৫০ বছর পর প্রথম চাঁদে যাচ্ছে মানুষ, কিন্তু কেন? | Artemis Program NASA | Enayet Chowdhury

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 707

  • @EnayetChowdhuryOfficial
    @EnayetChowdhuryOfficial  Рік тому +513

    একটু আগেই আর্টেমিস ১ লঞ্চ করা হলো। মানব ইতিহাসের অন্যতম একটা মুহূর্ত। আমরা খুব ভাগ্যবান প্রজন্ম যে এই সময়ে জন্মেছি।

  • @echoecho8472
    @echoecho8472 Рік тому +10

    খুবই তথ্যসমৃদ্ধ ও স্মার্ট উপস্থাপনা। অনেক জঞ্জাল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম ও ব্যতিক্রম।
    সব সময় অপেক্ষায় থাকি আপনার কন্টেন্টের জন্য।শুভকামনা রইলো।

  • @joy-debnath
    @joy-debnath Рік тому +26

    লাইভ লঞ্চ দেখতে দেখতে আপনার ভিডিও আসবে এই চিন্তা করছিলাম, আর তাই হল! এ যেন টেলিপ্যাথিক কানেকশন ! তাইতো বলি, "শিরায় শিরায় রক্ত, আমরা এনায়েত চৌধুরীর ভক্ত!" 😁

  • @majharulislam9774
    @majharulislam9774 Рік тому +17

    আসল উন্নয়ন হচ্ছে আপনাদের মতো পাওয়া কিছু রত্ন। আওয়ামী হাতের থেকে পালাইয়া থাইকেন ভাই, উন্নয়নএর জোয়ারে মেধাবীরা দুনিয়া থেকে ভেসে যাচ্ছে। Love you boss🥰

    • @integratedfarm2080
      @integratedfarm2080 Рік тому

      তুই তো একটা অমানুষ। বুয়েটে পড়াশোনা শিখে নিয়ে পড়স তুই আর যেখানে শিক্ষাগত করস। ভিডিওর মাধ্যমে কি ফোটায় তুলতে যুব সমাজে।ভাই বোনের মধ্যে যৌন সম্পর্কে প্রমট করতে ছিস তুই তোর ভিডিওর মধ্যে।ভালো হয়ে যাও এখনো যুব সমাজ ছাড়া ইসলামের বিশ্বাস করেন তাদেরকে এই এনায়েত চৌধুরীকে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।

    • @huzifah9913
      @huzifah9913 Рік тому +1

      দেশপ্রেমিক যে!
      ৫০ লাখ মানুষ দরিদ্র মানুষের কথা
      বলার সময় কোথায়?
      বোঝেন না? এটাই
      modern century of world history.
      এর প্রিয় পশ্চিমা বিশ্ব
      ইজরায়েল কে দিয়ে মুসলমানের মারে
      আর মনযোগ ঘুরাতে
      NASA কৃতিত্ব বুঝায়।
      আর এরা পিলখানা ঘটিয়ে NASA এর গল্প শোনায়। পার্থক্য হল:
      মারে মুসলমান, নিজের রাষ্ট্রের টাকা আর শ্রম দিয়ে NASA পরিচালনা করে।
      আর এরা পিলখানায় নিজেদের সেনাবাহিনী মারে
      আর NASA গল্প শোনায়।
      এটাই আওয়ামী সোনার বাংলাদেশ।
      আমার বালের বাংলাদেশ।

    • @ArifurRobin
      @ArifurRobin Рік тому

      স্যার,আপনি যদি বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মজার মজার ভিডিও পছন্দ করে থাকেন তবে দয়া করে একবার নিচের চ্যানেলটি পরিদর্শন করতে পারেন।
      চ্যানেল নামঃ #পরিবর্তন

  • @dhimanroy1671
    @dhimanroy1671 Рік тому +74

    Bondhu undoubtedly the whole credit goes to you and your team! Really it fills the heart with joy unspeakable that how your endeavor and hard work for making such masterpieces paves the way to share the knowledge freely with our novice researchers, science enthusiasts. Live long by leaving those marks behind through which the legacy will be continuing! So grateful to you and your works!!

    • @amitwahaiqbal
      @amitwahaiqbal Рік тому +1

      বাংলায় লিখলে ভালো বুঝতাম…

    • @_._kroks_._
      @_._kroks_._ Рік тому +1

      @@amitwahaiqbal Learn English

    • @RONI10007
      @RONI10007 Рік тому

      R😊

  • @tanvirtanim07
    @tanvirtanim07 Рік тому +6

    Glad to be a vertual Guest of NASA's Artemis I Mission.🙂

  • @riajul7250
    @riajul7250 Рік тому +12

    অনেক দিন ধরে নেইল আর্মস্ট্রং এর Passage পড়তে পড়তে ইংরেজি স্টুডেন্টরা বোরিং তাই নতুন Passage আনতে নাসা চাঁদে যাওয়ার পরিকল্পনারত। 😜

  • @aseshdas9140
    @aseshdas9140 Рік тому +3

    এতদিন আপনার ভিডিও ফেইসবুকে দেখতাম। আজ আপনার ইউটিউব চ্যানেল খুঁজে পেলাম, সাবস্ক্রাইব করে রাখলাম। আপনার ভিডিওগুলো অত্যন্ত তথ্যবহুল।

  • @iluilu8732
    @iluilu8732 Рік тому +28

    আপনি আমাদের বাংলাদেশের গর্ব। আপনি বাঙ্গালী জাতির গর্ব। আপনি বুয়েটের গর্ব। আপনি আমাদের ভবিষ্যৎ জামিলুর রেজা স্যার। আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষায় থাকি। আপনার ভিডিও এবং উপস্থাপনা বিশ্বসেরা। 💐💐💥💥

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  Рік тому +6

      আরেহ অনেক অনেক ধন্যবাদ

    • @iluilu8732
      @iluilu8732 Рік тому

      @@EnayetChowdhuryOfficial আপনাকে আরও অনেক বেশি ধন্যবাদ 🙂🙂🙂

    • @akashmahmud476
      @akashmahmud476 Рік тому +1

      Pam dis na, 🤔🤔

    • @rashedyaqub6847
      @rashedyaqub6847 Рік тому +1

      ঝামিলুর রেজা স্যার এত বুদ্ধিমান ছিলনা যে নিজের সীমানায় আগুন জালাইয়া গেঞ্জি বেচবে। ট্যালেণ্টেড জিনিস কখনোই সস্তায় মিলে না।

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Рік тому

      @@rashedyaqub6847 উনিও কিছু স্পেসিফিক মানুষের কাছে ঠিকি এভেইলএবল ছিলেন। সমস্যা হলো আপনাদের কাছে এভেইলএবল হলেই আপনারা পেয়ে বসেন, সস্তা ভাবেন।

  • @tarunpurkait9643
    @tarunpurkait9643 Рік тому +5

    দাদা, আমি Kolkata থেকে আপনার চ্যানেলের একজন অনুসরণকারী।
    যদি 70 বছর আগে মানুষ চাঁদে গিয়ে থাকে, আজ চাঁদে যাওয়া খুব সহজলভ্য হতো।
    আসলে সত্যি কি মানুষ চাঁদে গিয়েছে ? ussr or usa যা দাবী করে সেটা কি সত্য?
    আপনার মত কী?

  • @AmitDas-oi5qz
    @AmitDas-oi5qz Рік тому +2

    আপনার সাথে শুরু থেকেই আছি এবং থাকবো
    অনেক কিছু জানতে পারি আপনার কনটেন্ট এর মাধ্যমে,
    এভাবে আমাদের উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া❣️

  • @forhadahmed4713
    @forhadahmed4713 Рік тому +8

    Mistake :- Only 2 people are landed on the moon in Apollo1 mission

  • @tahsinhridoy5992
    @tahsinhridoy5992 Рік тому +2

    খুব ভাল ছিল এই পর্বটা। বিবর্তন তত্ব নিয়ে আপনার কাছে একটা ভিডিও বানানোর অনুরোধ করছি। যদিও এটি বেশ সেন্সিটিভ টপিক, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে বিবর্তন তত্ব আছে এবং বিশ্বের অধিকাংশ দেশেই এটি পড়ানো হয় সুতরাং সমস্যা হবে না বলেই আমার মনে হয়। ধর্মের বিপরীতে যায় এ জন্য বলছি না বরং বিবর্তন তত্ত্বের সঠিক ব্যাখ্যাটা কি সেটা জানা দরকার। ইয়াসির কাধির মত ইসলামিক স্কলার বিবর্তন তত্বের বেশ খানিকটা মেনে নিয়েছেন। এছাড়াও সুব্বুর আহমাদ সহ আরো অনেকেই বলেছেন এই তত্বের কিছু অংশ মেনে নিতে কোন সমস্যা নেই। তবে পুরোটা অনেকেই মেনে নিতে চাননি। প্রাণের সৃষ্টি নিয়ে এখনো গবেষণা চলছে, সুতরাং বিবর্তন তত্বকে ধর্মের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া একটা ভুল ধারণা বলে আমার মনে হয়। ধন্যবাদ।

  • @mr.anonymous298
    @mr.anonymous298 Рік тому +11

    এত বড় ভিডিও দেখার পরেও মনে হচ্ছে ভিডিও আরেকটু বড় হলে বুঝি ভালো হত; খুবই ভালো লেগেছে আজকের কন্টেন্ট টা।
    অনেক অনেক ধন্যবাদ, এনায়েত স্যারকে।

  • @anirbandutta8799
    @anirbandutta8799 Рік тому +2

    ভাই...খুবই অসাধারণ আর ইনফরমেটিভ কন্টেন্ট ছিলো...♥

  • @NILOYKARMAKAR
    @NILOYKARMAKAR Рік тому +18

    I saw a documentary on the Discovery Channel probably called 50 Years of the Lunar Mission. I was a little young then so I wanted to go to the moon 😂 and did a lot of research on the internet about it. I kept thinking that if I had been born then I might have been able to see that mission in full, it would have been so exciting. Then two years ago NASA uploaded a video to their UA-cam channel announcing the *Artemis Mission.* And it's great to see that it passed the first step too. ❤️

  • @catchjyoti
    @catchjyoti Рік тому +1

    enayet bhai - eta excellent video hoyeche...puro artemis program tar concept clear hoye geche 👌

  • @sujoyghosh591
    @sujoyghosh591 Рік тому +1

    ইউটিউব মাঝে মাঝে ভালো কিছু ভিডিও রেকমেন্ডেশন দেয়। ভিডিওটিতে ভুল করে ক্লিক পড়েছিল। সম্পূর্ণ ভিডিও দেখে মনে হচ্ছে জীবনে কিছু কিছু ভুল করা ভালো।
    ভালোবাসা নেবেন ভারত থেকে 🇮🇳🇮🇳

  • @zabirhasan4770
    @zabirhasan4770 Рік тому

    আমি মহাকাশ সম্বন্ধে বেসিক কিছু আমার বাবার থেকে জেনেছি।যেমন চাঁদে মানুষের অবতরণ আমাদের সৌরজগতের গ্রহ গুলোর আবর্তন কিংবা গ্রহ থেকে ছিটকে আশা গ্রাহানু,এই টাইপ আর কি। তো তারই পরিপ্রেক্ষিতে আমার বাবাকে বেশকিছুদিন আগে আপনার এই ভিডিওটা দেখাচ্ছিলাম।উনি ভিডিওটা দেখা শেষ করে বললেন "ইনি কি ইঞ্জিনিয়ার নাকি?"
    আমি অবাক হয়ে বললাম তুমি কিভাবে জানো?
    বাবা বললেন "উনার বোঝানোর পদ্ধতি আর সাবলীল বাচনভঙ্গিতে অনুমান করলাম"
    বিষয় টা আমার কাছে খুবই চমকপ্রদ মনে হলো।
    এনায়েত ভাই ইঞ্জিনিয়ার এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে ওনার বোঝানোর পদ্ধতি দেখে যদি কেউ ভাবে যে ওনার প্রকৌশলী'র জেশ্চার বিদ্যমান,তাহলে এর থেকে ভালোলাগার আর কিছুই হতে পারেনা।

  • @mahade_hasan999
    @mahade_hasan999 Рік тому +6

    Your videos are always informative

  • @anonymousggez294
    @anonymousggez294 Рік тому +2

    Sir apnar presentation khubi shundor. Space niye aro topic er video dekte chai.❤

  • @zzzz088
    @zzzz088 Рік тому +4

    এতদিন জানতাম question ছিল কেন মানুষ পাঠানো হচ্ছে নাহ। আপনার vedio দেখে তা পরিবর্তন হয়ে গেল। ।😀
    ধন্যবাদ 🚀

    • @huzifah9913
      @huzifah9913 Рік тому +1

      বেটা ভোদাই! নিজের কথা নিজে বোঝো ?
      সহজ সরল ভাবে বলতে পার না?
      ভায়ের বুঝতে কষ্ট হয় না?

  • @alexmercerturzo4659
    @alexmercerturzo4659 Рік тому +4

    Morality has aesthetic standard is gonna be my favorite quote

  • @Borno_Khan
    @Borno_Khan Рік тому +1

    Emon content upload dewar jonno dhonnobad

  • @prabhatgorai_me_1391
    @prabhatgorai_me_1391 Рік тому +2

    5:39 খুব জলদি elon musk এর Starship হবে সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী রকেট।

  • @error404.u
    @error404.u Рік тому +2

    what an editing ..
    video editor gets all my credit ..
    this is an awesome video ...

  • @Subaldutta007
    @Subaldutta007 Рік тому +1

    Apnar video gulo khub valo 😊 you are a good human being

  • @wwumaotw2922
    @wwumaotw2922 Рік тому +10

    1st view 🙂
    এনায়েত ভাইয়ের ভয় নায়,ইউটিউব ছাড়ি নাই

  • @mielmahmudsifat8867
    @mielmahmudsifat8867 Рік тому +1

    আপনার ভিডিও গুলা দিয়ে অনেক অনেক কিছু জানতে পারি।

  • @ashekinmostafa
    @ashekinmostafa Рік тому +2

    আজকে editing দারুন হইছে

  • @Xoxjkkk
    @Xoxjkkk Рік тому +4

    20 min আগে এনায়েত স্যারের ভিডিও লঞ্চ হলো🥵

  • @user-sd4mh5mo9q
    @user-sd4mh5mo9q Рік тому +1

    Bangladesh er ek matro channel ja amake Bangladeshi hishebe proud feel kray❤️❤️🇧🇩🇧🇩

  • @arifinyeasinasif
    @arifinyeasinasif Рік тому +2

    বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বর্তমান নিয়ে একটা এপিসোড চাই স্যার

  • @bakerboy2143
    @bakerboy2143 Рік тому +8

    মহাবিশ্বের সম্প্রসারণ এবং আল কুরআন -
    "আমি নিজ ক্ষমতাবলে আকাশ সৃষ্টি করেছি এবং আমিই এর সম্প্রসারণকারী।" (সূরা- যারিয়াত, আয়াত- ৪৭)

    • @prakashsarkar458
      @prakashsarkar458 Рік тому

      😂😂😂😂😂😂😂😂🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @sobhonsingha2942
    @sobhonsingha2942 Рік тому +2

    দাদা এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিডিও বানান। বাংলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিডিওর খুবই অভাব।😢

  • @nijhumzaman6722
    @nijhumzaman6722 Рік тому +1

    কালো বা বাদমি রঙের মানুষের চাঁদে পা রাখাটা কিভাবে ঐতিহাসিক হতে পারে???চামড়ার রঙে কি বিশেষ ধরণের কোন উপাদান পাওয়া গেছে যার জন্য এটি অধিক গুরুত্বপূর্ণ????

  • @tanzinatz5231
    @tanzinatz5231 Рік тому +8

    Morality has an aesthetic standard 💕

  • @HMSoyeb-xf5wh
    @HMSoyeb-xf5wh Рік тому

    ধন্যবাদ, প্রচুর তথ্য পেলাম ঘরে বসে বসে। দোয়া করি আপনার দেয়া প্রতিটা মিনিট যেন আপনাকে আরো সফলতার দিকে নিয়ে যায়।

  • @rayhan.kobir.0
    @rayhan.kobir.0 Рік тому +6

    অনেক কিছু জানলাম এবং বুঝলাম। ধন্যবাদ স্যার❤️

  • @Tasesha9746
    @Tasesha9746 Рік тому +1

    ব্যাকগ্রাউন্ড বেশ Distracting লাগে ভাইয়া, জিনিসপত্র একটু কমান !!!

  • @NazilGO
    @NazilGO Рік тому

    ভাই অনেক হট । চাদের শীত আসা শুরু করছে দেশে । অসাধারন ভিডিও।

  • @hexagon8657
    @hexagon8657 Рік тому +2

    Love these type of videos and would love to see more astronomy and cosmology content!

  • @freetoplay3393
    @freetoplay3393 Рік тому +4

    অনেক বড় ধন্যবাদ ভাইয়া 😊♥️

  • @jahidulislampiyas1806
    @jahidulislampiyas1806 Рік тому +1

    Vaia video ghul onk vallage emn video aro banaiyen🖤

  • @tasnimrahmanrodoshi4516
    @tasnimrahmanrodoshi4516 Рік тому +1

    Onk interesting chhilo video ta🤗

  • @HASNATLABIB
    @HASNATLABIB Рік тому +2

    ইনায়েত ভাইকে পাঠাতে হবে কি বলেন আপনারা

  • @sanjidanoor3914
    @sanjidanoor3914 Рік тому +2

    Great video as always :)

  • @ikramevan9205
    @ikramevan9205 Рік тому +1

    Love this type of tech-related content.

  • @abulbasharmohammadgolamrab8510

    সাহস থাকলে Jack Parsons (Father of modern rocketry) এর occult science (গুপ্ত বিজ্ঞান) চর্চা নিয়ে একটা ভিডিও বানান।

  • @fahimontu7065
    @fahimontu7065 Рік тому

    Update vidr jnno dhonnobad vaiya..video ta bigger tai aro besi better laglo

  • @tanveersarkar3644
    @tanveersarkar3644 Рік тому +2

    Do what you do...
    I recommend you to make a playlist named space...
    And also recommend a playlist named physics

  • @bodhnirbodh4920
    @bodhnirbodh4920 Рік тому

    চাঁদে যেয়ে নীল আর্মস্ট্রং আজান শুনতে পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল । ইনশাল্লাহ চাঁদে যত মানুষ যাবে মুসলিমদের সংখ্যা ততই বাড়তে থাকবে । নাসার উচিত চাঁদে সবার আগে একটা মসজিদ নির্মাণ করা ।

  • @ISLAMIC-SWORD
    @ISLAMIC-SWORD Рік тому +2

    আসসালামু আলাইকুম ভাই। আপনার ভিডিও মানেই অসাধারণ। ধন্যবাদ।

  • @parthasamadder86
    @parthasamadder86 Рік тому +1

    বর্তমান সময়কার আলোচিত প্রযুক্তির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি এই সম্পর্কে একটা ভিডিও বানালে আমরা বাংলাভাষীরা খুব উপকৃত হব

  • @somuchknowledge
    @somuchknowledge Рік тому +1

    অসাধারণ স্যার🤩
    থাম্বনেইলটা অনেক আগে একবার দেখছিলাম এই চ্যানেলে,কিন্তু কোথায় মনে পড়ছে না😀

  • @rahanomahaque9443
    @rahanomahaque9443 Рік тому +1

    loved it.................. 💕💕💕💕💕💕

  • @aounkhan503
    @aounkhan503 Рік тому +5

    বাংলাদেশ স্পেস মিশন এ কতদূর বা কি করছে এর সম্পর্কে ভিডিও বানান স্যার ❤️

    • @pandagamer8628
      @pandagamer8628 Рік тому

      আল্লাহ না চাইলে মানুষ স্পেস এর কিছু জানতে পারবে না। এই ধারণা যে দেশের মানুষ মনে পোষণ করে তারা স্পেস কেনো সমতলে ও কিছু করতে পারবে না।

    • @tusharbiswasofficial6717
      @tusharbiswasofficial6717 Рік тому +3

      🤣🤣🤣🤣🤣🤣 বাংলাদেশ 🤣🤣🤣🤣🤣

    • @Ivan-ed7zq
      @Ivan-ed7zq Рік тому

      Bangladesh space origination r kaj hoilo btv te bampar folon deka

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Рік тому

      কিছুদিন আগে একটা রকেট কম্পিটিশন করছে।

    • @tusharbiswasofficial6717
      @tusharbiswasofficial6717 Рік тому

      @@anonymoussoul3343 🤣🤣🤣🤣🤣বাংলাদেশ🤣🤣🤣🤣 only one ISRO🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Mahidul_On_Fire1
    @Mahidul_On_Fire1 Рік тому +2

    Nice Vido

  • @momtahenahasnattisha9064
    @momtahenahasnattisha9064 Рік тому +1

    Your video help me to sleep well.

  • @Maruf943
    @Maruf943 Рік тому

    আপনার ভিডিও সত্ত্যিই অনেক ইনফর্মেটিভ। সালাম নেবেন স্যার।

  • @mdabdullahalnoman2813
    @mdabdullahalnoman2813 Рік тому

    ঠান্ডায় বাচিনা রংপুর থেকে,ভাবতেছি স্যারের বাসায় সিফ্ট করবো!

  • @niharchy4365
    @niharchy4365 Рік тому +1

    আমার কাছে মনে হয় না - এর সার্ফেসে পানি আছে। কারণ, চাঁদের কোনো ক্লাউড দেখে নাই কেউ। ভিতরে ফর্ম করা কতটুকু সম্ভব! আর পানি মানেই পানিচক্রের খেলা। তাহলে প্রাণের অস্তিত্ব অনেক সহজ হয়ে যেত।

  • @rajibnath4311
    @rajibnath4311 Рік тому +2

    আমি ভাবছিলাম, আপনি বলবেন,
    তো চাঁদে যাওয়া যাক।

  • @gobindochbormon8590
    @gobindochbormon8590 Рік тому +6

    প্রিয় চ্যানেল। ধন্যবাদ স্যার নতুন নতুন তথ্য জানানোর জন্য🥰

    • @huzifah9913
      @huzifah9913 Рік тому +1

      ইংরেজি জানেন না যে।

    • @gobindochbormon8590
      @gobindochbormon8590 Рік тому

      @huzifah9913 জ্বী আমি ইংরেজিতে অনেক দুর্বল🥰

  • @mr.rahaman6584
    @mr.rahaman6584 Рік тому +2

    Best video🥺🥺🥺

  • @rinaakter5873
    @rinaakter5873 Рік тому +2

    Qatar বিশ্বকাপের জন্য যত টাকা ব্যয় করছে ওই টাকায় নাসা প্রায় ১১৫ টা আর্টেমিস লঞ্চ করতে পারবে🙂

  • @KaziSobur
    @KaziSobur Рік тому

    ভিডিওর বিশেষণ গুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার, রাজনৈতিক বক্তৃতার মত শোনায়🫣🤐

  • @partho333
    @partho333 Рік тому

    This is a great one Enayet

  • @naiemalamin2475
    @naiemalamin2475 Рік тому

    শিক্ষনীয় চিন্তা-জাগানিয়া বিশ্লেষনী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। মজা নিয়ে দেখেছি। সমৃদ্ধ হলাম।

  • @mielmahmudsifat8867
    @mielmahmudsifat8867 Рік тому +1

    আসসালামু আলাইকুম গুরু।
    শিরায় শিরায় রক্ত
    এনায়েত স্যার এর ভক্ত।

  • @TanvirAhmed-iz3lu
    @TanvirAhmed-iz3lu Рік тому

    ভাইয়া,, পিরামিড কিভাবে তৈরি হলো,,,এটার ওপর একটা ভিডিও দেন, প্লিজ

  • @ketubirali6058
    @ketubirali6058 Рік тому +1

    I knew their names. Eugene Cernan & Harrison H. Schmitt were Apollo-17 astronauts.
    (Er moddhe ke jeno akta more geche, r akjon beche ache maybe)

  • @naimislam4918
    @naimislam4918 Рік тому

    ধন্যবাদ ভাই । অনেক কিছু জানলাম।

  • @21nurejannatulhuda
    @21nurejannatulhuda Рік тому

    10.37 গরমকালের ভিডিও শীতকালে দেখতেসি। ভিডিও পৃথিবীতে আসতে আসতে শীত পরে গেসে।

  • @avishekkhan4029
    @avishekkhan4029 Рік тому

    You are one of the best them Nal maker that I have ever seen.👌👌👌

  • @flicksna2489
    @flicksna2489 Рік тому +6

    Just watch the launch of Artemis. It was beautiful.

  • @liyanghosh
    @liyanghosh Рік тому +2

    স্যার কোহলি ১০০ পাইয়া গেছে 😁😁

  • @nothingtoworry9484
    @nothingtoworry9484 Рік тому

    ভাই ভিডিওর মাঝে মদ্ধে যে সাইলেন্ট মিমস মাইরা দেন, তাতে ভিডিও তে আরো মনযোগ বেড়ে যায়। 😅

  • @StoryHead
    @StoryHead Рік тому

    jossssss to!

  • @shahriarnayef3886
    @shahriarnayef3886 Рік тому +2

    অসাধারণ স্যার 😍😍

  • @soumikbiswas30
    @soumikbiswas30 Рік тому

    আজকের ভিডিওতে ঘরোয়া স্বাদ পেলাম 🥰

  • @rayanahmedsamy8247
    @rayanahmedsamy8247 Рік тому +2

    Another revolutionary step from Nasa!!!🤩

  • @jobayerhossenapurbo3674
    @jobayerhossenapurbo3674 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই। এবার যাঁরা তিনজন সায়েন্টিস্ট পদার্থ বিজ্ঞানে নোবেল পাইছেন তাঁদের নিয়ে একটা ভিডিও দিয়েন।

  • @sohan1.080
    @sohan1.080 7 місяців тому

    সাধারণ মানুষরা এর চাইতে দূরে যাইনি কিন্ত অসাধারণ মানুষরা এর চাইতেও বহুদূর গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর নবীগন.....

  • @baappa3984
    @baappa3984 Рік тому +1

    আগামী পাঁচ বছর পর অর্থাৎ 2028 এ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত অর্থনীতিতে কোন জায়গায় অবস্থান করতে পারে বলে আপনার ধারণা .... সেই নিয়ে যদি VIDEO করেন

  • @NahianEcho
    @NahianEcho Рік тому

    ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে একটা ভিডিও করেন প্লিজ!

  • @ahmedshahariarudoy8995
    @ahmedshahariarudoy8995 Рік тому +2

    স্যার বাংলাদেশে কি freebies implement kora উচিত দিল্লির মতো?এই নিয়ে ভিডিও চাই।

    • @ArifurRobin
      @ArifurRobin Рік тому

      স্যার,আপনি যদি বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক মজার মজার ভিডিও পছন্দ করে থাকেন তবে দয়া করে একবার নিচের চ্যানেলটি পরিদর্শন করতে পারেন।চ্যানেল নামঃ #পরিবর্তন

  • @RiyaRiya-qp6lf
    @RiyaRiya-qp6lf Рік тому +1

    Worm hole topic ta niye video chacchi. :3

  • @mdriponhasan3420
    @mdriponhasan3420 Рік тому

    ভাই আমি আপনার সব নিয়মিত দেখে থাকি।ভিডিও ১০-১২ মিনিট এর মধ্যে করলে ভালো হয়।
    এটা আমার মতামত

  • @sahadatislam7505
    @sahadatislam7505 Рік тому +1

    Vai apnake astronaut hisebe dakhte chai...

  • @monuarhosen3121
    @monuarhosen3121 Рік тому

    আপনার ভিডিও গুলো অসাধারণ।
    ধন্যবাদ স্যার।❤️

  • @mdhamim3654
    @mdhamim3654 Рік тому

    9:23 ভাই মাথা ঘুরাইতেছে আর ঘুরাইয়েন না 😵😵‍💫

  • @easyelectronic2261
    @easyelectronic2261 Рік тому +1

    ভারত ও ২০২৩ এ মানুষ পাঠাবে মহাকাশে।

  • @sksohan7610
    @sksohan7610 Рік тому

    আরে ভাই বড় হলেই কি দারুণ একটা ভিডিও ধন্যবাদ ভাই ❣️❣️

  • @TareqSalahuddin
    @TareqSalahuddin Рік тому +1

    এনায়েত, একটা প্রশ্ন ছিলো - আপনি এয়ার কন্ডিশনার (এসি) কেনেন না কেন? তাহলে তো আর এত ঘামতে হয় না।

  • @merajmoon7261
    @merajmoon7261 Рік тому +4

    ভাই আমেরিকা এত কষ্ট কইরা টাকা খরচ কইরা চাঁদের মধ্যে না গিয়া বাংলাদেশের চাঁদপুরের মধ্যে থেকে ঘুরে আসলেই তো পারে...!!!😁😁😁

  • @kawsarhasan360
    @kawsarhasan360 Рік тому

    ভাই,একটা প্রশ্ন
    এই যে সাউথ পোল এ যাবে,সেখানে চোখে ত কিছু দেখতে পাবে না আর সোলার পাওয়ারে তো কোন বাতিও জ্বালাতে কিংবা কোন ইলেকট্রনিক ডিভাইস চালাতেও পারবে না কারণ সৌর শক্তি তো সেখানে নাই!আর কোন বড় ব্যাটারিও তো ক্যারি করতে পারবে না কারণ সেটা বেশি হেভি।তাইলে কেমনে কি? @enayet chowdhury

  • @sarminakter6652
    @sarminakter6652 Рік тому

    ভিডিওটা খুবই খুবই খুবই মজা লাগছে,,,❤️❤️🥰🥰🥰🥰 প্লিজ এরকম স্পেস সম্পর্কিত ভিডিও আরো দেন

  • @AbdulLatif-ph1yv
    @AbdulLatif-ph1yv Рік тому

    অনেক ভাল্লাগছে ভাই এই ধরনের প্রোগ্রাম গুলা❤️

  • @kaziqumruzzaman3247
    @kaziqumruzzaman3247 Рік тому +1

    প্রমিত বাংলায় উপস্থাপন করলে শুনতে অনেক ভালো লাগতো।