumitashah5543 3 роки тому

    Thank you dada khub valo laglo aapner ai video ta sotti

  • @sanjuktamanna8321
    @sanjuktamanna8321 2 роки тому

    Vison valo laglo sir 🙂🙏apnr bekha sunlam

  • @trishnahalder6304
    @trishnahalder6304 3 роки тому +5

    কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল।অতি সুন্দর।

  • @romapaul750
    @romapaul750 3 роки тому

    সত্যি আপনার কথাগুলো সূনে মনে অনেক জোর পাই।

  • @sharmisthapaul2729
    @sharmisthapaul2729 3 роки тому

    Apnar kotha sune stti monta vlo hye jy