২৫ লাখ টাকার ওপরে বেচাকেনা হচ্ছে কলা ।Bananas are being sold for more than 25 lakh rupees.

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • রমজানকে সামনে রেখে জমে উঠছে দেশের অন্যতম বৃৃহত্তম কলার হাট। কুষ্টিয়ার মধুপুরে জাতীয় মহাসড়কের ওপরে বসা এই হাটে কলা আসে আশপাশের ৫টি জেলা থেকে। এখান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক কলা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। দিনে বেচা-কেনা হচ্ছে ২৫ লাখ টাকার ওপরে। এখানকার সবরি, চাপা ও বাংলা কলার আলাদা কদর রয়েছে সারাদেশে। তবে, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কলার আকার কিছুটা ছোট হয়েছে। রমজান সামনে তাই ভাল দাম পাচ্ছেন কৃষকরা।
    কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের মধুপুর বাজারে প্রতিদিন সাত-সকালে এভাবেই কলা নিয়ে হাজির হন কৃষকরা। স্থানীয় যানবাহনে করে কলা আসে কুষ্টিয়া জেলা ছাড়া ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে।
    আকারভেদে এককাদি কলা বিক্রি হচ্ছে আড়াইশ থেকে সাড়ে ৪শ টাকা পর্যন্ত। কলা কিনতে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ব্যাপারি আসছেন। কিনেই তুলছেন ট্রাকে। এমন ৪০টি ট্রাক ভরে যায় হাটের কলায়। দিনে ২৫ লাখ টাকার ওপরে বেচাকেনা হচ্ছে।
    ব্যাপারিদের অভিযোগ- রমজান যতো এগিয়ে আসছে হাটে বাড়ছে কলার দাম। আর কৃষকরা বলছেন-ভাল দাম পাচ্ছেন তারা। তবে, মৌসুমে বৃষ্টি কম হওয়ায় কলা আকারে ছোট হয়েছে।
    কুষ্টিয়া অঞ্চলে এবার কলার আবাদ বেড়েছে। শুধু কুষ্টিয়া সদর উপজেলাতে ৮৮ হেক্টর বেড়ে এবার ৫শ ১৩ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।
    সর্টঃ সৌতম কুমার শীল, উপজেলা কৃষি কর্মকর্তা, কুষ্টিয়া সদর।
    মাসে অন্তত: সাড়ে ৭কোটি টাকার কলা কেনাবেচা হয় মধুপুরের এই হাটে। রমজান এগিয়ে আসলে কলার দাম আরো বাড়বে বলে ঈংগিত দিয়েছেন ব্যবসায়ীরা।

КОМЕНТАРІ • 2